Tag: রাণীশংকৈল

  • রাণীশংকৈলে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ও বালু’ ব্যবহারের অভিযোগ।

    রাণীশংকৈলে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ও বালু’ ব্যবহারের অভিযোগ।

    ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার একটি নতুন রাস্তা নির্মাণে নির্ন্মমানের ইট ও রাবিশ বালু ব্যবহারের অভিযোগ উঠেছে।
     ইটভাটার পরিত্যক্ত, ভাঙ্গাচোরা, সাল্টি, গড়েয়াসহ নির্ন্মমানের ইট দিয়ে খোয়া করে রাস্তার সাব ব্যাচে দেওয়া হচ্ছে। এছাড়া কম দামের রাবিশ বালু দিয়ে রাস্তার সাব ব্যাচ তৈরী করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
    সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটি মাটি খনন করে তাতে সাব ব্যাচের জন্য খোয়া ও রাবিশ বালু দেওয়া হয়েছে। স্থানীয় চাপোড় পার্বতীপুর দাখিল মাদ্রাসার মাঠে ইটের স্তুপ করে সেখানেই খোয়া ভেঙ্গে রাস্তায় দেওয়া হচ্ছে। ইটের স্তুপে দেখা যায়, ভাটার যত ভাঙ্গাচোরা,গড়েয়া পরিত্যক্তসহ নির্ন্মমানের ইট রয়েছে সেগুলো সেখানে স্তুপ করা হয়েছে। সেখান থেকেই ভাঙ্গা হচ্ছে খোয়া।
    স্থানীয় বাসিন্দা মাহবুব আলম বলেন,দীর্ঘ প্রতিক্ষার পর একটি পাকা রাস্তা পেতেঁ যাচ্ছি। অথচ ভাটার যত ময়লা ইট আছে সেগুলো খোয়া করে রাস্তায় দেওয়া হচ্ছে। ভাটার যত পরিত্যক্ত ইট এখানে খোয়া হিসাবে ব্যবহার হচ্ছে।
    আরেক বাসিন্দা আনিসুর রহমান বলেন, এক টলি বালু’র দাম কমপক্ষে বর্তমান বাজারে এক হাজার পাচঁশত টাকা। আর এক ট্রলি রাবিশ বালু পাঁচ থেকে সাতশত টাকা। তাই ঠিকাদার বালু’র বদলে রাবিশ বালু দিয়ে একদিকে যেমন সরকারের টাকা আত্মসাত করছেন।
    অন্যদিকে সরকারের উন্নয়ন মুলক কাজেও ব্যঘাত ঘটাচ্ছেন। স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, রাবিশ বালু প্রায় মাটির মত। এই রাস্তায় রাবিশ দিয়ে রোলার করার পর মাটির মত শক্ত হয়ে গেছে। সেখানে পানি দেওয়া হলে কাদাঁ হয়ে যায়। বালু কি কখনো কাদাঁ হয়। তারা বলেন এভাবে রাস্তা নির্মাণ করলে রাস্তাটি তাদের মতে বেশিদিন ভালো থাকবে না। তারা দাবী জানিয়েছেন সঠিক নিয়মে যেন রাস্তাটি নির্মাণ কাজ শেষ হয়।
    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন  চাপোড় পার্বতীপুর মাদ্রাসা থেকে পার্বতীপুর লেহেম্বা সুইচগেট  প্রযর্ন্ত এক কিলোমিটার রাস্তা নির্মাণ প্রায় এক কোটি ৯লাখ ৩৪ হাজার ৯৩৩ টাকায় কাজটি চুক্তিবদ্ধ হয়েছে এম এস অটো রাইস মিল নামক ঠিকাদার প্রতিষ্ঠান।
    এ প্রসঙ্গে এম এস অটো রাইস মিল নামক ঠিকাদার প্রতিষ্ঠানের ঠিকাদার আব্দুস সামাদ মুঠোফোনে বলেন, ইট,বালু ভালো মানের দেওয়া হচ্ছে। সেখানে কোন ধরনের নির্ন্মমানের মালামাল নেই।
    উপজেলা প্রকৌশলী মাঈনুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, নির্ন্মমানের ইট বা বালু ব্যবহার হলে সেগুলো সেখান থেকে অপসারণ করা হবে।
  • রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত।

    রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত।

    আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
    রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কানাই রায় (৩৫) নামে এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় মীরডাঙ্গী থেকে পশ্চিম বনগাঁও যাওয়ার পথে ভন্ডগ্রাম নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত কানাই রায় উপজেলার নেকমরদ ইউনিয়নের আলশিয়া গ্রামের মৃত. বীরেন চন্দ্র রায়ের ছেলে।
    জানা গেছে, ভন্ডগ্রাম নামক স্থানে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কানাই রায় ও তার মোটরসাইকেল রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
    রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সন্ধ্যার পরে অন্ধকার থাকায় কিসের সাথে দূর্ঘটনা ঘটেছে তার সঠিক কারণ জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
  • রাণীশংকৈল পৌর যুবলীগের কমিটি গঠন সভাপতি আলী সম্পাদক গপেশ।

    রাণীশংকৈল পৌর যুবলীগের কমিটি গঠন সভাপতি আলী সম্পাদক গপেশ।

    বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভা শাখার ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে আনোয়ার হোসেন ওরফে আলীকে সভাপতি ও গপেশ বসাককে সাধারণ সম্পাদক পদে ঘোষনা করা হয়েছে।
    গত ৬ নভেম্বর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক রমজান আলী স্বাক্ষরিত ৬১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। তিন বছর মেয়াদী এ কমিটিতে জিয়াউল ইসলাম জিয়াকে জৈষ্ঠ্য সহ-সভাপতি করে মোট ৭ জনকে সহ-সভাপতি, চন্দন বসাককে জৈষ্ঠ্য যুগ্ন-সম্পাদক করে মোট তিন জন যুগ্ন সম্পাদক করা হয়েছে।
    একইভাবে সাংগঠনিক সম্পাদক পদে মো: রকিসহ তিনজন, প্রচার প্রকাশনা সম্পাদক, অর্থ সম্পাদকসহ অন্যান্য পদে মোট ২৩ জনকে মনোনীত করা হয়েছে। একইভাবে ২৩ জনকে কাযর্করী কমিটির নির্বাহী সদস্য করা হয়েছে।
    ঘোষিত পৌর যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আলী বলেন, ৬১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করে ঘোষনা করা হয়েছে। এ কমিটিতে ছাত্রলীগের সাবেক নেতাদের মূল্যয়ন করা হয়েছে। ছাত্রলীগের পদধারী সাবেক নেতাদের এ কমিটির বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, এবারের কমিটি সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী কমিটি হয়েছে।
  • স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ।

    স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী। লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    বুধবার (৮ নভেম্বর) সকাল নয়টার দিকে স্ত্রীকে হত্যার বিষয়টি থানায় এসে জানালে তার দেওয়া তথ্যমতে বাড়ি থেকে তার স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে স্ত্রী রাবেয়াকে ছুড়ি দি‌য়ে বুকে আঘাত ক‌রে হত্যা করে স্বামী নাজমুল ।

    রাণীশং‌কৈণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বলেন, ‘পারিবারিক বিরোধের জেরেই স্ত্রীকে  নাজমুল হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করে হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর থে‌কে স্ত্রী রা‌বেয়া ও তার স্বামী নাজমু‌লের ম‌ধ্যে ঝগড়ার শব্দ শুনতে পান তারা। নাজমুল স্ত্রীকে মারধর করেন এবং ছুড়ি দি‌য়ে বুকে পরপর আঘাত ক‌রেন। এতে রাবেয়া অচেতন হ‌য়ে পড়‌লে পরিবারের অন্য সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্মরত  চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তৎক্ষণাৎ তারা আবার মরদেহ নিয়ে বাসায় ফিরে আসেন হাসপাতাল থেকে।

    নিহতের ভাই জামালউদ্দীন বলেন, ‘৬ বছর হল বিয়ে করেন তারা। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে।তিনি দাবি করেন, ‘তার ভগ্নিপতি নাজমুল  বিভিন্ন সময় তার বোন রাবেয়া খাতুনকে মারধোর করতেন। আজোও কোনো কারণে ক্ষিপ্ত হয়ে রাবেয়াকে কুপিয়ে হত্যা করেছেন।’

    রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায় ৮ অক্টোবর বুধবার সকালে এ হত্যাযজ্ঞের ঘটনা ঘটে।

    গ্রেপ্তার হওয়া স্বামীর নাম নাজমুল ইসলাম (৪৮)। তিনি পদমপুর হাজীপাড়া এলাকার ফজলু মাষ্টারের ছেলে।

    আর স্ত্রীর নাম রাবেয়া খাতুন (৩৫)। এক ছেলে ও এক মেয়ের জননী।  তিনি রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের  চেকপোস্ট এলাকার রিয়াজুদ্দিন ও রহিমা দম্পতির মেয়ে।

    পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বুধবার সকালে স্বামী তার স্ত্রীকে ছুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে। ‌ এরপর মরদেহ বাড়িতে রেখে দিয়ে ওই দিন সকাল ৯ টার পর স্বামী নাজমুল ইসলাম রাণীশংকৈল থানায় এসে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পণ করে। পরে তার দেওয়া তথ্যমতে প্রথমে পুলিশ ওই বাড়িতে গিয়ে স্ত্রীর মরদেহ দেখতে পায়। মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ।

    রাণীশং‌কৈণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বলেন, পারিবারিক কলহের জেরেই এ দুর্ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি আটক রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে ।

  • সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাণীশংকৈলে প্রতিবাদ সমাবেশ।

    সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাণীশংকৈলে প্রতিবাদ সমাবেশ।

    রাজধানীতে পেশাগত দায়িত্ব পালনের সময় সহিংসতার তথ্য ও ছবি সংগ্রহ করতে গিয়ে বিএনপি কর্মীদের হামলায় কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হয়েছে। এসময় তাদের পিটিয়ে রক্তাক্ত করা হয়। আহত পাঁচ সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় ভাঙচুর করা হয়েছে ক্যামেরা, ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন।
    এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবলিম্বে হামলাকারীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কর্মরত সাংবাদিকরা।
    মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে রাণীশংকৈল প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সমাবেশে এই দাবি জানানো হয়।
    রাণীশংকৈল প্রেসক্লাবসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ আন্দোলনে অংশ নিয়েছেন।
    সেখানে বক্তারা বলেন, ২৮ অক্টোবর রাজধানীতে রাজনৈতিক সমাবেশ চলাকালে সাংবাদিকদের ওপর যে হামলা, নির্যাতন ও হয়রানি করা হয়েছে তা সাংবাদিকতা পেশার জন্য বড় ধরনের হুমকি ও উদ্বেগজনক।
    সাংবাদিকরা জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি সমাজের অসঙ্গতির চিত্র তুলে ধরে।
    বিএনপি-জামায়াতের নৈরাজ্যের খবর প্রকাশ করার সময় তারা সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেন এবং হামলা চালায়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা।
    আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবি জানানোর পাশাপাশি এটি করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা।
    তারা আরও বলেন, গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা সহ সারা দেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা, মারপিট ও নির্যাতন ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার ও আহতদের সরকারী ভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।এরুপ ঘটনার পুনরাবৃত্তি হলে সারা দেশে আন্দোলন গড়ে তুলবে সাংবাদিক সমাজ।
    সংবাদকর্মী রফিক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রতিবাদ সমাবেশে আসা সাংবাদিকরা
    রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন রাণীশংকৈল  প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী  এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. বিপ্লব
    প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশসহ অন্যান্য সদস্যরা, বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা আন্দোলনে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
  • রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ শুরু।

    রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ শুরু।

    সরকারের টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্য গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ বীজ, মুগ ডাল ও রাসায়নিক সার বিতরণের জন্য প্রণোদনা কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠিত হয়।
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শীতকালীন পেয়াজসহ অন্যান্য ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের উৎসাহ প্রদানের জন্য বিনামূল্যে রাসায়নিক সার গম, ভুট্রা, সরিষা, মুগ ডাল ও চীনা বাদাম বীজ বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।
    রাণীশংকৈল উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ ও সার দেওয়া হয়।
    উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে সোমবার (৩০ অক্টোবর ) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক কৃষাণীর মধ্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
    রাসায়নিক সার ও বীজ বিতরণের জন্য প্রণোদনা কার্যক্রমের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমান।
    এসময় বিশেষ অতিথি ছিলেন রাণীশংকৈল উপজেলা আ.লীগের সভাপতি সইদুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, জাতীয় পার্টির আহব্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহব্বায়ক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সহকারীর কৃষি কর্মকর্তা সাবের আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ রায়, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল তারেক লিপুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপকারভোগী কৃষক প্রমূখ।
    অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম
    স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম কৃষকের নানা দিক নির্দেশনামূলক কথা বলেন। তিনি জানান, এ কর্মসূচির আওতায় ৬ হাজার ৮শ ৭০ জন কৃষককে
    বিনামূল্যে রাসায়নিক সার গম, ভুট্টা, সরিষা, মুগ ডাল, শীতকালীন পেঁয়াজ বীজ ও চীনা বাদাম বীজ দেওয়া হবে ।
    অনুষ্ঠানে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এবং বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠান শেষে কৃষক কৃষাণীর মাঝে রাসায়নিক সার বীজ বিনামূল্যে বিতরণ শুরু করেন রাণীশংকৈল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
  • রাণীশংকৈলে বিএনপির ৩ নেতা-কর্মী গ্রেপ্তার।

    রাণীশংকৈলে বিএনপির ৩ নেতা-কর্মী গ্রেপ্তার।

    ঢাকায় ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের আগে  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিএনপির নেতাকর্মীকে ধরপাকড় শুরু হয়েছে।

    গত বুধবার দিবাগত রাতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাণীশংকৈল পৌরসভা ও ২টি ইউনিয়নের এলাকা থেকে তাঁদের গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়।

    পুলিশ বলছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তারা বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করছে এবং তা চলমান থাকবে। উপজেলা বিএনপি থেকে বলা হচ্ছে, শনিবারের মহাসমাবেশ কেন্দ্র করে পুলিশ নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালাচ্ছে। যাঁদের বাড়িতে পাওয়া যাচ্ছে, তাঁদের ধরে এনে পুরোনো গায়েবি মামলায় গ্রেপ্তার দেখাচ্ছে।

    জানা গেছে, বুধবার দিবাগত মধ্যে রাতে রাণীশংকৈল পৌর শহরের মহলবাড়ী এলাকার বাড়ী থেকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজমুদারকে তুলে নেয় পুলিশ। একই সাথে হোসেনগাঁও ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির উদ্দীন ও নেকমরদ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আতিকুর রহমানকে তাদের নিজ বাসা থেকে তুলে নিয়ে গেছে পুলিশ

    রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লাম আল ওয়াদুদ বিন নুর আলিফ বলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদারের বিরুদ্ধে পূর্বের কোন মামলা নেই। আটক অন্য দুজন নেতাদের বিরুদ্ধেও কোন অভিযোগ নেই। সম্পূর্ণ নির্দোষ ব্যক্তিদের অন্যায়ভাবে আটক করা হয়েছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তির দাবী জানিয়েছেন তিনি।

    রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বলেন, ঠাকুরগাঁও সদর থানার মামলায় রাণীশংকৈলের তিন বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

  • রাণীশংকৈলে ৮০ টাকার ফুলকপি বিক্রি হচ্ছে ২০ টাকায় : হতাশায় কৃষক।

    রাণীশংকৈলে ৮০ টাকার ফুলকপি বিক্রি হচ্ছে ২০ টাকায় : হতাশায় কৃষক।

    সপ্তাহের ব্যবধানে ফুলকপির বাজার দরে ধস নামায় বিপাকে চাষিরা। প্রতিকেজিতে কমেছে ৫৫ থেকে ৬০ টাকা পর্যন্ত। প্রতিদিনই  দাম কমতে থাকায় কৃষকরা কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না। এতে ক্রেতা খুশি হলেও লোকসান শঙ্কায় আছেন চাষিরা।
    মৌসুমের শুরুর দিকে ফুলকপির বাজারে চড়া দাম থাকলেও এখন তা ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে কৃষকদের খরচের টাকা তুলতেই হিমশিম খেতে হচ্ছে।
    উত্তরাঞ্চলের সবজি খ্যাত এলাকা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ঘুরে জানা গেছে, প্রায় প্রতিদিনই কমছে সবজির দাম। এক্ষেত্রে খেত থেকে পাইকাড়রা সস্তায় কিনে বেশী দামে বিক্রি করলেও উৎপাদন খরচও উঠছে না কৃষকের ঘরে। অতি কষ্টে উৎপাদন করা এসব সবজির দাম কৃষকরা ভোগ করতে না পারলেও কয়েক হাত বদলের মাধ্যমে এই সবজি সাধারণ মানুষকে কিনতে হচ্ছে তিন গুণ দামে।
    কৃষকরা জানান বৈরী আবহাওয়ায় আগাম জাতের ফুলকপি চাষ করে বিপাকে পড়েছেন তারা । রাসায়নিক সার ও কীটনাশকের দাম বাড়ায় খরচ এবার দিগুণ হয়েছে বলে জানিয়েছে তারা।
    এদিকে গত দুই চার দিন আগেও প্রতি কেজি ফুলকপি ৮০ টাকায় বিক্রি হলেও এখন তা ২০ টাকায় বিক্রি হচ্ছে। এভাবে দাম কমায় ক্ষতির মুখে পড়ছেন চাষিরা।
    সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সবকটি ইউনিয়নেই আগাম জাতের ফুলকপি চাষ হয়েছে। বিশেষ করে ধর্মগড় ও কাশিপুর এলাকায় বেশি চাষ হয়েছে। গেল বছর ভালো দাম পাওয়ায় এ বছর অধিক পরিমাণে ফুলকপি চাষ হয়েছে বলে জানান কৃষকরা।
    ফুলকপি ব্যবসায়ী সোহেল রানা বলেন, ঢাকা শহরে বর্তমানে ফুলকপির চাহিদা না থাকায় দাম কমে গেছে। গত কয়েকদিনে যে গাড়িগুলো পাঠিয়েছিলাম তাতে আমরা পুঁজি হারিয়েছি। যার ফলে এখন আগের দামে ফুলকপি কিনতে ভয় পাচ্ছি।
    ধর্মগড় মন্ডলপাড়া এলাকার কৃষক মুনজুর হোসেন জানান, তারা কষ্টে উৎপাদিত কাঁচা শাক-সবজির মূল্য পাচ্ছেন না। বরং তাদের কাছে থেকে কিনে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা ভালো লাভ করছেন। আর এই ফুলকপি শহরে বা আশপাশের হাট-বাজারে প্রায় দ্বিগুণমূল্যে খুচরা বিক্রি চলছে। দুই তিন দিন আগেও আমরা ৮০ টাকা কেজিতে ফুলকপি বিক্রি করেছি। কিন্তু ব্যবসায়ীরা এখন বলছেন প্রতি কেজি ২০ টাকার কমে।
    কাশিপুর এলাকার কৃষক মকবুল ইসলাম জানান, এবার তিনি দুই বিঘা জমিতে ফুলকপি চাষ করেছেন। প্রথম দিকে ভালো দাম পেলেও এখন মজুরি খরচও উঠছে না। কপি এখন ২০ কেজিতেও বিক্রি হচ্ছেনা । ‘খরচের তুলনায় পানির দরে ফুলকপি বিক্রি করতে হচ্ছে। উৎপাদন খরচ তো দূরে থাক, মাঠ থেকে তুলে হাটে নিয়ে আসল খরচও উঠছে না।’
    আরেক ফুলকপি চাষি ওসমান আলী বলেন, আগাম ফুলকপির জন্য আবহাওয়া খুব খারাপ ছিল। অতিরিক্ত বৃষ্টি ও রোদ থাকায় আগেই অনেক গাছ নষ্ট হয়ে গেছে। এ বছর একর প্রতি দেড় লাখ টাকা খরচ হয়েছে। এভাবে চলতে থাকলে ৫০ হাজার টাকাও উঠবেনা ।
    উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, রাণীশংকৈল উপজেলায় এবার আগাম ফুলকপি প্রায় ২০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। ‘হঠাৎ ফুলকপির দাম কমায় চাষিরা লোকসানে এমন প্রশ্নে’ তিনি বলেন, বাজারের বিষয়টা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেখেনা, এটি দেখেন কৃষি বিপণন অধিদপ্তর। আমাদের কাজ হল উৎপাদন বাড়ানো ও রোগবালাই পোকামাকড় বিষয়ে পরামর্শ দেওয়া। কৃষকরা কঠিন পরিশ্রম করে এসব সবজি উৎপাদন করে থাকেন। বাজার কমে গেলে তারা সবজি চাষে আগ্রহ হারিয়ে ফেলবেন। তাই এ বিষয়টি নিয়ে বাজার মনিটরিংকারীদের সাথে কথা বলবো। যাতে করে কৃষকরা ন্যায্যমূল্য পায়।
    জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক শেখ সাদী বলেন, কাঁচামালের চাহিদা কমে গেলে বাজার কমে যায়। এ অবস্থায় আমাদের করার কিছু নাই।
  • রাণীশংকৈলে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার।

