Tag: মানববন্ধন

  • উল্লাপাড়ায় মামলাবাজ ঘর জামাইয়ের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ।

    উল্লাপাড়ায় মামলাবাজ ঘর জামাইয়ের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ।

    উল্লাপাড়ায় মামলাবাজ ঘর জামাইয়ের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ।


    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মৈত্র বড়হর গ্রামের মামলাবাজ লম্পট ঘর জামাই আব্দুল আলীমের বিরুদ্ধে গ্রামবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেছে। রোববার দুপুরে গ্রামটিতে বিক্ষুব্ধ গ্রামবাসী আধাঘন্টা ব্যাপী এ কর্মসুচি পালন করে।

    কর্মসূচিতে সাবেক ইউপি মেম্বর শহিদুল ইসলামের সভাপতিত্বে কৃষক আবুল কালাম আজাদ, মাতব্বর হায়দার আলী, আনোয়ার হোসেন, ঠান্ডু মিয়া, গৃহবধু বন্যা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।

    বক্তারা বলেন, উল্লাপাড়া প্রত্যন্ত আগদিঘল গ্রামের বাসিন্দা সরকারী চাকুরিচ্যুত আব্দুল আলীম গত ৪ বছর আগে দ্বিতীয় বিয়ে করে মৈত্র বড়হরে বাস করছে। এরপর থেকে তিনি নিজেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে নারীর সম্ভ্রমহানীর চেষ্টা থেকে শুরু করে মানুষকে নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। মাঝে-মাঝে মিথ্যা মামলা দিয়েও হয়রানী করছে নিরাপরাধ মানুষকে। বর্তমানে তার কাছে গ্রামবাসী জিম্মী হয়ে পড়েছে। আমরা তার বিরুদ্ধে এই মানববন্ধনের মাধ্যমে সরকারী ভাবে দ্রুত ব্যবস্থা নেবার পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।

    পরে গ্রামের শতাধীক নারী-পুরুষ ঘর জামাই আব্দুল আলীমের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল বের করে।

    এদিকে আব্দুল আলীম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জানান, এই গ্রামের লোকজন আমাদের নানা ভাবে অত্যাচার করে চলেছে। তাই দোষীদের বিরুদ্ধে মামলা করেছি। মামলা তুলে নেবার জন্য তারা নানা ভাবে চাপ দিচ্ছে। তাদের কথা না মানায় তারা ঐ কর্মসুচি করেছে।

    উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর জানান, দুই পক্ষের মধ্যে একটি মামলা নিয়ে দ্বন্দ্ব চলছে। গ্রামবাসী মানববন্ধনে যে অভিযোগ করেছে তা ক্ষতিয়ে দেখা হবে।

  • ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজ শিক্ষকের ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন।

    ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজ শিক্ষকের ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন।

    ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজ শিক্ষকের ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন।

     


    ছাত‌কে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্থানীয় বখাটেদের অতর্কিত হামলায় আহত হয়েছেন সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রভাষক শহিদুল ইসলা‌ম (৩০)। এ ঘটনার প্রতিবা‌দে গত বুধবার রাতে কৈতক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আ‌গিজালসহ ৪ গ্রামবা‌সীর উ‌দ্যোগে গত বুধবার রা‌তে কৈতক সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে এক প্রতিবাদ সভা অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে।

