Tag: মৃত্যু

  • ফুলবাড়িতে জমিতে কিটনাশক ছিটাতে গিয়ে এক কৃষকের মৃত্যু।

    ফুলবাড়িতে জমিতে কিটনাশক ছিটাতে গিয়ে এক কৃষকের মৃত্যু।

    দিনাজপুরের ফুলবাড়ীতে ধানি জমিতে হিটনাশক ছিটাতে গিয়ে বিষক্রিয়ায় মকছেদুর রহমান (৬২) নামে এক কৃষক মৃত্যু বরণ করেছেন।

    মঙ্গলবার বেলা ১২টায় পৌরশহরের স্বজনপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক ফুলবাড়ী পৌর শহরের স্বজনপুকুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিন এর ছেলে।

    নিহতের ভাবী জেবুন নেছাসহ পরিবারের অন্যন্য সদস্যরা জানান, নিহত কৃষক মকছেদুর রহমান বেলা ১২টার দিকে নিজ বাড়ীর পাশে জমিতে কিটনাশক ছিটানোর সময় হঠাৎ মাথা ঘুরে জমিতে পড়ে গেলে স্থানীয়রা দেখতে পেয়ে চিৎকার করলে বাড়ীর লোকজন এসে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষা করার পর তাকে মৃত ঘোষনা করেন।

    কিটনাশক ছিটানোর সময় বিষক্রিয়িার তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন পরিবারের লোকজন। এদিকে এই মর্মান্তিক ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোছা: চামেলী বেগম বলেন জমিতে কিটনাশক ছিটানোর সময় রোদের কারনে অত্যন্ত গরমে স্টোক করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • উল্লাপাড়ায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু।

    উল্লাপাড়ায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ষার নতুন পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাইয়ান (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার ২৭ জুলাই দুপুরে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের বড়পাঙ্গাসী গ্রামে এ ঘটনা ঘটেছে। রাইয়ান একটি স্থানীয় বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।

    জানা গেছে, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তার গ্রামের বাড়ী উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসীতে ঈদ উদযাপন করতে আসেন। মঙ্গলবার দুপুরে তার এসএসসি পরীক্ষার্থী ছেলে রাইয়ান বন্ধুদের সাথে বর্ষার পানিতে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।

    এ সময় রাইয়ানের বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করে। পরে স্বজনেরা খবর পেয়ে তাকে গভীর পানি থেকে স্বজ্ঞাহীনভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য উল্লাপাড়ার ৩০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

    বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির লিটন জানান, কিশোর রাইয়ান সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা গেছে। রাইয়ানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

  • বেলকুচিতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে ১ নারীর মৃত্যু,৪ জন আহত।

    বেলকুচিতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে ১ নারীর মৃত্যু,৪ জন আহত।

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা রাজাপুর ইউনিয়নের রাজাপুর কবরস্থান সংলগ্ন ওয়াবদায় ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১ নারীর মৃত্যু এ ঘটনায় ৪ জন আহত হয়েছে।

    সোমবার (২৬ জুলাই) দুপুরে অটোভ্যানটি মুকন্দগাতী থেকে সয়দাবাদের দিকে আসছিলো অন্যদিকে ঘাতক ট্রাক মুকুন্দগাঁতীর দিকে যাওয়ার পথে রাজাপুর কবস্থান সংলগ্ন ওয়াবদায় এলাকায় এ সড়ক দূর্ঘনা ঘটে।

    নিহত অটোভ্যানের যাত্রী শাহানা বেগম(৩৫) মুকুন্দগাঁতী গ্রামের মোকবেল হোসেনের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী মোকবেল হোসেন(৪২)গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

    অপরদিকে অটোভ্যান চালকসহ ২ জনের পরিচয় এখন পর্যন্তও মেলেনি, ট্রাকের হেলপার সায়দাবাদ গ্রামের শহিদ মন্ডলের ছেলে উজ্জ্বল (১৮) গুরুতর আহত হওয়ায় তাদেরকেও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু ট্টাক ড্রাইভার তখনই পালিয়ে গেছে বলে জানা যায়।

    বেলকুচি সার্কেল এসপি সিদ্দিক আহমেদ জানান, মৃত শাহানা বেগম ঘটনা স্থলেই মারা যায়, তার স্বামী সহ আরও ৩ জন গুরুতর আহত তারা সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছে, ট্রাকটি আটক করা হয়েছে তবে ড্রাইভার পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়।

  • সিরাজগঞ্জে করোনায় আরোও ৩ জনের মৃত্যু,নতুন আক্রান্ত ৯৮।

    সিরাজগঞ্জে করোনায় আরোও ৩ জনের মৃত্যু,নতুন আক্রান্ত ৯৮।

    সিরাজগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন আক্রান্ত হয়েছেন আরোও ৯৮ জন। এদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন এবং সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ১জন মারা গেছেন।

    মৃতরা হলেন, হলেন, বেলকুচি উপজেলার মাইঝাইল গ্রামের ইসমাইল হোসেন (৬৯), রায়গঞ্জ উপজেলার আব্দুস সালামে এর স্ত্রী আনোয়ারা বেগম (৫৫) ও উল্লাপাড়া উপজেলার আব্দুর রহিম (৬২)।

    এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৫ জনে। রোববার (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় এসব তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে ২৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা সনাক্ত হয়েছে ৯৮ জনের।

    এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাড়ালো ৭ হাজার ৪৫৭ জনে। নমুনা পরীক্ষার তূলণায় সনাক্তের হার ৩৪ দশমিক ৩৯ ভাগ। সুস্থ্য হয়েছেন মোট ৪ হাজার ৮৩৯ জন।

  • কলাপাড়ায় পাওনা টাকার শোকে মৃত্যু, লাশ নিয়ে দেনাদারের বাড়িতে অবস্থান।

    কলাপাড়ায় পাওনা টাকার শোকে মৃত্যু, লাশ নিয়ে দেনাদারের বাড়িতে অবস্থান।

    পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ দুই বছর ধরে পাওনা টাকার শোক সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন সুনীল চন্দ্র দাস (৪০)।শুক্রবার রাত নয়টায় আলীপুরের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। পরে শনিবার সকাল নয়টা থেকে লাশ নিয়ে স্বজনরা দেনাদার ইউসুফ মুসুল্লির ঘরের সামনে অবস্থান করে তারা। এ ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যেও সৃষ্টি করেছে।

    নিহত সুনীল চন্দ্র দাসের স্ত্রী মাধুরী দাস সাংবাদিকদের জানান, প্রায় দুই বছর আগে আলীপুর বাজারে ভিটি দেয়ার কথা বলে আমার স্বামী সুনীল চন্দ্র দাসের কাছ থেকে আট লাখ টাকা নেয় স্থানীয় ইউসুফ মুসুল্লী। দীর্ঘদিন ধরে টাকা ফিরিয়ে দেয়ার বেশ কয়েকটি ওয়াদা দেয় সে। এনি এলাকার চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যাক্তিদেরা সালিশ করলেও টাকা পায়নি সুনীল দাস। পরে টাকার শোক সইতে না পেওে মূক্রবার রাতে তার মৃত্যু হয়।

    এ ব্যাপারে লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা সাংবাদিকদের জানান, নিহত সুনীল জমি কেনার জন্য ইউসুফ মুসুল্লীকে টাকা দিয়েছিলো।

    এ নিয়ে আমরা সালিশ বৈঠক বসলেও টাকা ফেরত দেয়নি। আমার জানা মতে সুনীল অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা গেছে। শনিবার সকাল থেকে নিহতের স্বজনরা লাশ নিয়ে ইউসূফ মুসুল্লীর বাড়ির সামনে অবস্থান করে। আমরা এ ঘটনার সুষ্ঠু সমাধানের চেষ্টা করছি।এ বিষয়ে ইউসুফ মুসুল্লীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

    মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে তিনি নিজে উপস্থিত হয়ে সুষ্ঠ সমাধানের চেষ্টা করছে ।

  • গোবিন্দগঞ্জে মদপানে ২ যুবকের মৃত্যু এ ঘটনায় আরোও ৫ যুবক আহত।

    গোবিন্দগঞ্জে মদপানে ২ যুবকের মৃত্যু এ ঘটনায় আরোও ৫ যুবক আহত।

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে মদপানে সোহাগ ও সৈকত নামের ২ যুবকের মৃত্যু হয়েছে।এ ঘটনায় ৫ যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    নিহতরা হলেন তৌফিকুজ্জামান সৈকত(৩০) ও মেহেদী হাসান সোহাগ(৩২)। এদের মধ্যে শুক্রবার (২৩ জুলাই) সকাল ১১ টার সময় বগুড়া একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহাগের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার রাত ১০ টার সময় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে সৈকতের মৃত্যু হয়।

    সৈকত চক গোবিন্দগঞ্জ ঝিলপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে ও সোহাগ গোবিন্দগঞ্জ পৌরশহরের চক গোবিন্দ পাঠানপাড়া গ্রামের আলমগীর হোসেন প্রধানের ছেলে।
    বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)তাইজুল ইসলাম।তিনি জানান দুই যুবকের মৃত্যুর কারন জানার জন্য পুলিশ তদন্ত করছে। তবে এ পর্যন্ত কোন পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি।
    স্থানীয়দের মাধ্যমে জানা গেছে সৈকত ও সোহাগ বৃহস্পতিবার রাতে দু’জন এক সাথে মদপান করেন।মদপানের প্রায় দু’ঘন্টা পর তারা অসুস্থ্য হয়ে পড়েন।

  • কক্সবাজার মেরিনড্রাইভ সড়কে মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রলীগ ও ছাত্রদল নেতার মৃত্যু।

    কক্সবাজার মেরিনড্রাইভ সড়কে মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রলীগ ও ছাত্রদল নেতার মৃত্যু।

    ঈদুল আযহার ছুটিতে বন্ধুরা মিলে আলাদা ভাবে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে কক্সবাজারের মেরিনড্রাইভ সড়কে দুই মোটরসাইকেল মুঁখোমুঁখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ ও ছাত্রদল নেতার মৃত্যু হয়েছেন, আহত হয়েছেন আরও তিন জন। তারা উভয়ে বন্ধু।

    আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকগণ চট্টগ্রাম রেফার করেছেন।

    বুধবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে রামু উপজেলা অংশের হিমছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, কক্সবাজার পৌরসভার দক্ষিণ পাহাড়তলী ইসলামপুরের মো. ওসমানের ছেলে কফিল উদ্দিন ওরফে রিফাত (২০)। তিনি কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের যুগ্ন-আহবায়ক এবং কক্সবাজার শহরের কলাতলীর জালাল আহমদের ছেলে মোহাম্মদ আসিফ ইকবাল(২৩)। তিনি কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

    আহতদের মধ্যে একজন হলেন কক্সবাজার পৌরসভার দক্ষিণ পাহাড়তলী ইসলামপুরের মো. ছলিমুল্লাহর ছেলে মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। বাকি দুই জনের পরিচয় জানা যায়নি।

    হিমছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ- পরিদর্শক মিজানুল হক জানান, রাতে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের হিমছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় পরস্পর বিপরীতমুখী দুইটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

    এ ঘটনায় মোটরসাইকেল দুইটির ৫ জন আরোহী আহত হন; তাদের পুলিশের সহায়তায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। মোটরসাইকেল দুইটি সংঘর্ষে চুরমার হয়ে গেছে বলে তিনি জানিয়েছেন।

    কক্সবাজার সদর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপ সহকারী পরিদর্শক রিপন চৌধুরী বলেন, আহত ৫ জনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    লাশ দুইটি কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে বলে জানিয়েছে হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ অফিসার রিপন।

    এদিকে সড়ক দূর্ঘটনায় রিফাত ও আসিফ চৌধুরী নিহত হওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কক্সবাজার জেলা জুড়ে।

  • উল্লাপাড়ায় গরুর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরহী রাজমিস্ত্রী’র মৃত্যু।

    উল্লাপাড়ায় গরুর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরহী রাজমিস্ত্রী’র মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গরুর ট্রাকের ধাক্কায় নায়েব আলী(২৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত নায়েব আলী উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রুয়াপারা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে।

    জানা যায় শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮ টার সময় নায়েব আলী বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে কাজের উদ্দেশ্যে হাটিকুমরুলে যাচ্ছিলো। অপর দিকে গরু বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। নায়েব আলীর মোটরসাইকেলটি ঢাকা-রাজশাহী মহাসড়কের সাতটিক্রি এলাকায় আসা মাত্র গরু বোঝাই ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে ঘটনাস্থলে মারা যায়। উৎসুক জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে হাটিকুমরুল হাইওয়ে থানায় সংবাদ দেয়।

    এ ঘটনা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী জানান সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়।পরে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়। পরিবারের অনুরোধে লাশটি ময়নাতদন্ত ছাড়াই আইনী প্রক্রিয়ায় নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • উল্লাপাড়ায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু।

    উল্লাপাড়ায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু।

    সিরাজগঞ্জ উল্লাপাড়ায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের ধাক্কায় আব্দুল বাসেদ(৩৫) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে।বুধবার সকাল ১১ টার সময় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উপজেলার পাটধারী গ্রাম সংলগ্ন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

    নিহত ওই স্কুল শিক্ষক রায়গঞ্জের নলকা ইউনিয়নের হোড়গাঁতী গ্রামের মৃত ওসমান গনির ছেলে।সে সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন তিনি। 

    উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান আলী জানান, ঘটনার সময় আব্দুল বাসেদ একটি ভাড়ার মোটরসাইকেলে করে উল্লাপাড়ায় যাচ্ছিলেন।

    পাটধারী গ্রাম এলাকায় পৌছালে পিছন থেকে অজ্ঞাত একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কের উপর ছিটকে পড়ে যান এবং গাড়ীর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ঘাতক প্রাইভেটকার ও মোটরসাইকেল চালক দ্রুত পালিয়ে যায়।

    স্থানীয়দের সহযোগিতায় হাইওয়ে থানা পুলিশ এই লাশটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। পরে তাকে দাফনের জন্য তার আত্মীয় স্বজনের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।

  • উল্লাপাড়ায় ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু।

    উল্লাপাড়ায় ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় সোয়াত নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সোয়াত উপজেলার আগরপুর মল্লিক পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

    ঘটনাটি ঘটেছে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কের বনবাড়ীয়া এলাকায়।

    জানা যায় রবিবার বিকেলে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে শফিকুল ইসলাম তার স্ত্রী সন্তান নিয়ে সলঙ্গার দিকে আসছিল।বাইক নিয়ে বনবাড়ীয়া এলাকায় পৌছালে বিপরিত দিক থেকে মুড়গির খাদ্য ভর্তি ট্রাক চাপা দেয়ার চেষ্টা করে।এ সময় বাইক চালক বাইকের ব্রেক চেপে দেয়।হঠাৎ মায়ের কোল থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে যায়।তৎক্ষনাৎ সোয়াত ট্রাকে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

    এ সময় উৎসক জনতা খাবার ভর্তি ট্রাকটিকে আটক করে। চালক কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত শিশুটির পরিবারে শোকের মাতাম বইছে।

    এ ঘটনা নিশ্চিত করে সলঙ্গা থানা অফিসার্স ইনচার্জ আব্দুল কাদের জানান সড়ক দুর্ঘটনার সংবাদ শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়।পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটিকে জব্দ করেছে কিন্তু ড্রাইভার ও হেল্পার পালিয়েছে।নিহতের বাবার সাথে পরামর্শ পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।