Tag: মৃত্যু

  • উল্লাপাড়ায় বাঁশঝাড়ের নিচে ফুটবল খেলার সময় এক স্কুল ছাত্রর মৃত্যু।

    উল্লাপাড়ায় বাঁশঝাড়ের নিচে ফুটবল খেলার সময় এক স্কুল ছাত্রর মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাঁশঝাড়ের নিচে ফুটবল খেলার সময় গলায় ভিতর বাঁশের আগা ডুকে শুভ(১০) নামের এক স্কুল ছাত্রর মর্মান্তিক মৃত্যু হয়েছে ।এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মণিরপুর গ্রামে। নিহত শুভ ওই গ্রামের আমজাত ছুতারের নাতি ও ওমর আলী(বাবু)’রছেলে।

    জানা যায় বাবুর বাড়ির পাশে বন্যাকান্দির হাট সংলগ্ন পাঁকা সড়কের সাথে বাঁশের বাগানটি কিছুদিন আগে বালি ফেলে সমতল করা হয়।বুধবার সকাল ১১ টার সময় নিহত শুভো ৩/৪ জন সমবয়সী বন্ধুদের নিয়ে ওই বাঁশ বাগানে ফুটবল খেলা শুরু করে।এ সময় ফুটবলকে লক্ষ করে দৌড়াতে গিয়ে নিজের অজান্তে বাঁশের আগা শুভোর গলায় বিদ্ধ হয়ে।

    এ সময় খেলার সাথীদের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠায়।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    এ ঘটনা নিশ্চিত করে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান বুধবার(১৬ জুন)সকালে মণিরপুর গ্রামের ওমর আলী(বাবুর)ছেলে সমবয়সী বন্ধদের সাথে বাঁশঝাড়ে ফুটবল খেলার সময় বাঁশে আঘাতে তার মৃত্যু হয়।তার মৃত্যে পরিবার শোকের ছায়া নেমে এছেছে।

  • কুয়াকাটার সমুদ্র সৈকতের গঙ্গামতিতে বজ্রপাতে এক জেলের মৃত্যু।

    কুয়াকাটার সমুদ্র সৈকতের গঙ্গামতিতে বজ্রপাতে এক জেলের মৃত্যু।

    কুয়াকাটা সৈকতের গঙ্গামতি পয়েন্টে বাগদা চিংড়ি রেনু আহরণ করতে গিয়ে আলমগীর বিশ্বাস (৪৯) নামের এক জেলের বজ্রপাতে মৃত্যু হয়েছে। মঙ্গলবার ফজরের পর  এ ঘটনা ঘটে।

    আলমগীর বজ্রপাতে ঘটনাস্থলেই মারা গেলে স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। তার বাড়ী লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া গ্রামে এবং তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে এ দূর্ঘটনার  শিকার হন।

     স্থানীয় সূত্র ও  নিহতের ছেলে আব্দুর রহিম এ প্রতিবেদককে বলেন, প্রতিদিনের মত বাবা ফজরের নামাজ পড়ে নেট জাল নিয়ে পোনা মাছ ধরতে গিয়েছিল কিছুক্ষণ পর খবর এলে আমরা সবাই দৌড়ে গিয়ে দেখি বাবা আর নেই।

    এবিষয় লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা গনমাধ্যমকে বলেন, মম্বিপাড়া গ্রামের মৃত আপ্তার আলী বিশ্বাসের ছেলে  মঙ্গলবার ভোর রাতে বজ্রপাতে মারা গেছে। দুপুরের দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

  • সিরাজগঞ্জের তাড়াশে প্রধান শিক্ষক আব্দুল খালেকের মৃত্যু।

    সিরাজগঞ্জের তাড়াশে প্রধান শিক্ষক আব্দুল খালেকের মৃত্যু।

    সিরাজগঞ্জের তাড়াশে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। ১৪ জুন সোমবার উপজেলার রঘুনীলি মঙ্গলবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক  ঢাকা হার্ড ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ( ইন্নালিল্লাহি —- রাজিউন) ।

    তিনি বেশ কিছুদিন ধরে হার্টের সমস্যায়  ভুগছিলেন।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি তাড়াশ পৌর সভার চকজয়কৃঞ্চপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

    বাদ আছর নিজ গ্রাম চকজয়কৃঞ্চপুর মাদ্রাসা ময়দানে নামাজে জানাজা শেষে সামাজিক কবরন্থানে দাফন করা হয়।

  • ছাত্রলীগ নেতা আল ইমরান এর মৃত্যূতে বেনাপোলে শোকের ছায়া।

    ছাত্রলীগ নেতা আল ইমরান এর মৃত্যূতে বেনাপোলে শোকের ছায়া।

    যশোরের বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল ইমরান ব্রেন স্ট্রোক করে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    শনিবার ভোরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।আল ইমরান বেনাপোলের একতা প্রেসক্লাব এর সহ-সভাপতি সিনিয়ার সাংবাদিক মোঃ নজরুল ইসলামের মেঝ ছেলে।

    জানা যায়, শুক্রবার দুপুরে হার্ট স্টোক করেন আল ইমরান । পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর থেকেন খুলনার সিটি হাসপাতালে ভর্তি করা হয়। কালক্ষণে তার আরোও অবনতি হলে সিটি হাসপাতালে শনিবার ভোর ৫ টার সময় তিনি মৃত্যুর কলে ঢলে পরেন।

    আল ইমরানের অকাল মৃত্যূতে বেনাপোল, শার্শা, যশোর ছাত্রলীগ, আওয়ামিলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

    শার্শা ৮৫ যশোর-১ এর সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার অকাল মৃত্যূতে গভীর শোক এবং শোক সনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

  • বগুড়া সদরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎ এর তারে জড়িয়ে এক রংমিত্রীর মৃত্যু।

    বগুড়া সদরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎ এর তারে জড়িয়ে এক রংমিত্রীর মৃত্যু।

    বগুড়ার সদর উপজেলার গোকুল ইউনিয়নের ছোট ধাওয়াকোলা গ্রামে আম পাড়তে গিয়ে বিদ্যুতের হাই ভোল্টেজের তারে জড়িয়ে আরিফ হাসান (২২) নামের এক রংমিস্ত্রির মৃত্যুর ঘটনা ঘটেছে।

    নিহত আরিফ ওই গ্রামের মৃত বেলাল সাকিদারের পুত্র।

    এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টায় আরিফ বাড়ির পাশে একটি আম গাছে উঠে আমপাড়া কাঁচা বাঁশের তৈরী (টোপা) দিয়ে আম পাড়তে গেলে গাছের ওপর দিয়ে উচ্চধারণ সম্পন্ন বৈদেশিক হাই ভোল্টেজের তারে অসাবধানতা বসত লেগে যায়। মৃত্যু নিশ্চিত হলে কিছুক্ষণ পর গাছ থেকে মাটিতে পড়ে যায়।

    এ বিষয়ে গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, শুনেছি আরিফ গাছে উঠে পাঁকা আম পড়তে ছিল। কিন্তু তাঁর হাতে কাঁচা বাঁশটি উঁচু এসটি তারে লেগে প্রথমে একটি ঘরের উপর পরে মাটিতে পড়ে যায়।

    এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে একটি চিকিৎসালয়ে নিলে চিকিৎসক তাঁরে মৃত ঘোষনা করেন। আরিফের অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনা দুঃখজনক। আরিফের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছ।