Tag: লিফলেট

  • রাণীশংকৈলে লিফলেট বিতরণ-স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেপ্তার-৬।

    রাণীশংকৈলে লিফলেট বিতরণ-স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেপ্তার-৬।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে বুধবার দুপুর পর্যন্ত  পুলিশের ২টি পিকআপ ভ্যানে উপজেলার বিভিন্ন একালায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
    গ্রেপ্তারকৃতরা হলেন- রাণীশংকৈল পৌর স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক আরথান আলী, (৪০) সাবেক পৌর কাউন্সিলর মাইদুল হক (৪৪), পৌর যুবলীগ সদস্য এরিন জাবেদ জয়,(২৪), ছাত্রলীগের সমর্থক নেকমরদ ইউনিয়নের ভবানীপুর (দেহনী), এলাকার আব্দুল কাদেরর আসাদুজ্জামান আসাদ (২৯), ভান্ডারা (দাসপাড়া) এলকার মো. করিমুলের ছেলে মেহেদী হাসান মুন্না (১৯) রানীশংকৈল পৌরসভার মুক্তা পাড়া এলাকার কামরুজ্জামানের ছেলে
    ইফতিয়ার রহমান (১৯)
    স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, আমরা তাদের আটকের কারণ জানতে চাইলে পুলিশ সেখানে থাকা লোকজনের উপর লাঠিচার্জ করেন। স্থানীয়রা আরও বলেন এসময় জাতীয় পাটির নেতা আব্দুল কুদ্দুশ, হোটেল ব্যবসায়ী মিন্টু মিয়া, সুমনসহ কয়েকজন আহত হয়।
    এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনায় গত ২ দিন ধরে রাণীশংকৈল  উপজেলার কয়েকটি এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছিলেন কিছু আ.লীগের নেতাকর্মী ।
    একই সাথে এই সংক্রান্ত একটি ভিডিও ‘বাংলাদেশ আওয়ামী লীগ’র ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হলে মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে উপজেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে অভিযান পরিচালনা করে পুলিশ পাঁচজনকে আটক করে।
    এবিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন,আন্দোলনের উস্কানিতে লিফলেট বিতরণ করার অভিযোগে রাতভর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গ্রেপ্তারের পর বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।  এধরনের অভিযান অব্যাহত থাকবে।
    স্থানীয়দের লাঠিচার্জ মারপিট  করার কারণ প্রসঙ্গে ওসি বলেন, স্থানীয় লোকজন আটক আসামীদের ছিনতাই করার চেষ্টা করলে আমরা বাধা দিই, এসময় সামান্য তর্ক বির্তক হয়েছে মাত্র ।
  • বাঘায় আওয়ামীলীগের লিফলেট বিতরণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ।

    বাঘায় আওয়ামীলীগের লিফলেট বিতরণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ।

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেন।

    সোমবার (৪ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার বাউসা বাজারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে দিঘা ও অমরপুর বাজারে বিক্ষোভ মিছিল করেন তারা।

    বাউসা বাজারে বিক্ষোভ মিছিল শেষে ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হক, বিএনপি নেতা ইদ্রিস আলী বানু, এনামুল হক, রমজান আলী, বাদশা আলী, আলতাফ হোসেন, নাসির উদ্দীন, আবুল ফজল, ইয়ার উদ্দীন, আমির হামজা মধু প্রমুখ।

    এ বিষয়ে বাঘা থানার ওসি আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, আওমীলীগের লিফলেট বিতরণের কোন খোঁজ মেলেনি। তবে উপজেলার কয়েকটি স্থানে লিফলেট বিতরণের প্রতিবাদে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

  • রামপালে লিফলেট বিতরণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি।

    রামপালে লিফলেট বিতরণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের রামপালে লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ। এই লিফলেটে তাঁরা সাতটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।
    সোমবার(১৩ জানুয়ারি) সকাল ১১ টায় বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান নোমান ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আবু হাসান’র নেতৃত্বে রামপাল সদরের গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের মধ্যে ৭ দফার এ লিফলেট বিতরণ করা হয়।
    এসময় উপস্থিত ছিলেন মোঃ সোলাইমান শেখ, ফাত্তাইন নাঈম, ফকির তারেক, সাব্বির রহমান, শারমিন আক্তার শোভা, মিম বিল্লাহ, মোঃ তায়েব নূর, সিরাজুল ইসলাম, আরাফাত হোসেন সবুজ, তালিম হাসান, শেখ মাছুম বিল্লাহ প্রমুখ।
    এসময় নেতৃবৃন্দরা সাংবাদিকদের বলেন, শীঘ্রই জুলাই ‘ঘোষণাপত্র’ জাতির সামনে তুলে ধরা কিংবা ঘোষণা দিতে হবে। জুলাই অভ্যুত্থান শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসার প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে। ভবিষ্যতে আর কোন শাসক যেন ক্ষমতায় গিয়ে হাসিনার মত ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে সেই রকম রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করার লক্ষেই এ লিফলেট বিতরণ কর্মসূচি দেশব্যাপী পালন করা হচ্ছে।জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতেই এ লিফলেট বিতরণ কার্যক্রম হাতে নিয়েছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
  • রামপালে কেন্দ্রীয় ছাত্রদলের ৩১ দফার লিফলেট বিতরণ।

    রামপালে কেন্দ্রীয় ছাত্রদলের ৩১ দফার লিফলেট বিতরণ।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল সরকারি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরন করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
    সোমবার(২৫ নভেম্বর) বেলা ১২ টার দিকে লিফলেট বিতরণ শেষে রামপাল সরকারি কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তারা।
    এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আশিকুর রহমান ও সহ-সম্পাদক শারমিন সুলতানা রুমাসহ জেলা ও উপজেলা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরাও প্রাণ খুলে তাদের অতীত ও বর্তমান অভিজ্ঞতা নিয়ে সংগঠনের নেতাদের কাছে তুলে ধরেন।
    মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশিকুর রহমান বলেন, শিক্ষাঙ্গনে কি ধরনের রাজনীতি হতে পারে তা নিয়ে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা যা বলেছে এগুলোর ওপর ভিত্তি করে আমরা ছাত্র রাজনীতি চালাতে চাই। ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের মতো ত্রাসের রাজনীতি করবে না ছাত্রদল। প্রকাশ্যে দিনে দুপুরে যে খুনী সংগঠন মানুষকে হত্যা করেছে সেরকম রাজনীতি তারা আর বাংলাদেশে দেখতে চায়না। ছাত্রলীগের সন্ত্রাসীরা জোর করে মিছিলে নেওয়াসহ যাবতীয় যে নীতিবাচক রাজনীতি গত সাড়ে ১৫ বছর কায়েম করেছে তার বিপরীতে একটি অত্যবহ এবং ইতিবাচক ছাত্র রাজনীতি বিনির্মান করা যায় সে বিষয়ে শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন। আগামীতে ছাত্রদলের রাজনীতিটা শিক্ষার্থীদের ওই সিদ্ধান্তের অংশিদারিত্বের ভিত্তিত্বে আমরা করতে চাই।
    আশিকুর রহমান আরো বলেন, গত ১৩ জুলাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছি। দফাগুলোর বিষয়ে তাদের পরামর্শ আমাদেরকে ই-মেইলের মাধ্যমে পাঠানোর কথা বলা হয়েছে। ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে এবং এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা কী; সেগুলোও শিক্ষার্থীদের জানানো হয়েছে।
    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সাবেক ছাত্রদল নেতা মল্লিক জিয়াউল হক জিয়া, শাহাজালাল গাজী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান খাঁন সবুজ,  সদর থানা ছাত্রদলের আহ্বায়ক নিয়ামুল কবির রাহুল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তরিকুল ইসলাম শোভন,  ছাত্রদল নেতা মোঃ ইব্রাহিম, মঈনুল ইসলাম মঈন, খাঁন জিল্লুর রহমান,  শেখ হাফিজ, আরিফ হাসান গজনবী, শফিকুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, কাজী আবু তালেব,  মেহেদী হাসান সাব্বির, মোঃ মিলন, শামীম প্রিন্স,  মারুফ, মহিদুল ইসলাম, মোঃ ইকরামুল সরদার, বাদল, আশিকুজ্জামান, জুবায়ের, আব্দুল কুদ্দুস প্রমুখ।
  • তারেক রহমানের ৩১দফা’র লিফলেট রামপালে ছাত্রদলের বিতরণ।

    তারেক রহমানের ৩১দফা’র লিফলেট রামপালে ছাত্রদলের বিতরণ।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই মূলনীতির ভিত্তিতে সকল ধর্মাবলম্বী অবাধে নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করবেন। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড় ও সমতলের ছোট-বড় (ক্ষুদ্র-বৃহৎ) সকল জাতি গোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক,  সাংস্কৃতিক, অর্থনৈতিক ধর্ম-কর্ম ও নাগরিক অধিকার ভোগ করবেন এবং রাষ্ট্র তাদের জীবন, সম্ভ্রম অধিকারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে।’ এ ছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে রামপাল উপজেলা ছাত্রদল।
    মঙ্গলবার(১২ নভেম্বর) সকালে ছাত্রদল নেতা ইমরান হাওলাদার তুহিন ও রওনাকুল ইসলাম তয়নের নেতৃত্বে উপজেলার সোনাতুনিয়া কামিল মাদ্রাসা ও আমেনা খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে লিফলেট বিতরণ ও শিক্ষার্থীদের সাথে আলোচনা সভা করেন ছাত্রদলের নেতৃবৃন্দরা।
    এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোঃ আকবর আলী, আব্দুল কাদের ফারাজ, মোহাম্মদ শাকিরুল ইসলাম, মাজারুল ইসলাম তামিম, রতন শেখ প্রমুখ।
    আলোচনা সভায় তারা ছাত্রদের রাজনৈতিক ভাবনা, ভবিষ্যত রাষ্ট্র সম্পর্কে ছাত্রদের চিন্তা ও ছাত্রদলের নীতি-নৈতিকতা, আদর্শ সম্পর্কে ছাত্রদের অবহিত করণ এবং দেশ ও দলের সঠিক ইতিহাস সম্পর্কে আলোচনা করেন নেতৃবৃন্দরা।
  • রামপালে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের লিফলেট বিতরণ।

    রামপালে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের লিফলেট বিতরণ।

    রামপালে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের পোস্টারিং
    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রামপাল সরকারি কলেজে পোস্টারিং এবং সচেতনতা কার্যক্রম ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ এবং মিছিল করেছে ছাত্রদলের নেতৃবৃন্দরা।
    বুধবার (৬ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে এ কার্যক্রম চালায় ছাত্রদলের নেতৃবৃন্দরা।
    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন ইব্রাহিম হোসেন, রামপাল কলেজ ছাত্রদল নেতা মোঃ রফিকুল ইসলাম, ইকরাম হোসেন, পিয়াস সামিন প্রমুখ।
  • মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল।

    মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল।

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) এর নির্দেশে, ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরীর লক্ষ্যে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
    বুধবার ০৩ জানুয়ারি ২০২৪ ইং, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ১নং খলিলপুর ইউনিয়ন ও ২নং মনুমুখ ইউনিয়নে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
    এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব মোঃ আহমদ আহাদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মোঃ আবু বক্কর তালুকদার, মোঃ আব্দুস শহীদ, যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল হান্নান, যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল মমিন, যুগ্ন আহবায়ক মোঃ আমিনুল ইসলাম সাহেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ জাকির হোসেন সাফিন, শেখ আবেদ আলী, থানা বিএনপি’র সদস্য মোঃ টিটু মিয়া, শেখ মহসিন, মোঃ আরশ আলী, মোঃ মুকাব্বির, মোঃ শাহেদ-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
    অন্যদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহবায়ক জিএম এ মোক্তাদির রাজুর নেতৃত্বে বুধবার ০৩ জানুয়ারি ২০২৪ ইং, মৌলভীবাজার সদরের বিভিন্ন স্থানে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরীর লক্ষ্যে লিফলেট বিতরণ, জনসংযোগ ও বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
  • মৌলভীবাজার জেলা বিএনপি ও পৌর বিএনপি’র পৃথক স্থানে লিফলেট বিতরণ।

    মৌলভীবাজার জেলা বিএনপি ও পৌর বিএনপি’র পৃথক স্থানে লিফলেট বিতরণ।

    নিজস্ব প্রতিবেদক, জালাল উদ্দিন। ডামি নির্বাচন বর্জন ও ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগের এর  দাবীতে অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) এর নেতৃত্বে মৌলভীবাজার জেলা বিএনপি, পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুবদল, ছাত্রদল সমন্বয়ে। শমসেরনগর সড়কের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, ও বিক্ষোভ মিছিল করেছেন তারা।
    শনিবার ৩০ ডিসেম্বর ২০২৩ইং, লিফলেট বিতরণ, ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাবু স্বাগত কিশোর দাস চৌধুরী, পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ মনোয়ার আহমদ রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আহমদ আহাদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক এম এ নিশাত, জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মোনায়েম কবির, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মোঃ মশিউর রহমান বেলাল, জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ রিপন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল হান্নান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আব্দুল মমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম শাহেদ, জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ নানু মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মোঃ জাকির হোসেন শাফিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মোঃ আব্দুস শহীদ, শেখ আবেদ মিয়া, মোঃ জামাল আহমদ, মোঃ লোকমান মিয়া, মোঃ টিটু মিয়া, মোঃ জলিল মিয়া, মোঃ লতিফ মিয়া, মোঃ ইলিয়াস কবির শাহীন, মোঃ সাব্বির আহমদ, শেখ মহসিন মিয়া, মোঃ আরশ মিয়া-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
    এ দিকে শনিবার ৩০ ডিসেম্বর ২০২৩ ইং, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) এর নির্দেশনায় মৌলভীবাজার পৌর-বিএনপি’র সদস্য সচিব মোঃ মনোয়ার আহমেদ রহমান এর নেতৃত্বে জেলা প্রাণ কেন্দ্র কুসুমবাগ এলাকা, শহরের পুরাতন হাসপাতাল সড়ক ও পশ্চিম বাজার এলাকায় লিফলেট বিতরণ করে গণসংযোগ করেছেন পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতাকর্মী ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা।
    এ লিফলেট বিতরণ করে সাধারণ জনগণের মধ্যে জনমত তৈরির লক্ষ্যে সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কাউন্সিল মোঃ আনিসুজ্জামান বায়েছ, পৌর বিএনপি’র সিনিয়র নেতা মোঃ রুনু আহমদ, পৌর বিএনপি’র ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ আমিনুর রশিদ, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আজাদুর রহমান, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মোঃ জমসেদ আলী, ২ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ মোঃ শামিম আহমদ, ৩ নং ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাসুম আহমদ, ৮ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বদরুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপি’র মোঃ তালেব, ৮নং ওয়ার্ড বিএনপির’র মোঃ রাব্বি রহমান, মোঃ তারেক আহমদ-সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
    অন্যদিকে শনিবার ৩০ ডিসেম্বর ২০২৩ ইং, ডামি নির্বাচন বর্জন ও ফ্যাসিষ্ট শেখ হাসিনার পদত্যাগ এর দাবীতে অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নির্দেশনায় মৌলভীবাজার জেলা সংগ্রাম দলের সাধারণ সম্পাদক এম. মবশ্বির আলীর নেতৃত্বে কমলগঞ্জ উপজেলা ও শ্রীমঙ্গল উপজেলা’র বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন এ সময় উপস্থিত ছিলেন, জেলা সংগ্রাম দলের মোঃ রাসেল মিয়া, মোঃ হেলাল চৌধুরী, মোঃ রেজাউল আউব, মোঃ শামীম মিয়া, মোঃ কায়ছার আলম-সহ প্রমুখ।
  • মৌলভীবাজারে জনগণের মধ্যে জনমত তৈরির লক্ষ্যে পৌর বিএনপি লিফটের বিতরণ।

    মৌলভীবাজারে জনগণের মধ্যে জনমত তৈরির লক্ষ্যে পৌর বিএনপি লিফটের বিতরণ।

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে দেশ ব্যাপি বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) এর নির্দেশনায় জেলা শহরের প্রাণ কেন্দ্র কুসুমবাগ এলাকায় দিনব্যাপী লিফলেট বিতরণ করে গণসংযো করেছেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির ও বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতা-কর্মীরা।
    বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ইং, পৌর-বিএনপি’র আহ্বায়ক মোঃ মুজিবুর রহমান মজনু ও পৌর-বিএনপি’র সদস্য সচিব মোঃ মনোয়ার আহমেদ রহমান এর নেতৃত্বে এ লিফলেট বিতরণ এবং গণসংযোগ করা হয়।
    লিফটের বিতরণ করে সাধারণ জনগণের মধ্যে জনমত তৈরির লক্ষ্যে এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউন্সিল মোঃ আনিসুজ্জামান বায়েছ, পৌর বিএনপির সিনিয়র নেতা মোঃ রুনু আহমদ, পৌর বিএনপির ৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ শহিদ আহমদ জুনেদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম, ৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ জমসেদ আলী, ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ মোঃ শামিম আহমদ, ৩ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাসুম আহমদ, ৬ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মুহিবুল হাসান, পৌর বিএনপির’র মোঃ রাব্বি রহমান, মোঃ তারেক আহমদ-সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
  • রাজশাহীর গণসমাবেশ সফল করতে বাঘায় বিএনপি’র লিফলেট বিতরণ।

    রাজশাহীর গণসমাবেশ সফল করতে বাঘায় বিএনপি’র লিফলেট বিতরণ।

    বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ

    আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে রাজশাহীর বাঘায় লিফলেট বিতরণ করেছে রাজশাহী জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জল ।
    রোববার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা তেঁথুলিয়া বাজার এলাকায়সহ উপজেলার বিভিন্ন স্থানে আনোয়ার হোসেন উজ্জলের নেতৃত্বে নেতারা এ লিফলেট বিতরণ করেন। নেতাকর্মীরা উপজেলার মীরগঞ্জ এলাকা হয়ে উপজেলা সদর পরে তেঁথুলিয়া, আড়ানী পৌর বাজার সড়কের মোড়ে মোড়ে পথচারী ও যানবাহনের যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন। বিভাগীয় সমাবেশে যোগদানের জন্য আহবায়ক জানানো হয় এ লিফলেটে।

    এছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কের মোড়ে মোড়ে দাঁড়িয়ে পথচারী ও যানবাহনের যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন। বিভাগীয় সমাবেশে যোগদানের জন্য অনুরোধ জানানো হয় লিফলেটে।
    লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য সহকারি অধ্যপক মো. জাহাঙ্গীর হোসেন, আড়ানী পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র নজরুল ইসলাম, আড়ানী পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম, চারঘাট উপজেলার সাবেক সভাপতি সহকারি অধ্যাপক ইউনুছ আলী তালুকদার, চারঘাট পৌর বিএনপির সভাপতি কায়েম উদ্দিন, সাধারণ সম্পাদক মুরাদ পাশা, বাঘা উপজেলা যুবদলের সাবেক সভাপতি ,সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, আড়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন,সাবেক উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন পলাশ, সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক নবাব আলী, উপজেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য সচিব মোমিনুল ইসলাম হিটলার, আব্দুল সালাম,জুয়েল প্রমুখ।

    লিফলেট বিতরণকালে বিএনপির নেতা আনোয়ার হোসেন উজ্জল বলেন, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহীর বিভাগীয় গণসমাবেশে লক্ষ লক্ষ নেতাকর্মী যোগদানের কথা রয়েছে। ইতোমধ্যে বাস মালিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন। নেতাকর্মীরা প্রয়োজনে পাঁয়ে হেঁটে সমাবেশে যাবেন । কোনো প্রতিবন্ধকতা বাধাই সৃষ্টি করতে পারবে না।