Tag: মানববন্ধন

  • রামপালে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

    রামপালে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে বাঁশতলী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মাসুম শেখ’র নামে মিথ্যা,ভিত্তিহীন,বানোয়াট,ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবীতে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

    ২ডিসেম্বর সকাল ১১ টায় রামপাল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যেগে ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন’র সভাপতিত্বে ও রামপাল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ চয়ন মন্ডল’র সঞ্চালনায় রামপাল থানার সম্মুখে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।

    মানববন্ধন শেষে জেলা পুলিশ সুপার বরাবর এ ষড়যন্ত্র ও বানোয়াট মামলা প্রত্যাহারের জন্য স্মারক লিপি প্রদান করা হয়। স্মারক লিপি প্রদান শেষে রামপাল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রধান কার্যালয়ের দুপুর ১২ টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    সংবাদ সম্মেলনে তারা জানান যে, ১৬ নভেম্বর সন্ধায় রামপাল উপজেলার বিএনপি’র উচ্ছৃংখল নেতা কর্মীরা রাষ্ট্র ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে নিয়ে কটুক্তি মূলক বক্তব্য প্রদান করলে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় জন সাধারণকে সাথে নিয়ে প্রতিবাদ জানাতে যায়। কিন্তু আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ঘটনা স্থলে পৌঁছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বি.এনপির নেতা কর্মীরা অতর্কীত হামলা শুরু করে।

    স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলে মিলে তাদের নিবৃত করে এবং সেখানে শান্তিপূর্ন পরিবেশ বজায় থাকে। কিন্তু পরবর্তীতে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট এবং দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বি.এন.পি নেতাকর্মীদের প্ররোচনায় সফিকুল ইসলাম সোহাগ এক ইউপি সদস্য বাঁশতলী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মাসুম শেখ’র নামে ষড়যন্ত্র মূলক মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে।

    সংবাদ সম্মেলনে আরো জানানো হয় যে,মামলার আসামি মোঃ মাসুম শেখ ঐ ঘটনার সময় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র চাচী বেগম রাজিয়া নাসের’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এ ঘটনায় তার কোন সম্পৃক্ততা নেই-যা সরেজমিনে তদন্ত করলে জানা যাবে।

    উল্লেখ্য বাঁশতলী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সফিকুল ইসলাম সোহাগ ২০ নভেম্বর ২০২১ মাসুম শেখ সহ তার আপন দুই ভাই মারুফ শেখ ও মোস্তাফিজ শেখ’র বিরুদ্ধে রামপাল থানায় মামলা দায়ের করেছিলেন।

    মানববন্ধন,স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ,শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম,ইউপি সদস্য শিকদার জিয়াউর রহমান,মোঃ সরোয়ার, মোহাম্মদ ইমরান শেখ,মুহিতুল ইসলাম,বাগেরহাট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজু,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকার সিদ্দিক,খুলনা জেলা ছাত্রলীগের সদস্য শেখ মুহিদুল ইসলাম রনি,রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী সহ উপজেলার সকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • পীরগঞ্জে স্কুল ছাত্রী আত্যহত্যার প্ররোচনাকারী মিরাজকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন।

    পীরগঞ্জে স্কুল ছাত্রী আত্যহত্যার প্ররোচনাকারী মিরাজকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন।

    আসাদুজ্জামান,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে উত্যক্ত ও ব্লাকমেইল করে হত্যার প্ররোচনার অভিযোগে মিরাজ হাসান নামে এক বখাটেকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে স্কুল শিক্ষার্থীরা।

    মঙ্গলবার বিকালে উপজেলার পীরগঞ্জ টু ঠাকুরগাঁও মহাসড়কের লোহাগাড়া বাজারে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন নিহত নুসরাত জাহান পায়েলের বাবা নূর ইসলাম,সহপাঠি বিথী আক্তার,বর্ষা আক্তার,আদ্রিতা সহ অন্যরা।
    মানববন্ধন চলাকালে বক্তারা বলেন,বখাটে মিরাজ প্রায় সময় নুসরাত জাহান পায়েলকে উত্যক্ত করতো,মারমিট করতো,ব্লাক মেইল করে আপত্তিকর ছবি ও ভিডিও ইনটারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিতো।

    এ ব্যাপারে স্থানীয় ভাবে সালিশ মিংসাও বসে। বক্তারা আরো বলেন ওই বখাটেকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।

    পায়েলের বাবা নূর ইসলাম বলেন, ওই বখাটে মিরাজ প্রায় সময় আমার মেয়েকে উত্যক্ত করতো, তিনি তার মেয়ের হত্যার প্ররোচনাকারী মিরাজকে অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

    উল্লেখ্য, গত ২০ নভেম্বর লোহাগাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান পায়েল ওই বখাটের অপমান সহ্য করতে না পেরে গলায় রশি দিয়ে আত্ন হত্যা করে। মৃত্যুর আগে তার হাতের লিখা চিঠিতে এ সব কথা লিখে যান ওই ছাত্রী এবং তার সহপাঠিদের কাছে বিষয়টি শেয়ার করেন।

    এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানান বিষয়টি নিয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে ।

  • তাড়াশে পৌর আওয়ামীলীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

    তাড়াশে পৌর আওয়ামীলীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

    তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পৌর আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর বুধবার সকালে তাড়াশ ডিগ্রী কলেজের সামনে পৌর আওয়ামীলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক,র সভাপতিত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়।

    গত  ১৫ নভেম্বর ২০২১ তারিখে  দৈনিক কলম সৈনিক , দোলন চাপা  ও আজকের জনবানী পত্রিকায় তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত কুমার কর্মকারের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও তার রাজনীতি প্রেক্ষাপট বিলুপ্ত করার জন্য  হিংসাত্মক ভাবে অপ প্রচার করে যে নিউজ প্রকাশ করা হয়েছে তার বিরুদ্ধে  এ মানববন্ধন ও প্রতিবাদ সভাবেশ করা হয়।

    এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে  উপজেলা  আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগসহ ৮টি ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা প্রতিবাদী মিছিল নিয়ে  এ কর্মসূচিতে অংশ গ্রহন করে।

    এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক কমিটির সদস্যবৃন্দ, আওয়ামী যুবলীগের সভাপতি  ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ, তালম ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান,মাগুড়া বিনোদ ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল,দেশীগ্রাম ইউনিয়ন আ’লীগের সভাপতি জ্ঞানেন্দ্রনাথ,সগুনা ইউনিয়ন আ’লীগের সভাপতি এফ করিব চৌধুরী, নওগাঁ ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক মোফাজ্জাল হোসেন,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র সাধারণ সম্পাদক জর্জিয়াস মিলন রুবেল,ছাত্রলীগের সভাপতি হাসান ইকবাল রুবেল,পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম আতিকসহ অনেকে।

  • নাগরপুরে ঠিকাদার ও সাংবাদিকদের শাস্তির দাবিতে মানববন্ধন।

    নাগরপুরে ঠিকাদার ও সাংবাদিকদের শাস্তির দাবিতে মানববন্ধন।

    স্টাফ রিপোর্টারঃ টাংগাইলের নাগরপুরে ৬১ নং বাউসাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর এর বিরুদ্ধে অসত্য ও মানহানিকর সংবাদ প্রকাশের সাথে জড়িত সাংবাদিকদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার(৪ নভেম্বর), উপজেলা চত্বরে বাউসাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী,ছাত্রছাত্রী,অভিভাবক এবং এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।

    এ সময় এলাকাবাসীর পক্ষে বাপ্পি বলেন,অত্র প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর নির্মানে ঠিকাদার কোহিনূর নিম্নমানের সিমেন্ট ব্যবহার করে ওয়ালের ইটের গাথুনীর কাজ করে।আমরা চাই ভাল মানের সামগ্রী দিয়ে ওয়ালের নির্মাণ কাজ হোক।

    অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুক্তা আক্তার বক্তব্যে বলেন,শুরু থেকেই ঠিকাদার কোহিনূর নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুলের সীমানা প্রাচীরের কাজ করে। আমরা ভালভাবে কাজ করার কথা বললেও ঠিকাদার আমাদের কথার কোন কর্ণপাত করে না।এছাড়া আমার স্কুল মামুদনগর ইউনিয়নে অবস্থিত।কতিপয় সাংবাদিক লিখেছে সহবতপুর ইউনিয়নে।এছাড়া তারা প্রকৃত ঘটনা উল্লেখ না করে অত্র প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে অসত্য ও বানোয়াট সংবাদ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, জাতীয় দৈনিক পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে তার মানহানি ঘটায়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত ভাল মানের নির্মান সামগ্রী ব্যবহার করে স্কুলের সীমানা প্রাচীর নির্মান কাজ শেষ করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

    এ সময় অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর বক্তব্যে বলেন,আমি এ প্রতিষ্ঠানের সভাপতি ও জনপ্রতিনিধি হিসেবে নিম্নমানের সামগ্রী দিয়ে ওয়ালের কাজ করার প্রতিবাদ করলে ঠিকাদার কোহিনূর আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ আনে।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।আমি ঐ ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া যেসব সাংবাদিক আমার বিরুদ্ধে অসত্য ও বানোয়াট সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে তাদের শাস্তি দাবি করছি।

    এ মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন,উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি তারিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ছাত্রছাত্রীবৃন্দ ও এলাকাবাসী।

    মানববন্ধন শেষে একটি স্মারক লিপি উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান করা হয়।

  • ওসমানীনগরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের দাবীতে মানববন্ধন।

    ওসমানীনগরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের দাবীতে মানববন্ধন।

    ওসমানীনগর প্রতিনিধিঃ রাজনৈতিক দলের কমিটিতে এক তৃতীয়াংশ নারী সম্পৃক্তকরণ ও দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নারী উন্নয়ন ফোরামের সহযোগিতায় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প ফেইজ-৩ এর উদ্যোগে ১ নভেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধন শেষে উপজেলার রাজনৈতিক দায়িত্বশীল নেতাদের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।

    উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরীর সভাপতিত্বে ও অপরাজিতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শিউলী আক্তারের পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের কোষাধ্যক্ষ আলেয়া বেগম প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক দলসহ সর্বক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে নারীর সম্পৃক্তার পাশাপাশি সকল পর্যায়ের কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে নারীদের অন্তর্ভুক্তিকরণ ও স্থানীয় সরকারের অধিনস্থ সকল নির্বাচনে এক-তৃতীয়াংশ নারীকে মনোনয়নের ব্যবস্থা করতে হবে।

    সকল পর্যায়ে নারীদের কেবল মাত্র প্রতিকী অংশগ্রহণ না দেখিয়ে কার্যকর অংশ গ্রহণ নিশ্চিতের দাবি জানানো হয়।এছাড়া ইসির প্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ (সংশোধন-২০০৯) অনুচ্ছেদ ৯০বি-অনুযায়ী সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩% নারীর প্রতিনিধিত্ব দ্রুত বাস্থাবায়নের আহ্বান জানানো হয়েছে।

  • তাড়াশে ভূমিদস্যুদের বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন।

    তাড়াশে ভূমিদস্যুদের বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন।

    তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ভুমিহীনদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তাড়াশ উপজেলার বিনসাড়া গ্রামে জামাতের সুরার সাথী মোঃ আব্দুল গফুর মোল্লার বিরুদ্ধে এই মানববন্ধনে কৃষক আবু হানিফ বলেন, গফুর মোল্লার ছেলে আব্দুল মাজেদ ছাত্রশিবিরের সভাপতি, নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অফিসে গিয়ে সুকৌশলে ভুমিহীনদের ১২ বিঘা খাসজমি নিজের নাম সহ বিভিন্ন নামে কবুলিয়ত দলিল করে নিয়েছে। এবং এর সাথে আমার ১০ কাঠা সম্পত্তি জবরদখল করে নিয়েছে।
    আমি প্রতিবাদ করতে গেলে আমার বিরুদ্ধে একে একে   আটটি মামলা করে আমাকে সর্বশান্ত করেছে। মাজেদা খাতুন মোজাম্মেল হক ও ইসহাক আলী কান্নাকাটি করে বলেন আমাদের বাপ দাদারা এই জমিতে চাষাবাদ করতো, তা থেকে আমরা বঞ্চিত।
    মানববন্ধনে শতাধিক ভুমিহীন দাবি করেনএই সম্পত্তি  সরজমিনে তদন্ত করে প্রকৃত অসহায় ভুমিহীনদের মাঝে বন্টনের জন্য সরকারের কাছে দাবি জনান।
    এ বিষয়ে সহকারিকমশনার ভুমি বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
  • সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়ী-মন্দির ভাংচুরের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন।

    সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়ী-মন্দির ভাংচুরের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন।

    ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: বিবাদ নয়, সহায়তা; বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ রামকৃষ্ণ মিশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরের ফুলবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়ি মন্দির ভাঙচুরের সাথে জড়িতদের শাস্তির দাবীতে ঘন্টাব্যাপি মানববন্ধন পালিত হয়েছে।

    ২২ অক্টোবর শুক্রবার সকাল ১১ টায় পৌর শহরের সুজাপুর এলাকায় রামকৃষ্ণ সেবাশ্রম কমিটির উদ্যোগে ফুলবাড়ী-মাদিলাহাট সড়কে পার্শ্বে দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশন বাংলাদেশ ফুলবাড়ী শাখার আয়োজনে এই মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।

    মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রম কমিটির সভাপতি সুজাপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী,সাবেক সভাপতি সমরেন্দ সরকার, সহ-সভাপতি প্রবীর সাহা,সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী,মনোরঞ্জনসহ উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি-সম্পাদক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

    এসময় বক্তারা সারা দেশের হিন্দুদের মন্দির-ঘরবাড়ী ভাংচুর,লুটপাট,অগ্নিসংযোগসহ নিরীহ হিন্দুদের হত্যা বন্ধ সহ দোষীদের শাস্তির দাবী জানান তারা।

  • প্রতিমা ও মন্দির ভাংচুরের প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা।

    প্রতিমা ও মন্দির ভাংচুরের প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা।

    স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ও মন্দির ভাংচুর,অগ্নি সংযোগ এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উল্লাপাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা পূজা উদযাপন কমিটি এ প্রতিবাদ সভার আয়োজন করেন।

    আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু গৌতম কুমার দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবলু কুমার ভৌমিক, সহ-সভাপতি সুজিত কুমার ঘোষ, শিক্ষক দুলাল কুমার দত্ত, গণেশ কুমার দত্ত ও গৌর হরি পাল প্রমুখ।

    প্রতিবাদ সভায় বক্তরা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্ঠান সকল সম্প্রদায়ের মানুষ অম্প্রদায়িক চেতনায় বেড়ে ওঠে এবং সম্প্রতি ও সৌহার্দ নিয়ে একই সমাজে বসবাস করে। এক শ্রেণীর ধর্মান্ধ মানুষ অসাম্প্রদায়িক চেতনাকে নষ্ট করার জন্য দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ও মন্দির ভাংচুর, অগ্নি সংযোগের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। যে কোন মুল্যে তাদের প্রতিহত করে একটি সুন্দর সমাজ বিনির্মাণের আহবান জানান প্রতিবাদ সভায় বক্তারা।

  • কুড়িগ্রামে মেধাবী ছাত্রী তানিয়া হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন।

    কুড়িগ্রামে মেধাবী ছাত্রী তানিয়া হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন।

    রোকন মিয়া,কুড়িগ্রামঃ কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর ৭ম পর্বের সিভিল টেকনালজির মেধাবী ছাত্রী তানিয়া আক্তার তুলির হত্যাকারীর বিচারের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানব বন্ধনে এলাকাবাসী, সহপাঠিসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

    মানব বন্ধনে বক্তারা বলেন, গত ৩০ সেপ্টেম্বর জেলার রাজারহাট উপজেলার টগরাই হাট এলাকায় ঘুরতে গিয়ে তানিয়া আক্তারকে অটোরিকসা থেকে ধাক্কা মেরে ফেলে দেয় তার বখাটে প্রেমিক সোহাগ। এতে সে গুরুতর আহত হয়ে ৮দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৭ অক্টোবর মৃত্যু বরণ করে। এ ঘটনায় রাজারহাট থানায় মামলা হলেও অভিযুক্ত সোহাগকে গ্রেফতার করতে পারেন পুলিশ। অবিলম্বে তানিয়া হত্যাকারী আসামীকে গ্রেফতার করে দৃষ্টাÍমূলক শাস্তির দাবী জানান বক্তারা।

