Tag: সভাপতি

  • কাজিপুরে যুবলীগ সভাপতির বিরুদ্ধে চাকুরির নামে অর্থ আত্মসাৎ এর অভিযোগ।

    কাজিপুরে যুবলীগ সভাপতির বিরুদ্ধে চাকুরির নামে অর্থ আত্মসাৎ এর অভিযোগ।

    কবির মাহমুদ,কাজিপুর থেকেঃ সিরাজগঞ্জের কাজিপুরে যুবলীগ সভাপতির বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে চাকুরি দেবার নাম করে অর্থ আত্নসাৎ এর অভিযোগ উঠেছে।

    ১লা নভেম্বর(সোমবার) উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি দুলাল সরকারের বিরুদ্ধে কাজিপুর উপজেলা যুবলীগ বরাবর আত্নসাৎ করা অর্থ ফেরত পেতে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শ্রী গৌতম বাবু পলাশ নামের এক যুবক।

    লিখিত অভিযোগে ভুক্তভোগী পলাশ বলেন,গত ২০১৮ সালের জানুয়ারিতে প্রতিবন্ধী স্কুলে চাকুরি দেবার নাম করে কৌশলে ১লক্ষ ৮০ হাজার টাকা নেয় দুলাল সরকার, কিন্তু দীর্ঘ সময় পার হলেও চাকুরি দিতে পারে না।খবর নিয়ে জানতে পারি যে প্রতিষ্ঠানে চাকুরি দেবার কথা সে প্রতিষ্ঠানের কোন অবকাঠামো ও ভিত্তি নেই।এমন সময় টাকা ফেরত চাইলে নানা সময় টাকা ফেরতের আশ্বাস দেন কিন্তু অদ্যবদি পর্যন্ত পরিশোধ করেন নাই।

    লিখিত অভিযোগে তিনি সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়ের কাছে আবেগাপ্লুপ্ত হয়ে বলেন,”একজন পিতা হারা সংখ্যালঘু সম্প্রদায়ের শেষ ভরসা আপনি,প্রাপ্ত টাকা ফেরত পেতে আপনার সহানুভূতি কামনা করি”

    এদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের নিকট থেকে চাকুরি দেবার নাম করে অর্থ আত্নসাৎ এর অভিযোগ উঠার পর পরই স্হানীয় আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক নাটুয়ারপাড়ার একাধিক যুবলীগ নেতা বলেন,”পদ পাওয়ার পর থেকেই নানা উৎস থেকে অবৈধ ভাবে অর্থ উপার্জন করে আসছে দুলাল সরকার। পদ বাণিজ্য,চাকুরি দেবার নামে অর্থ আত্নসাৎ এগুলো তাঁর নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।যুবলীগের গৌরবময় ইতিহাস অক্ষুণ্ণ রাখতে দুলাল সরকারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্হা গ্রহণের জন্য অনুরোধ রইল”।

    আরেক যুবলীগ নেতা বলেন,”দলীয় পরিচয় ব্যবহার করে যুবলীগ নেতার এমন কর্মকান্ড দলীয় ভাবমূর্তি নষ্ট করছে”।

    এ বিষয়ে কাজিপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

    এ বিষয়ে নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বলেন,”অর্থ আত্নসাৎ এর ব্যাপারে একটি লিখিত অভিযোগের কপি হাতে পেয়েছি, বিষয়টি নিয়ে উর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে,আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে”।

  • মাধনগর ইউনিয়ন যুবলীগের সম্মেলন নাসির সভাপতি, সাদ্দাম সম্পাদক।

    মাধনগর ইউনিয়ন যুবলীগের সম্মেলন নাসির সভাপতি, সাদ্দাম সম্পাদক।

    নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গার মাধনগর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে সাহানুর ইসলাম নাসির সভাপতি ও সাদ্দাম হোসেন সৌরভ সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

    রোববার(২৪ অক্টোবর) বিকালে উপজেলার মাধনগর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন। এর আগে বেলা ১১ টার দিকে সম্মেলন শুরু হয়।

    মাধনগর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইমরুল হোসেন রুবেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,(নাটোর-নলডাঙ্গা)-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।সভায় আরোও বক্তব্য রাখেন,জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান এহিয়া,সাধারন সম্পাদক রুহুল আমিন বিপ্লব,জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস,উপজেলা আওযামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মুকু,পৌর আওয়ামীলীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস,সাধারন সম্পাদক ও পৌর মেয়র মনিরুজ্জামান মনির,মাধনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন দেওয়ান,সাধারন সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

    সভাপতি পদে তিনজন, সাহানুর ইসলাম নাসির,ইমরুল হোসেন রুবেল,আসাদুল ইসলাম মৃধা ও সাধারন সম্পাদক পদে তিনজন, সাদ্দাম হোসেন , শহিদুল ইসলাম স্বপন ও সাইদুর রহমান টুকু প্রতিদ্বন্দ্বিতা করেন।রোববার বিকাল সাড়ে ৩ টার দিকে গনতান্ত্রিক প্রক্রিয়ায় উৎসব মুখর পরিবেশে কাউন্সিলরদের ভোট গ্রহন শুরু হয়।

  • ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতিকে স্বপদে বহাল, নেতাকর্মীদের আনন্দ মিছিল।

    ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতিকে স্বপদে বহাল, নেতাকর্মীদের আনন্দ মিছিল।

    মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

    দিনাপুরের ফুলবাড়ীতে উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যন অধ্যক্ষ খুরশিদ আলম মতির বহিষ্কার আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখায় বিএনপি নেতাকর্মীদের আনন্দ মিছিল ও সংবর্ধনা প্রদান করেছেন।

    বহিস্কার আদেশ প্রত্যাহার ও স্বপদে বহালের সংবাদ ছড়িয়ে পড়লে শনিবার বিকেল সাড়ে ৪টার সময় শহীদ মিনার চত্তরে তাকে সংবর্ধনা প্রদান করার পর উর্বসী সিনেমা হলের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সরকারী কলেজ শহীদ মিনারে এসে শেষ হয়।

    সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন অধ্যক্ষ নবীউল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যন অধ্যক্ষ খুরশিদ আলম মতি।

    এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক ভিপি মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন,সহ-সভাপতি আবু ফরহাদ বাচ্চু, সহসভাপতি আব্দুল মজিদ মন্ডল, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার,বিএনপি নেতা আশরাফুল ইসলাম,মেজবাহুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম,ছামিদুল মাস্টারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • ফুলবাড়ী উপজেলা আ’লীগের সভাপতি অসুস্থ;সকলের দোয়া প্রার্থনা।

    ফুলবাড়ী উপজেলা আ’লীগের সভাপতি অসুস্থ;সকলের দোয়া প্রার্থনা।

    মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
    দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ্ গুরুতর অসুস্থ হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। গত১৮ই সেপ্টেম্বর শনিবার রাত ১১টার দিকে তাকে ভর্তি করা হয়।

    তার ছেলে জাকির হোসেন জানিয়েছেন তাঁর বাবার হার্ট,কিডনী জটিলতা,ডায়াবেটিস ও প্রচন্ড শ্বাসকষ্ট রয়েছে বলে জানিয়েছে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। তবে আগের তুলনায় এখন কিছুটা ভালোর দিকে।

    তিনি সকলের কাছে তার বাবার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেছেন,সেই সাথে দলের সকল নেতাকর্মীরাও দোয়া প্রার্থনা করেছেন।এদিকে তার অসুস্থ্যতার খবর পেয়ে সার্বক্ষনিক খোঁজ খবর রাখছেন,দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

    উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন বলেন,দলের পক্ষ থেকে সভাপতি সাহেবের জন্য সব সময় খোঁজ খবর রাখা হচ্ছে,তার সুস্থ্যতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

  • পাট বন্দর বণিক সমিতির সাবেক সভাপতি রাম কৃষ্ণ সাহা’র মৃত্যু

    পাট বন্দর বণিক সমিতির সাবেক সভাপতি রাম কৃষ্ণ সাহা’র মৃত্যু

    সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাজার পাট বন্দর বনিক সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী রাম কৃষ্ণ সাহা (৭৫) বুধবার সকালে উল্লাপাড়া পৌর শহরের শ্যামলিপাড়ার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন।

    মৃত্যুকালে তিনি ২ মেয়ে, ১ ছেলে সহ বহুস্বজন ও শুভার্থী রেখে গেছেন। তিনি বেশকিছু দিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাম কৃষ্ণ সাহার বিশেষ অবদান রয়েছে।

    তার মৃত্যুতে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া বাজার পাট বন্দর বনিক সমিতির আহবায়ক হাফিজুর রহমান মিন্টু, উল্লাপাড়া বাজার বনিক সমিতি সভাপতি আব্দুল কুদ্দুস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উল্লাপাড়া শাখার সভাপতি বাবু গৌতম কুমার দত্ত, এসো গান শিখি পরিবারের পরিচালক সাংবাদিক রাজু আহমেদ সাহানসহ বিভিন্ন সামাজিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

  • আ’লীগের সভাপতি মানষিক টেনশনে অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন,তার সুস্থ্যতার জন্য দোয়া প্রার্থনা।

    আ’লীগের সভাপতি মানষিক টেনশনে অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন,তার সুস্থ্যতার জন্য দোয়া প্রার্থনা।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়ন আ’লীগের সভাপতি আতিকুজ্জামান ডেভিট সরকার মানষিক টেনশনে  অসুস্থ্য হয়ে ঢাকা এ্যাপোলো হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।সভাপতির সহধর্মীনি লুবনা সরকার তার সুস্থ্যতার জন্য ইউনিয়নবাসীর কাছে দোয়া চেয়েছেন।

    উল্লেখ্য গত ১১ জুলাই রবিবার সন্ধায় সভাপতি ঢাকা থেকে বাড়ি আসেন ৫’শ দুস্থ্য ও প্রতিবন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষ্যে ঈদ উপহার বিতরণের উদ্দেশ্য নিজ গ্রামের বাড়ি ভদ্রকোল আসেন।ওই রাতেই সলপ স্টেশনে তার ওয়ালটন শোরুমের গোডাউনের পিছন থেকে ২’শটি ভাঙ্গ গাছ র‍্যাব-১২’র সদস্যরা উদ্ধার করে রাত সাড়ে ৭ টার সময় তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১২’র ক্যাম্পে নিয়ে সোমবার ১২ জুলাই সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখিয়ে উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করেন।

    উল্লাপাড়া মডেল থানা আইনি প্রক্রিয়া শেষ করে তাকে জেলহাজতে প্রেরন করে। গত ১৯ জুলাই মঙ্গলবার সন্ধায় কারামুক্ত হয়ে মানষিক টেনশন ও অপমানের যন্ত্রা সহ্য করতে না পেরে লজ্জায় জববন্ধ হয়ে অসুস্থ্য হয়ে পড়েন।

    ওই রাতে ঢাকার এ্যাপোলো হসপিটালে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়েছে। তার সহধর্মিনী লুবনা সরকার জানিয়েছেন গুরুত্বর আহত পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিকুজ্জামান ডেভিট সরকার তার সুস্থ্যতার জন্য ইউনিয়নবাসীর কাছে দোয়া চেয়েছেন।