Tag: সমিতি

  • বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রতিবাদ সভা।

    বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রতিবাদ সভা।

    মইনুল হক মৃধা,গোয়ালন্দঃ মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত সমিতির নামে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগ এনে তীব্র প্রতিবাদ জানিয়েছেন  রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সকল সদস্যবৃন্দ।
    বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে নিবন্ধনকৃত উপজেলার ৯ টি সমিতির সদস্য ও সভানেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
    লিখিত প্রতিবাদ সভায় উল্লেখ করা হয়- একটি জাতীয় পত্রিকায় গত ১৪ নভেম্বর মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির বিরুদ্ধে একটি মনগড়া সংবাদ প্রকাশ করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। উক্ত সংবাদের প্রতিবেদক অতি উৎসাহিত হয়ে আমাদের প্রত্যেকটি সমিতির সভানেত্রীর নিকট ফোন করে মানষিক ভাবে হয়রানি করেছেন। আমাদের সমিতির সকল কার্যক্রম সমূহ নিবন্ধন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন তদারকি করে থাকেন। অথচ ঐ প্রতিবেদক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সমবায় কর্মকর্তাকে জড়িয়ে অসত্য তথ্য প্রদান করেছে।
    সমিতিগুলো নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ও মিথ্যা সংবাদ প্রকাশ না করার আহবান জানিয়ে তারা বলেন, করোনাকালীন সময়ে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছি। তারপরেও চেষ্টা করেছি সমাজের অবহেলিত অসহায় নারীদের পাশে থেকে কাজ করার।
    প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- মহিলা সমাজ উন্নয়ন সংস্থার সভানেত্রী সোহেলী রহমান, নকসী নারী কল্যান সমিতির সভানেত্রী  কোহিনুর বেগম, জাগরণ মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী শাহিদা বেগম, নদী নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী সাজিনা ইমাম, ঊর্মি মহিলা উন্নয়ন সংস্থার তপু বালা, প্রীতি মহিলা উন্নয়ন সংস্থার রত্না বিশ্বাস  প্রমূখ।
  • অক্সিজেন সিলিন্ডার সহায়তায় ‘ঢাকাস্থ কলাপাড়া উপজেলা সমিতি।

    অক্সিজেন সিলিন্ডার সহায়তায় ‘ঢাকাস্থ কলাপাড়া উপজেলা সমিতি।

    পটুয়াখালীতে ’ঢাকাস্থ কলাপাড়া উপজেলা সমিতি’ করোনা রোগীর সেবায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি অক্সিজেন সিলিন্ডার বিতরন করেছে ।

    বুধবার রাতে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সিলিন্ডার দুটি বিতরন করা হয় । কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তকর্তা ডা.চিন্ময় হাওলাদার সিলিন্ডার দুটি গ্রহন করেছেন। এসময় ’ঢাকাস্থ কলাপাড়া উপজেলা সমিতি’র পক্ষে ওই সমিতির সদস্য মো.ইয়াকুব খান উপস্থিত থেকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

    ওই সমিতির সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন শানু জানান, কলাপাড়া পৌরশহর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে শতশত মানুষ দিনাতিপাত করছে । এসব মানুষের সহায়তায় ’ঢাকাস্থ কলাপাড়া উপজেলা সমিতি’র পক্ষ হতে দু’টি অক্সিজেন সিলিন্ডার বিতরন করেছেন বলে তিনি উল্লেখ করেন, তিনি আরো বলেন এ সহায়তা অব্যাহত থাকবে।

  • উল্লাপাড়ায় করোনা আক্রান্ত পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক পরাভেজের মৃত্যু।

    উল্লাপাড়ায় করোনা আক্রান্ত পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক পরাভেজের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেজাউল করিম পারভেজ বুধবার (৩০ জুন)বিকেলে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না লিল্লাহ রাজিউন।মৃত্যুকালে তার বয়স ছিলো ৬৫ বছর।

    নিহতের পারিবারিক সূত্রে জানা যায় গত ক’দিন আগে জ্বর ঠান্ডায় আক্তান্ত হয়ে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। নমুনা পরিক্ষায় তার করোনা পজেটিভ আসে।এখানে তার অবস্থার আরো অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে রেফার্ড করেন।

    এক সপ্তাহ যাবৎ সেখানে চিকিৎসাধীন থাকার পর বুধবার বিকেলে তার মৃত্যু হয়।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও দুই মেয়েসহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
    তার মৃত্যুতে উল্লাপাড়ার সাংসদ তানভীর ইমাম ও সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার রমেন্দ্র নাথ রায় শোক প্রকাশ করেছেন।সেই সাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

  • শাহজাদপুর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে রশিদ সভাপতি ও শিমুল সম্পাদক।

    শাহজাদপুর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে রশিদ সভাপতি ও শিমুল সম্পাদক।

    সিরাজগঞ্জের শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মোঃ আব্দুর রশিদ সভাপতি এবং আজিজুল হক শিমুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

    শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসে শনিবার সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে ২ টায় শেষ হয়। সমিতির মোট ৮৮ ভোটের মধ্যে ৮৭ ভোট কাস্টিং হয়। বিকেলে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের আহবায়ক হিসেবে দায়িত্ব প্রাপ্ত আব্দুর রহমান। ১১ টি পদে দুইটি প্যানেলে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

    এসময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিলেন এস আই মনজুরুল ইসলাম, এ এস আই নাজমুল হোসেন সহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল।

    এদিন সকালে পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী নির্বাচনী এলাকা পরিদর্শন করেন। কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেনন, সহ-সভাপতি মোক্তার হোসেন, মোঃ সোলাইমান হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুব রানা চৌধুরী, কোষাধ্যক্ষ আবদুল মালেক, ও সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, মোঃ ইমরান আহমেদ, মোঃ আফছার আলী,মোঃ নাছির উদ্দিন, মোঃ আবুল খায়ের, ও মোঃ সোহেল রানা।

    শাহজাদপুর থানার উপ-পরিদর্শক মনজুরুল ইসলাম বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে আইনশৃঙ্খলার কোনো অবনতি ঘটেনি।