Tag: মৃত্যু

  • তানোর বিলকুমারী বিলের পানিতে ডুবে এক বৃদ্ধ জেলের মৃত্যু।

    তানোর বিলকুমারী বিলের পানিতে ডুবে এক বৃদ্ধ জেলের মৃত্যু।

    সারোয়ার হোসেন,তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোর বিলকুমারী বিলের পানিতে ডুবে আহম্মেদ প্রামানিক(৭০) নামের এক বৃদ্ধা জেলের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার(২৩ সেপ্টেম্বর) সকালে তানোর বিলকুমারী বিলে ভাসমান এ লাশ তার স্বজনরা উদ্ধার করেন। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তানোর পৌর এলাকার শিতলী পাড়া গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত আহম্মদ প্রামানিক প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার ২২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে বিলে মাছ মারার জন্য নৌকা নিয়ে জাল ফেলতে যান।

    তার কিছুক্ষণ পরে নৌকা ভাসতে ভাসতে কুমার গাড়া নামক ঘাটে খালি নৌকা ভেসে আসা দেখে চিন্তে পারেন এটাতো আহম্মদের নৌকা। সে কিছুক্ষণ আগে বিলে মাছ মারার জন্য জাল ফেলতে গিয়েছিল। কিন্তু নৌকার উপরে পড়ে থাকা বিড়ি ও গ্যাসলাইট দেখে সন্ধেহ হলে তার বাড়িতে খবর দেয়া হয় আহম্মদ কথাই আছে বাড়িতে আছে কি না। তার নৌকার ভাসতে ভাসতে কুমার গাড়া ঘাটে পড়ে আছে। তার বিড়ি ও গ্যাসলাইট নৌকাতে পড়ে আছে বলে পরিবারের লোকজন কে জানানো হয়।

    এতে করে আহম্মদের স্ত্রী ও স্বজনরা বিকেল থেকে রাত পর্যন্ত বিলে নৌকা নিয়ে অনেক খুঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পাওয়ায় চরম হতাশ হয়ে পড়েন আহম্মদের স্ত্রী, স্বজন সহ প্রতিবেশীরা। পরের দিন সকালে নৌকা নিয়ে আবারো জাল ফেলতে যাওয়া স্থানে খোঁজার উদ্দেশ্য বের হলে কিছু দুর গিয়ে দেখতে পাওয়া যায় আহম্মদের মৃত লাশ ভেসে আছে। এসময় লাশ উদ্ধার করে বাড়িতে এনে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।

    এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান রাকিব বলেন, নিহত জেলে বুধবার দুপুরে বিলে মাছ মারতে গিয়ে নিখোঁজ হন, নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার সকালে বিল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেন স্বজনরা। উদ্ধার করে বাড়িতে এনে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ পোস্টমর্টেমের জন্য থানায় নিয়ে আসে। লাশের পোস্টমর্টেম রিপোর্ট এলে সব বোঝা যাবে, তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নিহত বৃদ্ধা নদীতে ডুবে মারা গেছে।

  • রৌমারী সিমান্তে বিএসএফ’র গুলিতে ভারতীয় নাগরিকের মৃত্যু।

    রৌমারী সিমান্তে বিএসএফ’র গুলিতে ভারতীয় নাগরিকের মৃত্যু।

    আন্তর্জাতিক ডেস্কঃ কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বাংলাদেশী চোরাকারবারি ভেবে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ’র গুলি বর্ষনে মারা গেলে এবার মোহাম্মদ আলী(২০) নামের এক ভারতীয় নাগরিক। সোমবার ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার সময় উপজেলার খেতারচর সীমান্তে এই ঘটনা ঘটেছে।

    জানা যায় রৌমারী খেতারচর সীমান্তে কাটাতারের ওপর দিয়ে বাঁশের আড়কি লাগিয়ে ভারত থেকে গরু পাচার করে দিচ্ছিলো ভারতীয় চোরাকারবারিরা।গরু পাচারের সময় ভারতীয় চোরাকারবারিরা কাটাতারের এপারে নোম্যান্স ল্যান্ডে এসে পড়ে।

    এ সময় ভারতের দ্বীপচরে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা বাংলাদেশি ভেবে গুলি ছুড়তে থাকে।

    বিএসএফ’র ছুড়াগুলিতে ভারতীয় নাগরিক এবার মোহাম্মদ আলী নামের ব্যক্তি ঘটনাস্থলে মারা যায়। পরে মঙ্গলবার ২১ সেপ্টেম্বর সকালে কাটাতারের বেড়ার গেইট খুলে নোম্যানল্যান্ড থেকে নিহতের লাশ উদ্ধার করে বিএসএফ সদস্যরা তাদের ক্যাম্পে নিয়ে যান।

    সূত্রঃ রিদ্মিক নিউজ

  • পিরোজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু।

    পিরোজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু।

    পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে নালার পানিতে ডুবে আহম্মেদ কাজী(২)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ২০ সেপ্টেম্বর দুপুরে নালার পানিতে ডুবে গিয়ে আহম্মেদের মৃত্যু হয়। নিহত শিশুটি উপজেলার সদর ইউনিয়নের সেউতিবাড়ীয়া গ্রামের শাহীন কাজির ছেলে।

    স্থানীয়রা জানান আহম্মেদ কাজী তার মায়ের সাথে নানার বাড়ীতে বেড়াতে গিয়েছিল।আজ সোমবার দুপুরে তার মা পরিবারের অন্যান্যদের সাথে কথা বলছিলো।মায়ের কথা বলার সুযোগে খেলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশে নালার পানিতে পড়ে ডুবে যায়।

    অনেক খোঁজাখুঁজির পর কিছুক্ষণ পর নালার পানিতে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করে।শিশুটির মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের মাতাম বইছে।

  • ফুলবাড়ীতে ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় রাজস্ব কর্মকর্তার মৃত্যু।

    ফুলবাড়ীতে ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় রাজস্ব কর্মকর্তার মৃত্যু।

    মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

    অফিস থেকে বাড়ি যাওয়ার পথে ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় রাজস্ব কর্মকর্তা শাহাদৎ হোসেন (৪০) নিহত হয়েছেন। এঘটনায় আমিনুল ইসলাম(৫৫) নামের এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও সিপাহী হরিদাশ চন্দ্র (৩৯)আহত হয়েছেন।

    শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী রেলগেট এলাকায় এই দুর্ঘটনটি ঘটে।নিহত শাহাদাৎ হোসেন ঠাকুরগাঁও জেলার রানীসংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের কাদিহাট গ্রামের আলহাজ্ব সুলতান আলীর ছেলে।সৈয়দপুরে তিনি পরিবার নিয়ে বসবাস করতেন।
    বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফ ইসলাম।

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান,সাহাদৎ হোসেন দিনাজপুরের হিলি স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সন্তানের অসুস্থতার কথা শুনে শনিবার বিকেলে অফিস শেষে মোটরসাইকেল যোগে সৈয়দপুরে পরিবারের কাছে যাওয়ার উদ্দ্যোশে রওনা দেন তিনি। বাড়ী যাবার পথে ফুলবাড়ী রেলক্রসিং এলাকায় ভ্যানের সাথে ধাক্কা খেয়ে ছিটকে গিয়ে মধ্যপাড়া থেকে ছেড়ে আসা পাথর বোঝাই( ঢাকা মেট্রো -ট ২৪-০০-৯২)
    ট্রাকের পিছনে চাকায় চাপা পড়ে যায় এবং এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

    এসময় আহত অবস্থায় উদ্ধার করে সহকারী রাজস্ব কর্মকর্তা আমিনুল ইসলাম ও সিপাহী হরিদাশকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।

    এ ঘটনায় ট্রাকের চালক রাজু(৩১)কে আটক করা হয়েছে,লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে এবং পাথর বোঝাই ট্রাকটি আটক করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

  • নান্দাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

    নান্দাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

    নজরুল ইসলাম,নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধিঃ

    ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কুরাটি গ্রামে তিন শিশু কন্যা পুকুরে সাঁতার কাটতে গিয়ে দুই শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু ঘটেছে অপরদিকে প্রতিবন্ধি অপর শিশুকন্যাকে গুরুতর আহতাবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

    স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুইটার দিকে কুরাটি গ্রামের বাচ্চু মিয়ার শিশু কন্যা হাবিবা(৯)তারা মিয়ার কন্যা তানিয়া(৮)অপর প্রতিবন্ধি শিশু কন্যা সুমাইয়া(১২)বৃষ্টি নামলে জনৈক মালেকের পুকুরে সাঁতার কাটতে নামে।

    পরবর্তী সময় বাড়ির লোকজন আহতাবস্থায প্রতিবন্ধি শিশু সুমাইয়াকে উদ্ধার করতে গিয়ে হাবিবা ও তানিয়াকে পুকুরের পানির নীচে মৃতবস্থায় পায়।পরে দুই শিশু কন্যাকে নান্দাইল উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    স্থানীয় ইউপিঃমেম্বার মোঃ আব্দুল কাদির ঘটনা নিশ্চিত করে জানান শিশু দুটি পুকুরে নেমে খেলা করছিল পরে তাদেরকে মৃতঅবস্থায় নান্দাইল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

  • উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধর মৃত্যু।

    উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধর মৃত্যু।

    নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ইউসুফ আলী(৬৮) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। নিহত ইউসুফ আলী রায়গঞ্জ থানার মিত্রতেঘরিয়া গ্রামের মৃত জেনাত আলীর ছেলে।

    বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চড়িয়া শিকা গ্রামের কবরস্থান এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত নামের একটি ট্রাকের ধাক্কায় ওই বৃদ্ধর মৃত্যু হয়।

    হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাজাহান আলী জানান নিহত ইউসুফ উপজেলার চরিয়া শিকা গ্রামের কবস্থান মসজিদে যোহরের নামাজ আদায় করার জন্য রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়।এতে ঘটনাস্থলে ওই বৃদ্ধর মৃত্যু হয়। সংবাদ পেয়ে হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

  • সন্তান রেখে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে প্রেমিকার মৃত্যু,প্রেমিক আটক।

    সন্তান রেখে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে প্রেমিকার মৃত্যু,প্রেমিক আটক।

    বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৪ সন্তান জননী গৃহবধূ জেসমিন আক্তার (৩০) প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

    সোমবার রাতে নেত্রকোনার কেন্দুয়া-আঠারবাড়ি সড়কে উপজেলার স্বলফ কমলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত জেসমিন আক্তার কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মানিকদী গ্রামের মৃত মাহফুজ মিয়ার স্ত্রী।

    এঘটনায় পুলিশ প্রেমিক জোবাইদ মিয়া (৩৫) অরফে মুরসালিন মিয়াকে আটক করেছে। জোবাইদ একই উপজেলার কৃষ্ণনগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

    কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ জানান, নিহত জেসমিন আক্তারের ৪ জন সন্তান রয়েছে। আটক প্রেমিক জোবাইদের স্ত্রী ও ৩ জন সন্তান রয়েছে।

    প্রেমের সম্পর্কের জেরে তারা সুনামগঞ্জের তাহেরপুর শিমুল বাগানে ঘুরতে যাচ্ছিলেন। কিশোরগঞ্জ থেকে সরাসরি যাওয়ার সুযোগ না থাকায় কেন্দুয়া ঘুরে তাহেরপুর শিমুল বাগানে তাঁরা যাচ্ছিলেন। পথের মধ্যে স্বলফ কমলপুর নামক স্থানে পৌঁছলে ওই গৃহবধূ মোটরসাইকেল থেকে ছিটকে পড়েে যান।

    পরে স্থানীয় লোকজন ওই গৃহবধূকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এদিকে খবর পেয়ে প্রেমিক জোবাইদকে আটক করে পুলিশ। ওই নারীর স্বজনরা এসে আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া শুরু করেছে বলে পুলিশ জানায়।

  • উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু।

    উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় মামা ভাগ্নে হোটেরে সামনে অজ্ঞাত নামের ট্রাকের চাপায় প্রশান্ত কুমার (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

    নিহত প্রশান্ত তাড়াশ উজেলার হামকুড়িয়া গ্রামের সুর‌্য কান্তের ছেলে।রোববার বিকেলে সাড়ে ৪ টার সময় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

    হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান,রাস্তা পারাপারের সময় অজ্ঞাত ট্রাক চাপায় প্রশান্ত কুমার নিহত হয়। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

  • উল্লাপাড়ায় পৃথক স্থানে গলায় ফাঁস দিয়ে ২ জনের মৃত্যু।

    উল্লাপাড়ায় পৃথক স্থানে গলায় ফাঁস দিয়ে ২ জনের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক স্থানে গালায় ফাঁস দিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
    স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে উল্লাপাড়া মডেল থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করেন।
    নিহতরা হলেন উপজেলার মোহনপুর ইউনিয়নের মৃত আবু বক্কারে ছেলে নূর ইসলাম(২৮) ও বড়হর ইউনিয়নের বড়হর দক্ষিণপাড়া গ্রামের হারুন ফকিরের মেয়ে লাকী খাতুন লিলি(১৪)।

    উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার মোঃ হাবিবুর রহমান জানান স্ত্রীর সাথে ঝকড়া করে শুক্রবার রাতের কোন এক সময় নিজ ঘরের ডাফার সাথে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।মোহনপুর ইউনিয়নের লাকী খাতুন মানুষিক অসুস্থতার কারণে নিজ বাড়ির ঘরের ডাফার সাথে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত করে ।

    শনিবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে । সোমবার লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে । উল্লাপাড়া মডেল থানায় দুটি ইউডি মামলা হয়েছে ।

     

  • তাড়াশে বিদ্যুৎ পৃষ্টে এক যুবকের মৃত্যু।

    তাড়াশে বিদ্যুৎ পৃষ্টে এক যুবকের মৃত্যু।

    তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ১ যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে  উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভিকমপুর গ্রামে ।

    ১১ সেপ্টেম্বর শনিবার  সকালে  ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে  আব্দুর রহিম আকন্দ (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়।  স্থানীয় সুত্রে জানা যায় মৃত যুবকটি ভোরে পাশের একটি  বিদ্যুৎ চালিত সেচপাম্পে (মোটর) গোসল করতে গিয়ে বিদ্যুৎ তারে আটকিয়ে যায়। পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে আনে।
    পরে হাসপাতালের  চিকিৎসক রুমন খান তাকে পরিক্ষা করে  মৃত্যু ঘোষনা করেন।

    এ ব্যাপারে তাড়াশ থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্দ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।