Tag: মৃত্যু

  • উল্লাপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু।

    উল্লাপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় শাহিন আলম(২৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশের সদস্যরা।

    উপজেলার দুর্গানগর ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে গতকাল ১৮ জানুয়ারি মঙ্গলবার সকালে ব্রিজের রেলিং এর সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় যুবকের ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।

    নিহত মোঃ শাহিন আলম ইসলামপুর গ্রামের আব্দুল হাকিম বুদ্দু ব্যাপারীর ছেলে এক জন মানষিক প্রতিবন্ধী ।

    এ বিষয়ে নিহতের ছোট ভাই মোঃ সাব্বির হোসেন জানান,সোমবার রাত সাড়ে ৯ টার দিকে শাহিন নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

    গতকাল মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটা ব্রিজের রেলিংয়ের সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। নিহত শাহিন মানসিক প্রতিবন্ধী ছিলেন বলেও জানান তিনি।

    এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের ঝুলন্তবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে সুরতহাল রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর মুল রহস্য জানা যাবে।

  • পিকআপ ভ্যানের চাপায় মোটসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু।

    পিকআপ ভ্যানের চাপায় মোটসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু।

    ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পীরগঞ্জ উপজেলার লোহাগাড়ার মিলন বাজারে এ দুর্ঘটনা ঘটে।

    শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভোমরাদহ চিলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবা ও ছেলে উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা।

    পীরগঞ্জ থানার ওসি তদন্ত বিদ্যুৎ কুমার চৌধুরী জানান,শনিবার সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর গ্রামের করিমুল ও তার ছেলে আরমান মোটরসাইকেলে নিয়ে ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জে আসছিল। এ সময় পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়কের চিলাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়।

    তিনি আরও জানান, বাবা ঘটনাস্থলে ও ছেলে পীরগঞ্জ হাসপাতালে নেওয়ার পর মারা যায়। এ সময় আহত হয়েছেন পয়গাম আলী নামে আরও একজন। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে।

    নিহতরা হলেন-উপজেলার উপজেলার চন্ডিপুর গ্রামের করিমুল ইসলাম (৪৭) ও তার ছোট ছেলে আরমান ইসলাম (১৫)। এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন নিহত করিমুল ইসলামের বড় ছেলে আরজুমান ইসলাম (২৪)।

    পীরগঞ্জ থানা পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর হোসেন মা বাবর মৃত্যর এই তথ্য নিশ্চিত করেছেন।

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, মোটরসাইকেলযোগে বাবা ও দুই ছেলে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে করিমুল ইসলাম ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরমান ইসলাম মারা যান। পুলিশ ঘাতক পিকাপ ভ্যানটিকে আটক করেছেন।

  • মোটরসাই‌কেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে ১ যুবকের মৃত্যু।

    মোটরসাই‌কেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে ১ যুবকের মৃত্যু।

    বাঁশখালী থে‌কে চট্টগ্রাম যাওয়ার প‌থে আ‌নোয়ারায় সানলাইন বাসের সঙ্গে মোটরসাই‌কে‌লের  মুখোমুখি সংঘর্ষে আবদুর রহমান(২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছেন।

    আজ শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে পিএবি সড়কের শোলকাটা লাবিবা কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
    নিহত আবদুর রহমান বাঁশখালীর পূর্ব পুঁইছড়ির ৫ নম্বর ওয়ার্ডের আবদুর করিমের ছেলে। তিনি চট্টগ্রা‌মে একটি পোশাক কারখানায় চাকরি করেন।
    জানা যায়, বাঁশখালীর পূর্ব পুঁইছড়ির আবদুর করিমের ৬ ছেলে ৩ মে‌য়ের ম‌ধ্যে আবদুর রহমান চতুর্থ।

    নিহ‌তের মরদেহ আ‌নোয়ারা থানা পু‌লিশ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য প্রেরণ ক‌রে‌ছে ব‌লে পা‌রিবা‌রিক সূত্রে জানা গেছে।

  • ভুল চিকিৎসায় একতা ক্লিনিকে নবজাতকসহ প্রসূতির মৃত্যু।

    ভুল চিকিৎসায় একতা ক্লিনিকে নবজাতকসহ প্রসূতির মৃত্যু।

    ঠাকুরগাঁও সদর উপজেলায় একতা নার্সিং হোম নামের একটি ক্লিনিকের চিকিৎসকের ভুল চিকিৎসায় নবজাতকসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

    গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে নিহত প্রসূতি মায়ের স্বজনেরা এমন অভিযোগ করেন।

    জানা যায়, নিহত প্রসূতির নাম নাসিমা খাতুন (২৯)। তিনি সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খইলসাকুরি গ্রামের রমজান আলীর স্ত্রী।

    এ বিষয়ে নিহতের মা আনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, ‘গতকাল মঙ্গলবার বিকেলে আমার মেয়ে নাছিমা খাতুনকে শহরের একতা নার্সিং হোম ক্লিনিকে ভর্তি করানো হয়। এরপর চিকিৎসক জাহাঙ্গীর আলম আমার মেয়ের সিজারিয়ান অপারেশন করেন। সিজারের পরে ডাক্তার জানান শিশু সন্তানটি মারা গেছে। এ কথা শুনে অমরা সবাই আমার মেয়েকে দেখতে চাইলে নার্সরা আমাদের দেখা করতে যেতে দেয়নি।

    অন্যদিকে অবস্থার অবনতি হলে চিকিৎসক জাহাঙ্গীর আলম উন্নত চিকিৎসার জন্য আমার মেয়েকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। এরপর ক্লিনিক কর্তৃপক্ষ একটি অ্যাম্বুলেন্সে আমার মেয়েকে রেখে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সের ভেতরেই আমার মেয়ের মৃত্যু হয়।’

    একমাত্র মেয়েকে হারিয়ে দিশেহারা মা কান্না জড়িত কণ্ঠে আরও বলেন, ‘আমার মেয়ের সুচিকিৎসা হয়নি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। এবং এই ডাক্তারেরও বিচার চাই।’

    এ বিষয়ে নিহতের ফুপাতো ভাই মোস্তাফিজুর রহমান বলেন, ‘হাসপাতালে আনার সময় আমার বোন একদম সুস্থ ও স্বাভাবিক ছিলেন। এখানকার ডাক্তার তাঁর চিকিৎসা ভালো দিতে পারেননি। যে কারণে আমার বোন মারা গেছেন।’

    অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘বাচ্চা পেটেই মৃত ছিল। আমি যখন অপারেশন করে চলে যাই, তখন পর্যন্ত রোগী ভালোই ছিল। এরপর প্রায় ৫০ মিনিট পর জানতে পারি রোগীর বিপি পাওয়া যাচ্ছে না।

    পরে ক্লিনিকে আবার এসে রোগীর অবস্থার অবনতি দেখে রোগীকে দ্রুত রংপুর মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করি। কারণ রোগীর আইসিইউ প্রয়োজন ছিল। কিন্তু রোগীর স্বজনেরা তাকে নিয়ে যেতে রাজি হননি। তারা এই ক্লিনিকেই চিকিৎসা দিতে বলেন। দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হয়তো রোগীটিকে বাঁচানো যেত।’

    এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভিরুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেলে ঘটনা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চল বন্যার পানিতে ১০ জনের মৃত্য; দুর্ভোগ চরমে।

    দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চল বন্যার পানিতে ১০ জনের মৃত্য; দুর্ভোগ চরমে।

    দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলে বন্যার প্রভাবে অন্তত ১০ জন মানুষের মৃত্যু হয়েছে। পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর ইস্ট লন্ডনে গত এক সপ্তাহের বন্যায় অন্তত ১০ জনের মারা গেছে। গৃহহীন হয়েছেন শত শত মানুষ এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় গণমাধ্যমগুলো।

    উপকূলীয় অঞ্চলগুলোতে বেশিরভাগ নদীর পানি বিপদ সীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। ব্যাহত হচ্ছে  যান চলাচল। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান।সবমিলে দুর্ভোগ চরমে।

    সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ডান্টসেন টাউন এলাকাটি। পরিবেশবিদরা এমন বন্যা পরিস্থিতির জন্য জলবায়ুর ক্ষতিকর প্রভাবকে দায়ী করছেন। এদিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবেই দেশটির পূর্বাঞ্চল বার বার খড়া ও ভয়াবহ বন্যার সম্মুখীন হচ্ছে।

    তারা বলছেন,জলবায়ু পরিবর্তনের প্রভাবে আফ্রিকা মহাদেশ সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির ঝুঁকিতে রয়েছে। আফ্রিকার দেশগুলো প্রতি বছরই বন্যা কিংবা অতি খরার কবলে পড়ছে। ধ্বংস হচ্ছে আবাদি জমির ফসল। এ জন্য তীব্র খাদ্য সংকট দেখা দিচ্ছে।

    এদিকে,দেশটির আবহাওয়া অধিদপ্তর ২০১৯ সালে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহন করেছিলো। এ পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে আবহাওয়ার বিপর্যয়ে খবর দ্রুত পৌঁছানো ও সে অনুযায়ী সিন্ধান্ত গ্রহন করা। মানুষের জীবন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনসহ ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধার ও সহায়তা প্রদান করা।

     

  • তানোরে ট্রাকের চাকায় স্কুল ছাত্র’র মৃত্যু।

    তানোরে ট্রাকের চাকায় স্কুল ছাত্র’র মৃত্যু।

    রাজশাহীর তানোরে ট্রাক চাপায় শাহরুখ জাহান মুয়াজ(১০) নামের এক স্কুল ছাত্র’র মৃত্যু হয়েছে। নিহত চাপাইনবয়াবগঞ্জ শিবগঞ্জের আজমতপুর গ্রামের শাজাহান আলীর ছেলে ও শানসাইন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।

    জানা যায় নিহতের বাবা শাজাহান আলী বেসরকারি ইউএসডিও তানোর শাখার ম্যানেজার পদে চাকুরী করেন। এই সুবাদে পরিবার পরিজন নিয়ে চাপাইনবয়াবগঞ্জের শিবগঞ্জ থেকে রাজশাহীর তানোরে বসবাস করতেন। ১০ জানুয়ারি সোমবার বিকেলে বাইসাইকেল যোগে নিহত মুয়াজ থানা মোড় থেকে উপজেলার দিকে যাচ্ছিল।পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়।এ সময় মুয়াজ ঘটনা স্থলে মারা যায়। ট্রাকসহ চালক ও হেল্পারকে উদসুক জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

    তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসান নিহতের ঘটনা নিশ্চিত করে জানান এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে।চালক ও হেল্পারকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রয়েছে। আইনি সকল প্রক্রিয়া শেষ করে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।এখন পর্যন্ত মামলা হয়নি।

     

  • অগ্নিকাণ্ডে নিউইয়র্কের একটি ভবনে ৯ জন শিশুসহ ১৯ জনের মৃত্যু।

    অগ্নিকাণ্ডে নিউইয়র্কের একটি ভবনে ৯ জন শিশুসহ ১৯ জনের মৃত্যু।

    নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন শিশুসহ ১৯ জনের মৃত্যু হয়েছেন।

    স্থানীয় সময় রোববার (৯ জানুয়ারি) সকাল ১১ টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

    নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের বরাত দিয়ে বিবিসি ও সিএনএন জানিয়েছে, এ ঘটনায় আহত ৩২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।আহতদের মধ্যে ক’জনের অবস্থা আশঙ্কাজনক।

    এরিক অ্যাডামস জানান আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৩ জন গুরুতর আহত হয়।

    তিনি আরো বলেন,এটি নিউইয়র্ক সিটির জন্য একটি ভয়াবহ ও বেদনাদায়ক মুহূর্ত। এই আগুনের প্রভাব আমাদের বেদনা এবং হতাশা ডেকে আনবে।
    নিউইয়র্কে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এ ঘটনায় শিশুসহ ১৯ জন নিহত হয়েছে।

    ফায়ার সার্ভিস সূত্র জানা যায়,নিউইয়র্ক সিটির ৩৩৩ পূর্ব ১৮১ নম্বর সড়কের ১৯ তলা ভবনের আবাসিক ভবনে আগুন লাগে। ভবনটির দ্বিতীয় এবং তৃতীয় তলার একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে সকাল সোয়া ১১টার সময় আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রায় ২’শ সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এ সময় তারা ৯ জন শিশুসহ ১৯ জন অগ্নিকাণ্ডে নিহতের বিষয়টি নিশ্চিত করেন। ফায়ার সার্ভিসের কমিশনার ডেনিয়েল নিগ্রো এই অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘নজিরবিহীন বলে আখ্যায়িত করেন।

    তিনি আরোও বলেন অগ্নিকাণ্ডের ধোঁয়ায় ভবনটির প্রতিটি তলা আচ্ছন্ন হয়ে পড়ে। ধোঁয়ার কারণে মানুষের শ্বাসকষ্ট হয়েও অনেকের মৃত্যু হয়।
    উল্লেখ্য,এর আগে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের একটি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছিল।

     

  • বাঘায় পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু।

    বাঘায় পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু।

    রাজশাহীর বাঘায় পুকুরের পানিতে ডুবে সবুজ আলী (২৮) নামের এক পাগলের মৃত্যু হয়েছে। রোববার (৯ জানুয়ারী) বিকেল ৪টার দিকে উপজেলার ঝিনা গ্রামের ইটভাটা এলাকার মোস্তাকীন আলীর পুকুরে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। সবুজ আলী নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের চকমাহাপুর গ্রামের রহিদুল ইসলামের ছেলে।
    পারিবারিক সূত্রে জানা যায়, সবুজ আলী মাথায় সমস্যা ছিল। দীর্ঘদিন তাঁকে শিকল দিয়ে বেধে রাখা হয়েছিল। পরিবারের লোকজন কিছুদিন থেকে তাঁকে ছেড়ে রাখেন। প্রতিদিন বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করে সন্ধ্যার দিকে বাড়ি ফিরেন সবুজ। রোববার বিকেলে আড়ানী রেল স্টেশন বাজার থেকে পাঁয়ে হেঁটে নিজ বাড়ি ফিরছিলেন। পথে ঝিনা গ্রামে মোস্তাকীনের পুকুর পাড়ে মাছ পাহারা দেওয়া ঘরে আগুন জালিয়ে পুকুরে ঝাপ দেয় সবুজ। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনলেও  সবুজ আলীকে পাওয়া যাচ্ছিলনা। পরে বাঘা উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল এসে পুকুর থেকে মৃত অবস্থায় তাঁকে উদ্ধার করে।
    এ বিষয়ে সবুজ আলীর ছোট ভাই পারভেজ আলী বলেন, সবুজকে দীর্ঘদিন শিকল দিয়ে বেধে রাখা হয়েছিল। তাঁর মাথায় সমস্যা ছিল। এধরণের ঘটনা ঘটবে জানতে পারিনি।
    এ বিষয়ে আড়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঝিনা গ্রামের মেম্বার মাসুদ রানা বলেন, সবুজ আলী একজন পাগল। তাঁকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
  • রায়পুরে চেয়ারকোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আরিফ হোসেনের মৃত্যু। 

    রায়পুরে চেয়ারকোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আরিফ হোসেনের মৃত্যু। 

    লক্ষ্মীপুরের রায়পুরে চেয়ারকোচ ঢাকা এক্সপ্রেসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোঃ আরিফ হোসেন (২৩) মৃত্যু হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের রবিদাস পুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহত আরিফ রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামের মুন্নার ছেলে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আরিফ লক্ষ্মীপুর থেকে রায়পুর দিকে যাচ্ছিল। ঘটনাস্থল পৌঁছলে রায়পুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা এক্সপ্রেসের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে আরিফ মোটরসাইকেল নিয়ে চলন্ত ট্রাকের নিচে গিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।

    রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া পূর্বপশ্চিমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করি ও ঘাতক বাসটি আটক করি। হাসপাতালে নিলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

  • নির্বাচনের আগের রাতে এক মেম্বার প্রার্থীর মৃত্যু।

    নির্বাচনের আগের রাতে এক মেম্বার প্রার্থীর মৃত্যু।

    চট্টগ্রামে ভোট শুরুর আগের রাতেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক মেম্বার প্রার্থীর মৃত্যু হয়েছে। তার নাম আজিজুল হক বাবুল। তিনি আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া ৮ নম্বর ওয়ার্ডে তালা প্রতীক নিয়ে নির্বাচন করছিলেন।

    মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত ১১টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজিজুল হক বাবুলের মৃত্যু হয়। আনোয়ারা উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার খালেদ আমার জমিন কে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, বটতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আজিজুল হক বাবুল নামে এক ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে। তবে ওই ওয়ার্ডে নির্বাচন যথা নিয়মে চলছে। মৃত ব্যক্তি নির্বাচিত হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এই ওয়ার্ডটিতে আরও পাঁচজন মেম্বার পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুল হক রাত ১০টা পর্যন্ত নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন। রাতে বাড়ি ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে ১১টার দিকে তাকে আনোয়ারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    উল্লেখ,পঞ্চম ধাপে আজ বুধবার (৫ জানুয়ারি২২) চট্টগ্রামের বোয়ালখালী, আনোয়ারা ও চন্দনাইশ উপজেলার ২৪টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। শীতের তীব্রতা থাকলেও সকাল ৮টা থেকে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।