Tag: সংঘর্ষ
-
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২,আহত-৩।
ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন মোটরসাইকেল আরোহী। মুমূর্ষু অবস্থায় আহতদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।শনিবার (১৩ এপ্রিল) বিকালে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোঁচাবাড়ীর এলাকার দৌলতপুর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।নিহতরা হলেন- জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর এলাকার নুর ইসলামের ছেলে নয়ন ইসলাম (১৪) ও বেগুনবাড়ী এলাকার রিয়াজুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান(২৬)।পুলিশ জানায়, বিকেলে নিহত নয়ন বাড়ি থেকে মোটরসাইকেলে করে খোঁচাবাড়ি বাজারে যাচ্ছিলেন। একই সময় বেগুনবাড়ি এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোটরসাইকেল নিয়ে তার তিন বন্ধুসহ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে দৌলতপুর এলাকায় পৌঁছালে ওই দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়ন মারা যায়।এ সময় স্থানীয় লোকজন মোস্তাফিজুর ও তার সঙ্গীদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পর মোস্তাফিজুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় গুরুতর আহত তিন মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠিয়ে দেন চিকিৎসক।ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান,আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। -
রামপালে ভ্যান-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃবাগেরহাটের রামপালে ভ্যান-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রাব্বি(২০) নামের এক যুবক নিহত হয়েছে।মঙ্গলবার(১৯ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের সরকারি খাদ্য গুদাম সংলগ্ন মন্দিরের সামনে এ দূর্ঘটনা ঘটে।নিহত রাব্বি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় কুলটিয়া গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে গৌরম্ভা এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল দুই যুবক। তারা খাদ্য গুদাম সংলগ্ন মন্দিরের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটো ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভ্যান চালক জয়দেব বালা(৫২), মোটরসাইকেল চালক সাকিব (১৭) ও রাব্বি(২০) আহত হয়।আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে স্থানীয় চিকিৎসক ওবায়দুরের কাছে নিয়ে যায়। আহত রাব্বির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। খুলনা যাওয়ার পথিমধ্যে রাব্বি মারা যায়।এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাসের সাথে মুঠোফোনে কথা হলে তিনি এ প্রতিবেদককে জানান, গৌরম্ভা এলাকায় ভ্যান-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। আহত রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। -
পাবনায় মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধর মৃত্যু-দুই জনের অবস্থা আশঙ্কাজন।
পাবনা প্রতিনিধিঃ
বৃহত্তর পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় দুই মোটরসাইকেল মূখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
জানা যায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারনে শনিবার ১৬ মার্চ দুপুরের সময় ঈশ্বরদী-বাঘা আঞ্চলিক সড়কের গোকুলনগর চক্ষু হাসপাতের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে।নিহতরা হলেন-ঈশ্বরদীর ভাদুরবটতলা গ্রামের মোঃ তৌহিদুল ইসলামের ছেলে মোঃ সিয়াম হোসেন ও পিয়ারাখালি গ্রামের মোঃ নাজমুল হাসানের ছেলে মোঃ মিজানুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায় মোটরসাইকেল যোগে সিয়াম ও মিজান ঈশ্বরদী থেকে শখেরচর নানার বাড়ি বেড়াতে যাচ্ছিল এবং বিপরিত দিগে বাঘা থেকে ঈশ্বরদীর দিগে শফিকুল ইসলাম বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে গোকুলনগর চক্ষু হাসপাতালের সামনে আসা মাত্রই দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে।এ ঘটনায় চালক ও আরোহীসহ চারজন ছিটকে পড়ে যায় এবং গুরুতর আহত হয়।স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সিয়াম ও মিজান মারা যায়।অপর দুই জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
এ তথ্য নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃরফিকুল ইসলাম। তিনি জানান উভয় মোটরসাইকেলের চালক বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।তাদের গাড়ি দুটি উদ্ধার করে অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে।
-
ঠাকুরগাঁওয়ে এম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,আহত-৭
ঠাকুরগাঁও প্রতিনিধি:এম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাত এম্বুলেন্স যাত্রী গুরুতর আহত হয়েছেন৷শুক্রবার (৮ মার্চ) বিকালে সদর উপজেলার ২৯ মাইল এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে৷দুর্ঘটনায় নিহত রাসেল রানা সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের নতুন পাড়া এলাকার আবু তাহেরের ছেলে৷আহতরা হলেন, একই গ্রামের বেলাল হোসেনের ছেলে ফিরোজ আলী, মানিক হোসেনের ছেলে মেহেদী হাসান৷এছাড়া এম্বুলেন্স যাত্রীদের মধ্যে শচীন চন্দ্র রায়সহ তার পরিবারের চারজন সদস্য গুরুতর আহত হয়েছেন।দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রকিবুল ইসলাম চয়ন বলন বলেন, সড়ক দূর্ঘটনার ঘটনায় হাসপাতালে আসার আগে একজন মারা যান৷ বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।স্থানীয় বাসিন্দা আলী আকবর জানান, এম্বুলেন্সটি রোগী নিয়ে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন। আর একটি মোটরসাইকেলে ৩জন ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন৷ পথিমধ্যে এম্বুলেন্সের চাকা পামচার হয়ে গেলে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।অসুস্থ রোগী শচীন চন্দ্র রায়ের মেয়ে চামেলী চন্দ্র বলেন, বাবা সকালে ব্রেন স্ট্রোক করেছেন। তারপর আমরা সদর হাসপাতালে নিয়ে আসি। এখান থেকে দিনাজপুর হাসপাতালে রেফার্ড করে। যাওয়ার পথে এই দূর্ঘটনাটি ঘটে। আমাদের দুজন বাদে সকলেই গুরুতর আহত হয়েছেন।ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা যান। একজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। সেই সাথে আরো সাতজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন৷ -
বাঘায় টিসিবির পণ্য নিতে এসে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩।
বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহীর বাঘায় বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) পণ্য নেওয়ার লাইনে দাঁড়ানো নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটেছে।জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) কার্ডধারীরা পণ্য নিতে আসেন। এ সময় হেদাপতিপাড়া ও ভারালীপাড়া গ্রামের কার্ডধারীরা লাইনে দাঁড়িয়ে পণ্য নিচ্ছিলেন। ভারালীপাড়া গ্রামের রাজিব হোসেন নামের একজন লাইনের আগে যেতে চাই। এতে হেদাতিপাড়া গ্রামের গোলাম রাব্বি কাজল আগে যেতে নিষেধ করে। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে দুই গ্রামবাসীর মধ্যে খবর ছড়িয়ে পড়লে উভয়ে বাঁশের লাঠি, হাঁসুয়া নিয়ে একে অপরের উপর ধাওয়া করে। পরে ভারালীপাড়া গ্রামের রাজিব হোসেনের নেতৃত্বে বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর করা হয়।সংঘর্ষে আহতরা হলেন-হেদাতিপাড়া গ্রামে নফেল প্রামানিকের ছেলে গোলাম রাব্বি কাজল (২৫), আবদুল মজিদ প্রামানিকের ছেলে খোরশেদ আলম (৪০), সুরাপ আলী প্রামানিকের ছেলে হুমায়ন কবির (৪০)। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ভর্তি করা হয়েছে।এ বিষয়ে বাউসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার মহসিন আলী বলেন, টিসিবি পণ্য নেওয়ার লাইনে দাঁড়ানো নিয়ে প্রথমে তর্কবিতর্ক হয়। এ নিয়ে চেয়ারম্যান ও স্থানীয়দের নিয়ে মিমাংসায় বসা হয়। এ সময় ভারালীপাড়া গ্রামের রাজিব হোসেনের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল এসে হেদাতিপাড়া গ্রামের লোকজনের উপর হামলা করে আওয়ামী লীগের অফিস ভাংচুর করেছে।অপর দিকে ভারালীপাড়া গ্রামের রাজিব হোসেন দাবি করেন হেদাতিপাড়া গ্রামের কার্ডধারীরা লাইনের আগে যাওয়াকে কেন্দ্র করে তর্কবির্তকের এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, টিসিবি পণ্য নেওয়ার লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। -
মৌলভীবাজারে সিএনজি চালিত ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩।
নিজস্ব প্রতিবেদক:জালাল উদ্দিন। মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নম্বরবিহীন দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার ১৬ ফ্রেব্রুয়ারি বিকালে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের মহাশস্ত্র গ্রামে ময়নার দোকাননামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর আবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়,নম্বরবিহীন ২টি অটোরিকশা একটি রাজনগরের দাশটিলা থেকে তারাপাশা এলাকায় ও অপরটি কলেজ পয়েন্ট থেকে দাশটিলা গ্রামে যাচ্ছিল। পথে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় উভয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতেঘটনাস্থলেই উপজেলার দাশটিলা গ্রামের মোঃ বাছিত মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক মোঃ রাজু আহমেদ (২০) নিহত হন ও সিলেট ওসমানী মেডকেল কলেজে যাওয়ার পথে একই গ্রামের মোঃ কুদ্দুস মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক মোঃ সাহেল আহমদ (২২), এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ফাহিম ওরফে নাইম আহমদ (২০) নামের আরেকজন নিহত হন।আহতরা হলেন- দাশটিলা গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী সেনাই বেগম (৫০), তার দুই মেয়ে রিমা বেগম (১৫) ও পিমা বেগম (১২)। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও মৌলভীবাজার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত-আহত তাদের সবার বাড়ি রাজনগর উপজেলার সদর ইউনিয়নের দাশটিলা গ্রামে।দুর্ঘটনার এসব তথ্য নিশ্চিত করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোঃ আব্দুস ছালেক। তিনি বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। -
রামপালে মৎস্য ঘের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-আহত ৩।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে মৎস্য ঘের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন মারাত্মক আহত হয়েছে।সোমবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বাইনতলা ইউনিয়নের কাশিপুর এলাকার ‘‘দিয়ের খোলা’’ নামক মৎস্য ঘেরে এ সংঘর্ষ হয়।রামপাল থানা ও আহতের পরিবার সূত্রে জানা গেছে যে, প্রয়াত চেয়ারম্যান খাঁন তায়েব আলীর ছেলে খাঁন সোহাগ আলী আলিপুর গ্রামের (অবসরপ্রাপ্ত সেনা সদস্য) ইউনুছ গাজীর ছেলে মোঃ ফরিদ গাজী ও অন্যান্য লোকদের জমি লিজ নিয়ে দীর্ঘদিন মৎস্য ঘের করে আসছে। সোহাগ খাঁন দীর্ঘদিন ঘের করলেও হারীর টাকা ঠিকমতো পরিশোধ করেন না বলে আহতদের পরিবারের সদস্যরা জানান। মোঃ ফরিদ গাজী চাকুরি অবসরজনিত কারণে সে এ বছর তার নিজস্ব জমিতে ঘের পাহারা দেওয়ার জন্য ঘর তৈরি করতে একই এলাকার মোল্লা মোয়াজ্জেম হোসেন (বুলু) ও শেখ তৈয়ব আলীসহ কয়েকজনকে নিয়ে তার ঘেরে গিয়ে বাসা তৈরি করতে যায়। এসময় সাবেক চেয়ারম্যান মৃত খাঁন তায়েব আলীর ছেলে খাঁন মুক্ত, খাঁন আনিস, খাঁন রতন, খাঁন সোহাগ আলী ও একই এলাকার মৃত খান শরীফ উদ্দিনের ছেলে খাঁন ফিরোজ, হেমায়েত উদ্দিনের ছেলে খাঁন আজমুল ও শেখ নোয়াব আলীর ছেলে শেখ ফয়সাল সহ কয়েকজন ফরিদ গাজীর লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় ফরিদ, বুলু ও তৈয়েব আলী মারাত্মক জখম হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তৈয়েব শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকায় এ নিয়ে অসন্তোষ বিরাজ করছে।এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাসের সাথে মুঠোফোনে কথা হলে তিনি এ প্রতিবেদককে জানান, এ ব্যপারে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। -
জমি ও সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষে নিহত-১,ইউ/পি চেয়ারম্যানসহ গ্রেফতার-৩।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে জমি সংক্রান্ত এবং সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষে আহত পাভেল মিয়া (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার দিবাগত গভীর রাতে ঢাকা’র একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। সে মধ্য বেজড়া গ্রামের মাতব্বর মিয়ার ছেলে।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ খাঁন, বেজুড়া গ্রামে খুর্শেদ আলীর ছেলে মারুফ মিয়া (৪৫) ও সেলিম মিয়ার ছেলে ফয়সল মিয়াকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়-উপজেলার জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ খাঁন দক্ষিন বেজুড়া গ্রামের মৃত কিফত আলীর ওয়ারিশ হাজী আসকর আলী ও দুলাল মিয়া গংদের কাছ থেকে ৭/৮ মাস আগে একটি জমি ক্রয় করেন। অপর দিকে ওই জমি একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক মিয়ার সন্তানেরা নিজেদের দাবি করে ভোগ-দখল করে আসছে।
শনিবার সকাল ৯ টার সময় মাসুদ খানের লোকজন ওই জমিতে ধান রোপন করতে গেলে মৃত বারেক মিয়ার ওয়ারিশগণ ধান রোপণে বাধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংর্ঘষ বাধঁলে মহিলা সহ কমপক্ষে ৪০ জন আহত হয়। গুরুত্বর আহত মুর্শেদ মিয়া (৪৫), সুমা আক্তার (২৪),আব্দুল হামিদ (৩০), সফিক মিয়া (৪০),পায়েল মিয়া (৩০), মারফতউল্লাহ (৩৫), আউস মিয়া (৪২), জসিম মিয়া (২৪), দুলাল মিয়া ( ২৫), শিমুল মিয়া (৩০), জাকারিয়া (২৩), শামীম মিয়া (২৭), তাহের মিয়া (৬৫), মাসুদ রানা (৪০), জালাল মিয়া (৩২), খোকন মিয়া (৪৭), আয়েদ আলী (২৬), আলমগীর (২৭), রফিক মিয়া (২৮),জসিম মিয়া (২৭), করিম মিয়া (৩০),শাহজাহান মিয়া (২৫),মিজান মিয়া (২৬), সাইফুল ইসলাম (২০),ইজাজুল (২৪), সফিক মিয়া (২৯), আশিক মিয়া (২৮),সামসুউদ্দিন (৩০), সাইফুল (২৯)কে চিকিৎসার জন্য মাধবপুর,হবিগঞ্জ,ঢাকা ও সিলেট উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় কয়েকটি বাড়ীতে হামলা পাল্টা হামলা ও ভাংচুর করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনার্চাজ(ওসি)মোঃ রাকিবুল ইসলাম খাঁনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গভীর রাতে ঢাকার একটি হাসপাতালে গুরুত্বর আহত পাভেল মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ খাঁন,বেজুড়া গ্রামের খুর্শেদ আলীর ছেলে মারুফ মিয়া (৪৫) ও সেলিম মিয়ার ছেলে ফয়সল মিয়া (২৫) কে মাধবপুর থানা পুলিশের সদস্যরা গ্রেফতার করেছে। থানার অফিসার ইনর্চাজ মোঃ রাকিবুল ইসলাম খাঁন জানান বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ব্যাপারে চেয়ারম্যান মাসুদ খানকে প্রধান আসামী করে ৬৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০/৭০জনের বিরুদ্ধে নিহত পাবেলের চাচাতো ভাই হামিদ মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
-
অটোরিকশা-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু।
নিজস্ব প্রতিবেদক, জালাল উদ্দিন। মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক্টর-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রেদোয়ানুল ইসলাম রাফি (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাটি বুধবার (২৭ ডিসেম্বর) রাতে কুলাউড়া-রবিরবাজার সড়কের আমঝুপ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত রেদোয়ানুল ইসলাম রাফি লংলা আধুনিক ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী। সে উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রামের হারিছ মিয়ার ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার সময় কুলাউড়া থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি রবিরবাজারের দিকে যাচ্ছিলো। পথে আমঝুপ এলাকায় সিএনজিটি পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রাফি মারা যায়।এ সময় আহতরা হলেন, পূবালী ব্যাংকের ব্রাহ্মণবাজার শাখায় ক্যাশ অফিসার ও উপজেলার পৃথীমপাশা ইউনিয়নের হোসেন আলীর ছেলে সালাউদ্দিন (৩০) টিলাগাঁও ইউনিয়নের সালন গ্রামের ভুপিকা দের মেয়ে ননি দে (৫০) এবং সিএনজি অটোরিকশার চালক রাজনগর গ্রামের জয়নাল মিয়া (৪০) আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এদিকে ঘটনার পর ট্রাক্টর নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ এসব তথ্য নিশ্চিত করে তিনি বলেন, আহত সবাইকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়। নিহত রাফির মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে।আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, ঘটনার পর ট্রাক্টর নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। ঘাতক চালককে গ্রেপ্তারে জন্য অভিযান চালাচ্ছে পুলিশ। -
মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত।
ঠাকুরগাঁও সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার ( ২৩ নভেম্বর) দুপুর ১২টায় ভূল্লী-গড়েয়া সড়কের তুরুকপথা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ওমর ফারুক (১৪) বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। তিনি সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর আরাজী গোপালপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে। আহত তিনজন হলেন কুমারপুর গ্রামের আনছারুল ইসলামের ছেলে সায়েম (১৪), কুমারপুর গ্রামের জাকেরুল ইসলামের ছেলে এমাজ আহাম্মেদ (১৪) আরেক জনের নাম পরিচয় পাওয়া যায়নি।বিষয়টি ভূল্লী থানার উপ-পরিদর্শক (এসআই) বিদ্যুৎ কুমার মজুমদার নিশ্চিত করেন।প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই বিদ্যুৎ কুমার মজুমদার বলেন, দুপুরে নিহত ওমর ফারুক মোটরসাইকেলে নিয়ে বিদ্যালয়ের পরিক্ষা শেষ করে বাড়ী ফেরার পথে তুরুকপথা বাজার এলাকায় অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।এঘটনায় আরও ৩ জন গুরুত্বর আহত হন।স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।ভূল্লী থানার সেকেন্ড অফিসার দীন মোহাম্মদ, সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেনএ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।