    প্রভাষ‌কের উপর এই অতর্কিত হামলার ঘটনায় দেশ-বি‌দে‌শে সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে হামলাকারী‌দের বিরুদ্ধে শা‌স্তির দা‌বি জা‌নি‌য়ে মন্তব‌্য ক‌রে‌ছেন উপ‌জেলার শি‌ক্ষিক সমাজ ও শিক্ষার্থীসহ সচেতন মহল।গত বুধবার বিকা‌লে সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলে‌জের পাঠদান শেষে নিজ বাড়িতে যাওয়ার সময় প্রতিষ্ঠান সংলগ্ন সি‌লেট-সুনামগঞ্জ সড়‌কের পৌছামাত্র এই অতর্কিত হামলার ঘটনা ঘ‌টে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বখাটে ফয়েজ আহমদ প্রায়ই সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের সাম‌নে ব‌সে ছাত্রী‌দের স‌ঙ্গে ইভটিজিং কর‌তো। এ ঘটনা দেখার পর প্রতিবাদ ক‌রেন
    আগিজাল গ্রামের শফিকুল ইসলামের পুত্র,এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রভাষক শহিদুল ইসলা‌ম। এ ঘটনার বিরোধ ‌নি‌য়ে কিছুদিন পূর্বে কৈতক হাসপাতা‌লের অবসরপ্রাপ্ত ডাঃ না‌সির উ‌দ্দি‌ন ভুইঁয়া’র চেম্বা‌রে রোগীর সি‌রিয়াল নি‌য়ে জাউয়া গ্রামের মৃত আমির আলীর পুত্র ফ‌য়েজ আহম‌দ ও আ‌গিজাল গ্রা‌মের প্রভাষক শহিদুল ইসলা‌মের (৩০) কথাকা‌টি জেরে দু’জ‌নের ম‌ধ্যে হাতাহা‌তির ঘটনা ঘটে। তাৎক্ষ‌নিক স্থানীয়রা ফ‌য়েজ আহম‌দ ও শহিদুল ইসলা‌মের ম‌ধ্যে তুচ্ছ বি‌রোধটি নিষ্পত্তি ক‌রে দেন।

    এ ঘটনার জেরে ফ‌য়েজ আহম‌দের নেতৃ‌ত্বে ৪ জন মিলে পূর্বপরিকল্পিতভা‌বে প্রভাষক শহিদুল ইসলা‌মের (৩০) উপর দেশীয় ধারালো অস্ত্রসহ প্রাণে মেরে ফেলার জন্য অত‌র্কিত হামলা চালায় সন্ত্রাসীরা।প্রভাষক শহিদুল ইসলা‌মের চারদিক ঘেরাও করে বেধড়ক মারপিট করে সিলেট-সুনামগঞ্জ সড়কে গুরুতর আহত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।স্থানীয়রা প্রভাষক শহিদুল ইসলা‌মকে আহত অবস্থায় ঘটনাস্থল থে‌কে উদ্ধার ক‌রে কৈতক হাসপাতা‌লে ভ‌র্তি করেন। সেখা‌নে তার অবস্থায় অবন‌তি হ‌লে উন্নত চি‌কিৎসার জন‌্য তা‌কে সি‌লেট এম এ জি ওসমানী মে‌ডিক‌েল ক‌লেজ ও হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়ে‌ছে।গত বুধবার রা‌তে আহতের বাবা শ‌ফিকুল ইসলাম বাদী হ‌য়ে জাউয়া গ্রামের মৃত আ‌মির আলী’র পুত্র বখাটে ফ‌য়েজ আহমদ‌কে প্রধান ও তার সহ‌যো‌গি জু‌নেদ আহমদ,রা‌সেল আহমদ,হাসান আহমদসহ ৪ জ‌নকে আসামী ক‌রে থানায় মামলা দা‌য়ের ক‌রেন।

    এ ব‌্যাপা‌রে সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমদ আলী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জা‌নি‌য়ে ব‌লেন, বিদ‌্যাল‌য়ের ছাত্রী‌দের প্রতি‌নিয়ত ইভটিজিং ক‌রে আস‌ছে এই বখাটেরা। এ ঘটনার প্রতিবাদ করায় প্রভাষক শহিদুল ইসলামের উপর অতর্কিত হামলা
    চালায় সন্ত্রাসীরা।

    এ ব‌্যাপা‌রে ও‌সি মাহবুর রহমান এই ঘটনায় মামলার দায়ের এর সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন,হামলাকারী‌দের গ্রেপ্তা‌রের অ‌ভিযান অব‌্যাহত র‌য়ে‌ছে।

