Tag: শ্রমিক

  • মাধবপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

    মাধবপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

    মাধবপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে হামদু মিয়া (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের সিরাজ মিয়া’র পুত্র।

    শুক্রবার (১ অক্টোবর) সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের মসজিদে কাজ করার সময় হামদু মিয়া বিদ্যুৎপৃষ্ট হয়।

    এতে গুরুতর আহত অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকে মাতাম বইছে।

  • সাভারে খালের পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু।

    সাভারে খালের পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু।

    স্মৃতি রানি, স্টাফ রিপোর্টারঃ রাজধানীর সাভারে খালের পানিতে ডুবে রফিকুল ইসলাম ( ৪৫ ) নামের এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।

    বুধবার (২৯ সেপ্টেম্বর)সকালে সাভার বিরুলিয়া ইউনিয়নের পঞ্চবটি খালে এ ঘটনা ঘটে।

    নিহত গার্মেন্টস শ্রমিকের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা থানার প্রামানিকোন্ডা বাজার এলাকায়। তিনি সাভারের খাগান এলাকায় কাজল গার্মেন্টসে অপারেটর পদে কর্মরত ছিলেন।

    আশুলিয়া নৌ পুলিশ জানান সকালে ওই ব্যক্তি পঞ্চবটি এলাকায় খালে নামেন মাছ ধরার জন্য। এসময় সে খালের পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা আশুলিয়া নৌ পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে খালে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করে।

    আশুলিয়া নৌ পুলিশ জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিকের মৃত্যু।

    উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিকের মৃত্যু।

    উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় বাবু মিয়া(৩০)নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।নিহত উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।

    বুধবার ২৯ সেপ্টেম্বর সকাল ৯ টার সময় ঢাকা-রাজশাহী মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া আমতলা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটেছে।

    জানা যায় চড়িয়া এলাকার আশরাফ আলীর বাড়ীর নির্মাণ করার উদ্দেশ্য সিমেন্ট নিয়ে রাস্তা পাড় হওয়ার সময় অজ্ঞাত নামের একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এতে ঘটনাস্থলেই নির্মাণ শ্রমিক বাবুর মৃত্যু হয়।

    এ ঘটনা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট ফয়সাল আহমেদ জানান সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।

  • বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন।

    বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন।

    মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে ঘন্টা ব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন আন্দোলন পরিচালনা কমিটি।

    শনিবার সকাল ১১ টায় তাপ বিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে বড়পুকুরিয়া কয়লা খনির মোড় হতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
    পরে বিক্ষোভ মিছিল শেষে বড়পুকুরিয়া কয়লা খনি পুলিশ ফাড়ির সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন তারা।

    মানব বন্ধনে বক্তব্য রাখেন, তাপ বিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান,সাধারণ সম্পাদক মো. আবু সাঈদসহ অন্যন্য নেতৃবৃন্দরা।

    মানববন্ধনে বক্তারা বলেন,তাপ বিদ্যুাৎ নির্মানের সময় শুরু থেকে আমরা স্থানীয়রা উন্নয়ন শ্রমিক হিসেবে কাজ করে আসছি,স্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগের দাবীতে দির্ঘ ৪ বছর ধরে আমরা আন্দোল করে আসছি। সেই সময় ১৪৩ জন উন্নয়ন শ্রমিককে উৎপাদন শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়ার কথা থাকলেও নাম মাত্র ২০ জন শ্রমিকের নিয়োগ প্রদান করেন কতৃপক্ষ। এ অবস্থায় আমরা চরম অভাব অনটনের মধ্যদিয়ে মানবেতর জীবন যাপন করছি।

    তারা বলেন, বিগত দিনে আশ্বাসের বার্তা দিয়ে আন্দোলন থামিয়ে দিলেও এখন পর্যন্ত সেই আশ্বাসের কোন বাস্তবতা নেই। বিধায় আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমরা। আমাদের দাবী মেনে নিয়ে দুমুঠো ডাল ভাতের ব্যাবস্থা করতে মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি প্রতি মন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি।

    বিষয়টি নিয়ে জানতে চাইলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এসএম ওয়াজেদ আলী বলেন, নিয়োগের বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে আমাদের কিছুই করার নেই,এটি উর্ধতন কতৃপক্ষের ব্যাপার,তাই তারাই এব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

  • আশুলিয়ায় শ্রমিক কলোনীতে ভয়াবহ অগ্নিকাণ্ড আহত – ১০।

    আশুলিয়ায় শ্রমিক কলোনীতে ভয়াবহ অগ্নিকাণ্ড আহত – ১০।

    স্মৃতি রানি,স্টাফ রিপোর্টারঃ রাজধানীর সাভার আশুলিয়ায় ভয়াবহ আগুনে পুরে গেছে একটি শ্রমিক কলোনীর সাতটি রুম। এসময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১০ জন ধামসোনা ইউনিয়নের সুবন্দী তালতলা এলাকার সাঈদ মাস্টারের বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

    এলাকাবাসী জানায়- ভোর রাতে ওই বাড়িতে একটি রুমে হঠাৎ করে আগুন লাগে। এসময় আগুনের তীব্রতা বেশী হওয়ায় আরও ছয়টি রুমে তা ছড়িয়ে পড়ে। এসময় মোট সাতটি রুম পুড়ে যায়। পরে খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করছে দমকল বাহিনী।

    অপরদিকে আশুলিয়ার ইউনিক এলাকার জেড আর ফ্যাশন নামের একটি পোশাক কারখানা আগুন লেগে পুড়ে গেছে।

  • বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন।

    বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন।

    দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে আন্দোলন পরিচালনা কমিটির উদ্যোগে, ঘন্টা ব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    রোববার সকাল ১১ টায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে বড়পুকুরিয়া কয়লা খনির মোড় হতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।পরে মিছিল শেষে ঘন্টা ব্যাপি তাপ বিদ্যুৎ কেন্দ্রে মুল গেটের সামনে মানব বন্ধন করেন তারা।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রের আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ প্রমুখ।এসময় বক্তারা বলেন,দির্ঘ ৪ বছর ধরে আমরা আন্দোল করে আসছি।

    ১৪৩ জন উন্নয়ন শ্রমিকে উৎপাদন শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়ার কথা থাকলেও নাম মাত্র ২০ জন শ্রমিকের নিয়োগ প্রদান করেন কতৃপক্ষ ।

    এ অবস্থায় আমরা মানবেতর জীবন যাপন করছি।তারা বলেন, আগামী ২৯ আগষ্টের মধ্যে নিয়োগ সম্পুর্ণ না হলে তাপ বিদুৎ কেন্দ্রের সামনে অবস্থান কর্মসুচী পালন করা হবে।

    বিষয়টি নিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী
    ওয়াজেদ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন
    আন্দোলনের বিষয়ে তিনি কিছুই জানেননা তিনি একটি মিটিংএ আছেন,পরে জানতে পারবেন।
    নিয়োগের বিষয়ে তিনি বলেন নিয়োগের বিষয়টি নিয়ে উপর মহলের কোনো নিদের্শনা আসেনি, এ বিষয়ে তিনি কিছুই বলতে পারবেন না।

  • পার্বতীপুর মধ্যপাড়া খনিতে পাথর চাপা পড়ে শ্রমিকের মৃত্যু।

    পার্বতীপুর মধ্যপাড়া খনিতে পাথর চাপা পড়ে শ্রমিকের মৃত্যু।

    দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া খনির ভূ-গর্ভে পাথর চাপা পড়ে আব্দুল মান্নান শেখ (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় শওকতুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছে।

    বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল মান্নান শেখ মারা যায়। এর আগে বুধবার দিবাগত রাত ১২টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া খনির ১৫০০ ফিট নিচে ভূ-গর্ভে কাজ করার সময় এই ঘটনা ঘটে।

    নিহত শ্রমিক আব্দুল মান্নান শেখ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার রুহানীপাড়া গ্রামের আব্দুল বারেক শেখের ছেলে। গুরুতর আহত শ্রমিক শওকতুল ইসলাম পার্বতীপুর উপজেলার খাগড়াবন্দ গ্রামের সাইফুল ইসলাম ছেলে।
    মধ্যপাড়া পাথর খনির মহাব্যবস্থাপক জিএম,(মাইনিং) ভুতত্ত্ববিদ আবু তালহা ফারাজি জানান, বুধবার রাতে পাথর খনির ১৫’শ ফুট নিচে ভূ-গর্ভে ডিনামাইড দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে পাথর উত্তোলনের কাজ চলছি।

    রাত ১২টার সময় একটি ডিনামাইড দিয়ে বিস্ফোরণ ঘটানোর পর সেখান থেকে পাথর সরানোর সময় উপর থেকে একটি বড় পাথর আব্দুল মান্নান শেখ ও শওকতুল ইসলামের উপর পড়ে। সে সময় অন্যান্য শ্রমিকরা পাথর সরিয়ে তাদেরকে ২ জনকে উদ্ধার করে মাটির উপরে নিয়ে আসে। প্রথমে তাদেরকে খনির হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

    ১৯ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মান্নান শেখ মারা যায়।অপর শ্রমিক শওকতুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর এতথ্য নিশ্চিত করেছেন।

  • সিরাজগঞ্জের জড়ি ও টুইস্টিং শ্রমিকদের মাঝে নগদ অর্থ প্রদান।

    সিরাজগঞ্জের জড়ি ও টুইস্টিং শ্রমিকদের মাঝে নগদ অর্থ প্রদান।

    প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে কোভিড-১৯ সংক্রমণে ক্ষতিগ্রস্ত জেলার জড়ি ও টুইস্টিং মিলের ২৬৫ জন শ্রমিকদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

    সোমবার (২ আগস্ট ) সকালে শহরের শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ উপহার তুলে দেন,সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

    সবার উদ্দেশ্যে জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ বলেন, সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। সবাইকে মাস্ক পড়ে ঘনঘন সাবান দিয়ে হাত ধৌত করে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এবং সবাইকে বাড়িতে থাকার আহবান জানান।

    এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ ,সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অনিদ্য গুহ, ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ্, ইসরাত জাহান, আফিফান নজমু, পরাগ সাহা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

  • সাভারে পোশাক শ্রমিককে গণধর্ষণের শিকার এঘটনায় আটক-৩।

    সাভারে পোশাক শ্রমিককে গণধর্ষণের শিকার এঘটনায় আটক-৩।

    ঢাকা সাভারে এক নারী পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় তিনজনের নাম উল্লেখ্য করে বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী।এর আগে মঙ্গলবার ( ২২ শে জুন ) রাতে সাভারের তেতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় ভাড়া বাড়িতে এ গণধর্ষণের ঘটনা ঘটে।

    পুলিশ জানায়- গত ২২ জুন রাতে পোশাক কারখানার কাজ শেষ করে জয়নাবাড়ি ভাড়া বাসায় ফিরছিলেন।এসময় ওই নারী পূর্ব পরিচিত যুবক তারেক ও রাব্বি তাকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে তাদের ভাড়া বাসায় মুখ চেপে ধরে তিনজন মিলে পালাক্রমে ধর্ষণ করেন।এসময় ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তাকে হত্যা করে লাশ গুম করারও হুমকি দেন তারা।

    পরে ওই নারী শ্রমিক ভয়ভীতির তোয়াক্কা না করে পরদিন সন্ধ্যায় সাভার মডেল থানায় উপস্থিত হয়ে তিনজনের নাম উল্লেখ্য করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি গণধর্ষণের মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান চালিয়ে তিন ধর্ষণকারীকে আটক করে।

    আটককৃতরা হলো – সিরাজগঞ্জের বেলকুচি থানার দেলুয়া মধ্যপাড়ার শামীম হোসেনের ছেলে তারেক রহমান ( ২১ ) নড়াইলের কালিয়া থানার ফিরোজ কাজীর ছেলে রাব্বি ( ২০ ) ও অমিত হাসান ( ২২ ) এরা সবাই জয়নাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকত।

    গণধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরিক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

    এবিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাড়ির ইনচার্জ আইসি পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম বিপিএম পিপিএম বলেন- আসামীদের দুপুরে আদালতে প্রেরণ করা হবে।

    ধর্ষণের শিকার ওই নারী হেমায়েতপুর এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন।