Tag: মৌলভীবাজার

  • কলমগঞ্জের শ্রীগোবিন্দপুর শ্রমিকের ঘর ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ।

    কলমগঞ্জের শ্রীগোবিন্দপুর শ্রমিকের ঘর ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ।

    মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে মাধবপুর ইউনিয়নে ব্যাক্তি মালিকানাধীন শ্রীগোবিন্দপুর চা বাগানে শ্রী জনক ভর নামের এক চা শ্রমিকের নির্মাণাধীন ঘর ভেঙ্গে ফেলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাগানের সাধারণ চা শ্রমিকরা।

    রোববার(২৬সেপ্টেম্বর)বেলা ১১ টায় কমলগঞ্জের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের গোবিনপুর লাইনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।প্রায় দুই ঘন্টাব্যাপী মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প কুমার কানু,চা বাগানের মনু-ধলই ভ্যালি সভাপতি ধনা বাউরী,সাধারন সম্পাদক নির্মল দাস পাইনকা,শ্রীগোবিন্দপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি মিলন নায়েক,নারী চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু, চা শ্রমিক নেতা মোহন রবিদাস,চা শ্রমিক ছাত্র নেতা প্রদীপ পাল প্রমুখ।

    এ সময় বক্তারা আলোচনার মাধ্যমে অভিলম্ভে চা শ্রমিকের ঘর ভাঙ্গার সুষ্ঠ সমাধান করে দ্রুত সময়ের মধ্যে চা শ্রমিক শ্রীজনম ভর এর ঘর নির্মাণ করে দেওয়ার জন্য বাগান কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান।মানববন্ধনে চা বাগানের সকল নারী-পুরুষ চা শ্রমিকরা অংশ গ্রহন করেন।

    এর আগে গত শনিবার সকাল ১০ টার দিকে শ্রীগোবিন্দপুর চা বাগানের চা শ্রমিক শ্রী জনক ভর এর নবনির্মিত পাকা ঘর ভেঙ্গে দেয় বাগান কর্তৃপক্ষ। এ সময় ভেঙ্গে ফেলা ঘরের টিন,কাঠসহ মালামাল বাগান কর্তৃপক্ষ নিয়ে যায়।

    চা শ্রমিক শ্রী জনক ভর বলেন,তিনি বাগান ব্যবস্থাপক প্রশান্ত সরকারের মৌখিক অনুমতি নিয়ে চা শ্রমিক বিনাচল কাহারের জায়গায় একটি পাকা ঘর তৈরী করেন। কিন্তু শনিবার পূর্ব কোনো নোটিশ ছাড়াই বাগান ম্যানেজার বাগানের চৌকিদার নিয়ে তার নির্মানাধীন ঘর ভেঙ্গে দেয়।

    এ ঘটনায় সাধারণ চা শ্রমিকদের মাঝে চাপা ক্ষোভ দেখা দেয়। এতে ফুঁসে উঠা সাধারণ চা শ্রমিকরা। এর প্রতিবাদে রোববার এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

  • মৌলভীবাজারে জায়গা নিয়ে বিরোধের জেরধরে ভাইয়ের হাতে ভাই খুন।

    মৌলভীবাজারে জায়গা নিয়ে বিরোধের জেরধরে ভাইয়ের হাতে ভাই খুন।

    মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে জায়গা জমি নিয়ে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই এমদাদুল হকের হাতে বড় ভাই জিয়াউর রহমান খুন হয়েছেন।

    ২৫ সেপ্টেম্বর শনিবার এই ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার সদর উপজেলা অধীনে খলিলপুর ইউনিয়নে আইনপুর গ্রামে।

    স্থানীয়রা জানান,বহুদিন ধরে জায়গা জমি  বিষয় নিয়ে তাদের দুই ভাই মধ্য বিরোধ ছিল।ঘটনার দিন সকালে বীজবপনে জন্য বড় ভাই জিয়াউর রহমান তার ঘরের পাশের জায়গায় মাটি খুড়তে গেলে জায়গা নিয়ে তার ভাই তাইদুল মিয়ার (৩২) সাথে তর্কবিতর্ক হয়। ঘটনার এক পর্যায়ে তারা উভয়পক্ষ তর্কবিতর্ক করে চলে যায়। অপর দিকে আরেক ছোট ভাই এমদাদুল হক (২৬) ঘুম থেকে উঠে কিছু না বলে একটি কাঠের টুকরো দিয়ে বড় ভাই জিয়াউর রহমানের মাথায় আঘাত করে। লাঠির আঘাতে সে মাটিতে উবুড় হয়ে পড়ে যায়। তাৎক্ষনিক পরিবারের অন্যান্য লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

  • মৌলভীবাজারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণে অনিয়ম।

    মৌলভীবাজারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণে অনিয়ম।

    মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে  করোনাকালীন দ্বিতীয় দফায় সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা প্রদান ও সাংবাদিক তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

    মৌলভীবাজার জেলা পর্যায়ে একই ব্যক্তি দুই পত্রিকার নামে দুথবার ও একই পত্রিকায় জেলা প্রতিনিধি ৩ জনের নাম লিখিয়ে ১০ হাজার হারে টাকা প্রাপ্ত হয়েছেন। এতে মফস্বল পর্যায়ে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

    গত ১৬ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় জেলায় ৪৯ জন গণমাধ্যম কর্মীকে প্রধানমন্ত্রীর সহায়তার চেক প্রদান করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

    জানা যায়, প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার তালিকায় জেলার কতিপয় সিনিয়র সাংবাদিক নেতাদের সিন্ডিকেটে নিজ নিজ প্রতিষ্ঠানের পছন্দের সাংবাদিকদের নাম দিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা গ্রহণ করেছেন।

    এছাড়া করোনাকালীন প্রকৃত অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করলেও তাদের নামের কোন তালিকা নেই। পেশাদার সাংবাদিক নয় এমন লোকও তালিকায় রয়েছে।

    অন্যদিকে মৌলভীবাজারে অনিয়মিতভাবে প্রকাশিত বাংলার দিন ও মৌলভীবাজার বার্তার সম্পাদক বকশি ইকবাল আহমদ এর দুই পত্রিকার নামে ৮ জনকে প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা প্রাপ্তির সুযোগ করে দেয়া হয়েছে। এদের অনেকেই সাংবাদিক হিসাবে কোন পরিচিতি নেই। পত্রিকা দুথটির স্টাফ রিপোর্টর, প্রধান প্রতিবেদক এসব নানা পদ ব্যবহার করে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার টাকা প্রাপ্ত হয়েছেন।

    দৈনিক মৌমাছির কন্ঠ পত্রিকায়ও যারা প্রকৃত সাংবাদিকতায় নেই এমন ৩ জনের নামে টাকা প্রদান করা হয়েছে। সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকারও অনুরূপ ২জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সাংবাদিক তালিকায় এসব ব্যক্তিদের মৌলভীবাজার প্রেসক্লাব, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব, জেলা সাংবাদিক ফোরামের নেতারা সুপারিশ করেন। এসব অনিয়ম বিষয়ে সোসাল মিডিয়ায় ব্যাপক আলোচনা ও মফস্বল সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

    ক্ষোভ প্রকাশ করে মৌলভীবাজারের কুলাউড়ার সিনিয়র সাংবাদিক আব্দুল মছব্বির বলেন,বিগত ৩১ বছর ধরে মফস্বলে সাংবাদিকতা করে আসলেও প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পাইনি। জেলা পর্যায়ে অখ্যাত প্রতিনিধিদের নাম দিয়ে সিন্ডিকেট করে টাকা নিয়েছেন, এটি খুবই দুঃখজনক।

    কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন বলেন, তালিকায় অনিয়ম এবং প্রকৃত সাংবাদিকতায় নেই এমন ব্যক্তিরাও প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেয়েছেন। অথচ যারা করোনাকালেও মাঠেঘাটে কর্মরত ছিলেন তাদের নাম নেই। এতে প্রধানমন্ত্রীর মানবিক এই সহায়তা ম্লান হচ্ছে। করোনা আক্রান্ত হয়েও আবেদন করার পরও কমলগঞ্জের সাংবাদিক আলমগীর হোসেন আজো আর্থিক সহায়তা পাননি। এটি মোটেও ঠিক হয়নি।

    এদিকে খুব প্রকাশ করে কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইনকিলাব পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি এম এ ওয়াহীদ রুলু ও ইংরেজি দৈনিক ডেইলি অবজারভার ও প্রতিদিনের সংবাদ পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সালাহ্উদ্দিন শুভ বলেন, ‘আমি খুব অসুস্থ। ডাক্তরের নির্দেশ অনুযায়ী কিছুদিনের মধ্যে অপারেশন করতে হবে। কিন্তু সাংবাদিক কল্যাণ ট্রাস্টে বিগত ৪মাস আগে জেলা প্রশাসকের রেফারেন্সের মাধ্যমে ডাকযুগে আবেদন করেছি আর্থিক অনুদানের জন্য। কিন্তু কোন ফলাফল পাইনি আজ পর্যন্ত। আমরা বুঝতে পারছি না আদও কি আমরা কোন সহযোগীতা পাবো ?

    তারা আরো বলেন, দেশে করোনা কালীন সময়ে সেনাবাহিনী,পুলিশ ও ডাক্তার তাদের সাথে থেকে মাঠে কাজ করেও সরকারি ভাবে কোন সহযোগীতা পেলাম না।থ

    মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত সাংবাদিকদের বিশেষ আর্থিক সহায়তা প্রদানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘মৌলভীবাজার প্রেসক্লাবের কোন সদস্য ছাড়া আমরা কাউকে সুপারিশ করিনি।

    জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকশি ইকবাল আহমদ বলেন, ‘আমি আমার পত্রিকা ও সংগঠন থেকে কয়েকজনকে সুপারিশ করেছি।থ

    এ ব্যাপারে মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা ও আর্থিক সহায়তা যাচাই বাছাই কমিটির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন জানান, ‘বিষয়টি কিভাবে হয়েছে আমার জানা নয়। সম্পূর্ণ বিষয়টি জেলা প্রশাসক কার্যালয় থেকে করা হয়েছে।

    অভিযোগ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘যাচাই বাছাইয়ের বিষয়টি প্রেসক্লাবসহ সাংবাদিক সংগঠনের দেখার কথা। স্ব স্ব সংগঠনের সুপারিশের প্রেক্ষিতে আবেদন পাঠানো হয়েছে।

    বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের উপপরিচালক (প্রশাসনও অর্থ) মোহাম্মদ মনিরুল ইসলাম কবির বলেন, ‘জেলা প্রশাসক ও প্রেসক্লাব নেতৃবৃন্দের সুপারিশ থাকায় আমরা অনুদানের চেক প্রদান করেছি।

  • মৌলভীবাজার কলমগঞ্জে ছেলের হাতে বাবা’র মৃত্যু।

    মৌলভীবাজার কলমগঞ্জে ছেলের হাতে বাবা’র মৃত্যু।

    মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার কমলগঞ্জে ছেলে নন্দলাল রবিদাসের লাঠির আঘাতে বাবা শ্যামলাল রবি দাস (৪৫) এর মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীগর কামারছড়া চা বাগানে এ ঘটনা ঘটে। নন্দলাল বর্তমানে  পলাতক রয়েছে।নিহত শ্যামলাল আলীগর কামারছড়া চা বাগানের শ্রমিক।

    স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় শ্যামলাল তার স্ত্রী শনিছড়ির সাথে সাপ্তাহিক মজুরির টাকা নিয়ে ঝগড়া করেন। এক পর্যায়ে ছেলে নন্দলাল মায়ের পক্ষ নিয়ে বাবার সাথে তর্কে জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে নন্দলাল তার হাতে থাকা লাঠি দিয়ে বাবা শ্যামলালের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শমসেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত ১টায় কমলগঞ্জ থানা পুলিশ নিহতের সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।

    কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ছেলেকে আটকের চেষ্টা চলছে।

  • মৌলভীবাজারে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন।

    মৌলভীবাজারে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন।

    মৌলভীবাজার সংবাদদাতাঃ দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজনগর উপজেলা অধীনে প্রেম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফে আরা কে অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

    ১৪ ই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় স্কুলের সামনে রাস্তায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    ম্যানেজিং কমিটির সদস্য  তাহের মিয়ার   সভাপতিত্বে ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি ও অভিভাবক  বিলাল মিয়া, আতাউর রহমান, মঞ্জুর মিয়া প্রমুখ।

    বক্তারা বলেন প্রায় বিশ বছর থেকে প্রধান শিক্ষিকা লুৎফে  আরা এই স্কুলে আছেন। তিনি দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করে মনগড়া  বিল ভাউচার তৈরি করে  টাকা উঠিয়ে এবং ম্যানেজিং কমিটির সদস্যদেরকে কোন হিসাব না দিয়েই চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সময় শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আবেদন করে কোন সুরাহা পাওয়া যায়নি,তাই আজকে আমরা মানববন্ধন করছি। এই দুর্নীতিবাজ প্রধান শিক্ষককে এই স্কুল থেকে অপসারণ করা না হলে আমরা আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীদেরেকে  আর  স্কুলে পাঠাবো না।  বক্তারা খুব দ্রুত এই প্রধান শিক্ষিকাকে স্কুল থেকে সরানোর আহ্বান জানান।

    অভিযোগের ব্যাপারে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল জানান আমার দপ্তরে এ সংক্রান্ত কোন অভিযোগ আছে কি না আমার জানা নেই। এ ব্যাপারে শিক্ষা অফিসারের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

  • কুলাউড়া ভাটেরায় ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৩।

    কুলাউড়া ভাটেরায় ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৩।

    মৌলভীবাজার কলাউড়ার ভাটেরায় ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।এ সময় অন্তত ১০ জন আহত হয়েছে।

    ৫ সেপ্টেম্বর রবিবার দুপুর সারে ১২ টার সময় ভাটেরা হোসেনপুর রেলক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘনা ঘটেছে।

    এ ঘটনায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।কুলাউড়া রেলষ্টেশন মাস্টার মুহিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

    স্থানীয় সূত্রে জানা যায় হোসেন পুর মোড়া বাসস্ট্যান্ডের পশ্চিম রেললাইনে ট্রেনের সাথে একটি মাইক্রোর সংঘর্ষ হয়।এ ঘটনায় এক শিশুসহ তিন জন মারা যায়।

    কুলাউড়া থানার অফিসার্স ইনচার্জ বিনয় ভূষন রায় জানান সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।নাম পরিচয় জানার চেস্টা চলছে।আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

  • মৌলভীবাজারের কমলগঞ্জে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার।

    মৌলভীবাজারের কমলগঞ্জে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার।

    মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগানের কুরুঞ্জি এলাকার ধানি জমি থেকে সোমবার বিকালে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ আটক করে স্থানীয়রা। খবর পেয়ে লাউয়াছড়া বণ্য প্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন ওই দিন রাত ৮টায় অজগর সাপটি উদ্ধার করে নিয়ে আসে।

    জানা যায়, উপজেলার রাজকান্দি রেঞ্জের কুরমা বিটের কুরমা চা- বাগানের কুরুঞ্জি এলাকার ধানি জমিতে এলাকাবাসী একটি বিশাল আকারের অজগর সাপ দেখতে পায়। পরে চা শ্রমিকরা অজগর সাপটি আটক করতে সক্ষম হয়। আটক অজগরের পেটের বড় কোন প্রানীর অস্তিত্ব লক্ষ্য করা গেছে। ধারণা করা হচ্ছে বড় কোন প্রাণী খেয়ে ফেলায় অজগরটি পালাতে পারেনি।

    স্থানীয়দের কাছথেকে খবর শুনে কুরমা বিট অফিস শ্রীমঙ্গল বন্য প্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে খবর দিলে সোমবার রাত ৮টার দিকে অজগর সাপটি উদ্ধার করে লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে নিয়ে যায় বন বিভাগ।

    রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা নজরুল ইসলাম অজগর সাপটি উদ্ধারের বিষয় নিশ্চিত করে বলেন, কুরমা চা বাগান এলাকায় সোমবার বিকেলে প্রায় ১২ ফুট লম্বা অজগর আটক করে গ্রামবাসী। খবর পেয়ে ওই দিন রাতে লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সাপটি উদ্ধার করে নিয়ে আসে।