Tag: সংঘর্ষ

  • দাসেরহাটে ড্রেন নির্মাণে বিবদমান দুই পক্ষের উত্তেজনা সংঘর্ষের আশঙ্কা।

    দাসেরহাটে ড্রেন নির্মাণে বিবদমান দুই পক্ষের উত্তেজনা সংঘর্ষের আশঙ্কা।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানাধীন দাসেরহাট বাজারে ব্যক্তি মালিকানাধীন দ্বিতল ভবনের ময়লা পানি নিষ্কাশনের জন্য ড্রেন খোঁড়াখুঁড়িকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নিয়েছেন দুইপক্ষ। এ ঘটনাকে কেন্দ্র করে যে কোনো সময় দাঙ্গা হাঙ্গামার আশঙ্কা করছেন বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী।

    বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে রাস্তা কেটে ড্রেন নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি করার দুই মাসেও কাজ শেষ না হওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।

    সরেজমিনে জানা যায়,দাসেরহাট বাজারের ব্যাংক রোডে একটি দ্বিতল ভবনের মালিক কাজল ও নুর হোসেন বাবুল নামে স্থানীয় দুই প্রভাবশালী ব্যক্তি সম্প্রতি তাদের ভবনের সেফটিক ট্যাংকি ও গৃহস্থালী কাজে ব্যবহৃত ময়লা পানি অপসারণের জন্য বাজারের সওজ বিভাগের মালিকানাধীন রাস্তা কেটে ড্রেন নির্মাণ করে,এরপর ওই ড্রেনের ভেতর দিয়ে আরেকটি পাইপ লাইন বসাতে খোঁড়াখুঁড়ি করা হয়। এই পাইপ লাইনটি স্থানীয় রূপাচরা সফিউল্যা উচ্চ বিদ্যালয় ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে পাশ্ববর্তী খালে ময়লা ফেলার জন্য ড্রেন নির্মাণ কাজে বাঁধা দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। অথচ এ ড্রেনে আগ থেকে আরো ২১/২২টি সংযোগ থাকলেও তখন বিদ্যালয় কর্তৃপক্ষ বাধা না দেওয়ায় এলাকায় এখনকার কর্মকান্ড নিয়ে তাদের বিষয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয় বলে জানা গেছে।

    অপরদিকে সড়ক বিভাগের অনুমতি না নিয়ে রাস্তা কেটে ড্রেন নির্মাণ করায় সড়কের পাশে অবস্থিত পল্লী বিদ্যুতের একটি খুঁটি ভেঙ্গে পড়ে। এতে ওই খুঁটি থেকে সংযোগকৃত তিনটি মিটার ভেঙে যায়। পরে ওই ভবনের মালিক ক্ষতিপূরণ দিলে পুনরায় লাইন মেরামত করে সংযোগ চালু করেন পল্লী বিদ্যুৎ বিভাগের লোকজন।

    পল্লী বিদ্যুৎ সমিতির চন্দ্রগঞ্জ সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) কাজী মোহাম্মদ মহসীন বলেন,সড়কের পাশে ড্রেন খোঁড়ার কারণে বিদ্যুতের খুঁটি পড়ে গিয়েছিল। পরে ভবন মালিকের পক্ষথেকে ক্ষতিপূরণ বাবদ অর্থ জমা দিলে ঠিকাদারের লোকজন লাইনটি মেরামত সম্পন্ন করে।

    স্থানীয় রূপাচরা সফিউল্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান অভিযোগ করে বলেন, একটি ব্যক্তি মালিকানাধীন ভবনের সেফটিক ট্যাংকির বর্জ্য অপসারণের জন্য বিদ্যালয়ের সামনে দিয়ে ড্রেন নির্মাণ এবং সেই ড্রেনের ভেতরে পাইপ বসিয়ে ময়লা বিদ্যালয় সংলগ্ন খালে ফেলা হলে পরিবেশের মারাত্মক বিপর্যয় হবে। বিদ্যালয়ের কয়েক হাজার ছাত্র-ছাত্রীর স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে আমি এমন কাজ করতে দিতে পারি না। তাই বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসার মাসুম ও চন্দ্রগঞ্জ থানায় অবহিত করেছি। এরপর প্রশাসন কাজটি বন্ধ করে দেয়। প্রধান শিক্ষক আরো বলেন,গত ১১ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে চন্দ্রগঞ্জ থানায় বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু প্রশাসনিক একটি জুম মিটিংয়ের কারণে আমি ওই বৈঠকে যেতে পারিনি।

    নুর হোসেন বাবুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ,তার কয়েকজন সাঙ্গপাঙ্গদের কয়েকজন ব্যাক্তিগ আক্রোশ অবৈধ ও ব্যাক্তিগত সুবিধা না পেয়ে নানা ভাবে ষড়যন্ত্র ও হয়রানি করে আসছে। অথচ এ ড্রেনে বিদ্যালয়েরই নিজস্ব ময়লা অপসারনের পাইপ সংযুক্ত লাইন সহ আরো ২১/২২ টি সংযোগ লাইন রয়েছে। কেবল তার লাইনটি কেবল ছাত্রছাত্রীদের ক্ষতি ও পরিবেশের বিপর্যয় ঘটবে।তবে ভবনের মালিক নুর হোসেন বাবুল বলেন,সেফটিক ট্যাংকি পুরে যাওয়ার কারণে আমরা নিজস্ব খরচে বাজার বণিক সমিতির অনুমতি নিয়ে ড্রেন নির্মাণ কাজ শুরু করি। কিন্তু রূপাচরা সফি উল্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান উপজেলা প্রশাসনকে অভিযোগ করে কাজটি বন্ধ করে দেয়। পাশাপাশি আমাদের লাখ টাকা ব্যয় করে বসানো পিভিসি পাইপ লোকজন দিয়ে ভেঙ্গে ফেলেন তিনি। এখন বিষয়টি নিয়ে চন্দ্রগঞ্জ থানায় বেশ কয়েকবার বৈঠক হয়েছে,কিন্তু এখনো সমাধান হয়নি।

    স্থানীয় চরশাহী ইউপি চেয়ারম্যান ও দাসেরহাট বাজার বণিক সমিতির সভাপতি গোলজার মোহাম্মদ বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মাহবুবুর রহমান নিজের কর্তৃত্ব বহির্ভুতভাবে ড্রেন নির্মাণের কাজটি বন্ধ করেছেন। এটি তার এখতিয়ারের মধ্যে পড়েনা। কারণ,ড্রেনটি বাজারের সুবিধার্থে করা হচ্ছে। পাশাপাশি এই ড্রেনটি বিদ্যালয়ের সীমানার বাইরে। তাহলে,তিনি কীভাবে কাজটি বন্ধ করার জন্য প্রশাসনকে ব্যবহার করলেন?

    এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একে ফজলুল হক জানিয়েছেন,দাসেরহাটে পয়ঃনিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ নিয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। তবে বিষয়টি মিমাংসার জন্য এখনো কোনো বৈঠক হয়নি।তিনি বলেন, স্থানীয় চেয়ারম্যান ও বিদ্যালয় কর্তৃপক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

  • চট্রগ্রামের দেউড়ি মোড়ে ত্রিমুখী সংঘর্ষ,আহত-৭।

    চট্রগ্রামের দেউড়ি মোড়ে ত্রিমুখী সংঘর্ষ,আহত-৭।

    আব্দুল করিম চট্রগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগরীর কাজির দেউড়ি মোড়ে হিউম্যান হলার-টেম্পো-রিক্সার ত্রিমুখী সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ের ৭ জন ব্যাক্তি আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নামপরিচয় জানা যায় নি। রবিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১টার সময় উল্লেখিত স্থানে এই দুর্ঘটনা ঘটে।

    ঘটনাস্থলে কর্তব্যরত সার্জেন্ট মোঃসোহেল রানা বলেন, ‘সার্কিট হাউসের দিক থেকে একটি টেম্পো বেপরোয়া গতিতে আসছিল। আর বিমান অফিসের দিক থেকে আসছিল হিউম্যান হলারের গাড়ী। এ সময় কাজির দেউড়ি মোড়ে টেম্পোটি হিউম্যান হলারকে ধাক্কা দিলে পাশে অবস্থান করা একটি রিক্সাও উল্টে যায়। এ ঘটনায় ৭ জন আহত হয়।

    কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন জানান, ‘দুপুরে কাজির দেউড়ি মোড়ে একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে হিউম্যান হলারকে ধাক্কা দিলে পাশে থাকা একটি রিক্সা উল্টে যায়। এতে ৭ জন আহত হয়েছেন।

    আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় টেম্পো,
    হিউম্যান হলার ও রিক্সা পুলিশ হেফাজতে রয়েছে।

  • কুলাউড়া ভাটেরায় ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৩।

    কুলাউড়া ভাটেরায় ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৩।

    মৌলভীবাজার কলাউড়ার ভাটেরায় ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।এ সময় অন্তত ১০ জন আহত হয়েছে।

    ৫ সেপ্টেম্বর রবিবার দুপুর সারে ১২ টার সময় ভাটেরা হোসেনপুর রেলক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘনা ঘটেছে।

    এ ঘটনায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।কুলাউড়া রেলষ্টেশন মাস্টার মুহিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

    স্থানীয় সূত্রে জানা যায় হোসেন পুর মোড়া বাসস্ট্যান্ডের পশ্চিম রেললাইনে ট্রেনের সাথে একটি মাইক্রোর সংঘর্ষ হয়।এ ঘটনায় এক শিশুসহ তিন জন মারা যায়।

    কুলাউড়া থানার অফিসার্স ইনচার্জ বিনয় ভূষন রায় জানান সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।নাম পরিচয় জানার চেস্টা চলছে।আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

  • উল্লাপাড়ায় কাভার্ডভ্যান ও অটোভ্যান সংঘর্ষে নিহত-৩।

    উল্লাপাড়ায় কাভার্ডভ্যান ও অটোভ্যান সংঘর্ষে নিহত-৩।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কে কাভার্ডভ্যান ও অটোভ্যান সংঘর্ষে তিন জন নিহত হয়েছে।জানা যায় ২৫ আগস্ট বুধবার সকাল সাড়ে ৬ টার সময় উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের পাচিলা বাজার সংলগ্ন এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালকসহ তিনজন ঘটনাস্থলে নিহত হয়।

    নিহতরা হলেন, পাঁচলিয়া গ্রামের ভ্যানচালক মোতাহার আলীর ছেলে ইসলাম(৩২),ভ্যানযাত্রী একই গ্রামের আফজাল হোসেনের ছেলে শাহাদৎ হোসেন(৫৫) ও মৃত ফুল চানের ছেলে হায়দার আলী (৭০)।

    হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, ঢাকা ধেকে উত্তরবঙ্গগামী একটি কাভার্ডভ্যান ঢাকা-বগুড়া মহাসড়কের পাঁচিলিয়া বাজার এলাকায় কাভারভ্যান অটোভ্যানকে চাপা দেয়।এ সময় চালক ও যাত্রীসহ তিনজন ঘটনাস্থলে নিহত হয়।পরে কাভার্ডভ্যান চালক গাড়ি নিয়ে পালিয়ে যান। এ সময় ওসি আরো জানান নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রজু করা হয়েছে।

  • রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১।

    রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১।

    রাজশাহীর গোদাগাড়ীতে রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়কে ভগবন্তপুর মেডিকেল মোড় এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম(৪২) নামের এক পিকআপ ভ্যান চালক নিহত হয়েছে ।এ ঘটনায় দুই জন আহত হয়েছে।

    রবিবার ২২ আগষ্ট রাত সাড়ে ১০ টার সময় উল্লখিত স্থানে এ দুর্ঘটনাটি ঘটে ।

    চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আম বোঝাই একটি পিকআপ ভ্যান ও চাঁপাইনবাবগঞ্জ গামী ধান বোঝাই একটি ট্রাক ভগবন্তপুর মেডিকেল মোড় এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে পিকআপ ভ্যান চালক নিহত হয়।

    নিহত পিকআপ ভ্যান চালক সে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দোয়াইড় গ্রামের বাসিন্দা।

    এই ঘটনার আহত হেলপার একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এনায়েত (৩০)।

    খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা গুরুতর আহত অবস্থায় পিকআপ ভ্যান চালক সাইদুলকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • শেরপুরে ভবানীপুর মন্দিরের সামনে জমি নিয়ে বিরোধ; সংর্ঘষের আশঙ্কা।

    শেরপুরে ভবানীপুর মন্দিরের সামনে জমি নিয়ে বিরোধ; সংর্ঘষের আশঙ্কা।

    বগুড়ার শেরপুরে ভবানীপুর মন্দিরের সামনে ৫ শতাংশ জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে।উভয় পক্ষের মধ্যে যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা করছে এলাকার সচেতন মহল। গত ১৮ আগস্ট বুধবার ভবানীপুর ইউনিয়নের রীঁ মহাপীঠ শ্রীশ্রী মা ভবানী মন্দিরের মূল গেইট সংলগ্ন পাঁচ শতক জমি দখলকে কেন্দ্র করে এলাকার মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

    ভাবানীপুর আটাইল গ্রামের মৃত ওমর আলীর ছেলে জহুরুল ইসলাম (যদু)সাবেক ২৩৪,২৩৫,২৩৬ দাগের হাল ৩৮৩ দাগের ৫ শতাংশ জমি বাংলাদেশ সরকারের কাছ থেকে লিজ নিয়ে নিয়মিত খাজনা পরিশোধ করেছেন।নতুন ডিপি/আর এস ৭১১ নং খতিয়ান তার নিজ নামে খুলে দীর্ঘদিন হলো ভোগ দখল করে আসছে।

    হঠাৎ করে মন্দির কমিটির মধ্য সুবিধাভোগী হিন্দু ধর্মাবলি কতিপয় কয়েকজন সদস্য ঘরবাড়ি ভেঙ্গে দিয়ে টিনের বেড়া দিয়ে জায়গাটি দখল করতে চাইলে জমির মালিক জহুরুল ইসলামের লোকজন তাদের বাধা দেয়।

    এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। মন্দির কমিটির লোকজন,ঊধ্বর্তন কর্মকর্তাদের নির্দেশে থানা পুলিশ ও সহকারি কমিশনার ভূমি সাবরিনা শারমিন ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করেন।

    এ সময় সহকারী কমিশনার সাবরিনা শারমিন উভয়পক্ষকে ডেকে বলেন, কাগজপত্র মোতাবেক আইনগতভাবে জমির মালিককে জমি বুঝিয়ে দেওয়া হবে।

    জমির মালিক দাবিদার জহুরুল ইসলাম জানান, সরকারের কাছ থেকে জমি লীজ নিয়ে ১৮ বছর ধরে দখল করে আসছি। পরবর্তীতে দীর্ঘ মেয়াদি লীজ পেয়েছি এবং এই ০৫ শতাংশ জমির উপর আদালতে একটি মামলা দায়ের হয়েছিলো। সেই মামলার ডিগ্রি আমার পক্ষেই হয়েছে।এ জমি মন্দির পাওয়ার কোন যুক্তিই হয়না।

    মন্দির কমিটির সদস্য ও মন্দির দেখভালের দায়িত্ব থাকা অপূর্ব কুমার জানান, মন্দিরের সামনে ৫ শতাংশ জমি মন্দিরের। আবর্জনা পরিস্কার করে ঘেরা দেওয়ার সময় প্রতিপক্ষ বাধা দেওয়ায় কাজ বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক মেনে নেওয়া হবে।

    বগুড়ার শেরপুরে ভবানীপুর মন্দিরের সামনে ৫ শতাংশ জমি নিয়ে বিরোধ যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা করছে এলাকার সচেতন মহল। ১৮ আগস্ট বুধবার ভবানীপুর ইউনিয়নের রীঁ মহাপীঠ শ্রীশ্রী মা ভবানী মন্দিরের মূল গেইট সংলগ্ন পাঁচ শতক জমি দখলকে কেন্দ্র করে এলাকার মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

    ভাবানীপুর আটাইল গ্রামের মৃত ওমর আলীর ছেলে জহুরুল ইসলাম (যদু)সাবেক ২৩৪,২৩৫,২৩৬ দাগের হাল ৩৮৩ দাগের ৫ শতাংশ জমি বাংলাদেশ সরকারের কাছ থেকে লিজ নিয়ে নিয়মিত খাজনা পরিশোধ করেছেন।নতুন ডিপি/আর এস ৭১১ নং খতিয়ান তার নিজ নামে খুলে দীর্ঘদিন হলো ভোগ দখল করে আসছে।

    হঠাৎ করে মন্দির কমিটির মধ্য সুবিধাভোগী হিন্দু ধর্মাবলি কতিপয় কয়েকজন সদস্য ঘরবাড়ি ভেঙ্গে দিয়ে টিনের বেড়া দিয়ে জায়গাটি দখল করতে চাইলে জমির মালিক জহুরুল ইসলামের লোকজন তাদের বাধা দেয়।

    এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। মন্দির কমিটির লোকজন,ঊধ্বর্তন কর্মকর্তাদের নির্দেশে থানা পুলিশ ও সহকারি কমিশনার ভূমি সাবরিনা শারমিন ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করেন।

    এ সময় সহকারী কমিশনার সাবরিনা শারমিন উভয়পক্ষকে ডেকে বলেন, কাগজপত্র মোতাবেক আইনগতভাবে জমির মালিককে জমি বুঝিয়ে দেওয়া হবে।

    জমির মালিক দাবিদার জহুরুল ইসলাম জানান, সরকারের কাছ থেকে জমি লীজ নিয়ে ১৮ বছর ধরে দখল করে আসছি। পরবর্তীতে দীর্ঘ মেয়াদি লীজ পেয়েছি এবং এই ০৫ শতাংশ জমির উপর আদালতে একটি মামলা দায়ের হয়েছিলো। সেই মামলার ডিগ্রি আমার পক্ষেই হয়েছে।এ জমি মন্দির পাওয়ার কোন যুক্তিই হয়না।

    মন্দির কমিটির সদস্য ও মন্দির দেখভালের দায়িত্ব থাকা অপূর্ব কুমার জানান, মন্দিরের সামনে ৫ শতাংশ জমি মন্দিরের। আবর্জনা পরিস্কার করে ঘেরা দেওয়ার সময় প্রতিপক্ষ বাধা দেওয়ায় কাজ বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক মেনে নেওয়া হবে।

  • উল্লাপাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ আহত-১৫ জন

    উল্লাপাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ আহত-১৫ জন

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৫ আহত হয়েছে।১৯ আগস্ট বিকেল ৫ টার সময় বগুড়-নগরবাড়ী মহাসড়কের উপজেলার পৌরশহরের চৌকিদহ ব্রীজের উপর এই সংঘর্ষের ঘটনা ঘটে।

    সংঘর্ষের ঘটনায় ট্রাক চালকসহ ৩ জনের অবস্থা গুরুতর। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

    উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন জানান, মাছরাঙ্গা নামের যাত্রীবাহী বাসটি বগুড়া থেকে পাবনা যাওয়ার পথে বিপরিত দিক থেকে ঢাকার উদ্দেশ্যে একটি ট্রাক যাওয়ার সময় চৌকিদহ ব্রিজের উপর এই দুথটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুথটি আটক করেছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার কাজে সহযোগিতা করেন।

  • সিরাজগঞ্জে দুই মহল্লার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত-১।

    সিরাজগঞ্জে দুই মহল্লার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত-১।

    সিরাজগঞ্জ পৌর এলাকার দুই মহল্লাবাসির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায়-দফায় সংঘর্ষের ঘটনায় সাজ্জাদ হোসেন (১৮) নামের এক যুবক ফলার আঘাতে নিহত হয়েছে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে।

    বুধবার (১৮ আগস্ট) দুপুরে দিয়ারধানগড়া ও সয়াগোবিন্দ মহল্লায় সংঘর্ষ চলাকালে এঘটনা ঘটে। নিহত ইলেকট্রিক মিস্ত্রি সাজ্জাদ হোসেন পৌর এলাকার সয়াগোন্দি মসজিদ পাড়ার আবু সাঈদের ছেলে। সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) গোলাম মোস্তফা এতথ্য নিশ্চিত করে তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুরের দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার বড় বাজারে দিয়ারধানগড়া ও সয়াগোবিন্দ মহল্লাবাসির মধ্যে সংঘর্ষ বাধে।

    এ সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ৩০ জন আহত হয়। পরে আহতদের সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। এঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

    তিনি আরও বলেন, চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই মহল্লা দুটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    গুরুতর আহত সবুজ,আলামিন, জহুরুল ইসলামকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

    সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল কর্তব্যরত চিকিৎসক ডা. রোকন উদ্দিন জানান, বুকের ডান পাশে ধারালো আস্ত্রের আঘাতে পৌনে ২ টার দিকে সাজ্জাদকে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ২ টার দিকে সে মারা যায়।

  • সিরাজগঞ্জে ট্রাক-সেনাবাহিনীর গাড়ীর সংঘর্ষে দুই সেনাসদস্যের মৃত্যু।

    সিরাজগঞ্জে ট্রাক-সেনাবাহিনীর গাড়ীর সংঘর্ষে দুই সেনাসদস্যের মৃত্যু।

    সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে সিমেন্টবাহী ট্রাক ও সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষে দুই সেনাসদস্যের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আরোও তিন সেনাসদস্য আহত হয়েছেন।

    নিহত সেনাসদস্যরা হলেন,টাঙ্গাইল বঙ্গবন্ধু সেনানিবাসের ৩৭ এবি রেজিমেন্ট আর্টিলারীর কর্পোরাল মেহেদী (৪০) ও সেনা সদস্য দীপঙ্কর (২৭)।

    সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    আহতরা হলেন-বগুড়া জেলার ধুনট উপজেলার বেলকুচি গ্রামের আব্দুল মজিদের ছেলে গাড়িচালক ল্যান্স করপোরাল ইমরান (৩০), নরসিংদীর রায়পুরা উপজেলার বীরকান্দি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সৈনিক মাইনুল ইসলাম (২১) ও সার্জেন্ট ফিরোজ।

    বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, সেনাবাহিনীর একটি গাড়িটি হাটিকুমরুলের দিকে যাবার পথে একই অভিমুখী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ৫ জন সেনা সদস্য গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই সেনাসদস্যের মৃত্যু হয়। আহত সেনাসদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • শাহজাদপুরে সংঘর্ষের ঘটনাকে লুটপাটের ঘটনা বানিয়ে থানায় অভিযোগ।

    শাহজাদপুরে সংঘর্ষের ঘটনাকে লুটপাটের ঘটনা বানিয়ে থানায় অভিযোগ।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলার পোরজনা ইউনিয়নের গুচ্ছগ্রামের রাস্তা দিয়ে চলাচল করা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে দুই পরিবারের লোকজন হাতুড়ি, শাবল, লাঠিসোঁটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে।

    আহতরা হলেন, লালন (৪২), ফুলচাঁদ (৪২),আবু তাহের(২৬)। এদের মধ্যে আবু তাহেরকে গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    অভিযোগ সূত্রে জানা যায়, পোরজনা গুচ্ছগ্রামের রাস্তাটি দিয়ে দীর্ঘ দিন যাবৎ মোঃ রোশনাই ও আব্দুল ওহাবের পরিবারের লোকজন চলাচল করে আসছে। হঠাৎ করেই ২৯ জুলাই ওহাবের ছেলে আবু তাহের ভ্যান নিয়ে যাওয়ার সময় রওশন আলী তাহেরকে ওই রাস্তা দিয়ে যেতে নিষেধ করলে রওশন ও তাহের বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ৫ জন আহত হয়।

    এ ঘটনায় মোঃ ওহাব বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে বিবাদী পক্ষ ক্ষুব্ধ হয়ে নিজের ঘরের আসবাবপত্র ভেঙ্গে লুটপাটের নাটক সাজিয়ে বাদী পক্ষকে ফাঁসানোর পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে।