Tag: সভাপতি

  • বেলকুচিতে সভাপতি-ব্যাংক ম্যানেজারের যোগসাজশে অধ্যক্ষসহ ৪ জনের বেতন ভাতা বন্ধ।

    বেলকুচিতে সভাপতি-ব্যাংক ম্যানেজারের যোগসাজশে অধ্যক্ষসহ ৪ জনের বেতন ভাতা বন্ধ।

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও সোনালী ব্যাংকের ক্ষিদ্রমাটিয়া শাখা ব্যাবস্থাপক মাকসুদুল হক রাসেলের যোগসাজশে অধ্যক্ষসহ ৪ জনের বেতন ভাতা উত্তোলন করতে পারছে এমন অভিযোগ উঠেছে।

    গভর্নিং বডির সদস্য ও কলেজ সূত্রে জানা যায়, দৌলতপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষ সাথে দীর্ঘ দিন ধরে দন্দ্ব চলে আসছে। আর এই দন্দ্বে পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষ মাসুদ রানাকে বেআইনী ভাবে অব্যহতি দিয়ে উপাধ্যক্ষ কে,এম খালেকুজ্জামানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করেন।

    পরে অধ্যক্ষ মাসুদ রানা অব্যাহতি বেআইনী ঘোষনা চেয়ে বিজ্ঞ বেলকুচি সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীত্বে উক্ত আদেশের ব্যাপারে অধ্যক্ষ মাসুদ রানা মহামান্য হাইকোর্ট সিভিল রিভিশন ৫০৬/২৩ নম্বর মামলা দায়ের করেন। উক্ত মামলায় মহামান্য হাইকোট দৌলতপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ পদের ব্যাপারে স্থিতাবস্থা বজায় রাখার জন্য গভর্নিং বডির সভাপতিকে আদেশ প্রদান করেন।

    এরপর থেকে কলেজের শিক্ষক কর্মচারীরা দু’ভাগে বিভক্ত হয়। গভর্নিং বডির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও সোনালী ব্যাংকের ক্ষিদ্রমাটিয়া শাখা ব্যাবস্থাপক মাকসুদুল হক রাসেলের যোগসাজশে কাটা ও ফ্লুইড রেজুলেশন তৈরি করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের স্বাক্ষরে তাদের অনুসারী শিক্ষকদের বেতন ভাতা উত্তোলন করছেন। আর অধ্যক্ষ মাসুদ রানা, ল্যাব সহকারী শরিফুল ইসলাম, প্রদর্শক তন্ময় কুমার শীল ও প্রভাষক উম্মে রুমানের জুন মাসের বেতন ভাতা বন্ধ করে রেখেছেন।

    এ বিষয়ে অধ্যক্ষ মাসুদ রানা জানান, উচ্চ আদালতের আদেশকে উপেক্ষা করে সভাপতি যে কাজ করছেন সেটা যেমন অমানবিক তেমনি আদালতের রায়ের স্পষ্ট লংঘন পাশাপাশি পেশী শক্তির চরম অপব্যবহার।

    পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, অধ্যক্ষ ও সভাপতির দন্দ্বের কারনে সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম চরমভাবে নষ্ট করেছেন এবং তারা এই প্রতিষ্ঠানটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন।

    এ ব্যাপারে সোনালী ব্যাংক ক্ষিদ্রমাটিয়া শাখার ব্যবস্থাপক মাকসুদুল হক রাসেল জানান, কলেজের গভর্নিং বডির সভাপতি ও ভারপাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত কাগজে যাদের নাম ছিল তাদের বেতন ভাতা দেওয়া হয়েছে। তবে আইনজীবীর মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ পেয়েছি। তবে নির্দেশনাটা অস্পষ্ট। কলেজের রেজুলেশনের ব্যাপারে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

    এবিষয়ে ঐ কলেজের উপাধ্যক্ষের নিকট অন্যান্য শিক্ষকদের বেতনের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, প্রতি বছর জুন মাসে অঙ্গীকারনামায় স্বাক্ষর দিতে হয়, তাই যারা অঙ্গীকারনামায় সাক্ষর করেনি তাদের বেতন হয়নি।

    এব্যাপারেগ ভর্নিং বডির সভাপতির সাথে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

  • বাঘা-চারঘাট উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি-নাজমুল,সস্পাদক-বিপ্লব।

    বাঘা-চারঘাট উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি-নাজমুল,সস্পাদক-বিপ্লব।

    শনিবার বিকাল (২৭ মে) ৪টায় বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের পারশাওতা বিনোদপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে  বাঘা-চারঘাট উপজেলার বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

    আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী চারঘাট উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক হুমায়ন কবির। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী রাজশাহী জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি রোকুনুজ্জামান রিন্টু। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামী, রাজশাহী জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা।

    বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) কাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের উপ-শিশু ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক মেহেদী শিকদার।
    বাংলাদেশ আওয়ামী বাঘা উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক ইলিয়াস আহম্মেদ সোনার পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী রাজশাহী জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আখেরুল ইসলাম, মান্নান সরকার মুকুল, আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির বাবু, সমাজ কল্যান সম্পাদক মাহমুদুল হক সৈকত, সদস্য সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

    এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিগত ২০০৮ ও ২০১৪ এবং ২০১৮ নির্বাচনে বিজয়ী হওয়ার পরে আওয়ামী লীগ সকল সেক্টরে যে উন্নয়ন করেছে, আগামী ২০২৪ সালের নির্বাচনে যেভাবে মাঠ প্রস্তুত করা হয়েছে। তাতে বাঘা-চারঘাটের প্রায় ৭০ ভাগ মানুষ ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। মানুষের দোয়া ও ভালবাসা নিয়ে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে। তিনি আরো বলেন, মন্ত্রী সভায় নির্বাচনী একটি আইন সংযোজন করা হয়েছে। আগামী সংসদ অধিবেশনে আইনটি পাশ করা হবে। নির্বাচনী কাজে কেউ তথ্য সংগ্রহে বাধা দিলে তার ৭ বছর কারাদন্ড প্রদান করা হবে।

    বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) কাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন,  প্রধানমন্ত্রী গণভবনে বসে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। রাস্তায় বের হলেই প্রধানমন্ত্রীর উন্নয়ন দেখা যায়। সেচ্ছাসেবকলীগের কমিটির বিষয়ে তিনি বলেন, কোন মাদকসেবী, মাদক ব্যবসায়ীদের স্থান দেওয়া হবে না। পূর্নাঙ্গ কমিটি গঠনের সময়ে বিষয়টি খেয়াল রাখার আহবান জানান।

    বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে মাথা উচু করে দাঁড়িয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, যোগাযোগসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে নিয়েছেন। যাদের থাকার ঘর ছিলনা, তাদের ঘর করে দিয়েছেন। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মান করে বিশ্বকে  দেখিয়ে দিয়েছেন।

    দ্বিতীয় অধিবেশনে রাত ৮টার দিকে কমিটি বাঘা ও চারঘাট উপজেলা বাংলাদেশ আওয়ামী উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষণা কর হয়েছে।  উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের বাঘা উপজেলার সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম বিপ্লব। চারঘাট উপজেলায় সভাপতি হুমায়ন কবির বাবুল ও সাধারণ সম্পাদক মোনিমুল ইসলাম।

  • সানন্দবাড়ী প্রেসক্লাবের সভাপতির বাবার কবর জিয়ারত করলেন এমপি কালাম।

    সানন্দবাড়ী প্রেসক্লাবের সভাপতির বাবার কবর জিয়ারত করলেন এমপি কালাম।

     জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম আকন্দ এর বাবা মরহুম আলহাজ্ব আফতাব উদ্দিন আকন্দ এর কবর জিয়ারত করা হয়। শুক্রবার ১২ মে বিকালে জামালপুর ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ দলীয় নেতা কর্মীকে সাথে  নিয়ে এ কবর জিয়ারত করেন।
    এসময় এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
    এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্জাহান আকন্দ, দেওয়ানগঞ্জ পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, চরআমখাওয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জেকে সেলিম সহ চরআমখাওয়া ইউনিয়ন, পাররামরামপুর ও ডাংধরা ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সানন্দবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রশীদুল আলম শিকদার সহ প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
  • বেলকুচি উপজেলা ছাত্রলীগ সভাপতি বহিষ্কার।

    বেলকুচি উপজেলা ছাত্রলীগ সভাপতি বহিষ্কার।

    সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

    সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি কে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
    সোমবার (১০ এপ্রিল) সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

    জানা গেছে, বিভিন্ন সময় দলীয় নেতৃবৃন্দকে মারধর ও রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভোটের সময় সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, ও রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দের উপর হামলা চালায় রকি। তাছাড়াও পদ দেওয়ার কথা বলে কলেজ ছাত্রীর সাথে অশ্লীল চ্যাট ফেসবুকে ছেড়ে দেওয়া সহ দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

    ২০২১ সালে ১৫ই জুন মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মোমিন মন্ডল এর সুপারিশে গণতান্ত্রিক পন্থা সম্মেলন ছাড়াই বেলকুচি উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্যাডের মাধ্যমে কমিটি ঘোষণা করা।
    কমিটি ঘোষণার পর থেকেই বেলকুচি উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। বেলকুচি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক উৎসর বিরুদ্ধে এক অসহায় গরীব ব্যক্তির ভ্যান চুরির অভিযোগ ওঠে।
    পৌর ছাত্রলীগের সভাপতি আক্তার হামিদের নেতৃত্বে ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের উপর মাদক ব্যবসা কে কেন্দ্র করে হামলা অভিযোগ ওঠে।
    বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুই নেতার আপত্তিকর মেসেজ ফেসবুকে ভাইরাল হলে বিভিন্ন পত্রিকায় লেখালেখি হয়।

    গত ১৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের ব্যানারে এমপির নাম ও ছবি না থাকায় ছাত্রলীগের নেতারা বেলকুচি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদ এর উপরে হামলা করে গুরুতর আহত করে।

    রাজাপুর হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রবীণ আওয়ামী লীগ নেতা শাহজাহান আলী মাস্টার, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দসহ দশজনকে হামলা করে গুরুতর আহত করে।
    বিভিন্ন সময় বিভিন্ন জনপ্রতিনিধি ও সাধারণ মানুষদের কাছে বেলকুচি উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

    বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি কে বহিষ্কারের ঘোষণা শুনে বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাধারণ নেতা কর্মীদের মধ্যে স্বস্তি ফিরে পেয়েছে এবং সাধারণ সম্পাদকেরও বহিষ্কারের দাবি জানিয়েছে।

    বেলকুচি উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি রবিন হাসান রকি বেলকুচি উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
    তার আপন চাচা আতাউর রহমান বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
    রাজাপুর ইউনিয়ন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বারবার চেয়ারম্যান নির্বাচন করেছেন।

    বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিব মিল্লাত রাজাকার পরিবারের সন্তান বলেও অভিযোগ রয়েছে।

    এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা বলেন, বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতির বহিষ্কারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পেরেছি, সাধারণ সম্পাদকের বিষয়টি এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কেন্দ্রের সাথে আলোচনা করে জানাবো।

    এ বিষয়ে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস বলেন সভাপতিকে বহিষ্কার করা হয়েছে, সাধারণ সম্পাদককেও বহিষ্কার করা হোক।
    বেলকুচির উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন অসামাজিক কার্যকলাপের তারা জড়িত ছিলো। উপজেলা আওয়ামী লীগের কোন নেতাকেই তারা মানতো না, হর হামেশাই তাদেরকে লাঞ্ছিত করত।কেন্দ্রীয় ছাত্রলীগের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি।

  • সানন্দবাড়ী প্রেসক্লাবের কমিটিতে আমিনুল ইসলাম সভাপতি, রশীদুল আলম সম্পাদক।

    সানন্দবাড়ী প্রেসক্লাবের কমিটিতে আমিনুল ইসলাম সভাপতি, রশীদুল আলম সম্পাদক।

    দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
    শনিবার ১১ফেব্রুয়ারী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। নানা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে বকসীগঞ্জের লাউচাপড়া অবকাশ বিনোদন কেন্দ্রে সাংবাদিকদের মিলনমেলা আয়োজনের মধ্য দিয়ে সানন্দবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়। এতে আমিনুল ইসলাম আকন্দকে সভাপতি, রশীদুল আলম শিকদারকে সাধারণ সম্পাদক, মুসফিকুর রহমান বকুল কোষাধ্যক্ষ এবং নজরুল ইসলামকে সহ-সভাপতি, আনোয়ার হোসেন রুবেল সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়। এছাড়াও জাকিউল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক, মাহবুব শাহ জিহাদী সাহিত্য বিষয়ক সম্পাদক, হারুন অর রশিদ প্রচার সম্পাদক, মোক্তারুল ইসলাম রানা সাংস্কৃতি বিষয়ক সম্পাদক, ফরিদুল ইসলাম দপ্তর সম্পাদক, মোস্তাইন বিল্লাহ, রিয়াদ হাসান, ফরহাদ আলম এবং নাজমুল হাসানকে কার্যকরী সদস্য করে ১৫ সদস্যদের কমিটি গঠন করা হয়।
    নবনির্বাচিত সাধারণ সম্পাদক রশীদুল আলম শিকদার এর সঞ্চালনায়, আমিনুল ইসলাম আকন্দ এর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি  শাহীন আলামীন, রাজীবপুর প্রেসক্লাবের সভাপতি তারিফুল ইসলাম তারা, ৭১ টিভির বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম, যুগান্তর বকশিগঞ্জ প্রতিনিধি সরওয়ার জামান রতন। অতিথিদের দিকনির্দেশনা মুলক বক্তব্যে বস্তুনিষ্ঠা সংবাদ পরিবেশন করার পরামর্শ দেন।
    শেষে মধ্যাহ্ন ভোজ ও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কার্যক্রম সমাপ্ত করা হয়।
  • উল্লাপাড়ার সলপ কলেজের সভাপতি হলেন চৌধুরী ইকতিয়ার মমিন।

    উল্লাপাড়ার সলপ কলেজের সভাপতি হলেন চৌধুরী ইকতিয়ার মমিন।

    উল্লাপাড়ার সলপ কলেজের সভাপতি হলেন চৌধুরী ইকতিয়ার মমিন।


    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী সলপ ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক রাস্ট্রদূত চৌধুরী ইকতিয়ার মমিন জিলু। তিনি কর্মজীবনে স্পেন সহ বিভিন্ন রাস্ট্রে বাংলাদেশ সরকারের পররাস্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে রাস্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। গত ২ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পক্ষে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা এই কলেজ পরিচালনা কমিটির অনুমোদন দেন।

    সলপ ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির অপর সদস্যরা হলেন, প্রতিষ্ঠাতা সদস্য সাবেক অধ্যক্ষ মোছাঃ হাছিনা খাতুন, দাতা সদস্য মোঃ আকবর আলী আকন্দ, বিদ্যোৎসাহী সদস্য মোঃ মাছুদুর রহমান, ছাত্র অভিভাবক সদস্য আকন্দ মনোয়ারুল ইসলাম, মোছাঃ খাদিজা খাতুন, শিক্ষক প্রতিনিধি হলেন, অর্থনীতি বিষয়ের শিক্ষক শাপলা খাতুন, রসায়ন বিষয়ের শিক্ষক মোঃ মনোয়ার হোসেন, শারীর চর্চা বিষয়ের শিক্ষক মোঃ আব্দুল মান্নান ও কমিটির সদস্য সচিব কলেজ অধ্যক্ষ মলয় কুমার ভুইত।

    আগামী ২ বছর এই নব নির্বাচিত পরিচালনা কমিটি কলেজ পরিচালনা করবেন বলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মলয় কুমার ভূইত জানান।

  • মুসলিম পাড়া সমাজ পরিচালনা কমিটির সভাপতি বেলাল হোসেন,সম্পাদক শহিদ উল্যাহ।

    মুসলিম পাড়া সমাজ পরিচালনা কমিটির সভাপতি বেলাল হোসেন,সম্পাদক শহিদ উল্যাহ।

    মুসলিম পাড়া সমাজ পরিচালনা কমিটির সভাপতি বেলাল হোসেন,সম্পাদক শহিদ উল্যাহ।

    দীর্ঘ প্রতীক্ষা শেষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাটিরাঙ্গার মুসলিম পাড়া সমাজ পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

    বৃহস্পতিবার (১১ আগস্ট) মুসলিম পাড়া আনসার ভিডিপি কার্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩ টা পর্যন্ত এ ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
    নির্বাচনে মোঃ বেলাল হোসেন (ছাতা প্রতীক) নিয়ে ৯৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা মিয়া (চেয়ার প্রতীক) ৬৫ ভোট পেয়েছেন। একই সাথে (মোরগ প্রতীক) নিয়ে ১১০ ভোট পেয়ে শহিদ উল্যাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ পারভেজ (ফুটবল প্রতীক) ৮৬ ভোট পেয়েছেন।
    এ ছাড়া মোঃ ইসমাইল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি ও মোঃ জুয়েল রানা কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।
    নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, আনসার ভিডিপির প্লাটুন কমান্ডার মোঃ রবিউল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য মহিউদ্দিন, মাটিরাঙ্গা পৌর যুবলীগের সহ-সভাপতি আরিফ হোসেন, মাটিরাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক  ইব্রাহিম ও আনসার ভিডিপির সহকারী প্লাটুন কমান্ডার বাদশা মিয়া  এর নেতৃত্বে নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন পুলিশ ও আনসার ভিডিপির একটি টিম।
  • বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা সভাপতি মাহবুব আলম রানার ঈদ শুভেচ্ছা।

    বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা সভাপতি মাহবুব আলম রানার ঈদ শুভেচ্ছা।

    বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা সভাপতি মাহবুব আলম রানার ঈদ শুভেচ্ছা।


    সাধনার মুসলিম জাতীর জন্য খুশির বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ-উল আযহা।আর সেই ঈদ উপলক্ষে বিশ্বের সকল মুসিল জাতীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ জেলা শাখার সভাপতি মাহবুব আলম রানা।

    তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন। বছর ঘুরে খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে আসছে ঈদ-উল আযহা। এই ঈদ এর শুভেচ্ছা দেশ বিদেশের এবং নওগাঁ জেলার সহ সকল মুসলিম উম্মাহদের প্রতি আমার পক্ষ থেকে রইলো ঈদের শুভেচ্ছা।

    তিনি আরও বলেন ঈদ মোবারক’ হল একটি আরবি শব্দ যার অর্থ হল “আনন্দ উদ্‌যাপন কল্যাণময় হোক”। সমগ্র পৃথিবীর মুসলমানরা এই সম্বোধনটি প্রধানত ঈদ-দুল আযহা এবং ঈদ-দুল ফিতরের উৎসবগুলিতে ব্যবহার করে থাকেন শুভেচ্ছা বিনিময়ের জন্য। শুরু হয়ে যায় প্রিয়জনদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময়ের এক মধুর পর্ব । শেষে খুশির বার্তা বহন করে নিয়ে আসে ঈদ-উল আযহা।

    সারা বিশ্বের মানুষের কাছে এটি ‘খুশির ঈদ’ হিসেবেই জনপ্রিয়তা লাভ করেছে । প্রত্যেক বছরই ধর্মপ্রাণ মুসলমানেরা এই পবিত্র দিনের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এবং তাদের মধ্যে এই উৎসব নিয়ে উৎসাহ এবং উদ্দীপনা থাকে অনাবিল। খুশির এই ইদ উপলক্ষে সবার প্রতি রইলো ঈদ মোবারক ও সুস্বাস্থ্য কামনা করেন, বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ জেলা শাখার সভাপতি মাহবুব আলম রানা।

  • নুন্দহ ফাজিল ডিগ্রি মাদ্রাসার এডহক কমিটির  নতুন সভাপতি নির্বাচিত।

    নুন্দহ ফাজিল ডিগ্রি মাদ্রাসার এডহক কমিটির  নতুন সভাপতি নির্বাচিত।

    নুন্দহ ফাজিল ডিগ্রি মাদ্রাসার এডহক কমিটির  নতুন সভাপতি নির্বাচিত।


    বগুড়ার নন্দীগ্রামে নুন্দহ ফাজিল ডিগ্রি (স্নাতক) মাদ্রাসার এডহক কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মাওলানা মোঃফজলে রাব্বি তোহা। তিনি উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতার সন্তান এবং অত্র মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ।

    মাওলানা ফজলে রাব্বি তোহা সভাপতি নির্বাচিত হওয়ায় অত্র মাদ্রাসার শিক্ষক, ছাত্র ছাত্রী, সদস্য ও এলাকা বাসীর মধ্যে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে। এই উপলক্ষে বৃহস্পতিবার (৩০শে জুন) দুপুরে মাদ্রাসা চত্বরে উন্মুক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

    দোয়া শেষে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মাওলানা মো, ফজলে রাব্বি তোহা, বুড়ইল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া,পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক ডাইরেক্টর নজিবুল্লাহ মজনু,গোহাইল ইসলামিয়া কলেজের অধ্যক্ষ মো. মোতাহার হোসেন,নুন্দহ মাদ্রাসার সহকারি অধ্যাপক আলহাজ্ব ইদ্রিস আলী,প্রভাষক বাকী বিল্লাহ, প্রভাষক শাহিনুর ইসলাম, সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী,আলহাজ্ব আব্দুল খালেক,মাওলানা নুরুল ইসলাম,আলহাজ্ব আব্দুল বারী,আলহাজ্ব খলিলুর রহমান, আব্দুল মতিন, দাতা সদস্য ইয়াছিন আলী, মিন্টু প্রমুখ।

  • নিজামতকুড়ি উত্তরপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।

    নিজামতকুড়ি উত্তরপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।

    নিজামতকুড়ি উত্তরপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।


    বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নিজামতকুড়ি উত্তরপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতির খোরশেদ আলীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় গত সোমবার (২০শে জানুয়ারী) সমিতির অধিকাংশ সদস্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সমিতির সভাপতি সদস্যদের কোন কিছু না জানিয়ে পুকুর ডাকা, মিটিং রেজুলেশন নির্বাচন, সকল কার্যক্রম একাই পরিচালনা করছে। সমিতির কোন সদস্যদের সাথে সম্পর্ক রাখার প্রয়োজনীয়তা মনে করছে না। সমিতির সকল আয় ব্যয় একাই ভোগ দখল করছে। এসব ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ সভাপতি যদি কোন পুকুর টেন্ডারে অংশগ্রহণ করে থাকে তাহলে তা বাতিলের জন্য দাবীও জানানো হয়।

    অভিযোগের বিষয়ে বাদী সমিতির সাধারন সম্পাদক মোবারক আলী ও সদস্য ইসমাইল হোসেন বলেন, সমিতির সভাপতি খোরশেদ আলী দীর্ঘ ৬ বছর যাবত সমিতির আয় ব্যয় সহ কোন কার্যক্রমে আমাদের সম্পৃক্ত করেনি। সমিতির বিষয়ে সভাপতির সাথে কথা বলতে গেলে সব সময় তাল বাহানা করত। তাই বাধ্য হয়ে সমিতির সাধারন সম্পাদক সহ ২১ সদস্য বিশিষ্ট সমিতির আমরা ১৩ জন সদস্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগের বিষয়ে জানতে সমিতির সভাপতি খোরশেদ আলীর মোবাইলে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

    উক্ত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত এর সঙ্গে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।