Tag: সভা

  • বাঘায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের অবহিতকরণ সভা।

    বাঘায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের অবহিতকরণ সভা।

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী): রাজশাহীর বাঘায় পানি সরবরাহ আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের আওতায় আর্সেনিক ক্রিনিং কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৫অক্টোবর) সকালে সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

    এনজিও ফর পাবলিক হেলথ,রাজশাহী অঞ্চলের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) আমিরুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম,উপজেলা ভাইন্স চেয়ারম্যান মোকাদ্দেস আলী, নারী ভাইন্স চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিলন কুমার দাস,উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা আল্পনা ইয়াসমিন প্রমুখ।

  • বাঘায় ঈদে মিলাদুননবী ও লক্ষী পূজা উৎযাপন উপলক্ষে  আলোচনা সভা।

    বাঘায় ঈদে মিলাদুননবী ও লক্ষী পূজা উৎযাপন উপলক্ষে  আলোচনা সভা।

    মোস্তাফিজুর রহমান,বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ

    কুমিল্লার একটি পূজা মন্ডপের বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে কতিপয় উগ্রবাদীদের দ্বারা সাংঘর্ষিক ও ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার সময় বাঘা উপজেলা সম্মমেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় বাঘা উপজেলাতে যে ভাবে শান্তিপূর্ণ ও সু-শৃঙ্খল ভাবে পূজা উৎযাপিত হয়েছে, ঠিক একই ভাবে কোন প্রকার সাংঘর্ষিক ঘটনা ছাড়া সম্প্রাদায়িক শান্তি রক্ষার লক্ষ্যে সামনে হিন্দু সম্প্রদায়ের লক্ষী পূজা এবং মুসলিম সম্প্রদায়ের ঈদে-মিলাদুননবী উৎযাপন করার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক আগামী দুইদিন আরো সতর্কতা অবলম্বনে বিশেষ নির্দেশনা পালনের যে নির্দেশনা সমূহ প্রদান করেন তা নিম্ন রুপঃ

    ১. সকল মাদ্রাসা পড়ুয়া ছাত্র সন্ধ্যার পরে মাদ্রাসার বাহিরে ঘুরাঘুরি করা যাবে না।
    ২. নামাজ শেষে প্রতিটি ইমাম যেন মুসল্লীদের একে উপরের উপর হিংসা বা সহিংসতা না ঘটাই, সে সকল বিষয়ে আলোচনা করা।
    ৩. সকল পূজা মন্ডবসহ বিশেষ স্থানে আনসার বাহিনী রাতভর বাঁশি বাজিয়ে টহল দেওয়া।
    ৪. পূজামন্ডবের আসা পাশে উচ্চ স্বরে মাইক বা কোন প্রকার গান বাজনা না করা।
    ৫. পুজামন্ডবের আশে পাশে জরে গাড়ি চালানো যাবে না।
    ৬. কোন স্থানে অপরিচিত কাউকে দেখলে তার পরিচয় জান্তে চাওয়া সহ সর্বসাধারণদের সচেতনতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়।

    এই সভাকালে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,বাঘা পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলার সকল দপ্তরের প্রধান কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক, ইসলামিক ফাউন্ডেশনের স্থানীয় কডিনেটর ও সুশিল সমাজের নেতৃবৃন্দ।

  • সিলেটের কানাইঘাটে বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত।

    সিলেটের কানাইঘাটে বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত।

    কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। দলকে সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

    ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার কমিটি গঠন করে আগামি দিনের আন্দোলন সংগ্রামকে তরান্বিত করতে হবে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩ টায় আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপি’র সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।

    বর্ধিত সভায় উপজেলা বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন,খসরুজ্জামান পারভেজের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি সাবেক সংসদ সদস্য আব্দুল কাহির চৌধুরী, সিলেট জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, ইসতিয়াক আহমদ সিদ্দিকী।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পৌর বিএনপি’র আহবায়ক কাউন্সিলর আবিদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক সাজ উদ্দিন সাজু, সাবেক ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল লতিফ, ফরিদ আহমদ, নুরুল ইসলাম বুলবুল, নুরুল আমিন, নিজাম উদ্দিন, আর এ বাবলু প্রমূখ।

    এ সময় নেতৃবৃন্দ দলের চেয়ারপার্স বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। এবং নিজ নিজ উদ্যেগে দলের প্রত্যেক নেতারা যার যার মসজিদে বেগম জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়।

    নেতারা তাদের বক্তব্যে আরো বলেন আগামী ২৮ অক্টোবর লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি ও ১০ নভেম্বর কানাইঘাট পৌরসভা বিএনপি’র সম্মেলনের তারিখ ঘোষণা করেন। এছাড়াও আগামী ৫ নভেম্বরের মধ্যে প্রত্যেক ওয়ার্ডের কমিটি গঠণের নির্দেশ দেওয়া হয়।

  • ওসমানীনগরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

    ওসমানীনগরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

    ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরে জনপ্রতিনিধিসহ অধিকাংশ সদস্যদের অনুপস্থিতিতে সম্পন্ন হয়েছে উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ন কার্যক্রম আইন শৃঙ্খলা কমিটির সভা।শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা সভাপতিত্বে সোমবার অনুষ্টিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যন ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

    এছাড়া আইন শৃঙ্খলা কমিটির সদস্য উপজেলা আওয়ামীলীগ দ্বায়িত্বপ্রাপ্তরাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও তাদের প্রতিনিধিরা অনুপস্থিত থাকতে দেখা গেছে।

    এতে পূর্ব নির্ধারিত সময় সোমবার সকাল ১১ টায় সভা শুরু কথা থাকলে সাড়ে ১১টা পর্যন্ত অপক্ষো করে কমিটির প্রায় ১৮ জন সদস্যদের অনুপস্থিতিতে ৮-১০ জন সদস্যদের নিয়ে সল্প সময়ের মধ্যে সভার কার্যক্রম শেষ করেছেন ইউএনও।উপজেলা আইন শৃঙ্খলা বাস্থবায়নে মত গরুত্বপূর্ন কমিটির সভায় উপজেলা পর্যায়ের সকল জনপ্রতিনিধিসহ ক্ষমতাসিন দলের দ্বায়িত্বপ্রাপ্তদের সম্মেলিত ভাবে অনুপস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরসহ সচেতন মহলে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।

    এ বিষয়ে ইউএনও নীলিমা রায়হানা জানান,আইন শৃংঙ্খলা কমিটিসহ প্রশাসনের সকল কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে যথা নিয়মে যথা সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাওয়াত দেয়া হচ্ছে। আইন শৃঙ্খলা কমিটির সভায় ইউপি চেয়ারম্যানদের উপস্থিতি নিশ্চিতের বিষয়ে সেপ্টম্বর মাসের সভায় রেজুলেশেনের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে।

    তবে জনপ্রতিনিধিসহ ক্ষতাসিন দলের সদস্যদের অনুপস্থিতির বিষয়ে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে,ইউএনও নীলিমা রায়হানা যোগদানের পর থেকে উপজেলা প্রশাসনের দপ্তরগুলোতে নানা অব্যবস্থাপনার সৃষ্টি হয়েছে।

    তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দীর্ঘদিন ধরে কর্মরত থাকা ব্যাক্তিদের ইন্দনে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডকে জনসম্মুকে নিয়ে আসাকে কৌশলে এড়িয়ে গিয়ে ফাইল-পত্রে বাস্থবায়নের চেষ্ঠায় মেতে উঠেছেন।ফলে সরকারের সুফল জনগনের দাঁড়ঘোরায় পৌছাঁতে বাধাঁগ্রস্থ হচ্ছে।

    এসব অব্যবস্থাপনা মূলক কার্যক্রমের ফলে উপজেলা আওয়ামীলীগ ও আওয়ামীলীগ ঘরনার জনপ্রতিনিধিরা ঘোষনা দিয়ে প্রশাসনের সভাসহ কার্যক্রমগুলোতে অংশ গ্রহন বর্জন না করলেও ক্ষমতাসীন দলের জনপ্রতিনিধি ও দ্বায়িত্বশিলরা কৌশলে উপজেলা প্রশাসনের সভা সমাবেশ এড়িয়ে যাচ্ছেন। যার ধারাবাহিকতায় বৃহস্পতিবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দূর্গা পূজাঁর প্রস্তুতি সভা,সোমবার আইনশৃঙ্খলা কমিটির সভাসহ সংশ্লিষ্ট সকল কার্যক্রমে আওয়ামীলীগ ঘরনার জনপ্রতিনিধি বা উপজেলা আওয়ামীলীগের দ্বায়িত্বশিল নেতাদের কাউকেই দেখা যাচ্ছে না।

    উপজেলা প্রশাসনের কার্যক্রমে অনুপস্থিতির বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দসহ ইউপি চেয়ারম্যানরা প্রকাশ্য কোনো মন্তব্য করতেও রাজি হচ্ছে না।রহস্যজনক ভাবে সব কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। সোমবার উপজেলা কমপ্লেক্স্রের হলরুমে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভায় সদস্যদের উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রাজিব দাশ পুরকায়স্থ,ওসি শ্যামল বণিক,পল্লীবিদ্যুৎতের ডিজিএম মো.ফয়েজুল্লাহ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী,প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর,সাধারণ সম্পাদক শিপন আহমদ,শিক্ষা কর্মকর্তা শরিফ মো. নিয়ামত,মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম,সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার ইসমাইল আলী, শিক্ষিকা শিল্পী দাস,হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক দেলোওয়ার ছাড়া কোনো সদস্যকে সভায় অংশ গ্রহন করতে দেখা যায়নি।

    সভায় উপজেলার আইন শৃঙ্খলার বিষযে আলোচনাক্রমে বাজার এলাকায় ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ,অটোরিকশা নিয়ন্ত্রণ ও যানজট নিরসন এবং শিক্ষার্থীদের মধ্যে টিকটক করার প্রবণতা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।

  • রাজশাহীর বাঘায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা।

    রাজশাহীর বাঘায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা।

    মোস্তাফিজুর রহমান,বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় সনাতন ধর্মাবলম্বী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার ( ১১ অক্টোবর) সকাল সাড়ে দশটায় মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের উপ সচিব ও বাঘা উপজেলার কৃতিসন্তান শ্রী রথীন্দ্রনাথ দত্তের নিজ বাসভবন নারায়ণপুরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহের সঞ্চালনায় মত বিনিময় সভায় মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের উপ সচিব শ্রী রথীন্দ্রনাথ দত্ত বলেন, ধর্ম যার যার উৎসব সবার। ২০০৯ সালের আগে সারা দেশে প্রায় নয় হাজার স্থানে পূজা উৎসব হতো। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরে দিন দিন তা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে যার পরিমাণ প্রায় ৩৫ হাজার। বাংলাদেশ একটি অসম্প্রদায়িক রাষ্ট্রে পরিনত করতে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

    এসময় বক্তারা  বলেন, উপ-সচিব রথীন্দ্রনাথ দত্ত বাঘা উপজেলার সন্তান। তিনি বিভিন্ন সময়ে এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। প্রতিদিন কোন না কোন পরিচিত বা অপরিচিত মানুষের সহযোগিতা করেই চলেছেন।  তিনি শারদীয় দুর্গোৎসব নিজ অর্থায়নে ও বন্ধুদের সহযোগিতায় দরিদ্র মানুষের মাঝে শাড়ি কাপড় খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। হিন্দু-মুসলিম কোন ভেদাভেদ নেই পরিচয় শুধু মানব সেবা। তিনি সুযোগ পেলেই চলে আসেন নিজ জন্মস্থান বাঘাতে।

    উপজেলায় বিভিন্ন উৎসবে মানুষকে শাড়ি কাপড় প্যান্ট পিস থ্রি-পিস উপহার দেওয়া হয়। এবারও তার ধারাবাহিকতায় প্রায় তিন হাজার মানুষের মাঝে শাড়ি-কাপড়,লুঙ্গী, প্যান্ট পিচসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। তবে হিন্দু ধর্মের মধ্যে নয় মুসলমান পরিবারদের মাঝে তাঁর উপহার দেওয়া হয়।

    উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর বুদিরহাট কলেজের প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন, খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা আলতাফ, বীর মুক্তিযোদ্ধা সাবেক ভাইস চেয়ারম্যান শফিউর রহমান শফি, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী সুজিত কুমার পান্ডে বাকু , বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম, বাঘা রিপোটার্স ক্লাবের সভাপতি মহিদুল ইসলাম, বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, বাঘা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম ইসলাম দিলদার, উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান বাবু, প্রেস ক্লাবের সদস্যসহ  প্রমুখ।

     

  • বেলকুচিতে দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা।

    বেলকুচিতে দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা।

    সবুজ সরকার বেলকুচি(সিরাজগঞ্জ)প্রতিনিধি:

    সিরাজগঞ্জ বেলকুচি পৌরসভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের নিয়ে দূর্গা পূজার প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে পৌরসভার মেয়রের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।

    এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র ইকবাল রানা, কাউন্সিলর ফজল রহমান, নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, বেলকুচি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হেমন্দ্র নাথ, সাধারন সম্পাদক বৈদ্য নাথ রায়, উপজেলা শাখার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয় শংকর সাহা, গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক সবুজ সরকার, পৌর শাখার সাধারণ সম্পাদক নয়ন ঘোষ, নিতাই চন্দ্র সাহা, লিটন সাহা, ইসোক সাহাসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

    এ সময় পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, পূজা চলাকালীন সময়ে সকলকেই সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে, এবং বিশৃঙ্খলা এড়িয়ে যেন সবাই নিরাপদে পূজা উদযাপন করতে পারে সেদিকে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের খেয়াল রাখতে হবে। সুন্দরভাবে পূজা উদযাপন করতে পৌরসভা সবধরনের সহযোগিতা করবেন বলেও জানান তিনি।

  • গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী আলমগীরের সমর্থনে সভা।

    গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী আলমগীরের সমর্থনে সভা।

    ফজল উদ্দিন ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ ছাতকে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সাবেক মেম্বার বর্তমানে মেম্বর পদপ্রার্থী আলমগীর কবিরের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার(৮ অক্টোবর )বিকেলে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত সুনামগঞ্জ জেলা অটো টেম্পু অটো রিকশা প্রধান কার্যালয় গোবিন্দগঞ্জ রেলগেট অন্তর্ভুক্ত, ট্রালার ঘাটে মেম্বর পদপ্রার্থী আলমগীর হোসেনের সমর্থনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা অটো টেম্পু অটো রিকশা সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সাধারণ সম্পাদক রাসেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ,আলমগীর কবিরকে সমর্থন জানিয়ে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গিকারাবদ্ধ ও প্রতিশ্রুতি প্রকাশ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন,সাংগঠনিক মিজান মিয়া, ক্যাশিয়ার সুজন মিয়া, সাবেক সভাপতি ইব্রাহীম আলি, ম্যানাজার রিহাব উদ্দিন,সদস্য সফিক মিয়া ফকরুল হুসেন,লায়েক,মালেক,ময়নুল ইসলাম ,নুর আলম,তারেক ,রুবায়েল,সুরাব আলি, সাবেল, রুহেল, ইমন, সাইম, রুহুল, কয়সর,আমির,সজিব,মারুফ,

    এ সময় আলমগীর কবির বলেন, কথায় নয় কাজে বিশ্বাসী তাই আমি, ৫ নং ওয়ার্ড কে মডেল ওয়ার্ড হিসেবে গড়তে চাই। ওয়ার্ডবাসীর ন্যায্য দাবী দাওয়া আদায়ে আমার চেষ্টা থাকবে আজীবন।

    সকলের সূ-পরামর্শকে কাজে লাগিয়ে আধুনিক ও মডেল ওয়ার্ড গঠন করতে কাজ করার চেষ্টা করব। উন্নয়ন’র সুষম বণ্টন নিশ্চিত করে জনকল্যাণে এগিয়ে আসতে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, জনগণের ভালবাসা নিয়ে কাজ করতে চাই। আপনাদের দোয়া ও ভালবাসা আমার কাম্য।

    গরীব দুঃখী মানুষের পাশে থেকে সমাজের উন্নয়নের কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দৃষ্টি নন্দন, আধুনিক, প্রযুক্তি নির্ভর ও মডেল ওয়ার্ড হিসেবে গড়তে চাই। তিনি আর ও বলেন, আপনাদের সহযোগিতায় দোয়া ও মায়া-মমতার ফলে আমার কর্ম পরিকল্পনা বাস্তবায়িত হবে।

  • নাগরপুরে উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা।

    নাগরপুরে উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা।

    নাগরপুরে উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ টাংগাইলের নাগরপুরে উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার(৮অক্টোবর),উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এ মতবিনিময় সভার আয়োজন করে।

    নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ কুদরত আলীর সঞ্চালনায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাংগাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি একেএম কামরুজ্জামান মনি,আনিসুর রহমান আনিস, মতিয়ার রহমান মতি,সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাসান জাহিদ,শাহিদুল ইসলাম অপু,শেখ শামসুল সহ ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ।

  • গজারিয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

    গজারিয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

    গজারিয়া(মুন্সিগঞ্জ)প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এই সভার অনুষ্ঠিতক হয়।

    সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি, ভাইস-চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রইছ উদ্দিন, উপজেলা পুজা কমিটির সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক নরেং রাজবংশী,সভায় শারদীয় দুর্গোৎসবে উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ, ফায়ার সার্ভিস, সার্বিক নজরদারি ও সহযোগিতা অব্যাহত থাকবে।

    এছাড়াও উপস্থিত ছিলেন ইমামপুর ইউপি চেয়ারম্যান মনসুর আহমদ জিন্নাহ,বাউশিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান, ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সাহিদ মোঃ লিটন, গুয়াগাছিয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন, টেংগারচর ইউপি চেয়ারম্যান এস এম সালাউদ্দিন মাস্টার সহ উপজেলাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

  • গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী আলমগীরের সমর্থনে সভা।

    গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী আলমগীরের সমর্থনে সভা।

    ফজল উদ্দিন,ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। এই নির্বাচনে ৫ নং ওয়ার্ড সম্ভব মেম্বার পদপ্রার্থী আলমগীর কবিরের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার(৫ অক্টোবর)রাতে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও উইপি’র ৫ নং ওয়ার্ডের দশঘর গ্রামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দশঘর গ্রামের বিশিষ্ট মুরব্বি উস্তার আলী।

    অনুষ্ঠিত মতবিনিময় সভায় গ্রামের মুরব্বিয়ান ও যুব সমাজের নেতৃবৃন্দরা আলমগীর কবিরকে সমর্থন জানিয়ে মতবিনিময় সভায় দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে সু-শিক্ষিত সৎ আদর্শবান যোগ্য প্রার্থী আলমগীর কবিরকে বিজয়ী করার প্রতিশ্রুতি দিয়ে উপস্থিত সকল অক্ষবদ্ধ হয়েছেন।

    এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দশঘর গ্রামের বিশিষ্ট মুরব্বি রাফিজ উদ্দিন, ফারুক আলী,আব্দুল হেকিম,আব্দুল হক,কালা মিয়া, ছমরো মিয়া,মইন উদ্দিন,দুদু মিয়া,কয়ছর আহমদ, আশিক মিয়া,আব্দুল হক,নুরুল হক,আব্দুল করিম, আজিম উদ্দিন,সাদিকুর রহমান,আওয়াল হোসেন,শওকত আলী,আফজাল হোসেন,নাজমুল ইসলাম,সানোয়ার আলী,সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এ সময় আলমগীর কবির বলেন, কথায় নয় কাজে বিশ্বাসী তাই আমি, ৫ নং ওয়ার্ড কে মডেল ওয়ার্ড হিসেবে গড়তে চাই। ওয়ার্ডবাসীর ন্যায্য দাবী দাওয়া আদায়ে আমার চেষ্টা থাকবে আজীবন।

    সকলের সূ-পরামর্শকে কাজে লাগিয়ে আধুনিক ও মডেল ওয়ার্ড গঠন করতে কাজ করার চেষ্টা করব। উন্নয়ন’র সুষম বণ্টন নিশ্চিত করে জনকল্যাণে এগিয়ে আসতে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, জনগণের ভালবাসা নিয়ে কাজ করতে চাই। আপনাদের দোয়া ও ভালবাসা আমার কাম্য। গরীব দুঃখী মানুষের পাশে থেকে সমাজের উন্নয়নের কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
    দৃষ্টি নন্দন,আধুনিক,প্রযুক্তি নির্ভর ও মডেল ওয়ার্ড হিসেবে গড়তে চাই। তিনি আর ও বলেন, আপনাদের সহযোগিতায় দোয়া ও মায়া-মমতার ফলে আমার কর্ম পরিকল্পনা বাস্তবায়িত হবে।