Tag: লক্ষ্মীপুর

  • লক্ষ্মীপুরে ইউপি নির্বাচনে আচারণ বিধি লঙ্ঘনে ৬ প্রার্থীর জরিমানা।

    লক্ষ্মীপুরে ইউপি নির্বাচনে আচারণ বিধি লঙ্ঘনে ৬ প্রার্থীর জরিমানা।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুর উপজেলায় ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৬ প্রার্থীর ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে ৪ জন চেয়ারম্যান প্রার্থী ও ২ জন সদস্য প্রার্থী। শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে এই জরিমানা করা হয়।

    রামগঞ্জ উপজেলা প্রশাসন সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধি অক্ষুন্ন রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। প্রচারণাকালীন চন্ডিপুর ইউনিয়নের দুইজন চেয়ারম্যান প্রার্থী ও ভাদুর ইউনিয়নের একজন সদস্য প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন করে।

    এতে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

    এদিকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রম্যামাণ আদালতের মাধ্যমে রায়পুরের চরপাতা ইউনিয়নের ২ জন চেয়ারম্যান প্রার্থী ও একজন সদস্য প্রার্থীর ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশ উপস্থিত ছিলেন।

    রায়পুরের ইউএনও অঞ্জন দাশ ও রামগঞ্জের সহকারী কমিশনার মো. মাহবুবুর রহমান অভিযান-জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন। তবে জানতে চাইলেও অর্থদন্ডপ্রাপ্ত প্রার্থীদের নাম পরিচয় বলেননি তারা।

  • লক্ষ্মীপুরে প্রেসক্লাবের নামভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে সভাপতিকে অবাঞ্চিত ঘোষনা।

    লক্ষ্মীপুরে প্রেসক্লাবের নামভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে সভাপতিকে অবাঞ্চিত ঘোষনা।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের প্রতারনা, অর্থ আত্মসাৎ সংখ্যালঘু নারী নির্যাতন ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের নামভাঙ্গিয়ে বিভিন্ন স্থান থেকে লাখ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবের সভাপতি মো: হোসাইন আহমদ হেলাল,সাধারন সম্পাদক মো: আবদুল মালেক ও সাবেক সাধারন সম্পাদক মো: কাউছারকে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    লক্ষ্মীপুর প্রেসক্লাবের ২০২২-২০২৩ইং সনের নির্বাচন প্রস্তুতি কমিটির আহবায়ক,দেশটিভি ও ভোরের কাগজের প্রতিনিধি মো. কামাল হোসেনের সভাপতিত্বে ও বিটিভি ও আমাদের সময়ের প্রতিনিধি ও নির্বাচন প্রস্তুুতি কমিটির সদস্য সচিব মো. জহির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী,প্রেসক্লাব্রে সাবেক সহ-সভাপতি এমজে আলম, আহবায়ক প্রস্তুুতি কমিটির সদস্য সহিদুল ইসলাম,প্রেসক্লাবের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. রফিকুল ইসলাম ও আব্বাছ হোসেন, সবুজ জমিনের সম্পাদক আফজাল হোসেন সবুজ,মুক্তবাঙ্গালীর সম্পাদক মন্ডলীর সভাপতি কামালুর রহিম সমর, নতুন পথের সম্পাদক বেলাল উদ্দিন সাগর,সাংবাদিক আহম্মদ আলী, আলমগীর হোসেন,ভাস্কর বসু রায়,মফিজুর রহমনা মাষ্টার, আবদুল মালেক নিরব ও মনির হোসেন প্রমুখ।

    এই সময় বক্তারা প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল,সাধারন সম্পাদক আবদুল মালেক ও সাবেক সাধারন সম্পাদক মো. কাউছারের বিরুদ্ধে নানা অনিয়ম দূনীতি ও চাঁদাবাজি এবং দালাল বাজারে এক সংখ্যালঘু নারীর সাথে প্রতারনা করে বিপুল পরিমান অর্থ আতœসাৎ ও অপর সংখ্যালঘু পুরুষের প্রতারনার মাধ্যমে ৭ লাখ টাকা অর্থ আতœসাৎসহ নানা অভিযোগ তুলে বক্তব্য দেন। এই ছাড়া করোনাকালীন সময় জেলা প্রশাসক,উপজেলা প্রশাসন,জেলা পরিষদ ও পৌর মেয়রসহ বিভিন্ন স্থান থেকে সদস্যদের নাম প্রনাদনা নিয়ে তা গোপনে আত্বসাৎ করেন তারা।

    অপরদিকে ভূমি রেজিষ্ট্রি ও উন্নয়নের কথা বলে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান থেকে লাখ লাখ টাকা আদায় করে প্রেসক্লাবের ফ্যান্ডে জমা না করে নিজেরাই আত্বসাৎ করা হয়। কথায় কথায় সিনির্য় সাংবাদিকদের হেয়প্রতিপন্ন করা,প্রেসক্লাবে ডুকতে বাধা দেয়া, সাধারন সভা না করে ভূয়া স্বাক্ষরের মাধ্যমে রেজুলেশন তৈরি করে ও মনগড়া সিদ্ধান্ত গ্রহন, প্রেসক্লাবের গঠনতন্ত্র লংঘন করে নানা অপকর্মে করে যাচ্ছে।

    ফলে ক্ষুদ্ধ সাধারন সদস্যরা উল্লেখিত তিন ব্যাক্তিকে লক্ষ্মীপুর প্রেসক্লাব থেকে অবাঞ্চিত ঘোষনা ও স্থায়ী বহিস্কার করার দাবী তোলেন। পরে সভায় সর্বসম্মতিক্রমে হোসাইন আহমদ হেলাল,আবদুল মালেক ও কাউছারকে প্রেসক্লাবে অবাঞ্চিত ঘোষনা করা হয়।

    এছাড়া অনিয়ম করার অপরাধে তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি যথাসময়ে প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন করা, নতুন সদস্য অন্তভূক্তি ও পুরাতন সদস্যপদ নবায়ন করার জন্য কামালুর রহিম সমরকে প্রধান করে তিন সদস্যের একটি যাচাই-বাছাই উপ-কমিটি গঠন করা হয়। সভায় প্রেসক্লাবের সদস্যরা অংশ নেয়।

  • লক্ষ্মীপুরে পাঁচ জন কবি-সাহিত্যিককের সম্মাননা।

    লক্ষ্মীপুরে পাঁচ জন কবি-সাহিত্যিককের সম্মাননা।

    সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে পাঁচজন কবি-সাহিত্যিককে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার রাতে জেলা সাহিত্য সংসদের ২২ বছর পূর্তি উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।

    লক্ষ্মীপুর প্রেস ক্লাবে মিলনায়তনে আয়োজিত সাহিত্য ও কবি লেখক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

    সাহিত্য সংসদের সভাপতি ডা. মো. সালাহউদ্দিন শরীফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন, লক্ষ্মীপুর প্রেসক্লাব সভাপতি হোসাইন আহমদ হেলাল।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। সংগঠনের সহ-সভাপতি মোশারফ হোসেন চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, লক্ষ্মীপুর সরকারী কলেজের অধ্যাপক খন্দকার ইউসুফ হোসেন, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জেলা শাখা সভাপতি সাইফুল ইসলাম তপন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কার্তিক সেন গুপ্ত, সাহিত্য সংসদের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল বাসার ও স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা সভাপতি মাহবুবুর রশিদ চৌধুরী।

    অনুষ্ঠানে জেলার বর্ষসেরা কবি সম্মাননা ২০২১ইং পেয়েছেন কবি বেলায়েত হোসেন (ভিপি বেলায়েত)। বাংলা আওয়াজ লেখক সম্মাননা ২০২১ইং পেয়েছেন কবি ও লেখক আনিস আহমেদ।
    কবিতা পাঠ প্রতিযোগীতায় পুরস্কৃত হয়েছেন কবি আনিস আহমেদ, কবি আবির আকাশ ও কবি শাহরিয়ার মাহমুদ। কবিতা আবৃত্তিতে অংশ নেন জহিরুল ইসলাম, আসাদুল ইসলাম শ্রাবণ, রুবেল আহমেদ, সাফায়েত হোসেন ও সোলায়মান চৌধুরী। সংগীত পরিবেশন করেন এন্টিমণি মজুমদার ও নাসরিন জাহান রীনা।

  • লক্ষ্মীপুর- রামগঞ্জ সড়কের ট্রাকচাপায় স্কুলছাত্রী দুই বোন নিহত।

    লক্ষ্মীপুর- রামগঞ্জ সড়কের ট্রাকচাপায় স্কুলছাত্রী দুই বোন নিহত।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ট্রাকচাপায় সানজিদা আক্তার ও ফাহমিদা আক্তার নামে স্কুলছাত্রী দুই বোন নিহত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর- রামগঞ্জ সড়কের সদর উপজেলার পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    এই ঘটনায় উত্তেজিত জনতা প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করে।

    সানজিদা রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের বাসিন্দা আরিফুর রহমানের মেয়ে ও ফাহমিদা আলমগীর হোসেনের মেয়ে। এর মধ্যে সানজিদা লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও ফাহমিদা ঢাকার সেগুনবাগিচা গার্লস হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

    জানা গেছে, আরিফুর রহমান তার পরিবার নিয়ে লক্ষ্মীপুর পৌর শহরে ভাড়া বাসায় থাকেন। তার মেয়ে সানজিদা ও ভাগ্নে ফাহমিদাকে নিয়ে মোটরসাইকেলযোগে তিনি কেরোয়া গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। ওই স্থানে পৌঁছালে তারা দুজন মোটরসাইকেল থেকে পড়ে যান। এতে রামগঞ্জ থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে একই সড়কের আটিয়াবাজার এলাকায় জনতা ট্রাকটি আটক করে।

    এ সময় চালককে আটক করে পুলিশে দেন স্থানীয় জনতা। তবে এ ঘটনায় মোটরসাইকেলচালক আরিফুর রহমানের কিছু হয়নি।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দেওয়া হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

  • কমলনগরে ইউপি নির্বাচনে শেষ মূহুর্তের প্রচারণায় সংঘর্ষ ও বিষ্ফোরণ আহত ২০।

    কমলনগরে ইউপি নির্বাচনে শেষ মূহুর্তের প্রচারণায় সংঘর্ষ ও বিষ্ফোরণ আহত ২০।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    সংঘর্ষে ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) ইব্রাহিম বাবুল মোল্লা (চশমা প্রতীক) ও হোসেন হাওলাদার (আনারস প্রতীক) প্রার্থীর নির্বাচনী অফিস। এতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। আহতদের কমলনগর সরকারি হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় নির্বাচনী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

    প্রচারণার শেষ দিন মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে চরকাদিরা ইউনিয়নের ফজু মিয়ার বাজারে এই ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় রব বাজার এলাকায় ৪নং ওয়ার্ডের চশমা প্রতীকের ও আনারস প্রতীক নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শী ও কমলনগর থানা পুলিশ জানায়, প্রচারণার শেষ দিন চশমা প্রতীক ও আনারস প্রতীকের নির্বাচনী অফিসে সভা চলছিল।

    এই সময় আওয়ামীলীগ মনোনীত নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন প্রার্থীরা। পরে ফজু মিয়ার হাটে স্বতন্ত্র প্রার্থী বাবুল মোল্লা উস্কানিমূলক বক্তব্য দিলে উভয় পক্ষের নৌকা ও চশমা সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

    এই সময় দশটির বেশি ককটেল বিষ্ফোরণ ও ত্রিমুখি (নৌকা, চশমা, আনারস) সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় উভয়পক্ষের ১০ থেকে ১৫ জন আহত হন। পরে দু’পক্ষের বিক্ষোভে পুরোবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর (বৃহস্পতিবার) দ্বিতীয় ধাপে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরমার্টিন, চর কাদিরা ও চর লরেন্স এবং রামগতি উপজেলার চরগাজী ইউপি নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

    এর মধ্যে চর লরেন্স ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাষ্টার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকী তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪ জন, চারটি ইউনিয়নে সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১৭১ জন ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুসলেউদ্দিন বলেন ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • লক্ষ্মীপুরের জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।

    লক্ষ্মীপুরের জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকালে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
    জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। এছাড়াও সদর আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল ও রামগঞ্জ আসনের এমপি আনোয়ার হোসেন খান সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
    বর্ধিত সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আওয়ামী লীগ কোন সাময়িক শাসনে গড়ে উঠা সংগঠন নয়। এটি এদেশের মানুষের শ্রম আর ঘামে গড়ে উঠা সংগঠন। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো। মানুষকে তাস কিংবা নিয়ন্ত্রিত প্রাণী মনে করবো না। তাদের সুখ-দুঃখ নিয়ে কাজ করবো। সকলকে নিয়ে মিলে মিশে শেখ হাসিনার নেতৃত্বে এই দেশকে এগিয়ে নিয়ে যাবো।
    আরো বলেন, যে কাজ করে, ভুল তাঁর হবে। সামনে স্থানীয় সরকার নির্বাচনে, আর এ নির্বাচনে পূর্বের ভুলের জন্য তওবা করে নিতে হবে। পাশাপাশি মানুষকে ভালোবাসা ও সন্মান দিয়ে ভোট আদায় করে নিতে হবে। নৌকাকে বিজয়ী করতে হবে।
  • রায়পুর পৌরসভার সড়কের বেহাল দশায় জনসাধারণের চরম দুর্ভোগ।

    রায়পুর পৌরসভার সড়কের বেহাল দশায় জনসাধারণের চরম দুর্ভোগ।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে রায়পুর দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় প্রথম শ্রেণীর পৌরসভার দেড় কিঃমিঃ সড়কে যানবাহন চলাচলসহ চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। এছাড়াও পৌরসভার বেশিরভাগ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি পৌরসভার হলেও তত্বাবধানের কাজ করে থাকেন উপজেলা এলজিইডি। অন্যদিকে- সরকারি বরাদ্ধ আসলেও পৌর এলাকার ৩২টি রাস্তা সংস্কারের পক্রিয়াধীন রয়েছে বলে মেয়রের দাবি।

    পৌর এলাকার প্রধান প্রধান সড়কগুলো-রায়পুরে ট্রাফিক মোড় থেকে হাদরগঞ্জ সড়কের মার্চ্চেন্টস একাডেমির সামনে ২০ মিটার, পীর বাড়ির সামনে ও খাজুরতলা নামক স্থানে ১০০ মিটার জায়গায় বিশাল বিশাল গর্ত। নতুনবাজার থেকে মহিলা কলেজ পর্যন্ত ১কিঃমিঃ করুন অবস্থা। বাসস্টান্ডের পিছনের রাস্তার ১কিঃমিঃ করুন অবস্থা। সরকারি হাসপাতালের পাশে টিএনটি সড়ক ১কিলোমিটার সহ কয়েকটি সড়কের নাজুক অবস্থা চোখে পড়ে।

    সড়কের বেশির ভাগ স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সরকারি মার্চ্চেন্টস একাডেমির সামনের কয়েকজন ব্যবসায়ী বলেন, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গাড়ি তো দূরের কথা মানুষও হাটতে পারছেনা। শহরের সবচেয়ে ব্যস্ততম স্থান নতুন বাজার মোড়। সেখানে সৃষ্টি হয়েছে বহু গর্তের। বৃষ্টির সময় মোড় পার হতে গিয়ে যানবাহনের চাকা থেকে ছিটকে আসা পানিতে প্রায়ই পথচারীদের পোশাক নষ্ট হওয়ার ঘটনা ঘটে । এদিকে পৌর শহরের বেশির ভাগ রাস্তাই সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

    স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবু নাসের বাবু অভিযোগ করে বলেন, নিজের পকেটের ২০ হাজার টাকা খরচ করে খাজুরতলা ২০ মিটার জায়গা জুড়ে বড় বড় কয়েকটি গর্ত ভরাট করেছি। সড়কটির নাজুক অবস্থার কারণে এলাকাবাসীর কাছে মুখ দেখানো যায় না।

    রায়পুর পৌরসভার উপসহকারি প্রকৌশলী শাখা সুত্রে জানাযায়, পৌরসভার মোট রাস্তার পরিমাণ ৯ দশমিক ৫ বর্গ কিলোমিটার। এর মধ্যে ৪ দশমিক ৫ কিলোমিটার পাকা আর ২ কিলোমিটার রাস্তা কাঁচা। ২ দশমিক ৫ কিলোমিটার কারফিটিং ও আরসিসি সাড়ে ৩ কিলোমিটার ও ২ কিলোমিটার কাঁচা ইট বিছানো। সহসাই পৌরসভার ৩২টি রাস্তার সংস্কার কাজ শুরু করা হবে। অনেকদিন ধরে বেশির ভাগ রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

    পৌরসভার ক’জন কাউন্সিলর জানান, সাবেক মেয়র হাজি ইসমাইল খোকনের সময় দাতা সংস্থার সমন্বয়ে গঠিত আইইউআইডিপি-২ প্রকল্প-১-এর অন্তর্ভুক্ত হয়েছিল রায়পুর পৌরসভা। ওই প্রকল্পের আওতায় পৌরসভাকে প্রায় ১৪টি টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই অর্থ দিয়ে দারিদ্র্য বিমোচন, রাস্তা, নালা ও কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়।। যার মধ্যে ৬ কোটি টাকার কাজ হয়েছে এবং ৮ কোটি টাকার কাজ চলমান রয়েছে। প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে যা একেবারে নগন্য বরাদ্ধ।

    পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেন, দেশি-বিদেশি দাতা সংস্থা কখনো দলীয় বিবেচনায় পৌরসভার উন্নয়ন প্রকল্প দেয় না। স্বচ্ছতা ও জবাবদিহির মধ্য দিয়ে তাদের আস্থা অর্জন করতে হয়। সেই আস্থা অর্জন করেই উন্নয়ন কাজ করতে হয় বলে তিনি মন্তব্য করেন। আমার দায়িত্ব নেয়ার চার মাসের মাথায় তিনটি প্রকল্প অন্তর্ভুক্ত হয়। NGSP/CRDP/UGFiii- তিনটি প্রকল্পগুলোর আওতায় শতশত কোটি টাকার কাজ করতে পারবো।
    রায়পুরের ট্রাফিক মোড় থেকে হায়দরগঞ্জ সড়কটি এলজিইডির তত্বাবধানে হওয়ায় তারাই দেখবেন। কেন গুরুত্বপুর্ণ সড়কটি সংস্কার করছেন না আমরা বলতে পারবো না।

    লক্ষ্মীপুর রায়পুর এলজিইডির উপ-সহকারি প্রকৌশলী তাজল ইসলাম বলেন, সহসাই রায়পুর থেকে হায়দরগঞ্জ গুরুত্বপুর্ণ সড়কের ট্রাফিক মোড় থেকে খাজুরতলা দেড় কিলোমিটার পর্যন্ত সড়কটি সংস্কারের কাজ করা হবে।

  • লক্ষ্মীপুরের কমলনগরে এক সাথে দুই বোন নিখোঁজ।

    লক্ষ্মীপুরের কমলনগরে এক সাথে দুই বোন নিখোঁজ।

    সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নাজমা আক্তার (১৫) ও পপি আক্তার (১৫) নামের দুই কিশোরী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে পরিবারের পক্ষ থেকে থানায় ডিজি করা হয়েছে।

    এর আগে সোমবার (১৮ অক্টোবর) ভোরে তারা বের হয়ে বাড়িতে আর ফিরে আসেনি। নিখোঁজ নাজমা আক্তার উপজেলার চর মার্টিন ইউনিয়নের সিডু মাঝি বাড়ির শামছুল হকের মেয়ে। সে স্থানীয় মুন্সিরহাট আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। পপি আক্তার একই বাড়ির নুরুল হকের মেয়ে। নিখোঁজ দুই কশোরী চাচাতো-জেঠাতো বোন।

    নিখোঁজ নাজমা আক্তারের ভাই সবুজ আলম ও পপির ভাই মো. ফারুক জানান, সোমবার ভোরে সবার অজান্তে তারা বাড়ি থেকে বের হয়।এরপর থেকে আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে সন্ধান করেও তাদের পাওয়া যায়নি।

    কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, দুই কিশোরীর পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে। খুব শিগগিরই রহস্য উৎঘাটন করা যাবে বলে তিনি জানান।

  • লক্ষ্মীপুরের উত্তরণ হাউজিংয়ের প্রতারণায় দিশেহারা গ্রাহক।

    লক্ষ্মীপুরের উত্তরণ হাউজিংয়ের প্রতারণায় দিশেহারা গ্রাহক।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে উত্তরণ ইউনিটি হাউজিং কোঃ লিঃ এর হরেক রকমের প্রতারণায় দিশেহারা গ্রাহক। বাহারি বিজ্ঞাপন আর লোভ লালসার বেড়াজালে ফেলে গ্রাহকের কোটি কোটি টাকা পকেট বন্ধী করেছে এই হাউজিং কোম্পানি। নিদিষ্ট সময়ে গ্রাহকের ফ্ল্যাট এবং প্লট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও বছরের পর বছর ঘুরিয়েও ফ্ল্যাট না পেয়ে দুশ্চিন্তায় পড়েন অনেকেই। যাদের ফ্ল্যাট বুঝিয়ে দিয়েছেন তাদের সাথেও করেছেন সীমাহীন প্রতারণা।

    এই হাউজিং কোম্পানি প্রতারণা করে অর্জিত বেশিরভাগ অর্থই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী নিষিদ্ধ সংগঠন জামায়েত শিবিরের কর্মকান্ডে ব্যবহার করেন বলেও নির্ভোরযোগ্য সুত্র জানায়।

    জানা যায়, শুন্য থেকে উঠে এই হাউজিং কোম্পানির সাথে যুক্ত হয়ে অনেকেই কোটিপতি বনে গিয়েছেন। একেক জনের নামে কয়েকটি ফ্ল্যাট, নামে বেনামে কয়েক শতাংশ জমি এবং ব্যাংক হিসাবে রয়েছে কোটি কোটি টাকা। মূলত গ্রাহকের টাকা আত্মসাৎ করেই এমনটা করেছেন বলে জানিয়েছে ভুক্তভোগীরা। উত্তরণ ইউনিটি হাউজিং কোম্পানির প্রতারণার ফাঁদে পড়েও সন্ত্রাসীদের মদদদাতা হওয়ায় প্রশাসনের কাছে অভিযোগ দিতে ভয় পাচ্ছে ভুক্তভোগীরা।

    খোঁজ নিয়ে জানা যায়, ২০০৯ সালে জামায়াতের কয়েকজন লোক তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য উত্তরণ ইউনিটি গ্রুপের আত্মপ্রকাশ করেন। এরপর স্থানীয় কয়েকজন সুনামধন্য ব্যক্তিকে আই-ওয়াস করে তাদের সহযোগীতা নিয়েই ২০১০ সালে আততামরীন ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসা প্রতিষ্ঠা করে এই চক্রটি। তাদের প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানই হলো তাদের প্রতারণার মূল হাতিয়ার। দূর-দুরান্ত থেকে আসা ছাত্রছাত্রীদের অভিভাবকই টার্গেট ছিল তাদের। অধীক মুনাফার লোভ দেখিয়ে তাদের জমাকৃত টাকা হাতিয়ে নেয় এই চক্র। একপর্যায়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার পরে প্রতারণার নতুন চক আঁকতে থাকে এই চক্রটি।

    উত্তরণ ইউনিটি হাউজিং নামে চালু করে আরেক টাকা হাতানোর মেশিন। আকর্ষণীয় কয়েকটি সুযোগ সুবিধা দেখিয়ে ফ্ল্যাট এবং প্ল্লট বিক্রির নামে আরেকদপায় কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় এই চক্রটি।

    স্থানীয়রা জানায়, ফ্ল্যাট বিক্রির কথা বলে অধিক মুনাফার লোভ দেখিয়ে কোম্পানিটি গত ১০ বছরে সাধারণ ক্রেতাদের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে। লক্ষ্মীপুর নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় নাম-সর্বস্ব একাধিক প্রকল্পের সাইনবোর্ড ঝুলিয়েই প্রবাসী ও মধ্যবিত্তের কষ্টার্জিত অর্থ হাত করে ব্যবসায় লোকসান বলে নিজেদের আত্মগোপনের পাঁয়তারা করছে কোম্পানিটি।

    এছাড়াও ব্যবসায়িক ঝামেলা এড়াতে এবং ক্রেতাদের মানসিক চাপে রাখতে কোম্পানির কর্মকর্তারা বর্তমান সরকারের কিছু আমলা এমপি-মন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিদের তাদের বিভিন্ন প্রকল্পের সঙ্গে জড়িত, এমনটি প্রচার করতেন। যা এখনও অব্যাহত রয়েছে। টাকার জন্য একাধিকবার কর্তৃপক্ষের কাছে ধরনা দিলেও তারা দেই দিচ্ছি বলে ঘুরাচ্ছে এবং অনেক ভুক্তভোগী মহিলাকে চাপ প্রয়োগ করছে বলেও অভিযোগ উঠেছে।

    উত্তরণ ইউনিটি হাউজিং কোম্পানি থেকে ফ্ল্যাট কিনে প্রতারিত হয়েছেন এমন কয়েকজন ভুক্তভোগী এই প্রতিনিধিকে জানান, আমাদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্নরকম সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে এই কোম্পানিটি আমাদের বেশ কিছু টাকা আত্মসাৎ করে। আত্মসাৎকৃত টাকা উদ্ধার করতে না পেরে একপর্যায়ে আমরা অধিক দামে ফ্ল্যাট কিনতে বাধ্য হই। ফ্ল্যাট কেনার সময় চুক্তিনামায় এবং ইঞ্জিনিয়ারের করা ডিজাইনে গাড়ির পার্কিন, বাড়ির ছাদ ব্যবহার, গ্যাসের সংযোগসহ নানাবিধ সুযোগ সুবিধা দেওয়ার কথা থাকলেও এখন তারা কোনটিই দিচ্ছে না। এছাড়াও চুক্তিনামায় ৫ তলা ভবন করার কথা থাকলেও বাস্তবে তারা ৬ তলা ভবন নির্মান করেছে। আমরা সব কিছু দেখেও তাদের ভয়ে নির্ভয়ে সহ্য করে যাচ্ছি।

    নামপ্রকাশ না করা শর্তে উত্তরণ হাউজিং কোম্পানির কয়েকজন শেয়ার হোল্ডার ক্ষোপ প্রকাশ করে জানান, এই হাউজিং কোম্পানির সাথে যুক্ত হয়ে নিঃস্ব হওয়ার উপক্রম হয় তাদের। বিভিন্ন সময় হিসাবে গড়মিল করায় নিজেদের মধ্যে কয়েকবার হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে লোকসান গুনে এই হাউজিং কোম্পানির শেয়ার হোন্ডার বিক্রি করতে বাধ্য হয় তারা।

    উত্তরণ ইউনিটি হাউজিং কোম্পানির পরিচালনা কমিটির অন্যতম সদস্য হাসান ভুঁইয়া মুঠোফোনে জানান, উত্তরণ ইউনিটি হাউজিং কোম্পানিতে টাকা রেখে তিনি নিজেই বেকাদায় পড়েন।একপর্যায়ে তিনি টাকা উদ্ধারের জন্য নিজের নামে চড়া দামে ফ্ল্যাট বুক দিতে বাধ্য হয়।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে উত্তরণ ইউনিটি হাউজিং কোম্পানির ফ্যাইনান্স দেলোয়ার হোসেন কথা এড়িয়ে জান। নিজেদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে কাঁদা ছোড়াছুড়ি না করতে প্রতিবেদককে অনুরোধ করেন এবং তিনি বিষয়টি বসে সমাধান করার আশ্বাস দেন।

    এসব অভিযোগের ব্যাপারে উত্তরণ ইউনিটি হাউজিং কোম্পানির অফিসে গিয়ে খোঁজ মেলেনি চেয়ারম্যান আব্দুর রশিদ এবং ভাইস চেয়ারম্যান ইয়াছিন হায়দারের । তাদের মুঠোফোনে একাধিক বার কল দিয়েও পাওয়া যায়নি তাদের।

  • রায়পুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ অর্থ ও স্বর্নালংকার লুট।

    রায়পুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ অর্থ ও স্বর্নালংকার লুট।

    সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর রায়পুরে সৌদি প্রবাসী হানিফ মিয়ারজির বাড়ি থেকে অর্থ ও স্বর্ণালঙ্কার ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এসময় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা।

    এঘটনায় সন্দেহপ্রবন হয়ে মোঃআজাদ নামের এক যুবকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেন রায়পুর থানার উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর হোসেন।

    বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর ৪ টার সময় উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের হানিফ মিয়ারজির বাড়িতে এঘটনা ঘটে। গত বছরের একই বাড়িতে সেপ্টেম্বর মাসেও একবার ডাকাতির চেষ্টা করা হয়েছিলো। এঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে
    প্র
    বাসি রিয়েল মিয়াজীর বাবা হানিফ মিয়াজি (৬৫) বলেন, বাড়ির কলাপসিবল গেট বন্ধ করে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি। বারান্দার গ্রীল কেটে ১০-১৫ জনের ডাকাত দল ঘরের ভিতর এসে ৩টি কক্ষে ঢুকে অস্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল ফোন ও মালামালসহ প্রায় ১২ লাখ টাকার মালমাল লুট করে নিয়ে যায়। এসময় বাধা দিলে গৃহবধুকে আহত করেছে।

    এই ঘটনায় প্রবাসীর বাবা হানিফ মিয়াজি বাদী হয়ে অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা দায়েরর প্রস্তুতি নিচ্ছেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।

    লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বলেন, ডাকাতি হওয়া বাড়ি পুলিশ পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।