Tag: মৃত্যু

  • মাধবপুরে পুকুরের পানিতে ডুবে ফুফু ভাতিজার মৃত্যু।

    মাধবপুরে পুকুরের পানিতে ডুবে ফুফু ভাতিজার মৃত্যু।

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার দলগাঁও গ্রামে পুকুরের পানিতে পড়ে গিয়ে ফুফু ও ভাতিজার মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে এই অপমৃত্যুর ঘটনা ঘটেছে। দুই ঘণ্টা পর তাদের লাশ পুকুরে ভেসে ওঠে। সকাল সাড়ে ১২টার দিকে পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে।
    মারা যাওয়া দুই জনের মধ্যে একজনের নাম আরিফ মিয়া (৫) এবং অন্য জনের কারিমা আক্তার (৭)। আরিফ মিয়া মাধবপুর উপজেলা বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামের জহির মিয়ার ছেলে এবং  একই গ্রামের কারিমা আক্তার নাজির মিয়ার মেয়ে। তারা উভয়ে আপন ফুফু এবং ভাতিজা।
    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ ও কারিমা সোমবার সকালে খেলতে বের হয়। অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে একপর্যায়ে পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করেন। আশপাশের বাড়িঘরে সন্ধান করে না পেয়ে বাড়ির লোকজন বসতঘরের পাশে পুকুরে নেমে তাদের সন্ধান করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
    মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আরিফ ও কারিমা সকালে খেলতে বের হয়ে আর ফিরে আসেনি পানিতে ডুবে দুই জনেরই মৃত্যু হয়েছে। সুরতহাল ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
  • বিয়ের দাওয়াত খেতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু।

    বিয়ের দাওয়াত খেতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু।

    শ্রীমঙ্গলে মামার বিয়ের দাওয়াত খেতে এসে ৫ বছর বয়সী রুহান আহমদ নামে এক শিশু পুকুরে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
    শুক্রবার (১৪জুলাই) বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটে। শ্রীমঙ্গল ইউনিয়নের পূর্ব শ্রীমঙ্গলের বাসিন্দা নিহত শিশুর নানা ইব্রাহিম মিয়া জানান, আমার ছেলে ইমদাদুল হক সাদেক ওমান প্রবাসী আজ তার বিয়ে অনুষ্ঠান। বিয়ের দাওয়াত খেতে আমার মেয়ে তার জামাই ও তাদের একমাত্র পুত্র রুহানকে নিয়ে আমার বাড়িতে আসে। দুপুরে আমরা একসাথে বিয়ে বাড়িতে যাই। বিয়ে বাড়িতে হঠাৎ করে আমার নাতি নিখোঁজ। আমরা তাকে দেখতে না পেয়ে বাড়ির চারপাশ ও পুকুরে খোঁজা-খুঁজি শুরু করি। অনেক খোঁজাখুজির পর হঠাৎ একজন পুকুরে তাকে দেখতে পায়। সাথে সাথে আমরা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন।

    তিনি আরও জানান,আমার মেয়ের শশুর বাড়ি মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায়। নিহত শিশুর পিতার নাম জহিরুল হক রাসেল। তিনি ডাচ বাংলা ব্যাংকের বিশ্বনাথ সিলেট ব্যাঞ্চে চাকুরি করেন। শিশু রুহান তার একমাত্র  সন্তান।

    শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন আক্তার বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে ।
    রুহানের মর্মান্তিক মৃত্যুতে বিয়ে বাড়িতে চলছে শোকর মাতন।

  • গোদাগাড়ীতে বিদ্যুৎ পৃষ্টে অটোচালকের মৃত্যু।

    গোদাগাড়ীতে বিদ্যুৎ পৃষ্টে অটোচালকের মৃত্যু।

    রাজশাহীর গোদাগাড়ী বিদ্যুৎ পৃষ্ট হয়ে গোলাব আলী(৪৮) নামের এক অটোচলকের মৃত্যু হয়েছে।উপজেলার মাটিকাটা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের বেনিপুর মাছ মারা এলাকার আজ সোমবার ১০/৭/২০৩ তারিখ সকাল আনুমানিক ৯ টার দিকে অটো চার্জ থেকে খোলার সময় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত অটো চলক গোলাব আলী মাছ মারা বেনিপুর এলাকার ইয়ার মহম্মদের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো রাতে অটো চার্জে দিয়ে বাসায় ঘুমায় সকাল হলে চার্জ থেকে বের করে, গাড়ি নিয়ে ইনকামের উদ্দেশ্যে বের হয়, ঠিক আজ সকালেও গাড়ি নিয়ে বের হওয়ার উদ্দেশ্যে চার্জ থেকে খোলার সময় বিদুস্পৃষ্ট হয় , এ সময় পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু।

    উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের চাকায় কাটা পড়ে লিখন আহমেদ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঈশ্বরদী-ঢাকা রেল সড়কের উল্লাপাড়া রেল স্টেশনের পশ্চিম পাশে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত লিখন উপজেলার দুর্গানগড় ইউনিয়নের বালসাবাড়ি গ্রামের মৃত সুজাবত আলীর ছেলে।

    জানা যায় নিহত লিখন রেল সড়ক দিয়ে পশ্চিম দিকে যাচ্ছিল এমন সময় ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে দ্রুতগামী রংপুর এক্সপ্রেসটি উল্লাপাড়া স্টেশন অতিক্রম করার সময় লিখন ট্রেনের নিচে পড়ে চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

    স্থানীয় সূত্রে জানা যায় লিখন মানষিক প্রতিবন্ধী ছিলো।মাঝেমধ্যে স্টেশনে দেখা যেত। ২ টার সময় রেল লাইন দিয়ে পশ্চিম দিকে যাওয়ার সময় রংপুর এক্সপ্রেসে কাটা পরে মারা যায়।

    এ তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক মোঃ মাজেদ আলী জানান নিহত লিখন রোববার দুপুর ২ টার সময় রেল পথ দিয়ে লাহিড়ী মোহনপুর স্টেশনের দিকে যাওয়ার পথে রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে মারা যায়। নিহতের লাশ উদ্ধারের পর স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

     

  • হাসান-হাবিবার মৃত্যুর খবরে স্বজনদের আহাজারি।

    হাসান-হাবিবার মৃত্যুর খবরে স্বজনদের আহাজারি।

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের পাশে খেলতে গিয়ে সেপটিক ট্যাংকের ঢাকনা ধসে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
    রবিবার সকালে টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হাজীপুর গ্রামের দিনমজুর জাহাঙ্গীর মিয়া ও সুমি বেগম দম্পতির ছেলে হাসান (৪) ও মেয়ে হাবিবা (২)।
                          পরিত্যাক্ত সেপটি ট্যাংকি
    উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক জানান, জাহাঙ্গীরদের বসতঘরের পেছনে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক রয়েছে। বৃষ্টিতে ট্যাংকের আশপাশের মাটি দেবে যায়। ঘটনার দিন সকালে হাসান ও হাবিবা ট্যাংকের ওপরে দেওয়া ঢাকনায় উঠে খেলা করছিল। এক পর্যায়ে ঢাকনা ধসে তারা ট্যাংকের ভেতরে পড়ে যায়। শব্দ পেয়ে স্বজনেরা ছুটে গিয়ে ট্যাংক থেকে উদ্ধারের আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়।
    কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক বলেন, নিহত দুই শিশুর লাশ তাদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ও স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
  • কুলাউড়ায় সেফটি ট্যাংকিতে পড়ে ভাই-বোনের মৃত্যু।

    কুলাউড়ায় সেফটি ট্যাংকিতে পড়ে ভাই-বোনের মৃত্যু।

    মৌলভীবাজারের কুলাউড়ায় সেফটি ট্যাংকিতে পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

    নিহতরা হলো একই এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ হাসান আলী(৪) তার মেয়ে মোছাঃউম্মে হাবিবা(২)।

    জানা যায় ২ জুলাই রবিবার সকাল ১০ টার সময় হাসান ও হাবিবা সেফটি ট্যাংকির পাশে খেলাধূলা করছিল। খেলাধূলার এক পর্যায়ে হাবিবা সেফটি ট্যাংকির ভিতরে পড়ে যায়। বোনকে বাঁচাতে হাসানও ট্যাংকির ভিতরে ঝাঁপ দেয়। ফলে ট্যাংকির ভিতরে দম বন্ধ হয়ে তারা মারা যায়। ঘটনার অনেক পর মা তার সন্তান হাসান,হাবিবাকে কোথাও খুঁজে না পেয়ে উকি দিয়েই ট্যাংকির ভিতর তাদের মরদেহ দেখে চিৎকার দেয়। পরে স্বজনেরা ঘটনাস্থলে এসে ট্যাংকির ভিতর থেকে হাসান ও হাবিবার মরদেহ উদ্ধার করেন।

    টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান দুই সন্তানকে হারিয়ে জাহাঙ্গীরের বাড়িতে শোকের মাতম বইছে।দোয়া করি শোকাহত পরিবার সন্তানের অকাল মৃত্যুর শোক সইবার তৌফিক দান করুন।

    কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুস সালেক বিষয়টি নিশ্চত করে জানান লোক মারফত মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেফটি ট্যাংকিতে পড়ে তাদের মৃত্যু হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পিতামাতার আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সাইডলাইন নিয়ে কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্টে শিক্ষকের মৃত্যু।

    সাইডলাইন নিয়ে কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্টে শিক্ষকের মৃত্যু।

    ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মাওলানা মোঃ জামাল হাওলাদার(৩৭) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

    গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টার সময় নাচ মহল ইউনিয়নের দক্ষিণ ডেবরা গ্রামে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতাম বইছে।
    নিহত জামাল ডেবরা গ্রামের মৃত রজব আলী হাওলাদারের ছেলে। সে মসজিদ বাড়ি হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন।

    স্থানীয় সূত্রে জানা যায় শনিবার দুপুর সাড়ে ১২ টার সময় তার চাচা সোহরাব হাওলাদারের বাড়ি থেকে নিজ বাড়িতে কারেন্টের সাইড লাইন নিয়ে কাজ করছিলেন।তারের ছিদ্রস্থানে স্পর্শ করা মাত্র হুজুরের শরীর কারেন্ট হয়ে যায়।পরে মেইন সুইজ বন্ধ করে তাকে উদ্ধার হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পাঠিয়ে নিহত জামালের লাশ উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় থানায় ইউডি মামলা হয়েছে। শতকারের জন্য লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

     

     

  • লক্ষ্মীপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু।

    লক্ষ্মীপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু।

    লক্ষ্মীপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শাফায়েত হোসেন (১৭) ও রাজন হোসেন (১৯) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। এই সময় তুষার (৩০), রিয়াজ (১৯) ও শোয়েব ইসলাম (১৮) নামে তিনজন আহত হয়েছেন।শুক্রবার (৩০ জুন) সন্ধ্যা ৬টার দিকে জেলার সদর উপজেলার লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কের সাইফিয়া দরবার শরীফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত সাফায়েত সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলি এলাকার মো. মনজুর ছেলে ও রাজন লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার আক্তার হোসেনের ছেলে।

    আহত শোয়েব লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার সোহেল রানার ছেলে ও রিয়াজ চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ এলাকার রফিক মিয়ার ছেলে। অপর আহত তুষারের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত মোটরসাইকেলে সেলফি তোলার সময় দ্রুত গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
    লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, আমরা দুইজনকে মৃত অবস্থায় পেয়েছি। তুষার নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

  • সাপের কামড়ে কৃষকের মৃত্যু।

    সাপের কামড়ে কৃষকের মৃত্যু।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

    বাঁচোর ইউনিয়নের টেকিয়া মহেশপুর এলাকায় শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।কৃষক ৪৬ বছরের জাহাঙ্গীর আলমের বাড়ি ইউনিয়নের মহেষপুরে। তিনি ওই গ্রামের মৃত জমশেদ মোড়লের ছেলে।

    জাহাঙ্গীর আলমের পরিবারের সদস্যরা জানান,শুক্রবার দিবাগত রাত ১২ টার পরে নিজ ঘরের শয়নকক্ষে সাপে কামড়ালে প্রথমে বুঝতে না পেরে স্থানীয় ওঝার নিকট ঝাড়ফুঁক করান। অবস্থার অবনতি হলে এ সময় তারা দ্রুত জাহাঙ্গীর আলমকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিলে রাত ৩ টার দিকে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    বাঁচোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতেন্দ্র নাথ বলেন, ‘মহেষপুর এলাকার কৃষক  ও স্হানীয় মসজিদের ইমাম জাহাঙ্গীর আলম সাপে কামড়ে মারা গেছেন বলে তার পরিবার আমাকে জানিয়েছে।’

    রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, কৃষক জাহাঙ্গীর আলম সাপের কামড়ে মারা গেছেন বলে হাসপাতালের চিকিৎসক তাকে নিশ্চিত করেছেন।

  • বরগুনায় পিক-আপ ভ্যান থেকে ছিটকে পড়ে গরু ব্যবসায়ীর মৃত্যু।

    বরগুনায় পিক-আপ ভ্যান থেকে ছিটকে পড়ে গরু ব্যবসায়ীর মৃত্যু।

    বরগুনায় গরু বোঝাই পিক-আপ ভ্যান থেকে ছিটকে রাস্তায় উপর পড়ে গিয়ে মোঃ আব্দুল মান্নান(৩২) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

    শুক্রবার(৯ জুন) বিকেলে বরগুনা-পুরাকাটা সড়কের সোনাখালী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

    জানা যায় দীর্ঘদীর্ঘদিন যাবত পূর্ব কেওড়াবুনিয়া গ্রামের গরু ব্যবসায়ী নিহত আবদুল মান্নান বিভিন্ন এলাকার গরু কিনে বরগুনাসহ বিভিন্ন গরুর হাটে বিক্রি করে আসছিলো। শুক্রবার বিকেলে হাট থেকে পিক-ভ্যানে গরু নিয়ে বাড়ি যাওয়ার পথে বরগুনা-পুরাকাটা সড়কের সোনাখালী এলাকায় আব্দুল মান্নান গাড়ী থেকে পাঁকা রাস্তার উপর পড়ে যায়।স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে মৃতবস্থায় উদ্ধার করে পুলিশকে সংবাদ দেয়।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠান।