Tag: মানববন্ধন

  • চাকরি জাতীয়করণসহ ৮ দফা দাবীতে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন।

    চাকরি জাতীয়করণসহ ৮ দফা দাবীতে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন।

    চাকরি জাতীয়করণসহ ৮ দফা দাবীতে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন।


    চাকরি জাতীয়করণসহ ৮ আট দফা দাবি বাস্তবায়নে লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

    বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট এই আয়োজন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দের কাছে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনের নেতারা।

    সংগঠনের জেলা সভাপতি মাওলানা আবদুর রহিমের সভাপতিত্বে এই সময় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক ছাইফ উল্লাহ হেলাল, শিক্ষক নেতা মাওলানা আবদুর রব, মাওলানা মাকছুদুর রহমান, মাওলানা মোতালেব, ইসমাইল হোসেন ও রেহানা আক্তার প্রমুখ।

    এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পরেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো জাতীয়করণ হচ্ছে না। যুগের পর যুগ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা অবহেলিত। মাদরাসায় পড়ে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত পড়ার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীর। সরকার শিক্ষার্থীদের কোটি কোটি টাকার বইও দিচ্ছে। কিন্তু তাদের যারা পড়াচ্ছেন, সেই শিক্ষকরা অনাহারা অর্ধাহারে জীবনযাপন করছেন। অবিলম্বে চাকরি জাতীয়করণ ও ৮আট দফা দাবি বাস্তবায়ন না করলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানানো হয়

  • ফরিদ ও আশিক হত্যাকারীদের দৃষ্টান্তমুল শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন।

    ফরিদ ও আশিক হত্যাকারীদের দৃষ্টান্তমুল শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন।

    সিলেটের কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী বড়খেওড় গ্রামে গত ৩১ জানুয়ারি দিনে দুপুরে মুখোশপরা দুর্বৃত্তদের হাতে নির্মম ভামে নিহত ফরিদ উদ্দিন হত্যাকান্ডের ঘটনায় কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার রাতে নিহত ফরিদ উদ্দিনের পিতা রফিক উদ্দিন বাদী হয়ে ৭জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।

    থানার মামলা নং-৩, তাং-২/২/২২ইং। তবে এ লৌহমর্ষক হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম। তিনি বলেন, মামলা আসামীদের গ্রেফতার করতে পুলিশ সহ অন্যান্য আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা সবধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে প্রকাশ্যে নিমর্ম ভাবে হত্যাকান্ডের শিকার ফরিদ উদ্দিনের খুনিদের এবং সম্প্রতি সময়ে লক্ষীপ্রসাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় হামলার শিকার সাংবাদিক আব্দুর রব, কলেজ শিক্ষার্থী আশিক উদ্দিন মামলার আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় স্থানীয় মমতাজগঞ্জ সুরতুননেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এলাকায় একের পর এক সন্ত্রাসী ও অপরাধ মূলক কর্মকান্ড সংঘটিত হচ্ছে। কিন্তু অপরাধীরা গ্রেফতার না হওয়ায় এধরনের ঘটনা বার বার ঘটছে। যার কারনে সাধারন মানুষ একধরনের নিরাপত্তাহীনতায় ভোগছেন।

    এসব অপরাধ মূলক কান্ডের মদদদাতা, পৃষ্টপোষক ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান তারা। বক্তারা বলে, সর্ব শেষ গত ৩১ জানুয়ারি সন্ত্রাসীরা পৈশাচিক কায়দায় দুথপা বিচ্ছিন্ন করে নৃশংস ভাবে হত্যার শিকার ফরিদ উদ্দিনের খুনিদের দ্রুত গ্রেফতার করে এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য আইন-শৃংখলা বাহিনীর প্রতি আহ্বান জানান। সেই সাথে সম্প্রতি সময়ে হামলাকারীদের হাতে পৃথক ভাবে নিহত নজরুল ইসলাম নজু, গুরুতর আহত স্থানীয় সাংবাদিক আব্দুর রব ও কানাইঘাট সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী আশিক উদ্দিনের মামলার আসামীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান বক্তারা।

    সমাজসেবী আলা উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও আজিজুল আম্বিয়ার পরিচালনায় প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদের সদস্য আলমাছ উদ্দিন, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির বর্তমান চেয়ারম্যান ডাঃ ফয়েজ উদ্দিন, নবনিবার্চিত চেয়ারম্যান তমিজ উদ্দিন, নিহতের পিতা রফিক উদ্দিন, সেলিম চৌধুরী, সাবেক ছাত্রনেতা তারেক হাসান চৌধুরী, ইউপি সদস্য ফখরুল ইসলাম, নুরুল ইসলাম, মাওলানা মারুফ আহমদ সহ অর্ধশতাধিক ব্যক্তিবর্গ।

  • লক্ষ্মীপুরে ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগে প্রধান শিক্ষকের বহিস্কার দাবিতে মানববন্ধন। 

    লক্ষ্মীপুরে ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগে প্রধান শিক্ষকের বহিস্কার দাবিতে মানববন্ধন। 

    লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রীকে যৌন নিপিড়নের প্রতিবাদে প্রধান শিক্ষকের বহিস্কার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩তিন ফেব্রুয়ারি) দুপুরে রায়পুর উপজেলা পরিষদের সামনে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা ঘন্টাব্যাপী এই আয়োজন করে। একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপিও দেয় শিক্ষার্থীরা।

    শিক্ষার্থীরা ও অভিভাবকরা জানায়, দীর্ঘদিন থেকে রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের ধারা অনেক ছাত্রী যৌন নিপিড়নের শিকার হয়েছে। সম্প্রতি নবম ও দশম শ্রেণির একাধিক ছাত্রীকে তিনি মোবাইলে ও ফেসবুকের মাধ্যমে অশ্লীল কথাবার্তা বলেন। যার স্ক্রীন শট সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। শিক্ষকের যৌন নিপিড়নের সুষ্ঠু বিচার, বহিষ্কার ও শাস্তি দাবী জানান তারা।

    বক্তব্য জানতে প্রধান শিক্ষক আবদুর রহিমের মুঠোফোনে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল হায়দার বাবুল পাঠান বলেন, যৌন নিপিড়নের বিষয়ে কেউ অভিযোগ করেনি। মানববন্ধনে অংশ নেওয়া কেউ শিক্ষার্থী নয়। কোন ছাত্রী অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সাইফুল হক বলেন, মানববন্ধন ও অভিযোগের বিষয়টি আমরা জেনেছি। এই ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এই ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • দেওয়ানগঞ্জে ইউপি নির্বাচন স্থগিতের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।

    দেওয়ানগঞ্জে ইউপি নির্বাচন স্থগিতের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।

    আজ বুধবার ২ফেব্রুয়ারি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী। এতে অংশনেন সকল পদের প্রার্থী গণ সহ এলাকার হাজার হাজার জনগণ।
    জানা যায়, গত ৩১ জানুয়ারী ষষ্ঠ ধাপ ইউপি নির্বাচনে ৩নং পাররামরামপুর ইউনিয়নে নির্বাচনের কথা ছিলো। এর ধারাবাহিকতায় নির্বাচনের সকল কার্যক্রম চালিয়ে যায় সকল পদের প্রার্থীগণ। এতে চাঞ্চল্যকর পরিবেশে প্রস্তুত ছিলো সাধারণ ভোটার গণ। ভোট গ্রহণের যাবতীয় কার্যক্রম সম্পন্নের প্রস্তুতি নিচ্ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার। সকল কার্যক্রম ছিলো যথারীতি প্রস্তুত। ৩০ জানুয়ারী রাত ৭টায় আদালতের নির্দেশক্রমে নির্বাচন স্থগিত করেন উপজেলা নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার দেওয়ানগঞ্জ। এতে সাধারণ ভোটারদের মাঝে শুরু হয় নানান জল্পনা-কল্পনা আর সমালোচনা। ইউনিয়নের সকল প্রার্থী ও জনগণ স্থগিত নির্বাচনের প্রতিবাদে ও দ্রুত পুনঃনির্বাচনের দাবিতে মানববন্ধন করেন। এতে বক্তব্য রাখেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সেলিম মিয়া, সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু তালেব, সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী করিফুল বেগম ও নুরানি বেগম সহ সাধারন মেম্বার প্রার্থীগণ।
    বক্তাগণ ভিন্ন ভিন্ন বক্তব্যের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পাররারামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার করে পুনঃ নির্বাচন দিয়ে জনগণের পছন্দসই প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ চান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
  • মোংলায় সুপেয় পানি ও জলবায়ু ন্যায্যতার দাবীতে মানববন্ধন।

    মোংলায় সুপেয় পানি ও জলবায়ু ন্যায্যতার দাবীতে মানববন্ধন।

    জলবায়ু ন্যায্যতা ও সুপেয় পানির নিশ্চয়তার দাবীতে বুধবার (১৯ জানুয়ারি) সকালে মোংলার দক্ষিণ কাইনমারি পশুর নদীর পাড়ের অধিবাসীদের অংশগ্রহণে বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম, পশুর রিভার ওয়াটারকিপার,সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী’র সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    বুধবার সকাল ১১ টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার এবং বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সংগঠক মো. নূর আলম শেখ। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরবন রক্ষা আন্দোলনের নেত্রী পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার কমলা সরকার, মোংলা জেলে সমিতির সাধারণ সম্পাদক নেতা আব্দুর রশিদ হাওলাদার, বাপা নেতা নদীকর্মী হাসিব সরদার, বাদাবন সংঘ’র রাকেশ সানা, সুন্দরবন রক্ষা আন্দোলনের নেত্রী চন্দ্রিকা মন্ডল, শিউলি স্বর্ণকার, স্বপ্না খান প্রমূখ।

    সমাবেশে বক্তারা বলেন আমাদের চারপাশে পানি থৈ থৈ করলেও খাবার পানি নেই। নিরাপদ পানির গভীর সংকটে আমরা নিমজ্জিত। নিরাপদ পানির অভাবে নদীর এবং পুকুরের লবণাক্ত পানি পানি পান করে পশুর নদীর পাড়ের মানুষেরা নানাবিধ পানিবাহিত রোগে আক্রান্ত। বিশেষ করে নারীরা সুপেয় পানির অভাবে নানাবিধ শারিরীক সমস্যায় ভুগছে।

    জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে ফলে লবণাক্ততা বৃদ্ধি,নদী ভাঙ্গন,কৃষিসহ সুন্দরবনের জীববৈচিত্র হুমকিতে।

    বক্তারা জীবাশ্ম জালানি থেকে বাংলাদেশসহ বিশ্ব বাসীকে সরে এসে নবায়িত জালানী শক্তি গ্রহণের আহ্বান জানান। বক্তারা জলবায়ু ক্ষতিগ্রস্থ অঞ্চল হিসেবে বাংলাদেশের জন্য বিশ্ব বাসীর কাছে ক্ষতিপূরণ এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার জোর দাবী জানান ।

  • সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর বিচারের দাবীতে শোকর‍্যালীও মানববন্ধন।

    সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর বিচারের দাবীতে শোকর‍্যালীও মানববন্ধন।

    রাজশাহীর তানোরে সানশাইন কিন্ডার গার্টেনের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী শাহরুক জাহান মুয়াজ সড়ক দুর্ঘটনায় নিহত ঘটনায় দ্রুত বিচার, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন, নিহতের আত্মার মাগফেরাত কামনা শোকর‍্যালী ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

    জানা গেছে, ১৩ জানুয়ারী বৃহস্প্রতিবার সানশাইন কিন্ডার গার্টেনের উদ্যোগে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ, দ্রুত বিচার, নিহতের বিদেহী আত্তার মাগফেরাত কামনা, শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনে শোকর‍্যালী ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

    প্রসঙ্গত, গত ১০ জানুয়ারী সোমবার শেষ বিকেলে থানা মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহরুখ জাহান মুয়াজ (১১) নিহত হয়। নিহত মুয়াজ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর গ্রামের শাজাহান আলীর পুত্র। শাজাহান আলী ইউএসডিও সংস্থার তানোর শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন।

    প্রত্যক্ষদর্শীরা এদিন শিশুটি সাইকেল নিয়ে উপজেলার দিকে যাবার সময় জনৈক উত্তম কুমার (মুহুরী)নামের এক মোটরসাইকেল আরোহীর ধাক্কায় বিপরীত দিক থেকে ছেড়ে আশা ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনা স্থলেই মারা যায়।

    এবিষয়ে তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তিনি বলেন, ট্রাক জব্দ এবং চালক ইসমাইল ও হেলপার তারেক আলীকে আটক করা হয়েছে, মামলা তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • শিক্ষককে হত্যার চেষ্টা;প্রতিবাদে মানববন্ধন।

    শিক্ষককে হত্যার চেষ্টা;প্রতিবাদে মানববন্ধন।

    সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলামকে হত্যার চেষ্টা করেছে এমন অভিযোগ উঠেছে একই স্কুলের ক্রিড়া শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ করেছে ভূক্তভূগি শিক্ষকের পরিবার।অভিযুক্ত ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলামের শাস্তির দাবিতে স্কুল মাঠে মানববন্ধন করেছে স্থানীয়রা।

    শনিবার (৮ জানুয়ারি) সকাল সোয়া ১০ টার সময় উল্লেখিত স্কুল মাঠে গ্রামের আংশিক ও ভুক্তভোগীর স্বজনের মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধন থেকে অভিযুক্ত শিক্ষক সাইফুল ইসলামকে চাকরি থেকে অব্যাহতিসহ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

    ঘটনাসূত্রে জানা যায় গত ৫ জানুয়ারি সহকারি শিক্ষক সাইফুল ইসলাম স্কুলের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করেন এবং তার ভাউচারটি প্রধান শিক্ষকের কাছে জমা দেন।কিন্তু ভাওচারে উল্লেখ করা ব্যয় প্রধান শিক্ষক সন্দহের বসভূত হয়ে দোকান গুলোতে খোঁজ নিয়ে জানতে পারেন ভাওচারে ব্যয় বেশি ধরা হয়েছে।বিষয়টি নিয়ে স্কুলের অন্যান্য শিক্ষকদের সাথে আলোচনা করেন প্রধান শিক্ষক।

    সমালোচনার বিষয়টি ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম জানতে পেরে প্রথমে ক্ষিপ্ত হয়,কথা কাটাকাটির এক পর্যায়ে চড়াও হয়ে প্রধান শিক্ষককে চড় থাপ্পড় দেন বলে একাধিক সূত্রে জানা গেছে। বিষয়টিকে হত্যার চেষ্টার অভিযোগ এনে প্রধান শিক্ষকের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন।

    গ্রামের সচেতন মহল ও সাবেক শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন বিষয়টি নিয়ে শিক্ষকমহাদ্বয়গণ কাঁদা ছড়াছড়ি না করে সুষ্ঠু বিচারের মাধ্যমে নিঃষ্পত্তি করে নিলে উভয় পক্ষের জন্য মঙ্গল জনক হবে। শিক্ষকতা মহান পেশা তাদের মধ্যে এমন ঘটনা উদ্বেকের বিষয় বলে নিন্দা জ্ঞাপন করেছেন তারা। শিক্ষক সাইফুল ইসলামের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

    কামারখন্দ থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ হাবিবুল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান,প্রধান শিক্ষক রাশিদুল ইসলামকে হত্যা চেষ্টা করা হয়েছি মর্মে রহিমা খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে বর্তমানে বিবাদীকে আটকের জোড় চেষ্টা করা হচ্ছে।

  • সাংবাদিক সোহেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও সমাবেশ।

    সাংবাদিক সোহেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও সমাবেশ।

    শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের ডাক পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি ইমাম হোসেন সোহেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গণমাধ্যম কর্মীরা। শ্রীমঙ্গল প্রেসক্লাব ও শ্রীমঙ্গল  উপজেলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে শুক্রবার (৭ জানুয়ারি) বিকালে স্থানীয় চৌমোহনা চত্বরে অনুষ্ঠিত মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী।
    এ সময় বক্তব্য রাখেন,সাংবাদিক মো.কাওছার ইকবাল,দীপংকর ভট্টাচার্য্য লিটন,মুমিনুল হোসেন সোহেল,সৈয়দ আমিরুজ্জামান, সৈয়দ আবু জাফর সালাউদ্দিন,আনিসুল ইসলাম আশরাফী,কাওছার আহমদ রিয়ন,সঞ্জয় দেব,ইমন দেব চৌধুরী ও শফিকুল ইসলাম রুম্মন, নিরাপদ সড়ক চাই এর শ্রীমঙ্গল শাখার সভাপতি  আমজাদ হোসেন রনি,যুবলীগ নেতা বদরুল আলম শিপলু,অঙ্গিকার সাহিত্য ও সামাজিক সংগঠনের সারোয়ার জাহান জুয়েল,আসক ফাউন্ডেশনের সাংবাদিক আমজাদ হোসেন বাচ্চু,ইন্টারন্যাশনাল ডায়লগ এইড ফাউন্ডেশনের শ্রীমঙ্গল সভাপতি সাইদুল ইসলাম সবুজ,আলোর শক্তি সামাজিক সংগঠনের সভাপতি তসলিম আহমেদ, ইন্টারন্যাশনাল ডায়লগ এইড ফাউন্ডেশনের সভাপতি সাইদুল ইসলাম সবুজ,ব্লাডম্যান শ্রীমঙ্গলের জহির রহমান ইয়েন,আইন সহায়তা কেন্দ্র আসক ফাউনেশনের সহ-সাধারণ সম্পাদিক জনাব ইনাম উল্লাহ খাঁন,পৌর ছাত্রলীগের সাধার সম্পাদক মোঃ আবেদ হোসেন প্রমুখ।
    বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,অনলাইন প্রেসক্লাব,আসক ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই,ব্লাডম্যান শ্রীমঙ্গল,সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি,ইন্টারন্যাশনাল ডায়লগ এইড ফাউন্ডেশন,এশিয়ান জার্নালিস্ট চেরিটেবল সোসাইটি,আলোর শক্তি সামাজিক সংগঠন, অনলাইন স্কুল শ্রীমঙ্গলসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন।
    প্রতিবাদ সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর মসুদ আহমেদ৷ সাংবাদিক এম এ রকিব,  শামিম আক্তার হোসেন, চৌধুরী ভাস্কর হোম,আবুজার বাবলা,শুকুর, এলিসন সুঙ প্রমূখ উপস্থিত ছিলেন।
    গত ২ জানুয়ারি রাতে কমলগঞ্জের মুন্সীবাজারে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদের উপর সন্ত্রাসী হামলা চালায় দুষ্কৃতকারীরা। এমপি আব্দুস শহীদকে রক্ষায় এগিয়ে এলে হামলার শিকার হন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলসহ ৬ জন।
    সাংবাদিক নেতা ইমাম হোসেন সোহেলকে প্রান নাশের উদ্দেশ্যে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে সন্ত্রাসীরা। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার মাথায় ২৫টি সেলাই দেয়। বর্বরোচিত এই হামলার ক্ষত নিয়ে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
    সাংবাদিক নেতা ইমাম হোসেন সোহেলের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশ প্রশাসনের ভুমিকার সমালোচনা করে বলেন, দেখেছি প্রশাসন বিভিন্ন সময় অতি অল্প সময়ের মধ্যেই ক্লুলেস ঘটনায় জড়িত সন্দেহভাজন দোষীদের আইনের আওতায় আনতে। কিন্তু একজন নির্বাচিত ও জননন্দিত সাংসদ ও তার সফরসঙ্গী সাংবাদিক  যিনি তার পেশাগত দায়িত্ব পালন করছিলেন তাদের উপর সন্ত্রাসী হামলা হলো৷ অথচ  চিহ্নিত অপরাধীদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।
    বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বর্বরোচিত এ ঘটনায় প্রসাশন আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতা আনতে ব্যর্থ হলে সাংবাদিক সমাজও ছেড়ে কথা বলবে না। প্রয়োজনে সারাদেশের সাংবাদিকরা ঐক্যবদ্ধ  ভাবে কঠোর কর্মসূচি পালন করবে।
  • মাধবপুরে সাইফুল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন।

    মাধবপুরে সাইফুল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন।

    হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালের ল্যাব টেকনোশিয়ান মোঃ সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

    বৃহস্পতিবার সকালে উপজেলার মনতলা শাহজালাল সরকারী কলেজে মানবন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি এড.আমিনুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান এড.সুফিয়া আক্তার হেলেন,চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান আপন মিয়া,বহরা ইউ/পি চেয়ারম্যান আরিফুর রহমান, সহকারী অধ্যাপক সিদ্দীক মিয়া,আঃ রউফ মেম্বার, আহম্মদ আলী সরদার,মাধবপুর পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আতাউছ সামাদ বাবু,ছাত্রনেতা মনিরুল ইসলাম মন্টি,সহ অনেকেই। সাইফুল ইসলামকে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানান।

    এসময় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম উপস্থিত হয়ে একাত্বতা ঘোষনা করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করতে পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

  • হবিগঞ্জের মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল হত্যার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন।

    হবিগঞ্জের মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল হত্যার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন।

    নিজেস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের আধুনিক সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো,সাইফুল ইসলামকে সন্ত্রাসী বাহিনী কর্তৃক হত্যার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৯ ডিসেম্বর) উল্লাপাড়া উপজেলা মেডিকেল টেকনোলজিস্টদের আয়োজনে দুপুরে থানা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রদিপ কুমার সরকার, মো, আমিরুল ইসলাম ফারুক, মো, আজাদুল ইসলাম সবুজ, আয়ুব আলী ও মোতালেব হোসেন মুন্না প্রমুখ।

    এ সময় মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, টেকনোলজিস্ট সাইফুল ইসলামকে সন্ত্রাসী বাহিনী কর্তৃক পরিকল্পিত ভাবে হত্যা করেছে। আমরা এ হত্যার আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তিদেওয়া জোর দাবী জানাই এবং তিব্র নিন্দা প্রতিবাদ করছি। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা না, হলে আমরা আগামী দিনে কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করবো।