Tag: মৃত্যু

  • বজ্রপাতে রামপালে এক ব্যক্তির মৃত্যু।

    বজ্রপাতে রামপালে এক ব্যক্তির মৃত্যু।

    বাগেরহাটের মোংলায় ড্রেজার মেশিনে বালু উত্তলনের  কাজ করার সময় বজ্রপাতে এনামুল শেখ (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন ও মিলন শেখ (২২) গুরুতর আহত হয়েছেন । ২৭ মে শনিবার দুপুরে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বালুর মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা গেছে যে,  মোংলা
    উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বালুর মাঠ মেঘনা সিমেন্ট ফ্যাক্টারী’র বিপরীতে গ্রামে  বালু ভরাটের কাজ করাকালীন সময়ে তারা বজ্রপাতে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা এনামুল শেখ কে উদ্ধার করে দিগরাজ বাজারের বে-সরকারি  চপলা রহিমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
    ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িরডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান উদয় শঙ্কর বিশ্বাস। নিহত এনামুল সেখ  রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের মোঃ ফজিলত শেখ’র পুত্র এবং  আহত মিলন শেখ মোংলা উপজেলার  গোয়ালের মাঠ এলাকার  মোঃ রেজাউল শেখ’র পুত্র। নিহত এনামুল শেখ’র মরদেহ বর্তমানে চপলা রহিমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রয়েছে।
    মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোহাম্মাদ সামসুদ্দীন সাংবাদিকদের জানান, এ ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। তবে বজ্রপাতে একজন মারা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
  • উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু।

    উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে।

    বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার দূর্গানগর ইউনিয়নের মন্ডলজানী এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীরা জানান, সকাল সাড়ে ৭ টার দিকে মন্ডলজানী এলাকায় রেললাইন দিয়ে ওই বৃদ্ধ হাটছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা গামী লোকাল ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

    সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপ-পরিদর্শক সোলাইমান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

  • উল্লাপাড়ায় এম্বুলেন্স খাদে পড়ে কলেজ ছাত্র’র মৃত্যু।

    উল্লাপাড়ায় এম্বুলেন্স খাদে পড়ে কলেজ ছাত্র’র মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এম্বুলেন্স খাদে পড়ে গিয়ে সুমন(১৮) নামের এক কলেজ ছাত্র’র মৃত্যু হয়েছে। নিহত সুমন উপজেলার সদর ইউনিয়নের মাগুরাডাঙ্গা গ্রামের মোঃ আব্দুল আলীমের ছেলে।এম্বুলেন্স চালক কাকন ওই গ্রামের মোঃ আব্দুল আজিজের ছেলে।

    জানা যায় মঙ্গলবার বিকেলে পূর্ণিমাগাঁতী, ধরাইল, কুচিয়ামারা বাজারে ভ্রমণের উদ্দেশ্যে এ্যাম্বুলেন্স চালক কাকন প্রতিবেশি বন্ধু সুমনকে গাড়ীতে তুলে নিয়ে বেড়াতে বেড় হয়। ভ্রমণের এক পর্যায় ঝড়বৃষ্টির কবলে পড়ার কারনে বাড়ি ফিরতে অনেক রাত হয় তাদের। পুকুরপাড় কবরস্থান সংলগ্ন ভেটুয়াকান্দি গ্রাম মোড় অতিক্রম করার সময় ব্রেক ফেল করে এম্বুলেন্সটি খাদে পড়ে যায়।এ সময় চালক কাকন গাড়ীর ভিতর থেকে বেড় হয়ে আসতে পারলেও সুমন আটকা পড়ে। যতক্ষণে সুমনকে উদ্ধারের চেষ্টা করে ততক্ষণে গাড়ীটি পানির নিচে ডুবে যায় এবং সুমনের মৃত্যু হয়।

    এ ঘটনা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক অপু জানান লোক মারফত মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর বুধবার বিকেলে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • ট্রলির চাকায় পিষ্ট হয়ে বাবার সামনেই ছেলের মৃত্যু।

    ট্রলির চাকায় পিষ্ট হয়ে বাবার সামনেই ছেলের মৃত্যু।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রলির চাকায় পিষ্ট হয়ে বাবার সামনেই প্রাণ গেল ছেলের।বাড়ির কাজের জন্য মাটি আনার সময় ট্রলি থেকে পড়ে গিয়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে বাবার সামনেই ছেলে নিহত হয়েছেন। নিহত শিশু রাফি ইসলাম (৩) উপজেলার কাশিপুর ইউনিয়নের টাঙ্গাগন্জ বলঞ্চা গ্রামের বকুল ইসলাম ও রেনু আক্তার দম্পতির একমাত্র ছেলে।
    এ ঘটনায় একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে শোকে কাতর বাবা মাসহ গোটা পরিবার।
    রবিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ট্রলির চাকার নিচে পড়া রাফি ইসলামকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল ইসলাম বকুল।
    নিহতের দাদা দবিরুল ইসলাম বলেন, বাড়ির কাজের জন্য আমাদের নিজস্ব পাওয়ার ট্রলি যোগে মাটি নিয়ে আসার জন্য আমি ও আমার আরেক ছেলে কাজে গেলে রাফি তার বাবার সঙ্গে যায়। পরে ট্রলিভর্তি মাটিসহ ফেরার পথে রাফি পড়ে গেলে ট্রলি তার ওপর দিয়ে চলে যায়। এবং ট্রলির সঙ্গে ধাক্কা খেয়ে প্রাণহারান।
    রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি দুঃখজনক। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
  • রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু।

    রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু।

    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম হোসেন (২৬) নামে এক যুবকের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

    বুধবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার লেহেম্বা ইউপির গাংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে।বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন লেহেম্বা ইউনিয়নের আবুল কালাম আজাদ।

    নিহত সেলিম লেহেম্বা ইউপির গাংগুয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

    পরিবারের স্বজনেরা জানান, দুপুরবেলা কৃষিমাঠ থেকে ফিরে নিজ ঘরে ফ্যান  লাগানোর সময় সে বৈদ্যুতিক স্পর্শে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তখন স্থানীয়রা সেলিমের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে রাণীশংকৈল থানা পুলিশ সরেজমিনে পরিদর্শন করেন।

    থানা পরিদর্শক (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। কারো কোনো অভিযোগ না থাকায় বিদ্যুৎতায়িত হয়ে মারা যাওয়া লাশ দাফনে অনুমতি দেওয়া হয়। এবিষয়ে কোনো মামলা হয়নি।

  • রাণীশংকৈলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

    রাণীশংকৈলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

    ঠাকুরগাঁও রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে হাফেজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার সকাল ১১টার সময় উপজেলার ছোট নুনতোর গ্রামের মকবুল হোসেনের বড় ছেলে মো. সিয়াম (১০) একই গ্রামের  মুক্তার হোসেনের ছেলে আল আমিন (১২)
    পা‌নিতে ডুবে মারা গেছে। তারা দুজনেই প্রতিবেশী।

    ধর্মগড় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বকুল এসব তথ্য নিশ্চিত করেন।

    নিহত সিয়ামের বাবা মকবুল জানান,পুকুরে পাশে খেলা করার সময় একজনের জুতা পানিতে পড়ে গেলে জুতাটি তুলতে গেলে একজন গভীর পানিতে তলিয়ে যায়। অপরজন গামছার সাহায্যে বন্ধুকে পানি থেকে তুলে আনার চেষ্টা করলে পানিতে সেও তলিয়ে যায়। পরে স্হানীয়রা টের পেয়ে পুকুরে নেমে তাদের খোঁজাখুঁজি করে।  স্থানীয় ও ফায়ারসার্ভিস এর সহযোগিতায় দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

    রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ(ওসি) গুলফামুল ইসলাম মন্ডল পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা খবর পেয়েই ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।

  • গোদাগাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু।

    গোদাগাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু।

    রাজশাহী(গোদাগাড়ী)প্রতিনিধি।

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দেওপাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহীর দুই যাত্রী গুরুতর আহত হয়। রবিবার\১৯ ফেব্রুয়ারি উপজেলার দেওপাড়া ইউনিয়নের রাজাবাড়ী চাপাল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত শিক্ষার্থী হলেন রাজশাহী মহানগর মতিহার থানার বুধপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে আবু সাঈদ ওসামা (২২) । নিহত শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

    এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, রবিবার বিকেল রাজশাহী থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি একটি ট্রাককে ওভারটেক করার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন আহত হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তিন জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ ওসামাকে মৃত ঘোষণা করেন। মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ।

  • বাঘায় অগ্নিকান্ডে এক গরুর মৃত্যু।

    বাঘায় অগ্নিকান্ডে এক গরুর মৃত্যু।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
    রাজশাহীর বাঘায় দিনমজুর রবি বিশ্বাসের বাড়িতে অগ্নিকান্ডে একটি গরুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) দুপুরের বাঘা পৌরসভার কলিগ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
    জানা যায়, বাঘা পৌরসভার কলিগ্রামের রবি বিশ্বাসের স্ত্রী রঙ্গিলা বেগম দুপুরের খাবার রান্না করছিল। চুলায় রান্না করা অবস্থায় বাড়ির বাইরে কাজে যায়। এ সময় অগ্নিকান্ড হয়। প্রথমে গরুর ঘরে পরে শয়ন কক্ষে আগুন ধরে। এতে গোয়ালে রাখা ৬০ হাজার টাকা মূল্যের একটি গরু পুড়ে যায়। এছাড়া ঘরের আসবাবপত্র পুড়ে এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন রবি  বিশ্বাস ।
    এ বিষয়ে বাড়ির মালিক রবি বিশ্বাস বলেন, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে করতে বাড়ির সকল আসবাবপত্র, গোয়াল ঘরে রাখা একটি গরু পুড়ে মারা গেছে।
    বাঘা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে বাড়ি পোড়া দেখেছি। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি।
  • নলডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু।

    নলডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু।

    নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ

    নাটোরের নলডাঙ্গায় ডোবার পানিতে ডুবে মোঃ ইউসুফ হোসেন(২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

    রবিবার (০৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম মাধনগর শেখপাড়ায় এ ঘটনা ঘটে। ইউসুফ ওই গ্রামের বাসিন্দা শাহিনুর হোসেনের ছেলে।

    জানা গেছে,সবার অজান্তে বাড়ি পাশের ডোবার পানিতে পড়ে ডুবে যায় ইউসুফ। পরে বাড়িতে শিশুটিকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ডোবা থেকে ইউসুফকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

    ইউসুফকে মাধনগর উপস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ওই শিশুটিকে মৃত ঘোষণা করেন।

  • প্রয়াত আ’লীগ নেতা এ্যাড. মারুফ বিন হাবিব এর ৩য় মৃত্যু বার্ষিকী পালিত।

    প্রয়াত আ’লীগ নেতা এ্যাড. মারুফ বিন হাবিব এর ৩য় মৃত্যু বার্ষিকী পালিত।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক, সাবেক পৌর মেয়র, সরকারি আকবর আলী কলেজের ভিপি ও জিএস, সিরাজগঞ্জ জেলা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাড. মারুফ বিন হাবিব এর তৃতীয় মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে মরহুমের ৩য় মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠান পৌর শহরের তেতুলতলা মোড় সংলগ্ন কাওয়াকে তৃণমুল আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগের একাংশ এ অনুষ্ঠানের আয়োজন করে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল মরহুমের কবর জিয়ারত, কালো ব্যাচ ধারণ, শোক শোভাযাত্রা, স্মৃতিচারণ অনুষ্ঠান, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ।

    স্মৃতি চারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফি, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েত আহমেদ এলান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মোখলেছুর রহমান ডাবলু, সহ সভাপতি আলহাজ্ব জাহেদুল হক, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, আ’লীগ নেতা নবী নেওয়াজ খাঁন বিনু, মোঃ শফিউল আলম হ্যাভেন, আব্দুল হাই, মোঃ আবু বক্কার সিদ্দিক, মোঃ আবু হানিফ, মোঃ তারিকুল ইসলাম তারেক, আবু সাঈদ স্বপন ও আমিনুজ্জামান অলক প্রমুখ।

    এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন সমুহ প্রয়াত এই নেতার ৩য় মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠান পালন করে। উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে মিলাদ মাহফিল ও প্রার্থনার আয়োজন করে মরহুমের ভক্ত ও অনুরাগীরা।
    উল্লাপাড়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ সহ সহযোগি সংগঠনের প্রায় ২ (দুই) হাজার নেতা-কর্মী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।