Tag: মাধবপুর

  • মাধবপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরন ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার!

    মাধবপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরন ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার!

    মাধবপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরন ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার!

    হবিগঞ্জের মাধবপুর ভোক্তা অধিকার সংরক্ষণ  আইনের অবহিতকরন ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকালে মাধবপুর উপজেলা কনফারেন্স রুমে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। ভোক্তার অধিকার সুরক্ষায় সরকার সবধরনের পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে, ভোক্তাকেও এগিয়ে আসতে হবে।
    দেশব্যাপী পদক্ষেপ গ্রহণের ফলে এখন সুফল পাওয়া যাচ্ছে। জাতীয় সংসদে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রনয়ন করা হয়েছে, সে মোতাবেক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর প্রতিষ্ঠা করে ভোক্তার স্বার্থ রক্ষায় কাজ করা হচ্ছে।
    সচেতনতার মাধ্যমে ভোক্তাদের অধিকার পুরোপুরি প্রতিষ্ঠা করা সম্ভব। অভিযোগকারীরে জরিমানার ২৫ শতাংশ অর্থ তাৎক্ষনিক ভাবে ক্ষতিপূরণ হিসেবে পরিশোধ করা হচ্ছে। সরকার ভোক্তার অধিকার প্রতিষ্ঠার জন্য ব্যবসায়ীদের সাথে সুস্পর্ক রেখেই সবধরনের আইনী পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।
    সরকারের বিশেষ ব্যবস্থা গ্রহনের কারনে এখন আর কোন খাদ্য দ্রব্যে ফরমালিন ব্যবহারের অভিযোগ পাওয়া যাচ্ছে না। খাদ্যে ভেজাল মিশানোর বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিয়ে যাচ্ছে বলে বক্তারা জানান।সেমিনারে চেয়ারম্যান, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
  • মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উদযাপন। 

    মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উদযাপন। 

    মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উদযাপন। 

    ৪ঠা এপ্রিল ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উদযাপন উপলক্ষে মাধবপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাগনের পুনর্মিলনীর আয়োজন করা হয় তেলিয়াপাড়া স্মৃতিসৌধ প্রাঙ্গনে ।

    সোমবার সকালে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান ।
    বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন কুমার চাকমা,ক্যাপ্টেন(অবঃ)কাজী কবির উদ্দিন, মাধবপুর উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারী চেয়ারম্যান আতিকুর রহমান,বীর মুক্তিযোদ্ধা হবিগঞ্জ জেলা কমান্ডের সাবেক কমান্ডার গৌর প্রসাদ রায়,বীর মুক্তি যোদ্ধা সফিকুর রহমান ,আব্দুস সামাদ, আব্দুল মালেক মধু ,ফুল মিয়া,আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত ,আওয়ামীলীগ ইউনিয়ন সভাপতি বাবুল হোসেন খান,যুবলীগ সভাপতি ফারুক পাঠান,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নাসির উদ্দিন খান,আশ্রাফুল জাহান,পঙ্কজ কান্তি দাশ,প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির আহসান প্রমূখ ।
    সভার পূর্বে জাতীয় ও মুক্তিযোদ্ধা কমান্ডের পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।সভায় বক্তারা বলেন  ১৯৭১ সনের এই দিনে হবিগঞ্জ জেলাধীন মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোতে বসেছিল মুক্তি যুদ্ধের প্রথম বৈঠক ।
    এতে মাতৃ ভূমিকে স্বাধীন করতে জেনারেল এমএজি ওসমানীর নেতৃত্বে ইষ্টবেঙ্গল রেজিমেন্ট ও অবসরপ্রাপ্ত ২৭ জন সেনা কর্মকর্তা অংশ গ্রহন করেছিলেন । এ বৈঠকেই সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধ বিষয়ক অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছিল ।
    যুদ্ধকালীন সময়ে তেলিয়াপাড়া ম্যানাজার বাংলোটি ছিল ৩ নং সেক্টর কার্যালয় । বর্তমানে ৭১ এর ৩নং সেক্টর কার্যালয়টি ন্যাশনাল  টি কোম্পানীর তেলিয়াপাড়া চা বাগানের ম্যানাজার বাংলো । তার পূর্ব দক্ষিন কোণে ২,৩ ও ৪নং সেক্টরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত বুলেট আকৃতির স্মৃতিসৌধ ।
    ১৯৭৫ সালের জুন মাসে এ স্মৃতিসৌধ  উদ্বোধন করেছিলেন কাজী মোহাম্মদ সফিউল্লাহ বীর উত্তম পিএসসি । কিন্তু দীর্ঘদিন পরও   তেলিয়াপাড়া চা বাগানের ঐতিহাসিক  ম্যনাজার বাংলোটিকে মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘরে রুপান্তরিত না করায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা অভিলম্বে  তেলিয়াপাড়া ম্যানাজার বাংলোক মুক্তি যুদ্ধ স্মৃতিযাদুঘর ও ৪ঠা এপ্রিলকে তেলিয়াপাড়া দিবস হিসাবে ঘোষনার দাবী জানিয়েছেন ।
    জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষনে কাজ শুরু হয়েছে । নথি সৃজন করে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে ।
  • গভীর নলকূপের কারনে বদলে গেছে মাধবপুরে কৃষির চিত্র।

