Tag: শ্রমিক

  • চাঁদাবাজি বন্ধসহ ৪ দফা দাবীতে অটোরিকশা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ।

    চাঁদাবাজি বন্ধসহ ৪ দফা দাবীতে অটোরিকশা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ।

    ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ

    নীলফামারীর ডিমলায় পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধসহ চারদফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ব্যাটারিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিকরা।

    শনিবার  (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সহযোগিতায় উপজেলার স্মৃতি অম্লান চত্বরে ‘ডিমলা উপজেলা সর্বস্তরের অটোরিকশা শ্রমিক’ ব্যানারে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। দুই ঘন্টা  ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশে অংশ নেন পাঁচ শতাধিক অটোরিকশা শ্রমিক ও শিক্ষার্থী।

    এ সময় অটোরিকশা থেকে বিভিন্ন সমিতির নামে দৈনিক চাঁদা আদায়সহ থানায় রিকুইজিশনের নামে ৪০০ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ করেন বিক্ষোভকারীরা। এ ছাড়া প্রধান সড়কগুলোর ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের দাবি জানিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন তারা।দাবি না মানলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন শ্রমিক ও শিক্ষার্থীরা।

    তাদের  দাবীসমূহঃ

    ————————-

    ১। অবৈধভাবে বিনাপারিশ্রমিকে ইজিবাইক (অটো) শ্রমিকদের রিকোজিশন ডিউটির নামে প্রহসন বন্ধ কর। নাগরিক হিসাবে ইজিবাইক ( অটো)  শ্রমিকদের মানুষ হিসাবে নাগরিক অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত কর।

    ২। যানজট নিরসনে ফুটপাতে অবৈধ অস্থায়ী দোকানসমূহ উচ্ছেদ এবং ট্রাফিক পুলিশ নিয়োগ কর।

    ৩। ব্যাটারিচালিত যানবাহন শ্রমকিদের উপর জুলুম, নির্যাতন ও চাঁদাবাজি বন্ধ কর। কার্ড-টোকেনের নামে অবৈধ চাঁদাবাজির সঙ্গে যুক্ত ব্যক্তি ও তাদের প্রশ্রয় দাতাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করে চাঁদাবাজি বন্ধ কর। ইতিপূর্বে সমবায় সমিতির নামে আদায়কৃত সকল অর্থ ফিরত দিতে হবে।

    ৪। ইজিবাইক (অটো) নিবন্ধন, চালক লাইসেন্স ও রুট পারমিট প্রদান করতে হবে। ব্যাটারিচালিত যানবাহনের সংগঠন সংশ্লিষ্ট শ্রমিক-চালক দ্বারাই পরিচালিত হবে, রাজনৈতিক ও বহিরাগত হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

    ডিমলা উপজেলা সর্বস্তরের অটোরিকশা শ্রমিকের আহ্বায়ক আলম ইসলাম বলেন,বিগত ১৫ বছর এই উপজেলায় চলাচলকারি প্রায় তিন  হাজার অটোরিকশা থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করতো সাবেক এমপি আফতাবের স্বজন ও তার লোকজন।

    ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনে চালকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

    কিন্তু বর্তমানে এই সেক্টরটি হাত বদল হয়ে নতুন করে অটোরিকশা চালকদের নিকট থেকে আবারো চাঁদা আদায় শুরু করা হয়েছে। দালাল চক্রকে নির্দিষ্ট অংকের টাকা না দিলে জোর-জবরদস্তি করে থানায় রিকুইজিশনে খাটানো হচ্ছে।

    উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা বলেন,উপজেলার সড়কগুলোতে চলাচল করতে প্রতিদিন চাঁদা দিতে হয় চালককে। সমিতির নামে দালাল চক্রের মাধ্যমে এসব চাঁদা আদায় করা হয়।আর থানা পুলিশ রিকুইজিশনের নামে অটোরিকশা চালকদের হয়রানি করছে।

    রিকুইজিশনে অধিকাংশ সময় চালকদের কাটাতে হয় অর্ধাহারে, অনাহারে ও অনিদ্রায়। ভাড়া কিংবা কোনো প্রকার পারিশ্রমিক না পেয়েও ডিউটি করতে বাধ্য করা হচ্ছে চালকদের। এই অবস্থার পরিত্রাণ চাই।

  • মাধবপুরে চা-শ্রমিকদের মধ্যে কম্বল বিতরণে জেলা প্রশাসক।

    মাধবপুরে চা-শ্রমিকদের মধ্যে কম্বল বিতরণে জেলা প্রশাসক।

    মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি:
    হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানে শ্রমিকদের মধ্যে কম্বল (শীত বস্ত্র) বিতরণ করেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান। রবিবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলার সুরমা চা-বাগানের ফ্যাক্টরির সামনে ১০০ জন চা-শ্রমিকের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
    এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহেদ বিন কাসেম, সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম, বাগান ব্যবস্থাপক বাবুল সরকারসহ বাগান পঞ্চায়েতের নেতাকর্মীরা।
  • বহিরাগত শ্রমিকদের তান্ডবে আতঙ্কে দেশ ছাড়ছেন ল্যাভেন্ডারে কর্মরত চাইনীজ নাগরিক।

    বহিরাগত শ্রমিকদের তান্ডবে আতঙ্কে দেশ ছাড়ছেন ল্যাভেন্ডারে কর্মরত চাইনীজ নাগরিক।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

    গাজীপুরের কালিয়াকৈরে বহিরাগত শ্রমিকদের সাথে আন্দোলনে যোগ না দেওয়ায় ল্যাভেন্ডার গার্মেন্টেসে হামলা ভাংচুর ও লুটপাট চালায় একই এলাকায় অবস্থিত এটিএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। এ ঘটনায় ৭ চাইনিজ নাগরিকসহ ল্যাভেন্ডার ৫০ কর্মকর্তা কর্মচারীকে মারাত্মক জখম করা হয়।আহতদের মাঝে ৮ জন সংক্রামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। হামলার ঘটনায় আতঙ্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়ে একে একে দেশ ছেড়ে চলে যাচ্ছেন কারখানাটিতে বিনিয়োগকারী চাইনিজ নাগরিকরা।

    গত বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে আট টায় উপজেলার কামরাঙ্গাচালা এলাকায় ল্যাভেন্ডার গার্মেন্ট লিমিটেড নামক ওই কারখানায় হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।এই ঘটনায় কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডাইরি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি লিখিত অভিযোগ জানিয়েছেন চাইনিজ নাগরিক ও কারখানাটির কর্তৃপক্ষ।

    পুলিশ ও কারখানা কতৃপক্ষ সূত্রে জানা যায়,
    গাজীপুরে অবস্থিত চীনা মালিকানাধীন ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেডে গত বুধবার সকাল একই এলাকা অবস্থিত এটিএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা সকাল সাড়ে আটটায় এক ভয়াবহ হামলা চালায়।এসময় ল্যাভেন্ডার গার্মেন্টস এর প্রধান ফটক ভেঙ্গে অভ্যন্তরে প্রবেশ করে ব্যপক ভাংচুর চালিয়ে প্রায় ২.৫০-৩ কোটি টাকার সম্পদ ধ্বংসের পাশাপাশি ব্যাপক লুটপাট চালানো হয়েছে।এই হামলার পর ল্যাভেন্ডার গার্মেন্টসে কর্মরত চীনা নাগরিকরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে, এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। সেদিনের হামলার পর থেকেই কারখানাটি বন্ধ রয়েছে।আতঙ্কে কারখানাটিতে বিনিয়োগ কারী এবং কর্মরত চাইনিজ নাগরিকরা বাংলাদেশ ছেড়ে চলে যেতে শুরু করেছেন।

    কোম্পানির হেড টেকনিশিয়ান চাইনিজ নাগরিক মিস উইকি বলেন, এটি আমাদের দলের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক একটি ঘটনা। আমরা সবসময় স্থানীয় কর্মীদের সঙ্গে মিলে-মিশে কাজ করার চেষ্টা করি এবং বাংলাদেশ সরকারের শ্রম আইন অনুযায়ী সকল ধরনের সুবিধা দিয়ে থাকি কিন্তু এই ধরনের ঘটনা আমাদের নিরাপত্তার বিষয়ে বড় প্রশ্ন উত্থাপন করেছে।
    মিস উইকি আরও বলেন, ‘আমরা বাংলাদেশে আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি দীর্ঘদিন ধরে এবং সবসময় চেষ্টা করেছি কর্মীদের জন্য একটি সুরক্ষিত ও আরামদায়ক কর্মপরিবেশ নিশ্চিত করতে। কিন্তু এই হামলার কারণে আমরা এখন আমাদের ব্যবসায়িক কার্যক্রম বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে চিন্তা করছি। এমন ঘটনার পুনরাবৃত্তি হলে আমাদের বাংলাদেশে থাকা অসম্ভব হয়ে যাবে।
    ল্যাভেন্ডার গার্মেন্টসের সহকারি মহাব্যবস্থাপক সৈয়দ আবু জাফর বলেন, বুধবার সকাল সাড়ে আট টায় এটিএস এ্যাপারেলস এর অসোন্তষ্ট শ্রমিকরা আমাদের কারখানা বন্ধ করার দাবিতে কারখানাটির মূল ফটকে এসে কারখানায় হামলা চালালে আমাদের শ্রমিকরা তা প্রতিহত করেন। পরে এটিএস এ্যাপারেলস এর কয়েকশ শ্রমিক পূনরায় একত্রীত হয়ে আমাদের কারখানায় হামলা ভাঙচুর ও লুটপাট চালান। ইতোমধ্যে আমাদের ৭ চাইনিজ নাগরিক সহ ৫০ জন লোক আহত হয়েছেন এর মধ্যে ৮ জন মারাত্বকভাবে জখম হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এঘটনায় কারখানায় আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমান আড়াই থেকে তিন কোটি টাকা। এখন বড় উদ্ভিগ্নের বিষয় হচ্ছে চীনা বিনিয়োগকারীগণ আমাদের দেশ থেকে তাদের বিনিয়োগ তুলে নেওয়ার চিন্তা-ভাবনা করছেন। যদি চিনা নাগরিকরা বিনিয়োগ তুলে নেয় তাহলে আমাদের দেশের জন্য বড় একটি অর্থনৈতিক বিপর্যয় ঘটবে।

    কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহবুব বলেন, এটি এস এ্যাপারেলসিএর শ্রমিকদের দ্বারা এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা নিশ্চিত করব যে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আমরা বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ পুলিশের হাই কমান্ড থেকে নির্দেশনা পেয়েছি। এবং অনতিবিলম্বে উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

  • নাগরপুরে শ্রমিক দলের কমিটি অনুমোদন ও সালাম পিন্টু’র মুক্তির খুশিতে আনন্দ র‍্যালি।

    নাগরপুরে শ্রমিক দলের কমিটি অনুমোদন ও সালাম পিন্টু’র মুক্তির খুশিতে আনন্দ র‍্যালি।

    স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইল জেলা শ্রমিক দল কর্তৃক নাগরপুর উপজেলা শ্রমিক দলের নবগঠিত ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ও সালাম পিন্টু’ র মুক্তিতে আনন্দ র‍্যালি।

    টাঙ্গাইল জেলা শ্রমিক দলের
    সভাপতি( ভারপ্রাপ্ত) আবু সাঈদ মিয়া ও সাধারণ সম্পাদক মনিরুল হক ভিপি মনির স্বাক্ষরিত দলীয় প্যাডে আরিফুল ইসলাম নবা সভাপতি ও গোলাম মওলা মোস্তফা সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন জাকির হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট নাগরপুর উপজেলা শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ও দীর্ঘ ১৭ বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু এর মুক্তিতে আনন্দ র‍্যালি হয়েছে।

    জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্র ঘোষিত আন্দোলন সংগ্রামে রাজপথে নেমে সফলতা আদায় করতে যা করা দরকার আমরা সকলেই ঐক্য বদ্ধ হ’য়ে সফলতা আনবো, ইনশাআল্লাহ।

    নাগরপুর উপজেলা শ্রমিক দলের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নেতাদের পক্ষ থেকে সভাপতি আরিফুল ইসলাম নবা ও সম্পাদক গোলাম মওলা মোস্তফা।

    এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি,জাতীয়তাবাদী ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সম্মানিত সদস্য রবিউল আওয়াল লাভলু,নাগরপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন মিয়া,উপজেলা বিএনপি সহ সভাপতি নিয়ামত আলী সুইট, যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান, সাবেক জিএস ইকবাল কবির রতন, নব গঠিত কমিটির শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, সাধারণ সম্পাদক গোলাম মওলা মোস্তফা, উপজেলা যুবদলের আহবায়ক ভারপ্রাপ্ত নাজমুল হক স্বাধীন,সাবেক জিএস ইকবাল হোসেন, নুরুজ্জামান রানা সহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত বিভিন্ন সংগঠনে নেতৃবৃন্দ।

  • সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু।

    সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তের জিরো লাইন থেকে ৩৬ বছর বয়সী চা শ্রমিক গোপাল বাক্তির (৩৬) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ ইং, নিহতের লাশ উদ্ধার করা হয়।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপাল বাক্তি শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ ইং, সকালে অন্যান্য শ্রমিকদের সঙ্গে পাথারিয়া পাহাড়ে বাঁশ কাটতে গিয়ে নিখোঁজ হন। পরে তার পরিবার এবং সহকর্মীরা তাকে খুঁজতে বের হন। রবিবার ভোরে খবর পাওয়া যায় যে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের বিওসি টিলা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩৯১ ও ১৩৯২ এর মধ্যে জিরো লাইনে (গভীর জঙ্গলে) একটি লাশ পড়ে রয়েছে।
    স্থানীয়দের অভিযোগ, গোপাল অসাবধানতাবশত ভারতীয় সীমান্তের জিরো লাইনে চলে গেলে বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) তাকে গুলি করে হত্যা করে এবং লাশটি সীমান্তে ফেলে দেয়। গোপালের সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা বিএসএফের গুলির ভয়ে পালিয়ে প্রাণে রক্ষা পান। বিজিবি পরে স্থানীয় থানা পুলিশকে খবর দেয় এবং নিহত গোপালের লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করে।
    গোপাল বাক্তি বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য অকিল বাক্তির ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
    বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান আহমদ বলেন, গোপাল বাক্তি ও তার সহকর্মীরা বাঁশ কাটতে পাহাড়ে গিয়েছিলেন। এ সময় বিএসএফ গুলি করে তাকে হত্যা করে এবং তার লাশ ফেলে রেখে যায়। তিনি আরো বলেন, বাকিরা গুলি দেখে ভয় পেয়ে পালিয়ে আসেন।
    বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার পর বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ১৩৯১ ও ১৩৯২ এর মাঝে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ দূরে গোপালের লাশ উদ্ধার করেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি। লাশটি পরবর্তী আইনি কার্যক্রমের জন্য থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
  • নাগরপুর উপজেলা শ্রমিক দলের কমিটি অনুমোদন।

    নাগরপুর উপজেলা শ্রমিক দলের কমিটি অনুমোদন।

    স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইল জেলা শ্রমিক দল কর্তৃক নাগরপুর উপজেলা শ্রমিক দলের নবগঠিত ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়েছে।

    ২০ ডিসেম্বর ২০২৪ টাঙ্গাইল জেলা শ্রমিক দলের
    সভাপতি( ভারপ্রাপ্ত) আবু সাঈদ মিয়া ও সাধারণ সম্পাদক মনিরুল হক ভিপি মনির স্বাক্ষরিত দলীয় প্যাডে আরিফুল ইসলাম নবা সভাপতি ও গোলাম মওলা মোস্তফা সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন জাকির হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট নাগরপুর উপজেলা শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়েছে।

    আগামীর সাহসী আন্দোলন সংগ্রামে ঐক্য বদ্ধ হ’য়ে রাজপথে নেমে দাবি আদায় করার দৃঢ় বিশ্বাস করে। উপজেলা শ্রমিক দল শ্রমিকদের দাবি আদায়ের লক্ষে, শান্তি বজায় রেখে আগামীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্র ঘোষিত আন্দোলন সংগ্রামে রাজপথে নেমে সফলতা আদায় করতে যা করা দরকার আমরা সকলেই ঐক্য বদ্ধ হ’য়ে সফলতা আনবো, ইনশাআল্লাহ।

    নাগরপুর উপজেলা শ্রমিক দলের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নেতাদের পক্ষ থেকে সভাপতি আরিফুল ইসলাম নবা ও সম্পাদক গোলাম মওলা মোস্তফা, টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সভাপতি ও সম্পাদক,নাগরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সম্মানিত সদস্য রবিউল আওয়াল লাভলু এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

  • ট্রাক চাপায় পোশাক শ্রমিক নিহত-ট্রাকে আগুন।

    ট্রাক চাপায় পোশাক শ্রমিক নিহত-ট্রাকে আগুন।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

    গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার আকুলিচালা নামক এলাকায় অবৈধ মাটি বহনকারী ড্রাম ট্রাক চাপায় কাকুলি আক্তার (২৬) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয় । এ ঘটনায় বিক্ষুব্ধ সকল জনতা ওই ড্রাম ট্রাকে অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে।

    বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের আকুলিচালা এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত কাকুলি আক্তার ওই এলাকার এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড নামক একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার মৌচাক ইউনিয়নের মধ্যপাড়া, আকুলিচালা এলাকায় ওই কারখানা ছুটি দিলে শ্রমিকরা যার যার বাড়ি যাচ্ছিলেন। এসময় অবৈধ মাটি পরিবহনকারী ড্রাম ট্রাকটি বেপরোয়া গতিতে কাকুলি আক্তারকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ও ওই কারখানার শ্রমিকরা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেন। ততক্ষণে গাড়ির চালক ও সহকারী পালিয়ে যায়।

    স্থানীয় বাসিন্দা বারেক মিয়া জানান, অবৈধ ভাবে মাটি কেটে রাস্তা ধ্বংস করে ফেলেছে। আজকে একজন মানুষ মারলো। এদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

    এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, মাটির ট্রাকের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে এ খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।

  • মৌলভীবাজার শ্রমিক কল্যাণ ফেডারেশনের নবগঠিত কমিটি ঘোষণা।

    মৌলভীবাজার শ্রমিক কল্যাণ ফেডারেশনের নবগঠিত কমিটি ঘোষণা।

    নিজস্ব প্রতিবেদক:মৌলভীবাজারে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২০২৫-২৬ সেশনের নবগঠিত কমিটির নাম ঘোষণা ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ইং, সকালে মৌলভীবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে জেলা শহরে অবস্থিত এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
    এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ২০২৫-২৬ সেশনের নবগঠিত কমিটির নাম ঘোষণা করা হয়।
    পরে নবগঠিত কমিটির জেলা সভাপতি আলাউদ্দিন শাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুমিত’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর’র প্রধান উপদেষ্টা মোঃ ফখরুল ইসলাম।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেট অঞ্চল শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত পরিচালক মাওঃ ফারুক আহমদ, জেলা শ্রমিক কল্যাণের সাবেক প্রধান উপদেষ্টা দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, জেলার প্রধান উপদেষ্টা প্রকৌশলী এম শাহেদ আলী, মোঃ ইয়ামীর আলী প্রমুখ।
    সম্মেলনে নির্বাচন কমিশন ২০২৫-২৬ সেশনের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটির নাম ঘোষনা করেন মৌলভীবাজার জেলায়, সভাপতি আলাউদ্দিন শাহ, সহ-সভাপতি মাও: আহমদ ফারুক, সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মাহফুজ সুমন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মামুন সুরমান, সাধারণ সম্পাদক আব্দুল মুমিত, সহ-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শাহাব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলকাছ উর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাও: আব্দুস সালাম, সহ- সাধারণ সম্পাদক (মহিলা) খাদিজা আক্তার, কোষাধ্যক্ষ সৈয়দ সঈদ উদ্দিন হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, ট্রেড-ইউনিয়ন সম্পাদক আবুল কাশেম আজাদ, সহ-ট্রেড ইউনিয়ন সম্পাদক রাজুল আহমদ তালুকদার, আইন-আদালত সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক নওশাদ মিয়া, সহ-প্রচার সম্পাদক মোঃ আক্কাস আলী, দপ্তর সম্পাদক মোঃ রইছ উদ্দিন, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক মাও: সাইদুল ইসলাম, সাহায্য ও পূণর্বাসন সম্পাদক আজিজ আহমদ সাবু, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কাজী সামসুজ্জামান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুজাম্মেল হক সিকদার, কর্মসংস্থান সম্পাদক রোমান আহমদ, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুলতান আহমদ চৌধুরী, সদস্য মোঃ রাজন আহমদ, মোঃ দেলওয়ার হোসেন সাইদ, মোঃ জালাল আহমদ, মোঃ ফয়সল আহমদ, মোঃ এমরান কবির, মোঃ কামাল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সজল আহমদ, সদস্য (মহিলা) হাজেরা খানম, লিভা জান্নাত।
  • বাঘায় বজ্রপাতে গাছ কাটা শ্রমিকের মৃত্যু।

    বাঘায় বজ্রপাতে গাছ কাটা শ্রমিকের মৃত্যু।

    বাঘায় বজ্রপাতে গাছ কাটা শ্রমিকের মৃত্যু

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর বাঘায় বজ্রপাতে মুক্তার হোসেন (৩৭) নামের এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার পদ্মার চরে মধ্যে আম বাগানে গাছ কাটছিল। এ সময় বৃষ্টি ও বজ্রপাতে মুক্তার গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক মাকসুদুল হক সিয়াম তাকে মৃত ঘোষনা করে।
    মুক্তার হোসেন উপজেলার খায়েরহাট গ্রামের ইনছার আলী সরদারের ছেলে।
  • উল্লাপাড়ায় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু।

    উল্লাপাড়ায় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ২ জন শ্রমিক মারা গেছে। নিহতরা হলেন উপজেলার নাগরৌহা গ্রামের রুহুল আমিন (৩৫) ও মোঃ আশরাফ আলী(৩৩)।

    জানা যায় শনিবার (২১ সেপ্টেম্বর) উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের মাঠে তারা দুই জন কাজ করছিলো।সন্ধার দিকে হঠাৎ আকাশে ঝড় ও বৃষ্টির আভাস দেখে তারা বাড়ি ফিরছিলেন। এমন সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

    এ তথ্য নিশ্চিত করেছেন ওই গ্রামের ছাত্র অধিকার পরিষদের সিরাজগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মালেক। এ সময় তিনি গণমাধ্যম কে জানান আশরাফ ও রুহুল আমিন মাঠে কাজ করার জন্য গেছিলেন। বৃষ্টি নামার পর বাড়ি ফেরার পথে বজ্রপাতের ঘটনায় তারা ঘটনাস্থলেই মারা যায়।

    এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার উদ্যোগ নেয়া হবে।