Tag: সভাপতি

  • বিএনপির সভাপতি মসজিদ থেকে বের হওয়া মাত্রই সন্ত্রাসীদের গুলি প্রতিবাদে সড়ক অবরোধ।

    বিএনপির সভাপতি মসজিদ থেকে বের হওয়া মাত্রই সন্ত্রাসীদের গুলি প্রতিবাদে সড়ক অবরোধ।

    সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী প্রতিনিধিঃ

    মসজিদ থেকে বের হবার পরই নরসিংদীর রায়পুরার ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য কাজল মিয়াকে গুলি করেছে দুর্বৃত্তরা।এ ঘটবার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ও তার অনুসারীরা সড়ক অবরোধ করেন।

    বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীরনগর ইটখোলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
    আহত কাজল মিয়া রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি।

    ঘটনাস্হলে গিয়ে দেখা যায়”ইউপি মেম্বারের ওপর গুলি চালানোর ঘটনায় সন্ধ্যায় ৭টার দিকে রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে তার অনুসারী ও সমর্থকরা। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পৌঁছায় রায়পুরা থানার পুলিশ।

    এলাকাবাসী সূত্র জানায়”সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীর নগর ইটাখোলা মোড়ে একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে পাশের রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়ক ধরে হাঁটছিলেন ইউপি মেম্বার কাজল মিয়া। ওই সময় একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মোটরসাইকটিতে ওই সময় দুইজন আরোহী ছিলেন। গুলিবিদ্ধ কাজল মেম্বারকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়। সেখান থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত ঢাকা পাঠানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে তার স্বজন ও অনুসারীরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড় জমান।ওই সময় তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তবে কী কারণে ওই ইউপি মেম্বারে ওপর হামলার ঘটনা ঘটেছে তাৎক্ষণিক ভাবে কিছুই জানাতে পারেননি তার স্বজনরা।

    রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের ডা. ফাহিমা শারমিন বলেন, আহত ইউপি মেম্বার কাজলের গলার নিচে একটি গুলির আঘাত আছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নরসিংদী সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

    রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ আদিল মাহমুদ জানান, গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে একজন ইউপি মেম্বার। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।বিস্তারিত তথ্য এখন পাইনি।

  • শ্রীপুর বাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন সভাপতি’ফেরদৌস,সম্পাদক নুরু।

    শ্রীপুর বাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন সভাপতি’ফেরদৌস,সম্পাদক নুরু।

    মুরাদ মিয়া,তাহেরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
    তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজার ব্যবসায়ী কমিটি গঠন। সভাপতি তাহিরপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী,সাধারন সম্পাদক পল্লী চিকিৎসক মো.নুরু মনোনিত হয়েছেন।
    শুক্রবার (২৪ জানুয়ারি সন্ধ্যায় শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো.আলী হায়দার এর নিজ অফিস শ্রীপুর বাজারে অনুষ্ঠিত ব্যবসায়ীদের পরিচিতি সভায় ৬৭ সদস্যের এ কমিটি ঘোষনা করা হয়। এর আগে সাধারন ব্যবসায়ীদের সম্মতিতে কমিটি গঠন হয়।
    ব্যবসায়ীদের নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন,ইউনিয়ন চেয়ারম্যান আলী হায়দার।
    পরিচিতি সভায় শ্রীপুর বাজার সাধারন ব্যবসায়ীরা বলেন, আগে কমিটির নেতৃত্ব  বিভিন্ন ভাবে সাধারন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
    স্হানীয় এলাকাবাসী ও বাজার ব্যবসায়ীরা বলেন,আমরা আশাবাদী নতুন কমিটি  বাজারে বেপরোয়া জুয়া-মাদক প্রতিরোধ করাসহ  সকল ব্যবসায়ীদের  নিয়ে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরী করবে আশা প্রকাশ করেন তারা।
    কমিটির অন্যরা হলেন,ব্যবসায়ী সহ-সভাপতি পদে মন্ত পাল,মো.আলম মিয়া, দুলাল কান্তি  পাল, সহ-সাধারণ সম্পাদক মতি পাল, সাংগঠনিক সম্পাদক পদে লিমন মিয়া, অর্থ সম্পাদক মো. আজহার ইসলাম, কার্যকরী কমিটির সদস্য শান্তু মিয়া, সুরেন্দ্র দাস, রানা পাল, সিরাজুল ইসলাম প্রমুখ।
  • উল্লাপাড়া বণিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুসের মৃত্যু  শোকে অর্ধদিবস দোকানপাট বন্ধ।

    উল্লাপাড়া বণিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুসের মৃত্যু শোকে অর্ধদিবস দোকানপাট বন্ধ।

     

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

    উল্লাপাড়া পৌরসভার কাওয়াক মহল্লার বাসিন্দা বাজার বণিক সমিতির সভাপতি মরহুম আব্দুল কুদ্দুস (৬৭) মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। (ইন্না,,,,,,,,,,, রাজিউন)। তিনি উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক, বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী, সাবেক পৌর কমিশনার, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। বুধবার বেলা ১১ টার দিকে কাওয়াক হাসপাতাল মাঠে মরহুমের জানাজা শেষে কাওয়াক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে মারা যান। তার মৃত্যুতে বুধবার সকাল থেকে বেলা ১২ টা পর্যন্ত পৌরশহরের সকল দোকান-পাট বন্ধ ছিল।

  • বাঘায় স্কুল কমিটির সভাপতি নিয়ে দ্বন্দ্বে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষে আহত ৮।

    বাঘায় স্কুল কমিটির সভাপতি নিয়ে দ্বন্দ্বে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষে আহত ৮।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় স্কুল কমিটির সভাপতি পদ নিয়ে দ্বন্দ্বে বিএনপির দ্বন্দ্বে মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। রোববার (৫ জানুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে বাউসা ইউনিয়নের আড়পাড়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    জানা গেছে, উপজেলা আড়পাড়া হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি পদের জন্য লিখিতভাবে প্রধান শিক্ষক আজিবর রহমানের কাছে আবেদন করেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ গ্রুপের প্রভাষক ওয়ালিউর রহমান বিকুল।

    অপর দিকে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন উজ্জল গ্রুপের আবেদন করেন বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আনোয়ার হোসেন পলাশ। এ নিয়ে উভয়ের মধ্যে চাপা উত্তেজনা চলছিল।
    এরমধ্যে রোববার জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ গ্রুপের বাউসা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ৫০-৬০টি মোটরসাইকেল নিয়ে আড়পাড়া স্কুলে যায়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের আহত হয়েছেন তেথুলিয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে জাফর হোসেন (৪০), আড়পাড়া গ্রামের গাজিউর রহমানের ছেলে বাবুল হোসেন (৩৮), মানিক হোসেনের ছেলে রোহান হোসেন (২৩), মুনসাদ আলীর ছেলে মানিক হোসেন (৪৫), মকবুল হোসেনের ছেলে লিখন হোসেন (২২), হেদাতিপাড়া গ্রামের তফের আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮), আবুল হোসেনের ছেলে এনামুল হক (৩৬), মাঝপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রানা হোসেন (১৮)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরমধ্যে রফিকুল ইসলাম ও মানিক হোসেনের অবস্থা বেগতিক দেখে দায়িত্বরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সভাপতি প্রার্থী প্রভাষক আনোয়ার হোসেন পলাশ ও প্রভাষক ওয়ালিউর রহমান বিকুল একে অপরকে দোষারোপ করছেন।

    এ বিষয়ে আড়পাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক আজিবর রহমান বলেন, উভয়ের বাড়ি আড়পাড়া গ্রামে। তারা দুইজন এক দল করেন। তারা শিক্ষকতকা করে দুই প্রতিষ্টানে। তারা সভাপতি পদের জন্য আমার কাছে আবেদন করেছেন। যাছাই-বাছাই করে যাকে দিয়ে প্রতিষ্টান ভালভাবে পরিচালিত হবে তাকে সভাপতি নির্বাচন করা হবে। এর আগে তারা মারামারি করলো, কী করবো ভেবে পাচ্ছিনা।

    বাঘা থানার ওসি আফম আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়া হবে।

  • ক্যাবের মৌলভীবাজার জেলা কমিটি গঠন সভাপতি মহসীন, সম্পাদক হোসাইন।

    ক্যাবের মৌলভীবাজার জেলা কমিটি গঠন সভাপতি মহসীন, সম্পাদক হোসাইন।

    নিজস্ব প্রতিবেদক:কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ০২ জানুয়ারি ২০২৫ ইং, আনুষ্ঠানিকভাবে কমিটির আত্মপ্রকাশ করা হয়।
    কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর কেন্দ্রীয় সভাপতি জামিল চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূইয়া স্বাক্ষরিত প্যাডে শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিনকে সভাপতি ও দৈনিক যুগান্তর ও এসএটিভি’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ’কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার জেলা কমিটি’র অনুমোদন দেন।
    কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সহযোগী অধ্যাপক আজিজ আহমদ কিবরিয়া, প্রফেসর মোঃ রফি উদ্দিন, সৈয়দ তফজ্জল হোসেন, ডা. এ.কে এম জিল্লুল হক, কোষাধ্যক্ষ আব্দুল মোতাইন চৌধুরী (সুবিন), সাংগঠনিক সম্পাদক মোঃ আলা উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী, প্রচার সম্পাদক চৌধুরী মোঃ মেরাজ, সদস্যরা হলেন, আব্দুল মুমিত চৌধুরী, সৈয়দ মহিউদ্দিন আহমদ চৌধুরী, সৈয়দ উমেদ আলী, আয়শা শাহনাজ (রিমি), এডভোকেট আব্দুর রহিম তরফদার, মোঃ আব্দুল ওয়াদুদ, মামুনুর রশিদ মহসিন, এডভোকেট আব্দুর রউফ, জাহেদ আহমদ চৌধুরী, মোঃ মাহবুবুর রহমান রাহেল, আশরাফ আলী, শাহ ফাহিম, ডা. সৈয়দ আজিজুল হক, ব্যাংকার নুরুল ইসলাম ও চন্দর কুমার দেব।
  • পিরোজপুরে যুব মহিলা লীগের সভাপতি যুথি গ্রেফতার।

    পিরোজপুরে যুব মহিলা লীগের সভাপতি যুথি গ্রেফতার।

    ডেস্ক নিউজঃ পিরোজপুরের ভান্ডরিয়া উপজেলার যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ভান্ডারিয়া পৌর শহরের তার নিজ বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার আসমা সুলতানা যুথী ভান্ডারিয়া পৌর শহর এলাকার মো. আজাদ জোমাদ্দারের মেয়ে। তার বিরুদ্ধে হাতবোমা বিস্ফোরণ ও পিরোজপুর জেলা বি.এন.পি’র দলীয়  কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুস সোবাহান এ তথ্য নিশ্চিত করে বলেন,হাতবোমা বিস্ফোরণ ও বি.এন.পি’র দলীয় অফিস ভাঙচুর মামলার আসামি যুব মহিলা লীগ নেত্রী আসমা সুলতানা যুথীকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরক আইনে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

     

  • সুন্দরবন মহিলা কলেজের সভাপতি হলেন-কৃষিবিদ শামীমুর রহমান।

    সুন্দরবন মহিলা কলেজের সভাপতি হলেন-কৃষিবিদ শামীমুর রহমান।

    মল্লিক জামান,রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরবন মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
    গত (৩ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার সই করা কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
    চিঠিতে বলা হয়, এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে অনূর্ধ্ব ৬ মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর (ভিসি) এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।
    একই সাথে আয়েশা সিদ্দীকা মানি-কে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এডহক কমিটির অন্য সদস্যরা হবেন জমিদাতা, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আব্দুল মোক্তাদির ও পদাধিকার বলে সদস্য সচিব হবেন কলেজ অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ।
    এদিকে সুন্দরবন মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি  হিসাবে বিএনপির’র কেন্দ্রীয় নেতা শামীমুর রহমান শামীমকে মনোনীত করায় তার কর্মী সমর্থক এবং কলেজের শিক্ষার্থী অভিভাবক মহলকে কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়। কলেজটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন কৃষিবিদ শামীম।
  • ই-ক্যাব সভাপতি অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার।

