Tag: সমাবেশ

  • রামপালে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

    রামপালে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে বাঁশতলী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মাসুম শেখ’র নামে মিথ্যা,ভিত্তিহীন,বানোয়াট,ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবীতে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

    ২ডিসেম্বর সকাল ১১ টায় রামপাল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যেগে ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন’র সভাপতিত্বে ও রামপাল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ চয়ন মন্ডল’র সঞ্চালনায় রামপাল থানার সম্মুখে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।

    মানববন্ধন শেষে জেলা পুলিশ সুপার বরাবর এ ষড়যন্ত্র ও বানোয়াট মামলা প্রত্যাহারের জন্য স্মারক লিপি প্রদান করা হয়। স্মারক লিপি প্রদান শেষে রামপাল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রধান কার্যালয়ের দুপুর ১২ টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    সংবাদ সম্মেলনে তারা জানান যে, ১৬ নভেম্বর সন্ধায় রামপাল উপজেলার বিএনপি’র উচ্ছৃংখল নেতা কর্মীরা রাষ্ট্র ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে নিয়ে কটুক্তি মূলক বক্তব্য প্রদান করলে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় জন সাধারণকে সাথে নিয়ে প্রতিবাদ জানাতে যায়। কিন্তু আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ঘটনা স্থলে পৌঁছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বি.এনপির নেতা কর্মীরা অতর্কীত হামলা শুরু করে।

    স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলে মিলে তাদের নিবৃত করে এবং সেখানে শান্তিপূর্ন পরিবেশ বজায় থাকে। কিন্তু পরবর্তীতে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট এবং দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বি.এন.পি নেতাকর্মীদের প্ররোচনায় সফিকুল ইসলাম সোহাগ এক ইউপি সদস্য বাঁশতলী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মাসুম শেখ’র নামে ষড়যন্ত্র মূলক মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে।

    সংবাদ সম্মেলনে আরো জানানো হয় যে,মামলার আসামি মোঃ মাসুম শেখ ঐ ঘটনার সময় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র চাচী বেগম রাজিয়া নাসের’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এ ঘটনায় তার কোন সম্পৃক্ততা নেই-যা সরেজমিনে তদন্ত করলে জানা যাবে।

    উল্লেখ্য বাঁশতলী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সফিকুল ইসলাম সোহাগ ২০ নভেম্বর ২০২১ মাসুম শেখ সহ তার আপন দুই ভাই মারুফ শেখ ও মোস্তাফিজ শেখ’র বিরুদ্ধে রামপাল থানায় মামলা দায়ের করেছিলেন।

    মানববন্ধন,স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ,শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম,ইউপি সদস্য শিকদার জিয়াউর রহমান,মোঃ সরোয়ার, মোহাম্মদ ইমরান শেখ,মুহিতুল ইসলাম,বাগেরহাট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজু,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকার সিদ্দিক,খুলনা জেলা ছাত্রলীগের সদস্য শেখ মুহিদুল ইসলাম রনি,রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী সহ উপজেলার সকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • তাড়াশে পৌর আওয়ামীলীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

    তাড়াশে পৌর আওয়ামীলীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

    তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পৌর আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর বুধবার সকালে তাড়াশ ডিগ্রী কলেজের সামনে পৌর আওয়ামীলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক,র সভাপতিত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়।

    গত  ১৫ নভেম্বর ২০২১ তারিখে  দৈনিক কলম সৈনিক , দোলন চাপা  ও আজকের জনবানী পত্রিকায় তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত কুমার কর্মকারের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও তার রাজনীতি প্রেক্ষাপট বিলুপ্ত করার জন্য  হিংসাত্মক ভাবে অপ প্রচার করে যে নিউজ প্রকাশ করা হয়েছে তার বিরুদ্ধে  এ মানববন্ধন ও প্রতিবাদ সভাবেশ করা হয়।

    এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে  উপজেলা  আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগসহ ৮টি ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা প্রতিবাদী মিছিল নিয়ে  এ কর্মসূচিতে অংশ গ্রহন করে।

    এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক কমিটির সদস্যবৃন্দ, আওয়ামী যুবলীগের সভাপতি  ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ, তালম ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান,মাগুড়া বিনোদ ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল,দেশীগ্রাম ইউনিয়ন আ’লীগের সভাপতি জ্ঞানেন্দ্রনাথ,সগুনা ইউনিয়ন আ’লীগের সভাপতি এফ করিব চৌধুরী, নওগাঁ ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক মোফাজ্জাল হোসেন,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র সাধারণ সম্পাদক জর্জিয়াস মিলন রুবেল,ছাত্রলীগের সভাপতি হাসান ইকবাল রুবেল,পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম আতিকসহ অনেকে।

  • মোংলায় ব্যতিক্রমধর্মী কৃষক সমাবেশ।

    মোংলায় ব্যতিক্রমধর্মী কৃষক সমাবেশ।

    রামপাল(মোংলা)প্রতিনিধিঃ মোংলায় আমন ফসলে পোকা মাকড় দমন ও রোগ প্রতিরোধে ব্যতিক্রমধর্মী কর্মসূচী চালু করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,মোংলা,বাগেরহাট-চাষীদেরকে উদ্ধুদ্দ ও সচেতনা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক, ক্যাম্পেইন, লিপলেট বিতরণ ও কৃষক সমাবেশের আয়োজন করেন। এছাড়াও ধান ক্ষেতে পোকার উপস্থিতি সনাক্ত করতে আলোর ফাঁদ স্থাপনে কৃষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

    জানা যায়, চলতি খরিপ-২ মৌসুমে রোপান আমন ধানে বাদামী গাছ ফড়িং, পাতা মোড়ানো পোকা,ব্লাস্ট রোগ,বিএলবি রোগ ও অন্যান্য রোগ বালাই দমনে করণীয় শীর্ষক কৃষক সমাবেশ রোজ সোমবার উপজেলার পাওয়ার হাউস মোড়ে অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা কৃষি অফিস,মোংলা,বাগেরহাট- আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা,কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন।মোংলা পোর্ট পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উত্তম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে বক্তব্য রাখেন,কৃষক, শাহজাহান হাওলাদার,শামীম আহসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সীমান্ত দাস,উপজেলা কৃষি অফিসার শেখ সাখাওয়াত হোসেন।স্থানীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,উত্তম সরকার।অনুষ্ঠান পরিচালনা করেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোকাররম হোসেন।

    এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা, শেখ সাখাওয়াত হোসেন বলেন, ডিএই পোকামাকড়ের হাত থেকে খরিপ ২ মৌসুমে চাষাবাদ ও ফসল রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তৎ মধ্যে আলোর ফাঁদ স্থাপনের মাধ্যমে পোকামাকড়ের উপস্থিতি জরিপ কর্মসূচী মোংলায় চলমান রয়েছে। ইতি মধ্যে বিভিন্ন রোগবালই দমন ও প্রতিরোধে জৈবির পদ্ধতি ব্যবহার সম্পর্কে চাষীদেরকে সচেতনা সৃষ্টির লক্ষ্যে মোংলা উপজেলার- মোংলা পোর্ট পৌরসভা, সোনাইলতলা, মিঠাখালী,চাঁদপাই,বুড়িরডাঙ্গা,চিলা ও সুন্দরবন ইউনিয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে কৃষক সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

    তিনি আরোও বলেন, রোপা আমন চাষাবাদে বাদামী গাছ ফড়িং পোকার আক্রমন সম্ভাবনা বেশি। তাই আগাম প্রস্তুতি হিসাবে কৃষি বিভাগ এ ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

  • বাঘায় সাম্প্রদায়িক সম্পৃতি রক্ষায় শান্তি সমাবেশ ও পথযাত্রা।

    বাঘায় সাম্প্রদায়িক সম্পৃতি রক্ষায় শান্তি সমাবেশ ও পথযাত্রা।

    মোস্তাফিজুর রহমান,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ

    কুমিল্লার একটি পূজা মন্ডপে বিচ্ছিন্ন একটি ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে কতিপয় উগ্রবাদীদের দ্বারা সাংঘর্ষিক ও ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে রাজশাহীর বাঘায় “ধর্ম নিয়ে বিরোধ নয়, হিন্দু- মুসলিম ভাই ভাই ” এ বিষয়কে সামনে রেখে সাম্প্রদায়িক সম্পৃতি রক্ষায় শান্তি সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আওয়ামীলীগের কার্যালয়ের সামনে সাম্প্রদায়িক সম্পৃতি রক্ষায় এই শান্তি সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।

    শান্তি সমাবেশ ও পদযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, অধ্যক্ষ নছিম উদ্দিন, প্রভাষক মুজিবুর রহমান,ওয়াহিদ সাদিক কবির, আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক,গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, চক রাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল আযম, মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মিগণ।

    এসময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে ফেসবুকে গুজব ছড়িয়ে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে সাপ্রদায়িক হামলা, অগ্নিসংযোগ, মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে। এই সকল অন্যায়ের বিরুদ্ধে এই সাম্প্রদায়িক সম্পৃতি রক্ষায় শান্তি সমাবেশ ও পদযাত্রা থেকে নিজ নিজ এলাকার লোকজনদের সচেতন থাকার আহবান জানানো হয়। এ ঘটনা জড়িতেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জোর দাবি জানানো হয়।

  • সিংড়ায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত

    সিংড়ায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত

    সিংড়ায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত

    মোঃ রাজু আহম্মেদ:

    সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে নাটোরের সিংড়ায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিংড়া উপজেলা আওয়ামীলীগ ,পৌর আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ,যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ভোলা, সাংগঠনিক সম্পাদক লুৎফুল হাবিব রুবেল,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অধ্যক্ষ আঃ আওয়াল, উপজেলা যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম শরিফ,উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক কামরুল হাসান কামরান।

    সম্মেলন সঞ্চালন করেন, উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন,সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক আনিছুর রহমান লিখন, ভিপি সজিব ইসলাম জুয়েল,উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক বনী ইসরাইল বাপ্পী প্রমূখ

  • লক্ষ্মীপুরে যুবলীগ লেতাকর্মীর উপর মেয়রের ছেলে হামলা করেছে।

    লক্ষ্মীপুরে যুবলীগ লেতাকর্মীর উপর মেয়রের ছেলে হামলা করেছে।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা যুবলীগের বর্ধিত সভা উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে অপেক্ষা করার সময় যুবলীগের ১২ নেতা-কর্মীকে মারধরের ঘটনা ঘটেছে। খোদ জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে এই অভিযোগ।

    আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পৌরসভার গণকবর ও জেলেপল্লি এলাকার সড়কে এ ঘটনা ঘটে। সালাহ উদ্দিন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের আলোচিত সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরের ছেলে। তবে সালাহ উদ্দিন মারধরের অভিযোগ অস্বীকার করেন।

    দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান,দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় জেলা যুবলীগের বর্ধিত সভায় যোগ দিতে কেন্দ্রীয় নেতাদের ঢাকা থেকে রামগঞ্জ হয়ে লক্ষ্মীপুরে আসার সূচি নির্ধারিত ছিল। এ জন্য অন্তত ১২ জন সাবেক যুবলীগ ও ছাত্রলীগ নেতা কেন্দ্রীয় নেতাদের বরণ করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের পাশে দাঁড়ান। এ সময় যুবলীগ সভাপতির নেতৃত্বে হামলা চালানো হয়।

    হামলায় জেলা যুবলীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আজিমসহ ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। সৈয়দ নুরুল আজিম বলেন, পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা হয়েছে। সালাহ উদ্দিনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন মোটরসাইকেলে এসে এ হামলা চালান।
    সালাহ উদ্দিন জানান, নুরুল আজিমের সঙ্গে তাঁর বাদানুবাদ হয়েছে। কাউকে মারধর করা হয়নি। নুরুল আজিম মিথ্যাচার করছেন।

    হামলায় আহত অন্য ব্যক্তিরা হলেন সদর (পূর্ব) থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রূপম হাওলাদার, কর্মী আবদুল মতিন,মো.তারেক, মো.জামাল উদ্দিন,আবদুল হাশেম,খুরশিদ আলম,আবুল কাশেম,মো.সবুজ ও মনির হোসেন। আহত ব্যক্তিরা সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

    নুরুল আজিম আগে তাহের পরিবারের ঘনিষ্ঠ ছিলেন। লক্ষ্মীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলাম হত্যা মামলার আসামি ছিলেন নুরুল।

    ওই মামলায় মেয়র তাহেরের বড় ছেলে এ এইচ এম বিপ্লবও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। পরে তাঁদের সাজা মওকুফ করা হয়। নুরুল নিজেকে জেলা যুবলীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী ঘোষণা করলে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়।

    এদিকে পূর্ণাঙ্গ কমিটি না থাকা ও বিভিন্ন ব্যর্থতার অভিযোগে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে আজ জেলা যুবলীগের বর্ধিত সভা চলছে। এবারের বর্ধিত সভা নিয়ে গুঞ্জন রয়েছে, জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া হতে পারে। ইতিমধ্যে পদপ্রত্যাশীরা শহরে শুভেচ্ছা জানিয়ে ব্যানার ও ফেস্টুন টাঙিয়েছেন।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শিপন বড়ুয়া বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরজুড়ে পুলিশ সতর্ক রয়েছে। মারধরের ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • এনায়েতপুর থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।

    এনায়েতপুর থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের এনায়েতপুর থানার উদ্যোগে ১ সেপ্টেম্বর বুধবার জালালপুর ইউনিয়নে অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে মিডিয়ায় গুজব,অপপ্রচার, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও কিশোর গ্যাং বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,সিরাজগঞ্জের সহকারি পুলিশ সুপার(বেলকুচি সার্কেল) সিদ্দিক আহমেদ,এনায়েতপুর থানার পুলিশ পরিদর্শক জাকির হোসেন,বিশিষ্ট সমাজসেবক হাজী সুলতান মাহমুদ প্রমুখ।

    বিট পুলিশিং সমাবেশে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি,শিক্ষক,মসজিদের ইমাম,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

    সমাবেশে পুলিশ সুপার বলেন,মিডিয়ায় গুজব,অপপ্রচার, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জনসাধারণকে এগিয়ে আসার আহবান জানান এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন থাকার জন্য আহবান জানান।

    তিনি আরো বলেন,দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

    বাংলাদেশ পুলিশ দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বত্তোক ভাবে জনগণের পাশে রয়েছে থাকবে।

  • বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন।

    বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন।

    দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে আন্দোলন পরিচালনা কমিটির উদ্যোগে, ঘন্টা ব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    রোববার সকাল ১১ টায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে বড়পুকুরিয়া কয়লা খনির মোড় হতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।পরে মিছিল শেষে ঘন্টা ব্যাপি তাপ বিদ্যুৎ কেন্দ্রে মুল গেটের সামনে মানব বন্ধন করেন তারা।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রের আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ প্রমুখ।এসময় বক্তারা বলেন,দির্ঘ ৪ বছর ধরে আমরা আন্দোল করে আসছি।

    ১৪৩ জন উন্নয়ন শ্রমিকে উৎপাদন শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়ার কথা থাকলেও নাম মাত্র ২০ জন শ্রমিকের নিয়োগ প্রদান করেন কতৃপক্ষ ।

    এ অবস্থায় আমরা মানবেতর জীবন যাপন করছি।তারা বলেন, আগামী ২৯ আগষ্টের মধ্যে নিয়োগ সম্পুর্ণ না হলে তাপ বিদুৎ কেন্দ্রের সামনে অবস্থান কর্মসুচী পালন করা হবে।

    বিষয়টি নিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী
    ওয়াজেদ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন
    আন্দোলনের বিষয়ে তিনি কিছুই জানেননা তিনি একটি মিটিংএ আছেন,পরে জানতে পারবেন।
    নিয়োগের বিষয়ে তিনি বলেন নিয়োগের বিষয়টি নিয়ে উপর মহলের কোনো নিদের্শনা আসেনি, এ বিষয়ে তিনি কিছুই বলতে পারবেন না।

  • বন্ধ পাটকল চালু ও পাওনা টাকা পরিশোধের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ

    বন্ধ পাটকল চালু ও পাওনা টাকা পরিশোধের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ

    জাতীয় জুটমিলসহ বন্ধ করা ২৫টি পাটকল চালু ও পাওনা টাকা পরিশোধের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৭ আগষ্ট)কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের জাতীয় জুট মিল গেটে শ্রমিক কর্মচারী সম্বনয় পরিশোধের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হয়।

    সমাবেশপ বক্তব্য রাখেন, জাতীয় মুক্তি কাউন্সিলর আহ্বায়ক বরকতউল্লাহ,বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, সিপিবি সিরাজগঞ্জ জেলা নেতা সুলতান আহমেদ সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

    বক্তাগন বলেন বর্তমান সরকার নিজেদের শ্রমিক ও কৃষক বান্ধব ঘোষণা করলেও এরা মূলত ধনী শিল্প পতিদের সরকার যার কারনে এই মহামারী কালে ২৫টি পাটকল বন্ধ করেন ৭০ হাজার শ্রমিক কে বেকার করেছে তাদের পাওনা টাকা না দিয়ে না খায়িয়ে মারার ষড়যন্ত্র করছে। সরকারের এই ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল সচেতন মহলকে সোচ্চার হওয়ার জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান।

    বক্তারা অবিলম্বে বন্ধ মিল গুলি চালু শ্রমিকদের পাওনা পরিশোধ, এবং দুর্নীতির সাথে যুক্ত আমলাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি করেন।

    সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মাছিমপুর বাজারে এসে শেষ হয় ।

  • কলাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে কৃষক সমাবেশ; আমন বীজতলা তৈরি বন্ধ।

    কলাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে কৃষক সমাবেশ; আমন বীজতলা তৈরি বন্ধ।

    পটুয়াখালীর কলাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । রবিবার বেলা ১১ টার দিকে পৌরশহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক জি.এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্যে দেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক অবসরপ্রাপ্ত প্রভাষক মো.রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার যুগ্নআহবায়ক শিক্ষক আতাজুল ইসলাম, সদস্য নয়নাভিরাম গাঈন, কৃষক মো. ইসমাইল হোসেন ও সফেজ উদ্দিন প্যাদা ।

    বক্তারা বলেনথ কলাপাড়ায় গত এক সপ্তাহের টানা ভারী বৃষ্টিপাতের কারনে উপজেলার ১২ টি ইউনিয়নের খাল,বিল নদী ,নালা পানিতে পানিতে টই-টুম্বর হয়ে আছে । মাছ শিকারের স্বার্থে এক শ্রেনীর মানুষ বিভিন্ন পয়েন্টে বাঁধ দিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করেছে । এতে হাজার হাজার কৃষক আমন বীজতলা তৈরী করতে পারছে না । অপরদিকে, যে কৃষক বীজতলা তৈরী করেছে তাও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে ।

    এছাড়াও জলাবন্ধতার কারনে অধিকাংশ কৃষকের বর্ষাকালীন সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে । বক্তারা এ বাঁধ কেটে অচিরেই জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।