Tag: লক্ষ্মীপুর

  • লক্ষ্মীপুর সংবাদ প্রকাশের পর সাংবাদিকের উপর হামলার অভিযোগ।

    লক্ষ্মীপুর সংবাদ প্রকাশের পর সাংবাদিকের উপর হামলার অভিযোগ।

    লক্ষ্মীপুরে সংবাদ প্রকাশের জেরধরে সাংবাদিক মোঃ সোহেল হোসেন,দৈনিক আমারজমিন পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধির উপর হামলার ঘটনা ঘটেছে।

    বৃহস্পতিবার (২৯ জুন ) হাজী মোহু মাঝি জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে গিয়ে হামলার শিকার হন।ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের জনতা বাজার এলাকায়।

    সংঘবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্য অতর্কিত ভাবে হামলা করা করা হয়েছিলো। এ ঘটনায় সাংবাদিক সোহেল হোসেন বাদী হয়ে ৫ জনকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

    আসামিরা হলেন-সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের জনতা বাজারের আব্দুল লতিফ ডাক্তার বাড়ি আব্দুস শহীদ. বাহার হোসেন।

    সাংবাদিক সোহেল হোসেন বলে আমি পবিত্র ঈদুল আযহার নামাজ পড়তে ঈদ গায়ে যাই সেখানে দুষ্কৃতীরা আমার উপর অতর্কিতভাবে হামলা করে।তাদের উপর্য্যপরি হামলায় চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করেন।পরে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

    এই বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেস্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    লক্ষ্মীপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • লক্ষ্মীপুরে পূর্বের শত্রুতা জের ধরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে আহত।

    লক্ষ্মীপুরে পূর্বের শত্রুতা জের ধরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে আহত।

    জামি দখলে বাধা দেওয়ায় এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়াগেছে। মঙ্গলবার (১১জুলাই) দুপরে লক্ষ্মীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের এ ঘটনা ঘটে। অভিযুক্ত আফজাল হোসেন আক্কাস স্থানীয় মৃত আবুল কালাম সর্দারের মেঝ ছেলে। সৌদী প্রবাসী বাবুলের স্ত্রী আহত সাজেদা আক্তারকে রক্তাক্ত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

    স্থানীয়রা জানান, আক্কাস ও তার ভাই বোনদের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বহু শালিস-দরবার ও থানায় অভিযোগ করা হলেও আক্কাস কোন সিদ্ধান্ত মানেন না। কয়েক দিন আগে স্থানীয় কমিশনার ও গণ্যমান্য ব্যক্তিদের উপন্থিতিতে তাদের সম্পত্তি ভাই বোনদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার দুপরে আক্কাস তার শ^শুর বাড়ির লোকজন নিয়ে এসে, বাবুলের জমিতে বেড়া দিয়ে দখল করতে গেলে তার স্ত্রী বাধা দেয়। এতে আক্কাস তার লোকজন নিয়ে সাজেদার উপর হামলা করে। সাজেদার চিৎকারে তার ছেলে মেয়েরা ছুটে আসেন।তারা সাজেদাকে উদ্ধার হাসপাতালে ভর্তি করেন।

    স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী জানান, আমরা সম্পত্তি পরিমাপ করে তাদের সবার অংশ বুজিয়ে দিয়েছি। তবে তাদের চার ভাইয়ের জন্য চারটি দোকান ঘরের জায়গা রাখা হয়েছিল, যা কাউকে বুঝিয়ে দেওয়া হয়নি। এখন শুনেছি ঐ দোকান ঘরের জায়গা দখল নিয়ে মারা-মারি করে কয়েকজন হাসপাতালে আছে। আমি মনে করি যে’ই এই দখল করতে ছেয়েছেন সেই অপরাধি। সাজেদা আমাকে ফোনে জানিয়েছেন যে, আক্কাস তাদের দোকানের জায়গা দখল করছেন। তবে আক্কাস তা অস্বীকার করেছেন।
    এই বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা এসআই মোবারক হোসেন জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারা-মারি হয়। এ ঘটনায় উভয় পক্ষই মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা পালাতক রযেছেন। আসামী ধরতে অভিযান অব্যহত আছে। তদন্ত সাপেক্ষ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • লক্ষ্মীপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু।