    উল্লখ্য, কুড়িগ্রাম পৌর শহরের পাঠান পাড়া এলাকার মোঃ: তৈয়ব আলীর মেয়ে ও কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সষ্টিটিউটের ছাত্রী মোছা: তানিয়া আক্তার (তুলি) সাথে প্রেমের সম্পর্ক চলে আসছিল একই এলাকার আব্দুল হাকিমের ছেলে সোহাগের। গত ৩০ সেপ্টেম্বর তানিয়া আক্তারকে ঘুরতে নিয়ে যায় বখাটে প্রেমিক সোহাগ। এর এক পর্যায়ে গিয়ে রাজারহাটের টগরাই হাট এলাকায় একটি ব্রীজের উপর অটোরিকসা থেকে তানিয়াকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পালিয় যায় সোহাগ।

    এতে মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় নাক-কান দিয়ে রক্ত বেরিয়ে আসে তানিয়ার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে ৮দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তানিয়ার।

    এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর তানিয়ার বাবা মোঃ তৈয়ব আলী বাদী হয়ে রাজারহাট থানায় সোহাগকে আসামী করে মামলা দায়ের করেন।

    এ ব্যাপার রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার জানান, আসামী ধরতে জোর তৎপরতা চলছিল। পরে জানতে পারলাম যে তানিয়া হত্যা মামলার আসামী রবিবার (১০ অক্টোবর) আদালতে আত্মসমর্পণ করেছে। আসামী এখন জেল হাজতে রয়েছে।

     

     

  • ছাতকে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

    ছাতকে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

    ফজল উদ্দিন,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
    সুনামগঞ্জের ছাতক উপজেলার সহকারী শিক্ষক কবির আহমদ ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরমুজ আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সর্বদলীয় প্রাথমিক শিক্ষক ঐক্য ফোরামের ছাতকের উদ্যোগে রবিবার ৩ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।

    মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শিক্ষক আশিকুর রহমান, মোনায়েম খাঁন, মাওলানা ফিরোজ আহমদ,গোবিন্দ মোহন সরকার, জয়নাল আবেদীন, হেলালুল ইসলাম, মাওলানা শামছুল ইসলাম, মোস্তাক আহমদ, মমিনুর রহমান, নিত্য রঞ্জন দাস, নুরুল ইসলাম, মানিক মিয়া, মুজিবুর রহমান, আবুল খয়ের মো. ইকবাল, আবু সাঈদ মাহমুদ, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা সালেহ আহমদ কবির, ভাসবী চৌধুরি লিলি, সুলতানা জাহান, জুলহাস উদ্দিন, হুশমত আলী, দুলন কুমার তরফদার, প্রনব দাস মিন্টু, মাওলানা ইমাদ উদ্দিন মানিক, মাওলানা আমিরুল ইসলাম, আনোয়ার হোসেন, রুহুল ইসলাম পলাশ, নিজাম উদ্দিন, আবু সালেহ নোমান, রেজ্জাদ আহমদ, এএসএম ইমলাম উদ্দিন, মুহাম্মদ রুহুল আমিন প্রমূখ।

     

    শিক্ষকদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে প্রথমেই বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম মিঞা, সহকারী শিক্ষা কর্মকর্তা শুভাষ চক্রবর্তী।

    এ সময় বক্তারা বলেন,কবির আহমদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও মূল আসামীরা এখনও পুলিশের ধরা-ছোয়ার বাহিরে রয়েছে। এদিকে, গত ৩০ সেপ্টেম্বর ক্ষেতের জমি থেকে ঘাস কাটার জের ধরে প্রতিপক্ষের লোকজন জাউয়াবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরমুজ আলীর উপর হামলা চালিয়ে তাকে আহত করে। পৃথক দুটি ঘটনা তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।

    উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর বিকেলে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুই জনের ঝগড়া থামাতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন শিক্ষক কবির আহমদ। তিনি সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আহত শিক্ষক কবির আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

    মানববন্ধ শেষে শিক্ষক নেতারা হমালাকারীদের বিরুদ্ধে গ্রেফতার পূর্বক শাস্তিমূলক ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।