Tag: লক্ষ্মীপুর

  • রামগঞ্জ সন্ত্রাসের জনপদ হলেও শান্তির সুবাতাস বইয়ে দিতে চান ছলিম উল্লাহ।

    রামগঞ্জ সন্ত্রাসের জনপদ হলেও শান্তির সুবাতাস বইয়ে দিতে চান ছলিম উল্লাহ।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা করপাড়া ইউনিয়ন এক সময় সন্ত্রাসী এলাকা হিসেবে পরিচিত ছিলো।শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মোঃছলিম উল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচন করতে চান বলে জানিয়েছেন।

    ইতোমধ্যে মোঃ ছলিম উল্লাহ বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ডে নিজেকে জড়িয়েছেন।
    বহুল আলোচিত সমালোচিত করপাড়া ইউনিয়নের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন তিনি। খুন ধর্ষণ লুটপাট দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাস-নৈরাজ্যময় করপাড়া ইউনিয়নে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার নিরলস প্রয়াসে ছলিম উল্লাহ জানান,আমি করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে আমার এলাকার মানুষের উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো। এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ কালভার্টের সমস্যা সমাধান সহ এলাকার নারী নির্যাতন পারিবারিক কলহ ও মাদক নির্মূল বাল্যবিবাহ ইভটিজিংসহ অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

    এলাকাবাসীর চান পরিবর্তন। একজন সৎ আদর্শবান যোগ্য প্রার্থী হিসাবে ইউনিয়ন বাসী চান ছলিম উল্লাহ কে।গৌরীপুর গ্রামের মোঃআব্দুল ব্যাপারী বাড়ির মৃত হাসমত উল্লাহ ছেলে মোঃছলিম উল্লাহ দুই ভাই তিন বোনের মাঝে সবার ছোট।

    স্থানীয় কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু করে নন্দীগ্রাম বদরপুর উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে এমএ (ইসলামিক ইতিহাস) পড়া লেখা সম্পন্ন করেন।

    পেশাগত জীবনে মোঃ ছলিম উল্লাহ এম কে ফ্যাশন গার্মেন্টসের চেয়ারম্যান ও পাশাপাশি তিনি একটি দৈনিক জাতীয় পত্রিকায় রামগঞ্জের সংবাদকর্মী হিসেবে কাজ করেছেন চেয়ারম্যান প্রার্থী মোঃছলিম উল্লাহ। তার লক্ষ্য ও উদ্দেশ্য মানুষের সেবা করা,পিছিয়ে পড়া অসহায় গরীব জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করা,জনকল্যাণকর প্রতিটি কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পাদন করা,ইতোমধ্যে মোঃছলিম উল্লাহ মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

    চেয়াম্যান প্রার্থী ছলিম উল্লাহ বলেন,শিশু কিশোরদের মানসিক বিকাশে বিনোদন কেন্দ্র স্থাপন করাই তার লক্ষ্যগুলোর মধ্যে একটি।

    গৌরীপুর সমাজ কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা,গৌরীপুর জামে মসজিদের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা,গৌরীপুর মাদ্রাসার গভর্নিং বডির সদস্য,কালিকাপুর মডেল টেকনিক্যাল কলেজ অব এগ্রিকালচার অ্যান্ড ফিশারিজ এর পরিচালক,মাস্টার টেক বিজনেস অ্যান্ড সলিউশনস এর স্বত্বাধিকারী,আইন সহায়তা কেন্দ্র (আসক) এর সিনিয়র কো-অর্ডিনেটর, বাংলাদেশ রিপোর্টাস ক্লাবের সহসভাপতি (ঢাকা বিভাগীয়),গৌরীপুর তালিমুল কুরআন হেফজ নূরানী মাদ্রাসার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

    দল মত,ধর্ম বর্ণ নির্বিশেষে করপাড়া ইউনিয়নের সর্বস্তর মানুষের আস্থা,ভালোবাসা কামনা করেন এই স্বতন্ত্র প্রার্থী।

  • লক্ষ্মীপুরে ৪ বছরের ছেলেকে জবাই করে হত্যা করল মা।

    লক্ষ্মীপুরে ৪ বছরের ছেলেকে জবাই করে হত্যা করল মা।

    সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে আয়ান রহমান নামের ৪ বছরের ছেলেকে জবাই করে হত্যা করেছে ঘাতক মা।এ ঘটনায় পাষন্ড মা সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ঘাতক মা নিজেকে রক্ষার জন্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলো। নিহত আয়ানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

    রবিবার রাত ১১ টার সময় সদর উপজেলার লাহারকান্দি গ্রামে পারিবারিক কলহের জের ধরে ভাড়া করা বাসায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

    নিহত শিশু স্থানীয় তেওয়ারীগঞ্জ এলাকার সৌদি প্রবাসী আজগর রহমান আজীমের ছেলে।

    পুলিশ ও স্বজনরা জানান, সৌদি প্রবাসী আজগর রহমানের স্ত্রী সাবিনা ও তার ৪ বছরের শিশু আয়ানসহ যৌথ পরিবার লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি গ্রামের হাফিজ খাঁ এর বাড়ীতে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। সাম্প্রতিক সময়ে তাদের সংসারে আর্থিক সঙ্কট দেখা দেয়। স্বামী-স্ত্রীর সম্পর্কেও বিরোধ দেখা দেয়। সর্বশেষ রবিবার সন্ধ্যায় মুঠোফোনে স্বামী-স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। এর পর শিশুটিকে ধারালো বটি দিয়ে জবাই করে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেন।

    সাবিনার শশুর হুমায়ুন কবির ও দেবর আবির জানান, সাবিনার সঙ্গে তার স্বামী আজগরের সঙ্গে মুঠোফোনে বাক বিতন্ডা হয়। আমরা তাকে শান্তনা দেয়ার চেষ্টা করি। কিছুক্ষনপর প্রতিদিনের মতো শিশু আয়ানকে নিয়ে নিজের শোয়ার রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলেন সাবিনা। এসময় রুমের ভেতর বিকট শব্দ শুনতে পাই আমরা। এরপর আমরা শোর চিৎকার করে দ্রুত দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে দেখি সিলিং ফ্যানের সঙ্গে উড়না পেঁচিয়ে সাবিনা আত্মহত্যার চেষ্টা করছেন। এসময় রক্তমাখা অবস্থায় তাকে উদ্ধার করে দেখি খাটের উপর শিশু আয়ানের জবাই করা মরদেহ ও তার পাশে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো বটি পড়ে আছে।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাবিনাকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে। শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

    স্থানীয় ইউপি সদস্য মহব্বত জানান, পারিবারিক কলহের জের ধরে প্রবাসী স্বামীর সঙ্গে মুঠোফোনে সাবিনার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ডিভোর্স দেয়ার কথা সইতে না পেরে সন্তানকে হত্যা করে মা নিজে আত্মহত্যার চেষ্টা করে বলে জানতে পেরেছি।

    লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে সন্তানকে হত্যা করেছে মা। শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মাকে আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

  • লক্ষীপুরে অসহায় মহিলার ঘর তৈরি করে দিলেন-সাখাওয়াত হোসেন।

    লক্ষীপুরে অসহায় মহিলার ঘর তৈরি করে দিলেন-সাখাওয়াত হোসেন।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষীপুর সদর উপজেলার নন্দনপুর গ্রামের খিদুর পাটোয়ারী বাড়ির নুরজাহান বেগমের আগুনে পুড়ে যাওয়া ঘরটি পুনরায় সংস্করণ করে দিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন আরিফ।

    স্থানীয় সূত্র জানা যায় গত ১১ সেপ্টেম্বর শনিবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ওই অসহায় নারীর ঘর পুড়ে যায়। উক্ত বিষয়ে সংবাদের বিষয়টি লক্ষ্মীপুর জেলা পরিষদ সদস্য শাখাওয়াত হোসেন আরিফের নজরে পড়ে। তিনি ঘরটি মেরামত করে দিব বলে আশ্বস্থ করেন।

    শনিবার ২৫ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে ঘরটি মেরামত করে দেন সাখাওয়াত হোসেন আরিফ। স্বেচ্ছাসেবীদের মধ্যে ছিলেন, সাইফুল কিবরিয়া, সোহেল, মোবারক, রোমান, জেবু, শাহারিয়ার চৌধুরী শুভ, শাকিল, ইমন,সোহেল শামীম প্রমূখ ।

    একান্ত আলাপে সাখাওয়াত হোসেন আরিফ বলেন পশ্চিম নন্দনপুর খিদুর পাটোয়ারী বাড়ির মৃত রুস্তুমআলী মেয়ে নুর জাহান বেগম এই বসত ঘর থাকতেন গত কয়েকদিন আগে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন পুড়ে যায় ঘরটি তাই আজ একঝাঁক তরুন ভাইদের স্বেচ্ছাশ্রমে কাজটি করেছি,আমরা আমাদের মত করে নিজেদের সামর্থ অনুযায়ী মানুষের জন্য করে যাবো।

  • লক্ষ্মীপুরে আমার বরাত দিয়ে কেউ টাকা চাইলে দিবেন না,এমপি নয়ন।

    লক্ষ্মীপুরে আমার বরাত দিয়ে কেউ টাকা চাইলে দিবেন না,এমপি নয়ন।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলা ৭ নং বশিকপুর ইউনিয়নের রোকনপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

    এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর -২ আসনের সংসদ সদস্য এড. নুরউদ্দীন চৌধুরী নয়ন, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা কায়কোবাদ,সাবেক অতিরিক্ত সচিব,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

    সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এড. নূরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, বিনা পয়শায় জনগণের সেবা করবো। আমার বরাদ্দের জন্য কেউ টাকা চাইলে পুলিশে দিবেন। এমপির সেবা যত রকম আছে আমার থেকে আাদায় করে নিবেন।
    অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রাক্তণ ছাত্র আহম্মদ উল্যা জনি, তারেক আজিজ, ইকবাল হোসেন বকুল।

    সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তাফাজ্জল হোসেন।

  • রামগঞ্জে ক্যান্সার আক্রান্ত ছাত্রদল নেতার পাশে,এলডিপি মহাসচিব।

    রামগঞ্জে ক্যান্সার আক্রান্ত ছাত্রদল নেতার পাশে,এলডিপি মহাসচিব।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ মরনঘাতি ব্লাড ক্যান্সারে আক্রান্ত লক্ষীপুরের রামগন্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সহ সম্পাদক রাকিব হোসেনের (২২)পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সেলিম শুক্রবার বিকালে রামগঞ্জে রাকিবের বাড়িতে গিয়ে দেখা করে তাকে ফুলের তোড়া দিয়ে মানসিকভাবে সাহস যোগান। পাশাপাশি রাকিবের চিকিৎসার জন্য তাৎক্ষণিক এক লাখ টাকা নগদ অনুদান দেন। একই সংগে তার চিকিৎসার দায়িত্বও তিনি গ্রহণ করেন।

    এ সময় এলডিপি মহাসচিব রাকিবের ব্যয় বহুল চিকিৎসায় দেশ বিদেশে অবস্থানরত সামর্থবান সবার প্রতি সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান জানান।

    এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ জালাল আহামদ মন্টু,বিএনপি নেতা ইন্জিনিয়ার নুরুল আমিন, তোফায়েল আহাম্মদ,আবুল বাসার, নজরুল ইসলাম পিন্টু, যুবদল নেতা কবির হোসেন,রেজাউল করিম ডিহিদার, যুবদল নেতা কাওসার মাল,স্বেচ্ছাসেবক দলের নেতা দুলাল হোসেন,খোরশেদ রব্বানী,এমরান হোসেন,ছাত্রদল নেতা এমরান হোসেন পলাশ,রকিব হোসেন শুভ, অনলাইন একটিভিস্ট কামরুল আহাসান নোমানী।

  • রায়পুর ইসলামী ব্যাংকে এক চাবিতে খোলে দু’টি লকার, উধাও স্বর্ণালঙ্কার।

    রায়পুর ইসলামী ব্যাংকে এক চাবিতে খোলে দু’টি লকার, উধাও স্বর্ণালঙ্কার।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে রায়পুর ইসলামী ব্যাংক শাখার লকার থেকে ৬ ভরি স্বর্ণালংকার উধাওয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ভূক্তভোগী নাজমুন নাহার বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রায়পুর আদালতে মামলা দায়ের করেন। এতে ব্যাংক ম্যানেজার ও লকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়।

    বাদীর আইনজীবী মারুফ বিন জাকারিয়া বলেন, আদালতের বিচারক তারেক আজিজ অভিযোগটি আমলে নিয়ে রায়পুর থানাকে এফআইআর দাখিরে নির্দেশ দিয়েছেন।

    এজাহার সূত্র জানায়, ভূক্তভোগী নাজমুন নাহার উপজেলার বামনী ইউনিয়নের বামনী গ্রামের নজির আহমেদের স্ত্রী। চলতি বছরের ৩১ জানুয়ারি ইসলামী ব্যাংক রায়পুর শাখায় তিনি একটি লকার হিসাব (হিসাব নম্বর-৬৯) খোলেন। হিসাব অনুযায়ী ১৮ নম্বর চাবি দিয়ে ১৮ নম্বর লকারে তিনি ২৮ ভরি স্বর্ণালঙ্কার জমা রাখেন। পরে ব্যাংক কর্তৃপক্ষ তাকে চাবি হস্তান্তর করে। লকারে রাখা স্বর্ণালঙ্কারের দাম প্রায় ১৯ লাখ টাকা।

    গত ১৯ সেপ্টেম্বর ব্যাংকে এসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ তিনি লকারের কক্ষে যান। এসময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাস্টার চাবি ও বাদীর কাছে থাকা চাবি দিয়ে ১৮ নম্বর লকার খোলেন। কিন্তু লকারে কোন স্বর্ণালঙ্কার পাওয়া যায়নি। পরে একই চাবি দিয়ে ২০ নম্বর লকার খুলে স্বর্ণের বক্স বের করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। বক্সের সঙ্গে থাকা স্বর্ণের ওজনের রশিদ পাওয়া যায়নি। রশিদ কোথায় ? এমন প্রশ্নে সঠিক কোন জবাব দিতে পারেননি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এতে বক্স খুলে ২টি আংটি,১ জোড়া নুপুর,১ জোড়া কানের দুল ও ১ চেইন পাওয়া যায়নি।

    পরবর্তীতে নাজমুন নাহার স্বর্ণের ওজন পরিমাপ করতে গিয়ে দেখেন ৬ ভরি স্বর্ণ কম রয়েছে। উধাও হওয়ার স্বর্ণের দাম প্রায় ৪ লাখ টাকা। ভূক্তভোগী নাজমুন নাহার বলেন, আমি ১৮ নম্বর লকারে স্বর্ণ রেখেছি। কিন্তু যথাস্থানে না পেয়ে ২০ নম্বর লকার থেকে স্বর্ণের বক্স বের করে দিয়েছে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা। দুটি লকারেরই একই চাবি।

    এ ব্যাপারে ব্যাংক ব্যবস্থাপককে অবহিত করলে, তিনি কোন সঠিক জবাব দিতে পারেননি। ব্যাংক ব্যবস্থাপক ও লকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমার স্বর্ণালংকার আত্মসাত করেছে। আমি এর সুবিচার চাই।

    ব্যাংক ব্যবস্থাপক মুজাহিদুল ইসলাম বলেন, মামলার বিষয়টি আমি শুনেছি। চার স্তরের নিরত্তাবেষ্টিত লকার থেকে স্বর্ণালঙ্কার চুরি বা উধাও হওয়ার কোন সুযোগ নেই। নাজমুন নাহার যা রেখেছেন তাই পেয়েছেন। তার অভিযোগটি সঠিক নয়।

  • রায়পুরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও বিদ্যালয়ের ভবন উদ্বোধন।

    রায়পুরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও বিদ্যালয়ের ভবন উদ্বোধন।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে রায়পুর উপজেলার ৩নং চর মোহনা ইউনিয়ন পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবন ও দক্ষিণ রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪র্থ তলা বিশিষ্ট ভবন উদ্বোধন করা হয়েছে।

    বৃস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর-রায়পুর (সদর আংশিক ও রায়পুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এ ভবনের উদ্বোধন করেন।

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে এক কোটি ১২ লাখ ৭ হাজার ৯৭৬ টাকা ব্যয়ে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হয়।এছাড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে দুই কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে।

    বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল হায়দার বাবুল পাঠানের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, থানার ও‌সি আব্দুল জ‌লিল, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র ইসমাইল খোকন ও পৌর আওয়ামীলী‌গের আব্বায়ক কাজী জাম‌শেদ ক‌বির বাক্কী বিলাহ প্রমুখ।

  • লক্ষ্মীপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ কোন ধর্মের মানুষ পছন্দ করেনা।

    লক্ষ্মীপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ কোন ধর্মের মানুষ পছন্দ করেনা।

    সোহেল সোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ প্রতিটি ধর্মই মানুষের কল্যাণের কথা বলে, শান্তির বার্তা শোনায়। সন্ত্রাস-জঙ্গিবাদের বিষয়টি কোন ধর্মই সমর্থন করে না। এটি মানবতা বিরোধী অপরাধ। সাম্প্রদায়িক সম্প্রীতি একটি কাঙ্খিত বিষয়, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এ দেশে যে কোন মূল্যে বজায় রাখতে বদ্ধ পরিকরথ।

    বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক কর্মশালায় লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    লক্ষ্মীপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন এ কর্মসূচির আয়োজন করা হয়।
    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর-এ-আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক আব্দুল্যাহ আল শাহিন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আশিকুর রহমান।

    এসময় রাজনৈতিক,সামাজিক, বিভিন্ন ধর্মের প্রতিনিধি,শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • লক্ষ্মীপুরে যুবলীগ লেতাকর্মীর উপর মেয়রের ছেলে হামলা করেছে।

    লক্ষ্মীপুরে যুবলীগ লেতাকর্মীর উপর মেয়রের ছেলে হামলা করেছে।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা যুবলীগের বর্ধিত সভা উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে অপেক্ষা করার সময় যুবলীগের ১২ নেতা-কর্মীকে মারধরের ঘটনা ঘটেছে। খোদ জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে এই অভিযোগ।

    আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পৌরসভার গণকবর ও জেলেপল্লি এলাকার সড়কে এ ঘটনা ঘটে। সালাহ উদ্দিন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের আলোচিত সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরের ছেলে। তবে সালাহ উদ্দিন মারধরের অভিযোগ অস্বীকার করেন।

    দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান,দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় জেলা যুবলীগের বর্ধিত সভায় যোগ দিতে কেন্দ্রীয় নেতাদের ঢাকা থেকে রামগঞ্জ হয়ে লক্ষ্মীপুরে আসার সূচি নির্ধারিত ছিল। এ জন্য অন্তত ১২ জন সাবেক যুবলীগ ও ছাত্রলীগ নেতা কেন্দ্রীয় নেতাদের বরণ করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের পাশে দাঁড়ান। এ সময় যুবলীগ সভাপতির নেতৃত্বে হামলা চালানো হয়।

    হামলায় জেলা যুবলীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আজিমসহ ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। সৈয়দ নুরুল আজিম বলেন, পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা হয়েছে। সালাহ উদ্দিনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন মোটরসাইকেলে এসে এ হামলা চালান।
    সালাহ উদ্দিন জানান, নুরুল আজিমের সঙ্গে তাঁর বাদানুবাদ হয়েছে। কাউকে মারধর করা হয়নি। নুরুল আজিম মিথ্যাচার করছেন।

    হামলায় আহত অন্য ব্যক্তিরা হলেন সদর (পূর্ব) থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রূপম হাওলাদার, কর্মী আবদুল মতিন,মো.তারেক, মো.জামাল উদ্দিন,আবদুল হাশেম,খুরশিদ আলম,আবুল কাশেম,মো.সবুজ ও মনির হোসেন। আহত ব্যক্তিরা সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

    নুরুল আজিম আগে তাহের পরিবারের ঘনিষ্ঠ ছিলেন। লক্ষ্মীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলাম হত্যা মামলার আসামি ছিলেন নুরুল।

    ওই মামলায় মেয়র তাহেরের বড় ছেলে এ এইচ এম বিপ্লবও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। পরে তাঁদের সাজা মওকুফ করা হয়। নুরুল নিজেকে জেলা যুবলীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী ঘোষণা করলে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়।

    এদিকে পূর্ণাঙ্গ কমিটি না থাকা ও বিভিন্ন ব্যর্থতার অভিযোগে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে আজ জেলা যুবলীগের বর্ধিত সভা চলছে। এবারের বর্ধিত সভা নিয়ে গুঞ্জন রয়েছে, জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া হতে পারে। ইতিমধ্যে পদপ্রত্যাশীরা শহরে শুভেচ্ছা জানিয়ে ব্যানার ও ফেস্টুন টাঙিয়েছেন।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শিপন বড়ুয়া বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরজুড়ে পুলিশ সতর্ক রয়েছে। মারধরের ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • লক্ষ্মীপুরে যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ।

    লক্ষ্মীপুরে যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে অপেক্ষা করার সময় যুবলীগের ১২ নেতাকর্মীকে মারধর করা হয়েছে। খোঁদ জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু ও তার অনুসারী এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আহতরা।

    সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় পৌরসভার গণকবর ও জেলেপল্লী এলাকার সড়কে এ ঘটনা ঘটে। এ নিয়ে আতংক ছড়িয়ে পড়ছে।
    হামলায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ নুরুল আজিম বাবর, রুপম হাওলাদার ও তাদের অনুসারী ১২ নেতাকর্মী আহত হয়। তাদেরকে সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে নেওয়া হচ্ছে। নুরুল আজিম বাবর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনুছ হাওলাদার রুপম সদর (পূর্ব) থানা যুবলীগের প্রথম যুগ্ম আহবায়ক।এই ঘটনায় টিপু নিজেও আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

    দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে শহরের সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টে প্রায় চার বছর পর প্রথম জেলা যুবলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির বর্ধিত সভা হবে। সেখানে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম পাটওয়ারী ও সহ সম্পাদক এডভোকেট জয়নাল আবেদিন রিগ্যানসহ দলের নেতারা অংশ নেওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে দুপুরে রামগঞ্জ হয়ে লক্ষ্মীপুরে আসার পূর্বনির্ধারিত কর্মসূচী। এজন্য অন্তত ১০ জন সাবেক যুবলীগ ও ছাত্রলীগ নেতা প্রার্থীতা ঘোষণা করে নেতাদের শুভেচ্ছো জানিয়ে শহরে বিলবোর্ড,প্লেকার্ড, ব্যানার-ফেষ্টুন করে। তাদের বরণ করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের পাশে দাড়ালে যুবলীগ সভাপতি টিপুর নেতৃত্বে হামলা চালানো হয়।

    ইউনুছ হাওলাদার রুপক বলেন,টিপুর নেতৃত্বে নেশাগ্রস্থ একদল বখাটে মোটর সাইকেলে এসে আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করেছে। এতে আমি ও সৈয়দ বাবরসহ নেতাকর্মীরা আহত হয়। যুবলীগকে তারা বাবার সম্পত্তি মনে করছে। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে।

    হাসপাতালে আহত সৈয়দ নুরুল আজিম বাবর বলেন, আমি সব সময় রাজনীতির প্রতিহিংসার শিকার। রাজনীতি করতে গিয়ে দীর্ঘদিন কারাবরণ করেছি। আজ কেন্দ্রীয় নেতাদের অভ্যর্থনা জানাতে অপেক্ষারত অবস্থায় টিপু-নোমান সহ তার লোকজন আমার উপর হামলা চালায়। আমি এর বিচার চাই।

    এ ব্যাপারে জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু বলেন, বাবরের সঙ্গে আমার বাদানুবাধ হয়েছে। কাউকে মারধর করা হয়নি।

    প্রসঙ্গত ২০১৭ইং সালের ২৩ নভেম্বর টিপুকে সভাপতি ও আবদুল্লাহ আল নােমানকে সাধারণ সম্পাদক করে তিনবছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। এরপর নানা বির্তকে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়নি।