Tag: মৃত্যু
-
মৌলভীবাজারে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু।
নিজস্ব প্রতিবেদক:মৌলভীবাজারের কমলগঞ্জের এক মসজিদে নামাজরত অবস্থায় বশির মিয়া (৬০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ পড়ার সময় তিনি মারা যান। পরে দুপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বশির মিয়া কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দক্ষিণ ধলাইরপার গ্রামের মৃত সফিক মিয়ার ছেলে।মৃত বশির মিয়ার ফুফাতো ভাই মোঃ ইব্রাহীম মিয়া বলেন, শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে বাড়ির পাশে দক্ষিণ ধলাইরপাড় জামে মসজিদে যান। মসজিদে সুন্নত নামাজ পরা অবস্থায় হঠাৎ তিনি ঢলে পড়েন। সঙ্গে সঙ্গে মুসল্লিরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয়রা জানান, বশির মিয়া অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান। তবে তিনি সৎ ও প্রতিবাদী ছিলেন। কখনো নামাজ কাজা করতেন না। দ্বীনের পথে ছিলেন তিনি। বশির মিয়ার নয় সন্তান ও স্ত্রী রয়েছে। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী লোক ছিলেন।বশির মিয়ার বড় ছেলে রকিব মিয়া বলেন, বাবা মসজিদে প্রতিদিনের মতো নামাজ আদায় করতে আসছিলেন। হঠাৎ তিনি ঢলে পড়েন। তবে আমার বাবার ভাগ্যটাই ভালো। এমন মৃত্যু সবার হয় না। আল্লাহ যেন বাবাকে বেহেশত নসিব করেন।কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজেদুল কবির বলেন, বশির মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন তিনি। -
কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধর মৃত্যু।
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নাসির মিয়া(৬৫) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরের সময় শমসেরনগর-মৌলভীবাজার সড়কের মোকামবাজার ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে।
এ সময় মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হয়। স্থানীয় ও পুলিশ সূত্র জানাযায় শমসেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামের আব্দুল মানিকের ছেলে রায়েক তানভির (১৭) তার বন্ধু ভাদাইর দেউল গ্রামের সুমন মিয়ার ছেলে জুমান মিয়াকে (১৭) নিয়ে মোটরসাইকেলযোগে মুন্সীবাজারের দিকে যাচ্ছিল। এ সময় সাইকেলে বেপরোয়া গতি থাকায় মোটরসাইকেলের ধাক্কায়
নাসির মিয়া (৬৫) নামের এক বৃদ্ধির মৃত্যু হয়েছ। মুন্সিবাজার ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠায়। ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের লাশ মৌলভীবাজার মর্গে রয়েছে।
-
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত
উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় জাকারিয়া হোসেন জয় (৩৬) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৬ টার সময় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ভুতগাছা গ্রামের পাশে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামের দেলোয়ার হোসেন আকন্দের ছেলে। তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামীণ ব্যাংক শাখায় কর্মরত ছিলেন। তার পরিবারে এক স্ত্রী,৭ম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ে ও এক শিশু সন্তান রয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জাকারিয়া হোসেন জয় সন্ধ্যার পর তার অফিসের সকল কাজ শেষ করে মোটরসাইকেল যোগে উল্লাপাড়া পৌর শহরে নিজ বাসা ঝিকিড়ায় আসার পথে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি অটোভ্যানকে অভারটেক করার সময় যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পরে।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাকারিয়া হোসেনের মরদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
-
উল্লাপাড়ায় বাস চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী’র মৃত্যু।
উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় মোটরসাইকেলের চালক ও আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
রোববার(২৪ নভেম্বর)সকাল ৯ টার সময় উপজেলার পাবনা-বগুড়া মহাসড়কের বোয়ালিয়া বাজার ফুড ওভার ব্রীজ সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন উপজেলার বড়পাঙ্গাসী এলাকার মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে মো.শফিকুল ইসলাম(২৬) ও শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামের বন্ধু নাইমুর রহমান(২৪)।
জানা যায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধু সকালে সলঙ্গার আরোত থেকে মাছ কিনে মোটরসাইকেল যোগে দুই বন্ধু বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে বোয়ালিয়া বাজার ফুড ওভার ব্রীজ সংলগ্ন এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা শাহজাদপুর ট্রাভেলস নামের কোচের সাথে সংঘর্ষ হয়।এ ঘটনায় মোটরসাইকেলের চালক ঘটনাস্থলে মারা যায় এবং আরোহী পাঁকা রাস্তার উপর ছিটকে পরে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়।
এ তথ্য নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান ট্রাক ওভারটেক করার সময় কোচটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। হাইওয়ে থানার উদ্ধারকর্মীরা মরদেহ উদ্ধার করে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনা তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
-
মৌলভীবাজারে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু।
মৌলভীবাজারে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যুনিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। মৌলভীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় হাওয়ারুন নেছা (৭০) নামে এক নারী নিহত হয়েছে। বুধবার ১৩ নভেম্বর ২০২৪ইং, রাতে সদর উপজেলার কদুপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত হাওয়ারুন নেছা গিয়াসনগর এলাকার মৃত মোঃ ছাদ উল্লাহর স্ত্রী।নিহতের ভাতিজা ফয়ছল আহমদ জানান, গিয়াসনগর থেকে তার মেয়ের বাড়ি কদুপুর আসছিলেন তিনি। সড়ক পারাপারের সময় একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন। -
কমলগঞ্জে শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজি-অটো নিয়ন্ত্রণ হারিয়ে ২ কলেজ ছাত্রের মৃত্যু।
নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের কমলগঞ্জে চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়া শিশুকে বাঁচাতে সিএনজি-অটোর নিয়ন্ত্রণ হারিয়ে গাছরে সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ০৬ নভেম্বর ২০২৪ইং, সকাল পৌণে ১০ টায় ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা চারজন শিক্ষার্থী একটি সিএনজি অটোরিকশায় করে যাত্রা করছিলেন। ভানুগাছ বটতলা বাজারে পৌঁছালে, হঠাৎ করে সিএনজি-অটো থেকে এক শিশু সিটকে পড়ে। এসময় শিশুকে রক্ষা করতে সিএনজি-অটো চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুছড়ে দুর্ঘটনার শিকার হয়।এতে সিএনজি উল্টে গিয়ে দুই শিক্ষার্থী, আব্দুল্লাহ আল সায়েম (১৭) ও অমিত সূত্রধর (১৮) নিহত হন।এ সময় আহত হন, শাহীন মিয়া (১৮), সৈকত দেব (১৮) ও শিশু জান্নাতুল (১১)।স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত অমিত ও জান্নাতুলকে মৌলভীবাজার হাসপাতালে প্রেরণ করা হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক সায়েম মিয়াকে মৃত ঘোষণা করেন। কিন্তু গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে অমিত সূত্রধর মারা যান।নিহত সায়েম মিয়া শ্রীমঙ্গলের পূর্ব মাইজদী এলাকার কাশেম মিয়ার ছেলে এবং কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের পরীক্ষার্থী। অমিত সূত্রধরও কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের পরীক্ষার্থী। আহত অপর দু’জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইফতেখার হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সায়েম মিয়াকে মৃত ঘোষনা করা হয়েছে। অন্যদিকে অমিত সূত্রধর মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।এ ঘটনায় এলাকাবাসী ও কলেজে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। -
রাজনগরে পিক-আপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ ফারুক মিয়ার মৃত্যু।
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় অজ্ঞাত পিকআপ ভ্যানের ছাপায় ফারুক মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বুধবার ২৩ অক্টোবর ২০২৪ইং, সকাল সাড়ে ছয়টার সময় পশ্চিমবাগ জাকির মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।নিহত ফারুক মিয়া সিলেটের ঘাসিটোলা এলাকার বাসিন্দা সে দীর্ঘদিন যাবত পশ্চিমবাগ এলাকার কাইয়ুম মিয়ার বাড়িতে বসবাস করেন।স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে ফারুক মিয়াকাজে যেতে বের হন, এ সময় অজ্ঞাত একটি পিকআপ ভ্যান পশ্চিমভাগ এলাকায় তাকে চাপা দিয়ে রাস্তার পাশে ফেলে যায়। পরের স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতনদের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার ওসি তদন্ত এমদাদুল হক বলেন, সে দীর্ঘদিন যাবত পশ্চিমভাগ এলাকায় কাইয়ুম মিয়ার বাড়িতে বসবাস করত এবং বেতের কাজ করতেন, আজ সকালে কাজে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতনদের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। -
উল্লাপাড়ায় বাস চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু।
উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় মোঃ নজরুল ইসলাম(৩৩) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিহত চালক শাহজাদপুর উপজেলার কাউয়ুমপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সাত্তার সরকারের ছেলে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উপজেলার বালসাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
জানা যায়,সকালে শ্যামলী পরিবহন হিনো কোচটি যাত্রী নিয়ে পাবনা থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হয়ে বালসাবাড়ি বাসষ্টান্ড এলাকায় পৌছালে পিছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের মোটরসাইকেলকে চাপা দেয়। বাস চাপায় চালক নজরুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। তার পিছনে থাকা দুই আরোহী ছিটকে পরে গুরুতর আহত হয়। নিহত চালক নিজ বাড়ি কাইয়ুম পুর থেকে উল্লাপাড়ার দিকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা ঘটেছে।এ ঘটনায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মন্ডল এ ঘটনার তথ্য নিশ্চিত করে জানান ঢাকাগামী শ্যামলী পরিবহন উপজেলার বাকসাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় পৌছালো পিছন থেকে ইজিবাইককে চাপা দিলে চালক ঘটনাস্থলে মারা যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকান ঘরের ভিতরে ঢুকে পরে।এতে কয়েকটি দোকান ঘর দুমরে মুচড়ে যায়। আহত ৩ যাত্রীকে ফায়ার সার্ভিস ও স্থায়নীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
-
গোদাগাড়ীতে অবৈধ বৈদ্যুতিক তারে পৃষ্ট হয়ে কৃষকের মৃত্য।
রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধ বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ইয়ামিন(১৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ইয়ামিন নিজ জমিতে পানি দিতে যাওয়ার পথে ঘটনাটি ঘটে। পিরিজপুর এলাকার মৌলবী আলিমুদ্দীন ড্রাগন বাগানে জি আই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেয় বাগান সেফটির জন্য। রাতে সংযোগ দেন এবং দিনের বেলা সংযোগটি টেনে রাখেন। বিদ্যুৎ বিভাগের অনুমতি ছাড়া সংযোগটি দেওয়া হয়েছিল বলে স্থানীয় সুত্রে জানা যায়।
১৪ অক্টোবর ( সোমবার) আনুমানিক সকাল ৮:৪০ মিনিটে বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনাটি ঘটে। নিহত ইয়ামিন গোদাগাড়ী উপজেলার বোগদামারী এলাকার মোঃ আবুল কালামের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, ইয়ামিন ভোরবেলা আলিমুদ্দীনের ড্রাগন বাগানের পাশ দিয়ে তার টমেটোর জমিতে পানি দেওয়ার জন্য যাচ্ছিলেন।এদিকে আলিমুদ্দীনের পেতে রাখা ফাঁদ তিনি খেয়াল করেননি। অবৈধ সংযোগে শরীরের স্পর্শ ঘটলেই ইয়ামিনকে ধরে ফেলে এবং ইয়ামিনের শরীরের একাংশ ঝলসে তার মৃত্যু হয়। এলাকাবাসী প্রেমতুলি পুলিশ তদন্তকেন্দ্রে ফোন দিলে ইয়ামিনের লাশ উদ্ধার করে নিয়ে যায়। পরে ইয়ামিনের পরিবার না দাবিপত্র দিয়ে লাশ বাড়ি নিয়ে যায়।
প্রেমতুলি পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত এসআই সামিউল ইসলাম জানান, ইয়ামিনের পরিবার নাদাবি পত্র দিয়ে লাশ নিয়ে গেছেন।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী পল্লী বিদ্যুৎ রাজশাহী বিভাগের জিএম রমেন্দ্র জানান, আলিমুদ্দীন জিআই তার দিয়ে বিদ্যুৎ ব্যবহার করতে পারেন না।এটা অবৈধভাবে হয়ত তিনি ব্যবহার করেছেন।আমি বিষয়টি লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।
-
লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু আহত-১।
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পল্লী বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম রেজুয়ানুল হক (২২)।এ ঘটনায় আহত হয়েছেন। আহত নাম মোস্তাফিজুর রহমান। গতকাল শনিবার ১২ অক্টোবর ২০২৪ ইং, বিকেলে সিন্দুরখান ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রেজুয়ানুল মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সিন্দুরখান ইউনিয়নের সাব জোনাল অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরের তাজুল ইসলামের ছেলে।এদিকে অপর লাইনম্যান মোস্তাফিজুর রহমান আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।স্থানীয়রা জানান, শনিবার দুপুর দেড়টার সময় বেলতলী এলাকায় পল্লী বিদ্যুতের লাইন রক্ষণাবেক্ষণ কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান রেজুয়ানুল হক।মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান মনিরুল ইসলাম সুজন বলেন, সিন্দুরখাঁনে পল্লী বিদ্যুতের লাইন রক্ষণাবেক্ষণ কাজ করতে গিয়ে রেজুয়ানুল মৃত্যুবরণ করেছেন।শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শারমিন আক্তার বলেন, বিদ্যুতায়িত হয়ে একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন।মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান বলেন, নিহতের ঘটনায় সঞ্চালন লাইন বন্ধের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখা হবে। এ ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।