    রাণীশংকৈলে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার।

    ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলায়  গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে। বাবার বাড়ি আশ্রয়ণ প্রকল্পের শয়ন ঘর থেকে লতা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
    মঙ্গলবার (২৪অক্টোবর) সকালের দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভোলাপাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পে এই ঘটনা ঘটে।ওই গৃহবধু ভোলাপাড়া গ্রামের বাপ্পীর স্ত্রী। এক বছর আগে তাদের বিয়ে হয়েছিলো। বিয়ের পর বাপ্পী ঢাকায় গার্মেন্টসের কাজের জন্য পাড়ি জমান।
    পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পুর্ব ভোলাপাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা  পিতা দুলালের বাড়ীতে কয়েকদিন আগে লতা মেহমান আসে। কাল রাতে সে অজ্ঞাত কারণে ঘরের তীরের সাথে ওড়না দিয়ে ফাঁস দেয়। সকালে পরিবারের লোকজন ঘরের তীরের সাথে লতাকে ঝুলে থাকতে দেখে চিৎকার দিলে তখনি স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। তবে লতার বাবা দুলাল হোসেন বলেন, কারো প্রতি তার কোন অভিযোগ নেই।
    রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই এবং মরদেহ ঝুলন্ত অবস্থায় পেয়ে সেখান থেকে উদ্ধার করি। কোন অভিযোগ বা সন্দেহ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মৃত্যু মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।
  • রাণীশংকৈলে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার।

    রাণীশংকৈলে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার।

    শারদীয় দুর্গোৎসব-২০২৩ উপলক্ষে শনিবার (২১ অক্টোবর) রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভাস্থ এবং উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
    উক্ত সময় আরো উপস্থিত ছিলেন
    ঠাকুরগাঁও, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান, রাণীশংকৈল পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডলসহ
    জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ।
    পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত কল্পে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং সাথে সাথে যথাযথ পরিসরে অনুষ্ঠানাদি সম্পাদনের পরামর্শ প্রদান করেন।
    পুলিশ সুপার বলেন জেলার প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজামন্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা করা, পূজা মন্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/চার্জার লাইটের ব্যবস্থা করা হয়েছে।
    বছর ঘুরে আবারো এসেছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। বিশ্ব মানবতার কল্যাণ, জগতের সকল জীবের সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনায় এবং অশুভ শক্তির  বিনাশ  ও শুভশক্তির জয় কামনায় শারদীয়  দূর্গাপুজা উদযাপিত হবে। দুর্গাপূজায় এবার ব্যতিক্রম হলো দেবী দুর্গা এই বছর ঘোড়ায় করে মর্ত্যে আসবেন ও ঘোড়াতেই বিদায় নেবেন। দেবী দুর্গার দোলায় আগমন‌ ও গজে গমন বয়ে আনুক- শুভ ফল, শুভ বার্তা, খাদ্যশস্যে পূর্ণ হোক বসুন্ধরা।
    হিন্দুশাস্ত্র অনুযায়ী, দুর্গার আগমন ও প্রস্থানের বাহন নির্ধারণ করে মর্তলোকে সারা বছর কেমন যাবে। প্রতি বছর দুর্গার আগমন ও প্রস্থান সাধারণত একই বাহনে হয় না। এই বছর দুর্গার আসা ও যাওয়া, দুটোই হবে ঘোড়ায়। দেশবাসী সহসায় সকল সমস্যা মুক্ত হোক,সকল সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন  অক্ষয় ও অটুট থাকুক এই কামনায় জেলা পুলিশ ঠাকুরগাঁও সনাতন ধর্মালম্বীদের সবাইকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছে।