Tag: লক্ষ্মীপুর

  • লক্ষ্মীপুরে নদীভাঙ্গা-ভূমিহীনদের কবরস্থান ও মসজিদের ফলক উন্মোচন।

    লক্ষ্মীপুরে নদীভাঙ্গা-ভূমিহীনদের কবরস্থান ও মসজিদের ফলক উন্মোচন।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে লক্ষ্মীপুর রামগতি সড়কের দুইপাশে বসবাসকারী নদীভাঙ্গা ভূমিহীন প্রায় ২ হাজার মানুষের জন্য কবরস্থান ও মসজিদের ফলক উন্মোচনের পর মতবিনিময় অনুষ্ঠান হয়েছে।

    মঙ্গলবার ৫ অক্টোবর দুপুরে কবরস্থান ও মসজিদের ফলক উন্মোচন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.বেনজীর আহমেদ। এর আগে পুলিশের উদ্যোগে জমি কিনে রেজিষ্ট্রি করা হয়। পরে জমিতে সীমানা প্রাচীর তুলে কবরস্থান ও মসজিদ নির্মাণ করা হয়। সেখানে গভীর নলকূপ, মরদেহ ধোঁয়ারঘর ও বাথরুম রয়েছে। প্রধান সড়ক থেকে কবরে যাওয়ার জন্য রাস্তাও সংস্কার করা হয়েছে।

    আজ আনুষ্ঠানিকভাবে ভূমিহীনদের কবরের জমির দলিল বুঝিয়ে দেয়া হয়।জেলা পুলিশ সুপার (এসপি) ড.এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অথিতি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মির্জা।

    এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন ও অতিরিক্ত ডিআইজি মোঃসাইফুল ইসলাম প্রমুখ।

    এ সময় বক্তব্যে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড.এএইচএম কামরুজ্জামান বলেন,সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা প্রামে জমি কিনে কবরস্থানটি করা হয়েছে। সেখানে ১০ হাজার মানুষকে কবর দেওয়ার ব্যবস্থা রয়েছে। মানবিক কারণে আইজিপির উদ্যোগে জেলা পুলিশ কাজটি বাস্তবায়ন করেছেন।

  • পুলিশের মহাপরিদর্শক ড.বেনজীর আহমেদকে লক্ষ্মীপুরে স্বাগতম।

    পুলিশের মহাপরিদর্শক ড.বেনজীর আহমেদকে লক্ষ্মীপুরে স্বাগতম।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ পুলিশের মহাপরিদর্শক ড.বেনজীর আহমেদ আজ মঙ্গলবার ৫ অক্টোবর লক্ষ্মীপুরে আসছেন। এদিন তিনি লক্ষ্মীপুরে নদী ভাঙনে নিঃস্ব হয়ে যাওয়া ২ হাজার পরিবার জন্য নির্মিত গণকবর ও মসজিদের নামফলক উন্মোচন করবেন। লক্ষ্মীপুরে এটি তার প্রথম সফর।লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড.এ এইচ এম কামরুজ্জামান পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ এর লক্ষ্মীপুরে আগমনের বিষয়টি নিশ্চিত করেন।

    পুলিশ মহাপরিদর্শক মঙ্গলবার সকালে প্রথমে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামে নির্মাণ করা কবরস্থান ও মসজিদটির নামফলক উন্মোচন করবেন। এরপর লক্ষ্মীপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন তিনি।
    অনুষ্ঠানে পুলিশের সদর দপ্তর এবং চট্টগ্রাম রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

    জানা যায়, মেঘনা নদীর অব্যাহত ভাঙনে গত দুই যুগেরও বেশী সময় ধরে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার প্রায় অর্ধেক তলিয়ে গেছে। নদীতে ভিটে-মাটি হারানো অন্তত দুই হাজার পরিবার এখন রামগতি-লক্ষ্মীপুর সড়কের ওপর বসবাস করছেন।

    সদর উপজেলার ভবানীগঞ্জ থেকে কমলগর উপজেলার তোরাবগঞ্জ এলাকা পর্যন্ত আট কিলোমিটার এলাকায় সড়কের দুপাশে কোনোমতে অস্থায়ী ঘর তুলে তারা বেঁচে থাকার লড়াই করে যাচ্ছেন।

    সড়কের পাশে ঘর তুলে বসবাস করতে পারলেও তাদের অন্যান্য মলিক চাাহিদা রয়ে গেছে ধরা ছোয়ার বাহিরে। এতে পরিবারের কোনো সদস্য মারা গেলেই বিপাকে পড়তে হয় তাদের। নিজস্ব কোনো জায়গা ও কবরস্থান না থাকায় বাধ্য হয়েই যেখানে-সেখানে করতে হয় মরদেহ দাফন। এছাড়া মসজিদ না থাকায় অনেক দূরে গিয়ে অথবা ঘরে আদায় করতে হতো নামাজ।

    নদী ভাঙা মানুষে কথা চিন্তা করে পুলিশের আইজিপির উদ্যোগে জেলা পুলিশ এসব সর্বহারা মানুষগুলোর জন্য গণকবর ও মসজিদ নির্মাণের কাজ বাস্তবায়ন করেছেন। নদী ভাঙনে নিঃস্ব হয়ে যাওয়া ২ হাজার পরিবার পুলিশের পক্ষ থেকে অকল্পনীয় উপহারটি পাওয়ায় কপালে চিন্তার ভাঁজ আর থাকছে না তাদের। এতে পুলিশের প্রশংসা করছেন স্থানীয় সর্বস্তরের লোকজন।

    স্থানীয়রা জানান,স্বজন হারানোর বেদনার চেয়েও তাদের কাছে বেশি চিন্তার বিষয় কবরের জায়গা না থাকা। মৃত্যুর পর অনেক সময় মরদেহ নিয়ে কয়েক ঘন্টা বসে থাকতে হয়। কোথায়, কার জমিতে মরদেহ দাফন করা যাবে, তা নিয়ে সবসময় কাজ করে অস্থিরতা। কারো মৃত্যু হলে শুরু হয় এদিক-ওদিক ছোটাছুটি। এছাড়া নিজেদের কবরস্থানে অন্যের কবর দিতেও অনীহা জানান অনেকে। এতে করে নদী ভাঙা মানুষ গুলোর শেষ যাত্রা হয় বিড়ম্বনার।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, পুলিশের আইজিপির উদ্যোগে লক্ষ্মীপুর জেলা পুলিশ সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কুতুবপুর গ্রামের আবদুর কুদ্দুসের কাছ থেকে পশ্চিম চরমনসা গ্রামে সাড়ে ২৯ শতাংশ জমি কেনে। গত বছরের ১ ডিসেম্বর জমিটি রেজিস্ট্রি করা হয়। এরপর থেকে পুরো জমিতে সীমানা প্রাচীর তুলে কবরস্থান ও মসজিদ নির্মাণের কাজ শুরু করা হয়।সেখানে গভীর নলকূপ,মরদেহ ধোয়ার ঘর ও শৌচাগার রয়েছে। প্রধান সড়ক থেকে গণকবরে যাওয়ার জন্য রাস্তাও সংস্কার করা হয়েছে।

    সড়কের দুপাশে বসবাস করা আইয়ুব আলী, লোকমান হোসেন, ইমন ব্যাপারী, দুলাল মিয়া বলেন,আমাদের সকলের বাড়ি রামগতি ও কমলনগর উপজেলায় ছিল। মেঘনার ভাঙনে তা নদীতে চলে গেছে। আমাদের মধ্যে কেউ মারা গেলে দাফনের জন্য মরদেহ নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। কারণ আমাদের দাফন করার জায়গা নেই। এখানে বসবাস করা প্রত্যেক মানুষের প্রায় একই গল্প। আগে স্থানীয়রা বাধা না দিলেও কয়েক বছর ধরে জমির দাম বাড়ার কারণে কেউ কবরের জন্য এক ইঞ্চি জমি দিতে রাজি হয় না।
    ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল হাসান রনি বলেন,সড়কের দুপাশে বসবাসকারীরা নদী ভাঙনের শিকার। তারা সবাই এখন সহায়-সম্বলহীন।

    কোনোমতে অস্থায়ীভাবে তারা বসবাস করে জীবনযাপন করে আসছে। অসহায় এসব মানুষের জন্য আধুনিক কবরস্থান ও মসজিদ তৈরী করে পুলিশের আইজিপি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন তাদের কাছে।

    এই বিষয়ে লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বলেন, মৃতদের কবর দেওয়া নিয়ে নদীভাঙা মানুষের দুশ্চিন্তার বিষয়টি নজরে পড়ায় বাংলাদেশ পুলিশের আইজিপি ড.বেনজীর আহমেদ এ ব্যাপারে পদক্ষেপ নিতে নির্দেশ দেন। সে অনুযায়ী জমি কেনাসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়। ইতিমধ্যে সেখানে কবরস্থান, মসজিদ, মরদেহ ধোয়ার ঘর ও শৌচাগার নির্মাণ এবং গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার সকালে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ এটির নামফলক উন্মোচন করবেন।

  • লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবলীগের আনন্দ মিছিল।

    লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবলীগের আনন্দ মিছিল।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষীপুর জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করায় রোববার বিকেলে রামগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগের ব্যানারে আনন্দ মিছিল করেছে যুবলীগের নেতা-কর্মীরা।

    বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ,সাধারণ সম্পাদক মাঈনুল হোসন খান নিখিল ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন কে ধন্যবাদ জানিয়ে রামগঞ্জ পৌরসভার মুজিব চত্তর থেকে মিছিল শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় মুজিব চত্ত্বরে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

    রামগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক লেয়াকত ইরানের সঞ্চালনায় সভা বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সাঈদুর রহমান মামুন,পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর শাখাওয়াত হোসেন রাজু,উপজেলা যুবলীগ নেতা মমিন, যুবলীগের যুগ্ন আহবায়ক এস এম মোজাম্মেল হক, মহিউদ্দিন সুজন, পৌর যুবলীগ নেতা রিপন আহমেদ, সাবেক পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল পাটওয়ারী,সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুম,দরবেশপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমন হোসেন, সালেহ উদ্দিন মানিক মির্জা, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক সহিদ চৌকিয়া,সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোরশেদুল আমিন বাবু,কাজি মাসুদ রানা,আনোয়ার হোসেন পাটোয়ারী,কামরুল ইসলাম,ইউসুফ হারুন,তারেকুর রহমান শুভ প্রমুখ।

  • রামগতি সরকারি জমি দখল করে আ.লীগ নেতার দোকানঘর নির্মাণ।

    রামগতি সরকারি জমি দখল করে আ.লীগ নেতার দোকানঘর নির্মাণ।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের কারামতিয়া বাজারে সরকারি খাস জায়গা বেআইনিভাবে দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে সাবেক মেম্বার ও বিতর্কিত আওয়ামীলীগ নেতা সারওয়ার ভুঁইয়ার বিরুদ্ধে। সম্প্রতি উপজেলার চরবাদাম ইউনিয়নের কেরামতিয়া বাজারে ১নং খাস খতিয়ানের ভূমিতে তারা তিন ভাই মিলে সরকারী এই জমি দখল করে দোকান ঘর নির্মাণ করেন।

    শনিবার সরেজমিন গিয়ে দেখা যায়, সরকারি ওই খাস জায়গায় তিনটি নতুন দোকান ঘর নির্মাণ করা হয়েছে। বর্তমানে ঐ জায়গার মুল্য প্রায় এক কোটি টাকা।স্থানীয়রা জানান,চরবাদাম ইউনিয়ন আওয়ামীলীগের নাম বিক্রি করে গত ইউপি নির্বাচনে ৫ নং ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচিত হন সারওয়ার ভুঁইয়া। মেম্বার হয়ে সারওয়ার তার ভাই সেলিম ভুঁইয়া ও রোমান ভুঁইয়া গংরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে সরকারি জমি দখল থেকে শুরু করে নানা অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে এলাকাবাসীকে জিম্মি করে রাখেন। সদ্যসমাপ্ত চরবাদাম ইউপি নির্বাচনে সারওয়ার ভুঁইয়া মেম্বার পদে আবারো প্রতিদ্বন্দ্বীতা করে হেরে গিয়ে এখন আবার এই বিতর্কিত পরিবারটি দখল বাণিজ্যে মেতে উঠেছে।তাদের এমন বিতর্কিত কর্মকাণ্ডে চরবাদাম ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী ও এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক কারামতিয়া এলাকার কয়েকজন ব্যক্তি জানান,সরকারের কোটি টাকার সম্পত্তি এরা জবরদখল করে রাতের আঁধারে দোকানঘর তৈরী করছে। এসব বিতর্কিত কর্মকাণ্ডের কারণে জনগন এদেরকে নির্বাচনে দাঁতভাঙা জবাব দিয়েছে। নির্বাচনে পরাজিত হয়ে এখন আবার দখল বাণিজ্য শুরু করছে এই পরিবারটি।
    অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সারওয়ার ভুঁইয়া বলেন,এগুলো খাস জায়গা এটা ঠিক। তবে আমি বেআইনিভাবে কোনো সরকারি জায়গা দখল করিনি। প্রশাসন ও স্থানীয় ভূমি অফিস ম্যানেজ করেই দোকান ঘর নির্মাণ করা হচ্ছে।

    স্থানীয় চরবাদাম ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেম্বু লাল মজুমদার বলেন, দোকান ঘর নির্মাণ করার ব্যাপারে আমি কিছুই জানি না। কাউকে অনুমতি দেয়ার প্রশ্নই উঠে না। বিষয়টি তিনি সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও কে অবহিত করেছেন।

    এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মোমিন বলেন, সরকারি নিয়মনীতির বাইরে গিয়ে কেউ অপরাধ করলে সেটা দণ্ডনীয় অপরাধ। ওই জায়গাটি দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

  • লক্ষ্মীপুর জেলা আওয়ামী যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা।

    লক্ষ্মীপুর জেলা আওয়ামী যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা।

    লক্ষ্মীপুর জেলা আওয়ামী যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃকুমিল্লা উত্তর ও লক্ষ্মীপুর জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। শনিবার (২ অক্টোবর) দলটির দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

    এসময় তিনি বলেন, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গঠনতন্ত্রের ২৩ ধারা মোতাবেক কুমিল্লা উত্তর জেলা শাখা ও লক্ষ্মীপুর জেলা শাখার আওয়ামী যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

    মোস্তাফিজুর রহমান মাসুদ আরো বলেন,আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে যুবলীগের উল্লিখিত জেলা শাখা সমূহের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।

  • রায়পু‌রে ফা‌র্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অ‌ভিজানে অর্থদন্ড

    রায়পু‌রে ফা‌র্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অ‌ভিজানে অর্থদন্ড

    রায়পু‌রে ফা‌র্মেসী‌তে ভ্রাম্যমান আদাল‌তের অ‌ভিজানে অর্থদন্ড

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে রায়পু‌রে বি‌ভিন্ন ফা‌র্মেসী‌তে ভ্রাম্যমান আদাল‌তের অ‌ভিজান পরিচালনা করে জ‌রিমানা করা হ‌য়ে‌ছে । বৃহস্প‌তিবার সকাল সাড়ে ১১ টার সময় রায়পুর স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের সামনে এবং সোনাপুর ইউ‌নিয়‌নের বাসাবাড়ি বাজা‌রের বি‌ভিন্ন ফা‌র্মেসী‌তে ভ্রাম্যমান আদালত প‌রিচা‌লিত হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রায়পুর

    উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আখতার জাহান সাথী।

    এই সময় ড্রাগ লাইসেন্স নবায়ন না করায় এবং লাইসেন্সের শর্ত ভঙ্গ করার জন্য ড্রাগ এ্যাক্ট-১৯৪০ এর ১৮(সি)ধারা লংঘনের দায়ে ৪টি ফার্মেসিকে উক্ত আইনের ২৭ ধারায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।প্রসিকিউসনে ছিলেন জেলার ঔষধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালী। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে

  • ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোর্স মেয়াদ ৩ বছর করার উদ্যোগ বন্ধের আহ্বান।

    ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোর্স মেয়াদ ৩ বছর করার উদ্যোগ বন্ধের আহ্বান।

    সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোর্সের মেয়াদ ৪ বছর মেয়াদের পরিবর্তে ৩ বছরে করার উদ্যোগ বন্ধের আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা শাখার বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ।

    বুধবার (২৯ সেপ্টেম্বর ) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভা থেকে এ আহ্বান জানানো হয়।

    সংগ্রাম পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটি (কেনিক), জেলা নির্বাহী কমিটির (জেনিক) ও বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।

    বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, আগামীর কর্মচ্যালেঞ্জ মোকাবেলায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সের মেয়াদ হ্রাসের আত্মঘাতী উদ্যোগ বন্ধ করে এ শিক্ষা ব্যবস্থায় বিরাজমান শিক্ষক স্বল্পতা,শ্রেণীকক্ষ, ল্যাব,ওয়ার্কসপ সংকটসহ শিক্ষকদের পদোন্নতি, দ্বিতীয় শিফটে কর্মরত শিক্ষকদের সম্মানি, প্রকল্পের শিক্ষকদের নিয়মিত করনসহ বেতন ভাতা প্রদান এবং ছাত্র ছাত্রীদের বৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভাতা বৃদ্ধিসহ বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা আধুনিকায়নে মনোযোগী হওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় মনোযোগ দিতে হবে।

    ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ সভায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা থাকলেও বিগত ৮/৯ বছরেও ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাথমিক নিযুক্তিতে বর্ধিত ইনক্রিমেন্ট,৫০% পদোন্নতি, জনকল্যাণকর অর্গানোগ্রাম প্রণয়ন করা হয়নি।

    বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ইং ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালার বিতর্কিত সংজ্ঞা ও বিভিন্ন ধারা/উপধারা সংশোধনপূর্বক গেজেট প্রকাশ করা হয়নি। এছাড়া সকল বিদ্যুৎ কোম্পানিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান, পলিটেকনিক, টিএসসি,টিটিসি ও এসএসসি ভোকেশনাল শিক্ষকদের পদোন্নতিসহ বেকার ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মসংস্থান ও প্রাইভেট সেক্টরের ডিপ্লোমা প্রকৌশলীদের সম্মানজনক বেতন ও পদবী নির্ধারণের কার্যকর উদ্যোগ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নেয়া হয়নি। যা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ছাত্র শিক্ষকদের বিক্ষুব্ধ করে তুলছে। এটি প্রকৌশল কর্মক্ষেত্রকে উত্তপ্ত করে তুলবে বলে নেতৃবৃন্দ সরকারকে সতর্ক করেন।

    এসময় বক্তারা আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তকে হটকারী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাব্যবস্থা ধ্বংসের গভীর ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়।

    এ ধরনের অদূরদর্শী ও আত্মঘাতী সিদ্ধান্ত থেকে শিক্ষা মন্ত্রণালয় সরে না এলে কোভিডের চলমান সংকট উপেক্ষা করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা সমন্বিতভাবে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন, যা দেশের সার্বিক শিক্ষার পরিবেশকে অস্থিতিশীল করে তুলবে এবং উন্নয়ন–উৎপাদন ব্যাহত হবে। এর দায় কোনোভাবেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।

  • লক্ষ্মীপুরে হত্যা মামলায় আদালতে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড।

    লক্ষ্মীপুরে হত্যা মামলায় আদালতে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড।

    সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে একটি হত্যার ঘটনায় দুই জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। এই সময় পৃথক আরেকটি মাদকের মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
    বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জাজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম পৃথক দুটি মামলার রায় প্রদান করেন।
    হত্যা মামলার দন্ডপ্রাপ্তরা হলেন, মো. মোহন (২৮) ও তারেক (২৫)। মোহন সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মাইন উদ্দিনের ছেলে। তিনি পেশায় সিএনজি চালক ছিলেন। অন্য আসামী তারেক একই ইউনিয়নের রশিদপুর গ্রামের আবদুল্লার পুত্র। ভিকটিম মমিন জেলার রামগঞ্জ উপজেলার আজিমপুর গ্রামের বাসিন্দা। তিনিও পেশায় সিএনজি চালক ছিলেন।

    জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
    আদালত সূত্র জানান, ২০১৩ইং সালের ২৭ জুলাই সদর উপজেলার পার্বতীনগরের বিজয়নগর গ্রামে মমিন উল্যা (২৩) নামে এক সিএনজি চালককের মৃতদেহ পাওয়া যায়। তার সিএনজিটি পৌর এলাকার রেহান উদ্দিন ভুঁইয়া সড়ক থেকে উদ্ধার করা হয়।

    এ ঘটনায় তার পিতা সুলতান আহম্মদ বাদি হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনা তদন্ত করে ২০১৪ইং সালের ১৩ জানুয়ারী আদালতে মোহন ও তারেকের বিরুদ্ধে হত্যার সাথে সম্পৃক্ত থাকার বিষয় উল্লেখ করে চার্জশিট দাখিল করে। এতে আসামীরা ভিকটিমকে গলায় দড়ি লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে উল্লেখ করা হয়।

    আদালতের দীর্ঘ শুনানির পর ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর শেষে আসামীদের বিরুদ্ধে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের রায় প্রদান করেন।

    রায় ঘোষণার সময় আদালতে হত্যা মামলার ২য় আসামী তারেক উপস্থিত থাকলেও প্রধান আসামী মোহন পলাতক ছিলেন।

    সূত্র আরও জানায়, মাদক সংক্রান্ত লেনদেনের কারণে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। আদালতে ভিকটিমের পরিবার ন্যায় বিচার পেয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মো. জসিম উদ্দিন।

    অন্যদিকে হত্যা মামলার ২ নং আসামী তারেক এর আইনজীবী আফরোজা ববি জানান, তার মক্কেলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে খুনের অভিযোগ প্রমান করতে সক্ষম হয়েছেন। যাহা ন্যায় বিচার হয়নি এবং তার মক্কেল ন্যায় বিচার বিচার পাননি। আসামীপক্ষ রায়ে সন্তুষ্ট নন। ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে আপিল করবেন তারা।

    এদিকে একই আদালত পৃথক একটি মাদক মামলায় গিয়াস উদ্দিন নামে এক মাদক কারবারীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে।

    আসামী গিয়াস কক্সবাজার জেলার টেকনাফ থানার সোনাপাড়া এলাকার পূর্ব পাংখালী গ্রামের জালাল উদ্দিনের পুত্র।

    আদালত সূত্র জানায়, ২০১৮ইং সালের ৪ নভেম্বর পুলিশ গিয়াসকে সদর উপজেলার দালালবাজার থেকে আটক করে। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গিয়ে পেটের ভেতর থেকে এক হাজার ১২৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
    আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি একটা হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেন বলে জানান জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন।

  • লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৩ টি দোকান পুড়ে ছাই।

    লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৩ টি দোকান পুড়ে ছাই।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামে পশ্চিম বদরপুর ভুঁইয়ার খামারে আগুন লেগে দুইটি চা দোকান ও একটি মোদি দোকান সহ মোট ৩ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

    জানা যায় ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৩ টার সময় এই ঘটনা ঘটে । কিসের থেকে এই আগুন লাগছে তা সঠিক করে বলা যাচ্ছে না। বলে দাবি করেছেন ব্যবসায়ীরা । এতে ব্যবসায়ী মিলন হোসেন বলেন আমরা প্রতিদিনের ন্যায় দোকান গুছিয়ে রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই । ভোর রাতে খবর পেয়ে এসে দেখি আমাদের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে ।আমার ৬০ হাজার টাকা মতো ক্ষতি হইছে।আমার এই দোকানটায় ছিল আমার একমাত্র আয়ের উৎস । আমার পরিবারের ৬ সদস্য সংসার চলতো এই আয় দিয়ে এখন কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না। সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছি আমরা।ব্যবসায়ী বাবুল বলেন আমার প্রায় ৭০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে আমার এই দোকানের আয় দিয়ে সদস্য সংসার চলত।

    ব্যবসায়ী আনোয়ার আমার প্রায় ৬০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এই দোকানের আয় দিয়ে কোন রকম সংসার চলতো এখন সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছি।

    এই ব্যবসায়ী মিলন হোসেন,বাবুল হোসেন ও আনোয়ার হোসেন দাবি করেন আমাদের ১ লক্ষ ৯০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সবকিছু হারিয়ে আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। জনপ্রতিনিধিদের কাছে আমাদের আকুল আবেদন আমাদের এই দুঃসময়ে যেন আমাদের পাশে এসে দাঁড়ান। আমাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমরা যেন পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করতে পারি ।
    এ ঘটনার খবর পেয়ে দক্ষিণ কালিকাপুর মোহাম্মদীয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

  • লক্ষ্মীপুরে কেক কর্তনের মধ্যদিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন-এমপি নয়ন।

    লক্ষ্মীপুরে কেক কর্তনের মধ্যদিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন-এমপি নয়ন।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে কেক কেটে ও আতসবাজি ফুটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন করা হয়েছে৷

    সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টা ১ মিনিটে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের চক বাজার এলাকায় এ আয়োজন করা হয়। এসময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন নেতাকর্মীরা।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন,আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটওয়ারী,রাসেল মাহমুদ মান্না,সাবেক ছাত্রলীগ নেতা চৌধুরী মাহমুদুন্নবী সোহেল,রাকিব হোসেন লোটাস,জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ,সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান,ছাত্রলীগ নেতা ইবনে জিসাদ আল নাহিয়ানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

    এ সময় বক্তারা বলেন,শেখ হাসিনা জনগণের আস্থার প্রতিক৷দেশের ক্রান্তিলগ্নে বঙ্গবন্ধুর মতো তিনিও জনগণের পাশে দাঁড়িয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন। তার হাত ধরেই অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ।