Tag: মৃত্যু

  • বগুড়ার শেরপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

    বগুড়ার শেরপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

    বগুড়ার শেরপুর উপজেলার খানপুরের ভাটরা গ্রামে ১১জুলাই রোববার সকালে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মর্মান্তিক মৃত‍্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেমি ও মিমি নামের মামাতো ফুপাতো দুই বোন পানিতে দুবে মৃত্যু হয়েছে।

    জানা যায় রোববার সকাল ১১ টার সময় ভাটরা গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে জেমি(১২) ও ফুপাতো বোন সুমন আলীর মেয়ে মিমি(১২) বাড়ীর পাশের্বর নুরু মিয়ার পুকুরে গোসল করতে যায়।

    তারা গোসল করার সময় এক পর্যায়ে জেমি পানির নিচে তলিয়ে যায় তাকে উদ্ধার করতে গিয়ে মিমিও এগিয়ে গেলে সেও পানির নিচে ডুবে যায়। এ ঘটনায় তাদের দুজনের মৃত্যু হয়েছে। পরে ঘটনার স্বজনদের খিয়াল হলে পুকুরে ঝাঁপিয়ে পড়ে তাদের উদ্ধার করে।যতক্ষণে দুই বোনকে উদ্ধার করে ততক্ষণে তাদের মৃত্যু হয়। তাদের এই মর্মান্তিক মৃত‍্যুতে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

    জানা যায় মিমি কাজিপুর উপজেলার বেলতুলা গ্রামের সুমন মিয়ার কন‍্যা সে ভাটরা গ্রামে নানা সুমার আলীর বাড়ী থেকে লেখা পড়া করছিল।
    অকালে ঝরে যাওয়া মামাতো ফুপাতো এ দু বোন ভীমজানি উচ্চ বিদ‍্যালয়ের ষষ্ট শ্রেনীর শিক্ষার্থী বলে জানা গেছে।

  • দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্টুডিও ব্যবসায়ীর রুবেলের মৃত্যু।

    দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্টুডিও ব্যবসায়ীর রুবেলের মৃত্যু।

    দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল (২৮) নামে এক স্টুডিও ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

    শুক্রবার (৯জুলাই)দুপুরে দৌলতখান পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় ডিল মেশিন দিয়ে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
    নিহত রুবেল উপজেলা চরখলিফা ইউনিয়নের সরদার আলী বেপারী বাড়ির মৃত আব্দুল মন্নান মিয়ার ছেলে।

    তিনি দৌলতখান পৌর শহরের দক্ষিণ মাথায় সাজ স্টুডিও নামে একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন।
    স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ভাড়া বাসায় ডিল মেশিন দিয়ে ওয়ালে কাজ করছিলেন রুবেল। এ সময় ডিল মেশিন থেকে তার বের হয়ে বিদ্যুতায়িত হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রুবেল মারা যান।

    দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সিরাজগঞ্জের বেলকুচিতে ট্রাকচাপায় দুই ভাইয়ের মৃত্যু।

    সিরাজগঞ্জের বেলকুচিতে ট্রাকচাপায় দুই ভাইয়ের মৃত্যু।

    সিরাজগঞ্জের বেলকুচিতে বালুভর্তি ট্রাকচাপায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার চালা সাতরাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার চালা বানিয়াপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে রাব্বি (১৩) ও সাব্বির (১০)।

    বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরের দিকে চালা সাতরাস্তার মোড় এলাকায় দুই ভাই দাঁড়িয়ে ছিল। এ অবস্থায় বালুভর্তি একটি ট্রাক তাদের চাপা দেয়ার পর পাশের খালে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় ওই দুই ভাই। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন। তাদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।

  • ঢাকার আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় সেনা সদস্যর মৃত্যু।

    ঢাকার আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় সেনা সদস্যর মৃত্যু।

    ঢাকার আশুলিয়ায় অজ্ঞাত নামের বাস চাপায় মাজহারুল ইসলাম নামের এক সেনা সদস্যর মৃত্যু হয়েছেন।

    বুধবার ( ৩০ শে জুন ) রাত ১২টার সময় ঢাকা – আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত মাজহারুল ইসলাম চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিরি গ্রামের বাসিন্দা। তিনি ঘাটাইল সেনা নিবাসের সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

    বৃহস্পতিবার ( ১ লা জুলাই ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ ( ওসি ) সাজ্জাদ করিম খান।

    পুলিশ সূত্রে জানা যায় মাজহারুল ইসলাম টাঙ্গাইলের ঘাটাইল থেকে মোটরসাইকেল যোগে সিভিলে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঢাকা – আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকায় পৌছলে পেছন থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত নামের পরিবহণ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সেনা নিবাসের সিএমএইচ এ নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    সাভার হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ ( ওসি ) সাজ্জাদ করিম খান জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

    মাজহারুল ইসলামের মরদেহ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সেনাবাহিনী দেখছে। এছাড়াও অজ্ঞাত পরিবহণটি চিহ্নিত করার চেষ্টা চলানো হচ্ছে।

  • উল্লাপাড়ায় করোনা আক্রান্ত পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক পরাভেজের মৃত্যু।

    উল্লাপাড়ায় করোনা আক্রান্ত পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক পরাভেজের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেজাউল করিম পারভেজ বুধবার (৩০ জুন)বিকেলে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না লিল্লাহ রাজিউন।মৃত্যুকালে তার বয়স ছিলো ৬৫ বছর।

    নিহতের পারিবারিক সূত্রে জানা যায় গত ক’দিন আগে জ্বর ঠান্ডায় আক্তান্ত হয়ে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। নমুনা পরিক্ষায় তার করোনা পজেটিভ আসে।এখানে তার অবস্থার আরো অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে রেফার্ড করেন।

    এক সপ্তাহ যাবৎ সেখানে চিকিৎসাধীন থাকার পর বুধবার বিকেলে তার মৃত্যু হয়।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও দুই মেয়েসহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
    তার মৃত্যুতে উল্লাপাড়ার সাংসদ তানভীর ইমাম ও সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার রমেন্দ্র নাথ রায় শোক প্রকাশ করেছেন।সেই সাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

  • লালমনিরহাট সীমান্ত এলাকায় বিএসএফ’র গুলিতে গরু ব্যবসায়ীর মৃত্যু।

    লালমনিরহাট সীমান্ত এলাকায় বিএসএফ’র গুলিতে গরু ব্যবসায়ীর মৃত্যু।

    লালমনিরহাট সীমান্ত এলাকায় বিএসএফ’র গুলিতে গরু ব্যবসায়ীর মৃত্যু।

    মঙ্গলবার ২৯ জুন ভোরে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় ৩ নং ওয়ার্ড কানিরবাড়ী সীমান্তের মেইন পিলার নম্বর ৮৬২ এলাকায় বিএসএফ’র গুলিতে ঘটনাস্থলে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

    নিহত ওই যুবকের নাম রিফাত হোসেন (৩২)। পিতার নাম ইসলাম হোসেন।বাড়ী একই ইউনিয়নের মুন্সিরহাট নাজিরগোমানী।গরু ব্যবসায়ী হিসেবে পরিচিত রিফাতের লাশ ভারতীয় বিএসএফ টেনে হেঁচড়ে নিয়ে গেছে।

    রংপুর ৬১ বিজিবি’র শমসের নগর বিওপি’র কমান্ডার বেলাল হোসেন প্রতিবাদ জানিয়ে পত্র পাঠিয়েছেন।

    এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

  • গোদাগাড়ীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যু।

    গোদাগাড়ীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যু।

    রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার ললিতনগরে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন-রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম।

    তিনি জানান-বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন- শামীম (২১)। মোহনপুর বউটিয়া এলাকার পোতাহার গ্রামের শফিকুল ইসলামের ছেলে। এছাড়া এলাকায় পেশাদার চোর হিসেবে পরিচিত ছিলেন। ঘটনার দিন রাতে ললিতনগর এলাকায় পুলিশ টহল ডিউটি পালন করছিলো। এসময় শামীমসহ কয়েকজন পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি করে।

    এসময় পুলিশ আত্মরক্ষাস্বার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থল থেকে কয়েকজন পালিয়ে গেলে শামীম নামের এক ব্যক্তিকে গুলিবৃদ্ধ অবস্থায় পাওয়া যায়। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলির খোষা, একটি গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ময়নাতদন্ত ও আইনগত কার্যক্রম শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

    জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম আরও জানান- ঘটনাস্থল থেকে যে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে সেটি সপ্তাখানেক আগে কাকনহাটে ঘটে যাওয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবারের কারও। এতে ধারনা করা হচ্ছে ওই ধর্ষণ ও হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন শামীম।

    গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, গত ২০ জুন গোদাগাড়ীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে হত্যার পর বাড়ীর পাশে খড়ের গাদার নিচে রেখে দেওয়া হয়েছিল। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিন পাশের বাড়ি ও সেই বাসা থেকে দুইটি ফোন হারিয়ে যায়। নিহত ব্যাক্তির কাছে থেকে সেই ফোন পাওয়া গেছে। তবে ধর্ষণে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • তাড়াশে নেশা জাতীয় দ্রব্য প্রাণ করে চা স্টলের মালিক শফিকুল ইসলামে মৃত্যু।

    তাড়াশে নেশা জাতীয় দ্রব্য প্রাণ করে চা স্টলের মালিক শফিকুল ইসলামে মৃত্যু।

    সিরাজগঞ্জের তাড়াশে নেশা দ্রব্য প্রাণ করে চা স্টলের মালিক শফিকুল ইসলামের মৃত্যু। শনিবার সকালে উপজেলার তালম ইউনিয়নের গোনতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের আব্দুল হাকিম ফকিরের ছেলে শরিফুল ইসলাম (২৮)।

    জানা যায়, প্রতিদিনের ন্যায় গোনতা বাজারে তার চা স্টল রাতে বন্ধ করে বাড়িতে যায়। বাড়ীতে যাওয়ার পর সে অসুস্থ বোধ করে। স্ত্রী ও তার মা অসুস্থ  দেখে মাথায় পানি ঢালতে থাকে। গ্রাম্য ডাক্তার এসে প্রাথমিক চিকিৎসা করে। অবস্থা বেশী খারাপ হলে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিতেই সে মারা যায়। এ ব্যাপারে তাড়াশ থানায় অভিযোগ করা হয়েছে।

    মৃত ব্যক্তি শরিফুল ইসলামের স্ত্রী বলেন, আমার স্বামী দোকান থেকে বাড়িতে এসেই অসুস্থ হয়। আমি তার মাথায় পানি ঢালতে থাকি। সে অসুস্থ অবস্থায় বলে আমি দোকান থেকে আসার সময় আলতাব হোসেনের ছেলে আব্দুল হান্নান,সরবেশের ছেলে নজরুল ইসলাম ও মৃত আলীম উদ্দিনের ছেলে দুদু আমাকে জোর করে হারবালের ওষধ খাওয়ায়। তার পর থেকেই আমার বুকে ব্যথা হতে থাকে। সে মারা যাওয়ায় আব্দুল হান্নানের মোটর সাইকেল আটকিয়ে রাখা হয়েছে।

    অভিযুক্তকারী আব্দুল হান্নান বলেন, শরিফুল মারা যাওয়া বিষয়ে আমাকে যে দোষ দেওয়া হচ্ছে তা সম্পুন্ন মিথ্যা । সারাদিন ওর সাথে আমার দেখা নেই।  আমি দোকান বন্ধ করে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পরি। রাত ১১টার দিকে শরিফুলের ছোট ভাই আমাকে ফোন দিয়ে বলে কাকা আমার ভাই অসুস্থ । আপনার গাড়ীটা নিয়ে আসেন ডাক্তারের কাছে নিতে হবে। আমি গাড়ী নিয়ে যাই। তাকে অসুস্থ দেখে ধরে গাড়ী তুলতেই মারা যায়।

    আরেক জন অভিযুক্তকারী নজরুল বলেন, আমি দোকান বন্ধ করে সন্ধ্যা ৭.৩০ টায়  লাউতা যাই। সকালে বাজারে এসে জানতে পারি শরিফুল মারা গেছে। অতচ আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করছে।

    এ ব্যাপারে তাড়াশ থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন, অভিযোগ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

  • চুরি করতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু, চেয়ারম্যানকে জড়িয়ে হত্যা মামল।

    চুরি করতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু, চেয়ারম্যানকে জড়িয়ে হত্যা মামল।

    চুরি করতে গিয়ে জনতার হাতে গণপিটুনিতে আহত চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে আবদুস শহীদ নামের একজনের মৃত্যুকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সদরের চর রমনী মোহন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়ালকে জড়িয়ে মামলা দিয়ে হয়রানি করছে বলে জানা গেছে।

    ঘটনার বিবরণে জানা গেছে, ১৪ জুন সোমবার রমনী মোহন ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আব্দুল হক লাড়ির ঘরে চুরির সময় একই এলাকার আব্দুস শহীদকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা।

    খবর পেয়ে আবদুস শহীদের স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন কর্মরত চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবদুস শহীদের মৃত্যু হয়।

    এ ঘটনায় আবদুস শহীদের স্ত্রী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে ও ১৫ জনকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করেন।

    এতে চর রমণীমোহন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল ও তার ছেলে আবু সুফিয়ানকে হয়রানি করার উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানিয়েছেন যে, চেয়ারম্যানের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘায়েল করার জন্য একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং তাকে নানাভাবে হেস্তনেস্ত করার জন্য উঠেপড়ে লেগেছে। এই হত্যা মামলায় তাকে জড়িয়ে সেটি প্রমাণ করছে তারা।

    এ বিষয়ে লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এইচ এম কামরুজ্জামান বলেন -‘ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

     

  • পটুয়াখালীর কলাপাড়ায় নব-নির্বাচিত কাউন্সিলারের মৃতু।

    পটুয়াখালীর কলাপাড়ায় নব-নির্বাচিত কাউন্সিলারের মৃতু।

    পটুয়াখালীর কলাপাড়ায় অসুস্থ্য স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্বামীর মৃত্যু হয়েছে। মৃতঃ সেবক চন্দ্র মিত্র পৌরসভার চিংগুড়িয়া  ৫ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর এবং ওই এলাকার সুশিল চন্দ্র মিত্র’র ছেলে।

    শুক্রবার সকাল ৬ টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতের চাচাতো ভাই দীলীপ হাওলাদার জানান, গত রোববার তার স্ত্রীকে চিকিৎসা করাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেবক। মঙ্গলবার তার স্ত্রীর অস্ত্রপাচার সম্পন্ন হয়।

    বৃহস্পতিবার রাতে সেবক মিত্র শারিরিক অসুস্থ্যতাবোধ করলে বরিশাল বগুরা রোড এলাকায় তার ছোট ভাইয়ের বাসায় যান। শুক্রবার সকালে গুরুতর অসুস্থ্য হয়ে পরলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    তবে মৃতের স্ত্রী এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে সর্বজন পরিচিত  নব নির্বাচিত এ কাউন্সিলারের মৃত্যুতে গোটা পৌর এলাকায় শোকের ছায়া নেমে এসছে।