Tag: সংবাদ

  • সংবাদ প্রকাশের পর হুইল চেয়ার পেল আব্দুল গফুর।

    সংবাদ প্রকাশের পর হুইল চেয়ার পেল আব্দুল গফুর।

    বাঘার প্রবীণ সাংবাদিক আব্দুল গফুর অসুস্থ প্রয়োজন একটি ক্রেচার: দেখার কেউ নেই, গত ২৮ তারিখে এই শিরোনামে অনলাইন নিউজ পোর্টালে মানবিক সংবাদ প্রকাশ হওয়ার পরে সুধীজন সহ উচ্চ মহল তথা উপজেলা প্রশাসনের নজরে আসলে গত ৩০ মে উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বাঘা শাখার মাধ্যমে আব্দুল গফুরকে একটি হুইল চেয়ার প্রদান করেন।

    যানা যাই, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বাঘা শাখার মাধ্যমে ২০২২-২০২৩ অর্থবছরে বিভিন্ন প্রতিবন্ধীদের ৬০টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

    আব্দুল গফুরের স্ত্রী জানান, বাড়িতে আমি আর সে (স্বামী আব্দুল গফুর) থাকি। তাকে নিয়ে আমি কোথাও যেতে পারি না। একটি হুইল চেয়ারের অনেক দরকার ছিল। উপজেলা থেকে এই চেয়ার দেওয়াতে তাকে নিয়ে প্রয়োজনীয় সব কাজ করতে পারবো, বাইরে নিয়ে জেতে পারবো। আমি ধন্যবাদ জানায় উপজেলা প্রশাসনকে।

    উল্লেখ্য, বাঘা অঞ্চলের প্রবীণ সাংবাদিক, বাঘা প্রেসক্লাবরে সাবেক সভাপতি, উত্তরাঞ্চলের একমাত্র জাতীয় দৈনিক বার্তার প্রতিনিধি, দৈনিক ভোরের ডাকের নিজস্ব বার্তা প্রেরক আব্দুল গফুর দীর্ঘ ৩ বছর যাবৎ ব্রেন ষ্ট্রোকে আক্রান্ত হয়ে তার জ্বরা-জীর্ণ নিজ বাড়িতে অসহায় মানবেতর জীবন যাপন করছেন।

  • দলিত ও আদিবাসীদের সংবাদ প্রকাশে রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    দলিত ও আদিবাসীদের সংবাদ প্রকাশে রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার  দলিত ও আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশের লক্ষ্যে সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    বুধবার (১২ এপ্রিল) সকালে রাণীশংকৈল প্রেস ক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

    উন্নয়ন সংস্থা ইকো সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে ও হেকস্/ইপারের সহযোগিতায় সভায় রাণীশংকৈল প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহম্মদের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রকল্পের উপজেলা ম্যানেজার খায়রুল ইসলাম , সাংবাদিক মোবারক আলী, আশরাফুল আলম, আনোয়ার হোসেন আকাশ, মো. বিপ্লব,  বিজয় রায়, আবুল কালাম আজাদ, খুরশিদ আলম শাওন, আনোয়ার হোসেন জীবন, দলিত নেতা, আদিবাসী নেতা জেটা হেমব্রম, শিউলী বাসফোর, কান্ত পাহান, তেতোলা দাস, শ্রীমতি মুর্মু প্রমুখ।

    আলোচনা সভায় উপজেলার দলিত আদিবাসীদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান বিষয়ে মতামত প্রকাশ করা হয়। তাদের সামাজিক, সাংস্কৃতিক অবস্থা এবং নাগরিক সম্পৃক্ততা উন্নত করা, স্থায়ীত্বশীর জীবিকায়নের মাধ্যমে অর্থনৈতিক অবস্থার উন্নতকরণ ও ভূমি ও প্রাকৃতিক সম্পদে সমান প্রবেশাধিকারের বিষয়ে আলোচনা করা হয়। আদিবাসীদের বিভিন্ন বিষয়ের উপরে সংবাদ প্রকশের জন্য সাংবাদিকদের আহবান জানানো হয়।

    দলিত আদিবাসি কমিউনিটির বিভিন্ন সমস্যা ও উন্নয়ন মূলক কাযক্রমের উপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ম্যানেজার খায়রুল আলম।

    এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, দলিত ও আদিবাসীর প্রতিনিধিবৃন্ধ  ও ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উন্নয়নকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সংবাদ সম্মেলন করে এমপি মমিন মন্ডলকে দুষলেন শ্রমিক লীগের নেতারা।

    সংবাদ সম্মেলন করে এমপি মমিন মন্ডলকে দুষলেন শ্রমিক লীগের নেতারা।

    বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

    সিরাজগঞ্জের বেলকুচিতে বিষোদগারের প্রতিবাদে শ্রমিকলীগের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাহেব আলী ও সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া বক্তব্য রাখেন। তারা বলেন, জাতীয় উপজেলা শ্রমিক লীগের কমিটি যোগ্য ও নিবেদিত নেতাকর্মীদের নিয়ে গঠনের পর গত ১১ নভেম্বর অনুমোদন হয়। এতে স্থানীয় এমপি মমিন মন্ডলের অনুগতরা স্থান না পাওয়ায় তিনি ক্ষুব্ধ হন। এ কারনে তিনি মদদ দিয়ে বৃহস্পতিবার বিকেলে আমাদের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে শ্রমিক লীগের কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করান। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আসলে এমপি মমিন মন্ডল দলের ভিতরে বিভাজন সৃষ্টির জন্যই এসব করাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    তারা অভিযোগ করে আরো বলেন, কিছুদিন আগে জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসকে দলীয় কার্যালয়ে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তাকে, দলের সাধারন সম্পাদক আশানুর বিশ্বাস কে ফুলের তোড়া দিয়ে বরণ এর সময় এমপি সাহেবকেও তোড়া দিতে গেলে তিনি আমাদের অপমান করেন। এমপি মমিন মন্ডল তখন বলেন, আমার অনুমতি ছাড়া কমিটি অনুমোদন দেয়ায় তোমাদের ফুলের তোড়া নেবনা।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র-সহ সভাপতি পাষান আলী সরকার, সহ-সভাপতি মাহমুদু মন্ডল, যুগ্ন-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, দপ্তর সম্পাদক রাসেল প্রামানিকসহশ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

  • ঘুষের প্রতিবাদ করায় প্রকৌশলীর মারমুখি আচরণ, প্রতিবাদে ঠিকাদারের সংবাদ সম্মেলন।

    ঘুষের প্রতিবাদ করায় প্রকৌশলীর মারমুখি আচরণ, প্রতিবাদে ঠিকাদারের সংবাদ সম্মেলন।

    ঘুষের প্রতিবাদ করায় প্রকৌশলীর মারমুখি আচরণ, প্রতিবাদে ঠিকাদারের সংবাদ সম্মেলন।

    লালমনিরহাটের হাতীবান্ধায় সহকারী মাঠ প্রকৌশলী এ.এম হাদিউজ্জামান আশিককে মারধরের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন সিন্দুর্না ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক শহিদুল ইসলাম সেলিম। সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম সেলিম দাবী করেন ঘুষের প্রতিবাদ করায় তার সাথে মারমুখি আচারণ করেন ওই সহকারী মাঠ প্রকৌশলী।
    বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে হাতীবান্ধা প্রেসক্লাব কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
    সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম সেলিম বলেন, আমি এলজিইডি’র একজন ঠিকাদার। আমার কাজের বিলের জন্য এলজিইডি অফিসে নিয়মিত যাই। গত ২০ মার্চ এলজিইডি অফিসে গেলে এক সহকারী প্রকৌশলী বিলের বিনিময় ঘুষ দাবী করেন। এ ঘটনার প্রতিবাদ করলে উক্ত সহকারী মাঠ প্রকৌশলী এ.এম হাদিউজ্জামান আশিক আমার উপর মারমুখি আচারণ করেন। উক্ত সহকারী মাঠ প্রকৌশলী আশিক বিষয়টি তাৎক্ষনিক ভুল স্বীকার করলে উপজেলা চেয়ারম্যানের মধ্যস্থতায় মিমাংশা হয়। যেখানে উপজেলা প্রকৌশলীসহ এলজিইডি অফিসের সবাই উপস্থিত ছিলেন। পরে আমি উপজেলা পরিষদ থেকে উপজেলা গেটে আসলে ওই সহকারী মাঠ প্রকৌশলী আমাকে অনৈতিক প্রস্তাব দেয়।
    আমি তাৎক্ষনিক আবারও প্রতিবাদ করি এবং বিষয়টি উপজেলা প্রকৌশলীকে অবগত করি। কিন্তু পরের দিন আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হয়রানী করতে স্থানীয় থানায় আমার বিরুদ্ধে একটি মিথ্যা সাধারণ ডায়েরী করেন ওই সহকারী মাঠ প্রকৌশলী। ওই সূত্র ধরে গত ২২ ও ২৩ মার্চ কয়েকটি গনমাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রকাশ করে। উক্ত সংবাদের সঙ্গে বাস্তবতার কোন মিল নেই। আমাকে হয়রানী করতেই এমন সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি উক্ত সংবাদের প্রতিবাদসহ পুরো ঘটনা তদন্ত করে এলজিইডির সহকারী মাঠ প্রকৌশলী এ.এম হাদিউজ্জামান আশিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলজিইডির উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।
  • নিখোঁজ সংবাদ

    নিখোঁজ সংবাদ

    নিখোঁজ সংবাদ


    ২৩/১০/২০২১ খ্রিঃ তারিখ বিকেল ৬টার দিকে উল্লাপাড়া উপজেলার চর সাতবাড়ীয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ফুলজোর নদী থেকে মস্তকবিহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

    লাশটি অর্ধগলিত অবস্থায় নদীতে ভাসছিল। লাশের পরিচয় জানা যায়নি। উজান থেকে লাশটি কচুরিপানা বেষ্ঠিত অবস্থায় ভেসে আসে। স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করলে, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

    অনুমান ৩০/৩৫ বছরের পুরুষের মস্তকবিহীন অর্ধ গলিত মৃতদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ সংক্রান্তে উল্লাপাড়া থানায় মামলা নংঃ ২৮, তারিখ ২৪/১০/২০২১ খ্রিঃ রজ্জু হয়। উক্ত সময়ের পূর্বে কোন পুরুষ নিখোঁজ হয়ে থাকলে তাদেরকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।

  • কুলাউড়ায় বাদি কর্তৃক বিবাদীদের হয়রানী ও উস্কানী দেওয়ার অভিযোগ সংবাদ সন্মেলন। 

    কুলাউড়ায় বাদি কর্তৃক বিবাদীদের হয়রানী ও উস্কানী দেওয়ার অভিযোগ সংবাদ সন্মেলন। 

    কুলাউড়ায় বাদি কর্তৃক বিবাদীদের হয়রানী ও উস্কানী দেওয়ার অভিযোগ সংবাদ সন্মেলন।


    কুলাউড়ায় মনাফ হত্যা মামলার বাদি কর্তৃক বিবাদীদের হয়রানী ও মিথ্যাচারের মাধ্যমে উস্কানী দেওয়ার অভিযোগ করেছেন ওই মামলার অভিযুক্ত আতিকুর রহমান (চাঁন মিয়া)।

    ২০ ফেব্রুয়ারী রোববার দুপুরে শহরের একটি ভবনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন আতিকুর রহমান।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আতিকুর রহমান জানান, তিনিসহ তাঁর দুই ভাই ২০২০ সালের ডিসেম্বর মাসে মনাফ হত্যা মামলায় আদালত থেকে বর্তমানে জামিনে রয়েছেন। তিনি ক্যানন্সার আক্রান্ত অবস্থায় চিকিৎিসা চালিয়ে যাচ্ছেন। মামলার বাদি আজির উদ্দিন (মনাফের ভাই) গংরা হত্যার ঘটনার পর থেকে আতিকুর রহমানসহ তাঁর ভাইদের পরিবারকে মামলার ভয় দেখিয়ে হয়রানী দেখানো হয়। ওই সময় আতঙ্কে পরিবারের লোকজন বাড়িছাড়া হয়ে অন্যত্র আশ্রয় নেন। এ সময় তাঁদের অসুস্থ বৃদ্ধা মা ঘরে একা আটকা পড়েন। টানা কয়েকদিন ঘরে বন্দী অবস্থায় না খেয়ে মারা যান। পরে পুলিশ তালাবদ্ধ ঘর থেকে তাঁদের মায়ের মৃতদেহ উদ্ধার করে।

    তিনি জানান, বিভিন্ন সময় আজির গংরা আমাদের পরিবারকে উস্কানীমূলক ও ভয়ভীতিমুলক কথা বলে হয়রানী করে যাচ্ছেন। আমার দুই মেয়ে স্কুলে যেতে পারে না ভয়ে। রাস্তায় বের হলে আজির উদ্দিনদের লোকজন নানা কুরুচিপূর্ণ মন্তব্য করেন। আমার দুই ভাই জামিনে থেকেও আজিরদের ভয়ে বাড়ি ছাড়া আছেন। আমি অসুস্থ ঘরে থাকি। সম্প্রতি আজির উদ্দিন মৌলভীবাজারে আদালত এলাকায় ফেসবুকের লাইভে এসে আমাকে ও আমার ভাইদের জড়িয়ে মিথ্যার আশ্রয় নিয়ে মামলা তুলে নেওয়ার জন্য তাঁদের হুমকি প্রদানের কথা বলেন। বিষয়টি আদালতে বিচারাধীন

    থাকাবস্থায় আমাদেরকে নিয়ে মিথ্যা প্রচারণা করেছেন আজির। তাঁরা তাদের ভাইয়ের হত্যার ঘটনাকে নিয়ে নিজেদের স্বার্থ হাছিলের জন্য আমাদের বিরুদ্ধে এমন মিথ্যাচার ও উস্কানীমূলক কথা বলছেন। এতে উল্টো আমরা আতংকে আছি। বাড়িতে ভয়ে সন্তানদের নিযে থাকি। এমন বিষয়টির দিকে নজর রাখতে আমি প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

  • লক্ষ্মীপুরে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নতুন রিক্সা পেল শিশু ইয়াছি।

    লক্ষ্মীপুরে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নতুন রিক্সা পেল শিশু ইয়াছি।

    লক্ষ্মীপুরে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নতুন রিক্সা পেল শিশু ইয়াছি।


    পরিবারের হাল ধরতে কিশোর ইয়াছিন (১৩) অটোরিকশার প্যাডালে পা রেখেছে দেড় মাস আগে। রবিবার (৬ছয় ফেব্রুয়ারি) দুপুরে কৌশলে তার অটোরিকশাটি চুরি করে নিয়ে যায় যাত্রীবেশে অচেনা দুই ব্যক্তি। এতে যেন ইয়াছিনের মাথায় আকাশ ভেঙে পড়ে। তার কান্নায় চোখের কোণে জল আসে উপস্থিত অনেকের। ইয়াছিনের চারপাশ তখন অন্ধকার।

    ওইদিন মোহনানিউজে লক্ষ্মীপুরে অটোরিকশা চুরি, থামছে না ইয়াছিনের কান্না’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এই ছাড়া আরো কয়েকটি গণমাধ্যমে সংবাদটি প্রকাশ হয়। এরপর দেশ-বিদেশ থেকে অনেকেই ফোন করে ইয়াসিনের খোঁজখবর নেয় প্রতিনিধির মাধ্যমে। লক্ষ্মীপুরে সেই ইয়াছিন অটোরিকশা উপহার পেয়েছে। ঢাকার বেসরকারি সংস্থা প্রজেক্টস ফর হিউম্যানিটি (পি ফর এইচ) উদ্যোগে তাঁকে নতুন রিকশা কিনে দেওয়া হয়েছে। কালের কণ্ঠের লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েসের মাধ্যমে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রিকশাটি হন্তান্তর করা হয়।

    সেই কান্না থেমে এবার মুখে হাসি ফুটেছে কিশোর ইয়াসিনের মুখে। এই যেন অন্ধকারের মধ্যে একটি আলোর মশাল। নতুন অটোরিকশা পেয়ে খুশি ইয়াসিনের পরিবারও। রিকশা পেয়ে ইয়াছিন বলে, ‘আমি খুব খুশি। এখন থেকে আমিই এই রিকশার মালিক। রিকশা চালিয়ে মা-বোনদের মুখে এবার খাবার তুলে দিতে পারব।’ রিকশা হস্তান্তরের সময় লক্ষ্মীপুর সদরের ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি, ২নং ওয়ার্ডের সদস্য মোতাহের আলী ও ইয়াসিনের মা পেন্সি আক্তার, সময় সংবাদ লক্ষ্মীপুর প্রতিনিধি সোহেল হোসেন, আরো রয়েছে মীর ফরহাদ হোসেন সুমন, নিজাম উদ্দিন, জামাল উদ্দিন রাফি, রুবেল হোসেন ও জুনাইদ আল হাবিব। ইয়াছিনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামে।

    রিকশা পেয়ে ইয়াছিনের মা পেন্সি আক্তার বলেন, ‘আমরা অসহায়। অভাবের কোনো মতো খেয়ে না খেয়ে বেঁচে আছি। ছেলেকেও লেখাপড়া করাতে পারিনি। এখন বেঁচে থাকার একটা অবলম্বন হলো। এই জন্য সাংবাদিক ও রিকশাদানকারী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

  • নাগরপুরে পৈত্রিক সম্পত্তি রক্ষায় ছেলের সংবাদ সম্মেলন।

    নাগরপুরে পৈত্রিক সম্পত্তি রক্ষায় ছেলের সংবাদ সম্মেলন।

    টাঙ্গাইলের নাগরপুরে গয়হাটা ইউনিয়নের ঘুনী এলাকায় পৈত্রিক সম্পত্তি রক্ষায় ছেলে বাবুল মিয়া সংবাদ সম্মেলন করেছে। রবিবার(৩০ জানুয়ারী),ভুক্তভোগী বাবুল তার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, তার প্রতিবেশী হায়দার আলী (৫৭),আজগর আলী (৫৫) ও মুক্তার আলী (৫২) ভূমি জরীপ কার্যে অসাধু উপায় অবলম্বন করে আমার পিতা বাদশা মিয়ার (মৃত) নাম ভূমি পর্চায় বাদ করিয়াছে। এছাড়াও ঘুনী মৌজায় এসএ খতিয়ান ০২ বিআরএস খতিয়ান ২২২ সাবেক দাগ ১৮৪ হাল দাগ ২৬৫, জমি ৮ শতাংশ ও ১৪১ খতিয়ানে, ২৫৪ দাগে ১৮ শতাংশ সহ মোট ২৬ শতাংশ ভূমির মধ্যে ২১ শতাংশ জমি ভূমির পর্চায় আমার পিতা বাদশা মিয়ার নামে লিপিবদ্ধ হয় নাই।

    এমতাবস্থায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মো: আইয়ুব আলী আমার পিতার নামে জরীপ করার লক্ষ্যে আমার পক্ষে প্রতিবেদন দিবে বলে ৩ হাজার টাকা ঘুষ নেয় এবং পরবর্তীতে ভূমি দস্যু হায়াদার গং দের নিকট থেকে অধিক টাকা পেয়ে আমার টাকা ফেরত দিয়ে প্রকৃত সত্য প্রতিবেদন না দিয়ে ভূমি দস্যুদের পক্ষে অসত্য বানোয়াট প্রতিবেদন দেয়।

    পৈত্রিক সম্পত্তি রক্ষার দাবী জানিয়ে বাবুল মিয়া বলেন, আমি একজন অসহায় কৃষক। রেকর্ড সংশোধনের জন্য জেলা ল্যান্ড সার্ভে আদালতে মামলা করেছি। আসামীগণ বিভিন্ন ভাবে আতাত করিয়া আমার পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে নেওয়ার পায়তারা করিতেছে। আমি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সুষ্ঠ বিচারের দাবী জানাচ্ছি।

    উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো: শাহাদত হোসেন, অগ্নিবীনা আইডিয়াল কলেজের দাতা সদস্য হারিজ মিয়া , ঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান তাদের বক্তব্যে বলেন, বাবুল মিয়ার জমি ছাড়াও স্কুলের প্রায় ১৫ শতাংশ ও এলাকার বাসিন্দা ঘটু মিয়ার ১৫ শতাংশ জমি ভূমি দস্যু হায়দার গং সদস্যরা দখলের পায়তারা করছে। আমরা এলাকাবাসী হিসেবে এই অনিয়মের সুষ্ঠ তদন্তের মাধ্যমে ন্যায্য বিচার দাবী করছি।

  • ঠাকুরগাঁওয়ে সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী  হামলায় গুরুতর আহত ৪ সাংবাদিক।

    ঠাকুরগাঁওয়ে সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী  হামলায় গুরুতর আহত ৪ সাংবাদিক।

    আগামী ৭ ফেব্রুয়ারী ঠাকুরগাঁও ইউপি নির্বাচনকে কন্দ্রে করে সরকার দলীয় ও সতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে।
    এ ঘটনায় তথ্য সংগ্রহ করতে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ও তিন সংবাদকর্মীসহ উভয় পক্ষের কমপক্ষে পনেরজন আহত হয়েছে।
    পরে পুলিশ প্রশাসনের সহায়তায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
    আজ শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
    সন্ত্রাসীরা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক, ইত্তেফাক, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি তানভির হাসান তানু, রাইজিং বিডি ডটকমের জেলা প্রতিনিধি মইনুদ্দিন তালুকদার হিমেল ও নিউজ বাংলা ডটকমের প্রতিনিধি সোহেল রানাকে মারপিট করে গুরুতর আহত করে। এছাড়াও মিলু নামে আরেক সংবাদকর্মী আহত হন। তারা বর্তমানে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে সেনুয়া ইউনিয়নের মন্ডলপাড়ায় সরকার দলীয় নৌকার প্রার্থী নোবেল কুমার সিংহ ও সতন্ত্র প্রার্থী মতিউর রহমানের সমর্থকরা একই সময় প্রচারণা চালায়।এ সময় উভয়ের প্রার্থী সমর্থকরা মুখোমুখি অবস্থায় পরলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পরে। পরে তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
    এ সময় তথ্য সংগ্রহের সময় সংবাদকর্মীদের উপড় হামলা চালায় তারা। ছিনিয়ে নেয় ক্যামরা ও মোবাইল। পরবর্তিতে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানায় গণমাধ্যমকর্মীরা।
    এবিষয়ে রাণীশংকৈল প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ  বলেন, সেনুয়া ইউনিয়নে নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক তানভির হাসান তানুসহ তিন সাংবাদিককে মারপিট করে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
    আজ গণমাধ্যমকর্মীদের কোন নিরাপত্তা নেই। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে অন্যথায় রাজপথে কঠোর আন্দোলন করা হবে বলে জানান তিনি।
    সদর থানা পরিদর্শক (ওসি) তানভিরুল ইসলাম জানান, সাংবাদিকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
  • রামগঞ্জে ইউএনও-সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

    রামগঞ্জে ইউএনও-সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

    লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা ও উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন বিরুদ্ধে বিদ্যালয়ের অভিভাবক সদস্যের ভোটের ফল পরিবর্তনের অভিযোগ উঠেছে।

    পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত ভূক্তভোগী অভিভাবক সদস্য মোজাম্মেল হোসেন রবিবার (২৩ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ আনেন। একই সময় এই ঘটনায় তিনি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    মোজাম্মেল উপজেলার ভাটরা ইউনিয়নের কোমরতলা গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে মোজাম্মেল বলেন, ২০ জানুয়ারি অভিভাবক সদস্যদের নির্বাচনের ৯ জন প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আমি চতুর্থ হই। কিন্তু আমাকে কোন কিছু অবহিত না করে ইউএনও তাপ্তি চাকমা ও প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার শনিবার (২২ জানুয়ারি) পুনরায় ভোট গণনা করেন। এতে উদ্দেশ্য প্রণোদিতভাবে পরাজিত প্রার্থী হুমায়ুন কবিরকে জয়ী ঘোষণা করে আমাকে বাদ দেওয়া হয়।

    উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে নাটকীয় ভোট গণনায় আমাকে সরিয়ে দিয়েছে।

    এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার প্রাপ্ত পদ ফেরত চাই। তিনি আরও বলেন, পুনরায় ভোট গণনার দিন আমিসহ নির্বাচিত ইব্রাহিম খলিল, রফিকুল ইসলাম ও জাহাঙ্গীর হোসেন কেউই উপস্থিত ছিলেন না। পুনরায় ভোট গণনা কেন হয়েছে তাও তারা কেউ জানেন না।

    ২৩ জানুয়ারি রোববার ইউএনওর কার্যালয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবেই সভাপতি পদে নির্বাচনের আয়োজন করা হয়। ভোটের পর থেকেই ছাত্রলীগ নেতা ফয়সাল ও পরাজিত হুমায়ুনদের ভয়ে আমরা বাড়িছাড়া। বাড়িতে বাড়িতে গিয়ে ২০ জানুয়ারি রাতে নির্বাচিতদের আত্মীয়-স্বজনকে হুমকি দিয়ে আসে তারা।শনিবার রাতেও তাদের লোকজন পানিয়ালা বাজারে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক ছড়িয়ে দেয়।

    প্রিসাইডিং কর্মকর্তা ও সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আবেদনের ভিত্তিতে ইউএনওর উপস্থিতি ভোটগ্রহণ হয়েছে। কোন সদস্যকে কেউ হুমকি দেওয়ার বিষয়টি আমাদেরকে জানানো হয়নি। কাউকে যদি হুমকি দেওয়া হয়,থানা পুলিশকে জানালে তারা ব্যবস্থা নেবেন।

    এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, নির্বাচনের দিন ভোট গণনা ভুল হয়েছে বলে হুমায়ুন অভিযোগ করেছে। এই প্রেক্ষিতে শনিবার পুনরায় ভোট গণনা করলে তিনি জয়ী হন। পুনরায় ভোট গণনার বিষয়টি অন্যান্য প্রার্থীদেরকে ফোনে জানানো হয়েছিল।