Tag: শিশু

  • সরাইলে শালিকাকে ধর্ষণ-জানাজানির পর দুলাভাই পলাতক।

    সরাইলে শালিকাকে ধর্ষণ-জানাজানির পর দুলাভাই পলাতক।

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহজাদপুরে বোনের বাড়ি বেড়াতে এসে আপন বোন জামাই সাইফুল ইসলামের কাছে ধর্ষণের শিকার হয়েছে নয় বছরের এক শিশু।

    সোমবার সকালে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। তবে ঘটনা জানাজানির পর পালিয়েছেন অভিযুক্ত দুলাভাই সাইফুল ইসলাম।

    জানা যায়, গত রোববার বিকেলে শিশুটি বোনের বাড়িতে বেড়াতে আসে। সোমবার সকালে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করেন দুলাভাই।এ সময় শিশুটি কান্না শুরু করে।তার কান্না শুনে বোনসহ বাড়ির লোকজন ছুটে আসলে দুলাভাই সাইফুল ইসলাম কৌশলে পালিয়ে যায়। অসুস্থবস্থায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

    সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। মামলা রজুর পর তদন্তপূর্বক অভিযুক্ত আসামীকে গ্রেফতার করা হবে।

  • দেওয়ানগঞ্জে ৭ বছরের শিশুর লাশ উদ্ধার ।

    দেওয়ানগঞ্জে ৭ বছরের শিশুর লাশ উদ্ধার ।

    জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া মন্ডলপাড়া গ্রামে নিখোঁজের একদিন পর পুকুরে কাঠের গুড়ি দিয়ে চাপা দেওয়া অবস্থায় রমজান আলী (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
    ৩১ মে বুধবার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া মন্ডলপাড়া গ্রামের মালেক মিয়ার পুকুর পাড়ের পুর্ব পার্শ্বে আলম ডাক্তারের জমির সীমানার গর্ত থেকে শিশুটির মরদেহটি উদ্ধার করা হয়।
    জানা যায়, আগেরদিন মঙ্গলবার সকাল ৭টার দিকে ঘুরতে বেরিয়ে নিখোঁজ হয় শিশু রমজান। সে পার রামরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মন্ডলপাড়া এলাকার বাবা মাসুম মন্ডল এবং মা রেনুকা আক্তারের ছেলে ও  স্থানীয় প্রতিষ্ঠান মন্ডলপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
    স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে আম কুড়াতে গিয়ে নিখোঁজ হয়। এরপর তার আর খোঁজে মেলেনি। আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুজির পরও সন্ধান না পাওয়ায় স্থানীয় ভাবে মাইকিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির সন্ধান চেয়ে পোস্ট করা হয়।
    বুধবার সকাল১০টার দিকে মালেক মিয়ার পুকুরের পূর্ব পার্শ্বে আলম মিয়া(ডাক্তার)এর জমির সীমানায় গর্তে মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় ও পরিবারে জানাজানি হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
    এ বিষয়ে দেওয়ানগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। দেহে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর পাঠানো হয়েছে। এই সংক্রান্ত আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে৷
    ৩ নং পাররামরামপুর ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া বলেন, আমি এই নৃশংস হত্যাকাণ্ডের  তীব্র নিন্দা জ্ঞাপন এবং তদন্ত অনুযায়ী বিচারের জোরালো দাবী জানাচ্ছি।
    এদিকে নিহত শিশু রমজানের বাবা মা দাবি করেন যে, একি গ্রামের স্থানীয় মালেক মন্ডলের সাথে তার দীর্ঘ দিনের বিরোধ,  আদালতে তাদের বিরুদ্ধে মামলাও চলমান রয়েছে, সেই বিরোধের জেরেই তারাই শিশু রমজানকে কে হত্যা করেছে।
  • এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাপোলো।

    এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাপোলো।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ে এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।
    সোমবার বিকেলে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে বাইতুল জান্নাত মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি শিশুদের সাথে এই ইফতারের আয়োজন করা হয়। এসময় পৌর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি আবু হাসনাত রুম্মন সহ মাদ্রার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
    শিশুদের ইফতারের জন্য ছিল খেজুর, বেগুনি, ছোলা, মুড়ি, পেঁয়াজু, ডিম, কাচ্চী বিরানী, জুস। ইফতারের আগে স্বেচ্ছাসেকলীগের এই নেতা এতিমখানার কর্তৃপক্ষের হাতে এসব খাবার তুলে দেন। পরে এক সাথে তাদের সাথে বসে ইফতার করেন।
    স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন,আজকের এই পবিত্র দিনে মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে একসাথে বসে ইফতার করতে পেয়ে খুব আনন্দ লাগছে। আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছেন সকলকে সাথে নিয়ে চলার জন্য। তারই নির্দেশে আজ আমি আমার পক্ষ থেকেই এই এতিম শিশুদের ইফতার করিয়েছি।
    তিনি আরো বলেন,সিয়াম সাধনার মাধ্যমে রমজানে আমরা সকলে ক্ষুধার্ত ও অসহায় মানুষের কষ্ট বুঝতে চেষ্টা করি। প্রত্যেকের উচিত রমজানে সিয়াম সাধনার পাশাপাশি দুস্থ ও এতিম শিশু,অসহায়,দরিদ্র ও ক্ষুধার্তদেরকে সহায়তার মাধ্যমে তাদের দুঃখ-কষ্ট লাঘবের চেষ্টা করার।
  • ঠাকুরগাঁওয়ে শিশুকে ধর্ষণ করে হত্যা, আটক-১।

    ঠাকুরগাঁওয়ে শিশুকে ধর্ষণ করে হত্যা, আটক-১।

    রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

    ঠাকুরগাঁওয়ে ফারহিয়া নামের এক পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে পরে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। এঘটনায় সন্দেহভাজন সফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি সংস্থা কাজ করছে।

    মঙ্গলবার ভালবাসা দিবসের দিনে (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঠাকুরগাঁও সদর উপজেলা শুখানপুকুরী ইউনিয়নে লাউথুতি ডাঙ্গাপাড়া গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।

    নিহত ফারহিয়া ওই গ্রামের ফজর আলীর তৃতীয় সন্তান। আর অভিযুক্ত সফিকুল ইসলাম (২০) একই এলাকার গিয়াসউদ্দিনের ছেলে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আতিক বলেন, মঙ্গলবার সকাল ১০ টার দিকে ভূট্টা ক্ষেতে স্থানীয়রা ওই শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মেয়েটির লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে ঘটনাটি আরো বিস্তারিত জানা যাবে। তবে শিশুটির মরদেহে বিভিন্ন আলামত দেখে আমাদের প্রাথমিক ধারনা তাকে ধর্ষণ করে পরে হত্যা করা হয়েছে।এই ঘটনায় সন্দেহমূলক একজনকে আটক করেছি আমরা

    পরিবার ও স্বজনরা জানায়, সকালে শিশু কন্যাকে বাড়িতে রেখে মা-বাবা মাঠে কাজ করতে চলে যান। প্রতিবেশীদের মাধ্যমে খবর পান বাড়ির পাশেই সালামের  ভুট্রা-ক্ষেত্রে মেয়ের মরদেহ পড়ে আছে।
    পরে এলাকাবাসীরা শিশুকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারকে দেখালে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন এসময়  পুলিশকে খবর দিলে পুলিশ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। তবে স্বজনদের অভিযোগ সফিকুল নামে এক যুবক ফারিহাকে ধর্ষণ করে হত্যা করেছে।

    ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনা উদঘাটনে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। আর সন্দেহভাজন হিসেবে সফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়েছে।

  • তাড়াশে প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধিতার মাত্রা নিরম্নপণ ক্যাম্প অনুষ্ঠিত।

    তাড়াশে প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধিতার মাত্রা নিরম্নপণ ক্যাম্প অনুষ্ঠিত।

    তাড়াশ প্রতিনিধি:

    সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধিতার মাত্রা নিরম্নপণ ও স্বাস্থ্য বিষয়ক পরিক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রম্নয়ারী শনিবার সকালে তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ হলরম্নমে গ্রাম বিকাশ সংস্থা(জিবিএস) উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্ট্রেনদেনিং সিস্টেম ফর দি ইনরোলমেন্ট,রিলেশন এ্যান্ড সাপোর্ট অফ চিলড্রেন উইথ ডিজএ্যাবিলিটজ এ্যাট প্রাইমারী লেভেল অফ মেইনস্ট্রিম এডুকেশন ইন বাংলাদেশ (ডিআইডি -টু- ৪৫) প্রকল্পের বাস্ত্মবায়নে ও সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)র সহযোগিতায় প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধিতার মাত্রা নিরম্নপণ ও স্বাস্থ্য পরিক্ষা বিষয়ক ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মনিরম্নজ্জামান মনি। এ ক্যাম্পে প্রতিবন্ধিতার মাত্রা নিরম্নপণ ও স্বাস্থ্য বিষয়ক পরিক্ষা করেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ ওয়ালিউল হাসনাত সজীব,বগুড়া শিবগঞ্জ উপজেলা হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার ডাঃ মোঃ আতিক, সিরাজগঞ্জ বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাক্তার মোঃ এনামুল হাসান,,যশোর অভি হিয়ারিং সেন্টারের অডিও মেট্রোশিয়ান মোঃ মাসুদুল করিম। এছাড়াও এ ক্যাম্পটির সার্বিক সহযোগিতা করেন গ্রাম বিকাশ সংস্থা(জিবিএস)আর আর সি ম্যানেজার মোঃ জমির আলী, ডিআইডি -টু- ৪৫প্রকল্পের প্রজেক্ট অফিসার দিলদার হোসেন,জিইউকের বাস্ত্মবায়নকৃত ইনক্লুসিভ এডুকেশন প্রকল্পের ম্যানেজার আতাউর রহমান,মিল অফিসার অরবিন্দু বর্মণ সহ কর্মরত স্টাফবৃন্দ।

  • নলডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু।

    নলডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু।

    নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ

    নাটোরের নলডাঙ্গায় ডোবার পানিতে ডুবে মোঃ ইউসুফ হোসেন(২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

    রবিবার (০৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম মাধনগর শেখপাড়ায় এ ঘটনা ঘটে। ইউসুফ ওই গ্রামের বাসিন্দা শাহিনুর হোসেনের ছেলে।

    জানা গেছে,সবার অজান্তে বাড়ি পাশের ডোবার পানিতে পড়ে ডুবে যায় ইউসুফ। পরে বাড়িতে শিশুটিকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ডোবা থেকে ইউসুফকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

    ইউসুফকে মাধনগর উপস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ওই শিশুটিকে মৃত ঘোষণা করেন।

  • বাঘায় তিন দিনেও নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি।

    বাঘায় তিন দিনেও নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধি
    রাজশাহীর বাঘায় ঈশা খাতুন নামের ৫ বছরের শিশুর তিন দিনেও সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে শিশুর পিতা  এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাঘা প্রেস ক্লাবের গণমাধ্যককর্মীদের জানিয়েছেন। নিখোঁজ শিশু ঈশা খাতুন উপজেলার আড়ানী পৌরসভার রেল স্টেশন সংলগ্ন নুরনগর গ্রামের ইউসুফ আলীর মেয়ে।
    জানা যায়, আড়ানী রেল স্টেশন সংলগ্ন বাড়ির পাশে রাস্তার ধারে মা চম্পা বেগম ধুপিপিঠা বিক্রি করে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে মায়ের কাছে যায় ঈশা খাতুন। পরে আর বাড়িতে আসেনি। বিভিন্নস্থানে খোঁজ করে না পেয়ে তার পিতা ইউসুফ আলী বাদি হয়ে শুক্রবার বাঘা থানায় সাধারণ ডাইরী (জিডি) করেন।
    তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, গায়ে ছিল জিন্স রংগের জ্যাকেট ও জিন্সের ফুল প্যান্ট। কপালের বাম পাশে দাগ রয়েছে।
    কোন সুহৃদয় ব্যক্তি তার সন্ধ্যান পেলে ০১৮১৭-১৬৬৯৮২ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষে অনুরোধ জানিয়েছেন।
    বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডাইরী জিডি হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। বিভিন্ন থানায় ছবিসহ ম্যাসেজ দেওয়া হয়েছে।
  • সুবিধাবঞ্চিত শিশু-বৃদ্ধদের কল্যাণে অবকাঠামো নির্মাণ ও উন্নত শিক্ষার লক্ষ্যে চেক হস্তান্তর। 

    সুবিধাবঞ্চিত শিশু-বৃদ্ধদের কল্যাণে অবকাঠামো নির্মাণ ও উন্নত শিক্ষার লক্ষ্যে চেক হস্তান্তর। 

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর বাঘায় সরেরহাট শিশু কল্যাণ সদন ও মমতাজ -আজিজ বৃদ্ধা নিকেতনে বসবাসরত সুবিধাবঞ্চিত শিশু এবং বয়স্ক ব্যক্তিদের জন্য অবকাঠামোগত নির্মাণ, আসবাবপত্র, উন্নত খাবার পরিবেশন সহ উন্নত শিক্ষার লক্ষ্যে ১৪ জানুয়ারী শনিবার একটি চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    সেখানে এইচআরএম টেক্সটিল, জিএমবিএইচ, সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ-আজিজ বৃদ্ধা নিকেতনকে রোটারি ইন্টারন্যাশনাল(বাঁকা আরসি প্যারাডাইস)এর সহযোগিতায় ৫০,০০০হাজার ইউএস ডলার প্রদান করে।

    বাংলাদেশী টাকায় তার পরিমাণ দাঁড়ায় ৫৫ লক্ষ টাকার বেশি। সরেরহাট কল্যাণী শিশু সদনের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার শামসুদ্দিন সরকার ও মমতাজ-আজিজ বৃদ্ধা নিকেতনের প্রতিষ্ঠাতা সামসুন্নাহারের হাতে এই চেক তুলে দেওয়া হয়।

    উপজেলার সরেরহাট শিশু কল্যাণ সদন ও মমতাজ -আজিজ বৃদ্ধা নিকেতন প্রাঙ্গনে আয়োজিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির পিতা মো. সামসুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন এইচআরএম সোর্সিং লিমিটেড ও এইচআরএম টেক্্রটিল জিএমবিএইচ এর ব্যবস্থাপনা পরিচালক ফকরুল কবির রিপন, প্রধান নির্বাহী কর্মকর্তা মনিরুল হক।

    প্রতিষ্ঠানটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডাক্তার শামসুদ্দিন সরকার , বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম, গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু। উপস্থিত ছিলেন, ডাক্তার শাসুদ্দিনের স্ত্রী মেহেরুন্নেসা, ইউপি সদস্য কামাল হোসেন,বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।

    বক্তব্যেকালে ডাক্তার শমেস উদ্দিন সরকারকে বাবা আর মেহেরুন্নেছাকে মা সম্বোধন করে ফখরুল কবির রিপন বলেন, বিগত আট বছর ধরে ও মমতাজ আজিজ বৃদ্ধা নিকেতনে সহযোগিতা করে আসছে। ২০১৭ সাল থেকে এই মহান উদ্যোগে যোগদান করে এইচআরএম টেক্সটিল জিএমবিএইচ। সেই ধারাবাহিকতায় আবারো ৫০,০০০হাজার ইউএস ডলার প্রদান করেন।

    তিনি জানান, এইচআরএম সোর্সিং লিমিটেড বাংলাদেশের একটি সুপরিচিত এবং অন্যতম বৃহত্তম বায়িং হাউজ প্রতিষ্ঠান। এইচআরএম সোর্সিং লিমিটেডের সহযোগী অঙ্গ প্রতিষ্ঠান এইচআরএম টেক্সটিন জিএমবিএইচ স্টুড গার্ড ২০১৭ সাল থেকে জার্মানিতে পথচলা শুরু করে । যার মূল উদ্দেশ্য হলো জার্মানিতে বিশ্বমানের ফ্যাশনেবল কর্পোরেট পোশাক সামগ্রী বিপণন এবং ওয়ার্ক ওয়ার বিক্রয়কারী সংস্থা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা এবং প্রতিষ্ঠাকালীন প্রতিশ্রুতি হিসাবে এইচআরএম সোর্সিং লিমিটেড বাংলাদেশ অসহায়দের পাশে থেকে সহযোগিতা করছে।

    মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ শামসুদ্দিন বলেন, তিনি নিজে ও তার ছেলে প্রতিষ্ঠানটির উন্নয়ন কর্মকান্ডের সঙ্গে জড়িত থেকে সহযোগিতা করে আসছেন। অনুষ্ঠানের সভাপতি সাইদুর রহমান বলেন, প্রতিষ্ঠাকাল থেকেই শুভাকাঙ্খিদের সহযোগিতা পেয়ে আসছে। প্রথমত এতিমদের রক্ষায় প্রতিষ্ঠান চালাতে গিয়ে পৈতৃক সম্পত্তি বিক্রয় করতে হয়েছে ডাক্তার শামসুদ্দিনকে। প্রথম দিকে আয় বলতে ছিল মেহেরুন্নেসার সেলাই ফোঁড়া আর ডাক্তার শমেসের চিকিৎসা থেকে আসা কিছু অর্থ। শেষ সম্বল জায়গা জমি হারিয়ে শমেস-মেহেরুন্নেছা দম্পতি এখন বসবাস করছেন এতিম শিশু আর বয়স্কদের সাথে তার গড়া প্রতিষ্ঠানেই। এখানে যারা থাকেন তারা সকলেই ডাক্তার শমেসকে বাবা আর মেহেরুন্নেছ কে মা বলে ডাকেন।

    জানা যায়, ১৯৮৪ সালে সরেরহাট কল্যাণী শিশু সদন ও ২০১৭ সালে মমতাজ-আজিজ বৃদ্ধা নিকেতন প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠান দু’টি রাজশাহী শহর থেকে ৫০ কিলোমিটার পূর্বে পদ্মা নদীর তীর ঘেঁষে বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামে অবস্থিত। এখানে ঠাঁই পেয়েছে ১৩০ জন এতিম শিশু ও ৪৪ জন বৃদ্ধ । বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার শামসুদ্দিন জানান, এর মধ্যে সরকারি সহায়তা পায় ১০০ জন শিশু। তিনি জানান, প্রথমত ১২ শতাংশ জমি ক্রয় করে প্রতিষ্টান গড়ে তোলা হয়। বর্তমানে জমির পরিমান ৫২ শতাংশ ।

    এ সময় মেহেরুন্নেছা বলেন, আমার উদরে জন্ম নেওয়া সন্তানসহ প্রতিষ্ঠানের সকলেই আমার সন্তান। আমি তাদের মাঝেই বেঁচে থাকতে চাই।

  • রানীশংকৈলে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু। 

    রানীশংকৈলে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু। 

    বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাটি ঘটে রবিবার (৩০ অক্টোবর) দুপুরবেলা।
    নিহত শিশু রিপন রায় (৩) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বাড়া তেঘরিয়া গ্রামের তপন রায় ও জোসনা রানী দম্পতির একমাত্র সন্তান।
    স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহতের মা ও দাদা দাদি তারা সকলে গরুর জন্য ঘাস আনতে বাড়ির মাঠে যায়। এসময় বাবার সাথে বাড়িতে ছিল শিশু রিপন রায়।এক সময় খেলার জন্য রিপন বাড়ি থেকে পুকুরের পাশে চলে আসে এবং পানিতে পড়ে যায়। নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না খবর পেয়ে পরিবারের লোকজন খোজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটি কে ভাসতে দেখে মৃত অবস্থায় তুলে তুলে আনে দাদা।
    পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৮নং নন্দুয়ার ইউপি চেয়ারম্যান আব্দুল বারী।
    এবিষয়ে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, নিহতের ব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ শেষকৃত্যের কার্যসম্পন্না করার জন্য শিশু রিপন রায়ের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
  • শিশুকে বলৎকারের অভিযোগে মসজিদের মোয়াজ্জেম গ্রেপ্তার।

    শিশুকে বলৎকারের অভিযোগে মসজিদের মোয়াজ্জেম গ্রেপ্তার।

    শিশুকে বলৎকারের অভিযোগে মসজিদের মোয়াজ্জেম গ্রেপ্তার।


    নাটোরের নলডাঙ্গায় ৫ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগে মসজিদের এক মোয়াজ্জেম কে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শনিবার বিকালে উপজেলার শাখাঁড়ীপাড়া ফসলি মাঠ থেকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত মোয়াজ্জেম নাম আব্দুস সালাম (৫০),তিনি উপজেলার শাখাঁড়ীপাড়ার গ্রামের বাসিন্দা।

    নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শাখাঁড়ীপাড়া জামে মসজিদের মোয়াজ্জেম আব্দুস সালাম একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে শিশু সন্তান কে বেশ কয়েক দিন ধরে মোবাইলে গেম খেলার লোভ দেখিয়ে ঘরে বলৎকার করে আসছিল।

    ২ জুন শনিবার সকালে ওই শিশু সন্তান কে আবারও বলৎকার করলে অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ্য হয়ে পড়ে।পরে পরিবারের লোকজন ঘটনা জানতে পেরেছে। শিশুটিকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

    এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার নলডাঙ্গা থানায় অভিযোগ করেন। পুলিশ বিকালে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেন।পুলিশের উপস্থিতি টের পেয়ে মোয়াজ্জেম আব্দুস সালাম মসজিদ থেকে পালিয়ে পাশের ফসলি ক্ষেতে আত্মগোপন করে।সেখান থেকে পুলিশ খুজে বের করে তাকে গ্রেপ্তার করে।

    নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন,এ ঘটনায় শিশু সন্তানের পিতা বাদী হয়ে ওই মসজিদের মোয়াজ্জেম আব্দুস সালামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।