    লক্ষ্মীপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু।

    লক্ষ্মীপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শাফায়েত হোসেন (১৭) ও রাজন হোসেন (১৯) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। এই সময় তুষার (৩০), রিয়াজ (১৯) ও শোয়েব ইসলাম (১৮) নামে তিনজন আহত হয়েছেন।শুক্রবার (৩০ জুন) সন্ধ্যা ৬টার দিকে জেলার সদর উপজেলার লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কের সাইফিয়া দরবার শরীফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত সাফায়েত সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলি এলাকার মো. মনজুর ছেলে ও রাজন লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার আক্তার হোসেনের ছেলে।

    আহত শোয়েব লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার সোহেল রানার ছেলে ও রিয়াজ চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ এলাকার রফিক মিয়ার ছেলে। অপর আহত তুষারের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত মোটরসাইকেলে সেলফি তোলার সময় দ্রুত গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
    লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, আমরা দুইজনকে মৃত অবস্থায় পেয়েছি। তুষার নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

  • লক্ষ্মীপুরের আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা।

    লক্ষ্মীপুরের আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা।

    লক্ষ্মীপুর জেলার সহ দেশব্যাপী হাসপাতাল আন্তর্জাতিক নার্স দিবস পালিত হচ্ছে শুক্রবার ১২ মে সাড়ে ১০ টার সময় নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে লক্ষ্মীপুর জেলার সদর হাসপাতাল র‍্যালি ও আলোচনা সভা হয় প্রধান অতিথিঃ আহাম্মদ কবীর সিভিল সার্জন তত্ত্বাব ধায়ক,সদর হাসপাতাল লক্ষ্মীপুর।বিশেষ অতিথিঃ ডাঃ আনোয়ার হোসেন আর, এম, ও, সদর হাসপাতাল লক্ষ্মীপুর।

    সভাপতিঃ মোসাঃ রেহানা বেগম নার্সিং সুপারভাইজার সদর হাসপাতাল লক্ষ্মীপুর। জয়নাল আবদ্বীন ইমারজেন্সি মেডিকেল অফিসার সদর হাসপাতাল লক্ষ্মীপুর।

    আব্দুল নূর, সিনিয়ার স্টাফ, হারুন রশিদ সিনিয়ার স্টাফ
    সঞ্চালায়ঃ লাইলা ইয়াসমিন ও শাহাদাত হোসেন,নুরুজ্জামান চৌধুর, আব্দুস শহীদ, আপা হালদার, ফাতেমা, লিলু দাস, জাহানারা, শাহাদাত, পপি খাতুন, জানারা সুলতানা, রুমা আক্তার কুসুম, মিঠু রানী শীল শারমিন, অনুষ্ঠান চলাকালীনে সময় রবীন্দ্র সংগীত ও গীতা পাঠ করা হয়

    ডাঃ জয়নাল আবদ্বীন ইমারজেন্সি মেডিকেল অফিসার তিনি বলেন, হাসপাতলে রোগীদের প্রেসক্রিপশন পড়বো ও ইনডাকশন পোস্ট করব ডাঃ আনোয়ার হোসেন আর, এম, ও, বলেন,আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে লক্ষ্মীপুর সদর হাসপাতালের নার্সের সংখ্যা ৭০ জন্য করুণা মহামারীতে দিনরাত রোগীদের সেবা দিয়ে আসছে এই নার্সেরা প্রতিদিন ভর্তি হয় রোগীদের কথা মনোযোগ দিয়ে শুনব ও নিয়মিত সেবা সময় নার্সেরা ফোনে আলাপ বন্ধ রাখবো রোগীরা হল মা-বাবা ভাই বোনদের মত প্রতিটি রোগীরা বিপদে পড়ে আসে এদের সাথে ভালো ব্যবহার করব।

    সদর হাসপাতালে সকল নার্সেরা আগামী ২০২৪ইং সালের মধ্যে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল নার্স হিসেবে দেখতে চাই

  • লক্ষ্মীপুরে বিএনপির নেতাকর্মীরা আ’লীগের হামলার শিকার।

    লক্ষ্মীপুরে বিএনপির নেতাকর্মীরা আ’লীগের হামলার শিকার।

    সোহেল হোসেন,লক্ষীপুর প্রতিনিধিঃ

    কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীর হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। বাধা-বিপত্তি যতই আসুক, ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে আছি। সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন আরও বেগবান করবো।

    আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহত নেতাদের দেখতে এসে তিনি এই কথা বলেন। এই সময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

    কমলনগর উপজেলার ৮নং চর কাদিরা ইউনিয়ন যুবদলের সভাপতি আকরাম হোসেন সাহেদ বলেন, পদযাত্রা শেষে বক্তব্যের প্রস্তুতি নিচ্ছিলাম। এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে দুই পক্ষের লোকজনের মধ্যে মারামারি শুরু হয়। এতে বিএনপির ১০-১৫ নেতাকর্মী আহত হয়ন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

  • লক্ষ্মীপুরে নৌকার জয় হবেই-সৈকত।

    লক্ষ্মীপুরে নৌকার জয় হবেই-সৈকত।

    সোহেল হোসেন,লক্ষীপুর প্রতিনিধিঃ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান জাতিসংঘ রিয়েল লাইফ হিরো তানভীর হাসান সৈকত বলছেন, লক্ষ্মীপুর একটি দুর্নাম রয়েছে,বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ঘাঁটি লক্ষ্মীপুর মাটি। এখন আর সেই কথা বললে হবে না। এখন থেকে বলতে হবে লক্ষ্মীপুর মাটি শেখ হাসিনার ঘাঁটি। আগামী নির্বাচনে আমরা লক্ষ্মীপুরে ৪টি আসন নৌকার বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

    শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সৈকত এ মন্তব্য করেন। লক্ষ্মীপুর নাগরিক কমিটি উদ্যোগে সৈকতকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

    সৈকত আরও বলেন, শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি কৃতজ্ঞ। আর এ কৃতজ্ঞ ধরে রাখতে হলে লক্ষ্মীপুরের মাটিকে আওয়ামী লীগের ঘাঁটি করতে হবে।

    সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন (এমপি), জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালাহউদ্দিন টিপু।

    লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় আয়োজিত নাগরিক সংবর্ধনায় অনুষ্ঠানে প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, বিশেষ বক্তা সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও সন্মানিত বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির সভাপতি মাজহারুল কবির শয়ন।

  • লক্ষ্মীপুরে জামায়াতের শীর্ষ ৩ নেতার জামিন নামঞ্জুর-কারাগারে পাঠানোর নির্দেশ।

    লক্ষ্মীপুরে জামায়াতের শীর্ষ ৩ নেতার জামিন নামঞ্জুর-কারাগারে পাঠানোর নির্দেশ।

    লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

    লক্ষ্মীপুরে সন্ত্রাস দমন আইনের মামলায় জামায়তের ৩ শীর্ষ নেতাকে লক্ষ্মীপুর জেল কারাগারে পাঠিয়েছে আদালত। তারা হলেন মাস্টার মো: রুহুল আমিন ভূঁইয়া , এ আর হাফিজ উল্যা ও মোহাম্মদ নুরুল হুদা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলী (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিরা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেছেন। বিচারক তাদের আবেন নামঞ্জুর করেছেন। তাদের গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলায় আরও ৫ জন কারাগারে আছে।

    গ্রেপ্তারকৃত রুহুল আমিনজেলা জায়ামাতের আমির, হাফিজ উল্যা সেক্রেটারী ও নুরুল হুদা জেলা কমিটির সিনিয়র নেতা।

    আদালত সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর বিপুল শহরের দক্ষিণ তেমুহনী এলাকার সেমিপাকা ভাড়া বাসায় জামায়াতের ৪০-৫০ জন লোক ঘপ্টনাস্থলে সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোর পাঁয়তারায় বৈঠক করছিলেন। এসময় ৫২০ টি জেহাদি বইসহ ২ জনকে আটক করে পুলিশ। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

    পরদিন সদর মডেল থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করে। আটকদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ১০ অক্টোবর রাতে আরও তিন জামায়াত নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এতে এই মামলায় আবদুর রহমান, নুর আলম লিটন, আবদুর রশিদ ও সক্রিয় শিবির সদস্য সুমন ও বেলাল হোসেন কারাগারে রয়েছেন।

    এই দিকে মামলার অন্যতম আসামি রুহুল আমিন, হাফিজ উল্যা ও নুরুল হুদা তখন উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। জামিনের সময় শেষ হওয়ায় তারা লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

  • লক্ষ্মীপুরে জোয়ারের পানিতে ডুবেছে উপকূলীয় এলাকা।

    লক্ষ্মীপুরে জোয়ারের পানিতে ডুবেছে উপকূলীয় এলাকা।

    লক্ষ্মীপুরে জোয়ারের পানিতে ডুবেছে উপকূলীয় এলাকা।


    মেঘনা নদীতে জোয়ারের কারণে স্বাভাবিক উচ্চতার চেয়ে দুই থেকে তিন ফুট পানি বেড়ে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকা ডুবে গেছে। গত চার দিনে রামগতি ও কমলনগর উপজেলার বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে সাধারণ মানুষের জীবনে তৈরি হয়েছে নানা দুর্ভোগ।

    রবিবার (১৪ আগস্ট) দুপুর ২টা থেকে এই জোয়ার শুরু হয়। এতে রামগতি-কমলনগর উপজেলার নদীর তীর থেকে প্রায় দুই কিলোমিটার দূরেও জোয়ারের স্রোত দেখা যায়।

    সরেজমিনে দেখা যায়, কোমরপানিতে সাঁতরে বিদ্যালয় থেকে বাড়ি ফিরেছে শিক্ষার্থীরা। জোয়ারের কারণে বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হয়েছে।

    কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের লুধুয়া বাগারহাট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ফলকন উচ্চবিদ্যালয়। জোয়ারের কারণে ছুটি পেয়ে কোমরপানিতে নেমে বিদ্যালয় থেকে বাড়ি ফিরতে হয়েছে শিক্ষার্থীদের। এর মধ্যে শিশু শিক্ষার্থীরা সাঁতরে বাড়ি ফিরেছে। এই ছাড়া আশপাশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পাঠদানে বিড়ম্বনায় পড়তে হয়েছে বলে জানা গেছে।
    অন্যদিকে রামগতি উপজেলার আলেকজান্ডার মাছঘাট এলাকায় জেলেরা ঘাটে ফিরেছেন। কিন্তু মাছ শিকারে ক্লান্ত শরীরে ঘাটে ফিরে তারা আরও বেশি বিপাকে পড়েছেন। কূলে উঠতে হয় বুক পরিমাণ পানি অতিক্রম করে। এই সময় মাথায় মাছভর্তি টুকরি নিয়ে জোয়ারের পানিতে তাদের দুর্ভোগে পড়তে হয়।

    স্থানীয়দের ভাষ্যমতে, গত চার দিনের জোয়ারে রামগতি ও কমলনগর উপজেলার বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জোয়ারের তীব্র স্রোতে ও ভাটার টানে অভ্যন্তরীণ সড়কগুলো ভেঙে ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। সড়কগুলো দিয়ে যাতায়াতে চরম বিপর্যয়ে পড়তে হচ্ছে। কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার মতো গাড়ি পাওয়া যাচ্ছে না সড়কের কারণে।
    খোঁজ নিয়ে জানা গেছে, কমলনগরের চরমার্টিন, চরকালকিনি, চরফলকন, পাটারিরহাট, সদরের চররমনী মোহন, রায়পুরে উত্তর চরবংশী, দক্ষিণ চরবংশী ও রামগতির চরআবদুল্লাহসহ প্রায় ১৩টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কমলনগরের চরফলকন উচ্চবিদ্যালয় ও চরকালকিনির মতিরহাট উচ্চবিদ্যালয় মাঠ জোয়ারে কোমর পরিমাণ পানিতে ডুবে গেছে। বাধ্য হয়ে ওই পানি অতিক্রম করেই বাড়িতে ফিরতে হয়েছে শিক্ষার্থীদের।

    সদর উপজেলা থেকে রামগতি উপজেলা পর্যন্ত প্রায় ৩৭ কিলোমিটার মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ নেই। গেল একনেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য প্রায় ৩ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দেন। জানুয়ারিতে প্রকল্পের কাজ শুরু হলেও দৃশ্যমান নয়।

    স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করে বলেন, ঠিকাদার কাজ রেখে পালিয়েছেন। ঠিকাদারদের সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও জড়িত। শুধু বালু-সংকট দেখিয়ে তারা কাজ করছেন না। তাদের কারণে প্রতিদিন কেউ না কেউ নদীভাঙনে নিঃস্ব হচ্ছেন। কাছাকাছি দূরত্বে চাঁদপুরে বালু পাওয়া না গেলে অন্যত্র থেকে আনার ব্যবস্থাও তারা করেন না। উপকূলীয় বাসিন্দাদের দুর্ভোগে রেখে তারা বিভিন্ন অজুহাত দিয়ে যাচ্ছেন।

    কমলনগরের চরকালকিনি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যান ছায়েফ উল্যা বলেন, তীব্র স্রোতে উপকূলে জোয়ারের পানি ঢুকেছে। এতে অভ্যন্তরীণ সড়কগুলো ভেঙে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। মানুষ খুব দুর্ভোগে রয়েছে।

    রামগতি উপজেলার চরআবদুল্লাহ ইউপির চেয়ারম্যান কামাল হোসেন মঞ্জুর বলেন, আমার ইউনিয়নটি মেঘনা নদীবেষ্টিত। প্রতিটি ভিটা জোয়ারের পানিতে ডুবে গেছে। মানুষের দুর্ভোগের অন্ত নেই। টানা জোয়ারের কারণে অনেক ঘরে চুলাও জ্বলেনি।

    কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, কয়েক দিন টানা জোয়ার হচ্ছে। এতে উপকূলীয় এলাকার বাসিন্দারা দুর্ভোগে রয়েছে। আমি সব সময় তাদের খোঁজ নিচ্ছি। এই ছাড়া বাঁধ নির্মাণকাজটিও বন্ধ রয়েছে। রোববার এমপি মহোদয় এলাকায় আসবেন। বিষয়টি নিয়ে কথা বলব।

    লক্ষ্মীপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ বলেন, স্বাভাবিক জোয়ারের চেয়ে মেঘনায় প্রায় তিন ফুট পানি বেড়ে উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে। বর্ষা মৌসুম হওয়ায় নদীতে তীব্র স্রোত রয়েছে। এতে বাঁধ নির্মাণকাজ করা সম্ভব হচ্ছে না। এই ছাড়া বালু সংকটও রয়েছে

  • লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেল মূখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত-আহত ২।

    লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেল মূখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত-আহত ২।

    লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেল মূখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত-আহত ২।


    লক্ষ্মীপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নুরুল আমিন হাওলাদার (৭৪) নামে এক বৃদ্ধ ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এই সময় নুরুল আমিনের নাতি রাহি (৮) ও অপর মোটরসাইকেল চালক মো, কামাল হোসেন (২৫) আহত হন।

    রোজ মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নের রিপজি মার্কেট সড়কের ছোট পোল (ব্রিজ) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নরুল আমিন ভবানীগঞ্জ গ্রামের ‘বড়-বাড়ির’ আবদুর শহীদের ছেলে ও পেশায় কৃষক। রাহী তার ছেলে ইব্রাহিম হোসেনের ছেলে। অপর আহত কামাল একই ইউনিয়নের চর উভুতি গ্রামের চকবাজার এলাকার আলমগীর হোসেনের ছেলে।

    স্থানীয় সূত্র জানায়, নুরুল আমিন তার নাতি রাহিকে নিয়ে মোটরসাইকেলযোগে চর উভূতি গ্রাম থেকে বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থল পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কামাল তার দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এতে নুরুল আমিনের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলের সামনের অংশ ভেঙে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় নুরুল আমিন, রাহি ও কামালকে উদ্ধার করে স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসাপাতাল নিলে নুরুল আমিনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরমান হোসেন বলেন, হাসপাতাল আনার আগেই এক বৃদ্ধ নুরুল আমিন মারা যান। শিশুসহ আহত দুইজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    এই ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

  • লক্ষ্মীপুরে বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের অভিযোগ।

    লক্ষ্মীপুরে বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের অভিযোগ।

    লক্ষ্মীপুরে বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের অভিযোগ।


    লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলাতে ৪নং ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামের মিজি বাড়ির তথা নুনিয়াপাড়া জামে মসজিদ পুকুরটির মাছ মঙ্গলবার (১৯ জুলাই) ভোর রাতে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধনের অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম সুমন ও মোঃ মজিদের বিরুদ্ধে।

    স্থানীয় ও রামগঞ্জ থানার অভিযোগ সূত্রে জানা যায়, ফজরের নামাজের অজু করতে উঠে বাড়ির কিছু মুরুব্বী সুমন বিষের বোতল হাতে পুকুরে বিষ ঢালতেছে। এমন সময় বাড়ির লোকজন এগিয়ে আসলে সে দ্রুত বিষ ডেলে বোতল হাতে নিয়ে পালিয়ে যায়। এনিয়ে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।

    মুক্তভুগী ফরিদ হোসেন, সাইফুল ইসলাম, শিহাব হোসেন, ইমারত হোসেন, মো:দুলাল মিজি, সিরাজ মিজি, হোসেন মিজি জানান, ১৪২৪ বাংলা শন হইতে ৩০ই চৈত্র ১৪২৮ পর্যন্ত পুকুরের ইজারার মেয়াদ ছিল। এর পুকুরের মেয়াদ শেষ হওয়ার পরে ইজারাদার পানি নিষ্কাশন করে আমাদেরকে পুকুর বুঝিয়ে দেয়। এর গত বৈশাখের ২ তারিখে আমরা পুকুরে মাছ চাষের উদ্দেশ্যে পোনা মাছ ছাড়ি। কিন্তু সাইফুল ইসলাম সুমন ও মজিব তাদেরকে পুনরায় পুকুর ইজারা দেওয়ার জন্য বাড়ির লোক ও মসজিদ কমিটিকে চাপ প্রয়োগ করে। আমরা দিতে অপারগতা প্রকাশ করায় গতকয়েকদিন থেকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি ও নানাধরনের মিথ্যা মামলার ভয় দেখিয়ে আসছে। এরই জের ধরে মঙ্গলবার, ভোর রাতে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ মেরে ফেলে।

    এই ব্যাপারে অভিযুক্ত সাইফুল ইসলাম সুমন বলেন, আমরা পুকুরের মেয়াদ এখনো শেষ হয়নি। তাই আমার পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে।

    এই ব্যাপারে রামগঞ্জ থানার (ওসি) এমদাদুল হক জানান, মাছ নিধরের ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে