Tag: শ্রীমঙ্গল

  • শ্রীমঙ্গলে শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।

    শ্রীমঙ্গলে শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে মাদক, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, জঙ্গীবাদ, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্টিত হয়েছে।
    শনিবার ২৩ ডিসেম্বর ২০২৩ ইং, সকাল ১১টার সময় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে শ্রীমঙ্গল থানার বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জ পুলিশ সুপার (এএন্ডএফ) সিলেট মোঃ জেদান আল মুসা।
    এ সময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর সভাপতিত্বে ও এসআই রাকিবুল হাছান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সার্কেল অফিসার সহকারি পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা. হরিপদ রায়, পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়।
    এছাড়াও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, পৌরসভার কাউন্সিলর ও অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রমুখ।
  • শ্রীমঙ্গলে “আব্দুল জলিল ফাউন্ডেশনের’উদ্যোগে শীত বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ।

    শ্রীমঙ্গলে “আব্দুল জলিল ফাউন্ডেশনের’উদ্যোগে শীত বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ।

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভাগলপুর এলাকায় “আব্দুল জলিল ফাউন্ডেশন” এর “৩য় বর্ষপূর্তি” উপলক্ষ্যে ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে শীত বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
    শুক্রবার ২২ ডিসেম্বর ২০২৩ ইং, সকাল সাড়ে ৯টার সময় উপজেলার ভাগলপুরে (ডাক্তার বাড়ী) আব্দুল জলিল ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ জন গরিব অসহায় দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বিনামূল্যে লেপ-তোষক বিতরণ করা হয় ও ৩০০ জন শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রতিজনে ৫টি কলম-৫টি খাতা ও আব্দুল জলিল ফাউন্ডেশনের ১টি বই বিতরণ করা হয়।
    এ সময় আব্দুল জলিল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ হুসাইন আহমেদের সঞ্চালনায় ও কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, কমলগঞ্জ ডিগ্রি কলেজের প্রফেসর মোঃ আব্দুল মুমিত চৌধুরী, বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মোঃ জাকারিয়া আহমেদ, কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নোমান আহমেদ সিদ্দিকী, কালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী আলাউর রহমান, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সহিদুর রহমান সহিদ, যুক্তরাজ্য প্রআাসী মোঃ আব্দুর রব, ফাউন্ডেশনের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, দৈনিক জনসংগ্রাম পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল জলিল, ডা. মোঃ সাজ্জাদুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক শ্রীমঙ্গল উপজেলার ফিল্ড অফিসার মোঃ লোকমান হোসেন-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠান শেষে গরিব অসহায় দরিদ্র সুবিধা বঞ্চিত লোকজন ও ছাত্র-ছাত্রীসহ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শিরনী (তাবারুক) বিতরণ করা হয়।
  • শ্রীমঙ্গলের হরিণছড়ায় ৫ টি শিকারী টিয়া পাখি উদ্ধার।

    শ্রীমঙ্গলের হরিণছড়ায় ৫ টি শিকারী টিয়া পাখি উদ্ধার।

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। পাঁচটি শিকারী টিয়া পাখি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানের বস্তি এলাকা থেকে উদ্ধার করেছে বনবিভাগ।
    সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ইং, দুপুরে এগুলো উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়।
    বনবিভাগ জানায়, Stand For Our Endangered Wildlife (SEW) টিমকে নিয়ে বন বিভাগ এগুলো উদ্ধার করে তারা।
    পাখিপ্রেমি ও পরিবেশকর্মী সোয়েল সিয়াম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের লোকজনকে নিয়ে হরিণছড়ার কার্তিক কর্মকারের ছেলে অমল কর্মকার ও তরনি বাউরীর ছেলে নিরঞ্জন বাউরীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
    এসময় বনবিভাগ (ওয়াইল্ড লাইফ) এর সহকারী বনসংরক্ষক জামিল মোহাম্মদ খান, বনরেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
    বনরেঞ্জ কর্মকর্তা (ওয়াইল্ড লাইফ) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, টিয়া পাখি শিকারীর কাছ থেকে লিখিত মুছলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
    তিনি আরও বলেন, ভবিষ্যতে তারা এমন করবে না বলে স্বীকারোক্তি দিয়েছে বলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। টিয়া পাখিগুলো রেসকিউ সেন্টারে রাখা হয়েছে, টিয়া পাখি গুলোকে নির্দিষ্ট সময় হলে পরে বনে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।
  • শ্রীমঙ্গলে বেশি দামে পিয়াজ বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীকে জরিমানা।

    শ্রীমঙ্গলে বেশি দামে পিয়াজ বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীকে জরিমানা।

    নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চত করার লক্ষে মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পিয়াজের বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে পিয়াজ বিক্রি করার দায়ে শ্রীমঙ্গলের ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
    শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ইং, দুপুরে শ্রীমঙ্গল উপজেলার সেন্ট্রাল রোডে পিয়াজের পাইকারী বাজারে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
    এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা ও পিয়াজের সংকট দেখিয়ে বেশি দরে পিয়াজ বিক্রয় করার অভিযোগে সেন্ট্রাল রোডে অবস্থিত মেসার্স পাল ভান্ডারকে ২০ হাজার টাকা ও মেসার্স আমির ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম জানান, র‌্যাব-৯ ফোর্সের শ্রীমঙ্গল ক্যাম্প এর সহায়তায় নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
    নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং ও তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
    এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোক্তা বলেন যাদেরকে জরিমানা করা হচ্ছে ওরা হলেন ফুটি মাছ, আসল রাগব বোয়ালরা রয়ে যান ধরা ছুয়ার বাহিরে।
    জরিমানা আরোপ করার পর ব্যবসায়ী সিন্ডিকেট আরো তৎপর হয়ে উঠে জরিমানার টাকা আদায় করার জন্য। বেশি দামে পণ্য বিক্রি করলেও খুচরা ব্যবসায়ীরা মুখ খুলেন না আড়ৎদারদের বিরুদ্ধে, কারণ নগদে বাঁকিতে পন্য ক্রয় করতে হলে পাইকারি বিক্রেতাদের বিরুদ্ধে কথা বললে বাকিতে মাল বিক্রয় করেন না। এর সুযোগে খুচরা ব্যবসায়ীরা আরো চড়া মুল্যে পিয়াজ বিক্রি করছেন ভোক্তা অধিকার আইনকে অমান্য করে।
    স্থানীয় ভোক্তারা বলেন, শুধু জরিমানা করে তাদের ছেড়ে দিলে হবে না নুন্যতম তিনদিনের জেল হাজতে পাঠাবে হবে। এতে তাদের আর্থিক জরিমানাও হবে পাশাপাশি সাজাও পাবে।
  • শ্রীমঙ্গলে মুন হোটেল থেকে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে-খুনের রহস্য উদঘাটন।

    শ্রীমঙ্গলে মুন হোটেল থেকে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে-খুনের রহস্য উদঘাটন।

    জালাল উদ্দিন,নিজেস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের নতুন বাজার এলাকায় আবাসিক মুন হোটেল থেকে উদ্ধারকৃত অজ্ঞাত অর্ধগলিত লাশের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। ঘটনার রহস্য উদঘাটন করে খুনের সাথে জড়িত মূল আসামিকেও গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
    বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ইং, দুপুরে শ্রীমঙ্গল থানায় প্রেস ব্রিফিং করে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান সাংবাদিকদের জানান, গত ৪ ডিসেম্বর রাতে শ্রীমঙ্গল নতুন বাজার হোটেল মুন থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা মৃত ব্যক্তির নাম মোঃ ইন্তাজ মীর (৫২)। পেশায় একজন অটোরিকাসা চালক। সে কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামের মৃত ইনু মীরের ছেলে।
    পুলিশ আরও জানায়, গত ৩০ নভেম্বর হোটেল মুন এর ২০২ নাম্বার রুমটিতে মৌলভীবাজারের বর্ষিজোড়া এলাকার সুজন নামের এক ব্যক্তি ভাড়া নেয়। পরে খুনের রহস্য উদঘাটন করতে গিয়ে ২০২ নং রুমে অবস্থান করা সুজন নামের ব্যক্তির খোঁজে মাঠে নামে পুলিশ। এক পর্যায়ে গতকাল ৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার শায়েস্থাগঞ্জ থেকে সুজনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার করা সুজন পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, সে পেশায় একজন বাবুর্চি। তারা ইন্তাজ মীরের অটোরিকসাটি ছিনিয়ে নিতে হোটেলে ডেকে আনে। পরে রাতে কোন এক সময় তাকে গলা টিপে হত্য করে লাশ ২০৩ নং রুমের খাটের নিচে লুকিয়ে রেখে পালিয়ে যায়।
    পুলিশ জানায়, সুজনের অবস্থান করা ২০২ নং রুম থেকে নিহত ইন্তাজ মীরের ব্যবহৃত কিছু জামা কাপড় ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও ইন্তাজের অটোরিকসাটি শ্রীমঙ্গলের আশিদ্রোণ ইউনিয়ন এলাকা থেকে উদ্ধার করা হয়।
    প্রেস ব্রিফিংকালে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপশ চন্দ্র রায়সহ শ্রীমঙ্গল থানার অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।
    শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, হোটেল রুম থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় নিশ্চিত ও মূল আসামিকে ২৪ ঘনাটার ভিতর আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
    তিনি আরও বলেন, অজ্ঞাতনামা লাশ হওয়ায় শ্রীমঙ্গল থানার এসআই কামরুল ইসলাম গ্রেফতারকৃত সুজন মিয়াসহ অজ্ঞাত ২/১ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জেলা পুলিশ সুপার সার্বিক দিকদির্দেশনায় শ্রীমঙ্গল থানার একটি দল এই খুনের রহস্য উদঘাটনে কাজ শুরু করে। আমরা হোটেলের রেজিস্টার পর্যালোচনা, আমাদের সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় খুনের ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই এবং গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
  • শ্রীমঙ্গলে হোটেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার।

    শ্রীমঙ্গলে হোটেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার।

    নিজস্ব প্রতিবেদক জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুন হোটেল থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ৪ ডিসেম্বর ২০২৩ইং, রাত ৮টার সময় শহরের নতুন বাজার এলাকার মুন হোটেল থেকে লাশ উদ্ধার করা হয়।
    পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর তিন ব্যক্তি ওই হোটেলের একটি কক্ষ ভাড়া নেয়। পরদিন দুজন চেক আউট করে চলে যায়। পরে হোটেল বয় ওই কক্ষ তল্লাশি না করে ওই কক্ষের দরজা তালা মেরে দেন। সোমবার ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে কক্ষের তালা খুলে খাটের নিচে একজন পুরুষের অর্ধগলিত লাশ দেখতে পান হোটেলের ম্যানেজার। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘঠনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
    এ সময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল এসে লাশের পরিচয় সনাক্তের জন্য হাতের আঙুলের চাপ নিলে মরদেহ অর্ধগলিত কারণে আঙুলের চাপ ম্যাচ করতে পারেনি বলে জানা যায়।
    এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার তদন্তের স্বার্থে মৃত ব্যক্তির সঙ্গে থাকা দুজনের পরিচয় জানাতে অস্বীকার করেছেন।পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার জেনারেল (সদর) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
    তিনি আরও বলেন,লাশ অর্ধগলিত হওয়ার কারণে শরীরে কোনো আঘাতের চিহ্ন বুঝা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর জানা যাবে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু।
    এরআগে, গত ২১ অক্টোবর ওই হোটেল থেকে একজন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বলে পুলিশ জানান।
  • চায়ের রাজধানী শ্রীমঙ্গলে কমছে তাপমাত্রা-বাড়ছে শীতের প্রকোপ।

    চায়ের রাজধানী শ্রীমঙ্গলে কমছে তাপমাত্রা-বাড়ছে শীতের প্রকোপ।

    নিজস্ব প্রতিবেদক, জালাল উদ্দিন। বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল, দেশের শীতলতম স্থান হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে তাপমাত্রা কমে বেড়েছে শীতের তীব্রতা। আজ পহেলা ডিসেম্বর বিকেল থেকে শ্রীমঙ্গলের পাহাড়ী অঞ্চলে বেশ শীত অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
    শ্রীমঙ্গলের সাংবাদিক মোঃ জালাল উদ্দিন বলেন, গত কয়েকদিন থেকে শীত পড়েছে আমাদের এলাকায়। বিশেষ করে রাতেও প্রচন্ড শীত অনুভূত হয়। আজ বিকেল থেকে তীব্র শীত অনুভূত হচ্ছে। রাতে শীতের তীব্রতা আরও বাড়বেও বলে তিনি জানান।
    শ্রীমঙ্গলের ভারত সীমান্তবর্তী এলাকার একাধিক চা শ্রমিকরা বলেন, চা বাগান ঘেরা শ্রীমঙ্গলে গত সপ্তাহ থেকে শীত নেমেছে। সকালের দিকে ঘন কুয়াশায় ঢাকা থাকে চারদিক। অন্যান্য দিনের তুলনায় আজ বিকেল থেকে তীব্র শীত নেমেছে বলে জানান তারা।
    শ্রীমঙ্গল ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শ্রীমঙ্গল উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ/অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল মুতালিব বলেন, পাখির অভয়ারণ্য বাইক্কা বিল হাওরে এখন অতিথি পাখি আসতে শুরু করেছে। এছাড়াও বিল, জলাশয়, চা-বাগান লেক-এ অতিথি পাখি আসতে শুরু করেছে। আর কয়েকদিনের মধ্যে অতিথি পাখির কলতানে হাওর, বিল, লেক ও জলাশয়গুলো পাখির কিচির-মিচিরে মুখরিত হয়ে উঠবে। ফলে পর্যটক, দর্শনার্থী ও ভ্রমণপিপাসুদের আগমন শুরু হবে।
    এদিকে শীত জেঁকে বসার আগেই উপজেলায় লেপ-তোষক তৈরির ধুম লেগেছে। শীত বরণে এক অন্য রকম প্রস্তুতি। শীত শুরুর সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে এখানকার প্রকৃতির রূপ। সকালে সবুজ ঘাসে জমছে নিশির শিশির। ভোরে কুয়াশাও পড়ছে। তবে জেলার চা বাগানগুলোতে শীত একটু বেশি অনুভূত হচ্ছে।
    আবহাওয়া পর্যবেক্ষণাগার শ্রীমঙ্গল কার্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। এরপর রবিবার ১৪ ডিগ্রি ও সোমবার ১৪.২ ডিগ্রি সেলসিয়াস ছিলো। মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বেড়ে হয় ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, তবে বুধবার ফের ১৪. ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামে। গতকাল বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্র ছিলো ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস ছিল।
    শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বিভলু চন্দ্র দাস সন্ধা সময় মুঠোফোনে বলেন, আজ ০১ ডিসেম্বর ২০২৩ইং, সকাল ৯টায় এবং সন্ধা ৬টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
    তিনি আরও বলেন, অন্যান্য বছর নভেম্বর থেকেই শ্রীমঙ্গলে শীতের প্রকোপ থাকে। এবার একটু দেরিতে শীত নেমেছে। এখন থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমবে এবং সঙ্গে সঙ্গে বাড়বে শীত। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর শীতের তীব্রতা কিছুটা কম থাকবে।
  • শ্রীমঙ্গলে ধান ক্ষেত থেকে ১৩ কেজি ওজনের অজগর উদ্ধার।

    শ্রীমঙ্গলে ধান ক্ষেত থেকে ১৩ কেজি ওজনের অজগর উদ্ধার।

    নিজস্ব প্রতিবেদক,মোঃ জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ধান ক্ষেত থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
    বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ইং, সকালে শ্রীমঙ্গল উপজেলার ৩ নং সদর ইউনিয়নের ভাড়াউড়া গ্রামে জ্যোতিষ বৈদ্য নামের এক ব্যক্তির ধান ক্ষেতে ধান কাটতে গিয়ে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পায় কৃষকরা।
    পরে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল গিয়ে অক্ষত অবস্থায় ধান ক্ষেত থেকে অজগর সাপটিকে উদ্ধার করেন।
    সজল দেব জানান, উদ্ধারকৃত আজগর সাপটি প্রায় ১০ ফুট লম্বা ও ১৩ কেজি ওজনের। সাপটিকে বন বিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে বন বিভাগ লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে অবমুক্ত করবে বলে জানা যায়।
  • শ্রীমঙ্গলে চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    শ্রীমঙ্গলে চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিয়ানে ৫১০ (পাঁচশত দশ) লিটার চোলাই মদসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা এসআই মোঃ রাকিবুল হাছান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পুলিশের একটি টিম ১৮ নভেম্বর ২০২৩ইং, দিবাগত রাতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫১০ (পাঁচশত দশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ৩ জনকে গ্রেফতার করে।
    গ্রেফতারকৃত আসামিরা হলেন, মিলন কালিন্দী ওরফে লিলন (২৬), পিতা-মৃত দেবদাস কালিন্দী। রঘু নায়েক (৫০), পিতা-মৃত গনন নায়েক। রাধেশাম রবিদাস (৪৫), পিতা-মৃত পেটলা রবিদাস। এদের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানে।
    এ বিষয়ে শ্রীমঙ্গল থানায়  মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিন আসামীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে জানান তিনি।
  • জাতীয় সংবিধান দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা।

    জাতীয় সংবিধান দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা।

    মৌলভীবাজার  প্রতিনিধিঃ

    ” বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা’ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
    শনিবার (৪ নভেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

    উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (এসিল্যান্ড) সন্ধীপ তালুকদার এর সভাপতিত্বে আলোচনা অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, মোয়াজ্জেম হোসেন ছমরু, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর প্রমুখ।
    এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।