Tag: সংবর্ধনা

  • রামপালে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেককে সংবর্ধনা।

    রামপালে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেককে সংবর্ধনা।

    বাগেরহাটের রামপালে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ জাতীয় পর্যায়ে  ইসলামাবাদ ছিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা শ্রেষ্ঠ হওয়ায় ও অত্র মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি খুলনা মহানগর আ’লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক টানা তৃতীয় বারের মতো খুলনা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান ও অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    (২২ জুলাই) শনিবার দুপুর ১২.০০ টায় ইসলামাবাদ ছিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আয়োজন মাদ্রাসা চত্বরে এ সংবর্ধনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
    ইসলামাদ ছিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মকবুল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক  প্রফেসর শেখ হারুনর রশীদ ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নিজাম উদ্দিন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন,  ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফরহাদ হোসেন,  সাধারণ সম্পাদক শেখ বেলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ফকির, বাঁশতলী ইউনিয়ন আ’লীগের সভাপতি হাওলাদার আবু তালেব, সাধারণ সম্পাদক কুদরতী ইনামুল বাশার বাচ্চু,  জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স,  উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক,  শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেসিসি মেয়র বলেন, আওয়ামী লীগ সরকার ছাড়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন কেউ করেনি। আজ এত সুন্দর রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর ভবন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে হয়েছে। তিনি আরও বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম মোংলা বন্দরকে বিএনপি সরকার ক্ষমতায় এসে বন্ধ করে দিয়েছিল। সেটা আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে চালু করে। আজ মোংলা বন্দরে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সর্বপোরি, দক্ষিণাঞ্চলের উন্নয়ন আওয়ামী লীগ সরকারই করেছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তিনি আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনার আহবান জানান। তিনি আরো বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ ডিজিটাল বাংলাদেশ থেকে দেশকে স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং শেখ হাসিনার সরকার অচিরেই দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করবেন।
  • রামপালে কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেককে সংবর্ধনা।

    রামপালে কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেককে সংবর্ধনা।

    বাগেরহাটের রামপালে খুলনা মহানগর আ’লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও রামপাল কলেজের কৃতি শিক্ষার্থী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সম্মিলিত  মেধা তালিকায় নবম স্থান অধিকারী রহিমা খাতুন সোনালী এবং  জিপিএ-৫ প্রাপ্ত ২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
    (১৫ জুলাই) শনিবার সকাল ১১ টায় রামপাল সরকারি কলেজের আয়োজনে রামপাল কলেজ অডিটোরিয়ামে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।
    রামপাল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোসাঃ রেবেকা সুলতানা’র সভাপতিত্বে ও প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ’র সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
    সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য  রাখেন বাগেরহাট জেলা আ’লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রউফ, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রামপাল কলেজের  ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ সাইফুল আলম বকতিয়ার।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা
    আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব  শেখ  আব্দুল ওহাব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, রামপাল থানার ওসি (তদন্ত) মোঃ হানিফ,  উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ(অবঃ) মোতাহার রহমান, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জামিল হাসান জামু, সাবেক অধ্যক্ষ  মোঃ মজনুর রহমান, আলহাজ্ব শেখ আকবর আলী, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির,  তপন কুমার গোলদার, সুলতানা পারভিন (ময়না), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এ রুহুল কুদ্দুস,  জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ নুরুল আমিন, প্রভাষক শেখ শাহ নেওয়াজ,  যূবলীগের দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক মোঃ গোলাম ইয়াছিন রাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রামপাল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, কলেজের সকল কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
  • বেলকুচিতে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদকে বিদায়ী সংবর্ধনা।

    বেলকুচিতে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদকে বিদায়ী সংবর্ধনা।

    বেলকুচি(সিরাজগঞ্জ) প্রতিনিধি:

    সিরাজগঞ্জের বেলকুচিতে পদোন্নতি জনিত বিদায় উপলক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ফুল দিয়ে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ কে সংবর্ধনা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান, বেলকুচি প্রেসক্লবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, রাজাপুর ইউপি চেয়ারম্যান সনিয়া সবুর আকন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

  • সিরাজগঞ্জে জেলা পরিষদ চেয়ারম্যান লতিফ বিশ্বাসকে সংবর্ধনা।

    সিরাজগঞ্জে জেলা পরিষদ চেয়ারম্যান লতিফ বিশ্বাসকে সংবর্ধনা।

    বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

    সিরাজগঞ্জের বেলকুচিতে জেলা পরিষদে দ্বিতীয় বারের মত নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসকে সংবর্ধনা গন সংবর্ধনা প্রদান করা হয়েছে। তিনি শপথ গ্রহন শেষে শুক্রবার সকালে ঢাকা হতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে আসলে মোটর সাইকেল শোভাযাত্রা করে বেলকুচি উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আনা হয়। সেখানে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ফুলের সংবর্ধনা প্রদান করা হয়। সংর্বধনা শেষে চেয়াম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু স্কায়ারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেগম আশানুর বিশ্বাস সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

    এসময় জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জিবিত একজন মানুষ। যতদিন বেঁচে থাকবো তার নীতি আদর্শ নিয়ে মানুষ ও দেশের জন্য কাজ করে যাবো। জনগন আমাকে যে ভালবাসা দিয়েছে তাদের কাছে আমি চির ঋনি। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার-বার আমাকে সম্মানের আসনে মর্যাদা দেয়ায় তার প্রতি চির কৃতজ্ঞ।

  • কলাপাড়ায় শাহাজালাল ইসলামী ব্যাংকের ১৮ পরিচালককে সংবর্ধনা।

    কলাপাড়ায় শাহাজালাল ইসলামী ব্যাংকের ১৮ পরিচালককে সংবর্ধনা।

    কলাপাড়ায় শাহাজালাল ইসলামী ব্যাংকের ১৮ পরিচালককে সংবর্ধনা।


    পটুয়াখালীর কলাপাড়ায় শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড’র চেয়ারম্যান ডিরেক্টরসহ পরিচালনা পর্ষদের ১৮ জনকে সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলার ধূলাসার আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজের উদ্যোগে তাদের সংবার্ধনা দেয়া হয়। এ সময় ১০৯ জন অসহায় ও দুস্থ নারী পুরুষদের মাঝে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন।

    শনিবার বেলা ১১ টায় কলেজ মিলনায়তেন আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজ, ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান টেকনিক্যাল ইনস্টিটিউট, ধুলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এবং জালালিয়া দাখিল মাদ্রাসার এ অনুষ্ঠানের আয়োজন করে।

    অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ও সাবেক চেয়ারম্যান শাহ জালাল ইসলামী ব্যাংক লিমিটেড সিআইপি ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান।
    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইউনুচ চেয়ারম্যান শাহ জালাল ইসলামী ব্যাংক মোঃ ছানাউল্লাহ শহীদ, ডিরেক্টর শাহ জালাল ইসলামী ব্যাংক এছাড়াও শাহ জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পরিষদের সকল সদস্য,কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক মহসিন পারভেজ, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, টেলিভিশন সাংবাদিক ফোমের সভাপতি সাইফুল ইসলাম রয়েলসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সৌদির হাফার আল বাতেনে মস্তাক আহমদ পলাশকে সংবর্ধনা।

    সৌদির হাফার আল বাতেনে মস্তাক আহমদ পলাশকে সংবর্ধনা।

    সৌদির হাফার আল বাতেনে মস্তাক আহমদ পলাশকে সংবর্ধনা।


    সৌদি আরবের হাফার আল বাতেনে কানাইঘাট প্রবাসী ফোরাম এর উদ্দ্যোগে কানাইঘাটের কৃতি সন্তান,সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ রেড- ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য আলহাজ্ব মস্তাক আহমদ (পলাশ) পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব আগমন উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়।

    আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও মাসুদুর রহমান (টাইগার) এবং সুজন মাহমুদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুজ্জামান খায়ের, সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন, হাফার আল বাতেন সৌদি আরব, নূর নবী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল,শেখ আশরাফ, সভাপতি ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামীলীগ, হাফার আল বাতেন সৌদি আরব,নজরুল ইসলাম,সভাপতি কেন্দ্রীয় আওয়ামীলীগ, হাফার আল বাতেন সৌদি আরব, প্রমুখ।

    এসময় মস্তাক আহমদ (পলাশ) বলেন শতাব্দীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফুটানো হউক আমাদের অঙ্গীকার। ভয়াবহ বন্যায় এ পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন বিভিন্ন এলাকায় যারা পানিতে ডুবে ইন্তেকাল করেছেন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট তাদের জন্য মাগফিরাত কামনা করছি।

    আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আমি নিহতদের পরিবার ও আত্মীয়বর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। সকল ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা মহান আল্লাহর নিকট দোয়া করি, তিনি যেন আমাদের সকল প্রকার বিপদ-আপদ দূর করে দেন এবং বন্যায় যে ক্ষয়-ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠার তাওফিক দান করেন। কানাইঘাট প্রবাসী ফোরাম হাফার আল বাতেন এর সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। অনুষ্ঠানের শেষে মস্তাক আহমদ (পলাশ) কে ফুল দিয়ে শুভেচ্ছা ক্রেষ্ট প্রদান করা হয়।

  • আগামী ৫ মে বাঁশখালীতে নবীন আলেমদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

    আগামী ৫ মে বাঁশখালীতে নবীন আলেমদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

    আগামী ৫ মে বাঁশখালীতে নবীন আলেমদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।


    দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যানিকেতন চট্টগ্রাম(১৬)বাঁশখালী উপজেলার আওতাধীন ছনুয়া খুদুকখালী আনোয়ারুল উলুম বড় মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বানে অত্র মাদরাসা থেকে শিক্ষা সমাপ্তকারী শিক্ষার্থী ও নবীন আলেমদের সংবর্ধনা এবং  প্রাক্তন শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা উপলক্ষ্যে আগামী (০৫মে ২০২২) বৃহস্পতিবার  বাদে যোহর মাদরাসা মিলনায়তনে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হইবে।

    উক্ত মতবিনিময় সভায় সকল প্রাক্তন ছাত্রদের উপস্থিত থাকার জন্য সদয় অনুরোধ জানিয়েছেন ছনুয়া খুদুকখালী আনোয়ারুল উলুম বড়  মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদ (কার্যনির্বাহী পরিষদ)।

    ইতিমধ্যে প্রাক্তন ছাত্র পরিষদের  পক্ষে থেকে প্রাত্তন ছাত্র ও নবীন আলেমদের কাছে দাওয়াত নামা পাঠানো হচ্ছে। যে সমস্ত ছাত্র দেশে বা দেশের বাহিরে জীবিকার তাগিদে অবস্থান করছেন, ঐ সমস্ত ছাত্রদের সাথে অনলাইনে /অফলাইনে যোগাযোগ করা হবে।
    সকল ছাত্রদের সাথে যোগাযোগ করার সুযোগ না হলেও সকলের উপস্থিতি কামনা করছি,প্রাক্তন ছাত্র পরিষদ (কার্যনির্বাহী পরিষদ)।

  • ওসমানীনগরে প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন ও অবসর প্রাপ্তদের সংবর্ধনা।

    ওসমানীনগরে প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন ও অবসর প্রাপ্তদের সংবর্ধনা।

    ওসমানীনগরে প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন ও অবসর প্রাপ্তদের সংবর্ধনা।


    সিলেটের ওসমানীনগরে অবসরে যাওয়া শিক্ষকদের সম্মাননা প্রদান ও উপজেলা সহকারী শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সম্মেলন পূর্ববর্তী সংবর্ধনা অনুষ্ঠানে ২০১৮ সালের পর থেকে অবসরে যাওয়া প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষকদের সম্মননা প্রদান করা হয়।

    ৩১ মার্চ বৃহস্পতিবার বিকালে উপজেলার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার শরিফ মো: নেয়ামত উল্লাহ।

    বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: সানাউল হক,বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজিত পাল,সহ সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাশ,প্রচার সম্পাদক মতি লাল দাশ গুপ্ত, জেলা কমিটির সভাপতি সুহেল আহমদ,সাধারণ সম্পাদক বিমল দাশ,মহানগর কমিটির সভাপতি নীল কন্ঠ দাশ,কেন্দ্রীয় কমিটির সদস্য পিন্টু চক্রবর্তী, জুবায়ের আহমদ,উপজেলা শিক্ষা কমিটির সদস্য প্রধান শিক্ষক তরুন চন্দ্র দেব।

    সহকারী শিক্ষক সমিতি ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি প্রানেশ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় সংবর্ধিত অতিথি ছিলেন,অবসর প্রাপ্ত শিক্ষক শীলা রানী দাশ,বীনা পানি দে,আব্দুল মনাফ,রানী বেগম,অশেষ চন্দ্র দাশ,গৌছুর রহমান,নিশা ধর,সুভাষ চন্দ্র ঢালী,ফাতেমা বেগম, সাহেরা সুলতানা ও ফাতেমা খানম।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০১৪ সাল থেকে যাত্রা শুরু করে শিক্ষকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি। নানা ধরণের লাঞ্চনা বঞ্চনায় থাকা শিক্ষকদের স্বার্থ রক্ষায় সংগঠনটি নানা চড়াই-উৎরাই পেরিয়ে আজও শিক্ষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়, মর্যাদা রক্ষার প্রত্যয়ে আগামীতেও সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানাই।

    এদিকে, অনুষ্ঠানের ২য় ধাপে বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতি ওসমানীনগর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সংগঠনের জেলা শাখার সভাপতি সুহেল আহমদ ও সাধারণ সম্পাদক বিমল দাশ বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতি ওসমানীনগর উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষনা করেন। ঘোষিত কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন থানা গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ। সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন রাজ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোজ কুমার দাশ। সাংগঠনিক সম্পাদক হিসাবে নবগঠিত কমিটিতে স্থান পেয়েছেন কলারাই সুরুজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: কবির আহমদ।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন,শিক্ষক মলয় কান্তি দেব,শিল্পি ধাম,চমক আলী,স্বপন আচার্য,জাহাঙ্গীর আলম,আবু ইউসুফ,বশির আহমদ, সুহেব আহমদ,রাশেদ আলী,আবুল বাশার সুমন,সুপ্রিয়া রানী দাশ, বাবলু রঞ্জন দাশ,শিল্পি বেগম,অরুপ চন্দ্র দেব,সুলেমান আহমদ।

    এ সময় উপস্থিত ছিলেন সীমা আক্তার,সুন্তোষ কুমার দেব,সুভাষ চন্দ্র ধর, সুজিত কুমার দেব,ফিরুজা খানম,আনোয়ারা বেগম,ঝলক লাল গুষ্মামী,সুমি বেগম,বিলকিস আক্তার,দিপা রানী চক্রবর্তী,মল্লিকা দেবনাথ,যুতিকা চক্রবর্তী,মাধূরী পুরকায়স্ত,মজাহারুল ইসলাম, আমিনুল ইসলাম,কালাম উদ্দিন,পবিত্র কুমার বেপারী,অনুপম দেব, ফারহানুজ্জামান,কিশোর ভট্টাচার্য্য,শেখর চন্দ্র দেব,নারায়ণ দেবনাথ, সেলিম আহমদ,হেপি রানী দাশ,কলি দেব,মনছুর আহমদ,নির্মল কান্তি ধর,বাবুল চন্দ্র দাশ আয়শা আক্তার,পাপ্পু কুমার বৈদ্য।

  • ছাতকে সরকা‌রি প্রাথমিক ‌‌বিদ‌্যালয়ের প্রধান শি‌ক্ষিকাকে বিদায়ী সংবর্ধনা।

    ছাতকে সরকা‌রি প্রাথমিক ‌‌বিদ‌্যালয়ের প্রধান শি‌ক্ষিকাকে বিদায়ী সংবর্ধনা।

    ছাতকে সরকা‌রি প্রাথমিক ‌‌বিদ‌্যালয়ের প্রধান শি‌ক্ষিকাকে বিদায়ী সংবর্ধনা।


    সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শি‌ক্ষিক (চদা)আ‌ফিয়া খাতুন কে বিদ্যালয়ের উদ্দ্যোগে( গত ২৯/৩/২০২২) মঙ্গলবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে এ বিদায়ী সংবর্ধনা অনু‌ষ্টিত হ‌য়।

    স্কুলের ম‌্যানেজিং ক‌মিটির সভাপতি চুনু মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রেজ্জাদ আহমদের পরিচালনায় অনু‌ষ্টিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব‌্য রাখেন গোবিন্দগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাফিজ জামাল উদ্দিন, সাবেক মেম্বার শমসির আলী,বিশিষ্ট মুরব্বী সুন্দর আলী,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল আলী,সহকারী শিক্ষক লাভলী বেগম,ম্যানেজিং কমিটির সহ সভাপতি শাহাব উদ্দিন,কুয়েত প্রবাসী আবেদ আলী,আবু বক্কর,জাকির আহমদ,রশিদ আহমদ,আঙ্গুর আলী,আজির উদ্দীন প্রমুখ।

    সংবর্ধনা শেষে বিদ‌্যালয়ের পক্ষ থেকে হাফিজ জামাল উদ্দীন জামাল, শিক্ষক ফজলুল করিম বকুল,কুয়েত প্রবাসী আবেদ আলী ও আবু সাঈদ কে সম্মাননা স্বারক প্রদান ক‌রা হয়।

  • উল্লাপাড়ায় জহুরা-মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা।

    উল্লাপাড়ায় জহুরা-মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা।

    উল্লাপাড়ায় জহুরা-মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা।


    উল্লাপাড়ায় জহুরা -মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলে করিম এর বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ২১ মার্চ সোমবার বেলা ১২ টায় জহুরা- মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির আয়োজনে অত্র বিদ্যালয় চত্ত্বরে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এর আগে জহুরা -মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ মোঃ আব্দুল বাতেন হিরু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক, পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান মিজান,অত্র বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক মোঃ ফজলে করিম, সিরাজগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুফ উল্লাপাড়া এর সাধারণ সম্পাদক সাব্বিরুল ইসলাম, মানপত্র পড়েন অত্র বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আখি মনি, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহি সদস্য উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোছাঃ লাভলী পারভীন, সাবেক পৌর কাউন্সিল উপজেলা কৃষকলীগের সভাপতি আলাউদ্দীন তালুকদার,খাদিজা সাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম হিরা, অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক শামসুল হক, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মহারম আলী প্রমুখ।