Tag: মৃত্যু

  • মাধবপুরে ছাদ থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু।

    মাধবপুরে ছাদ থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুরে নির্মানাধীন আকিজ গ্লাশ ফ্যক্টরীর একটি দশতলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে আসাদ মিয়া নাম এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।আসাদ মিয়ার বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলার জালিয়াপাড়া গ্রামে।তার পিতার নাম সোলেমান মিয়া।
    সোমবার(২৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে কাজ করার সময় আসাদ মিয়া আকিজ গ্লাশ ফ্যাক্টরীর একটি দশ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।সহকর্মীরা দ্রুত তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষানিরীক্ষা করে সাথের লোকজনকে আসাদের ইসিজি করাতে পরামর্শ দেন।ইসিজি না করিয়েই দ্রুত আসাদকে নিয়ে সটকে পড়েন সাথের লোকজন।পরে আসাদ মারা যায়।
    মাধবপুর থানার উপ-পরিদর্শক দ্বীন মোহাম্মদ ছাদ থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
  • বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় অটোভ্যান থেকে পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু।

    বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় অটোভ্যান থেকে পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু।

    বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় অটোভ্যান থেকে ছিটকে পড়ে আরমিন খাতুন (৯) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।১৯ ফেব্রুয়ারী সোমবার সকালে অটোভ্যান যোগে স্কুলে যাওয়ার পথে বগুড়া-নওগাঁ মহাসড়কের বিদ্যাপীঠ স্কুলের সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আরমিন খাতুন সুদিন গ্রামের ইউসুফ আলীর মেয়ে।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আরমিন সোমবার সকালে অটোভ্যানে স্কুলে যাচ্ছিল। ভ্যানচালক বিদ্যাপীঠ স্কুলের সামনে গিয়ে আরমিনের স্কুলের দিকে ঘুরে উঠতেই পিছন থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল সজোরে ভ্যানটিকে ধাক্কা দেয়।এতে বসে থাকা আরমিন ভ্যান থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয় লোকজন আরমিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আদমদিঘী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান।

    এ সময় চিকিৎসক আরমিনকে মৃত্যু ঘোষণা করেন।মেয়ের মৃত্যুর খবর শোনার পর পিতা ইউসুফ অসুস্থ্য হয়ে পড়ে। নিহতের স্বজনেরা ওখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

    এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রাজেশ কুমার চক্রবর্তী আরমিনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনার মুল কারন জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

  • আলমডাঙ্গায় ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু।

    আলমডাঙ্গায় ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু।

    ডেস্ক নিউজঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাক চাপায় আনজিরা খাতুন (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালক স্বামী হামিদুল ইসলাম (৪০) ও ছেলে আশরাফুল ইসলাম (৭) গুরুতর আহত হয়েছেন।

    সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার সময় আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ব্রিজ মোড় এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা কুষ্টিয়ার মিরপুর থানাধীন আমবাড়িয়া গ্রামের বাসিন্দা।

    স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ট্রাক চালক আক্তারুজ্জামান দর্শনা থানার পুরাতন বাজার এলাকার বাসিন্দা।

    স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোভ্যান যোগে স্বামী, স্ত্রী ও ছেলে নিয়ে এক বাড়িতে দুধ বিক্রি করতে যান। সেখান থেকে বেলা ১২ টার সময় বাড়ী ফেরার পথে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে উঠতেই বালু বোঝাই ট্রাকের ধাক্কা লাগে।

    এসময় ট্রাকের চাকার নিচে গৃহবধূ আনজিরা রাস্তায় ছিটকে পরে ট্রাক চাপায় তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে আলমডাঙ্গা থানা পুলিশ, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নিহত গৃহবধূর লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে।

    ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়েছে। লাশের ছিন্নভিন্ন অংশগুলো সংগ্রহ করে পুলিশ হেফাজতে দেবার প্রস্তুতি চলছে।

    আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া, ট্রাকের চাকায় এক গৃহবধূ নিহত হয়েছে। তার স্বামী ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও চালককে আটক করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • অটোরিকশা-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু।

    অটোরিকশা-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু।

    নিজস্ব প্রতিবেদক, জালাল উদ্দিন। মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক্টর-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রেদোয়ানুল ইসলাম রাফি (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাটি বুধবার (২৭ ডিসেম্বর) রাতে কুলাউড়া-রবিরবাজার সড়কের আমঝুপ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
    নিহত রেদোয়ানুল ইসলাম রাফি লংলা আধুনিক ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী। সে উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রামের হারিছ মিয়ার ছেলে।
    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার সময় কুলাউড়া থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি রবিরবাজারের দিকে যাচ্ছিলো। পথে আমঝুপ এলাকায় সিএনজিটি পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রাফি মারা যায়।
    এ সময় আহতরা হলেন, পূবালী ব্যাংকের ব্রাহ্মণবাজার শাখায় ক্যাশ অফিসার ও উপজেলার পৃথীমপাশা ইউনিয়নের হোসেন আলীর ছেলে সালাউদ্দিন (৩০) টিলাগাঁও ইউনিয়নের সালন গ্রামের ভুপিকা দের মেয়ে ননি দে (৫০) এবং সিএনজি অটোরিকশার চালক রাজনগর গ্রামের জয়নাল মিয়া (৪০) আহত হন।
    পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এদিকে ঘটনার পর ট্রাক্টর নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
    কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ এসব তথ্য নিশ্চিত করে তিনি বলেন, আহত সবাইকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়। নিহত রাফির মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে।
    আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
    তিনি আরও বলেন, ঘটনার পর ট্রাক্টর নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। ঘাতক চালককে গ্রেপ্তারে জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।
  • জুড়ীতে খেলার মাঠে ব্যাডমিন্টন খেলতে বিদ্যুৎপৃষ্টে তরুণের মৃত্যু।

    জুড়ীতে খেলার মাঠে ব্যাডমিন্টন খেলতে বিদ্যুৎপৃষ্টে তরুণের মৃত্যু।

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। এ মৃত্যুতে সহপাঠী ও পরিবারে শোকের মাতম চলছে।
    এ ঘটনাটি গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার সময় উপজেলার ফুলতলা ইউনিয়নের দক্ষিণ সাগরনাল এলাকায় বাড়ির পাশে মাঠে ব্যাডমিন্টন খেলতে গিয়ে ঘটে।
    বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া তরুণের নাম রিফাত আহমেদ (১৮)। তিনি ফুলতলা বাজার এলাকার বাসিন্দা আবদুর রাজ্জাকের ছেলে। চার ভাই আর তিন বোনের মধ্যে রিফাত সবার ছোট ছিলেন।
    স্থানীয় সূত্রে জানা যায়, শীত শুরু হওয়ার পর থেকে দক্ষিণ সাগরনালের একটি মাঠে রিফাত আহমেদসহ কয়েকজন রাতে ব্যাডমিন্টন খেলতেন। মাঠের পাশ দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুতের একটি লাইন আছে। প্রতিদিনের মতো শুক্রবার ২২ ডিসেম্বর ২০২৩ ইং, রাত সাড়ে ৯টার সময় খেলার জন্য ওই লাইন থেকে মাঠে বিদ্যুৎ–সংযোগ দেওয়ার চেষ্টা করেন রিফাত। একপর্যায়ে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
    শনিবার ২৩ ডিসেম্বর ২০২৩ ইং, সকালে মুঠোফোনে ফুলতলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য স্বপন মল্লিক বলেন, অসতর্কতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ পেতে রিফাতের স্বজনেরা চেষ্টা করছেন।
    পল্লী বিদ্যুৎ সমিতির ফুলতলা ইউনিয়নে দায়িত্বে থাকা স্থানীয় সমাই বাজার কার্যালয়ের লাইনম্যান ফারুক আহমেদ বলেন, এ ব্যাপারে তাঁদের কেউ কিছু জানাননি। তবে খেলাধুলা বা অন্য কোনো কাজে বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ সংযোগ নেওয়ার ব্যাপারে স্থানীয় লোকজনকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
    তরুণের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাইন উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে তদন্ত সাপেক্ষে।
  • বাঘায় কাঠ চাপায় অটো চালকের মৃত্যু।

    বাঘায় কাঠ চাপায় অটো চালকের মৃত্যু।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃরাজশাহীর বাঘায় কাঠ চাপায় অটো চালক মাজেদুল ইসলাম (৪৫) মুত্যু হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
    শুক্রবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আড়ানী পৌরসভার রুস্তমপুর গরু হাটের পশ্চিমে সংযোগ সড়কে নিজ গাড়ির কাঠ চাপায় মৃত্যু হয়  তার। মাজেদুল ইসলাম উপজেলার  বাজুবাঘা ইউনিয়নের জোতজয়রাম গ্রামের মৃত আবদুল জলিল মোল্লার ছেলে।
    জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আড়ানী পৌরসভার রুস্তমপুর গরু হাটের পশ্চিমে  সংযোগ সড়ক হতে গাড়িতে কাঠ বোঝায় করে নিজ এলাকায় যাচ্ছিলেন।সেখান  থেকে  মূল সড়কে উঠতে গিয়ে গাড়ি থেকে কাঠ ধসে চাপা পড়ে ঘটনান্থলে নিহত হন। পরে লাশ নিজ বাড়িতে নিয়ে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
    বাঘা থানার পরিদর্শক (তদন্ত)  সবুজ রানা বলেন, এ বিষয়ে কেউ কোন অবগত করেনি।
  • মাধবপুরে চা বাগানে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় শিশুর মৃত্যু।

    মাধবপুরে চা বাগানে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় শিশুর মৃত্যু।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুরে পরিবারের সাথে চা বাগানে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় তাশফিয়া হক (তানিশা) (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে পৌরসভার ৯নং ওয়ার্ড আলাকপুর গ্রামের সৌদিআরব প্রবাসী উজ্জ্বল মিয়ার কন্যা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের কিবরিয়াবাদ ও সাতছড়ী’র মধ্যবর্তী স্থানে চুনারুঘাট থেকে দ্রুত গতিতে আসা একটি বালু বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো-ট- ২০-০৭৬৯) পরিবারের সাথে চা বাগানে ঘুরতে আসা তাশফিয়া হক (তানিশা)’কে চাপা দিয়ে চালক পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
    খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অনিক দেব এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘাতক ট্রাকটিকে ধাওয়া করলে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। থানার ওসি মো: রকিবুল ইসলাম খাঁন সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
  • ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী শাহজাহান আলীর মৃত্যু ।

    ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী শাহজাহান আলীর মৃত্যু ।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ চাল নিয়ে মোকাম থেকে ফেরা হলো না সাজাহান আলী (৫৬) নামের এক ব্যবসায়ীর। ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হয়েছেন তিনি। চাল ব্যবসায়ী সাজাহান আলী বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের জামাত আলীর ছেলে।
    দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে রাজশাহীর আম চত্বর-তানোর সড়কের তেঘরিয়ার জিয়ানা এগ্রো ফার্মের নিকটে। সাজাহান আলী আড়ানী পৌর বাজারের একজন চাল ব্যবসায়ী।
    জানা যায়, আড়ানী থেকে ভটভটি নিয়ে তানোরের উদ্দেশ্যে রওনা হন শাজাহান আলীসহ কয়েকজন। রাজশাহীর আম চত্বর পার হয়ে তানোরের দিকে যাচ্ছিল। ভটভটি  রাজশাহীর আম চত্বর-তানোর সড়কের তেঘরিয়ার জিয়ানা এগ্রো ফার্মের নিকটে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে সাজাহান আলী নিহত হয়েছেন। ভটভটির চালক আড়ানী পৌরসভার কুশাবাড়িয়া গ্রামের আবুল গাজীর ছেলে মিলন হোসেন (৩০) ও হেলপার চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বিদ্যুত আলীর ছেলে হৃদয় হোসেন (২২) আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    সাথে থাকা আরেক চাল ব্যবসায়ী আরিফুল ইসলাম টিপু বলেন, আহত ভটভটি চালক মিলন হোসেনের অবস্থা অত্যান্ত আশংকাজনক। তার নাম মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।
    এ বিষয়ে পবা থানার এসআই তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।
  • গোদাগাড়ীর বালুর ট্রাকের চাপায় ধান বিক্রেতা কৃষকের মৃত্যু। 

    গোদাগাড়ীর বালুর ট্রাকের চাপায় ধান বিক্রেতা কৃষকের মৃত্যু। 

    গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর গোদাগাড়ীতে ২ ডিসেম্বর শনিবার সকাল আনুমানিক দশটার দিকে পৌর এলাকার মহিশালবাড়ি মোড়ে, বালুর ট্রাক ধান বহনকারী ট্রলিকে পেছন থেকে ধাক্কা দেয় এ সময় একজন কৃষক নিহত হন।

    তিনি তাজেন্দ্রপুর মোল্লাপাড়া গ্রামের গোদাগাড়ী ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডর পিতা: মৃত .এলাহী বক্স এর ছেলে
    জসীমউদ্দীন( ৬৫)।

    স্থানীয় সূত্রে জানা যায় জমির ধান বিক্রয়ের উদ্দেশ্যে ট্রলিতে করে গোদাগাড়ী ধানের হাটে আসছিলেন, আসার পথে মহিষালবাড়ি মোড়ে মাদক নির্ময় কেন্দ্রের সামনে
    গোদাগাড়ী ফুলতলা ঘাট থেকে ছেড়ে আসা বালু ভর্তি ট্রাক পেছন থেকে একটি বালি ভর্তি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয় এ সময় ট্রলি থেকে পড়ে ট্রাকে চাপাই ঘটনাস্থলেই তিনি মারা যান।

    গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন এ ঘটনায় রাজ মেট্র ট ১১-০৫৭৪ ট্রাক এবং ট্রাকের ড্রাইভারড্রাইভার মোঃ বাবর ৩২পিতা:আকবর আলি মাতা :জুলেখা রাজপাড়া ডিঙ্গাডোবা রাজশাহী আটক করা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে বলে তিনি জানান।

  • উল্লাপাড়ায় বাস চাপায় মটরসাইকেল চালকের মৃত্যু।

    উল্লাপাড়ায় বাস চাপায় মটরসাইকেল চালকের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মটরসাইকেল সংঘর্ষে সাগর হোসেন(১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী বেলাল হোসেন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটার সময় বগুড়া-পাবনা মহাসড়কের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ওই যুবক মোটরসাইকেলের চালক ছিলেন।সে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার কাজিটোল গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

    স্থানীয়রা জানান মঙ্গলবার দুপুর আড়াইটার সময় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা সি-লাইনের যাত্রীবাহী একটি কোচ শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপ দেয়।এতে বাসের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেলের চালক ঘটনাস্থলে মারা যায় এবং পিছনের আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হয়।এ সময় স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে।

    সড়ক দুর্ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। তিনি জানান দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহত বেলাল হোসেনকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা বাসটি আটক করেছে।