Tag: রায়গঞ্জ

  • সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক আব্দুল আজিজ গ্রেফতার।

    সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক আব্দুল আজিজ গ্রেফতার।

    সিরাজগঞ্জ-৩ আসন(তাড়াশ-রায়গঞ্জ)এর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল আজিজকে রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ান র‍্যাব-২ এর সদস্যরা। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বি.এন.পি নেতা আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারনার সময় আ.লীগের নেতাকর্মী তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে।এ সময় দলীয় নেতাকর্মীরে মানব প্রাচীরে তিনি আত্মরক্ষা পান। ককটেল ও হাত বোমা বিস্ফোরণ ঘটিয়ে নাশতা করে। তার বিরুদ্ধে তাড়াশ উপজেলায় হত্যার চেষ্টা ও বিস্ফোরণ আইনে নাশকতার মামলা রয়েছে।
    মঙ্গলবার(৪ ফেব্রুয়ারী)র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাব-২ এর মিডিয়া অফিসার খান আসিফ(তপু) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি জানান সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় তার বিরুদ্ধে হত্যার চেষ্টা ও নাশকতার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ হলো রাজধানীর কলাবাগান এলাকায় আত্মগোপনে আছেন এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় র‍্যাব-২ এর সদস্যরা সোমবার(৩ ফেব্রুয়ারী) রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ভেজাল ফেসওয়াশ ও মেহেদী উৎপাদনের অপরাধে কারখানার মালিককে জরিমানা।

    ভেজাল ফেসওয়াশ ও মেহেদী উৎপাদনের অপরাধে কারখানার মালিককে জরিমানা।

    ডেস্ক রিপোর্টঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে এস এম এন্টারপ্রাইজ নামের একটি অবৈধ কারখানায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভেজাল ফেসওয়াশ ও মেহেদী উৎপাদনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক হাসান আল মারুফ এর নেতৃত্বে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নে হাটপাঙ্গাসী গ্রামে মাসুদ রানার বাড়ীতে অভিযান চালানো হয়। মাসুদ রানা তার নিজ বাসায় ভেজাল কসমেটিকস উৎপাদনের কারখানা গড়ে তুলেছেন।

    অভিযানে অনুমোদনবিহীন ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে এস এম এন্টারপ্রাইজ কসমেটিক্সের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অবৈধ পন্থায় উৎপাদিত প্রায় ১২০ কেজি ভেজাল ফেসওয়াশ ধ্বংস করা হয়।

    কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে তিনি বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক, রঙ ও অন্যান্য উপাদানের মাধ্যমে, ভেজাল ফেসওয়াশ ও মেহেদী তৈরি করে আসছিলেন। এসব পণ্য ব্যবহারে ক্যানসার থেকে শুরু করে ত্বকের বিভিন্ন জটিল ও কঠিন রোগ হওয়ার শতভাগ সম্ভাবনা থাকে।

    তিনি আরও জানান, সরকারি কোনো প্রকার অনুমোদন বিহীন এবং ল্যাব ও ক্যামিষ্ট ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে এসকল ভেজাল কসমেটিকস পণ্য উৎপাদন করা সম্পন্ন বেআইনি। এছাড়াও কারখানাটির বৈধ কাগজপত্র না হওয়া পযন্ত বন্ধ ঘোষণা করে কারখানার স্বত্বাধিকারী মাসুদ রানার কাছ থেকে মুসলেকা নেওয়া হয়।

    অভিযানে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ, অফিস সহকারী কামকম্পিটার মাসুদুর রহমান সহ রায়গঞ্জ থানার পুলিশ উপস্থিত ছিলেন।

  • রায়গঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার।

    রায়গঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার।

    সিরাজগঞ্জের রায়গঞ্জে নূরমহল বেগম(৪৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার পানায়গাঁতী গ্রামের ফজল আলীর স্ত্রী।

    জানা যায় নূরমহল স্বামী সন্তান নিয়ে রায়গঞ্জ সদরে ভাড়া বাসায় দীর্ঘদিন হলো বসবাস করছিলেন। ২৬ জুন সোমবার সন্ধার দিকে নিজ বাড়িতে রওনা হওয়ার আগমুহূর্তে স্বামীস্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়।ঘটনার এক পর্যায় মঙ্গলবার ২৭ জুন দুপুরে পূর্ব লক্ষ্মীকোলা গ্রামের খালের পাড়ে গাছে সাথে নূরমহলের লাশ ঝুলে থাকতে দেখা যায়।পরে গৃহবধূর মরদেহ উদ্ধার করেন রায়গঞ্জ থানা পুলিশের সদস্যরা।

    রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান লক্ষ্মীকোলা গ্রামের খালের পাড়ে গাছের সাথে গৃহবধূর লাশ ঝুলতে দেখে স্থানীয়রা রায়গঞ্জ থানা পুলিশকে খবর দেন।পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর রিপোর্ট মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • রায়গঞ্জে অবৈধ ইট-ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা।

    রায়গঞ্জে অবৈধ ইট-ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা।

    রায়গঞ্জে অবৈধ ইট-ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা।


    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধ ইট ভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ৬ লক্ষাধিক টাকা অর্থদণ্ড করেছে বিচারক সাঈদা পারভীন এর ভ্রাম্যমাণ আদালত।এ সময় আরো ৯ টি ইট ভাটার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    জানাযায়, ২৯ শে মার্চ দুপুর ১২টার সময় পরিবেশ অধিদপ্তর,ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাঈদা পারভীন রায়গঞ্জ ও সলঙ্গা থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আাদালত দেশবন্ধু ইটভাটাকে ২ লাখ,আলফা ইট ভাটাকে ৩ লাখ ও সেবা ইট ভাটাকে দেড় লাখ টাকা জরিমানা করেন। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণমাধ্যমকে জানান অবৈধভাবে গড়ে উঠা ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

    এ সময় স্থানীয়রা ইটভাটাগুলো বন্ধের দাবী করেন।ইটভাটার কারনে ধূলা বালির সাধারন মানুষ জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে।

  • সিরাজগঞ্জের রায়গঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।

    সিরাজগঞ্জের রায়গঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।

    সিরাজগঞ্জের রায়গঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।


    সিরাজগঞ্জের রায়গঞ্জে রাজশাহী বিভাগের মাধ্যমে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

    রবিবার সকালে (২৭ মার্চ) সকাল ১০ টায় রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে, র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন ।

    পরে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি, এম কামরুজ্জামান লাভলু, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন,সাংবাদিক তাপস কুমার ঘোষ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মমিনুল ইসলাম, কৃষিবিদ মোঃ দেলোয়ার হোসেন, উপসহকারী কৃষি অফিসার মোঃ সেলিম রেজা, আব্দুল হাই,খুকুমণি পাল,
    মোঃ জহুরুল ইসলাম প্রমুখ।

    মেলায় ১১টি স্টল অংশ গ্রহণ করে। আগামী ২৯মার্চ পর্যন্ত এই মেলা চলবে বলে আয়োজকরা জানান ।

  • রায়গঞ্জে বয়স্ক,বিধবা,প্রতিবন্ধীদের মাঝে ভাতার বহি বিতরণ।

    রায়গঞ্জে বয়স্ক,বিধবা,প্রতিবন্ধীদের মাঝে ভাতার বহি বিতরণ।

    রায়গঞ্জে বয়স্ক,বিধবা,প্রতিবন্ধীদের মাঝে ভাতার বহি বিতরণ।


    ” মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অঙ্গীকার, অনাহারে থাকবেনা একটি পরিবার এ শ্লোগান ধারণ করে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচী’র আওতায় বয়স্ক, বিধবা স্বামী নিগৃহীতা,মহিলা অস্বচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে সর্বোমোট ১ হাজার ৭’শ জন সুবিধাভোগীদের মাঝে ভাতা বহি বিতরণ করা হয়েছে ।

    রায়গঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা সমাজসেবা অফিসের বাস্তবায়নে ও ঘুড়কা ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার ২৪ মার্চ সকালে ঘুড়কা ইউনিয়ন পরিষদের সুবিধা ভোগীদের ভাতাবহি বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা)আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

    তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে উন্নত রাষ্ট্র বানাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দারিদ্র্য বিমোচনে-গরীব,দুখী,অসহায় ও বঞ্চিত মানুষের পাশে থেকে সাহায্যে,সহযোগিতা ও সেবা দিয়ে যাচ্ছেন। যাতে গরীব,দুঃখী ও অসহায় মানুষদের মুখে হাসি ফুটানো যায় সে লক্ষ্যে এ সরকার কাজ করছেন। এ সরকার প্রতিটি মানুষকে বীমার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছেন।

    তিনি আরো বলেন,ঘুড়কা ইউনিয়নের জন্য বরাদ্দ যাতে আরো বাড়ানো যায় সেজন্য তিনি সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,এবং স্বাগত বক্তব্য রাখেন,ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান সরকার ।

    বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন শেখ,সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান লাভু,ঘুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান আকন্দ, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (বিএ)প্রমুখ।

    এ সময় ঘুড়কা ইউপি সচিব মোঃ মিজানুর রহমান , সকল ইউপি সদস্য/সদস্যরাসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা -কর্মচারীরা সহ সকল ভাতাভোগীরা উপস্থিত ছিলেন।

  • রায়গঞ্জে বয়স্ক,বিধবা,স্বামী নিগৃহীত মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বহি বিতরণ।

    রায়গঞ্জে বয়স্ক,বিধবা,স্বামী নিগৃহীত মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বহি বিতরণ।

    রায়গঞ্জে বয়স্ক,বিধবা,স্বামী নিগৃহীত মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বহি বিতরণ।


    মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অঙ্গীকার, অনাহারে থাকবেনা একটি পরিবার – এ শ্লোগান ধারণ করে -সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচী’র আওতায় বয়স্ক, বিধবা স্বামী নিগৃহীতা, মহিলা অস্বচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে সর্বোমোট ১৩২৬ জন সুবিধাভোগীদের মাঝে ভাতা বহি বিতরণ করা হয়েছে ।

    মঙ্গলবার (২২ মার্চ) সকালে পাঙ্গাসী ইউনিয়নের দেউলমুড়া জিয়ার মডেল উচ্চ বিদ্যালয় এন্ড বিএম কলেজ মাঠ প্রাঙ্গনে – রায়গঞ্জ উপজেলা পরিষদ ও সদর সমাজসেবা বাস্তবায়নে ও ৮নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের আয়োজনে, ২০২২ ইং সনের সুবিধা ভোগীদের ভাতাবহি বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল।

    তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে উন্নত রাষ্ট্র বানাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দারিদ্র্য বিমোচনে- গরীব,দুখী, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে থেকে সাহায্যে, সহযোগিতা ও সেবা দিয়ে যাচ্ছেন । যাতে গরীব, দুঃখী ও অসহায় মানুষদের মুখে হাসি ফুটানো যায় সে লক্ষ্যে এ সরকার কাজ করছেন। এ সরকার প্রতিটি মানুষকে বীমার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছেন।

    তিনি আরো বলেন, পাঙ্গাসী ইউনিয়নের জন্য বরাদ্দ যাতে আরো বাড়ানো যায় সেজন্য তিনি সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এবং স্বাগত বক্তব্য রাখেন, পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিক্ষানুরাগী অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম নান্নু।

    বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল হাদী আলমাজী জিন্নাহ, উপজেলা সমাজসেবা অফিসার ইলিয়াস হোসেন শেখ, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মাইনুল ইসলাম মাহে আলম, উপজেলা যুবলীগের যুগ্ন-সাধারণ শেখ জাহিদউর রহিম জাহিদ, পাঙ্গাসী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শরীফুল ইসলাম প্রমুখ।

    এ সময় পাঙ্গাসী ইউপি সচিব মোঃ রেজাউল করিম, ইউপি সদস্য শামসুল আলম খোকন, মোঃ বেল্লাল হোসেন, সাইফুল ইসলাম, শিপন সরকার, আব্দুল আজিজ, মোছাঃ ফুলমতি, রুপা খাতুন, সীমা খাতুন সহ এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা -কর্মচারীরা সহ সকল ভাতাভোগীরা উপস্থিত ছিলেন।

  • রায়গঞ্জে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ-নিহত-২,আহত-৩ জন।

    রায়গঞ্জে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ-নিহত-২,আহত-৩ জন।

    সিরাজগঞ্জের রায়গঞ্জে হাসিল আঞ্চলিক সড়কে ট্রাক ও ব্যাটারি চালিত ইজিবাইক সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন ইজিবাইক যাত্রী।

    বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের হাসিল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন ছোনগাছা ইউনিয়নের নওদা ফুলকোচা গ্রামের মানিক হালদার (৬০)।

    রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান,২ ফেব্রুয়ারী সকালে কয়েকজন মাছ ব্যবসায়ী একটি ইজিবাইক যোগে সিরাজগঞ্জে যাচ্ছিলেন। তারা আঞ্চলিক সড়কের হাসিল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইটিকে চাপা দেয়।

    এতে ঘটনাস্থলে ইজিবাইকের দুই যাত্রী নিহত হন।
    স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুর্ঘটনায় কবলিত ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

  • রায়গঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত।

    রায়গঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত।

    সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ভুইয়াগাঁতী নামক স্থানে ট্রাক চাপায় শহিদুল শেখ (৩৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

    মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টার সময় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ভূইয়াগাঁতী নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।

    নিহত নিহত শহিদুল শেখ (৩৬) রায়গঞ্জ উপজেলার সড়াইহাজিপুর গ্রামের বিশা শেখের ছেলে।

    হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ডালিম আহমেদ ঘটনাস্থল থেকে জানান,নিহত শহিদুল বাড়ি থেকে হাটিকুমরুলের দিকে যাওয়ার সময় ভুইয়াগাতি নামক স্থানে পৌছালে পিছন থেকে ঢাকাগামী একটি ট্রাক ধাক্কা দিলে শহিদুল সহ মোটরসাইকেলের দুই আরোহী মহাসড়কের উপর ছিটকে পড়ে।

    এসময় ঘটনাস্থলেই শহিদুলের মৃত্যু হয়। স্থানীয়রা আহত অপর দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

    আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, ঘাতক ট্রাকটি ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ায় সনাক্ত করা সম্ভব হয়নি। পরে রায়গঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ।

  • সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ।

    সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ।

    সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলাধীন ১৭টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার(২২ ডিসেম্বর)সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।

    স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।
    শপথ নেয়ার পরে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

    শপথ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন,জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মণ্ডল,প্রেসক্লাবে সভাপতি হেলাল আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন ।

    শপথ বাক্য পাঠ অনুষ্ঠান সঞ্চালনায় করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি।

    প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন নব নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে।পরে প্রধান অতিথি ফুল দিয়ে নব নির্বাচিত সকল চেয়ারম্যানগণকে শুভেচ্ছা জানান।

    উল্লেখ্য সিরাজগঞ্জ সদর উপজেলার ৮ জন ও রায়গঞ্জ উপজেলার ৯ জন নব নির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।