Tag: মৌলভীবাজার

  • মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা।

    মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা।

    মৌলভীবাজার প্রতিনিধি :

    মৌলভীবাজারে কর্মী সম্মেলন ও কেন্দ্রীয় আমীর ডা: শফিকুর রহমান’র আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী।
    সংগঠনের জেলা সেক্রেটারি ইয়ামীর আলীর সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার- ১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি আলাউদ্দিন শাহ, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম ও সদর উপজেলা জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম প্রমুখ।

    এ সময় জেলা জামায়াতে ইসলামীর আমীর বলেন, আসন্ন কর্মীসভা ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমীর ডা: শফিকুর রহমান আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। তিনি আমাদের জেলার সন্তান ও জাতীয় ব্যক্তিত্ব। কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বৈষম্যহীন সমাজ বিনির্মানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।আগামীকাল শনিবার  ২১ তারিখ মৌলভীবাজার সরকারি স্কুলের মাঠ মৌলভীবাজারবাসীর মিলনমেলায় পরিনত হবে।
    সাংবাদিকদের মধ্যে  মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আহমদ ও সাবেক সভাপতি এম এ সালাম’সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • মৌলভীবাজারে কর্মী সম্মেলনের মাঠ পরিদর্শনে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

    মৌলভীবাজারে কর্মী সম্মেলনের মাঠ পরিদর্শনে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার জেলায় ২১ শে ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন এ আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মাঠ ও মঞ্চ প্রস্তুতির আয়োজন চলছে।
    আজ বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ইং সকাল দশটার সময় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শনে আসেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, নব জেলা সেক্রেটারি মোঃ ইয়ামির আলী, জেলা এসিস্টেন্ট সেক্রেটারি আলাউদ্দিন শাহ ও আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ, পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর আমীর মোঃ ফখরুল ইসলাম, ছাত্রশিবির শহর ও জেলা সভাপতি যথাক্রমে তারেক আজিজ ও হাফেজ আলম হোসাইন, পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, সদর সেক্রেটারি দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী-সহ অন্যান্য জামায়াত শিবিরের জেলা, উপজেলা, পৌর সভার স্থানীয় দায়িত্বশীলবৃন্দরা উপস্থিত ছিলেন।
    মাঠ পরিদর্শন শেষে সম্মেলনের সফলতা কামনা করে উপস্থিতি মিডিয়াকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জানেন যে, আগামী ২১ ডিসেম্বর শনিবার মৌলভীবাজার জেলার ঐতিহাসিক এই মাঠে জেলা জামায়াতের উদ্যোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক  একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০ সময় আরম্ভ হয়ে দুপুরে যোহরের নামাজের আগে শেষ হবে ইনশাআল্লাহ। ঐতিহাসিক এ সম্মেলনে শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর আমাদের এই জেলার কৃতি সন্তান মজলুম জননেতা ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক বক্তব্য পেশ করবেন। এছাড়াও জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট বিভাগের নেতৃবৃন্দ, মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশন পেশাজীবী সংগঠন-সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে দাওয়াত দেওয়া হয়েছে। আমরা আশা করি সকলেই  উপস্থিত হয়ে নতুন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে  গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
  • মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন।

    মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন।

    মৌলভীবাজার প্রতিনিধি:
     আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে পথসভা করেছে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম।
    সোমবার (৯ ডিসেম্বর) সকালে চৌমোহনা চত্বরে আয়োজিত এসভায় সভাপতিত্ব করেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আলহাজ্ব এড. মাহবুবুল আলম শামীম।
    দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মশাহিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার এর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার প্রতিষ্টাকালীন সাধারণ সম্পাদক সাংবাদিক দুরুদ আহমদ, সহ-সভাপতি সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলা শরিফ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক রুবেনা বেগম, অর্থ সম্পাদক সাংবাদিক আব্দুল বাছিত খান, আব্দুল বারিছ, জালাল চৌধুরী, হাওর কাওয়াদিঘি সাধারণ সম্পাদক খসরুজ্জামান চৌধুরী, মঈনুল হক, তাওহীদ ইসলাম দাবা একাডেমীর প্রতিষ্টাতা ও পরিচালক তাওহীদ ইসলাম,  মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি জোসেফ আলী চৌধুরী, মহিলা নেত্রী শ্যামলী সুত্রধর, এস.এম সোশ্যাল  ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী তোফাজ্জল হোসেন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সভাপতি ইকবাল হোসেন পাবেল, সহ-সভাপতি সোহেল হাকিম, সাধারণ সম্পাদক মো: আব্দুল কাইয়ুম সুলতান, ছাত্র ফোরাম এর সাবেক সহ-সভাপতি চৌধুরী মেরাজ, সহ-সভাপতি শেখ দেলোয়ার, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সাকিবুল হাসান, আব্দুস সোপান সামি,  সুব্র দেব, মিনহাজ আহমদ, মো: আলি হোসেন, সৈয়দ ইমরান আলী, নীরব চন্দ্র,জয় দেব শাওন, সাংবাদিক জাহেদুল ইসলাম পাপ্পু, সাংবাদিক রিপন আহমদ, সাংবাদিক সায়েক আহমদ, মনজুরুল আলম, বুলবুল খাঁন, বুলু আহমদ বুলু, নোমান মিয়া, সোহেল হাকিম, জালাল চৌধুরী, বিমলেন্দু মালাকার প্রমুখ।
    এসময় বক্তারা বলেন, শক্তিশালী ন্যায়পরায়ণ  গঠনের পাশাপাশি রাষ্ট্রের শীর্ষ থেকে সকলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।  সরকারী হাসপাতালে সুচিকিৎসা নিশ্চিত করা, বিশেষজ্ঞ ডাক্তারের ফিস কমানো। খাদ্য দ্রব্যসহ বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রন করতে শক্তিশালী কমিশন গঠন, জনবান্ধব পুলিশ করার লক্ষ্যে স্বাধীন পুলিশ গঠন করাসহ একাধিক দাবি তুলে ধরেন। এছাড়াও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হয়।
  • মৌলভীবাজারে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ আরোহী নিহত।

    মৌলভীবাজারে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ আরোহী নিহত।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের রাজনগরে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
    সোমবার ০২ ডিসেম্বর ২০২৪ ইং, রাত সাড়ে আটটার সময় রাজনগরের ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের মশুরিয়া মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে।
    নিহত দুজন হলেন, রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুপরাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে রাফি আহমদ (২১) ও হলদিগুল গ্রামের লেবু মিয়ার ছেলে সাকিন আহমদ (১৯)। দুজনই ঘটনাস্থলে মারা গেছেন। অপর মোটরসাইকেল আরোহী রাজু ধর (১৮) গুরুতর আহত হয়েছেন। রাজু ধর উপজেলার খলাগাঁও গ্রামের মনজু ধরের ছেলে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে সমবয়সী তিনজন নিজ এলাকা থেকে মৌলভীবাজার শহরের উদ্দেশে রওনা হয়েছিলেন। ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের মশুরিয়া নামক স্থানে মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরে স্থানীয় লোকজন মোটরসাইকেল আরোহী তিনজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত রাজু ধরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
    রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির সড়ক দুর্ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আমরা ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় এনেছি। ঘটনার পর থেকেই পিকআপচালক পলাতক রয়েছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রয়েছে।
  • বাংলাদেশ আদিবাসী ফোরাম”উদ্যোগে মৌলভীবাজার জেলা শাখার সন্মেলন।

    বাংলাদেশ আদিবাসী ফোরাম”উদ্যোগে মৌলভীবাজার জেলা শাখার সন্মেলন।

    উৎসব মুখর ও বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্যদিয়ে বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার প্রথমবার সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (২৯নভেম্বর) জেলা শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার  নাগরিক কমিটির সভাপতি এডভোকেট ডেডলি ডেরী প্রেন্টিস কবুতর  উড়িয়ে এই সন্মেলটি শুভ উদ্বোধণ করেন।পরে আদিবাসীরা ব্যানার নিয়ে জ
    জেলা শহরের  প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় সাইফুর রহমান অডিটোরিয়ামে এসে এ শোভাযাত্রা  শেষ হয়।
    মৌলভীবাজার জেলা শাখার প্রস্তুতি সভার  সদস্য সচিব  জনক দেববর্মা ও সদস্য মনিকা খংলা যৌথ সঞ্চালনায় এ সন্মেলনে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা শাখার প্রস্তুতি সভার আহবায়ক নারায়ণ কুর্মী।
    এই সন্মেলনে  অতিথি হয়ে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী যুব ফোরাম সহ-সভাপতি মি:টনি ম্যাথিউ  চিরান,বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির ক্রীড়া, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক  উজ্জ্বল আজিম,সাংবাদিক আকমল হোসেন নিপু,বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক হিরণ মিত্র  চাকমা,  বাংলাদেশ  কমিনিষ্ট পার্টি  নিলেমেষ ঘোষ বুলু, বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক  সুশীল মাহাতো, মৌলভীবাজার জেলার বাসদ সভাপতি এডভোকেট মঈয়নুর রহমান মগনু,বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক  সম্পাদক মি: এন্ড্রু সলোমার,বৃহত্তর সিলেট  আদিবাসী অধিকার  নাগরিক কমিটির সভাপতি এডভোকেট ডেডলি ডেরী প্রেন্টিস। সন্মেলনে স্বাগত  বক্তব্য দেন  মিস ফ্লোরা বাবলী তালাং।

    এ সময় বক্তব্যে উল্লেখ করে বলেন,বাংলাদেশ একটি জাতিবৈচিত্র্যের দেশ। এদেশে বাঙালী ছাড়াও বহু আদিবাসী জনগোষ্ঠী  দেশের বিভিন্ন প্রান্তে বসবাস করছে। মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় প্রায় ২৫টির মত আদিবাসী জাতিগোষ্ঠী বসবাস করছে। সুদীর্ঘকাল ধরে তাদের স্বকীয় সংস্কৃতি ও বৈচিত্র্যতা নিয়ে বসবাস করে আসছে যা বাংলাদেশকে সমৃদ্ধ ও গৌরবান্বিত করেছে।

    বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য অবদানকারী এসব আদিবাসী জাতিগোষ্ঠীরা স্বাধীনতার ৫৩ বছরের পরেও তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তারা নানাভাবে মানবাধিকার লংঘনের শিকার হচ্ছেন। স্বাধীনতার এত বছর পরেও এখনও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নেই। তারা আজ অস্তিত্বের হুমকীর সম্মুখীন। মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় আদিবাসীদের ভূমির মালিকানাসহ বিভিন্ন সমস্যা দীর্ঘদিন ধরে সমাধান হচ্ছে না। বনবিভাগ ও চাবাগান কর্তৃপক্ষ খাসিদের ঐতিহ্য ও প্রথাগত পান জুমের গাছ কর্তনের পাঁয়তারা সবসময় করে চলেছে। এছাড়া স্থানীয় প্রভাবশালী সূর্যগুরা পান গাছ কর্তন ও চুরি করছে। বনবিভাগ ও চা বাগান কর্তৃপক্ষ খাসি ও গারোদের মিথ্যা মামলা করে হয়রানি করে চলেছে। বিভিন্ন উন্নয়ন প্রজেক্টের নামে ত্রিপুরাদের প্রথাগত ভূমি দখলের পাঁয়তারা ক্রমাগত চলমান রয়েছে। চা-বাগানের শ্রমিকরা তাদের ন্যায্য মজুরী ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত যা তাদেরকে মানবেতর জীবনযাপন করতে বাধ্য করছে।

    ইদানিং এসটিসির ১৮ টি চা বাগানে চা শ্রমিকদের তিন মাস ধরে মজুরী বন্ধ। ফলে চা শ্রমিকরা না খেয়ে মানবেতর দিনযাপন করছে। বা অত্যন্ত দুঃখজনক ও মর্মস্পর্শী। ১৭ মাস ধরে শ্রমিকদের পিএফ এর প্রদানকৃত টাকা বাগান কর্তৃপক্ষ পিএফ অফিসে জমা দিচ্ছেনা।


    এ সম্মেলনে বক্তরা সরকার কাছে দাবি জানিয়ে আরও বলেন, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রনালয় গঠন করতে হবে, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে, পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে, চা জনগোষ্ঠীর ন্যায্য মজুরী ও ভূমি অধিকার দিতে হবে, সামাজিক বনায়নের নামে আদিবাসীদের প্রথাগত ভূমি জোরপূর্বক দখল ও উচ্ছেদ বন্ধ করতে হবে, ঝিমাই পুঞ্জির প্রাকৃতিক গাছ কাটা বন্ধ করতে হবে, মুরইছড়া ইকো-পার্ক প্রকল্প বাতিল করতে হবে, খাসিয়া পুঞ্জির পানগাছ কাটা ও চুরি বন্ধ করতে হবে বলে উল্লেখ করেন।

    পরে কাউন্সিল মধ্যদিয়ে ৩১সদস্য বিশিষ্ট একটি জেলা শাখা কমিটি গঠন করা হয়।এই সন্মেলনে উপস্থিত আদিবাসী জনতা কাছে নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির ক্রীড়া, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক  উজ্জ্বল আজিম ও নবগঠিত কমিটি সদস্যদের শপথ বাক্য পাঠ করে শপথ করান বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক  সুশীল মাহাতো প্রমুখ।

    এই সন্মেলনে মৌলভীবাজার জেলার অধীনে সাত টি উপজেলা থেকে বিভিন্ন জাতিগোষ্ঠী  আদিবাসীরা প্রায় ৫’শত জনের অধিক অংশগ্রহণ করেন।

  • আইনজীবী হত্যার ঘটনায় মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ ও গায়েবানা জানাজা।

    আইনজীবী হত্যার ঘটনায় মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ ও গায়েবানা জানাজা।

    নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে সহকারী কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ (৩৫) হত্যার ঘটনায় মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ করেছেন মৌলভীবাজার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও শিক্ষার্থীরা এবং অন্যদিকে গায়বানা জানাজার নামাজ আদায় করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সময়ে শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও বড়লেখা-সহ জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা। বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ইং, দুপুরে প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
    মৌলভীবাজার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ড. মোঃ আব্দুল মতিন চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বকশী জুবায়ের আহমদ ও সহকারী পাবলিক প্রসিকিউটর নজরুল, অতিরিক্ত সহকারী কৌঁসুলি অ্যাডভোকেট মোঃ দেলওয়ার হোসেন, অ্যাডভোকেট নেপুর আলী প্রমুখ।
    এদিকে চট্টগ্রামে আদালত চত্বরে কুপিয়ে হত্যা করা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গায়বানা জানাজার নামাজ আদায় করেছে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।।বুধবার (২৭ নভেম্বর) বাদ জোহর শহরের পশ্চিমবাজার জামে মসজিদে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
    এতে ইমামতি করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শহর শাখা সাহিত্য সম্পাদক মাওলানা শাহ মুস্তাকীম আলী। এ সময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সুমন ভূইয়া, জাকারিয়া ইমন-সহ অন্যান্যরা। জানাজার আগে বক্তব্য রাখেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল আলা মওদূদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রমুখ।
  • সাবেক মন্ত্রী আব্দুস শহীদকে কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর।

    সাবেক মন্ত্রী আব্দুস শহীদকে কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর।

    নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদকে মৌলভীবাজার জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। রবিবার ২৪ নভেম্বর ২০২৪ইং, সন্ধ্যায় মৌলভীবাজার কারাগারে হস্তান্তর করা হয়।
    মৌলভীবাজার জেলার জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্রীমঙ্গলের একটি মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর মৌলভীবাজার আদালতে তাঁকে হাজির করা হবে বলে জানান তিনি।
    উল্লেখ্য, আব্দুস শহীদ ১৯৪৮ সালের ১ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুরের সিদ্বেশ্বরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন। পরে ১৯৯১ সাল থেকে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসন থেকে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বঙ্গবন্ধু শিশু অ্যাকাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য। গত ৩ অক্টোবর দিনগত রাতে আব্দুস শহীদের ঢাকাস্থ উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। গ্রেফতারের সময় তাঁর বাসা থেকে প্রায় চার কোটি টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার জব্দ করা হয়।
    জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেন গুলিতে নিহত হন। এ ঘটনায় তার মা আলেয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় গত ৬ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৮ জনকে আসামি করা হয়।
  • মৌলভীবাজার শ্রমিক কল্যাণ ফেডারেশনের নবগঠিত কমিটি ঘোষণা।

    মৌলভীবাজার শ্রমিক কল্যাণ ফেডারেশনের নবগঠিত কমিটি ঘোষণা।

    নিজস্ব প্রতিবেদক:মৌলভীবাজারে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২০২৫-২৬ সেশনের নবগঠিত কমিটির নাম ঘোষণা ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ইং, সকালে মৌলভীবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে জেলা শহরে অবস্থিত এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
    এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ২০২৫-২৬ সেশনের নবগঠিত কমিটির নাম ঘোষণা করা হয়।
    পরে নবগঠিত কমিটির জেলা সভাপতি আলাউদ্দিন শাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুমিত’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর’র প্রধান উপদেষ্টা মোঃ ফখরুল ইসলাম।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেট অঞ্চল শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত পরিচালক মাওঃ ফারুক আহমদ, জেলা শ্রমিক কল্যাণের সাবেক প্রধান উপদেষ্টা দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, জেলার প্রধান উপদেষ্টা প্রকৌশলী এম শাহেদ আলী, মোঃ ইয়ামীর আলী প্রমুখ।
    সম্মেলনে নির্বাচন কমিশন ২০২৫-২৬ সেশনের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটির নাম ঘোষনা করেন মৌলভীবাজার জেলায়, সভাপতি আলাউদ্দিন শাহ, সহ-সভাপতি মাও: আহমদ ফারুক, সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মাহফুজ সুমন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মামুন সুরমান, সাধারণ সম্পাদক আব্দুল মুমিত, সহ-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শাহাব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলকাছ উর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাও: আব্দুস সালাম, সহ- সাধারণ সম্পাদক (মহিলা) খাদিজা আক্তার, কোষাধ্যক্ষ সৈয়দ সঈদ উদ্দিন হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, ট্রেড-ইউনিয়ন সম্পাদক আবুল কাশেম আজাদ, সহ-ট্রেড ইউনিয়ন সম্পাদক রাজুল আহমদ তালুকদার, আইন-আদালত সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক নওশাদ মিয়া, সহ-প্রচার সম্পাদক মোঃ আক্কাস আলী, দপ্তর সম্পাদক মোঃ রইছ উদ্দিন, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক মাও: সাইদুল ইসলাম, সাহায্য ও পূণর্বাসন সম্পাদক আজিজ আহমদ সাবু, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কাজী সামসুজ্জামান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুজাম্মেল হক সিকদার, কর্মসংস্থান সম্পাদক রোমান আহমদ, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুলতান আহমদ চৌধুরী, সদস্য মোঃ রাজন আহমদ, মোঃ দেলওয়ার হোসেন সাইদ, মোঃ জালাল আহমদ, মোঃ ফয়সল আহমদ, মোঃ এমরান কবির, মোঃ কামাল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সজল আহমদ, সদস্য (মহিলা) হাজেরা খানম, লিভা জান্নাত।
  • মৌলভীবাজারে বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত।

    মৌলভীবাজারে বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার জেলার সাত উপজেলা ও পাঁচটি পৌরসভায় বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪ইং, বিকেলে শহরের রেস্ট ইন হোটেল কনফারেন্স হল রুমে মৌলভীবাজার জেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউস।
    তিনি বলেন, আজ থেকে মৌলভীবাজার জেলার সকল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কমিটি বিলুপ্ত করা হয়। পরবর্তীতে আহবায়ক কমিটির মাধ্যমে মৌলভীবাজার জেলার সকল উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে গঠন করা হবে। আহবায়ক কমিটির দায়িত্ব তাদেরকেই দেওয়া হবে যারা বিগত স্বৈরাচারী সরকারের আমলে আন্দোলন-সংগ্রাম করেছেন, সাংগঠনিক দক্ষতা রয়েছে, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন।
    তিনি আরও বলেন, দল ও তৃণমূল নেতৃত্বকে সুসংগঠিত করার লক্ষ্যে অবশ্যই মৌলভীবাজার জেলা বিএনপিকে ঢেলে সাজানো হবে। অপশক্তি ও ফ্যাসিবাদের সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে জনগণের ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ গঠনে বিএনপি কাজ করে যাবে। উপস্থিত নেতারা আগামীতে কমিটি গঠনের ক্ষেত্রে পরামর্শ দিয়েছেন।
    এ সময় বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক কমিটির প্রথম সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
    জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য ও সদর থানা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, আব্দুর রহিম রিপন, মোশাররফ হোসেন বাদশা, অ্যাডভোকেট আবেদ রাজা, মৌলভী আব্দুল ওয়ালি সিদ্দিকি, নাছির উদ্দিন মিঠু, আশিক মোশারফ, আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, আব্দুল হাফিজ, মাহমুদুর রহমান, হেলু মিয়া, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, বকশী মিছবাউর রহমান, মতিন বক্স, মাহাবুব ইজদানী ইমরান, অ্যাডভোকেট বকশী জুবায়ের আহমেদ, আবুল কালাম বেলাল, জিতু মিয়া, স্বাগত কিশোর দাশ চৌধুরী, গাজী মারুফ আহমেদ, আব্দুল হক, দুরুদ আহম্মদ, আশরাফুজ্জামান খাঁন নাহাজ, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, আনিসুজ্জামান বায়েছ।
  • মৌলভীবাজারে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু।

    মৌলভীবাজারে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু।

    মৌলভীবাজারে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু
    নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। মৌলভীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় হাওয়ারুন নেছা (৭০) নামে এক নারী নিহত হয়েছে। বুধবার ১৩ নভেম্বর ২০২৪ইং, রাতে সদর উপজেলার কদুপুর এলাকায় এ ঘটনা ঘটে।
    নিহত হাওয়ারুন নেছা গিয়াসনগর এলাকার মৃত মোঃ ছাদ উল্লাহর স্ত্রী।
    নিহতের ভাতিজা ফয়ছল আহমদ জানান, গিয়াসনগর থেকে তার মেয়ের বাড়ি কদুপুর আসছিলেন তিনি। সড়ক পারাপারের সময় একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
    মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন।