Tag: সমাপনী

  • সিরাজগঞ্জে ৪ দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা সমাপনী অনুষ্ঠান। 

    সিরাজগঞ্জে ৪ দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা সমাপনী অনুষ্ঠান। 

    সিরাজগঞ্জে মুজিববর্ষ এবং স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যস্থাপনায়, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের বাস্তবায়নে – ৪দিন ব্যাপি বইমেলার অনু্ষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্পপাঠ, পুরস্কার বিতরন, আলোচনাসভা এবং সন্ধ্যার পর হতে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনু্ষ্ঠানের মেলার

    সমাপনি ঘটে। জেলাপ্রশাসনের আয়োজনে – কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে রোববার (২ জানুয়ারী) বিকেল হতে রাত ৯ টা পর্যন্ত বইমেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ । সমাপনী দিনে মেলার স্বাগত বক্তব্যে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন সুলতানা।

    এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার,সিরাজগঞ্জ প্রেসক্লাবের হেলাল আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সোরহাব আলী সরকার।

    অনু্ষ্ঠানটির সার্বিক দায়িত্ব ও তত্ত্বাবধানে – সিরাজগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার এর লাইব্রেরিয়ান ও জেলা বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব -মোছাঃ সেলিনা ইসলাম। সমাপনী দিনে মুক্তিযুদ্ধের গল্পপাঠ পর্বে চার দিনে চার জনের গল্পপাঠ, দু’জন বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক হেলাল আহমেদ,সহকারী শিক্ষক নুসরাত জাহান ও নুরন্নবী খান জুয়েল। অনু্ষ্ঠানে স্টল প্রদর্শনে প্রথমস্থান অর্জন করেন,বই নিকেতন আব্দুল ওয়াহাব,দ্বিতীয় স্থান অর্জন করেন, সিরাজগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার এর লাইব্রেরিয়ান মোছাঃ সেলিনা ইসলাম,তৃতীয় স্থান অর্জন করেন,জেলা প্রাথমিক শিক্ষা অফিস-জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম মন্ডল তৃতীয় স্থান স্মারক সম্মাননা অর্জন করেন এবং বিশেষ সম্মাননা স্মারক অর্জন করেন,জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড এবং স্মারক গ্রহন করেন,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি।

    সমাপনি সন্ধ্যায় জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জের পরিবেশনায় বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী ড.জান্নাত আরা তালুকদার হেনরী সহ স্থানীয় শিল্পীগণ মনোমুগ্ধকর সংগীত ও নৃত্য পরিবেশ করেন। সংগীত সন্ধ্যার সাংস্কৃতিক অনু্ষ্ঠানের সঞ্চালনা করেন, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক নূরে আলম হীরা ও কানিজ ফাতেমা মুন্নী।

  • উল্লাপাড়ায় ক্ষুদ্রঋণ জাগরনী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান।

    উল্লাপাড়ায় ক্ষুদ্রঋণ জাগরনী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান।

    স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার উল্লাপাড়ায় সপ্তাহব্যাপী (১৪-২১ ডিসেম্বর) ক্ষুদ্রঋণ জাগরনী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা অফিস কাযার্লয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন।

    উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মোতালিবের সভাপতিত্বে এই কর্মসুচির আওতায় মঙ্গলবার ২৫ জন ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে সুদ মুক্ত ৭ লাখ টাকা ঋণ বিতরন করা হয়।

    ক্ষুদ্রঋণ গ্রহিতা আব্দুর রশিদ জানান, সরকারের সমাজসেবা অধিদপ্তরের সুদমুক্ত এই ঋণ পেয়ে আমরা সুবিধা ভোগীরা ছোটখাটো ব্যবসায় বিনিয়োগ করে স্বচ্ছলভাবে জীবনযাপন করতে পারছি।

  • তাড়াশে সাঁতার প্রশিক্ষণের সমাপনীতে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ।

    তাড়াশে সাঁতার প্রশিক্ষণের সমাপনীতে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ।

    তাড়াশ প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশে জীবন বাঁচাতে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির প্রথম প্রান্তিকের সমাপনী অুনষ্ঠান করা হয়েছে।

    ১২ নভেম্বর  শুক্রবার  সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ কর্মসূচির প্রথম প্রান্তিকের সমাপনী অুনষ্ঠান করা হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ রায়গঞ্জ)  আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ও সচেতন নাগরিক সোসাইটি’র বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মসূচির প্রথম প্রান্তিক সমাপনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেরা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত কুমার কর্মকার,বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা,পাবলিক লাইব্রেরীর সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাসুদ,জীবন বাঁচাতে সাঁতার প্রশিক্ষণের কর্মসূচি পরিচালক সাখাওয়াৎ হোসেন তালুকদার, সচেতন নাগরিক সোসাইটি’র নির্বাহী পরিচালক শামীম আজাদ চোধুরী,তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, আই.আর.বি এসোসিয়টস’র ব্যবস্থাপনা পরিচালক ও সচেতন নাগরিক সোসাইটি’র পরিচালক এম.এস.এইচ বাধন চোধুরী,অর্থ পরিচালক সৈয়দা তারিন আনোয়ার অনি ,বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ, প্রশিক্ষণার্থীদের অভিভাবকসহ অনেকে।

    ৩০ অক্টোবর শনিবার থেকে শুরু করে ১০দিন ব্যাপি জীবন বাঁচাতে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে ১০টি সাঁতার ক্লাস,২টি প্রাথমিক চিকিৎসা,১টি সচেতনতামূলক,১টি দুর্যোগ ব্যবস্থাপনা ও ১টি রেসকিঊ ড্রিলের মোট ১৫টি ক্লাস প্রশিক্ষণার্থীদের নিয়ে করেন ।

    জীবন বাঁচাতে,শিশুসহ মানুষের মুত্যুর ঝুঁকি কমাতে ও পানিতে ডুবে মারা যাওয়া দুয়োর্গের হাত থেকে রক্ষা পেতে এই সাঁতার প্রশিক্ষণ যুগোপযোগী কর্মসূচি বলে মন্তব্য করেছেন অতিথিবৃন্দ।

    এই উপজেলার শিশুরা সর্ব প্রথম সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহন করতে পেরে খুবই আনন্দিত হয়েছে। প্রশিক্ষনার্থীদের মধ্যে বাছাই করে সাঁতারের প্রতিযোগীতায় অংশগ্রহন করানো হয়। পরে এই প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।