Tag: মৌলভীবাজার

  • মৌলভীবাজার-২ আসনে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থীর ভোট বর্জন।

    মৌলভীবাজার-২ আসনে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থীর ভোট বর্জন।

    মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের তৃণমূল বিএনপি প্রার্থী ও সাবেক দুইবারের সংসদ সদস্য এম এম শাহীন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোনালী আঁশ প্রতীকের প্রার্থী হিসেবে ছিলেন। এই প্রার্থী বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে এ ঘোষণা দেন তিনি।
    রবিবার ৭ জানুয়ারি ২০২৩ইং, ভোটের দিন বিকেল সাড়ে ৩টায় কুলাউড়া পৌর শহরের মাগুরা এলাকার তার নিজ বাসায় সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের সামনে ভোট বর্জনের ঘোষণা দেন শাহীন।
    জানা যায়, এর আধঘণ্টা আগে রাবিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এম এম শাহীন ও আওয়ামী লীগের নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেলের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
    এতে ওই কেন্দ্রে উত্তেজনা তৈরি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
    সকালে রাবিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সস্ত্রীক ভোট দেন শাহীন। সে সময় তিনি বলেন, আমাদের কাছে গুঞ্জন রয়েছে সরকারি দলের প্রার্থী ভোটে কারচুপি ও প্রভাব বিস্তারের চেষ্টা করবে।
    সেন্টার দখলের চেষ্টা করবে। প্রশাসন আমাকে বার বার আশ্বস্ত করেছে। আমি শেষ পর্যন্ত অপেক্ষা করবো। কিন্তু চারটার মধ্যে কোথাও কোনো বাধা এলে আমি নিজেকে প্রত্যাহার করবো।
    সেই ঘোষণা অনুসারে বিকাল চারটার কিছু সময় আগে নিজেকে ভোট থেকে সরিয়ে নেন তৃণমূল বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন।
    এ দিকে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনের জাতীয় পার্টির প্রার্থী মোঃ আলতাফুর রহমানও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন একই অভিযোগে।
  • মৌলভীবাজার-১ আসনে জাপা মনোনীত প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

    মৌলভীবাজার-১ আসনে জাপা মনোনীত প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহনের একদিন আগে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আহমেদ রিয়াজ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
    শনিবার ০৬ জানুয়ারি ২০২৪ইং, নির্বাচনের ১৮ ঘন্টা পূর্বে নিজের ফেসবুকে লাইভে এসে তিনি ফল পাল্টানোর আশঙ্কা থেকে নির্বাচন বয়কটের ঘোষণা দেন।
    তিনি বলেন, তফশিল শুরুর পর থেকে আমি নির্দ্বিধায় নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রশাসন ও পুলিশ আমাকে সহযোগিতা করেছে। কিন্তু এ আসনে আমার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী (শাহাব উদ্দিন) হওয়ার কারণে কোন অবস্থাতেই আমাকে জয়ী হতে দিবেন না। আমি পাস করলেও ফলাফল বদল করে উনারা মন্ত্রীকে পাস করিয়ে দিবেন। এ কারণে আমি নির্বাচন বয়কট করলাম।
    সিলেটি ভাষায় ব্যাঙ্গাত্বক বক্তব্য দিয়ে এ প্রার্থী সাধারণ মানুষের কাছে পরিচিত হয়েছেন। আওয়ামী লীগের প্রার্থীর আত্মীয়-স্বজন ও দলীয় কিছু নেতাকর্মীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি এতোদিন আলোচনায় ছিলেন।
    মুঠোফোনে তিনি বলেন, তৃণমূল বিএনপির প্রার্থী আগেই আমাকে সমর্থন দিয়েছিলেন। মন্ত্রী ঘোষণা দিয়েছেন যে, ইউনিয়ন থেকে যে বেশী ভোট দেওয়াবে তাকে তিনি তাদেরকে পুরষ্কৃত করবেন; এ কারণে চেয়ারম্যান, মেম্বার ও নেতারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন কালকে যেকোন অবস্থাতেই তারা জয় ছিনিয়ে নেবে।
    এর আগে তৃণমূল বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন মন্জু জাতীয় পার্টির মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়েছেন।
    মৌলভীবাজার-১ আসনে চার প্রার্থীর মধ্যে দুই প্রার্থী সরে দাঁড়ানোয় শাহাব উদ্দিন এমপি ও স্বতন্ত্র প্রার্থী কাজী ময়নুল ইসলাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ মুহূর্তে এসে জাতীয় পার্টির নির্বাচন বয়কট করা এবং আওয়ামী লীগের প্রার্থী ব্যতিত অপর প্রার্থীর পরিচিতি কম থাকায় এ আসনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে।
  • মৌলভীবাজারে দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেল ভোটকেন্দ্র|

    মৌলভীবাজারে দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেল ভোটকেন্দ্র|

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শহরতলী সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শুক্রবার ০৫ জানুয়ারি ২০২৪ইং, রাত ৮টার সময় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই বিদ্যালয়টি মৌলভীবাজার-৩ আসনের একটি ভোটকেন্দ্র।
    সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল গফফার বাবলু ও সহকারী শিক্ষক গোপন চক্রবর্তী জানান, আনুমানিক রাত ৮টার সময় দুটি মোটরসাইকেলে চার ব্যক্তি এসে একটি প্লাস্টিকের বোতল থেকে দাহ্যপদার্থ ঢেলে বিদ্যালয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। আগুন দেখে এলাকার লোকজন ছুটে এসে নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বিদ্যালয়ের তিনটি কক্ষের সামনের দরজা পুড়ে যায়। ভোটকেন্দ্রটিতে কোনও পাহারাদার না থাকায় অরক্ষিত ছিল। খবর পেয়ে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার নাসরিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
    মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মোঃ আজমল হোসেন বলেন, স্থানীয়দের ভাষ্যমতে চারজন দুর্বৃত্ত একটি প্লাস্টিকের বোতল থেকে দাহ্যপদার্থ ঢেলে কেন্দ্রটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে গেছে। ওই বিদ্যালয়ে রাতে কোনও পাহারা ছিল না, ফলে এমন ঘটনা ঘটেছে।
    এছাড়া অন্যান্য ভোটকেন্দ্রে পাহারা জোরদার করা হয়েছে।
    জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাবের চারটি টহল টিম, সেনাবাহিনীর ৫৭৫ সদস্য, ২০ প্লাটুন বিজিবি, আনসার ব্যাটালিয়নের আট টিম, ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আট জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির চার জন সদস্য নিয়োজিত রয়েছেন। জেলার ৬৭ ইউনিয়ন ও পাঁচ পৌরসভায় ভোটার রয়েছেন ১৫ লাখ ১৬ হাজার ৫৩৫ জন। এর মধ্যে পুরুষ সাত লাখ ৬৯ হাজার ৯৪৩ ও নারী সাত লাখ ৪৬ হাজার ৬৪৮ এবং ট্রান্সজেন্ডারের পাঁচ জন। মোট ভোটকেন্দ্র ৫৪৯টি ও স্থায়ী-অস্থায়ী মিলিয়ে বুথ থাকবে তিন হাজার ৩০৫টি।
    মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন,‌ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। সেখানে কেরোসিনের অস্তিত্ব রয়েছে। কেরোসিন ব্যবহার করে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে তা তদন্ত চলছে বলে তিনি জানান।
  • মৌলভীবাজারে ৪টি আসনে ভোটারদের ভোটকেন্দ্রে আনাই প্রার্থীদের বড় চ্যালেঞ্জ।

    মৌলভীবাজারে ৪টি আসনে ভোটারদের ভোটকেন্দ্রে আনাই প্রার্থীদের বড় চ্যালেঞ্জ।

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। মৌলভীবাজার জেলার ৪টি আসনে সাধারণ ভোটারদের কেন্দ্রে আনতে আ’লীগ, স্বতন্ত্র ও ছোট দলের সবচেয়ে বড় ‘চ্যালেঞ্জ’ হয়ে দাঁড়িয়েছে। আর তাই প্রচার প্রচারণার শেষ দিন। বৃহস্পতিবার ০৪ জানুয়ারি ২০২৪ ইং, সকাল থেকে বাসা-বাড়িতে প্রার্থীদের প্রতিনিধিসহ টিম ওয়ার্ক তৈরি করে সর্বস্তরের মানুষকে বুঝানো হচ্ছে। এছাড়াও পরিকল্পনামাফিক পৃথক পৃথক টিম সদস্য তৈরি করা হয়েছে, যাতে ভোটের দিন সকাল থেকে ভোটারদের কেন্দ্রে আনা যায়। রাজনৈতিক বিভিন্ন মহল থেকে বিষয়টি জানা গেছে।
    মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর উপজেলা) আসনে একমাত্র আ’লীগের প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান। এই আসনে মোট ৭ প্রার্থী রয়েছেন। জেলা আ’লীগ সভাপতি নেছার আহমদ বর্তমান এমপি। রয়েছেন জেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ’র চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। নৌকার প্রার্থী জিল্লুর পুরো আসন জুড়ে সভা-সমাবেশ করেছেন। কেন্দ্রে ভোটার বাড়াতে নির্ঘুম রাত পার করে তিনি এখনো বাসা বাড়িতেও দৌড়াচ্ছেন। মূলত তার নৌকা পাবার কারণেই জেলা আ’লীগের বহু নেতা তার সাথে প্রকাশ্যে আসেননি। তার বলয়ের নেতা-কর্মীরা এখনো শঙ্কায় আছেন যে, আসলেই ভোট কেন্দ্রে কেমন ভোটার উপস্থিতি হবে।
    মৌলভীবাজার-১ আসনে আ’লীগের বর্তমান সংসদ সদস্য মোঃ শাহাব উদ্দিন। মৌলভীবাজার-৩ আসনে আ’লীগের মোহাম্মদ জিল্লুর রহমান ও মৌলভীবাজার-৪ আসনে আ’লীগের বর্তমান সংসদ সদস্য সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদের বিজয় অনেকটা সুনিশ্চিত বলা যায়। তবে কি পরিমান ভোটার আসবেন এ নিয়ে দুশ্চিন্তার শেষে নেই। এদিকে, বৃহস্পতিবার জেলা শহরের বিভিন্ন পেশার প্রায় ২ ডজন ভোটারদের সাথে আলাপচারিতা হয় এ প্রতিবেদকরে। তাদের সবার প্রশ্ন কাকে ভোট দেবো? পছন্দের প্রার্থী এলে ভোট কেন্দ্রে যেতাম। কিছু ভোটার বলেন, বিএনপি নির্বাচনে এলে পরিবারের সবাইকে নিয়ে অবশ্যই ভোট প্রয়োগ করতাম। আবার কিছু ভোটার জিল্লুরে খুশি।
    মৌলভীবাজার-২ আসনে নৌকার প্রার্থী কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এই আসনটিতে তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন শক্তিমান আরো তিন প্রার্থী। তিন প্রার্থীরই রয়েছে স্থানীয়ভাবে ব্যক্তি ইমেইজ ও রাজনৈতিকভাবে ব্যাপক পরিচিতি। সবমিলিয়ে মৌলভীবাজার-২ আসনে নৌকার বিজয় অনেকটা সন্দেহের মুখে রয়েছে। নৌকার প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন তৃণমূল বিএনপি থেকে সোনালী আঁশ প্রতীকে এম এম শাহীন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন এই আসনের সাবেক এমপি আব্দুল মতিন। সাবেক এমপি হিসেবে এই আসনের তার রয়েছে ব্যাপক জনসমর্থন।
    এদিকে, স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যন এ কে এম সফি আহমদ সলমান ওই আসনে আরেকটি ফ্যাক্টর। তিনি উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
  • মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল।

    মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল।

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) এর নির্দেশে, ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরীর লক্ষ্যে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
    বুধবার ০৩ জানুয়ারি ২০২৪ ইং, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ১নং খলিলপুর ইউনিয়ন ও ২নং মনুমুখ ইউনিয়নে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
    এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব মোঃ আহমদ আহাদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মোঃ আবু বক্কর তালুকদার, মোঃ আব্দুস শহীদ, যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল হান্নান, যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল মমিন, যুগ্ন আহবায়ক মোঃ আমিনুল ইসলাম সাহেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ জাকির হোসেন সাফিন, শেখ আবেদ আলী, থানা বিএনপি’র সদস্য মোঃ টিটু মিয়া, শেখ মহসিন, মোঃ আরশ আলী, মোঃ মুকাব্বির, মোঃ শাহেদ-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
    অন্যদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহবায়ক জিএম এ মোক্তাদির রাজুর নেতৃত্বে বুধবার ০৩ জানুয়ারি ২০২৪ ইং, মৌলভীবাজার সদরের বিভিন্ন স্থানে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরীর লক্ষ্যে লিফলেট বিতরণ, জনসংযোগ ও বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
  • মৌলভীবাজারে নির্বাচন নিয়ে মাঠ পর্যায়ে যে চিত্র দেখা যাচ্ছে।

    মৌলভীবাজারে নির্বাচন নিয়ে মাঠ পর্যায়ে যে চিত্র দেখা যাচ্ছে।

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মৌলভীবাজারের চারটি আসনের মধ্যে তিনটি আসনেই নিরুত্তাপ পরিস্থিতি। অন্য প্রার্থীদের কিছু প্রচার-প্রচারণা থাকলেও ‘নৌকা’ প্রতীকই এদিক দিয়ে এগিয়ে। ভোটাররা মনে করছেন, জেলায় একটিমাত্র আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার পরিবেশ তৈরি হয়েছে। এটি হচ্ছে মৌলভীবাজার-২ আসন। আর মৌলভীবাজার-২ মানে কুলাউড়া উপজেলা। এই আসনে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের দুই স্বতন্ত্র ও তৃণমূল বিএনপির প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। তবে সাধারণ মানুষজন বলছেন, এবার জেলায় নির্বাচন হবে শুধু কুলাউড়ায়। তাই সবাই কুলাউড়ায় যাবেন ইলেকশন দেখতে।
    ভোটাররা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দোরগোড়ায়। কিন্তু এ নিয়ে মানুষের মধ্যে তেমন কোনো কৌতুহল, কথাবার্তা নেই। আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের পোস্টার, মাইকিং, প্রচার-প্রচারণাও তেমন একটা চোখে পড়ার মতো নয়। একমাত্র আওয়ামী লীগের প্রার্থীদেরই নিয়মিত সভা-সমাবেশ, শহর ও বড় হাটবাজারে কিছু পোস্টার দেখা যাচ্ছে। মাইকিং শোনা যাচ্ছে একতরফা। ব্যতিক্রম শুধু কুলাউড়া।
    মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। এখানে তার শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এই আসনে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন, তৃণমূল বিএনপির মোঃ আনোয়ার হোসেন ও স্বতন্ত্র মোহাম্মদ ময়নুল ইসলাম।
    মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল। এখানে তার শক্ত প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কুলাউড়া উপজেলা পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান এ কে এম শফি আহমদ সলমান, পাঁচ বার ইউনিয়ন চেয়ারম্যান ও দুই বারের উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন, এবং তৃণমুল বিএনপির প্রার্থী ও সাবেক এমপি এম এম শাহীন।
    এ আসনে অন্য তিন প্রার্থী হলেন ইসলামী ঐক্যজোটের মাওলানা আছলাম হোসাইন রহমানী (মিনার), জাতীয় পার্টির আবদুল মালিক (লাঙ্গল) ও বিকল্পধারা বাংলাদেশের মোঃ কামরুজ্জামান (কুলা)।
    মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী শিল্পোদ্যোক্তা মোহাম্মদ জিল্লুর রহমান। নতুন হলেও আওয়ামী লীগের প্রার্থী হওয়ায় এই আসনে তাকেই এগিয়ে রাখছেন ভোটাররা। অন্য প্রার্থীরা হলেন জাসদের আবদুল মোসাব্বির, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির তাপস কুমার ঘোষ, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ আবু বকর, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোঃ আবদুর রউফ, জাতীয় পার্টির মোঃ আলতাফুর রহমান ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ ফাহাদ আলম। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা এখনো জমে ওঠেনি।
    মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোঃ আবদুস শহীদ। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় কেউ নেই। এই আসনে অন্য প্রার্থীরা হলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবদুল মোহিত হাসানী এবং ইসলামী ঐক্যজোটের মোঃ আনোয়ার হোসাইন।
    সুশাসনের জন্য নাগরিক মৌলভীবাজারের সাধারণ সম্পাদক জহরলাল দত্ত বলেন, মনে হচ্ছে এটা একটা সাজানো ও একতরফা নির্বাচন। যে পরিবেশ-পরিস্থিতি, তাতে অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার সুযোগ দেখছি না।
    মৌলভীবাজার সদর এলাকার সোহাগ মিয়া বলেন, মৌলভীবাজারের তিনটি আসনেই ইলেকশনের কোনো আমেজ নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুললেই দেখা যায় মৌলভীবাজার-২ আসনের নির্বাচন জমে উঠেছে। এক প্রার্থী অপর প্রার্থীর বিপক্ষে যেভাবে আক্রমণাত্মক কথাবার্তা বলছেন। মনে হচ্ছে সেই আসনেই শুধু নির্বাচন হবে। আমার বন্ধুকে নিয়ে সেখানে নির্বাচন দেখতে যাব।
    মৌলভীবাজার শহরের চার জন ও শ্রীমঙ্গল শহরের সাত জনের সাথে এই প্রতিবেদকের সাথে কথা হয়। সবাই প্রায় একই রকমের কথা বলেন।
    জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার চারটি আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ১৫ লাখ ১৬ হাজার ৫৯৬। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৬৯ হাজার ৯৪৩ এবং নারী ভোটার ৭ লাখ ৪৬ হাজার ৬৪৮ জন।
    জেলা রিটার্নিং কর্মকর্তার সতর্কতা নির্বাচনী প্রচারণায় পরস্পরের সম্পর্কে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠায় মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের প্রার্থীদের ডেকে সতর্ক করে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। জেলা রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের জেলা প্রশাসক ঊর্মি বিনতে সালাম গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ডেকে বৈঠক করেন। বৈঠকেও কয়েকজন প্রার্থী একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। এরপর রিটার্নিং কর্মকর্তা তাদের আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার বিষয়ে সতর্ক করেন।
    ওই বৈঠকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুর রহমানও উপস্থিত ছিলেন। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা এ বৈঠকের উদ্যোগ নেন। আট প্রার্থীকেই মোবাইল ফোনে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে পাঁচ জন উপস্থিত ছিলেন।
    কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে কয়েকজন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকেরা আচরণবিধি লঙ্ঘন করে এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করে নানা বক্তব্য দিয়ে চলেছে। এমনকি এক পক্ষ আরেক পক্ষকে ইঙ্গিত করে বিদ্বেষমূলক নানা মন্তব্য করে পোস্ট দিচ্ছেন ফেসবুকেও।
  • মৌলভীবাজার জেলা আইনজীবী ফোরামের আদালত বর্জন।

    মৌলভীবাজার জেলা আইনজীবী ফোরামের আদালত বর্জন।

    ০১ জানুয়ারি থেকে ০৭ জানুয়ারি ২০২৪ইং পর্যন্ত সকল আদালত বর্জনের লক্ষ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজার জেলা শাখা আদালত বর্জন।
    গণতন্ত্র ও আইনের শাসন পূন: প্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে ০১ জানুয়ারি থেকে ০৭ জানুয়ারি ২০২৪ইং পর্যন্ত সকল আদালত বর্জনের লক্ষ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজার জেলা শাখা আদালত বর্জন।
    সোমবার ০১ জানুয়ারি ২০২৪ইং, ফোরামের সভাপতি এড. মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক এড. বকসী জুবায়ের আহমদ এর নেতৃত্বে জেলা জর্জ কোট সম্মুখে অবস্থান নেয় মৌলভীবাজার জেলা আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
    জেলা জর্জ কোট সম্মুখে উপস্থিত ছিলেন, আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট গোবিন্দ মোহন, যুগ্ন সম্পাদক এডভোকেট মোঃ নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট সৈয়দ নেপুর আলী, সহ দপ্তর সম্পাদক এডভোকেট মোঃ বিল্লাল হোসেন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোঃ সালেহ আহমেদ রিপন, সদস্য এডভোকেট টিটু, সিনিয়র এডভোকেট মোঃ মানিক আহমদ, এডভোকেট মোঃ দেলোয়ার হোসেন, এডভোকেট মোঃ দানিয়াল আহমেদ, এডভোকেট মোঃ জালাল আহমেদ-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
  • মৌলভীবাজার জেলা বিএনপি ও পৌর বিএনপি’র পৃথক স্থানে লিফলেট বিতরণ।

    মৌলভীবাজার জেলা বিএনপি ও পৌর বিএনপি’র পৃথক স্থানে লিফলেট বিতরণ।

    নিজস্ব প্রতিবেদক, জালাল উদ্দিন। ডামি নির্বাচন বর্জন ও ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগের এর  দাবীতে অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) এর নেতৃত্বে মৌলভীবাজার জেলা বিএনপি, পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুবদল, ছাত্রদল সমন্বয়ে। শমসেরনগর সড়কের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, ও বিক্ষোভ মিছিল করেছেন তারা।
    শনিবার ৩০ ডিসেম্বর ২০২৩ইং, লিফলেট বিতরণ, ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাবু স্বাগত কিশোর দাস চৌধুরী, পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ মনোয়ার আহমদ রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আহমদ আহাদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক এম এ নিশাত, জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মোনায়েম কবির, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মোঃ মশিউর রহমান বেলাল, জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ রিপন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল হান্নান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আব্দুল মমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম শাহেদ, জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ নানু মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মোঃ জাকির হোসেন শাফিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মোঃ আব্দুস শহীদ, শেখ আবেদ মিয়া, মোঃ জামাল আহমদ, মোঃ লোকমান মিয়া, মোঃ টিটু মিয়া, মোঃ জলিল মিয়া, মোঃ লতিফ মিয়া, মোঃ ইলিয়াস কবির শাহীন, মোঃ সাব্বির আহমদ, শেখ মহসিন মিয়া, মোঃ আরশ মিয়া-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
    এ দিকে শনিবার ৩০ ডিসেম্বর ২০২৩ ইং, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) এর নির্দেশনায় মৌলভীবাজার পৌর-বিএনপি’র সদস্য সচিব মোঃ মনোয়ার আহমেদ রহমান এর নেতৃত্বে জেলা প্রাণ কেন্দ্র কুসুমবাগ এলাকা, শহরের পুরাতন হাসপাতাল সড়ক ও পশ্চিম বাজার এলাকায় লিফলেট বিতরণ করে গণসংযোগ করেছেন পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতাকর্মী ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা।
    এ লিফলেট বিতরণ করে সাধারণ জনগণের মধ্যে জনমত তৈরির লক্ষ্যে সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কাউন্সিল মোঃ আনিসুজ্জামান বায়েছ, পৌর বিএনপি’র সিনিয়র নেতা মোঃ রুনু আহমদ, পৌর বিএনপি’র ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ আমিনুর রশিদ, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আজাদুর রহমান, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মোঃ জমসেদ আলী, ২ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ মোঃ শামিম আহমদ, ৩ নং ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাসুম আহমদ, ৮ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বদরুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপি’র মোঃ তালেব, ৮নং ওয়ার্ড বিএনপির’র মোঃ রাব্বি রহমান, মোঃ তারেক আহমদ-সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
    অন্যদিকে শনিবার ৩০ ডিসেম্বর ২০২৩ ইং, ডামি নির্বাচন বর্জন ও ফ্যাসিষ্ট শেখ হাসিনার পদত্যাগ এর দাবীতে অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নির্দেশনায় মৌলভীবাজার জেলা সংগ্রাম দলের সাধারণ সম্পাদক এম. মবশ্বির আলীর নেতৃত্বে কমলগঞ্জ উপজেলা ও শ্রীমঙ্গল উপজেলা’র বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন এ সময় উপস্থিত ছিলেন, জেলা সংগ্রাম দলের মোঃ রাসেল মিয়া, মোঃ হেলাল চৌধুরী, মোঃ রেজাউল আউব, মোঃ শামীম মিয়া, মোঃ কায়ছার আলম-সহ প্রমুখ।
  • মৌলভীবাজারে পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

    মৌলভীবাজারে পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

    মৌলভীবাজার প্রতিনিধি :মৌলভীবাজার জেলা শাখার “পুলিশ নারী কল্যাণ সমিতি” (পুনাক)এর উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
    বৃহস্পতিবার  (২৮ ডিসেম্বর) রাতে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায় পুনাক, মৌলভীবাজারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
    এসময় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন পুনাক, মৌলভীবাজার’র সভানেত্রী মোছাঃ শারমিন আক্তার বানু এবং অন্য সদস্যগণ শ্রীমঙ্গল স্টেশন এলাকায় ঘুরে ঘুরে অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
    এসময় আরও উপস্থিত ছিলেন  পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব  মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)  মোহাম্মদ সারোআর আলম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, মৌলভীবাজার জেলার পুনাকের সদস্যবৃন্দ এবং অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ ।
  • মৌলভীবাজারে জনগণের মধ্যে জনমত তৈরির লক্ষ্যে পৌর বিএনপি লিফটের বিতরণ।

    মৌলভীবাজারে জনগণের মধ্যে জনমত তৈরির লক্ষ্যে পৌর বিএনপি লিফটের বিতরণ।

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে দেশ ব্যাপি বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) এর নির্দেশনায় জেলা শহরের প্রাণ কেন্দ্র কুসুমবাগ এলাকায় দিনব্যাপী লিফলেট বিতরণ করে গণসংযো করেছেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির ও বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতা-কর্মীরা।
    বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ইং, পৌর-বিএনপি’র আহ্বায়ক মোঃ মুজিবুর রহমান মজনু ও পৌর-বিএনপি’র সদস্য সচিব মোঃ মনোয়ার আহমেদ রহমান এর নেতৃত্বে এ লিফলেট বিতরণ এবং গণসংযোগ করা হয়।
    লিফটের বিতরণ করে সাধারণ জনগণের মধ্যে জনমত তৈরির লক্ষ্যে এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউন্সিল মোঃ আনিসুজ্জামান বায়েছ, পৌর বিএনপির সিনিয়র নেতা মোঃ রুনু আহমদ, পৌর বিএনপির ৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ শহিদ আহমদ জুনেদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম, ৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ জমসেদ আলী, ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ মোঃ শামিম আহমদ, ৩ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাসুম আহমদ, ৬ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মুহিবুল হাসান, পৌর বিএনপির’র মোঃ রাব্বি রহমান, মোঃ তারেক আহমদ-সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।