  • অসুস্থ নারীকে হাসপাতালে নিতে বাধা;প্রতিবাদে সিলেটে মানবন্ধন। 

    অসুস্থ নারীকে হাসপাতালে নিতে বাধা;প্রতিবাদে সিলেটে মানবন্ধন। 

    অসুস্থ নারীকে হাসপাতালে নিতে বাধা;প্রতিবাদে সিলেটে মানবন্ধন।


    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঝিমাই পুঞ্জি এলাকায় বসবাসরত খাসিয়া নারী রানী মারলিয়া(৬০)কে গত শুক্রবার (৪মার্চ) চিকিৎসার জন্য জরুরী ভাবে হাসপাতালে নেওয়ার পথে  ঝিমাই চা-বাগানের ব্যবস্থাপকের দ্বারা বাধা দেওয়া  হয়।এছাড়াও ঝিমাই পুঞ্জিতে বসবাসরত ৭২ টি খাসিয়া পরিবারের চলাচলের একমাত্র পথ প্রায়ই বন্ধ করে দেন বাগান কর্তৃপক্ষ।

    রোববার (৬মার্চ)কুলাউড়ায় এধরনের অমানবিক কাজকে ধিক্কার জানিয়ে প্রশাসনিক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও মানব্বন্ধন করেছে খাসি স্টুডেন্টস ইউনিয়ন সিলেট শাখার উদ্যোগে সংহতি জানায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদসহ আরও সামাজিক সংগঠন।

    উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন  শহরের বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

    এ সময় মানববন্ধনে ছাত্র ইউনিয়ন সিলেট জেলা আহ্বায়ক মনীষা ওয়াহিদ জানান,চা বাগানের এমন নেক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি কুলাউড়া চা বাগানের প্রশাসনকে আহবান জানাচ্ছি অতি দ্রুত ভুক্তভোগী ব্যক্তিকে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করে, অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির আহবান জানান।

    মানববন্ধন ও প্রতিবাদ সভার সভাপতি আলীজেক ত্যাংসং এর স্বাগত বক্তব্যে তিনি বলেন কর্তৃপক্ষের এমন বেআইনি স্বেচ্ছাচারী পাশবিক মানসিকতাকে ধিক্কার জানাই। মুমূর্ষু রোগী পরিবহনের গাড়ি আটক করে ওই রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো অপরাধ করেছে আমরা এই পাশবিকতার বিচারের দাবি করছি।

  • রাণীশংকৈলে শিক্ষকের বাসায় শিক্ষার্থীর অনশন; অপসারণের দাবিতে মানববন্ধন!

    রাণীশংকৈলে শিক্ষকের বাসায় শিক্ষার্থীর অনশন; অপসারণের দাবিতে মানববন্ধন!

    রাণীশংকৈলে শিক্ষকের বাসায় শিক্ষার্থীর অনশন; অপসারণের দাবিতে মানববন্ধন!


    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শতবর্ষী সুনামধন্য পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব সহকারী তৌহিদুল ইসলাম (কুয়াশা)’র অপসারণ চেয়ে স্কুলগেট ও উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন ওই বিদ্যালয়ের সকল শিক্ষার্থীসহ তাদের অভিভাবকরা।

    তৌহিদুল ইসলাম (কুয়াশা) উপজেলার দৌশিয়া গ্রামের নুর ইসলামের ছেলে।

    মানববন্ধনে ভুক্তভোগীর সহপাঠী ও অভিভাবকদের দাবি ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক গড়ে তোলে কম্পিউটার ল্যাব সহকারী তৌহিদুল ইসলাম। এক পর্যায়ে বিয়ের আশ্বাসে নিয়মিত শারিরীক সম্পর্কও স্থাপন করেন তিনি।

    ওই ছাত্রীকে বিয়ে না করে অন্যত্র বিয়ের সকল আয়োজন সম্পন্ন করেন শিক্ষক তৌহিদুল ও তার পরিবার। এই খবর পেয়ে ওই শিক্ষার্থী বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে গিয়ে ৩ দিন ধরে অনশন শুরু করেন। এসময় তৌহিদুলের পরিবারের লোকজন ঐ ছাত্রীকে নির্যাতন করেন। এসময় সহপাঠীরা এগিয়ে আসলে তাদেরকেও অনেক নির্যাতন মারধোর করা হয় বলে জানান স্কুলের শিক্ষার্থীরা।

    পরে নিরুপায় হয়ে বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধনে কর্মসূচি ঘোষণা করে এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    এরআগে সকালে পাইলট স্কুলের দক্ষিণ গেটের সামনে প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান সড়ক হয়ে আবার উপজেলা পরিষদের সামনে অবস্থান গ্রহণ করেন।

    মানববন্ধনে বিভিন্ন শ্লোগানের মাধ্যমে তৌহিদুলের অপসারণ চান শিক্ষার্থীরা। তারা বলেন আমরা মেয়ে শিক্ষার্থীরা সেই শিক্ষকের হাত থেকে নিরাপদ নয়, তাকে অপসারণ করে যেন স্কুল কমিটি আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেন।

    শতবর্ষী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটির এমন একটি ন্যাক্কারজনক ঘটনা জানতে পেরে শিক্ষার্থীদের অবিভাবকরা তাদের সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় ভূগছেন।

    শিক্ষার্থীর অভিভাবকরা বলেন এমন শিক্ষক সেই স্কুলে থাকলে আমরা সব সময় দুশ্চিন্তায় থাকবো আমাদের সন্তানদের নিয়ে। তাই এমন লম্পট শিক্ষককে চিরতরে অপসারণ না করলে আমারাও আমাদের সন্তানদের সেই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো না।

    এবিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক তৌহিদুলের মোবাইল ফোনে একাধিকার ফোন দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।

    এবিষয়ে পাইলট স্কুলের প্রধান শিক্ষক সোহেল রানার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমি আগে জানতাম না এখন জেনেছি এবং শুনেছি। এটির যথাযথ ব্যবস্থা গ্রহন করবো।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ জানান শিক্ষার্থীদের একটি অভিযোগ পেয়েছি।  বিষয়টি তদন্তসাপেক্ষে খতিয়ে দেখা হবে।

  • অনিয়ম দূর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন।

    অনিয়ম দূর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন।

    অনিয়ম দূর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন।


    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সৈয়দপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। শনিবার স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসির আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান শিক্ষককে দ্রুত অপসারন করে আইনের আওতায় আনার দাবী জানানো হয়।

    কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবক সহ বিপুল সংখ্যক এলাকাবাসি উপস্থিত ছিলেন। এলাকাবাসি ও বিদ্যালয় সূত্রে জানা যায়, সৈয়দপুর মডেল উচ্চ বিদ্যালয়ে প্রায় সাড়ে ৫শ শিক্ষার্থী রয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ ওমিক্রন অতিবাহিত হবার পর দেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস চালু হলেও সৈয়দপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপস্থিত রয়েছেন। তিনি বিদ্যালয়ে না এসে প্রায় ২৫ কিলোমিটার দূরে শাহজাদপুরে বসে বিদ্যালয় নিয়ন্ত্রনের পায়তারা করছেন। একারনে এ বছর এসসসিতে উর্ত্তীন শিক্ষার্থীরা বিদ্যালয়ে তাকে না পেয়ে বাধ্য হয়ে প্রশংসা পত্র নিতে শাহজাদপুর যেতে হচ্ছে। গুনতে হচ্ছে বাড়তি ভাড়া জনপ্রতি দেড় থেকে দুইশ টাকা।

    এছাড়া প্রসংশা পত্র নিতে অনৈতিকভাবে শিক্ষার্থীদের কাছ থেকে ৩ শ করে টাকা নিচ্ছেন তিনি। এতে এক দিকে যেমন হতদরিদ্র শিক্ষার্থীরা বিপাকে পড়ছে অন্যদিকে অনেকেই উচ্চ শিক্ষা লাভে ভর্তি কার্যক্রমে নানাবিধ বিড়ম্বনায় পড়ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থী সুজন ও তার সহপাঠীরা। এছাড়া ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী তানিয়া ও দশম শ্রেনীর সুমাইয়া এবং রিয়াজ বলেন, প্রধান শিক্ষক স্কুলে উপস্থিত না থাকায় ক্লাস কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করছে। এছাড়া কয়েকজন শিক্ষক জানান, সাধারন শিক্ষকদের বেতনের শিটে সই না করে প্রধান শিক্ষক বাড়িতে অবস্থান করছেন।

