Tag: রাজশাহী

  • তানোরে সিদীপ এনজিও’র দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

    তানোরে সিদীপ এনজিও’র দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

    মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বংবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ও মহামারি করোনা ভাইরাসের জন্য অসহায় দুঃস্থ ২শত পরিবারের মাঝে ৫কেজি চাউল ৩ কেজি আলু ১কেজি ডাল ১কেজি লবণ ১কেজি করে পিয়াজ বিতরণ করা হয়েছে।

    ১২ আগস্ট বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব খাবার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ।

    উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও বে- সরকারী সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ)এর বাস্তবায়নে খাবার বিতরণে আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) তারিকুল ইসলাম, সিদীপের এরিয়া ম্যানেজার আমিনুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার জাকির হোসেন, ফিল্ড সুপারভাইজার আশাদুল ইস্লাম,হাফিজুর রহমান, রাকিবুল ইসলাম, সাইদুর রহমান ও মাহতাব হোসেন প্রমুখ।

  • তানোরে পরকীয়া সন্দহে প্রবাসীর স্ত্রীকে ঘর বন্দী-থানায় মানহানীর মামলা

    তানোরে পরকীয়া সন্দহে প্রবাসীর স্ত্রীকে ঘর বন্দী-থানায় মানহানীর মামলা

    রাজশাহীর তানোরে পরকীয়া সন্দেহে প্রবাসীর স্ত্রীকে ঘর বন্দি করে গ্রামবাসী,এমন অভিযোগ উঠেছে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে । গত শনিবার বিকেলের দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে ঘটে ঘটনাটি।

    এঘটনায় প্রবাসীর স্ত্রীর সম্মান ক্ষুন্ন হয়েছে বলে ওই গ্রামের আফসার আলীকে প্রধান করে একাধিক ব্যক্তির নামে ঘটনার রাতে থানায় নিজে বাদি হয়ে অভিযোগ দায়ের করেন। এদিকে ঘরবন্দি থাকা অবস্থায় সালিস বিচারের মাধ্যমে প্রবাসীর স্ত্রীকে উদ্ধার করেন ইউপি সদস্য যুবলীগ নেতা তোফায়েল। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

    জানা গেছে, চলতি মাসের ৭আগস্ট শনিবার বিকেলের দিকে উপজেলার কামারগাঁ ইউপির সরদারপাড়াগ্রামের প্রবাসীর স্ত্রী পার্শেই আব্দুল্লাহপুর গ্রামের মুক্তারের বাড়িতে ধান নিতে আসেন।এসময় বৃষ্টি শুরু হলে আর ওই বাড়িতে কেউ না থাকায় গ্রামবাসীর সন্দেহ হলে দরজা আটকিয়ে দেন। এখবর ছড়িয়ে পড়লে পুরো গ্রামবাসী উভয়ের বিচারের দাবি করেন। কিন্তু ওই সময় ওই ওয়ার্ডের মেম্বার ইউপি যুবলীগ নেতা তোফায়েল এসে দরজা খুলে মহিলাকে বের করে দেন।

    মেম্বার জানান মুক্তার ওই মহিলার বাড়িতে কাজ করে। তাকে ফাসানোর জন্যই এমন কাজ করা হয়েছে। এসব নিয়ে খবর প্রকাশ করার দরকার নেই।

    প্রবাসীর স্ত্রী জানান গত বোরো মৌসুমে টেন্ডারের তিন বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছিল আব্দুল্লাহপুর গ্রামের ফরিদসহ বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিরা। এঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও বিচার করেন মেম্বার তোফায়েল । বিচারে মাত্র ১৩ হাজার টাকা জরিমানা করে অভিযোগ উত্তোলনের নামে তিন হাজার টাকা কেটে নেই। এরই জেরধরে এমন কল্প কাহিনীর গুজবে বাড়িতে আটকিয়ে রেখেছিল।আমি ওই রাতেই থানা লিখিত অভিযোগ দিয়েছি।

    গ্রামবাসী জানায়, পরকীয়া না থাকলে এক গ্রাম থেকে আরেক গ্রামে মহিলা কেন মুক্তারের বাড়িতে আসবে। যদি ধান নিতেই আসত তাহলে তাঁর ছেলে কিংবা মুক্তারকেই বললেই হত। কারন মুক্তার তাঁর বাড়িতে নিয়োমিত কাজ করেন। এখন আমাদেরকে ফাসাতে উল্টো থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

    তানোর থানার উপ-পরিদর্শক ও অভিযগের তদন্তকারী কর্মকর্তা সেকেন্দার আলী জানান আমি কয়েকদিন ধরে ব্যস্ত আছি, আজো কোর্টে যাচ্ছি, অভিযোগ খতিয়ে দেখা হবে।

  • রাজশাহীর গোদাগাড়ীর বিভিন্ন কেন্দ্রে গণটিকা প্রদান কর্মসুচী পালন

    রাজশাহীর গোদাগাড়ীর বিভিন্ন কেন্দ্রে গণটিকা প্রদান কর্মসুচী পালন

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে তিনটি করে ভ্যাকসিন বুথ স্থাপন করা হয়েছে।

    শনিবার সকাল ১০ টায় বিভিন্ন বুথ ঘুরে দেখা যায় এর বাস্তব চিত্র।জানা যায়,রাজশাহী জেলায় মোট ২৫৫৬০০ টি টিকা বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে প্রদান করা হবে।স্বাস্থ্য বিধি নিষেধের বিষয়ে প্রশাসন তৎপর থাকলেও অনেকেই মানছেন না স্বাস্থ্য বিধি।

    গোদাগাড়ী পৌরসভার আওতায় শাহ সুলতান কামিল মাদ্রাসায় টিকা নিতে আসা গোদাগাড়ী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক আকবর আলী বলেন, আমরা স্বাস্থ্য বিধি মেনে টিকা নেওয়ার চেষ্টা করছি এবং পরিবার পরিজনের সকলকেই টিকা নিতে উৎসাহ দিচ্ছি।

    এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা-ডঃ মোঃ আবু তালেব বলেন,সকাল ৯ টা থেকে টিকাদান কর্মসূচী সূচি শুরু হয়েছে। এখনো চলছে এবং আমরা প্রতিটি বুথে ২০০ করে ভ্যাকসিন প্রদান কর্মসূচী হাতে নিয়েছি।

    উপজেলা কর্মকর্তা জানে আলম বলেন,আমরা প্রতিটি কেন্দ্রে আনসার,পুলিশ এবং জন প্রতিনিধিদের সহযোগিতায় স্বাস্থ্য বিধি নিশ্চিত করেছি।যাতে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকেও নজর দিয়েছি।পাশাপাশি আমরা বয়স্কদের বসার ব্যবস্থা করে দিয়েছি যেন তাঁদের ভোগান্তি না হয়।

  • গোদাগাড়ীতে র‍্যাব-৫ এর অভিযানে শীর্ষ নারী মাদক ব্যবসায়ী মুক্তি গ্রেফতার।

    গোদাগাড়ীতে র‍্যাব-৫ এর অভিযানে শীর্ষ নারী মাদক ব্যবসায়ী মুক্তি গ্রেফতার।

    রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাব-৫ এর অভিযান পরিচালনা করে শীর্ষ নারী মাদক ব্যবসায়ী মুক্তি পারভীনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ওই নারী মাদক ব্যবসায়ীর নিকট থেকে ৬’শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‍্যাব-৫ এর সদস্যরা।ওই নারী মাদক ব্যবসায়ী গোদাগাড়ী পৌরশহরের শ্রীমন্তপুর গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।

    র‍্যাব-৫ জানায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অঅভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১ জুলাই) রাত সাড়ে ৯ টার সময় গোদাগাড়ী উপজেলার গোপালপুর এলাকায় মাদক ক্রয়বিক্রয়ের সময় হেরোইনসহ মুক্তিকে গ্রেফতার করা হয়।এসময় ৬’শ গ্রাম হেরোইন,টি মোবাইল সেট ও ১টি সীমকার্ড উদ্ধার করা হয়।

    স্থানীয় সূত্রে জানা গেছে,মাদক ব্যবসায়ী মুক্তি দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।তাছাড়া বড় বড় মাদক গডফাদারদের সাথে তার সু-সম্পর্ক রেখে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিলো। এই মাদক ব্যবসা করে অল্প দিনে প্রচুর টাকা পয়সার মালিক হয়েছে।
    উদ্ধার হওয়া আলামতসহ তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-৫ নিশ্চিত করেছেন।

  • গোদাগাড়ীতে র‍্যাব-৫’র অভিযানে গাঁজাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোদাগাড়ীতে র‍্যাব-৫’র অভিযানে গাঁজাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোদাগাড়ীতে র‍্যাব-৫’র অভিযানে গাঁজাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাব-৫’র অভিযানে গাঁজাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২৫ জুন শুক্রবার রাত সাড়ে ১২ টার সময় রাজশাহীর গোদাগাড়ীর মাঠিকাটা ইউনিয়নের পিরিজপুর গ্রামে জনৈক হাসিবুল ইসলামের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত শীর্ষ দুই মাদক ব্যবসায়ী হলেন রাজশাহীর গোদাগাড়ী থানার পিরিজপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে আজিজুল হক(৪৩) ও পিরিজপুর লাইনপাড়া গ্রামের মৃত মারতাজ আলীর ছেলে কালু শেখ(৩২)।ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

  • রাজশাহীর তানোর বাধাইড় ইউপিতে উন্নয়নের জোয়ার চেয়ারম্যান আতাউর রহমান।

    রাজশাহীর তানোর বাধাইড় ইউপিতে উন্নয়নের জোয়ার চেয়ারম্যান আতাউর রহমান।

    রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউপির মাত্র পাঁচ বছরে জনসাধারণের জীবন মানোন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছেন তরুণ চেয়ারম্যান আতাউর রহমান।

    চেয়ারম্যান আতাউর রহমান একমাত্র ব্যক্তি যে খুব অল্প সময়ের মধ্যে অবহেলিত নিপিড়ীত ইউপি বাসীর জীবন মানোন্নয়নে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। বাধাইড় ইউনিয়ন পরিষদে অতীতে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক চেয়ারম্যান আশা যাওয়া করলেও তাঁরা তেমন কোন ইউপি বাসীর মানোন্নয়ন করতে পারেনি। বাধাইড় ইউনিয়ন একটি খরা প্রবণ এলাকা।

    এই ইউনিয়নের প্রধান সমস্যা ছিলো পানি। এখানে পানির জন্য একপ্রান্ত থেকে আরেক প্রান্তে লাইন ধরে যেতে হতো পানি নিতে। এমনকি অনেকে পুকুরের পানি ফুটিয়ে রান্না বান্না, গোসল ও খাওয়ার জন্য ব্যবহার করতো। যা বর্তমানে নিরসন হয়েছে।

    জানা গেছে, বাধাইড় ইউপির তরুণ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তার ইউপি বাসীর জন্য দিনরাত স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরীর দিকনির্দেশনা অনুযায়ী নিরলস প্রচেষ্টা চালিয়ে আজ বাধাইড় ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলেছেন চেয়ারম্যান আতাউর রহমান।

    বাধাইড় ইউপির বেশ কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, যেসব গ্রামে একসময় পানির তীব্র সংকট ছিলো সেইসব গ্রামে এখন দু’চারটা বাড়ি পরপর পানির মটার পাম্প স্থাপন করে দিয়েছেন চেয়ারম্যান আতাউর রহমান। ফলে বাধাইড় ইউপিতে এখন আর খরা মৌসুমে পানির জন্য আহাকার করতে হয়না ইউপি বাসীকে। শুধু পানির সমস্যা নিরসন না পাশাপাশি করেছেন পাড়া মহল্লার ভিতরে যাতায়াতের ছোট বড় কাঁচা রাস্তা গুলো ইট সলিং সহ হেরিংবন্ড রাস্তা নির্মান।

    জলবায়ু নিষ্কাশনের জন্য রাস্তার পাশ দিয়ে করা হয়েছে ডেন কালভার্টের ব্যবস্থা এবং বিদ্যুৎ ঘরে ঘরে হয়েছে শতভাগ।

    এতে করে খুব অল্প সময়ের মধ্যে প্রথম বারের তরুণ চেয়ারম্যান আতাউর রহমানের উন্নয়ন মূলক কাজ দেখে ব্যাপক সস্তি পেয়েছে ইউপি বাসী। বাধাইড় ইউপির বেশ কয়েকজন বলেন, যে জনপ্রতিনিধিকে রাত-দিন বিপদে পড়লে ফোন বা বাসায় গিয়ে ডাকা মাত্র ছুটে আসেন বিপদ থেকে উদ্ধার করতে। সেইতো প্রকৃত জনপ্রতিনিধি।

    যেমন চেয়ারম্যান আতাউর রহমান একমাত্র ব্যাক্তি যে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এক আঁধারে ইউপি বাসীর পাশে থেকে এখন পর্যন্ত জনসাধারণের সেবা করে চলেছেন। চেয়ারম্যান আতাউর রহমান বলেন, আমি ইউপি বাসীর ভালোবাসায় এই চেয়ারে বসে সেবা করার সুযোগ পেয়েছি। যতদিন বেঁচে থাকবো ততদিন ইউপি বাসীর পাশে থেকে তাদের সেবা করে যাবো।

    যদি ইউপি বাসীর পাশে থেকে তাদের সেবাই না করতে পারি তাহলে আমি কিসের জনপ্রতিনিধি। আমি প্রতিনিয়ত আমাদের এমপি ওমর ফারুক চৌধুরীর দিকনির্দেশনায় ইউপির উন্নয়নে এগিয়ে যেতে চাই বলে জানান তিনি।

  • ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামীস্ত্রী গ্রেফতার।

    ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামীস্ত্রী গ্রেফতার।

    রাজশাহীর জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তীর দিক নির্দেশনায়, রাজশাহী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খাইরুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) আতিকুর রেজা সরকার ও পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ রুহুল আমিনসহ সঙ্গীয় অফিসার-ফোর্সের সহযোগীতায় ইয়াবা ও হেরোইন সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী একরাম আলী ও তার স্ত্রী শরিফা বেগমকে গ্রেফতার করেন জেলা ডিবি পুলিশ।

    চলতি মাসের (২১ জুন) সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তানোর পৌর এলাকার ঠাকুর পুকুর গ্রামে জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে একরাম আলী ও তার স্ত্রী শরিফা বেগমকে ভাড়া বাসা থেকে মাদক কেনা-বেচার সময় হাতে নাতে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ।

    এসময় মাদক ব্যবসায়ী একরাম আলীর বাড়ি থেকে ২০পিচ ইয়াবা ও ৫০গ্রাম হেরোইন (যাহার আনুমানিক মূল্য ৫,০৬,০০০/- টাকা) এবং মাদক বিক্রয়ের নগদ ৩৫,০০০হাজার টাকা উদ্ধার করা হয়। রাজশাহী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি খায়রুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে তানোর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীদের জেল হাজতে পেরন করা হয়েছে।

  • অসহায় দরিদ্র মানুষের বন্ধু এমপি ওমর ফারুক চৌধুরী-ভোরের কণ্ঠ।

    অসহায় দরিদ্র মানুষের বন্ধু এমপি ওমর ফারুক চৌধুরী-ভোরের কণ্ঠ।

    বর্তমান বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে তানোর গোদাগাড়ী উপজেলা বাসীকে রক্ষা করতে নিজের জীবনের তোয়াক্কা না করে দিন রাত তার নেতাকর্মীদের মাধ্যমে অসহায় দরিদ্র মানুষের বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী দিতে পৌঁছে দিচ্ছেন এমপি ওমর ফারুক চৌধুরী।

    জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণের প্রথম ঢেউ থেকে বর্তমান করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপেও তানোর গোদাগাড়ী উপজেলার নিম্ন আয়ের মানুষের মাঝে এমপি ওমর ফারুক চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে তার অনুসারী নেতাকর্মীদের দিয়ে বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী বিতরণ করাচ্ছেন।

    আর এইসব ত্রাণ সামগ্রী অত্যন্ত গোপনে গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশীদ ময়নার মাধ্যমে বিতরণ করানো হচ্ছে। দুই উপজেলার খেটে খাওয়া ভ্যান, রিক্সা চালক ও মাইক্রো চালক সহ চা দোকানী মুদি ব্যবসায়ী এবং নাপিতদের মাঝে এসব খাদ্য ত্রাণ সহায়তা সামগ্রী বিতরণ করা হচ্ছে।
    এছাড়াও অসহায় দরিদ্র দিনমজুরি খেটে খাওয়া পরিবারের মাঝে দেয়া হচ্ছে চাল ডাল আটা সাবান তেল আলু সহ বিভিন্ন রোকমের ত্রাণ সামগ্রীর সাথে নগদ অর্থ।

    এমনকি যারা ত্রাণ সামগ্রী পাচ্ছে না বৈষম্যর শিকার হচ্ছেন তাদের জন্য এমপির পক্ষ থেকে খোলা হয়েছে হটলাইন। যারা ত্রাণ সামগ্রী পাচ্ছে না তারা এমপি ও তার প্রতিনিধি উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার ময়না ও জাহাঙ্গীর আলমের হটলাইনে ফোন আথবা এসএমএস করা মাত্র ত্রাণ সামগ্রী বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছেন। এছাড়াও প্রতিদিন ত্রাণ সামগ্রী সঠিক ভাবে বিতরণ হচ্ছে কি না তা মনিটরিং করতে নেতাকর্মী ও প্রশাসনের উপর নির্দেশ দিয়েছেন এমপি ওমর ফারুক চৌধুরী।