    গভীর নলকূপের কারনে বদলে গেছে মাধবপুরে কৃষির চিত্র।

    গভীর নলকূপের কারনে বদলে গেছে মাধবপুরে কৃষির চিত্র।

    হবিগঞ্জের মাধবপুরে বিএডিসি’র গভীর নলকূপের কারনে বদলে গেছে কৃষির চিত্র। আগে যেখানে ১ ফসল হত এখন সেখানে ২ সফল হচ্ছে। যেখানে ২ ফসল হত এখন সেখানে হচ্ছে ৩ ফসল। এতে উপকৃত হচ্ছে কৃষকরা। উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে ৪০ হেক্টর জমিতে আগে এক ফসল হত। এখন পর্যাপ্ত সেচ সুবিধা থাকায় কৃষকরা ওই সব জমিতে ৩ থেকে ৪ ফসল করছেন। বিএডিসি থেকে গভীর নলকূপ স্থাপন করে দেওয়ায় সেচ খরচও কম হচ্ছে। এতে করে ওই গ্রামের ৫ শতাধিক কৃষকের জীবন যাত্রা বদলে গেছে। আগে যেখানে এক ফসল করে সংসার চালানো কষ্ট হত, এখন সেখানে ৩ ফসল করে সুখে দিন কাটছে তাদের।

    কৃষক আব্দুল বাছির বদু মিয়া জানান, এই মাঠে আগে তাদের একটা ফসল হত। শুধু আমন ধান করতেন। এখন সেচ সুবিধার কারনে  ৬০/৭০ শতাংশ জায়গা বোরো আবাদে এসেছে। বর্ষার সময় যখন সারা দেশে পানি থাকে তখন এখানে পানি থাকে না।
    এখন এখানে বিএডিসি সেচ সুবিধা হওয়ায় তারা তরমুজ, শশা, লাউ, চাষ করেন। দেশ টিকিয়ে রেখেছে বিএডিসি। প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশে যাতে এক শতক জায়গাও পড়ে না থাকে। সেচের সুবিধা হওয়ায় এখন আর কোন জায়গা পড়ে থাকে না। হবিগঞ্জ বিএডিসির সহকারী প্রকৌশলী রাকিবুল হক জানান, ২০১৬- ২০১৭ অর্থ বছরে গোপীনাথপুরে সেচের জন্য একটি গভীর নলকূপ  স্থাপন করা হয়।এই এলাকাটি পানির অভাবে অনাবাদি ছিল। গভীর নলকূপ স্থাপনের করার ফলে এই এলাকার প্রায় ৪০ হেক্টর জমি বোরো ধানের আওতায় আসে। পূর্বে এই জায়গায় বোরো ধান হত না। মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, ২০২১- ২২ অর্থ বছরে মাধবপুরে বোরো চাষের লক্ষ্যমাত্রা ১১ হাজার ৭০ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষ হয়েছে।
    বোরো আবাদ বাড়ার মূল কারন হল কৃষকদের ৫০% ভতুকিতে যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। ফলে কৃষকদের যন্ত্র ক্রয়ের প্রতি আগ্রহ বাড়ছে। আগে কৃষকরা ধান কাটার শ্রমিক নিয়ে আশংকায় থাকত। এই আশংকার কারনে কৃষকরা বোরো আবাদ কম করত।
    বোরো মৌসুমে সেচের একটু সমস্যা হয়। বিএডিসি সহ কৃষি মন্ত্রনালয়ের যে প্রতিষ্টান গুলো আছে উনাদের সহযোগীতার কারনে আগে যেখানে ২ ফসল হত এখন সেখানে ৩ ফসল হচ্ছে। ১ ফসলি জমি গুলোতে এখন ২ ফসল , ২ ফসলি জমি গুলোতে ৩ ফসল হচ্ছে। সেচের সংকট দূর হওয়ার কারনে কৃষকরা কৃষিকাজে আগ্রহী হচ্ছে।
  • মাধবপুরে তরুণীকে সংঘবদ্ধ হয়ে ধর্ষণের অভিযোগ।

    মাধবপুরে তরুণীকে সংঘবদ্ধ হয়ে ধর্ষণের অভিযোগ।

    মাধবপুরে তরুণীকে সংঘবদ্ধ হয়ে ধর্ষণের অভিযোগ।


    জীবিকার সন্ধানে চট্টগ্রাম থেকে মাধবপুরে আসার পথে এক তরুণীকে তুলে নিয়ে ঘরে আটকে রেখে ২ দিন সংঘবদ্ধ হয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় ওই তরুণী হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কে দরগা গেইট এলাকায় শাহপুর একটি কোম্পানিতে কাজে যাওয়ার পথে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ভুক্তভোগী ওই তরুণী।

    এ সময় সিএনজি অটোরিকশা যোগে আসা তিন যুবক তরুণীকে শাহপুর কোম্পানিতে নামিয়ে দেয়ার কথা বলে অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে ভুক্তভোগী ওই তরুণীকে রিয়াজনগর গ্রামের একটি ঘরে নিয়ে দু’দিন আটকে রেখে সংবদ্ধ ধর্ষণ করে।

    পরে রোববার তরুণীকে ঢাকা সিলেট মহাসড়কের পাশে হাত-পা বেঁধে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। এরপর তরুণীকে পথচারীদের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

    এ তথ্য নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, এমন বিভৎস ঘটনাটি শোনার পর তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। তরুণীর কাছ থেকে লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • মাধবপুরে বাল‍্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমম্বয় সভা অনুষ্ঠিত।

    মাধবপুরে বাল‍্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমম্বয় সভা অনুষ্ঠিত।

    মাধবপুরে বাল‍্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমম্বয় সভা অনুষ্ঠিত।


    হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে বাল‍্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমম্বয় সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার ২৮’মার্চ দুপুরে উপজেলা পরিষদে সভাকক্ষে বাল‍্যবিয়ে প্রতিরোধ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিক রহমান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুল হোসেন, আন্দিউড়া ইউপির চেয়ারম্যান আতিকুর রহমান, ধর্মঘর ইউপির ফারুক আহমেদ, চৌমুহনী ইউপির সোহাগ, আদাঐর ইউপির মীর খুশিদ, বহরা ইউপির আলাউদ্দিন, বুল্লা ইউপির মিজানুর রহমান, জগদীশপুর ইউপির মাসুদ খান, সৈয়দ সোহেল,মাধবপুর পাইলট উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক একে এম সাইফুল ইসলাম,সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, আইয়ুব খান, সাব্বির হাসান, মোস্তাকিম বিল্লাহ নুরী,কাজী সৈয়দ মনির মিয়া সহ প্রমূখ।
    ব্র্যাক-সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক তারিক আজিজ, ডেপুটি ম্যানেজার (কমিউনিটি এনগেজমেন্ট এন্ড ভাউসি) মোঃ নজরুল ইসলাম, অফিসার  জাকিয়া সুলতানা।
    এ সময় বক্তারা বলেন বাল্যবিবাহ বন্ধ করতে হলে সমাজের সবাইকে সজাগ থাকতে হবে। বাল‍্যবিবাহ প্রতিরোধ করতে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ছেলে-মেয়েদের অল্প বয়সে বিয়ে না দে মা- বাবা কাছে আহবান ।
  • মাধবপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু।

    মাধবপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু।

    মাধবপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু।

    হবিগঞ্জের মাধবপুরে রাস্তা পারাপারের সময়  মোটরসাইকেলের ধাক্কায় মায়ের চোখের সামনে মিজান মিয়া (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকালে ঢাকা সিলেট মহাসড়কের আন্দিউড়া চকদার বাড়ি বাসষ্ট্যান্ডে এঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী জানান মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামে  মোখলেছ মিয়া স্রী তার ছেলে মিজান কে মেয়ের বাড়ি  তেলিয়াপাড়া থেকে বাস যোগে ঢাকা সিলেট মহাসড়কের আন্দিউড়া চকদার বাড়ি এসে নামে বোবরার বিকাল প্রায় ৫টার দিকে। মা ছেলে কে নিয়ে রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময়  দ্রুতগতিতে যাওয়া একটি মোটর সাইকে শিশু মিজান কে ধাক্কা দিলে  গুরুত্বর আহত হয়।
    আশংকাজন অবস্হায় শিশু মিজান কে মাধবপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্ত্যব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষনা করে। মায়ের সামলে ছেলের মৃত্যে কে কোন ভাবে মেনে নিতে পারছে না মা।
    মায়ের আহাজারিতে এক হ্রদয় বিদায় দৃশ্যের অবতারনা হয়।
    উল্লেখিত বিষয়ে ফোনে কথা হয় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মদ সত্যতা নিশ্চিত করে তিনি জানান থানায় মোটরসাইকেল জব্দ করা হয়েছে  ।
  • মাধবপুরে স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্রী ও শিক্ষিকা ঝর্ণা হত্যার প্রতিবাদে মানববন্ধন।

    মাধবপুরে স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্রী ও শিক্ষিকা ঝর্ণা হত্যার প্রতিবাদে মানববন্ধন।

    মাধবপুরে স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্রী ও শিক্ষিকা ঝর্ণা হত্যার প্রতিবাদে মানববন্ধন।

    হবিগঞ্জের মাধবপুরে জগদীশপুর জেসি হাই স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্রী স্কুল শিক্ষিকা ঝর্ণা কুর্মীকে পরিকল্পিত ভাবে হত্যার প্রতিবাদে ২ বারের মতো মানববন্ধন করেছে জগদীশপুর জেসি হাই স্কুল এ্যন্ড কলেজের,প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীরা।

    রবিবার (২৭মার্চ) বিকেলে উপজেলার জগদীশপুর জেসি হাই স্কুল এ্যন্ড কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
    মানববন্ধনে বক্তারা স্কুল শিক্ষিকা ঝর্ণা কুর্মী হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের দ্রুত খুঁজে বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে বক্তব্য রাখেন জগদীশপুর জেসি হাই স্কুল এ্যন্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল্লা ভূইয়া,সহকারী শিক্ষক আবিদ মিয়া, কাজী ফারুক আহমেদ,সহকারী শিক্ষিকা গৌরী বণিক,অভিভাবক সদস্য, সৈয়দ শামীম, অফিস সহকারি শহীদ উল্লাহ ইসহাক ঝার্ণার চাচা পলাশ কুর্মী প্রমুখ।
    উল্লেখ্য ১৮মার্চ রাতে জগদীশপুর জেসি হাই স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্রী শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষিকা ঝর্ণা কুর্মীর কে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন সুরভীপাড়ায় বাসায় পরিকল্পিত ভাবে হত্যা করে গলায় ওড়না পেচিয়ে বাসার ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। পরে ঝর্ণার চাচা রামপ্রসাদ কুর্মী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করলে ঝর্ণার স্বামী সঞ্জয় কুর্মী কে গ্রেফতার করে পুলিশ।
  • মাধবপুরে অপরিকল্পিত সেচ পাম্প ভসানোর কারণে পানির সংকট।

    মাধবপুরে অপরিকল্পিত সেচ পাম্প ভসানোর কারণে পানির সংকট।

    মাধবপুরে অপরিকল্পিত সেচ পাম্প ভসানোর কারণে পানির সংকট।

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার কৃষি জমিতে চলছে ইরি-বরো ধানের চাষাবাদের মৌসুম। ফলে ধানি জমিতে পানি সেচের জন্য অপরিকল্পিত ভাবে ব্যবহার হচ্ছে সেচ পাম্প।
    সরেজমিন ঘুরে দেখা যায় পাম্পের মালিকরা অপরিকল্পিত ভাবে সেচ পাম্প ব্যবহার করার ফলে গভীর অগভীর নলকূপে পানি উত্তোলনে ব্যাঘাত ঘটছে। ফলে সু পেয় পানীয়ের অভাব দেখা দিয়েছে। ফলশ্রুতিতে এলাকার শিশুকিশোররা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশংকা দেখা দিয়েছে।
    সুপেয় পানীয়জল সংগ্রহের জন্য বিকেল বেলা এলাকার আবাল বৃদ্ধ সহ গৃহবধূদের লাইন ধরে পানি সংগ্রহ করতে দেখা যায় পাম্প থেকে।
    এ বিষয় জানতে চাইলে গৃহবধূ সম্পা রানী দাশ বলেন ” সারাদিন কল চাইপ্পা এক ফুডা পানি আয় না,কিতা করতাম। পোলাপান রেত আর পুকুরের পানি খাওয়াইতে পারি না। তাই ডিপ মেশিনে আইছি পানি নিতে।দেখা যায় বিদ্যুৎ চালিত পাম্পের পাশাপাশি তেল দিয়ে ও পাম্প চালানো হয় ।
     তেলের পাম্পের পানিতে তেল ভেসে থাকে। আর এ তেল স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বিভিন্নরকম রোগজীবাণু বহনকারী এ পানি পান করে মারাত্মক দুরারোগ্য ব্যাধি সহ কিডনি সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
    এ বিষয় জনস্বাস্হ্য ও প্রকৌশল বিভাগে যযোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন”এটা আমাদের আওতাধীন নয়, সেচ পাম্প এর বিষয় টি কৃষি বিভাগ দেখে ” উনি কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করার নির্দেশ দেন।
     উল্লেখিত বিষয়ে মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,আমরা নিয়মের বাইরে পাম্প বসানোর অনুমোদন দেই না,নলকূপের থেকে সুনির্দিষ্ট দুরত্বে পাম্প বসানো হয়, বিদ্যুৎ বিভাগ ও সংযোগ দেওয়ার আগে সরজমিনে তদন্ত করে সংযোগ অনুমোদন করে। তাছাড়া ডিজেল চালিত কিছু পাম্প আছে যা আমাদের চোখ ফাকি দিয়ে পরিচালিত হয়,কিন্তু আমরা কৃষক দের ডিজেল চালিত পাম্পের সবিধা নিতে নিষেধ করি,তাছাড়া এ ধরনের অবৈধ পাম্পের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
  • মাধবপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প কার্যক্রম অনুষ্ঠিত।

    মাধবপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প কার্যক্রম অনুষ্ঠিত।

    মাধবপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প কার্যক্রম অনুষ্ঠিত।

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার হবিগঞ্জ সমিতি সিলেট’র উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

    শুক্রবার সকালে উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)’র মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ আনোয়ার হোসেন চৌধুরী এ ক্যাম্পের উদ্বোধণ করেন।
     সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবু তাহের’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, সমিতির সহসভাপতি প্রফেসর ডাঃ শাহনেওয়াজ চৌধুরী,
    সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সৈয়দ মিসবাহউদ্দিন, সহযোগি অধ্যাপক ডাঃ হাবিবুল্লাহ সেলিম, সহকারি অধ্যাপক ডাঃ আব্দুল কাদের, সহকারি অধ্যাপক ডাঃ রেজোয়ানা মির্জা, সহ সাধারন সম্পাদক একেএম মারুফ, গাজী আব্দুল মাবুদ সমশাদ, সাংগঠনিক সম্পাদক এড. মোস্তাকিম কাওছার, মাধবপুর সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক জামাল উদ্দিন, মহানগর হাসপাতালের মাসুদ আহম্মেদ, হাবিবুর রহমান, শামীম রশিদ চৌধুরী, আব্দুল কুদ্দুস প্রমুখ।
    শেষ মেডিসিন, সার্জারি, গাইনী ও প্রসূতি, শিশু, হৃদরোগ, চক্ষু, বাত ও ব্যাথা রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সহস্রাধিক দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
  • মাধবপুরে ১০’কেজি গাঁজাসহ একজন মাদক ব‍্যবসায়ী গ্রেফতার।

    মাধবপুরে ১০’কেজি গাঁজাসহ একজন মাদক ব‍্যবসায়ী গ্রেফতার।

    মাধবপুরে ১০’কেজি গাঁজাসহ একজন মাদক ব‍্যবসায়ী গ্রেফতার।


    হবিগঞ্জের মাধবপুর পৌরসভার শ্যামলী পাড়া আবাসিক এলাকায় থেকে শাহীদ মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে করা হয়েছে।

    জানা যায়,শুক্রবার (২৫ মার্চ) ভোর ৪টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাধবপুর থানার এসআই মানিক কুমার সাহা,ও এসআই অনিক চন্দ্র দেব রায়, এ এস আই সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনার করে মাধবপুর পৌরসভার ৭নং ওয়ার্ড শ্যামলী পাড়া আবাসিক এলাকায় শ্রীমা মেডিকেল হল ও কুঞ্জ ফার্মেসী সামনে পাকা রাস্তার উপর পায়ে হেঁটে একজন ব‍্যক্তি সাদা প্লাস্টিকের বস্তা কাঁধে নিয়ে দৌড়ে পালানোর সময় ভারতীয় নিষিদ্ধ দশ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হল মোহাম্মদ শাহীদ মিয়া (২৮) মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে হাড়িয়া গ্রামের মৃত্যু মুর্তজা আলীর ছেলে।
    এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান গ্রেফতারকৃত বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।