    একারনে শিক্ষকরা বেতন তুলতে না পারায় মানবেতর জীবন যাপন করছে। এতে বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বিনষ্ট হচ্ছে। তারা আরও জানান, করোনাকালীন গত বছরে বিভিন্ন সময় স্কুলের নিজস্ব তহবিল থেকে প্রায় ৬ লাখ ৮৭ হাজার টাকা একাই চেক দিয়ে ও ডেবিট কার্ড দিয়ে উত্তোলন করেছেন। এর কোন ক্যাশ-ভাউচারও নেই।

    ৫ মাস আগে করোনাকালীন সময় বিদ্যালয়ের পুরনো জানালার গ্রিল বিক্রি করে প্রায় লক্ষাধিক টাকা আত্মসাত করেছেন। এদিকে প্রধান শিক্ষককের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ায় বেশ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছেন তিনি। জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও এক শিক্ষার্থীর অভিভাবক শাহাদৎ হোসেন বলেন, প্রধান শিক্ষক স্কুলে মাসে দু একদিন এসে চলে যায়। এতে সাধারন শিক্ষার্থীদের পড়াশোনা চরম ভাবে বিঘ্ন ঘটছে। এছাড়া তার ইচ্ছেমত বিভিন্ন সময় নানা ফান্ডের কথা বলে শিক্ষার্থীদের নিকট টাকা দাবি করে থাকেন।

    এদিকে এলাকাবাসির পক্ষ থেকে ফারুক হোসেন অভিযোগ করেন, সীমাহীন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। আশা করছি দ্রুতই তার বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযোগের বিষয়ে জানতে সৈয়দপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদের মুঠোফোনে বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্তকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা জানান, প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতি বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তাকে দুই বার নোটিশ করেছি। তবে তিনি কোন উত্তর দেননি। সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট দ্রুতই লিখিত ভাবে জানানো হবে, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • কলাপাড়া পৌরশহরের জ্বিন খাল উম্মুক্ত করার দাবিতে মানববন্ধন।

    কলাপাড়া পৌরশহরের জ্বিন খাল উম্মুক্ত করার দাবিতে মানববন্ধন।

    কলাপাড়া পৌরশহরের জ্বিন খাল উম্মুক্ত করার দাবিতে মানববন্ধন।


    পটুয়াখালীর কলাপাড়ায় পৌর শহরের গুরুত্বপূর্ণ সরকারি চিংগুড়িয়া জ্বীন খালসহ অবৈধভাবে দখলকৃত সব খাল দখল মুক্ত করার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সকল শ্রেনীপেশার মানুষ। বৃহস্পতিবার বেলা এগারোটায় নাগরিক উদ্যোগ কলাপাড়া শাখার উদ্যোগে মনোহরপট্টি সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কে এই কর্মসুচি অনুষ্ঠিত হয়।

    এ সময় কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আনোয়ার হোসেন, টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মাহমুদুল হাসান সুজন মোল্লা।

    এ সময় বক্তারা বলেন,অতি গুরুত্বপূর্ণ চিংঙ্গড়িয়ার প্রবাহমান খালটি অসাধু ভূমি কর্মকর্তাদের আর্থিক সুবিধা প্রদানের মাধ্যমে বন্দবস্ত নিয়েছে একটি কুচক্রি মহল। বর্তমানে বালু দিয়ে সম্পূর্ণভাবে ভরাট করে দখল করার পায়তারা চালাচ্ছে তারা। ওই খালটি উন্মুক্ত না হলে পানি নিষ্কাশন প্রতিবন্ধকতায় চরম বিপাকে পড়বে পৌরবাসীসহ টিয়াখালী ইউনিয়নের কয়েক হাজার কৃষক পরিবার। এই খালের বন্দবস্ত বাতিলের জোর দাবী জানান। বন্দবস্ত বাতিল না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

  • সাংবাদিক হাসান লিটনের ওপর হামলার প্রতিবাদে শশীভূষনে মানববন্ধন।

    সাংবাদিক হাসান লিটনের ওপর হামলার প্রতিবাদে শশীভূষনে মানববন্ধন।

    সাংবাদিক হাসান লিটনের ওপর হামলার প্রতিবাদে শশীভূষনে মানববন্ধন।


    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) চরফ‍্যাশন উপজেলা শাখার দপ্তর সম্পাদক ও বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট আ‍্যাসোসিয়েশণ (বি.ও.জে.এর) চরফ‍্যাশন উপজেলা কমিটির সদস্য দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি হাসান লিটনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শশীভূষণে মানববন্ধন হয়েছে।

    শুক্রবার সকাল ১০টায় শশীভূষন প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির আয়োজনে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।শশীভূষন প্রেস ক্লাব সভাপতি প্রভাষক তাপস দেবনাথ, সহ-সভাপতি ছালাউদ্দিন বাচ্ছু, আরিফুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক প্রভাষক এম.আর রুবেল, যুগ্ম সাধারন সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটের সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মিজানুর রহমান সোহেল প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক বাছেদ মৃধা, প্রেস ক্লাব প্রচার সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক এইচ.এম.নোমান, রিপোর্টার্স ইউনিটির অর্থ বিষয়ক সম্পাদক রুবেল আশরাফুল এতে অংশ নেন।

    মানববন্ধনে অবিলম্বে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব‍‍্যবস্থা না করা হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে ঘোষনা দেয়া হয়।উল্লেখ অবৈধ করাতকলের সংবাদ প্রকাশের জেড় ধরে গত বুধবার দক্ষিণ আইচা বাজারে কিশোর গ‍্যাং এর মুল হোতা সন্ত্রাসী রায়হান মুন্না ও তার দলবল নিয়ে সংবাদকর্মী হাসান লিটনের উপর অতর্কিত হামলা চালায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চরফ‍্যাশন হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

  • অফিস সহায়কের উপর হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বড়লেখায় মানববন্ধন।

    অফিস সহায়কের উপর হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বড়লেখায় মানববন্ধন।

    অফিস সহায়কের উপর হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বড়লেখায় মানববন্ধন।


    মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক প্রণব চন্দ্র দাসের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে হাসপাতালের চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারিরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

    মানববন্ধনে বক্তব্য রাখেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে ও ডা. শারমিন আক্তার, সিনিয়র স্টাফ নার্স প্রতিভা রানী দে, এমটিইপিআই শৈলেশ চন্দ্র নাথ, স্বাস্থ্য সহকারি মাসুক আহমেদ ও গীতা রানী দাস, সিএইচসিপি বিনিত দাস প্রমুখ।
    আহত হাসপাতাল কর্মচারির অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালের তৃতীয় তলায় ১২ বছর থেকে ১৭ বছর বয়সীদের করোনার প্রথম ডোজের টিকা প্রদান কার্যক্রম চলছিল। দুপুরের দিকে উপজেলার নিজবাহাদুরপুর ইউপির উত্তর চান্দগ্রামের খায়রুল ইসলামের ছেলে মাশরাফি আলম মাহী ফাইজারের দ্বিতীয় ডোজ টিকা নিতে লাইন ছাড়াই বুথে প্রবেশ করে অপেক্ষমানদের পেছনে ফেলে তাকে টিকা দিতে জোরজবদস্তি শুরু করে। এসময় অফিস সহায়ক প্রণব চন্দ্র দাস তাকে লাইনে যেতে অনুরোধ জানান। এতে ক্ষিপ্ত হয়ে সে অফিস সহায়ক প্রণব চন্দ্র দাস, টিকা কার্যক্রমে নিয়োজিত সিস্টার ও ব্রাদারদের অকথ্য ভাষায় গালাগালি করে হাসপাতালের নিচে চলে যায়।

    প্রায় আধঘন্টা পর প্রণব চন্দ্র দাস হাসপাতালের নিচে গেলে মাশরাফি আলম মাহী প্রণবকে ডেকে নিয়ে আরো ৭-৮ যুবক মিলে বেধড়ক মারধর করে। এ ঘটনায় আহত প্রণব চন্দ্র দাস অভিযুক্ত মাশরাফি আলম মাহীকে প্রধান ও ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা করেছেন। আহত প্রণব হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

  • জলবায়ু ঝূঁকি হ্রাসের দাবীতে সমুদ্র সৈকতে মানববন্ধন।

    জলবায়ু ঝূঁকি হ্রাসের দাবীতে সমুদ্র সৈকতে মানববন্ধন।

    জলবায়ু ঝূঁকি হ্রাসের দাবীতে সমুদ্র সৈকতে মানববন্ধন।


    ২৫ ফেব্রুয়ারি পটুয়াখালীর কুয়াকাটায় ‘জলবায়ু ঝূঁকিতে উপকুল, চাই টেকসই উন্নয়ন’ এই শ্লোগান নিয়ে বেসরকারী সংগঠন নজরুল স্মৃতি সংসদ-এনএসএস শুক্রবার সকাল ১১ টায় সমুদ্র সৈকতে ঘন্টাব্যাপী এক মানববন্ধন ও মাক্স বিতরন কর্মসূচী পালন করেন।

    এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক,কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারন সম্পাদকক কাজী সাঈদ, সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু, এনএসএস এর প্রোগ্রাম পরিচালক মো. শহিদুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন ও সাংবাদিক খায়রুল বাশার বুলবুল প্রমুখ।

    এ সময় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা উপকুল রক্ষার জন্য সরকারসহ বিশ্ববাসীর নিকট দাবী জানিয়েছেন। মানববন্ধন শেষে এনএসএস’র পক্ষ থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমনে আসা মহামারী করোনা প্রতিরোধে পর্যটকদের মধ্যে এক হাজার মাক্স বিতরণ করা হয়।

  • রাণীশংকৈলে শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা। 

    রাণীশংকৈলে শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা। 

    রাণীশংকৈলে শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা। 


    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ের জায়গা নিয়ে দ্বন্ধের জেরে শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষক সমিতি মানববন্ধ, প্রতিবাদ সভা ও স্মারক লিপি প্রদান করেন। মঙ্গলবার (২২ফেব্রুয়ারী) উপজেলা পরিষদের সামনে সকাল ১১ থেকে ৪ঘন্টা ব্যাপি মানববন্ধন প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

    প্রতিবাদ সভায় শিক্ষক সমিতির আহবায়ক গোপেন্দ্র নার্থ বর্ম্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, যুগ্ন আহবায়ক আহম্মেদ হোসেন বিপ্লব, সাবেক যুগ্ন আহবায়ক বিশিষ্ঠ্য সাংবাদিক আনিসুর রহমান বাকি, জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক আবু তাহের,আ’লীগ নেতা প্রভাষক প্রশান্ত বসাক, প্রেস ক্লাব সভাপতি ফারুক আহম্মদ, মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান,প্রধান শিক্ষক রহিমা খাতুন, ফরিদা ইয়াসমিন, ফারজানা আক্তারি, আনিসুর রহমান, কুশমত আলী,আব্দুল মান্নান,ইয়াকুব আলী, আহসান হাবিব,খলিলুর রহমান,আহত সহকারি শিক্ষক মকবুল হোসেন ও আজিজার রহমান প্রমুখ।

    ১৯৮২ সালে স্থাপিত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির জায়গা নিয়ে দ্বন্দ্ব। রবিবার শিক্ষক সমিতি পুরনো ঘর মেরামত করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ২ শিক্ষক আহত হয়।এবং অনেক শিক্ষককে লাঞ্ছিত করা হয়।এতে শিক্ষক সমিতির যুগ্ন আহবায়ক আহসান হাবীব বাদী হয়ে মফিজুল ইসলাম ও উসমান গণিসহ ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

    থানা পুলিশ মামলা নিতে গরিমসি করায় ও অবৈধ দখলদার মফিজুল কে গ্রেফতারের দাবীতে মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকদের গায়ে হাত দেওয়া বিষয়দটির সঠিক সমাধান না হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।শেষে শিক্ষক সমিতির আহবায়ক গোপেন্দ্র নার্থ বর্ম্মন স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবরে দাখিল করা হয়।

    এ প্রসঙ্গে থানা পরিদর্শক  (ওসি) এসএম জাহিদ ইকবাল বলেন, অভিযোগটি আমি পেয়েছি, এবিষয়ে মামলা রুজু করা হয়েছে। মামলা নং ৬৩৭।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, শিক্ষকদের একটি স্মারকলিপি আমি পেয়েছি। তাছাড়া ওসিকে আমি মামলা নেওয়ার জন্য বলেছি, শিক্ষকদের গায়ে তারা হাত দিবে কেন? এটা মেনে নেওয়ার মতো নয়।