Tag: রাজশাহী

  • গোদাগাড়ীতে কমে যাচ্ছে চারণ ভূমি, গো-খাদ্য সংকটে গৃহস্থ ও খামারিরা।

    গোদাগাড়ীতে কমে যাচ্ছে চারণ ভূমি, গো-খাদ্য সংকটে গৃহস্থ ও খামারিরা।

    রাজশাহী(গোদাগাড়ী)প্রতিনিধিঃ

    রাজশাহীর গোদাগাড়ীতে কমে যাচ্ছে চারণ ভূমি, গো-খাদ্য সংকটে গৃহস্থ ও খামারিরা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে জমি পতিত না থাকায় গো-চারণ ভূমি তীব্র অভাব দেখা দিয়েছে। ফলে সংকট দেখা দিয়েছে গো-খাদ্যের। বিভিন্ন অঞ্চল থেকে উচ্চ মূল্যে খড়, বিচালি কিনে গো-খাদ্যের চাহিদা পূরণ করতে হচ্ছে খামারি ও গৃহস্থদের। এতে করে কৃষক ও গো-খামারিরা হিমশিম খাচ্ছেন। গবাদিপশু পালনে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে তাদের। অনেকে গো-খাদ্য সংকটের কারণে গরু ছাগল বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। উপজেলার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা যায়, মানুষেরা জীবন-জীবীকার তাগিদে গরু, মহিষ, ছাগল, ভেড়া পালন করেন। এসব গবাদিপশু খাদ্যের প্রধান উৎস চারণ ভুমির প্রাকৃতিক খাবার। জমিতে বাণিজ্যিকভাবে বিভিন্ন ফসল আবাদ বেড়ে যাওয়ায় কমে আসছে গো-চারণ ভূমি, কমে যাচ্ছে প্রাকৃতিক খাদ্যের উৎস। গো-চারণ ভূমির সংকটের ফলে দেখা দিচ্ছে গো-খাদ্যের সংকট।
    উপজেলার বোগদামারী গ্রামের লালু। নিজের^ সম্পদ বলতে তার রয়েছে ৫টি গরু। প্রতিবছর গরু বিক্রি করে সংসারের পুরো ব্যয় বহন করে থাকেন তিনি। এভাবে প্রায় দুই যুগ ধরে গবাদিপশু লালন-পালনের উপর নির্ভর করেই চলছে তার সংসারের প্রয়োজনীয় চাহিদাসহ সন্তানদের পড়ালেখার খরচ। তবে, চারণ ভুমির অভাবে প্রাকৃতিকভাবে গজিয়ে ওঠা বিভিন্ন ধরণের গো-খাদ্য হ্রাঁস পাওয়ায় চরম দুঃশ্চিন্তায় পড়েছেন তিনি।

    পতিত জমির অভাবে কেনা গো-খাদ্যের উপর নির্ভর করে গো-খাদ্যের চাহিদা মেটানো কঠিন হয়ে পড়েছে লাল মোহাম্মদের মতো এনামুল, করিমসহ অনেকের। এতে করে উপজেলার গবাদিপশু লালন-পালনের উপর নির্ভরশীল পরিবার গুলো চরম বেকায়দায় পড়েছেন। এমন পরিস্থিতিতে বাজার থেকে গবাদিপশুর খাদ্য কিনে গরু মোটাতাজাকরণ ও দুধ উৎপাদন করছেন তারা। তবে সবচেয়ে বেকায়দায় পড়েছেন গো-খামারিরা। খামারি রেজাউল জানান, কয়েকদিন পর পরই গো-খাদ্যের মূল্য বেড়ে যাচ্ছে। এ কারণে গবাদিপশু লালন-পালনে গুণতে হচ্ছে বাড়তি টাকা। দানাদার খাবারের মূল্য উর্ধমূখী এবং দুধের বাজার মূল্য কম হওয়ায় খামার টিকিয়ে রাখা কষ্টকর হয়ে পড়েছে।
    আরিফ জানায়, বরেন্দ্র অঞ্চলে পতিত জমি না থাকায় পদ্মা নদীর বুকে জেগে উঠা চরে প্রাকৃতিকভাবে গজিয়ে ওঠা বিভিন্ন ধরণের গো-খাদ্যের উপর নির্ভর করে গরু-মহিষ, ছাগল ও ভেড়া লালন পালন করতাম। গত কয়েক বছর থেকে পদ্মা নদীর বুকে জেগে উঠা চরে আবাদ হওয়ায় প্রাকৃতিকভাবে গজিয়ে ওঠা বিভিন্ন ধরণের গো-খাদ্যের অভাব দেখা দিয়েছে। নিজেরাই গরু লালন-পালন করি। আমাদের সারা বছর গরুর দুধ, গোবর বিক্রি করে কোনরকম সংসার চলে। কিন্তু খাদ্য সংকটের কারণে গরু, ছাগল নিয়ে বিপাকে আছি। খড় দাম আগের চাইতে অনেক বেড়ে যাওয়ায় গরু ছাগল প্রতিপালন আমাদের জন্য কষ্টকর হয়ে পড়েছে।
    একটি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে চরাঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মানো গাছপালা কমে যাচ্ছে। আর এর প্রভাব পড়ছে প্রানীকুলে। বিশেষ করে গবাদিপশু লালন-পালনের উপর নির্ভরশীল পরিবারগুলোর জীবন-জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ছে।
    উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার সরকার জানান, মানুষজনের অন্যতম সম্পদ গবাদিপশু। প্রকৃতির উপর নির্ভর করে গাছপালা ও ঘাস খেয়ে এখানকার গরু, মহিষ, ভেড়া, ছাগল বেড়ে ওঠে। চারণ ভুমি কমতে থাকায় বিকল্প হিসেবে উন্নত পদ্ধতিতে ঘাস চাষের প্রশিক্ষণ ও সহায়তা দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, দানাদার খাবারের মূল্য উর্ধমূখী হওয়ায় গো-খাদ্যর সংকট মোকাবেলায় প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে বিনা মুল্যে উন্নতজাতের ঘাসের কাটিং দেওয়া হচ্ছে। যে সকল গৃহস্থ ও খামারিদের জমি আছে তারা ঘাষ চাষ করে দানাদার খাবার কমিয়ে গবাদিপশুকে ঘাষ খাওয়ালে আর্থিকভাবেও লাভবান হবেন।

  • রাজশাহীর গণসমাবেশ সফল করতে বাঘায় বিএনপি’র লিফলেট বিতরণ।

    রাজশাহীর গণসমাবেশ সফল করতে বাঘায় বিএনপি’র লিফলেট বিতরণ।

    বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ

    আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে রাজশাহীর বাঘায় লিফলেট বিতরণ করেছে রাজশাহী জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জল ।
    রোববার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা তেঁথুলিয়া বাজার এলাকায়সহ উপজেলার বিভিন্ন স্থানে আনোয়ার হোসেন উজ্জলের নেতৃত্বে নেতারা এ লিফলেট বিতরণ করেন। নেতাকর্মীরা উপজেলার মীরগঞ্জ এলাকা হয়ে উপজেলা সদর পরে তেঁথুলিয়া, আড়ানী পৌর বাজার সড়কের মোড়ে মোড়ে পথচারী ও যানবাহনের যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন। বিভাগীয় সমাবেশে যোগদানের জন্য আহবায়ক জানানো হয় এ লিফলেটে।

    এছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কের মোড়ে মোড়ে দাঁড়িয়ে পথচারী ও যানবাহনের যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন। বিভাগীয় সমাবেশে যোগদানের জন্য অনুরোধ জানানো হয় লিফলেটে।
    লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য সহকারি অধ্যপক মো. জাহাঙ্গীর হোসেন, আড়ানী পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র নজরুল ইসলাম, আড়ানী পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম, চারঘাট উপজেলার সাবেক সভাপতি সহকারি অধ্যাপক ইউনুছ আলী তালুকদার, চারঘাট পৌর বিএনপির সভাপতি কায়েম উদ্দিন, সাধারণ সম্পাদক মুরাদ পাশা, বাঘা উপজেলা যুবদলের সাবেক সভাপতি ,সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, আড়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন,সাবেক উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন পলাশ, সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক নবাব আলী, উপজেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য সচিব মোমিনুল ইসলাম হিটলার, আব্দুল সালাম,জুয়েল প্রমুখ।

    লিফলেট বিতরণকালে বিএনপির নেতা আনোয়ার হোসেন উজ্জল বলেন, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহীর বিভাগীয় গণসমাবেশে লক্ষ লক্ষ নেতাকর্মী যোগদানের কথা রয়েছে। ইতোমধ্যে বাস মালিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন। নেতাকর্মীরা প্রয়োজনে পাঁয়ে হেঁটে সমাবেশে যাবেন । কোনো প্রতিবন্ধকতা বাধাই সৃষ্টি করতে পারবে না।

  • গোদাগাড়ীতে দিগুণ সরিষা চাষে মাঠ জুড়ে হলুদের সমারোহ।

    গোদাগাড়ীতে দিগুণ সরিষা চাষে মাঠ জুড়ে হলুদের সমারোহ।

    রাজশাহী(গোদাগাড়ী)প্রতিনিধিঃ

    রাজশাহীর গোদাগাড়ীতে ভোরের সূর্য সরিষা ফুলের জমিতে পড়ার সাথে সাথে চকচক করছে হলুদ রং। প্রকৃতি সেজেছে অপরুপ সাজে। প্রজাপতির দল ছুটে বেড়াচ্ছে ফুলে ফুলে। মৌমাছির ভনভনানিতে মুখরিত সরিষার বিস্তৃত মাঠ। সবুজ শ্যামল প্রকৃতির ষড়ঋতুর এই দেশে ঋতু পরিবর্তনের সাথে সাথে যেমনি প্রকৃতির রূপ বদলায়, তেমনি বদলায় ফসলের মাঠ। গোদাগাড়ী উপজেলার মাঠ জুড়ে এখন হলুদ সরিষা ফুলের সমারোহ। দুচোখ যেদিকে যায়, সে দিকে শুধু মনজুড়ানো সরিষা ফুলের দৃশ্যের দেখা মেলে। গাঢ় হলুদ বর্ণের সরিষার ফুলে ফুলে মৌমাছিরা মধু সংগ্রহের জন্য গুন গুন করছে। চলছে মধু আহরণের পালা। মৌমাছিরা মধু সংগ্রহে মাঠে নেমেছে। শীতের শিশির সিক্ত মাঠভরা সরিষা ফুলের গন্ধ বাতাসে ভাসছে। মানুষের মনকে পুলকিত করছে। সরিষার ক্ষেতগুলো দেখে মনে হয় কে যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে। এখন শুধু দিগন্ত জুড়ে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য শোভা পাচ্ছে।
    এদিকে সরিষার দাম ও তেলের দাম বৃদ্ধি পাওয়ায় এ অঞ্চলের কৃষকরা ঝুকেছে সরিষা চাষে। চলতি মৌসুমে গোদাগাড়ী উপজেলায় গত বছরের তুলনায় দ্বিগুন বেড়েছে সরিষার চাষ।
    গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলায় চলতি মৌসুমে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬ হাজার ২শ’ ৪০ হেক্টোর। এখন পর্যন্ত প্রায় ১৪ হাজার ১শ” ২০ হেক্টোর জমিতে সরিষার চাষ হয়েছে। গত বছর এ উপজেলায় সরিষা চাষ হয়েছিল ৭ হাজার ৪শ’ ২০ হেক্টোর। কিছু কিছু জমিতে মধু আহরণের জন্য চাষীরা মধু সংগ্রহের বাক্স বসিয়েছেন। তেল বীজ, মধুর পাশাপাশি কৃষকরা সরিষা থেকে উন্নত গো-খাদ্যও তৈরী করতে পারবে বলে আশাবাদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
    সরিষা প্রধানত আবাদ হয় দোআঁশ ও বেলে-দোআঁশ মাটিতে, বিশেষ করে নদী বিধৌত এলাকায়। কার্তিক-অগ্রাহায়ণ মাসে দু-একটি চাষ বা বিনা চাষেই জমিতে ছিটিয়ে সরিষা বীজ বপন করা হয়। সরিষা চাষে সেচ ও সার লাগে কম। সরিষার পাতা একটি উৎকৃষ্ট জৈব সার হিসেবেও ব্যবহার করা হয়। তেল নেয়ার পর অবশিষ্ট অংশ গরুর খৈল হিসেবে খাওয়ানো হয়। এতে প্রচুর পুষ্টি থাকে।
    সরেজমিনে গিয়ে দেখা গেছে, গোদাগাড়ী উপজেলার সুশাডাং, বোগদামারি, কালিদিঘি, পিরিজপুরসহ বিভিন্ন এলাকায় বির্স্তীণ মাঠ হলুদে ছেয়ে গেছে। কৃষক রজব মন্ডল বলেন, তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশে তেলের চাহিদা মিটাতে গোদাগাড়ী কৃষি বিভাগের পরামর্শে আমি সরিষা আবাদ করেছি। আশা করছি, সরিষা চাষে লাভবান হতে পারব।
    গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার আবুল হোসেন বলেন, সোয়াবিন তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশে তেলের চাহিদা মিটাতে কৃষকদের সরিষা চাষে উদবদ্ধ করা হচ্ছে। মাঠ পর্যায়ের কৃষকদের সরিষা চাষে পরার্মশ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। কৃষি বিভাগের পরার্মশে এ উপজেলায় বৃদ্ধি পেয়েছে সরিষা চাষ। সরিষার বীজ, সার, উপকরণ সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। সরিষা চাষ করে খুবই লাভবান হওয়া যায়, সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করা, সরিষা শাকসহ সরিষা থেকে ভালোমানের তেল উৎপাদন করা যায়।

  • গোদাগাড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত ।

    গোদাগাড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত ।

    গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর গোদাগাড়ীতে উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৮ নভেম্বর ২০২২) সকাল দশটায় র‍্যালীর মধ্যে দিয়ে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক।

    মঙ্গলবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জানে আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, সহকারী (ভূমি) কর্মকর্তা সবুজ হাসান, গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এবিএম কামরুজ্জামান বুকুল, অগ্রণী যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ ইসহাক,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান, সংগঠনটির সদস্য সচিব ও রাব্বী একাডেমীর পরিচালক মোঃ শাহরিয়ার রাব্বী প্রমুখসহ অন্যান্যরা।

  • রাজশাহীতে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    রাজশাহীতে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    রাজশাহীতে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।


    রাজশাহী মহানগরীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৪ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    গ্রেফতারকৃত হলো রাজশাহী মহানগরীর কাটাখালী থানার চরখানপুর গ্রামের মোঃ সাবান আলীর ছেলে মোঃ রিমন আলী(৩২), দামকুড়া থানার চর মাজরদিয়া গ্রামের মোঃ কামরুল শেখের ছেলে মোঃ জীবন শেখ(২৩) ও মোঃ জালাল উদ্দিনের ছেলে মোঃ ইব্রাহীম শেখ(২২)।

    ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৩ মার্চ বিকেল সাড়ে ৪ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ রেজাউল হাসান, এসআই মোঃ মাহফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে বোয়ালিয়া মডেল থানার বড়কুঠি বালুরঘাট এলাকায় কিছু মাদক ব্যবসায়ী ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

    উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল পৌনে ৫ টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী রিমন আলী, জীবন শেখ ও ইব্রাহীম শেখকে ৫৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিকের নির্দেশে এধরনের অভিযান অব্যাহত রয়েছে যা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • আড়ানীতে রেললাইন ভাঙ্গায় রাজশাহী রুটের ট্রেন চলাচল সাময়িক বন্ধ।

    আড়ানীতে রেললাইন ভাঙ্গায় রাজশাহী রুটের ট্রেন চলাচল সাময়িক বন্ধ।

    আড়ানীতে রেললাইন ভাঙ্গায় রাজশাহী রুটের ট্রেন চলাচল সাময়িক বন্ধ।

    বর্তমান যানযট মুক্ত ও নিরাপত্তার সাথে চলাচলে ট্রেনের মত যানবাহন নাই বললেই চলে। আর সেই ট্রেন যদি কোন দূর্ঘটনার সম্মক্ষীন হয় তাহলে হাজারো প্রাণ চলে যেতে পারে। তবে সেটি যদি সর্বোচ্চ সাবধাতা অবলম্বন করে তাহলে  সেই দূর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়।

    অদ্য রাজশাহীর বাঘা উপজেলা আড়ানীতে রেল লাইন ভাঙ্গার কারনে রাজশাহী রুটের সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারী) সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই রেল লাইন ভাঙ্গার কারনে রাজশাহীগামী উত্তরা এক্রপ্রেস ট্রেনটি লাল কাপড়ে রক্ষা পেল ট্রেনের হাজারো যাত্রী।
    জানা যায়, রাজশাহী রুটের বাঘা উপজেলার আড়ানী বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে প্রায় ৯ ইঞ্চি রেল ভাঙ্গা দেখতে পায় আড়ানী-পুঠিয়া সড়কের রেলের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিন। বিষয়টি আড়ানী রেল স্টেশন মাষ্টারকে অবগত করার আগেই পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্রপ্রেস আড়ানী স্টেশন থেকে ছেড়ে চলে আসে। এ সময় দূত লায়েব উদ্দিনসহ স্থানীয়রা লাল কাপড় উড়িয়ে ট্রেনটি ভাঙ্গা স্থান থেকে ৫০০ মিটার দুরে থামিয়ে দেওয়া হয়। শনিবার সকাল ১০টার পর থেকে রাজশাহী রুটের সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হলে রেল লাইন মেরামতে কাজ তাৎক্ষনিক শুরু করা হয়েছে।
    আড়ানী-পুঠিয়া সড়কের রেলের অস্থায়ী গেট ম্যান লায়েব উদ্দিন বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আড়ানী স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্রপ্রেস  ট্রেনিটি  রেল ভাঙ্গাস্থান থেকে ৫০০ মিটার পূর্বে থামিয়ে দেওয়া হয়। এ থেকে রক্ষা পায় ট্রেনের হাজারো যাত্রী।
    এ বিষয়ে আড়ানী রেল স্টেশন মাষ্টার সদরুল আলম বলেন, রেল ভাঙ্গার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় লাল কাপড় উড়িয়ে রাজমাহীগামী উত্তরা এক্রপ্রেস টেনটি থামিয়ে রাখা হয়েছে। তবেভাঙ্গা স্থান মেরামতের কাজ চলছে। দুপুর ১২ টায় এ খবর লেখা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।
  • গোদাগাড়ীতে ওয়ান শুটারগান সহ ১ জন অস্ত্র ব্যবসায়ী আটক।

    গোদাগাড়ীতে ওয়ান শুটারগান সহ ১ জন অস্ত্র ব্যবসায়ী আটক।

    গোদাগাড়ীতে ওয়ান শুটারগান সহ ১ জন অস্ত্র ব্যবসায়ী আটক ।


    রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাব-৫ রাজশাহীর, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের,একটি অপারেশন দল গত ৯ ফেব্রয়ারি ২০২২ ইং তারিখ রাত্রি ১০:১০ ঘটিকা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ৮নং বাসুদেবপুর ইউনিয়েনের বাসুদেবপুর সুইচ গেট নামক স্থানের জনৈক দুরুল এর বাসার সমানে চাঁপাইনবাবগঞ্জ হইতে রাজশাহী গামী পাকা রাস্তার পাশের্ব একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে।

    উক্ত অভিযানে,ওয়ান শুটারগান-০২টি, মোবাইল সেট-১টি ,সীমকার্ড-১টি,মেমোরি কার্ড-১টি সহ আসামী মোঃ আজিজুল হক (২০), পিতা- মৃত হোসেন আলী, মাতা- মৃত ছফেদা বেগম, সাং- কানসার্ট বাগদুর্গাপুর, থানা- থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ থকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

  • রাজশাহীতে‌ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ/২২’র উদ্ধোধন।

    রাজশাহীতে‌ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ/২২’র উদ্ধোধন।

    রাজশাহীতে‌ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ/২২’র উদ্ধোধন।


    রাজশাহীতে‌ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২২ এর শুভ উদ্ধোধন করা হয়েছে। বুধবার ৯ ফেব্রুয়ারী দুপুর ১২ টার সময় রাজশাহীর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম মাঠে এই ক্রিকেট লীগের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশ সুপার ও বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ রাজশাহীর সভাপতি এ বি এম মাসুদ হোসেন, বিপিএম,বার ।

    বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জনাব ডাবলু সরকার,রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী অনু, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট,বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ রাজশাহীর যুগ্ম আহবায়ক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা,বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটলীগ রাজশাহীর সাধারণ সম্পাদক মোঃ তৌরিদ আল মাসুদ রনি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী।

    এবারের প্রতিযোগীতায় রাজশাহীর মোট ১০টি ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করছে।এ সময় অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ বেলুন ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন এবং উদ্বোধন শেষে ক্রিকেট ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

  • গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ।

    গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ।

    রাজশাহীর গোদাগাড়ী থানাধীন ৩১০ (তিনশত দশ) গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক। র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩১০ (তিনশত দশ) গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক ।

    গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩,টাঙ্গাইল এর একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার সদর থানাধীন আশিকপুর বাইপাশ সাকিনস্থ ভাই ভাই হোটেল এন্ড ইত্যাদি স্টোরের পূর্ব পাশে টাঙ্গাইল টু ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামী অফিজুল ইসলাম (২৬), পিতা-মোঃ শাহজাহান আলী, সাং- ভাটো পাড়া, থানাঃ গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে ৩১০ (তিনশত দশ) গ্রাম হেরোইন (আনুমানিক মূল্য ৩১,০০,০০০/-), ০১টি মোবাইল, ০১টি সিম কার্ড এবং নগদ- ৯৫০ টাকা সহ হাতেনাতে আটক করে।

    এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মূখে ধৃত আসামীকে উদ্ধারকৃত হেরোইন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিলে সে জানায় যে, সে মাদক দ্রব্য হেরোইন উত্তর বঙ্গের বিভিন্ন জেলা হতে অবৈধভাবে সংগ্রহপূর্বক টাঙ্গাইর জেলা সহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক সেবী এবং মাদক ব্যবসায়ীদের নিকট বহুদিন ধরে বিক্রি করে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধের টাঙ্গাইল জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮ (গ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

  • গোদাগাড়ীতে ট্র্যাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১।

    গোদাগাড়ীতে ট্র্যাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১।

    রাজশাহীর গোদাগাড়ীতপ বালুভর্তি ট্র্যাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিমন হোসেন(২০)নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক জন আহত হয়েছে।নিহত লিমন উপজেলার মাটিকাটা ইউনিয়নের বিদিরপুর গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে।

    শুক্রবার ২১ জানুয়ারী রাত ৮ টার সময় গোদাগাড়ী থানার মাটিকাটা ইউনিয়নের বিজয়নগর-উজান পাড়া বাইপাস সড়কের কাঠালতলা নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

    এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ইসলাম আমারজমিনকে জানান নিহত লিমন মোটরসাইকেল যোগে উজান পাড়া বাইপাসে যাওয়ার পথে কাঠালতলা নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লিমন মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।