মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর (শেরপুর) মোহাম্মদী ট্রাস্ট এর উদ্যোগে প্রায় ৭ শতাধিক দুস্থ অসহায় গরিবদের মধ্যে চাল ডাল, সোয়াবিন ,পিয়াজ,ছোলা ইত্যাদি রমজান মাস উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
Tag: মৌলভীবাজার
-
মোহাম্মদী ট্রাস্টের উদ্যোগে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন
মোহাম্মদী ট্রাস্টের উদ্যোগে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন।
বৃহস্পতিবার (৩১শে মার্চ) দুপুরে আইনপুর গ্রামে হাজী আব্দুল হান্নান সাহেবের বাড়ীতে অনুষ্ঠিত অনুষ্ঠানে সমাজসেবক হাজী ছাবু মিয়ার সভাপতিত্বে ও ট্রাষ্টি আয়মন ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ১নং খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবু মিয়া চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবে সাবেক সাধারন সম্পাদক এনটিভি জেলা প্রতিনিধি এস এম উমেদ আলী, দৈনিক ইত্তেফাক মৌলভীবাজার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম,শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, এএসআই ইসমাইল হোসেন, ইউপি সদস্য মোঃ রব্বানী ,আওয়ামীলীগ নেতা হুমায়ূন কবির,সাংবাদিক মোফাদ আহমেদ,হেলাল মিয়া । -
মহান স্বাধীনতা দিবসে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ।
মহান স্বাধীনতা দিবসে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ।
২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে “মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব” এর উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহিদ’দের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
একই সঙ্গে ১ মিনিট নীরবতার মধ্য দিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দরা গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের অক্লান্ত ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ৷দিবসটি উপলক্ষে সকাল ৯টায় মৌলভীবাজার স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দরা।এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা শ.ই সরকার জবলু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বেলাল তালুকদার, মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ রাসেদ আহমদ, দপ্তর সম্পাদক ইমরান খান, সহ দপ্তর মোঃ রুহুল আলম রনি প্রমুখ। -
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে চায়ের গুদামে আগুন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে চায়ের গুদামে আগুন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ফিনলে চায়ের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কয়েক কোটি টাকার চা পাতা ও স্থাপনা পুড়ে ভস্মীভূত হয়েছে।
শুক্রবার ২৫ ফেব্রুয়ারি ২০২২ইং, ভোর ৫.১৫ মিনিটের সময় উপজেলার রাজঘাট ইউনিয়নের ফিনলে কোম্পানীর মালিকানাধীন ডিনস্টন চা কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটেছে। কর্তব্যরত সিকিউরিটি সদস্যরা প্রথম আগুন লাগার ঘটনা দেখে কারখানার ব্যবস্থাপক ও ফয়ার সার্ভিসে খবর দেয়।খবর পেয়ে ফায়ার সার্ভিস এর কর্মীরা দ্রুত এসে স্থানীয় শ্রমিকদের সাথে নিয়ে প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার শের্টিং রুম, ও প্যাকিং গুদামে থাকা বিপুল পরিমান মজুদ চা পাতা, মেশিন, টিনের চালা পুড়ে গেছে।এসময় ফিনলে কোম্পানির সিওও মোঃ তাহসিন আহমদসহ পদস্থ কর্মকর্তারা কারখানায় উপস্থিত হন। মৌলভীবাজার জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডেপুটি ডিরেক্টর মোঃ হারুন পাশা ঘটনাস্থলে এসে ফায়ার ফাইটিং কাজ পরিদর্শন করেন।মোঃ হারুন পাশা প্রাথমিক ভাবে সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে জানিয়েছেন। ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ করছেন। তবে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান ২ কোটি টাকা ছাড়িয়ে যাবার আশংকা করা হচ্ছে বলে জানান কারখানার কর্তৃপক্ষ কর্মকর্তারা। -
মৌলভীবাজারে নিত্য পণ্যে বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে খাদ্য নিয়ন্ত্রক বাজার মনিটরিং।
মৌলভীবাজারে নিত্য পণ্যে বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে খাদ্য নিয়ন্ত্রক বাজার মনিটরিং।
দ্রব্যমূল্য উর্ধ্বগতি রোধে এবং নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখার জ্ন্যে মৌলভীবাজারে বাজার মনিটরিং কার্যক্রম শুরু হয়।
মঙ্গলবার (৮ফেব্রুয়ারি) শহরের পশ্চিম বাজারে বিভিন্ন দোকানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোখলেছুর রহমান, সহকারী কমিশনার, উর্মি রায়, জেলা মার্কেটিং অফিসার ও খাদ্য বিভাগীয় অন্যান্য কর্মকর্তাবৃন্দ এতে অংশ গ্রহন করেন। পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের দোকান ও গুদাম ঘরে রক্ষিত চালের মজুতের পরিমাণ যাচাই করা হয় এবং ব্যবসায়ীগণ যাতে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত মজুত না করে সে বিষয়ে ব্যবসায়ীগণকে সর্তক করা হয়।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোখলেছুর রহমান জানান, দেশে যথেষ্ট পরিমাণ ফসল উৎপাদন হয়েছে এবং ফসলের কোন ক্ষয়ক্ষতি হয়নি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হচ্ছে এবং বাজারে দ্রব্যমূল্যের গতি সহনীয়না হওয়া পর্যন্ত এই অভিযান চলমান থাকবে।
জানা যায়, জেলার সকল উপজেলা পর্যায়ে বাজারগুলোতে খাদ্য বিভাগীয় কর্মকর্তার মাধ্যমে এ ধরণের কার্যক্রম পরিচালিত হচ্ছে। যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে চালের বাজার অস্থিতিশীলতার সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে।
-
বড়লেখায় শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।
বড়লেখায় ‘কানাডা জেডিএসএস ফুডস ইন্কের ব্যবস্থাপনা পরিচালক কানাডা প্রবাসী জবা দেবীর পৃষ্ঠপোষকতায় বুধবার বিকেলে প্রয়াত জনপ্রতিনিধি নগেন্দ্র চন্দ্র দেবনাথ স্মরণে পৌরসভা ও সদর ইউনিয়নের উত্তর ডিমাই গ্রামের ৫শ’ সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীর সভাপতিত্বে ও কাউন্সিলার রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় পৌরসভা হলরুমে অনুষ্ঠিত কম্বল বিতরণের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘কানাডা জেডিএসএস ফুডস ইন্ক’ এর ব্যবস্থাপনা পরিচালক কানাডা প্রবাসী জবা দেবী, ডা. মো. শাহনেওয়াজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহিদ, পৌর কাউন্সিলার কবির আহমদ, রেজাউল করিম, জাহিদ হাসান, রোজিনা বেগম প্রমুখ।
-
মৌলভীবাজারে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা।
নিরাপদ খাদ্য নিশ্চতকরণে এবং ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে র্যাব-৯ ফোর্সের সহযোগিতায়।মঙ্গলবার ২৫ জানুয়ারি ২০২২ইং, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাসপাতাল রোড, উত্তর চৌমুহনী বাজার, বড়লেখা বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান ও হোটেল-রেষ্টুরেন্ট, ফার্মেসীসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।উক্ত তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে গ্যাস সিলিন্ডারের মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করা, অতিরিক্ত দামে স্বাস্থ্য পরিক্ষা করা, মূল্য তালিকা দৃশ্যমান স্থান প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করা, একই ফ্রিজে ঔষধ ও কাঁচা মাছ মাংস সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হাসপাতাল রোডে অবস্থিত মেসার্স মেছবাহ ফার্মেসীকে ৪ হাজার টাকা, শাহজালাল ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারকে ৭ হাজার টাকা, ডক্টর ফার্মেসীকে ৫ হাজার টাকা, উত্তর চৌমুহনী বাজারে অবস্থিত মারুফ ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা, বড়লেখা বাজারে অবস্থিত র্যাপিড সলিউশন গ্যাস হাউজকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।আজকের অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে। -
মৌলভীবাজারে আর্ন এন্ড লিভ এর শীতবস্ত্র কম্বল বিতরণ।
আর্ন এন্ড লিভ প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক ও একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। বিজয়ের ৫০ বছর ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।সোমবার (১০ জানুয়ারি) রাত ১০ ঘটিকায় শহরের কোর্ট রোড, সেন্টার রোড, শমশেরনগর রোড, কুলাউড়া রোড (মনু ব্রিজ) সহ পৌরসভার বিভিন্ন রাস্তায় অসহায় হত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এপ্রতিষ্ঠানটি। এই কম্বল বিতরণে সাংবাদিক মোঃ রুহুল আলম রনি’র তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা ও জেলার সিনিয়র সাংবাদিক শ.ই সরকার জবলু, দৈনিক মানবকণ্ঠ এর জেলা প্রতিনিধি বেলাল তালুকদার, দৈনিক বাংলাদেশের খবর এর জেলা প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন, সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ মসু প্রমূখ।আর্ন এন্ড লিভ এর প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াসমিন জেসি বলেন, আমাদের সংগঠন প্রতিবন্ধী ও অসহায় হতদরিদ্রদের নিয়ে কাজ করছে। এই শীতের মৌসুমে সারা বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলিতে আমাদের জেলা কমিটির মাধ্যমে মানুষদের মধ্যে কম্বল বিতরণ করে যাচ্ছি। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো, শিক্ষা উপকরণ, বিশুদ্ধ পানি সহ চিকিৎসায় নগদ অর্থ দান করে যাচ্ছি।