Tag: সমাবেশ

  • তারেক রহমানের নির্দেশনায় ৩১দফা বাস্তবায়নের আলোকে কর্মী সমাবেশ।

    তারেক রহমানের নির্দেশনায় ৩১দফা বাস্তবায়নের আলোকে কর্মী সমাবেশ।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

    কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর ইউনিয়নের বিজয় স্মরনী উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩১ দফা বাস্তবায়নের আলোকে বি এন পির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সূত্রাপুর ইউনিয়ন বি এন পির অংগ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা বি এন পির সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন।সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আ,ন,ম,খলিলুর রহমান ইব্রাহিম।বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বি এন পি নেতা মো: শহিদুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক উপজেলা বি এন পি নেতা আবেদুর রহমান খোকন।

    এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন মো: আলমগীর হোসেন সরকার,আহবায়ক সদস্য, উপজেলা যুবদল।শিপলু বকসী আহবায়ক সেচ্ছাসেবক দল কালিয়াকৈর উপজেলা শাখা। আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আলমগীর সরকার। সূত্রাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোশারফ সরকার মোশা।আলম হোসেন প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন আরিফুর রহমান সরকার, সাধারণ সম্পাদক সূত্রাপুর ইউনিয়ন বি এন পি। সভায় সভাপতিত্ব করেন মো: হিকমত আলী। সহ সভাপতি সূত্রাপুর ইউনিয়ন বি এন পি।

  • চাঁদাবাজি বন্ধসহ ৪ দফা দাবীতে অটোরিকশা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ।

    চাঁদাবাজি বন্ধসহ ৪ দফা দাবীতে অটোরিকশা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ।

    ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ

    নীলফামারীর ডিমলায় পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধসহ চারদফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ব্যাটারিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিকরা।

    শনিবার  (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সহযোগিতায় উপজেলার স্মৃতি অম্লান চত্বরে ‘ডিমলা উপজেলা সর্বস্তরের অটোরিকশা শ্রমিক’ ব্যানারে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। দুই ঘন্টা  ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশে অংশ নেন পাঁচ শতাধিক অটোরিকশা শ্রমিক ও শিক্ষার্থী।

    এ সময় অটোরিকশা থেকে বিভিন্ন সমিতির নামে দৈনিক চাঁদা আদায়সহ থানায় রিকুইজিশনের নামে ৪০০ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ করেন বিক্ষোভকারীরা। এ ছাড়া প্রধান সড়কগুলোর ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের দাবি জানিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন তারা।দাবি না মানলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন শ্রমিক ও শিক্ষার্থীরা।

    তাদের  দাবীসমূহঃ

    ————————-

    ১। অবৈধভাবে বিনাপারিশ্রমিকে ইজিবাইক (অটো) শ্রমিকদের রিকোজিশন ডিউটির নামে প্রহসন বন্ধ কর। নাগরিক হিসাবে ইজিবাইক ( অটো)  শ্রমিকদের মানুষ হিসাবে নাগরিক অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত কর।

    ২। যানজট নিরসনে ফুটপাতে অবৈধ অস্থায়ী দোকানসমূহ উচ্ছেদ এবং ট্রাফিক পুলিশ নিয়োগ কর।

    ৩। ব্যাটারিচালিত যানবাহন শ্রমকিদের উপর জুলুম, নির্যাতন ও চাঁদাবাজি বন্ধ কর। কার্ড-টোকেনের নামে অবৈধ চাঁদাবাজির সঙ্গে যুক্ত ব্যক্তি ও তাদের প্রশ্রয় দাতাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করে চাঁদাবাজি বন্ধ কর। ইতিপূর্বে সমবায় সমিতির নামে আদায়কৃত সকল অর্থ ফিরত দিতে হবে।

    ৪। ইজিবাইক (অটো) নিবন্ধন, চালক লাইসেন্স ও রুট পারমিট প্রদান করতে হবে। ব্যাটারিচালিত যানবাহনের সংগঠন সংশ্লিষ্ট শ্রমিক-চালক দ্বারাই পরিচালিত হবে, রাজনৈতিক ও বহিরাগত হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

    ডিমলা উপজেলা সর্বস্তরের অটোরিকশা শ্রমিকের আহ্বায়ক আলম ইসলাম বলেন,বিগত ১৫ বছর এই উপজেলায় চলাচলকারি প্রায় তিন  হাজার অটোরিকশা থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করতো সাবেক এমপি আফতাবের স্বজন ও তার লোকজন।

    ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনে চালকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

    কিন্তু বর্তমানে এই সেক্টরটি হাত বদল হয়ে নতুন করে অটোরিকশা চালকদের নিকট থেকে আবারো চাঁদা আদায় শুরু করা হয়েছে। দালাল চক্রকে নির্দিষ্ট অংকের টাকা না দিলে জোর-জবরদস্তি করে থানায় রিকুইজিশনে খাটানো হচ্ছে।

    উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা বলেন,উপজেলার সড়কগুলোতে চলাচল করতে প্রতিদিন চাঁদা দিতে হয় চালককে। সমিতির নামে দালাল চক্রের মাধ্যমে এসব চাঁদা আদায় করা হয়।আর থানা পুলিশ রিকুইজিশনের নামে অটোরিকশা চালকদের হয়রানি করছে।

    রিকুইজিশনে অধিকাংশ সময় চালকদের কাটাতে হয় অর্ধাহারে, অনাহারে ও অনিদ্রায়। ভাড়া কিংবা কোনো প্রকার পারিশ্রমিক না পেয়েও ডিউটি করতে বাধ্য করা হচ্ছে চালকদের। এই অবস্থার পরিত্রাণ চাই।

  • শাহ মোস্তফা একাডেমির পুরস্কার বিতরনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

    শাহ মোস্তফা একাডেমির পুরস্কার বিতরনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

    নিজস্ব প্রতিবেদকঃ শাহ মোস্তাফা একাডেমি মৌলভীবাজার এর উদ্যোগে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ইং, সকাল সাড়ে ১০টার সময় মৌলভীবাজার শহরের মুসলিম কোয়াটার শাহ মোস্তফা একাডেমিকর ক্যাম্পাসে প্রিন্সিপাল মোঃ ইয়ামীর আলীর সভাপতিত্বে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এ পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
    এতে একাডেমির সিনিয়র শিক্ষক ইনামুল হক ইমনের উপস্থাপনায় বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও অভিভাবকহীনদের উপস্থিতিতে প্রাণবন্ত এ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার ইসলামিক সোসাইটির চেয়ারম্যান দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, যুক্তরাজ্যের বার্কিং ও ডেগেনহাম এর কাউন্সিলর মুহিবুল আলম চৌধুরী, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের সিনিয়র আইনজীবী সৈয়দ রাশেদুল ইসলাম।
    অভিভাবক ও সুধীবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বদরুল আমিন চৌধুরীর সুফি, মোঃ আব্দুল আহাদ, মাওলানা মোজাম্মেল হক ও মামুনুর রহমান চৌধুরী। কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনায় ছিলেন আব্দুল হাদী আমিন, ফতে আলী আমিন, হালিমাতুস সাদিয়া সায়মা, ইউসুফ ইব্রাহিম জিয়াদ, আয়েশা সিদ্দিকা রেহনুমা।
    প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ  ফজলুর রহমান বলেন, নতুন বাংলাদেশের জন্য মানবিক ও নৈতিক শিক্ষা প্রয়োজন। এক্ষেত্রে সম্মানিত অভিভাবকবৃন্দ ও আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব রয়েছে।
    তিনি আরও বলেন, প্রত্যেকটি ছাত্রের নিজস্ব প্রতিভা রয়েছে। আবার সবার যোগ্যতা কিন্তু সমান না, আপনার একটা ছাত্র সে খুব ভালো গান গাইতে পারে কিন্তু আর একটা ছাত্র ভালো গান গাইতে পারে না। আপনার একটা ছাত্র খুব ভালো চিত্রাঙ্গন করতে পারে, আরও একটা ছাত্র তা করতে পারে না। আরও একটা ছাত্র হয়তো বা সে ক্লাসের ফার্স্ট বয় হতে পারে, কিন্তু সে খেলাধুলা করতে পারে না। সে লিখিত পরীক্ষায় ভালো করতে পারে কিন্তু সে ভালো কথা বলতে পারে না।
    তিনি ছাত্র-ছাত্রীদের স্বতঃস্পূর্ততার প্রশংসা করে  বলেন, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী আমাদের যতগুলো শিক্ষা কারিকুলাম প্রণীত হয়েছে। এটা যে খুব একটা মানব সম্পদ উন্নয়নের উপযোগী কারিকুলার সেটা কিন্তু আমরা বলতে পারব না। আমাদের ২০২১ সালের কারিকুলামে সেই জায়গাটা গুরুত্ব দেয়া হয়েছিল, কিন্তু একটা গুরুত্ব দিতে কি আরেকটা বাদ পড়ে গিয়েছিল। যার কারনে এই কারিকুলাম টাও কিন্তু সফলতা অর্জন করতে পারে নাই। আমরা এখানে যোগ্যতার জায়গাটা নিয়েছি কিন্তু যোগ্যতার জায়গায় কাগজ কাটা পেন্সিল কাটার মধ্যে সীমিত রেখেছি। আমরা কিন্তু এটাকে প্রাক্টিক্যালি যোগ্যতার জায়গায় নিয়ে যেতে পারি নাই। একুশের কারিকুলামে যোগ্যতার চেয়ে জ্ঞানের জায়গাটাকে আমরা কিছুটা পিছিয়ে রেখেছিলাম, যার কারনে আমরা সফলতা অর্জন করতে পারিনি। তিনি আদর্শ নাগরিক তৈরীর জন্য নৈতিক শিক্ষার ব্যাপক প্রসার কামনা করেন।
    অনুষ্ঠানের অতিথিবৃন্দ ক্রিকেট, ফুটবল, বিস্কুট দৌড়, সুই সুতা, হাড়ি ভাঙ্গা প্রভৃতি প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী  ছাত্র-ছাত্রীদের হাতে ৬৫টি পুরস্কার তুলে দেওয়া হয়।
  • কালিয়াকৈরে বি এন পির কর্মীসভা অনুষ্ঠিত।

    কালিয়াকৈরে বি এন পির কর্মীসভা অনুষ্ঠিত।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

    গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদের মাঠে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লঙ্খে
    শনিবার বিকালে ৪:৩০টায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান।
    অনুষ্ঠানে সভাপত্বিত করেন,কর্মীসভার প্রস্তুতি কমিটির আহবায়ক সামাদ মন্ডল।
    এসময় সভায় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আখতার-উজ-জামান,কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি, মোয়াজ্জেম দেওয়ান,গাজীপুর জেলা বি এন পির সহ সভাপতি মোঃ মোখলেছুর রহমান, গাজীপুর জেলা বি এন পির সহ সভাপতি মোঃ হযরত আলী মিলন, গাজীপুর জেলা বি এন পির সদস্য খন্দকার পাভেলুর রহমান,কালিয়াকৈর পৌর বি এন পির সাংগঠনিক সম্পাদক রেজভী আহমেদ দুলাল,গাজীপুর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা যুবদলের আহবায়ক তপন খান, কালিয়াকৈর পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন, গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক মিনার উদ্দিন, গাজীপুর জেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ উদ্দিন যুবরাজ, গাজীপুর জেলা শ্রমিকদলের যুগ্ন আহবায়ক কিরন মাহমুদ, কালিয়াকৈর উপজেলা যুবদলের সদস্য হুমায়ুন কবির।

  • মাধবপুরে মা ও অভিভাবক সমাবেশ।

    মাধবপুরে মা ও অভিভাবক সমাবেশ।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
    হবিগঞ্জের মাধবপুর উপজেলার গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশের অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।  সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টায় মাধবপুর পৌরসভার গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুন নাহার খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: কবির হোসেন, মো: রফিকুল নাজিম, মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মো: মহিউদ্দিন আহাম্মেদ,এনটিভি প্রতিনিধি জামাল মো: আবু নাসের, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সিলেট জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো: গিয়াস উদ্দিন।  আলোচনা সভা শেষে মেম ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট ও পুরুষ্কার বিতরণ করা হয়।
  • উল্লাপাড়া সানফ্লওয়ার স্কুলের বার্ষিক পরীক্ষা ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ।

    উল্লাপাড়া সানফ্লওয়ার স্কুলের বার্ষিক পরীক্ষা ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শনিবার উল্লাপাড়া উপজেলা প্রশাসন পরিচালিত উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জনাব রোজিনা আক্তার এতে প্রধান অতিথি ছিলেন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এই স্কুলের সভাপতি আবু সালেহ্ মোহাম্মদ হাসনাতের সভাপতিত্বে এবং স্কুলের সিনিয়র শিক্ষক সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক, স্কুল কমিটির অভিভাবক সদস্য আব্দুল মালেক, রুনা খাতুন, অভিভাবক হবিবুর রহমান ও পার্থ কুন্ডু প্রমুখ। অনুষ্ঠানে প্রত্যেকে শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি ও সভাপতি। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় স্কুলে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থী মেহেজাবিন জান্নাত এবং উপজেলা পর্যায়ে মেধা যাচাই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী এই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া ইসলামকেও পুরষ্কৃত করা হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে পেটরা কোম্পানি আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেওয়া এই স্কুলের ৯ জন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে স্কুলের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

  • ইসকন নিষিদ্ধের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও সমাবেশ।

    ইসকন নিষিদ্ধের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও সমাবেশ।

    নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার ঘটনায় ইসকন নিষিদ্ধের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ইং, জুমআ’র নামাজের পর শ্রীমঙ্গল কলেজ রোডস্থ থানা জামে মসজিদের সামনে থেকে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গল এর ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা চত্বরে এসে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
    এ সময় মিছিলে ও সমাবেশে বিক্ষোভকারীরা- ইসকন জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, বিশ্ব মুসলিম এক হও, এক হও, উগ্রবাদি সংগঠন ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না, ভারতীয় আগ্রাসন রুখে দাও‍‍- সহ নানা স্লোগান দেয়। বিক্ষোভ মিছিল ও ইসকন বিরোধী স্লোগানে মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে এ সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক-সহ চৌমুহনা চত্বর প্রায় এক ঘন্টা বন্ধ ছিল।
    চৌমুহনা চত্বরে সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাদিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি নাঈম হাসান, তালামিযে ইসলামিয়ার শ্রীমঙ্গল উপজেলা সভাপতি নাজমুল ইসলাম, ইসলামী ছাত্রসেনার শ্রীমঙ্গল উপজেলা সভাপতি নাজমুল ইসলাম সাঈদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মোজাহিদুল ইসলাম-সহ প্রমুখ।
    অন্যদিকে একই সময় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন জামে মসজিদের সামনে থেকে সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড যমুনা পেট্টল পাম্পের সামনে মিলিত হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
    এ সময় সমাবেশে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম-খতিব হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন জামে মসজিদের ইমাম মুফতি হিফজুর রহমান হেলালী, আল মদিনা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান-সহ শহর-শহরতলীর বিভিন্ন মসজিদের ইমাম, খতিব প্রমুখ।
    সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের বক্তারা ও সর্বস্তরের তৌহিদি জনতার বক্তারা ইসকন সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলেন, দেশবিরোধী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে উগ্রহিন্দুত্ববাদী ইসকনের কর্মী-সমর্থকরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী আক্রমণ চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দিনের আলোতে জনসম্মুখে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। ভারতের উসকানি ও মদদে এই ষড়যন্ত্রমূলক অরাজকতা তৈরি করা হয়েছে বলে আমরা মনে করি। এই ষড়যন্ত্রের সাথে জড়িত ইসকনের কর্মী-সমর্থকদের দ্রুত গ্রেফতার করে শহীদ আলিফ হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে সরকারকে। সন্ত্রাসী কার্যক্রমের দায়ে হিন্দুত্ববাদী ইসকনকে অতিসত্বর নিষিদ্ধ করতে হবে।
    সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে এবং কোনোভাবেই উগ্রবাদী কার্যক্রম বা ষড়যন্ত্রের জন্য স্থান দেওয়া যাবে না বলেও হুশিয়ারী দেন সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের নেতারা।
    ইসকন উগ্রবাদী কার্যক্রম চালিয়ে দেশের পরিবেশে অশান্তি সৃষ্টি করছে উল্লেখ করে বক্তারা আরও বলেন, ইসকন বা অন্য কোন উগ্রবাদী সংগঠন যাতে দেশের জনগণের মধ্যে বিভেদ এবং অশান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। পাপাশাপাশি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
    বক্তারা আরও বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে ইসকন। আমরা দেখেছি, ৫ আগস্ট আলেমরা, দাড়িওয়ালা-টুপিওয়ালারা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। তবুও উগ্র হিন্দুত্ববাদী জঙ্গী সংগঠন সাইফুল ইসলাম আলিফকে জবাই করে হত্যা করেছে। বাংলাদেশে সকল ধর্মের সহাবস্থান থাকবে। ধর্মের নামে উগ্রবাদীতার এখানে ঠাঁই নেই। ইসকনের বর্বরতা আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছে। তাই অবিলম্বে ইসকন নিষিদ্ধ করতে হবে বলে জানান তারা।
  • রামপালে আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ।

    রামপালে আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ।

    মল্লিক জামান(রামপাল)বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের রামপালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মত গণপ্রজাতন্ত্রী হওয়ায়  আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় রামপাল উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী  সংগঠনের আয়োজনে রামপাল সদরে এ উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
    উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অব:) মোতাহার রহমান,  উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন,  মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি,  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বজলুর রহমান,  আওয়ামী লীগ নেতা মো. শরিফুল ইসলাম,  আরাফাত হোসেন কচি,  জালাল উদ্দীন দুলাল,  ইকরামুল কবীর কচি, হাওলাদার আবু তালেব,  কুদরতি ইনামুল বাশার বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ।
    সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সর্বক্ষেত্রে যে উন্নয়ন সাধিত হয়েছে তা পূর্বের কোন সরকারের আমলে হয়নি । এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজনীতি করে বলেই পঞ্চম বারের মত গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন।
    এ সময় জননেত্রী  শেখ হাসিনা পঞ্চম বারের মত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানানো হয়।
  • রামপাল কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

    রামপাল কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

    মল্লিক জামান, রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার রামপাল সরকারি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (২০ নভেম্বর) সকাল ১১টার সময় রামপাল কলেজের আয়োজনে কলেজ অডিটোরিয়াম হল রুমে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
    কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সমীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, প্রভাষক মো. সাইফুল আলম বকতিয়ার, জীবন দূতি চক্রবর্তী, মানবেশ রায়, মো. মোস্তফা কামাল পলাশ, আরিফা সুলতানা, মো. তাওহিদুল ইসলাম , অভিভাবক শেখ রাজু আহমেদ,  মো. হাফিজুর রহমান,  জিতেন অধিকারী প্রমুখ।
    এসময় কলেজের সকল বিভাগের শিক্ষকবৃন্দ , শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ এ সময় শিক্ষার্থীর লেখাপড়ার মানোন্নয়নে,শিক্ষার পরিবেশ,পড়াশোনার প্রতি মনোনিবেশ গড়ে তোলাসহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
  • ডিমলায় ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ।

    ডিমলায় ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ।

    ডিমলা(নীলফামারী) প্রতিনিধিঃ হরতাল,অবরোধ সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুন্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে নীলফামারীর ডিমলায় বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বিকাল ০৪ টায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা শাখা,ডিমলা । বিক্ষোভ সমাবেশটি শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিন শেষে বিজয় চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ লেবু সহ দশটি ইউনিয়নের ওয়ার্ড সভাপতি,সাধারন সম্পাদকসহ ইউনিয়ন ও উপজেলার সকল ছাত্রলীগের কর্মীবৃন্দ। এসময় উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার বলেন খুন, অগ্নি, সন্ত্রাস,বোমা হামলাসহ সকল ধরনের অপকর্ম, হরতাল,অবরোধ সন্ত্রাস, সহিংসতার মাধ্যমে তারুন্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা বিরুদ্ধে ছাত্রসমাজ ও তরুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। শেখ হাসিনার চলার পথ মসৃন রাখতে আমরা বদ্ধ পরিকর।