Tag: সংবাদ

  • শাহজাদপুরে ইয়ারমিন হত্যার বিচার ও গুম সবুরাকে উদ্ধারে দাবীতে সংবাদ সম্মেলন।

    শাহজাদপুরে ইয়ারমিন হত্যার বিচার ও গুম সবুরাকে উদ্ধারে দাবীতে সংবাদ সম্মেলন।

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী মোল্লাপাড়ার কৃষক শরিফুল ইসলাম ইয়ারমিন (৩৫) হত্যা মামলার বিচার দাবীতে রবিবার দুপুরে মোল্লাপাড়ার আউয়াল মোল্লার বাড়িতে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়।

    এ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহতের চাচি ফাতেমা কামাল বেলী বলেন, গত ১৯ জানুয়ারি বুধবার সকালে পূর্ব বিরোধের জের ধরে বিনা উষ্কানিতে মো: আব্দুল লতিফ প্রামানিক গং অতর্কিতে দেশীয় অস্ত্রসস্ত্রে সুসজ্জিত হয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের পাশাপাশি আমার ভাতিজা শরিফুল ইসলাম ইয়ারমিনকে নির্মমভাবে পিটিয়ে ও ফালাবিদ্ধ করে হত্যা করে।

    এরপর আসামীরা হত্যা মামলা থেকে নিজেদের রক্ষার কুটকৌশল হিসেবে ৮০ বছরের পক্ষাঘাতগ্রস্থ বৃদ্ধা সবুরা খাতুনকে হত্যার চেষ্টা ব্যর্থ হয়ে গত ১৯ জানুয়ারি বুধবার রাত থেকে ওই বৃদ্ধাকে অজ্ঞাত স্থানে গুম করে রেখেছে। আমরা শত চেষ্টা করেও ওই বৃদ্ধার সন্ধান পাইনি। ওই বৃদ্ধাকে তারা নিজেরাই হত্যা করে আমাদের নামে মিথ্যা মামলা দেয়ার পায়তারা চলছে বলে আমাদের ধারণা। তাই দ্রæত সবুরা খাতুনকে উদ্ধার ও ইয়ারমিন হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশের কাছে জোর দাবি জানাচ্ছি।

    নিহত ইয়ারমিনের চাচা হাজী আব্দুল আউয়াল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত নিহত ইয়ারমিনের স্ত্রী রিতা খাতুন (২৬), ছেলে জুবায়ের (৭), ভাই মিজানুর রহমান মিন্টু, তৌফিকুর রহমান বলেন, ইয়ারমিন হত্যা মামলার প্রধান আসামীরা এখনও গ্রেপ্তার হয়নি। উল্টো তারা সবুরাকে হত্যার উদ্দেশ্যে গুম করে রেখে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে। এ থেকে রক্ষার জন্যে পুলিশের হস্তক্ষেপ কামনা করছি। তারা আরও জানান, এ গুমের ঘটনায় গত ২০ জানুয়ারি কামরুল ইসলাম বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। জিডি নং-১০৫৭। এদিকে, সংবাদ সম্মেলনে স্বামী হত্যার বিচার দাবী করে বারবার মূর্ছা যান নিহত ইয়ারমিনের স্ত্রী রিতা খাতুন।

    উল্লেখ্য, ১৯ জানুয়ারি পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের হামলা সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের আব্দুল লতিফ গং পিটিয়ে ও ফালাবিদ্ধ করে কৃষক ইয়ারমিনকে হত্যা করে। এ ঘটনায় পরদিন ২০ জানুয়ারি নিহত ইয়ারমিনের স্ত্রী রিতা খাতুন বাদী হয়ে নামিক ৯১ জনসহ অজ্ঞাত আরও ৪০/৪৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার নামিক ২ আসামীকে গ্রেফতার করলেও প্রধান আসামীরা এখনও ধরা ছোয়ার বাইরে রয়েছে।
    এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) শেখ মঈনুল ইসলাম বলেন,এ বিষয়ে খোজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

    ফি’র নামে অর্থ হাতিয়ে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ এই শিরোনামে গত ৮ জানুয়ারি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন খামারগ্রাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ হায়দার আলী সরকার।

    এক বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, দৈনিক জনকণ্ঠ’ ফির নামে অর্থ হাতিয়ে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ’ উপবৃত্তিপ্রাপ্ত অসচ্ছল শিক্ষার্থীদের কাছ থেকে এ্যাসাইনমেন্ট বাবদ অর্থ আদায় করা হয়েছে’ এমন শিরোনামে নিউজ প্রকাশিত হয়। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল আমাকে কর্মক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় করতে প্রতিবেদককে দিয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করেছে। প্রকাশিত সংবাদের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

  • শত কোটি টাকা মূল্যের পুকুর উদ্ধারের সংবাদ প্রকাশে সাংবাদিককে প্রাণনাশের হুমকি।

    শত কোটি টাকা মূল্যের পুকুর উদ্ধারের সংবাদ প্রকাশে সাংবাদিককে প্রাণনাশের হুমকি।

    হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের বাজারে ভিতরে শত কোটি টাকার পুকুর ভুমি দস্যুদের কবল থেকে উদ্ধারের সংবাদ প্রকাশ করায় দৈনিক ভোরের কাগজ পত্রিকা ও মাই টিভি প্রতিনিধি, মাধবপুর প্রেসক্লাব এর দপ্তর সম্পাদক রাজীব দেব রায় রাজু কে প্রাণনাশের হুমকি দিয়েছে ভুমি দস্যুরা।

    গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন পুকুর পরিদর্শন করতে গেলে রাজীব দেব রায় রাজু সংবাদের তথ্য সংগ্রহ করতে সেখানে যান।

    এ সময় পুকুর পাড় দখল করে রাখা সুজিত পাল ও মনোজ পালের লোকজন সাংবাদিক রাজীব দেব রায় রাজুর উপর ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে রাজীব দেব রায় রাজু কে হামলা করতে এগিয়ে আসেন। পরে স্থানীয় লোকজন বিষয় টি সমাধান করেন।এ ব্যাপারে সাংবাদিক রাজীব দেব রায় রাজু জানান, মাধবপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের ভিতর একটি সরকারি পুকুর দীর্ঘদিন যাবত অবৈধভাবে দখল করে রেখেছিল ভুমি দস্যুরা।

    শত কোটি টাকার এই পুকুর টি প্রশাসন দখল মুক্ত করতে অভিযান শুরু করলে অনেক প্রভাবশালীর বহুতল ভবন ভাঙ্গা হয়। আমি এই সংবাদ করায় ও প্রশাসন কে সহযোগিতা করায় ভুমি দস্যুরা ক্ষিপ্ত হয়। গতকাল শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন পুকুর পরিদর্শন করতে গেলে খবর পেয়ে তিনি সংবাদ সংগ্রহ করতে গেলে সুজিত পাল ও মনোজ পালের লোকজন তার উপর ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে হামলার চেষ্টা করে। পরে সাংবাদিক বিল্লাল খান সহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। উল্লেখিত বিষয়ে কথা হয় মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান নির্বাচনী জরুরী কাজে বানিয়াচং উপজেলায় আছি।

  • ওসমানীনগরে পুত্রের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন।

    ওসমানীনগরে পুত্রের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন।

    ওসমানীনগর প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরে সংবাদ সম্মেলনে কাঁদলেন এক পিতা! সন্তানদের বিরুদ্ধে হত্যার হুমকীসহ বিস্তর অভিযোগ তুলে ধরেন তিনি। সোমবার বিকেলে ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত হাজী মোহাম্মদ হানিফের ছেলে হাজী মোহাম্মদ আব্দুল একিম ওরফে আব্দুল হেকিম তার ১ম ও ২য় স্ত্রীদের সন্তান ও ভাই ছামির উদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ তুলে ধরেন।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার সকল সন্তানদের ভরণ পোষনসহ যাবতীয় লেখাপড়া করিয়ে প্রবাসে যাওয়ার ব্যবস্তা করেন তিনি। কিন্তুু তার ১ম ও ২য় স্ত্রীর তরফের সন্তানরা দীর্ঘদিন ধরে তার ভরণ পোষনসহ দায় দায়িত্ব নেয়নি। তার ভরণ পোষনসহ যাবতীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন তার ৩য় স্ত্রীর সন্তানরা। মানবিক দৃষ্টিকোন থেকে তিনি তার ৩য় স্ত্রীর সন্তানদের নামে ৪ একর ভূমি হেবা দলিল করে দেন। এরপর থেকে তার ১ম ও ২য় স্ত্রীর সন্তান ও ভাই ছমির উদ্দিন মোবাইল ফোনের মাধ্যমসহ নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এর জের ধরে তার ছেলে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গণির প্ররোচরায় আরেক ছেলে আব্দুল ওয়াহাব ও তার ভাই প্রবাসী ছামির উদ্দিন দেশে এসে গত ১ নভেম্বর তার বসত বাড়িতে গিয়ে হুমকী দেয় এবং সকল সম্পত্তি তাদের নামে লিখে দিতে বলে।

    অন্যতায় তাকে খুন করে লাশ গুম করবে বলে হুমকী প্রদান করে। এতে হাজী মোহাম্মদ আব্দুল একিম নিরাপত্তা চেয়ে ২য় স্ত্রীর তরফের সন্তান আাব্দুল গনি, আব্দুল ওহাব ও ভাই ছামির উদ্দিনের বিরুদ্ধে গত ৮ নভেম্বর সিলেট আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর গত ১৬ নভেম্বর বিকেলে উল্লেখিত আসামীরা কতিপয় সন্ত্রাসী নিয়ে আবারও তার বাড়িতে গিয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার হুমকী দেয়।

    এ সময় তিনি রাজী না হলে তাকে বুড়ো বয়সে মামলা দিয়ে জেলে পচিয়ে মারারও হুকমী দেয়। এমনকি ঘরে তালা দিয়ে যায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ২১ নভেম্বর সিলেট নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে পূর্বের মামলার আসামীসহ ১ম স্ত্রীর তরফের আব্দুল কালামকে আসামী করে আবারও মামলা দায়ের করেন। এদিকে তার ভাই ছামির উদ্দিন বাদী হয়ে তার উপর পাল্টা মিথ্যা মামলা দায়ের করেন বলে সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন।

    সংবাদ সম্মেলনে আব্দুল একিম প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তার নিরাপত্তার দাবী জানান। এ সময় সংবাদ সম্মেলনে তার সাথে উপস্থিত ছিলেন, পরভেজ মিয়া, নুরুল ইসলাম, হেলাল উদ্দিন ও আজাদ হোসেন।

  • বেলকুচিতে প্রাণনাশের হুমকি সহ নানা অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ফরিদের সংবাদ সম্মেলন।

    বেলকুচিতে প্রাণনাশের হুমকি সহ নানা অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ফরিদের সংবাদ সম্মেলন।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ আগামী ২৮ নভেম্বর -২০২১ তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বড়ধূল ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকিসহ নানা অভিযোগ তুলে সংবাদ সন্মেলন করেছেন বড়ধূল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস প্রতিক) ফরিদ আহম্মেদ।

    বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহাম্মেদের নিজ বাসভবনে তার প্রতিদ্বন্দী নৌকা মনোনিত প্রার্থী আছির উদ্দিন মোল্লা’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহম্মেদ (আনারস প্রতিক) বলেন, নির্বাচনী এলাকায় জনপ্রিয়তা দেখে ইর্ষান্বিত হয়ে আমার প্রতিদ্বন্ধী আছির উদ্দিন মোল্লা ও তার সহযোগীরা নির্বাচনী পথসভা ও গণসংযোগে বিভিন্ন ভাবে বাঁধা সৃষ্টি করছেন।

    তিনি আরও বলেন, আমার জনপ্রিয়তা দেখে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস নিয়ম না থাকলেও নৌকার নির্বাচনী জনসভা করছেন।

    এছাড়া বিভিন্নভাবে তিনি আমাকে প্রাণনাশের হুমকি নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। আমি এ বিষয়ে নির্বাচনের রির্টানিং কর্মকর্তা,থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছি।

    এসময় তিনি সংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের মাধ্যমে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করছি, আমার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করতে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। আর সেই সাথে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচনী উপহার দেবেন বলে উল্লেখ করেন।
    এ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

  • স্বামীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন।

    স্বামীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন।

    নিজস্ব প্রতিবেদকঃ স্বামীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে রোববার সকালে জয়পুর হাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন কালাই উপজেলার বিনইল গ্রামের নির্যাতিত স্কুল শিক্ষিকা স্ত্রী খাইরুন নেছা সুমী। এ সময় তিনি অভিযোগ করে সংবাদ সম্মেলনে বলেন একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি, নির্যাতন ও নতুন করে আরোও মামলার ভয়ভীতি দেখানোর প্রতিবাদ এবং নিজের ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ ন্যায়বিচার দাবি করেন।

    ভুক্তভোগী সুমী তার লিখিত বক্তব্যে জানান, প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রান্ডিলা-বাহাদুর গ্রামের রাজস্ব কর্মকর্তা জুবায়ের রহমানের সঙ্গে ১৬ লাখ টাকার দেনমোহরে তাদের বিয়ে হয়। ওই সময় জুবায়ের বেকার অবস্থায় চাকরির সন্ধান প্রার্থী থাকায় তারা বগুড়ায় একটি সাবলেট বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

    ২০১৮ সালে সুমী সন্তান সম্ভাবা হলে বেকার থাকার কারণে জুবায়েরের ইচ্ছায় সে সন্তান তিনি নষ্ট করতে বাধ্য হন। সন্তান নষ্টের পর সুমী তারা বাবার বাড়ি কালাই উপজেলার বিনইল গ্রামে ফিরে আসেন এবং সেই থেকে সেখানেই বসবাস করছেন।

    পরে সরকারি রাজস্ব কর্মকর্তার (কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তা) চাকরি পেয়ে জুবায়ের সুমীকে ত্যাগ করার জন্য নানা ছলচাতুরি শুরু করেন। কিন্তু ১৬ লাখ টাকা দেনমোহর ধার্য থাকায় কৌশলের আশ্রয় নিয়ে জুবায়ের সুমীর সঙ্গে সুসম্পর্ক গড়েন।

    জুবায়ের তার বাড়িতে ঘর নির্মাণে ঋণ নেওয়ার কথা বলে সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক হিসাবে সুমীকে গ্যারান্টর করার জন্য বেশকিছু কাগজপত্রে স্বাক্ষর নেন।

    ঋণ নিতে সুমীর কালাই শাখার সোনালী ব্যাংকে খোলা অ্যাকাউন্টের চেক বই থেকে স্বাক্ষর করা ছয়টি চেক গোপনে চুরি করেন জুবায়ের। যা পরে কৌশল করে জুবায়ের তার ভগ্নিপতি দেলোয়ার হোসেনকে দিয়ে সুমীর বিরুদ্ধে সিরাজগঞ্জের কামারখন্দ আমালী আদালতে ১২ লাখ টাকার চেক ডিজঅনারের একটি মিথ্যা মামলা করেন।

    একই সঙ্গে চুরি করা ওই চেক দিয়ে সুমীর অ্যাকাউন্ট থেকে এক লাখ ৪০ হাজার টাকাও তুলে আত্মসাৎ করে জুবায়ের। পরে সুমী মুসলিম পারিবারিক আইন ও মোহরানা আদায় সংক্রান্ত পৃথক দুটি মামলা করেন যা আদালতে চলমান রয়েছে।

    জুবায়ের তার ভগ্নিপতিকে দিয়ে ১২ লাখ টাকার চেক ডিজঅনার ছাড়াও নিজে সুমীর বিরুদ্ধে মামলা করার পর তাদের মামলায় নবীর হোসেন নামে এক সাক্ষীকে বাদী করে গত ১৮ অক্টোবর ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে সুমীকে এক নম্বর আসামি করে একটি মিথ্যা মামলা করেন। ওই মামলায় পুলিশ সুমীকে গ্রেফতার করলেও আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

  • সংবাদ প্রকাশের পর বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

    সংবাদ প্রকাশের পর বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

    সবুজ সরকার বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়া বেড়িবাঁধ সংলগ্ন যমুনা নদীর শাখা থেকে মহোৎসবে চলছে বালু উত্তোলন। দফায় দফায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও বন্ধ হচ্ছে না অবৈধ বালু উত্তোলন। দ্রুত অবৈধ বালু উত্তোলনের বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

    গত ১৪ (আগস্ট) শনিবার বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এ সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুখ আহাম্মদের দৃষ্টি গোচর হয় তারই নির্দেশে ৩১ (আগস্ট) মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জ জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে আজুগড়া বেড়িবাঁধে থেকে ভ্র্যামমান আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনের দায়ে বলুমহালকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

    সিরাজগঞ্জ জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন আমারজমিন পত্রিকার  প্রতিবেদককে বলেন, বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুখ আহাম্মেদের দৃষ্টি গোচর হয় তারই নির্দেশনায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনার সময় সাত জনকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আর ভবিষ্যতে এসব অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

  • সিরাজগঞ্জের বেলকুচিতে অপরাজনীতির বিরুদ্ধে সাংবাদ সম্মেলন।

    সিরাজগঞ্জের বেলকুচিতে অপরাজনীতির বিরুদ্ধে সাংবাদ সম্মেলন।

    সিরাজগঞ্জ বেলকুচিতে অপরাজনীতি পরিবর্তন করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরিয়ে আনার লক্ষে-মাদক, সন্ত্রাস, পেশীশক্তি ও অপরাজনীতির বিরুদ্ধে বেলকুচি সাবেক ছাত্রলীগ ফোরামের উদ্যোগে সাংবাদ সম্মলেন করা হয়েছে।

    ২৮ জুলাই (বুধবার) সকালে বেলকুচি সাবেক ছাত্রলীগ ফোরামের আয়োজনে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই সাংবাদ সম্মেলনের আয়োজন করেন বেলকুচি সাবেক ছাত্রলীগ ফোরাম।

    বেলকুচি সাবেক ছাত্রলীগ ফোরামের আহ্বায়ক আজগর আলী প্রামাণিকের সভাপত্বিতে সাংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সদস্য সচিব সাবেক ছাত্রলীগ ফোরাম নাজমুল ইসলাম, আলহাজ্ব উদ্দিন, আব্দুল মতিন, সেলিম রেজা, তারিকুল ইসলাম তাড়িৎ, আব্দুল হান্নান সরকার, শাহাদৎ হোসেন, আব্দুস সবুর, বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম আহম্মেদ প্রমুখ।

    সাবেক বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বেলকুচিতে বাংলাদেশ আ’লীগের রাজনীতি সুস্থ ধারা পুর্নবহাল এবং অপরাজনীতি ও পেশী শক্তি, মাদক ও সন্ত্রাস বিরোধ কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ স্বরুপ আমাদের এই সাংবাদ সম্মেলন।

    বেলকুচি আওয়ামী লীগের রাজনৈতিক অচলঅবস্থা সৃষ্টির পেছনে যে পেশী শক্তির উথান হয়েছে রাজনৈতিক ভাবে আমরা তার মোকাবেলা করতে প্রস্তুত। রাজনীতির নামে বেলকুচিতে সন্ত্রাসের যে রাম রাজত্ব কায়েম করা হয়েছে। আমরা ৯০ দশকের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে বেলকুচিতে আ’লীগের সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠান করতে সহায়ক ভূমিকা পালন করেছিলাম।

    বেলকুচি আ’লীগের ও এর অঙ্গ ও সহযোগী মেয়াদ উর্ত্তীন হওয়ার পর এ যাবৎ কোনো কার্যকারী কমিটি নাই। আমাদের দাবী অতি বিলম্বে এ মহামারী কেটে যাবার পর যোগ্য ও মেধাবী সাবেক ছাত্র নেতাদের মধ্যে থেকে কমিটিতে স্থান দিতে হবে। রাজনীতির নামে বেলকুচিতে কতিপয় সন্ত্রসীদের হাতর আ’লীগের ত্যাগী নেতাদের বার বার অপমানিত লাঞ্চিত হতে হচ্ছে। যার কারনে বেলকুচি রাজনীতি অপশক্তির হাতে জিম্মি হয়ে পড়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা ত্যাগী নেতাদের সাথে নিয়ে এই অপশক্তির মোকাবেলা করতে প্রস্তুত।

  • হাতীবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মী সন্ত্রাসী হামলার শিকার।

    হাতীবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মী সন্ত্রাসী হামলার শিকার।

    লালমনিরহাটের হাতীবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সৃষ্টি টেলিভিশনের জেলা প্রতিনিধি সম্রাটের উপর সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।

    রোববার (১১ জুলাই) বিকেলে ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক সেলিম সম্রাট হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। হামলার শিকার সাংবাদিক সেলিম সম্রাট লালমনিরহাট রিপোর্টাস ইউনিটির তথ্য বিষয়ক সম্পাদক।

    জানা গেছে, রোববার বিকেলে ওই ইউনিয়নের উত্তর পাড়া এলাকায় জমি জবরদখল সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে যান সেলিম সম্রাট। এসময় তাকে সংবাদ সংগ্রহে বাঁধা প্রদান করেন ওই এলাকার মো.তাইজুল ইসলাম মুকুল নামে এক ব্যক্তি। এমতাবস্থায় কথা-কাটাকাটি’র একপর্যায়ে সাংবাদিক সম্রাটকে মারধর শুরু করেন তিনি৷ এতে গুরুতর আহত হন সাংবাদিক সম্রাট। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। হামলাকারী মুকুল ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

    এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে লালমনিরহাট রিপোর্টাস ইউনিটির সভাপতি মো.ইউনুস আলী বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাজ করবো। লালমনিরহাট রিপোর্টাস ইউনিটি হামলার শিকার সেলিম সম্রাটের পাশে আছেন বলে জানান তিনি।

    হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান সংবাদকর্মী সন্ত্রাসী হামলার শিকারের ঘটনা শুনেছি। এখোন কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • লক্ষীপুর-২ আসনের উপনির্বাচন পুনঃ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন।

    লক্ষীপুর-২ আসনের উপনির্বাচন পুনঃ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন।

    অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগে লক্ষীপুর-২ সংসদীয় আসনের উপ-নির্বাচনের ফল বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী শেখ মো: ফায়িজ উল্যাহ শিপন।

    মঙ্গলবার (২২ জুন) বিকেলে লক্ষীপুরের রায়পুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে এসব দাবি জানান জাতীয় পার্টির প্রার্থী শিপন।

    সংবাদ সম্মেলনে শেখ মো: ফায়িজ উল্যাহ শিপন অভিযোগ করে বলেন, ২১শে জুন, সোমবার লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের উপ-নির্বাচনের নামে জনগণের ভোটের অধিকার লুণ্ঠন করা হয়েছে। ১৩৬টি কেন্দ্রের সব কয়টির বুথে আওয়ামীলীগের দলীয় নেতাকর্মী ও বহিরাগতদের দিয়ে জোরপূর্বক ইভিএমের বোতাম টিপে নৌকা প্রতীকে ভোট নেওয়া হয়েছে।জনগণকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেয়া হয়নি।

    সংবাদ সম্মেলনে অনিয়মের কিছু স্থিরচিত্র দেখিয়ে জাতীয় পার্টির প্রার্থী বলেন, প্রত্যেক কেন্দ্রে ভোটারদের ইভিএম-এ জোরপূর্বক বোতাম টিপে দিয়েছে নৌকা প্রতিকের প্রার্থীর লোকজন। সদরের রসূলগঞ্জ, চররুহিতা ও দালালবাজার সহ সব কয়টি কেন্দ্র থেকে লাঙ্গল প্রতীকের এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ করেন তিনি।

    এসময় শেখ মো: ফায়িজ উল্লাহ শিপন জানান, লক্ষীপুর-২ সংসদীয় আসনটি নিয়ে সাধারণ জনগনের যে আকাঙ্খা ছিল, তা থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। সেই বঞ্চিত মানুষের পক্ষ থেকে তিনি এ অবৈধ নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে পুনঃনির্বাচনের দাবি জানান।