Tag: সম্মেলন

  • রামগঞ্জে ইউএনও-সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

    রামগঞ্জে ইউএনও-সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

    লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা ও উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন বিরুদ্ধে বিদ্যালয়ের অভিভাবক সদস্যের ভোটের ফল পরিবর্তনের অভিযোগ উঠেছে।

    পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত ভূক্তভোগী অভিভাবক সদস্য মোজাম্মেল হোসেন রবিবার (২৩ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ আনেন। একই সময় এই ঘটনায় তিনি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    মোজাম্মেল উপজেলার ভাটরা ইউনিয়নের কোমরতলা গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে মোজাম্মেল বলেন, ২০ জানুয়ারি অভিভাবক সদস্যদের নির্বাচনের ৯ জন প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আমি চতুর্থ হই। কিন্তু আমাকে কোন কিছু অবহিত না করে ইউএনও তাপ্তি চাকমা ও প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার শনিবার (২২ জানুয়ারি) পুনরায় ভোট গণনা করেন। এতে উদ্দেশ্য প্রণোদিতভাবে পরাজিত প্রার্থী হুমায়ুন কবিরকে জয়ী ঘোষণা করে আমাকে বাদ দেওয়া হয়।

    উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে নাটকীয় ভোট গণনায় আমাকে সরিয়ে দিয়েছে।

    এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার প্রাপ্ত পদ ফেরত চাই। তিনি আরও বলেন, পুনরায় ভোট গণনার দিন আমিসহ নির্বাচিত ইব্রাহিম খলিল, রফিকুল ইসলাম ও জাহাঙ্গীর হোসেন কেউই উপস্থিত ছিলেন না। পুনরায় ভোট গণনা কেন হয়েছে তাও তারা কেউ জানেন না।

    ২৩ জানুয়ারি রোববার ইউএনওর কার্যালয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবেই সভাপতি পদে নির্বাচনের আয়োজন করা হয়। ভোটের পর থেকেই ছাত্রলীগ নেতা ফয়সাল ও পরাজিত হুমায়ুনদের ভয়ে আমরা বাড়িছাড়া। বাড়িতে বাড়িতে গিয়ে ২০ জানুয়ারি রাতে নির্বাচিতদের আত্মীয়-স্বজনকে হুমকি দিয়ে আসে তারা।শনিবার রাতেও তাদের লোকজন পানিয়ালা বাজারে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক ছড়িয়ে দেয়।

    প্রিসাইডিং কর্মকর্তা ও সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আবেদনের ভিত্তিতে ইউএনওর উপস্থিতি ভোটগ্রহণ হয়েছে। কোন সদস্যকে কেউ হুমকি দেওয়ার বিষয়টি আমাদেরকে জানানো হয়নি। কাউকে যদি হুমকি দেওয়া হয়,থানা পুলিশকে জানালে তারা ব্যবস্থা নেবেন।

    এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, নির্বাচনের দিন ভোট গণনা ভুল হয়েছে বলে হুমায়ুন অভিযোগ করেছে। এই প্রেক্ষিতে শনিবার পুনরায় ভোট গণনা করলে তিনি জয়ী হন। পুনরায় ভোট গণনার বিষয়টি অন্যান্য প্রার্থীদেরকে ফোনে জানানো হয়েছিল।

  • শাহজাদপুরে ইয়ারমিন হত্যার বিচার ও গুম সবুরাকে উদ্ধারে দাবীতে সংবাদ সম্মেলন।

    শাহজাদপুরে ইয়ারমিন হত্যার বিচার ও গুম সবুরাকে উদ্ধারে দাবীতে সংবাদ সম্মেলন।

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী মোল্লাপাড়ার কৃষক শরিফুল ইসলাম ইয়ারমিন (৩৫) হত্যা মামলার বিচার দাবীতে রবিবার দুপুরে মোল্লাপাড়ার আউয়াল মোল্লার বাড়িতে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়।

    এ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহতের চাচি ফাতেমা কামাল বেলী বলেন, গত ১৯ জানুয়ারি বুধবার সকালে পূর্ব বিরোধের জের ধরে বিনা উষ্কানিতে মো: আব্দুল লতিফ প্রামানিক গং অতর্কিতে দেশীয় অস্ত্রসস্ত্রে সুসজ্জিত হয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের পাশাপাশি আমার ভাতিজা শরিফুল ইসলাম ইয়ারমিনকে নির্মমভাবে পিটিয়ে ও ফালাবিদ্ধ করে হত্যা করে।

    এরপর আসামীরা হত্যা মামলা থেকে নিজেদের রক্ষার কুটকৌশল হিসেবে ৮০ বছরের পক্ষাঘাতগ্রস্থ বৃদ্ধা সবুরা খাতুনকে হত্যার চেষ্টা ব্যর্থ হয়ে গত ১৯ জানুয়ারি বুধবার রাত থেকে ওই বৃদ্ধাকে অজ্ঞাত স্থানে গুম করে রেখেছে। আমরা শত চেষ্টা করেও ওই বৃদ্ধার সন্ধান পাইনি। ওই বৃদ্ধাকে তারা নিজেরাই হত্যা করে আমাদের নামে মিথ্যা মামলা দেয়ার পায়তারা চলছে বলে আমাদের ধারণা। তাই দ্রæত সবুরা খাতুনকে উদ্ধার ও ইয়ারমিন হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশের কাছে জোর দাবি জানাচ্ছি।

    নিহত ইয়ারমিনের চাচা হাজী আব্দুল আউয়াল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত নিহত ইয়ারমিনের স্ত্রী রিতা খাতুন (২৬), ছেলে জুবায়ের (৭), ভাই মিজানুর রহমান মিন্টু, তৌফিকুর রহমান বলেন, ইয়ারমিন হত্যা মামলার প্রধান আসামীরা এখনও গ্রেপ্তার হয়নি। উল্টো তারা সবুরাকে হত্যার উদ্দেশ্যে গুম করে রেখে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে। এ থেকে রক্ষার জন্যে পুলিশের হস্তক্ষেপ কামনা করছি। তারা আরও জানান, এ গুমের ঘটনায় গত ২০ জানুয়ারি কামরুল ইসলাম বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। জিডি নং-১০৫৭। এদিকে, সংবাদ সম্মেলনে স্বামী হত্যার বিচার দাবী করে বারবার মূর্ছা যান নিহত ইয়ারমিনের স্ত্রী রিতা খাতুন।

    উল্লেখ্য, ১৯ জানুয়ারি পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের হামলা সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের আব্দুল লতিফ গং পিটিয়ে ও ফালাবিদ্ধ করে কৃষক ইয়ারমিনকে হত্যা করে। এ ঘটনায় পরদিন ২০ জানুয়ারি নিহত ইয়ারমিনের স্ত্রী রিতা খাতুন বাদী হয়ে নামিক ৯১ জনসহ অজ্ঞাত আরও ৪০/৪৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার নামিক ২ আসামীকে গ্রেফতার করলেও প্রধান আসামীরা এখনও ধরা ছোয়ার বাইরে রয়েছে।
    এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) শেখ মঈনুল ইসলাম বলেন,এ বিষয়ে খোজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • উল্লাপাড়ায় আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি-আমিনুল,সম্পাদক-ইকবাল।

    উল্লাপাড়ায় আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি-আমিনুল,সম্পাদক-ইকবাল।

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বড় পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক তরুণ প্রজন্মের অহংকার মীর আরিফুল ইসলাম উজ্জ্বল।

    সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সাবেক জিএস মোঃ আজিজুল ইসলাম শাহআলম।

    বড় পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্বের আলোচনা সভায় প্রস্তুতি কমিটির আহবায়ক মোয়াজ্জেম হোসেন বিএসসি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী, আলহাজ্ব আব্দুল বাতেন হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, প্রচার সম্পাদক ভিপি বাশার। অনুষ্ঠানে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন বড় পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির লিটন, সম্পাদক মোঃ মজনু মন্ডল ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রিপন আহমেদ।

    সম্মেলনের দ্বিতীয় পর্বে ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি গঠনে কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে আগামী তিন বছরের জন্য সভাপতি পদে নির্বাচিত হন মোঃ আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদ নির্বাচিত  হয়েছেন মোঃ ইকবাল হোসেন।

  • সিরাজগঞ্জে বিএফএ’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি ওয়াহেদুল-সম্পাদক আবুল হাশেম।

    সিরাজগঞ্জে বিএফএ’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি ওয়াহেদুল-সম্পাদক আবুল হাশেম।

    বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন(বি.এফ.এ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী পরিষদ (২০২২-২০২৪ইং) দ্বি-বার্ষিক সম্মেলনে গতকাল ২৫ ডিসেম্বর শনিবার সিরাজগঞ্জ পৌরসভার এস এস রোড সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের কার্যালয়ে ব্যাপক আনন্দ ঘনপরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

    শনিবার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটা গ্রহন করা হয়েছে। মোট ১৪৩ টি তালিকাভূক্ত ভোটার প্রয়োগ করতে পারবে। নির্বাচনে মোঃ ওয়াহেদুল ইসলাম- মোঃ আব্দুল্লাহ নাসের রানা ও মোঃ মোশাররফ হোসেন মুন্না-মোঃ আবুল হাসেম দুটি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করেন। এতে সভাপতি হিসাবে আলহাজ্ব মোঃ ওয়াহেদুল ইসলাম ও সাধারন সম্পাদক হিসাবে আবুল হাশেম আবু নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি নজরুল ইসলাম,আফসার আলী,মাহবুব সরোয়ার বকুল,আবু হানিফ, আহসান হাবীব(সুইট),যুগ্নসাধারন সম্পাদক শহিদুল ইসলাম,শহিদুল ইসলাম শিকদার,কোষাধ্যক্ষ এস এম সুজাত আলী,দপ্তর সম্পাদক শ্রী দেবলকর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সত্য রঞ্জন পোদ্দার,কার্যকরী সদস্য নুরুল ইসলাম,এস এম আমিরুল ইসলাম আরজু,জয়নাল আবেদীন, আব্দুল হাকিম,আমিরুজ্জামান,শফিকুল ইসলাম, আবদুল্লাহ আল মাহমুদ,খন্দকার সোহরাব হোসেন,আনোয়ারুল ইসলাম,মোঃ ছবি সিদ্দিক,নূর হোসেন মন্ডল,মোঃ আব্দুর রহমান আল সেলিম ও মোঃ হাসিনুল ইসলাম বিজয়ী হন বলে জানান যায়।

    মোজাহিদুল ইসলাম দুদু এককভাবে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অ্যাডঃ আব্দুল হাই জানান।

     

  • লংগদুতে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশর তিনদিন ব্যাপী মহাসন্মেলন

    লংগদুতে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশর তিনদিন ব্যাপী মহাসন্মেলন

    লংগদু(রাঙ্গামাটি)প্রতিনিধিঃ খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপি বলেছেন, বৌদ্ধ ধর্মটা হচ্ছে কর্মের ফল। আমার ধর্ম এমন একটি ধর্ম যে কেউ মনে করলে কারোর উপর নির্ভর আমি অরহত বা পরিনির্বান যেতে পারবো না। অরহত পরিনির্বাণ লাভ করতে হবে নিজের কর্মফলে।

    আমি খারাপ কাজ করলে কর্মফল খারাপ হবে। আর ভালো কাজ করলে কর্মফলও ভালো হবে। অনেকে আছে আমাদের ভান্তের সম্পর্কে মিথ্যা কথা বলেন, নিন্দ্বা করেন। এটা মোটেও ঠিক নয়। আমার পরিনির্বাণপ্রাপ্ত বনভানন্তে বলেছেন জাতি হিসেবে বেঁচে থাকতে হলে জ্ঞান, বুদ্ধি, কৌশল প্রয়োজন।

    শুক্রবার(২৪ডিসেম্বর) রাঙামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত পার্বত্য ভিক্ষু সঙ্গ বাংলাদেশ এর তিন দিনব্যাপী মহাসন্মেলন-২১ এর ২য় দিনে সদ্ধর্ম উন্নয়ন সংঘের উন্মুক্ত আলোচনা সভায় অতিথির ব্ক্তব্যে দীপংকর তালুকদার এমপি একথাগুলো বলেছেন।

    পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের উপ-সংঘরাজ ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের এর সভাপতিত্বে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত মহিলা এমপি বাসন্তি চাকমা, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদীন, আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা। এছাড়া লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, রাঙামাটি জেলা পরিষদের সদস্য আছমা বেগম এসময় উপস্থিত ছিলেন।

    লোকমিত্র ভিক্ষুর সঞ্চালনায় আলোচক হিসেবে ধর্মীয় বক্তব্য রাখেন,পার্বত্য ভিক্ষু সংঘের ধর্ম বিষয়ক সম্পাদক ভদন্ত তেজবংশ মহাথের(ভিক্ষু সংঘ)। বিকালে পার্বত্য ভিক্ষু সংঘের নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষে ইলেকশন করা হয়।

    ৩য় দিন (শনিবার) পার্বত্য ভিক্ষু সংঘের নতুন কমিটি ঘোষনা সহ ভিক্ষু সংঘের ধর্মীয় দেশনা এবং সমাজ উন্নয়নের লক্ষে বার্তা প্রদান ও আশির্বাদ প্রদান শেষে সন্ধ্যায় সহস্র প্রদীপ প্রজ্জ্বলন ও আকাশ প্রদীপ উত্তোলনের মধ্য দিয়ে তিন দিনের সন্মেলন অনুষ্ঠান শেষ হবে।

  • বাঁশখালীতে আম্বিয়া খাতুন মহিলা মাদরাসার উদ্যোগে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন।

    বাঁশখালীতে আম্বিয়া খাতুন মহিলা মাদরাসার উদ্যোগে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন।

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম প্রতিনিধি”মাস্টার নজির আহমদ ট্রাস্ট কর্তৃক পরিচালিত আম্বিয়া খাতুন মহিলা মাদ্রাসার উদ্যোগে বরাবরের মত আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও ৯ম বার্ষিক মাহফিল আগামীকাল ২২ ডিসেম্বর, ২০২১, রোজ- বুধবার অনুষ্ঠিত হবে, ইনশা’আল্লাহ। বাংলাদেশের বিখ্যাত ক্বারীদের পাশাপাশি আন্তর্জাতিক ক্বারীদের মধ্যে মিসরের শায়খ ক্বারী সামির আন্তর ও শায়খ ক্বারী সালাহ মোহাম্মদ সোলাইমান মনসুর এবং তাঞ্জানিয়ার শায়খ ক্বারী ঈদী সাবান ও শায়খ ক্বারী রেজা আইয়ুবসহ অন্যান্য খ্যাতিসম্পন্ন ক্বারীরা সুললিত কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতে অংশ নিবেন।
    এবারের ক্বেরাত সম্মেলন ও বার্ষিক মাহফিলের মূল আকর্ষণ “বিষয় ভিত্তিক আলোচনার পর মাহফিলে আগত শ্রোতাদের সরাসরি প্রশ্নোত্তরের সুযোগ”। এই পর্বে বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করবেন দেশবিখ্যাত ইসলামিক স্কলারগণ। তাদের মধ্যে “পর্দা ও হিযাব সম্পর্কে শরীয়ার দৃষ্টিভঙ্গি” বিষয়ে শাহ মুহাম্মদ ওয়ালিউল্লাহ, “কুরআন-হাদীসের আলোকে মুসলিম উত্তরাধিকার আইনের পর্যালোচনা” বিষয়ে মাওলানা মুহিব্বুল্লাহিল বাকি, “প্রত্যাহিক জীবনে একজন মুমিনের করণীয়” বিষয়ে মাওলানা ওবাইদুল্লাহ হামজা, “বিজ্ঞানময় কুরআনের বিস্ময়কর অলৌকিকত্ব” বিষয়ে প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার, কুরআন-সুন্নাহর আলোকে নামাযের আহকাম” বিষয়ে শায়খ আহমাদুল্লাহ এবং “মুসলিম প্রধান দেশে সংখ্যালগুদের প্রতি মুসলিম সমাজের আচরণবিধিঃ প্রেক্ষিত বাংলাদেশ” বিষয়ে প্রফেসর ড. আ.ক.ম. আবদুল কাদের অন্যতম।
    সকাল ৮ ঘটিকা হতে বাদে যোহর পর্যন্ত বাঁশখালীর বিভিন্ন মাদ্রাসা ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ইসলামী সাংষ্কৃতিক প্রতিযোগিতা।
    মাস্টার নজির আহমদ ট্রাস্টের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সাংষ্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ ও ক্বেরাত সম্মেলনে যোগদানের জন্য সকলের প্রতি বিশেষ ভাবে দাওয়াত রইল॥
    মা-আচ্ছালাম
    ট্রাষ্টের চেয়ারম্যান 
    আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি 
    সম্পাদকঃ দৈনিক পূবদেশ
  • ওসমানীনগরে পুত্রের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন।

    ওসমানীনগরে পুত্রের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন।

    ওসমানীনগর প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরে সংবাদ সম্মেলনে কাঁদলেন এক পিতা! সন্তানদের বিরুদ্ধে হত্যার হুমকীসহ বিস্তর অভিযোগ তুলে ধরেন তিনি। সোমবার বিকেলে ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত হাজী মোহাম্মদ হানিফের ছেলে হাজী মোহাম্মদ আব্দুল একিম ওরফে আব্দুল হেকিম তার ১ম ও ২য় স্ত্রীদের সন্তান ও ভাই ছামির উদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ তুলে ধরেন।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার সকল সন্তানদের ভরণ পোষনসহ যাবতীয় লেখাপড়া করিয়ে প্রবাসে যাওয়ার ব্যবস্তা করেন তিনি। কিন্তুু তার ১ম ও ২য় স্ত্রীর তরফের সন্তানরা দীর্ঘদিন ধরে তার ভরণ পোষনসহ দায় দায়িত্ব নেয়নি। তার ভরণ পোষনসহ যাবতীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন তার ৩য় স্ত্রীর সন্তানরা। মানবিক দৃষ্টিকোন থেকে তিনি তার ৩য় স্ত্রীর সন্তানদের নামে ৪ একর ভূমি হেবা দলিল করে দেন। এরপর থেকে তার ১ম ও ২য় স্ত্রীর সন্তান ও ভাই ছমির উদ্দিন মোবাইল ফোনের মাধ্যমসহ নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এর জের ধরে তার ছেলে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গণির প্ররোচরায় আরেক ছেলে আব্দুল ওয়াহাব ও তার ভাই প্রবাসী ছামির উদ্দিন দেশে এসে গত ১ নভেম্বর তার বসত বাড়িতে গিয়ে হুমকী দেয় এবং সকল সম্পত্তি তাদের নামে লিখে দিতে বলে।

    অন্যতায় তাকে খুন করে লাশ গুম করবে বলে হুমকী প্রদান করে। এতে হাজী মোহাম্মদ আব্দুল একিম নিরাপত্তা চেয়ে ২য় স্ত্রীর তরফের সন্তান আাব্দুল গনি, আব্দুল ওহাব ও ভাই ছামির উদ্দিনের বিরুদ্ধে গত ৮ নভেম্বর সিলেট আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর গত ১৬ নভেম্বর বিকেলে উল্লেখিত আসামীরা কতিপয় সন্ত্রাসী নিয়ে আবারও তার বাড়িতে গিয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার হুমকী দেয়।

    এ সময় তিনি রাজী না হলে তাকে বুড়ো বয়সে মামলা দিয়ে জেলে পচিয়ে মারারও হুকমী দেয়। এমনকি ঘরে তালা দিয়ে যায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ২১ নভেম্বর সিলেট নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে পূর্বের মামলার আসামীসহ ১ম স্ত্রীর তরফের আব্দুল কালামকে আসামী করে আবারও মামলা দায়ের করেন। এদিকে তার ভাই ছামির উদ্দিন বাদী হয়ে তার উপর পাল্টা মিথ্যা মামলা দায়ের করেন বলে সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন।

    সংবাদ সম্মেলনে আব্দুল একিম প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তার নিরাপত্তার দাবী জানান। এ সময় সংবাদ সম্মেলনে তার সাথে উপস্থিত ছিলেন, পরভেজ মিয়া, নুরুল ইসলাম, হেলাল উদ্দিন ও আজাদ হোসেন।

  • হাওর বাঁচাও আন্দোলন” ছাতক উপজেলা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত।

    হাওর বাঁচাও আন্দোলন” ছাতক উপজেলা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত।

    ফজল উদ্দিন,ছাতক প্রতিনিধিঃ “হাওর বাঁচাও আন্দোলন” ছাতক উপজেলা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

    ৪ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টস্থ (বীর মুক্তিযোদ্ধা চত্বর-৭১)চেয়ারম্যান মার্কেট মাঠে এ সম্মেলন অনুষ্টিত হয়।

    হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির নব নির্বাচিত কার্যকরি কমিটির সভাপতি ও ছাতক উপজেলা কমিটি আহবায়ক,  সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে ও ছাতক উপজেলা শাখার সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী ও মাষ্টার পঙ্কজ দত্ত’র পরিচারনায়, অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহিন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন।

    সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করে কাউন্সিলের উদ্ভোধন করেন সুনামগঞ্জ জেলা কমিটির সহ- সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার।

    সভায় স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক সমকালের ছাতক উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান।

    পরে বিকেল, ২ ঘটিকায় সম্মেলনের দ্বিতিয় অধিবেশন শুরু হয়। এসময় উপস্থিত সকলের সম্মতি ক্রমে সভাপতি হিসেব সমরুজ আলী মেম্বার ও সাধারন সম্পাদক হিসেব শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান এর নাম উল্লেখ করে ৩১ সদস্য বিশিষ্ট “হাওর বাঁচাও আন্দোলন” ছাতক উপজেলা কমিটি ঘোষনা করেন, সম্মেলনের প্রধান অতিথি হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।

    এসময়, সমরুজ আলী মেম্বার, আব্দুল হাই, ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফজল উদ্দিন, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অলিউর রহমান, কাউছার আহমদ, আবুল কালাম, নোয়াব আলী, দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, তাজুল গনী, আলী আকবর, বিদান দে, জমির উদ্দান, এনামুল হক, ফয়জুল ইসলাম ফজল, ফয়ছল আহমদ, আহমেদ আল কবির চৌধুরী, সুজন তালুকদার, রেহান উদ্দিন, ছালিক আহমদ, আপ্তাব আলী, সোহানুর রহমান, সংকর দত্ত, মোহাম্মদ আলী, স্বপন চন্দ্র, সালমান আহমদ, শুভ্র চন্দ্র, সাহেদ আহমদ, তেরাব আলী, হেলাল আহমদ, নুরুল আমিন, আব্দুল হালিম শিপন, আছলম আলী, এনাম উদ্দিন, শাহ মোহাম্মদ রমজান আলী, খলিল আহমদ, দুলাল কৃষ্ণ সরকার, ছায়েম আহমদ প্রমূখ সহ বিভিন্ন শ্রনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

  • বেলকুচিতে প্রাণনাশের হুমকি সহ নানা অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ফরিদের সংবাদ সম্মেলন।

    বেলকুচিতে প্রাণনাশের হুমকি সহ নানা অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ফরিদের সংবাদ সম্মেলন।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ আগামী ২৮ নভেম্বর -২০২১ তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বড়ধূল ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকিসহ নানা অভিযোগ তুলে সংবাদ সন্মেলন করেছেন বড়ধূল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস প্রতিক) ফরিদ আহম্মেদ।

    বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহাম্মেদের নিজ বাসভবনে তার প্রতিদ্বন্দী নৌকা মনোনিত প্রার্থী আছির উদ্দিন মোল্লা’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহম্মেদ (আনারস প্রতিক) বলেন, নির্বাচনী এলাকায় জনপ্রিয়তা দেখে ইর্ষান্বিত হয়ে আমার প্রতিদ্বন্ধী আছির উদ্দিন মোল্লা ও তার সহযোগীরা নির্বাচনী পথসভা ও গণসংযোগে বিভিন্ন ভাবে বাঁধা সৃষ্টি করছেন।

    তিনি আরও বলেন, আমার জনপ্রিয়তা দেখে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস নিয়ম না থাকলেও নৌকার নির্বাচনী জনসভা করছেন।

    এছাড়া বিভিন্নভাবে তিনি আমাকে প্রাণনাশের হুমকি নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। আমি এ বিষয়ে নির্বাচনের রির্টানিং কর্মকর্তা,থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছি।

    এসময় তিনি সংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের মাধ্যমে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করছি, আমার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করতে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। আর সেই সাথে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচনী উপহার দেবেন বলে উল্লেখ করেন।
    এ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

  • ভূঞাপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

    ভূঞাপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

    কোরবান আলী তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উৎসবমূখর পরিবেশে ব্যাপক কর্মী সমাগমের মধ্যেদিয়ে সম্পন্ন করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) দুপুরে ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

    এডভোকেট মোঃ আনোয়ার হোসেন মিন্টুর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ আলহাজ্ব মোবাশ্বের হোসেন চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন- টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য নাবিলা নুহাত চৈতি, টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব ও শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, ভূঞাপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সাধারণ সম্পাদক তাহেরুর ইসলাম তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিনহাজ উদ্দিন প্রমূখ।

    এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুগ্ম সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলিফ নূর মিনি, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, গাবসারা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, নিকরাইল ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকার প্রমূখসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।