Tag: সংঘর্ষ

  • কলাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ;ছাত্রলীগ নেতার কব্জি কর্তন।

    কলাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ;ছাত্রলীগ নেতার কব্জি কর্তন।

    পটুয়াখালীর কলাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দু’দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ সময় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক রাকিবুল (২২) কে কুপিয়ে ডান হাতের কব্জি কর্তন করেছে।

    বুধবার রাত নয়টায় তেগাছিয়া বাজার সংলগ্ন ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি তরিকুলের  ভাই রায়হান(২৫) গুরুতর আহত হয়েছে।

    স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক রাকিবুল ও রায়হানকে প্রথমে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বৃহস্পতিবার তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়েছে।

    মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক  আহত রাকিবুল জানান, বুধবার রাত নয়টার দিকে সে তেগাছিয়া বাজার থেকে মটোরসাইকেলে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় ব্রিজ সংলগ্ন এলাকায় পৌছলে তাকে এলোপাথারী কুপিয়ে ডান হাতের কব্জি কেটে ফেলে ছাত্রলীগ সভাপতি তরিকুল ও তার ভাই রায়হানসহ বেশ কয়েকজন দুর্বত্ত। এছাড়াও তার বাম হাত এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।

    এ ব্যাপারে আহত রায়হানের মামা মমিন বিশ্বাস জানান, দু’বছর আগে রাকিবুল রায়হানকে কুপিয়ে গুরুতর জখম করে। এ নিয়ে একটি মামলা পটুয়াখালী জেলা আদালতে চলমান। ওই মামলা প্রত্যাহারের জন্য রায়হানকে চাপ দিয়ে আসছে। মামলা প্রত্যাহার না করায় রাকিবুল তার বাহিনী নিয়ে রায়হানকে বুধবার সন্ধ্যায় কুপিয়ে গুরুতর জখম করেছে।

    এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাইনুল হাসান বলেন, রাকিবুল ও রায়হান দু’জনের অবস্থাই গুরুতর। এদের দু’জনকেই তাৎক্ষনিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

  • বেলকুচিতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে ১ নারীর মৃত্যু,৪ জন আহত।

    বেলকুচিতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে ১ নারীর মৃত্যু,৪ জন আহত।

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা রাজাপুর ইউনিয়নের রাজাপুর কবরস্থান সংলগ্ন ওয়াবদায় ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১ নারীর মৃত্যু এ ঘটনায় ৪ জন আহত হয়েছে।

    সোমবার (২৬ জুলাই) দুপুরে অটোভ্যানটি মুকন্দগাতী থেকে সয়দাবাদের দিকে আসছিলো অন্যদিকে ঘাতক ট্রাক মুকুন্দগাঁতীর দিকে যাওয়ার পথে রাজাপুর কবস্থান সংলগ্ন ওয়াবদায় এলাকায় এ সড়ক দূর্ঘনা ঘটে।

    নিহত অটোভ্যানের যাত্রী শাহানা বেগম(৩৫) মুকুন্দগাঁতী গ্রামের মোকবেল হোসেনের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী মোকবেল হোসেন(৪২)গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

    অপরদিকে অটোভ্যান চালকসহ ২ জনের পরিচয় এখন পর্যন্তও মেলেনি, ট্রাকের হেলপার সায়দাবাদ গ্রামের শহিদ মন্ডলের ছেলে উজ্জ্বল (১৮) গুরুতর আহত হওয়ায় তাদেরকেও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু ট্টাক ড্রাইভার তখনই পালিয়ে গেছে বলে জানা যায়।

    বেলকুচি সার্কেল এসপি সিদ্দিক আহমেদ জানান, মৃত শাহানা বেগম ঘটনা স্থলেই মারা যায়, তার স্বামী সহ আরও ৩ জন গুরুতর আহত তারা সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছে, ট্রাকটি আটক করা হয়েছে তবে ড্রাইভার পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়।

  • কাজিপুরে জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ।

    কাজিপুরে জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ।

    সিরাজগঞ্জের কাজিপুরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় মারপিটের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ ক’জন আহত হয়েছে।

    বৃহস্পতিবার (১ জুলাই) উপজেলার সোনামুখী ইউনিয়নের তাতুয়াহাটা গ্রামে এ মারপিটের ঘটনা ঘটেছে।মারপিট চলাকালিন সময়ে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও কাজিপুর থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেন।

    স্থানীয়সূত্রে জানা গেছে তাতুয়াহাটা গ্রামের মৃত কলিমুদ্দির ছেলে আবু সাইদ ও ওদরুর সাথে তাদের বড় ভাইয়ের ছেলে কামরুল ইসলাম লিটন  পূর্বে থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো।

    বৃহস্পতিবার দুপুরে বাড়ির আঙ্গিনা দিয়ে আবু সাইদের ছোট মেয়ে হেঁটে যেতে চাইলে লিটনের ভাই নান্নু বাধা দেয়। এতে করে মেয়েটি কান্না শুরু করলে আবু সাইদ ঘর থেকে বের হয়ে আসা মাত্রই উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে লিটন পক্ষের লোকজন পাঁচগাছি গ্রামের তাদের আত্মীয়দের খবর দেয়।

    এসময় ওই গ্রামের আত্মীয় স্বজন লিটনদের পক্ষ নিয়ে জহির উদ্দির ছেলে বুজুর আলী, ফোরহাদ হোসেন,নুরু মিয়াসহ অন্যরা বাড়ির আঙ্গিনায় আসামাত্র  প্রথমে ওই ছোট নাবিলাকা মেয়েটিকে আঘাত করে। বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের আঘাতে আবু সাইদ, তার স্ত্রী রফেলা, ছোট ভাই ওদু, তার মেয়ে আসমা, মিঠুর স্ত্রী আশিক নুরী মারপিট করে।এ ঘটনায় ৫ জনকে আহত হয়। এসময় লিটনদের পক্ষ নিয়ে মারপিট করতে আসা বুজুর ও লিটনের ভাই নান্নু আহত হয়।

    লিটন জানান, ওরা আমাদের আগে মারপিট করেছে । আহতদের হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠানো হয়েছে। অন্যদিকে আবু সাইদ জানান, ফুপুদের নিকট থেকে সবার অজান্তে জমি লিখে নিয়েছে ওরা। আর এখন বাড়ির উপর দিয়ে হাঁটতেও দিচ্ছে না। আজকে ওরা ভাড়া করে লোক এনে আমাদের মারপিট করে।ওদু জানান, বুজুর নিজের মাথা ব্লেড দিয়ে কেটে হাসপাতালে গেছে। পুলিশ না এলে আমাদের ওরা বের হতে দিতো না। আমরা আতঙ্কে আছি।  এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই পক্ষই চিকিৎসা  হাসপাতালে গেছে বলে জানা গেছে।

    সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক পাচঁগাছি গ্রামের নুরুল ইসলাম মাস্টার জানান, ওরা উভয় পক্ষই আপন চাচা-ভাতিজা।পরিস্থিতি স্বভাবিক হলে উভয় পক্ষকে নিয়ে বসা হবে। এ পর্যন্ত সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে।