Tag: সন্ত্রাসী

  • বিএনপির সভাপতি মসজিদ থেকে বের হওয়া মাত্রই সন্ত্রাসীদের গুলি প্রতিবাদে সড়ক অবরোধ।

    বিএনপির সভাপতি মসজিদ থেকে বের হওয়া মাত্রই সন্ত্রাসীদের গুলি প্রতিবাদে সড়ক অবরোধ।

    সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী প্রতিনিধিঃ

    মসজিদ থেকে বের হবার পরই নরসিংদীর রায়পুরার ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য কাজল মিয়াকে গুলি করেছে দুর্বৃত্তরা।এ ঘটবার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ও তার অনুসারীরা সড়ক অবরোধ করেন।

    বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীরনগর ইটখোলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
    আহত কাজল মিয়া রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি।

    ঘটনাস্হলে গিয়ে দেখা যায়”ইউপি মেম্বারের ওপর গুলি চালানোর ঘটনায় সন্ধ্যায় ৭টার দিকে রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে তার অনুসারী ও সমর্থকরা। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পৌঁছায় রায়পুরা থানার পুলিশ।

    এলাকাবাসী সূত্র জানায়”সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীর নগর ইটাখোলা মোড়ে একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে পাশের রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়ক ধরে হাঁটছিলেন ইউপি মেম্বার কাজল মিয়া। ওই সময় একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মোটরসাইকটিতে ওই সময় দুইজন আরোহী ছিলেন। গুলিবিদ্ধ কাজল মেম্বারকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়। সেখান থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত ঢাকা পাঠানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে তার স্বজন ও অনুসারীরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড় জমান।ওই সময় তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তবে কী কারণে ওই ইউপি মেম্বারে ওপর হামলার ঘটনা ঘটেছে তাৎক্ষণিক ভাবে কিছুই জানাতে পারেননি তার স্বজনরা।

    রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের ডা. ফাহিমা শারমিন বলেন, আহত ইউপি মেম্বার কাজলের গলার নিচে একটি গুলির আঘাত আছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নরসিংদী সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

    রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ আদিল মাহমুদ জানান, গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে একজন ইউপি মেম্বার। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।বিস্তারিত তথ্য এখন পাইনি।

  • ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজারে আদিবাসীদের বিক্ষোভ মিছিল।

    ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজারে আদিবাসীদের বিক্ষোভ মিছিল।

    মৌলভীবাজার প্রতিনিধি :
    এনসিটিবি কর্তৃক বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পেছনের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিল করার প্রতিবাদে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা’ আহুত বিক্ষোভ সমাবেশে প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী সংগঠন ‘স্টুডেন্ট ফর সভেরেন্টি’ এর নৃশংস সন্ত্রাসীর হামলার প্রতিবাদে এবং হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
    বৃহস্পতিবার(১৬জানুয়ারি) সকাল ১১ টার দিকে মৌলভীবাজার চৌমুহনা চত্বরে বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখা আয়োজনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল পালন করা হয়।
    বাংলাদেশ আদিবাসী ফোরামের মৌলভীবাজার জেলা সভাপতি ফ্লোরা বাবলী তালাং এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনক দেববর্মার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলিমেষ ঘোষ বলু,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল হাসান, আদিবাসী নেতা ফিলা পতমী,কৃষক সমিতির সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, কৃষক নেতা খছরু চৌধুরী,আদিবাসী নেতা চিত্তরঞ্জন দেববর্মা,আদিবাসী নেত্রী ববিতা দিও, মনিকা খংলা, যুব ইউনিয়ন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুকান্ত নন্দী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর প্রমুখ।
    প্রতিবাদ  সভায় বক্তারা বলেন, ‘গতকাল (বুধবার) ভুঁইফোড় সংগঠন ‘স্টুডেন্ট ফর সভেরেন্টি’ নামক সংগঠন আদিবাসী শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে যে পৈশাচিক হামলা করে আদিবাসী  শিক্ষার্থীদের রক্তাক্ত করেছে এটা গণঅভ্যুত্থানের আকাঙ্খার সাথে সাংঘর্ষিক। তারা সংগঠনের নামে সভেরেন্টি রেখেছে, তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে। কিন্তু প্রশ্ন থেকে যায় যারা জাতীয় পতাকার অবমাননা করে তারা কিভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে। বাংলাদেশের আদিবাসীদের পূর্ণ সাংবিধানিক স্বীকৃতি ও ভুমির অধিকার দিতে হবে। আদিবাসীরা কোনও বিচ্ছিন্নতাবাদী নয়, এই বাংলাদেশের নাগরিক এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা মুখ্য ভুমিকা রেখেছেন। আদিবাসী শব্দের ভুল ব্যাখ্যা দিয়ে সমাজে একটা বিচ্ছেদে রাজনীতি জিইয়ে রাখা হচ্ছে। হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
    বক্তারা আরো বলেন, ১৯৭১সালে পরাজিত আলবদররা বাংলার রাজনীতিতে অদিষ্ট হয়ে মৌলবাদী সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে। স্টুডেন্ট ফর সভারেনটি তাদেরই পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে। দেশে বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে, সকল জাতি গোষ্ঠীর সঠিক ইতিহাস-সংস্কৃতি তুলে ধরা সময়ের দাবি। পাঠ্যপুস্তকে আদিবাসী সম্বলিত গ্রাফিতি পুনরায় সংযুক্ত করতে হবে। একই সাথে আজকে (বৃহস্পতিবার) ঢাকায় মিছিলে পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।এই সমাবেশ শেষে শহরের বিক্ষোভ মিছিল বের হয়ে টিসি মার্কেটের সামনে এসে শেষ হয়।
  • রামপাল-মোংলায় আ’লীগের সন্ত্রাসীরা ‘সন্ত্রাসের রাজত্ব’ কায়েম করেছিল-কৃষিবিদ শামীম।

    রামপাল-মোংলায় আ’লীগের সন্ত্রাসীরা ‘সন্ত্রাসের রাজত্ব’ কায়েম করেছিল-কৃষিবিদ শামীম।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, আওয়ামী সন্ত্রাসীরা গণতন্ত্রকে নির্বাসিত করতে-গণতান্ত্রিক সকল আন্দোলন নস্যাৎ করে সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। শেখ হাসিনা নিজে বাগেরহাটের এমপি ছিল। তার চাচাতো ভাই, ভাতিজা ও তালুকদার আব্দুল খালেক এবং তার স্ত্রী সবাই মিলে বাগেরহাটসহ রামপাল-মোংলায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। খুনি হাসিনা শিক্ষার্থীদের হাতে খাতা কলমে বদলে অস্ত্র তুলে তাদের বিপথে নিয়েছে। এদেশের গণমানুষের দল বিএনপি। নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনার আমলে বিএনপিসহ বিভিন্ন দলের হাজার হাজার নেতা-কর্মীদের খুন করেছে। গত ৫ আগস্ট খুনি হাসিনা গণহত্যা করে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়েছে। ভারতে বসে দেশ ধ্বংসের চক্রান্তে লিপ্ত আছে।

    শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে গৌরম্ভা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণমূলক রাষ্ট্র গঠনের ৩১ দফার প্রস্তাবনা বিতরণ ও সমাজে সর্বস্তরের সীমাহীন দুর্নীতি, সন্ত্রাস নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে শান্তিপ্রিয় জনতার প্রতিবাদ সমাবেশে গৌরম্ভা ইউনিয়নের খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিবিদ শামিমুর রহমান (শামীম)।

    তিনি আরো বলেন, এদেশের ছাত্র-জনতা ভারতীয় আধিপত্য বিস্তারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ভারতীয় সীমান্তে আমাদের পাখির মত গুলি করে হত্যা করে তারা। আমাদের দেশে পানির অভাব, আমাদের তিস্তার পানি তারা দেয় না। এদেশের লাখ লাখ জনতা পতাকার জন্য জীবন দিয়েছেন। আমাদের আগামীতে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য লড়াই করতে হবে। স্বৈরাচার আওয়ামীলীগ এদেশের গণতন্ত্রকে কবর দিয়েছিল। আগামী দিনে তারেক রহমান এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিবে বলে আমরা আশাবাদী। কেউ যদি হাসিনার মত গণতন্ত্র ছিনিয়ে নেয়ার দুঃসাহস দেখায় এদেশের কোটি কোটি মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য রাস্তায় নামবে। সংখ্যালঘু বলে কোন শব্দ বাংলাদেশে থাকবে না, আমরা সবাই বাঙালি এটাই আমাদের পরিচয়। বিগত দিনে রামপাল-মোংলার মানুষকে সরকারি নানারকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে আওয়ামী লীগ। খালেক তালুকদার চোর আখ্যা দিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র ও মোংলা বন্দর থেকে চাকরিচ্যুত করেছে। বহিরাগতদের চাকরি দিয়ে সুযোগ-সুবিধা ভোগ করিয়েছে। এ ধরনের অত্যাচার মানুষ আর মেনে নিবেনা। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশ বুকে ধারণ করে রাজনীতি করি। দলে কোন দুষ্কৃতকারীর জায়গা হবে না। সবাই ঐক্যবদ্ধ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্র গঠনে কাজ করার জন্য বলেন এ বিএনপি নেতা।

    ইউনিয়ন বিএনপি’র সভাপতি সরদার লিয়াকত হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, বিএনপি নেতা আলম মুন্সি, মুরাদ আকুঞ্জি, ফিরোজ আকুঞ্জি।

    এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ আলম, লাভলু ফকির, মিলন আকুঞ্জি, আল আমিন, সৈয়দ কুদরতি ইলাহি প্রমুখ।
    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক সহসম্পাদক মাজহারুল ইসলাম রিপন।সমাবেশ শুরুর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগদান করেন।

  • লক্ষ্মীপুরে প্রবাসী রাকিব সন্ত্রাসী হামলার শিকার।

    লক্ষ্মীপুরে প্রবাসী রাকিব সন্ত্রাসী হামলার শিকার।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

    লক্ষ্মীপুরে প্রবাসী রাকিব বোনের বাড়ি থেকে জামতলী দিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে সন্ত্রাসী নাজিম ও বাহিনীরা রাকিবকে মুখোশ বেঁধে ডেঙ্গার ভিতরে উঠিয়ে নিয়ে পিটিয়ে আহত করে শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। নাজিমকে যদি কোন সহৃদয় বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে বা দেখে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারেন তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে।

    এ ঘটনায় প্রবাসী রাকিব বাদী হয়ে লক্ষ্মীপুর আদালতে পাঁচজনকে অভিযুক্ত করে একটি
    মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলো, নাজিম, ইয়ামিন, মহিম, ইয়াসিন, মুক্তার অজ্ঞতনামা কয়েকজন।

    বুধবার (২৭ নভেম্বর ) রাত ৮ টায় সদর উপজেলার ৩নং দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর মিয়াজান চৌকিদার বাড়ি প্রবাসীর রাকিব উপর নাজিম ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। এটি ডাকাতি বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা।

    পুলিশ ও ভূক্তভোগীরা জানায়, ঘটনার সময় ১০-১৫ জনের একদল ‘ডাকাত’ রাকিবকে জামতলী সড়ক থেকে মুখোশ বেদে এলোপাতাড়ি পিটিয়ে গলা টিপে হত্যার চেষ্টা করে। এসময় আসামিরা রাকিবের কাছে থাকা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, iphone ও ৩,২০,০০০ ( তিন লক্ষ বিশ হাজার) টাকা ছিনিয়ে নিয়ে যায়।
    স্থানীয়দের সহযোগিতার সদর হাসপাতাল ভর্তি হয় রাকিব

    অপর দিকে মিথ্যা মামলা দিয়ে প্রবাসী রাকিবের পরিবারের লোকজনকে হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছেন সন্ত্রাসী নাজিম তাদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে।

    পাখি আক্তার বলেন, আমার ছেলেকে মিথ্যা মামলা দিয়েছে এনিয়ে আমি থানাতে মামলা করেছি। হামলার বিষয়ে আমি কিছু জানি না। যারা হামলা করেছে তাদেরকেও নাজিম চিনি না। তারা নিজেরাই পরিকল্পিতভাবে নাজিম কে ফাঁসানোর জন্য এসব ছড়িয়েছে।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ বলেন, প্রবাসী রাকিবকে মুখোশ বেঁধে উঠিয়ে নিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। এই বিষয়টি মামলা হয়েছে পলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।

  • অসহায় পরিবারের গবাদি পশু সন্ত্রাসীদের কব্জায়-ফেরত পেতে সংবাদ সম্মেলন।

    অসহায় পরিবারের গবাদি পশু সন্ত্রাসীদের কব্জায়-ফেরত পেতে সংবাদ সম্মেলন।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার কাশিপুর এলাকায় একটি অসহায় পরিবারের গবাদিপশু সন্ত্রাসীদের কব্জায় নেয়া ও মারধরের অভিযোগ উঠেছে।

    শনিবার (১৬ নভেম্বর) সকালে অসহায় পরিবার তাদের গরু-ছাগল ফেরত পেতে ও মারধরের বিচার পেতে ‘রামপাল প্রেসক্লাব’ এ এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কাশিপুর এলাকায় মৃত এসকেন্দার হাওলাদার’র স্ত্রী পারভীন বেগম(৪৩)। এছাড়াও তিনি রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, একই এলাকার মোল্যা কামরুজ্জামান বাবু(৪৮), লাবনী বেগম(৩৭), ফকির তারেক(৩৫) ও ফকির দিদার(৪৭) পরসম্পদলোভী, এলাকার চিহ্নিত সন্ত্রাসী, আওয়ামীলীগের দোসর ও আইন অমান্যকারী ব্যক্তি।

    গত ০৬-১১-২০২৪ তারিখ লাবনী বেগম আমাদের বাড়িতে এসে আমার ছেলে আল আমিন (১৭)কে ছাগল চুরির অপবাদ দিয়ে আমাদের গালিগালাজ করে এবং আমার ছেলেকে তার বাড়িতে নিয়ে যেতে বলে। আমি তাদের কথামতো তাদের বাড়িতে ছেলেকে নিয়ে হাজির হলে কামরুজ্জামান ও তার সাথের লোকজন আমাকে এবং আমার ছেলেকে মারধর করে। এসময় তারা আমার গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যায়। মারধরের পরে তারা আমার ছেলেকে একটি ছাগল দিয়ে শোলাকুড়া এলাকায় বিক্রি করে এনে দিতে বলে। তাদের সাজানো লোক দিয়ে আমার ছেলেকে আবারো মারধর করে এবং তাকে এলাকা ছেড়ে চলে যেতে বলে। পরবর্তীতে কামরুজ্জামান’র স্ত্রী লাবনী বেগম কয়েকজন মহিলাকে সাথে নিয়ে আমার বাড়িতে এসে বড় আকৃতির একটি গরু ও তিনটি ছাগল জোরপূর্বক নিয়ে যায়। যার আনুমানিক মূল ২ লক্ষ ৫৫ হাজার টাকা।

    তিনি আরো জানান, বিগত দিনে তারা বাইনতলা ইউনিয়নের চেয়ারম্যানের ছত্রছায়ায় থেকে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে এখনো চালিয়ে যাচ্ছে। আমি একজন অসহায় নারী আমি আমার গরু-ছাগল ও আমার পরিবারের নিরাপত্তা চাই। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, তারা যেকোনো সময় আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে।

    এ বিষয়ে অভিযুক্ত কামরুজ্জামান বাবু উল্লেখিত সকল বিষয় অস্বীকার করে বলেন, আমি ও আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এ অভিযোগ আনা হয়েছে। আমি কারো গরু-ছাগল আনি নাই, সকল অভিযোগ মিথ্যা। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

    এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম রেজা জানান, পারভীন বেগম একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবে এবং অভিযোগ সত্য হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বালিয়াডাঙ্গীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মোন্তাকিম আলিফের মৃত্যু।

    বালিয়াডাঙ্গীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মোন্তাকিম আলিফের মৃত্যু।

    স্বার্থপরতার এই দুনিয়ায় মোন্তাকিম আলিফ (২৫) একেবারেই ব্যতিক্রম। জীবনের ঝুঁকি আছে জেনেও মেয়ে সহকর্মীর প্রাণ বাঁচাতে সন্ত্রাসীদের সঙ্গে রীতিমতো যুদ্ধ করেছেন। শেষ পর্যন্ত সহকর্মীকে সন্ত্রাসের হাত থেকে রক্ষা করতে পারলেও নিজেই রক্ষা পাননি। তাদের ছুরিকাআঘাতে প্রচণ্ড রক্তক্ষরণে মৃত্যু হয় আলিফের। তবে এমন মর্মান্তিক মৃত্যু হলেও মানুষের প্রতি মানুষের সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেলেন এই যুবক। ঘটনাটি ঘটছে মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে কুড়িল ফ্লাইওভার এলাকায়। মোন্তাকিম আলিফ রাজধানীর একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরী করতেন।
    জানা গেছে, অফিসের নাইট শিফট শেষ করে ভোররাতে  আলিফ তার সহকর্মীকে (নারী) বাসায় এগিয়ে দেওয়ার সময় কুড়িল ফ্লাইওভারের সামনে তিনজন বখাটে ছেলে ছিনতাই ও মেয়েটিকে  উত্যক্ত করার জন্য কাছে আসে। এসময় মোন্তাকিম আলিফ মেয়েটিকে ছিনতাইকারীদের সামনে থেকে সরিয়ে দেয়। এবং তাদের সঙ্গে ধস্তাধস্তি করেন। মেয়েটির ভাষ্যমতে আলিফ ওই তিনজনকে মারধরও করেছে। তবে ছিনতাইকারীরা নেশাগ্রস্ত অবস্থায় ছিলো। ধস্তাধস্তির এক পর্যায়ে আলিফ মেয়েটিকে ঘটনাস্থল থেকে চলে যেতে বলে যাতে মেয়েটির কিছু না হয়।
    এসময় ছিনতাইকারীরা আলিফের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তৎখানিক আলিফকে হাঁসপাতালের নিলে প্রচণ্ড রক্তক্ষণে তাঁর মৃত্যু হয়।
    আলিফের এমন মৃত্যুতে স্বাভাবিকভাবেই তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ এলাকাবাসী শোকে কাতর। আলিফের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের দোগাছি মধুপুর গ্রামে। থাকেন জেলা শহরের টিকাপাড়ায়। আলিফের মৃত্যুর খবরে তাঁর বাড়িতে ভিড় করছে আত্মীয়স্বজনরা। তাঁর বাবা জুলফিকার আলী ও মা কহিনুর বেগমকে সান্ত্বনা দিচ্ছেন প্রতিবেশীরা। উপস্থিত সবার চোখে পানি।
    আলিফের মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। কাঁদতে কাঁদতে বলছেন, আমার কলিজার ধনকে আনে দেও। আমার ধনকে নিয়ে কত স্বপ্ন দেখতাম। আহা রে ধনটা কই গেল। ভালো করে লেখাপড়া করবে, সেজন্য ঢাকা শহরে ভালো কলেজ ভর্তি করালাম। মাসে মাসে এখন আমি কাকে টাকা পাঠাব। এখন আমি কাক নিয়ে বেঁচে থাকব। আমাক একা করে এভাবে চলে যাবি। আমাকে সঙ্গে করে কেনে নিয়ে গেলি না।
    মোন্তাকিম আলিফ ২০১৬ সালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করে ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি একটি প্রাইভেট কোম্পানিতেও চাকুরি করেন।
     একটি মেয়েকে বাঁচাতে আলিফের এমন মৃত্যুর বিষয়টি নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে মৃত্যুঞ্জয়ী আখ্যা দিচ্ছেন।
    আলিফের বন্ধু মুনিজা হোসেন প্রিথিলা তাঁর ফেসবুকে লিখেছেন, একটা মানুষ নিজের জীবনের শেষটুকু দিয়ে একটা মেয়ের জীবন বাঁচিয়ে গেলো। আসলে কত বড় মন হলে এবং কতটুকু ভালো মানুষ হলে একজন নিজের জীবনের শেষ সময়েও আরেক জনের জীবন বাঁচায়? কেউ বলতে পারবেন? অনেক রাগ ছিলো আমার প্রতি তোর। মাফ করে দিস আমাকে আলিফ।
    শাহারিয়ার জাকির রিম্পু লিখেন, আলিফের জন্য আমরা গর্বিত। ওর বাবা-মাকে কোনোভাবেই সান্ত্বনা দেওয়া যাবে না। প্রিয় সন্তান আলিফকে হারানোর অভাব কেউ কোনো দিনই ওর বাবা-মাকে পূরণ করে দিতে পারবে না। কিন্তু আলিফকে নিয়ে আমরা গর্ব করতেই পারি। সেটি হলো, আমাদের  তরুণ, যুবক সমাজ এখনো পুরোপুরি নষ্ট হয়ে, পচে-গলে দুর্গন্ধ ছড়ায়নি। আমরা আশান্বিত হতেই পারি, সমাজে এখনো আলিফের মতো যুবকরা আছে, যারা নিজের সমূহ সর্বনাশ হতে পারে জেনেও মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে। একজন নারীকে রাক্ষুসদের হাত থেকে রক্ষ করে।
    শ্রাবণী বর্মণ নামে আরেক বন্ধু লিখেন, সকাল সকাল এই নিউজটা পেয়ে মনটা খারাপ হয়ে গেছে। ওর বাসা পার হয়েই আমার বাসা যেতে হতো, সেই সুবাদে আলিফকে রাস্তায় প্রায়শই দেখতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন চাপতে। আলিফ শুধু ছিনতাইকারীর ছুরির আঘাতেই নিহত হয়নি,একজন মেয়েকে তাদের হাত থেকে সর্বোচ্চ রক্ষা করতে গিয়ে নিহত হয়েছে।
    আলিফের আরেক বন্ধু লিখেছেন, ‘আহ জীবন! আমার সহপাঠী, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শুরু থেকে যার সাথে ওঠাবসা, ওরে আজ হারাইলাম; অন্যকে বাঁচাইতে গিয়ে সে নিজে চলে গেল না ফেরার দেশে। আমি বাকরুদ্ধ। আল্লাহ সুবহানাহু তায়ালা তোমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, ভাই।
    মানসুরুল হক (বাবু) লিখেন, আলিফের মৃত্যুতে একটি মেয়ে নতুন জীবন ফিরে পেলেও তাঁর মা-বাবা কখনো ভুলতে পারবেন না ছেলের এভাবে চলে যাওয়া। তবে মহাকাল সবকিছুকে ধ্বংস করে দিলেও কিছু কর্ম, ত্যাগ, সৃষ্টি কখনো বিলীন হয় না। তেমনি মহৎ
  • রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে সন্ত্রাসী হামলা-পুলিশের অভিযানে আটক ১১।

    রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে সন্ত্রাসী হামলা-পুলিশের অভিযানে আটক ১১।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
    বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে সন্ত্রাসী বাহিনীর হামলায় এক আনসার সদস্যসহ ৫ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
    হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ অবস্থায় আশাবুল গাজী (২০) নামে এক ডাকাতকে আটক করেছে আনসার সদস্যরা।
    আনসার ব্যাটারিয়ন-৩ এর পরিচালক মোল্লা আবু সাইদ বিষয়টি নিশ্চিত করে জানান,
    বুধবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এই হামলার ঘটনা ঘটে। আহত আনসার সদস্য ও গুলিবিদ্ধ ডাকাতকে খুলনা ও চার নিরাপরাপত্তা কর্মীকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
    তিনি জানান আরও জানান, বুধবার রাতে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মেটারিয়াল ইয়ার্ড এর ৩ নম্বর টাওয়ারের পাশ থেকে ৩০-৪০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। তাদের প্রবেশের পথে নিরাপত্তাকর্মীরা বাধা দিলে তারা নিরাপত্তাকর্মীদের উপর হামলা চালায়। ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত আনসার ব্যাটালিয়ন সদস্যরা চোরদের ধাওয়া করে। এসময় চক্রের সদস্যরা আনসারদের উপর হামলা করলে নিরাপত্তার স্বার্থে আনসার সদস্যরা ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ সময় ওই চক্রের আশাবুল গাজী নামে এক সদস্য গুলিবিদ্ধ হলে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। চক্রটির হামলায় সেন্ট্রি সিকিউরিটি সুপারভাইজার আকরাম, সাইদুল ইসলাম, মিন্টু বৈরাগী, ব্রজেন মন্ডল ও আনসার সদস্য কামাল পাশা আহত হন। আহতদের বিদ্যুৎ কেন্দ্রের নিরাময় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেলে ভর্তি করা হয়।
    এ হামলার ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১১ জনকে আটক করছে।  বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা এগারোটায় বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এ সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান।
    অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি কোন ডাকাতির ঘটনা নয়। চক্রের সদস্যরা মূলত বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ম্যাটেরিয়াল চুরি করতে এসেছিল। ঘটনার পর বিদ্যুৎ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
  • যশোরে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ শীর্ষ তিন সন্ত্রাসী গ্রেফতার।

    যশোরে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ শীর্ষ তিন সন্ত্রাসী গ্রেফতার।

    যশোর প্রতিনিধিঃ যশোরের কোতোয়ালী থানায় বিদেশি পিস্তল ও ইয়াবাসহ শীর্ষ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

    উপজেলার শংকরপুর ব্যাংক কলোনীপাড়া গ্রামের দিদারের বাড়ির সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন কোতয়ালী থানার বকচর হুশতলা গ্রামের মোঃ রেজাউল শেখের ছেলে মোঃ অনিক শেখ(২৯) একই থানার টালিখোলা মসজিদ পাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মোঃ আশরাফুল ইসলাম(৪৪) ও অভয়নগর থানার গোয়ালখোলা গ্রামের মোঃ আবুল কায়েমের ছেলে মোঃ হুমায়ুন কবির(৪৭) ।

    পুলিশ সূত্রে জানা যায় যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম এর দিক নির্দেশনায় গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রুপন কুমার সরকার পিপিএম এর তত্ত্বাবধানে জেলায় সংঘটিত চুরি,ডাকাতি, অপহরণ,হত্যার রহস্য উদঘাটন ও অবৈধ অস্ত্র উদ্ধারে গোয়েন্দা পুলিশের এলআইসি’র একটি অভিযানিক দল নিয়মিত অভিযান পরিচালনা করে।
    গোপন সংবাদের ভিত্তিতে ১৯ মার্চ মঙ্গলবার ২০.১০ টার সময় শংকরপুর ব্যাংক কলোনীপাড়ায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোঃ শাহীনূর রহমান সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উল্লেখিত আসামিদের গ্রেফতার করেন।

    এসময় তাদের তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একশ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।তিনি আরোও জানান আটককৃত আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অস্ত্র,মাদক,ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে।এদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

  • যশোরে দেশিয় অস্ত্র-বোমাসহ ৪ কিশোর সন্ত্রাসী গ্রেফতার।

    যশোরে দেশিয় অস্ত্র-বোমাসহ ৪ কিশোর সন্ত্রাসী গ্রেফতার।

    যশোর প্রতিনিধিঃ
    যশোর শহরের আনসার ক্যাম্প এলাকায় ১৬ মার্চ শনিবার গভীর রাতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং এর চার কিশোর সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরি সরঞ্জাম ও ককটেলসহ দেশিয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

    ১৭ মার্চ রোববার সকালে কোতোয়ালি থানায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।

    প্রেবিজ্ঞপ্তিতে তিনি জানান, যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে পুলিশ নিয়োমিত অভিযান পরিচালনা করছে। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আনসার ক্যাম্প বিলপাড়ায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের আলোচিত ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
    গ্রেফতারকৃতরা হলেন-হৃদয় হোসেন আকাশ,আল আমিন হোসেন,আলী রাজ (হিটলার রাজ) ও আমজাদ হোসেন আকাশ। এ সময় পুলিশের উপস্থিতি আজকরতে পেরে কিশোর গ্যাং এর ৪/৫ সদস্য পালিয়ে যায়।আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের নাম পরিচয় পাওয়া গেছে।পুলিশ তাদের আটকের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম, ৩ টি গাছি দা,৩ টি চাইনিজ কুড়াল,২টি বার্মিজ চাকু ও ৬টি ককটেল উদ্ধার করা হয়।
    তিনি আরো জানান গ্রেফতার ৪ সন্ত্রাসীসহ আরোও অজ্ঞাত ৪ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলা রজু করে আজ রোববার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • গুইমারায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার।

    গুইমারায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার।

    মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ 

    খাগড়াছড়ির গুইমারায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী অস্ত্রসহ দারাছ চন্দ্র চাকমা(২২) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

    শুক্রবার (১ মার্চ) বিকেলে গুইমারার ডাক্তার টিলা এলাকা থেকে ঐ সন্ত্রাসীকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।

    পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানার উপ-পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম ভূঞা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গুইমারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডাক্তার টিলা সাকিনে নাবাং পাড়া বিশ্ব শান্তি বৌদ্ধ বিহারের সামনে রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরী পিস্তল (পাইপগান) ও দুই রাউন্ড কার্তুজ সহ আঞ্চলিক সন্ত্রাসী দারাছ চন্দ্র চাকমাকে আটক করা হয়েছে।

    আটককৃত সন্ত্রাসী, মাটিরাঙ্গা পৌরসভাধীন ৩নং ওয়ার্ড চাকমা পাড়া এলাকার রাঙ্গা মনি চাকমা’র ছেলে দারাছ চন্দ্র চাকমা।

    অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, গুইমারাকে সন্ত্রাস মুক্ত রাখতে টিম গুইমারা মাননীয় পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার), খাগড়াছড়ি জেলা মহোদয়ের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছে। আটককৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা রুজু করা হয়েছে।