    ই-ক্যাব সভাপতি অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার।

    বিনোদন ডেস্কঃ ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

    বুধবার (৬ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরার ৪নং সেক্টরের ৬নং রোডের ৫৩ নং বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।

    গত ৯ অক্টোবর শমী কায়সার, তারানা হালিমসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে হত্যার চেষ্টা মামলা হয়। তবে তাকে হত্যাচেষ্টা নাকি অন্য কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

    শমী কায়সার আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। এছাড়া ২০২৪-র নির্বাচনে ফেনী-৩ আসনে আওয়ামী লীগের সমর্থন চেয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে আসনটি থেকে মনোনয়ন পাননি তিনি।

    অভিনয় থেকে বিরতি নেওয়ার পর আওয়ামী লীগের রাজনীতি করার পাশাপাশি দীর্ঘদিন তিনি ই-ক্যাবের সভাপতি ছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হলেন ১৪ আগস্ট ই-ক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার।

  • উল্লাপাড়ায় কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম তোতাকে সংবর্ধনা।

    উল্লাপাড়ায় কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম তোতাকে সংবর্ধনা।

    বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটিতে তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ আনোয়ারুল ইসলাম তোতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

    শনিবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তার নিজ এলাকায় এ সংবর্ধনা দেওয়া হয়। স্থানীয় শিক্ষক মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কর্মকর্তারা এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ও সংবর্ধিত শিক্ষক নেতা মোঃ আনোয়ারুল ইসলাম তোতা। এ সময় তাকে পুষ্পমাল্য, ফুলের তোড়া ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

    সংবর্ধনা অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষক মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় শিক্ষক সংগঠন। এ সময় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আফম জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষক নেতা মোশাররফ হোসেন, শহিদুল্লাহ লিটন, সামছুল হুদা, ময়নুল হোসেন ও আব্দুস সালাম প্রমুখ।

    অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠনের লক্ষে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে বড়হর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রীয় নেতা মোঃ আনোয়ারুল ইসলাম তোতাকে সভাপতি ও বন্যাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

  • রাণীশংকৈল প্রেসক্লাবে দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি-শিল্পী সম্পাদক-হুমায়ূন কবির নির্বাচিত।

    রাণীশংকৈল প্রেসক্লাবে দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি-শিল্পী সম্পাদক-হুমায়ূন কবির নির্বাচিত।

    ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল প্রেস ক্লাব (পুরাতন)’র ২ বছর মেয়াদী নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
    শনিবার (১২ অক্টোবর) সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
    দৈনিক কালের কণ্ঠ পত্রিকার রাণীশংকৈল প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী ৬ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবুল কালাম আজাদ দৈনিক বায়ান্নর আলোর প্রতিনিধি ৪ ভোট পেয়ে পরাজিত হন।
    এদিকে সাধারণ সম্পাদক পদে দৈনিক কালবেলার প্রতিনিধি হুমায়ুন কবির ৭-৩ ভোটের ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বি রফিকুল ইসলাম সুজন দৈনিক দাবানল পত্রিকার প্রতিনিধিকে পরাজিত করে বিজয়ী হন।
    নির্বাচনে ১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি আর সাধারণ সম্পাদক পদ ছাড়া অন্যপদে কোন  নির্বাচন করা হয়নি ।
    প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণা করেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রহিম। তাকে সহযোগিতা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কুশমত আলী ও যুগ্ম আহবায়ক মাহবুব আলম।
    নির্বাচনে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান,  থানার এস আই দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ,পৌর বিএনপির সম্পাদক মহসিন আলীসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
    সভাপতি সফিকুল ইসলাম শিল্পী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির নির্বাচিত প্রেসক্লাবের উন্নয়নসহ সকল সাংবাদিকদের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করেন।
    নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়েছেন  রাণীশংকৈল অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও রাণীশংকৈল প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, খুরশিদ আলম শাওনসহ উপজেলার সকল সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।