Tag: মাধবপুর

  • মাধবপুরে অবাধে বালু উত্তোলনে ক্ষতিগ্রস্ত রাবার ড্যাম।

    মাধবপুরে অবাধে বালু উত্তোলনে ক্ষতিগ্রস্ত রাবার ড্যাম।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীর রাবার ড্যাম এলাকা থেকে চোরাই পথে বালু উত্তোলন ও পাচার চলছে অবাধে। প্রশাসনিক চোখে ফাঁকি দিয়ে স্থানীয় একটি মহল চালাচ্ছে এই অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার সিন্ডিকেট।
    বালু তুলতে গিয়ে পাচারকারীরা ক্ষতিগ্রস্ত করছে সোনাই নদীর মঙ্গলপুর ও বহরা রাবার ড্যাম দুটি। রাবার ড্যামের কাছাকাছি এলাকা ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের কারণে ড্যামে অনেক স্থানে ভাঙন ধরেছে।
    সোনাই নদীর পানি ব্যবস্থাপনা কমিটির নেতারা জানান, গত এপ্রিল মাসে সোনাই নদীর অলিপুর, তুলসীপুর, ভবানীপুর, কালী কৃষ্ণনগর এলাকায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কিছু বালু জব্দ করা হয়। জব্দ করা বালু মাধবপুর উপজেলা প্রকৌশলী নিলামে বিক্রি করেন। নিলাম ডাককারীরা দুই মাস সময়ের মধ্যে এসব বালু অপসারণ করে নেন। বালু অপসারণের সময়সীমা পার হয়ে গেলেও, স্থানীয় প্রভাবশালী চক্র অবৈধ পথে সোনাই নদী থেকে বালু উত্তোলন করে নদী পাড়ে জমা করছে। পরে এক্সক্যাভেটরের মাধ্যমে ট্রাক ও ট্রাক্টরে করে এসব বালু পাচার করা হচ্ছে বিভিন্ন স্থানে। বালুবাহী এসব ভারী যান চলাচলের কারণে স্থানীয় রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
    সোনাই নদীর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আবুল মোবারক জানান, মঙ্গলপুর ও বহরা এলাকার দুটি রাবার ড্যাম থাকার কারণে সোনাই নদীর পানি দিয়ে খরা মৌসুমে স্থানীয় কৃষকরা শত শত একর জমির বোরো ও রবিশস্য চাষে সেচের ব্যবস্থা করেন। তবে রাবার ড্যাম এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী গভীর হয়ে নদীর তল দেশে রাবার ড্যামের স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া বেপরোয়া বালু বহনের কারণে ক্ষতি হচ্ছে ড্যামের।
    স্থানীয়রা জানান, বোরো মৌসুমে রাবার ড্যাম দুটি ঠিকভাবে কাজে লাগানো যাচ্ছে না পানি সংরক্ষণে। বালু উত্তোলনের কারণে চৌমুহনী ও মঙ্গলপুর রাবার ড্যাম পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এ ছাড়া বহরা রাবার ড্যামে ছিদ্র হয়ে গেছে। দ্রুত মেরামত করা না হলে আগামী বোরো মৌসুমি সেচের পানি নিয়ে চরম সংকটে পড়তে হবে।
    মাধবপুর মনতলা ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদ জানান, অবৈধভাবে বালু পাচার কারণে এরইমধ্যে বালু পাচারকারী চক্রের বিরুদ্ধে ১৫টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া কালী কৃষ্ণনগর থেকে বালু পাচার সময় চোরাই বালু জব্দ করা হয়েছে। মাধবপুর এলজিডি কর্মকর্তা ও জব্দকৃত বালু নিলাম কমিটি সদস্য সচিব শাহ আলম জানান, দুই মাসের জন্য নির্দিষ্ট পরিমাণ বালু নিলাম দেওয়া হয়েছিল। সরকারি কোষাগারে টাকা জমা দিয়ে নিলামকারীরা নির্দিষ্ট সময়ের মধ্যে বালু অপসারণ করে নিয়েছেন। এখন কেউ বালু নেওয়ার চেষ্টা করলে প্রশাসন তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করছে। রাবার ড্যাম সংস্কারের জন্য সরকারি বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। টাকা পেলে দ্রুত মেরামত করা হবে।
  • বিএনপির ডাকা হরতাল মাধবপুরে আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ।

    বিএনপির ডাকা হরতাল মাধবপুরে আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ।

    মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি।
    বিএনপির ডাকা হরতালবিরোধী হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামীলীগ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে উপজেলা সদর বাস স্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ হয়েছে।
    এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, আওয়ামীলীগ নেতা আপন মিয়া,পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ সেলিম, সাধারণ সম্পাদক শ্রীধাম দাশগুপ্ত, সাবেক সাধারণ সম্পাদক আরশাফুল আলম টিটু,উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কুতুব, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক সুজন রায়, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ফকির জাবেদ,পৌর যুবলীগের আহবায়ক একরামুল আলম লেবু, যুগ্ম আহবায়ক নূরুল আলম রিপন,বিদ্যুৎ মজুমদার,পৌর যুবলীগ নেতা নাহিদ মিয়া প্রমূখ।উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
    এ সময় বক্তারা বলেন, বিএনপিকে একটি সন্ত্রাসী দল আখ্যায়িত করেন। তারা আবারও মানুষের জান-মাল নিয়ে ছিনিমিনি খেলছে। বিএনপি নেতা-কর্মীরা একজন পুলিশ সদস্যকে হত্যা ও কয়েকজনকে আহত করেছে। আজ আবার হরতাল ডেকে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। মাধবপুরবাসী তাদের ডাকা হরতালকে প্রত্যাখ্যান করে রাজপথে নেমে এসেছে। এদের আন্দোলন বা দাবির সাথে জনগনের কোন সম্পৃক্ততা নেই।
    এ সমশ বক্তারা আরো বলেন, বিএনপি-জামায়াতের যেকোন অপচেষ্টার বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ। তারা দেশে শান্তিপুর্ণ পরিবেশকে বিঘিন্ন করে বিএনপি জামাত আগামী নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। দেশের জনগন তাদের প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন করার জন্য প্রস্তুত।
  • মাধবপুরে সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচার: প্রাণনাশের হুমকি।

    মাধবপুরে সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচার: প্রাণনাশের হুমকি।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি হামিদুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে। এ অভিযোগে বৃহস্পতিবার ২৬ অক্টোবর দুপুরে উপজেলার মঙ্গলপুর গ্রামের হৃদয় শাহআলম নামে এক যুবকের বিরুদ্ধে থানায় জিডি করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন বেশ কিছুদিন ধরে এমডি শাহআলম হোসাইন তার ফেসবুক আইডি থেকে তার নামে বিভিন্ন ধরনের আজেবাজে মন্তব্য সহ বিভ্রান্তিকর মিথ্যা বানোয়াট তথ্য প্রচারনা করে আসছে। গত ২৫ অক্টোবর রাত ৯ টায় তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে লাইভ ভিডিও প্রচার করে তার বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচার করে। সাংবাদিক হামিদুর রহমান জানান, এ বিষয়টি তাকে জিজ্ঞাসা করা হলে এমডি শাহআলম হোসাইন তাকে প্রাণে হত্যার হুমকি দিয়েছে। এ বিষয়ে সাইবার ট্রাইব্যুনালে মামলা করার প্রস্তুতি চলছে।  মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, জিডি তদন্ত করে আইনগত দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।
  • মাধবপুরে বিয়েতে গান বাজানোর অপরাধে নারীকে সমাজচ্যুত।

    মাধবপুরে বিয়েতে গান বাজানোর অপরাধে নারীকে সমাজচ্যুত।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    ছেলের গায়ে হলুদের অনুষ্ঠানে মাইকে গান বাজানোর অপরাধে হবিগঞ্জের মাধবপুরে লালু বানু নামে এক নারীকে এক মাস ধরে সমাজচ্যুত করে রাখা হয়েছে।
    উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
    সমাজচ্যুতির কারণে ওই নারীর সঙ্গে গ্রামের সবাই কথা বলা বন্ধ রেখেছেন। বাড়ি থেকে বের হলেই লোকজন তাঁকে নানাভাবে হেনস্থা করছে বলে অভিযোগ করেছেন লাল বানু। ফলে চার সন্তান নিয়ে তিনি বিপাকে আছেন।
    লাল বানু জানান, এক মাস আগে তাঁর ছেলে নূরুল হকের গায়ে হলুদের অনুষ্ঠানে ছোট সাউন্ডবক্সে বিয়ের গীত বাজছিল। সে সময় গ্রামের প্রভাবশালীরা এসে তাদের গান বন্ধ করতে বলেন। নিষেধ শুনে তারা গান বাজানো বন্ধ করে দিয়েছিলেন। গত ১৩ অক্টোবর বাড়িতে মিলাদ পড়ানোর জন্য লাল বানু স্থানীয় মসজিদের ইমাম মাওলানা জাকির হোসেনকে দাওয়াত দিলে তিনি আসেননি। কারণ জানতে চাইলে জানানো হয়, লাল বানুকে সমাজচ্যুত করা হয়েছে।
    এ ব্যাপারে সাতপাড়া গ্রামের প্রভাবশালী রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই গ্রামের রীতি হচ্ছে বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানে মাইক বাজানো যাবে না। কারণ, ইসলাম ধর্মে গান-বাজনা নিষেধ।
    এছাড়া মাইকের উচ্চ শব্দের কারণে সাধারণ মানুষ বিরক্ত হয়। লাল বানু সমাজের কথা না মেনে উচ্চ শব্দে বিয়েবাড়িতে সাউন্ডবক্স বাজানোর কারণে তাঁর বাড়িতে মসজিদের ইমামকে যেতে নিষেধ করা হয়েছে‌। লাল বানু সমাজের কাছে ক্ষমা চাইলে ক্ষমা করা হবে। লাল বানু ক্ষমা চাইতে রাজি নন। এ কারণে তাঁকে আপাতত সমাজচ্যুত করা হয়েছে।
    সাতপাড়া মসজিদের ইমাম জাকির হোসেন বলেন, ‘গ্রামের লোকজন নিষেধ করায় আমি লাল বানুর বাসায় মিলাদে যাইনি। ইসলামে গান-বাজনা নিষেধ। এছাড়া মাইক বাজলে অন্য মানুষের সমস্যা হয়।’
    এ ব্যাপারে চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান বলেন, এ ধরনের ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সাতপাড়া গ্রামে গিয়ে স্থানীয়দের বলে এসেছি বিষয়টি নিষ্পত্তির জন্য। কারণ কাউকেই সমাজচ্যুত করা যাবে না।’
    মাধবপুরের ইউএনও মনজুর আহসান বলেন, সমাজচ্যুত করার ঘটনার বিষয়টি শুনে স্থানীয় চেয়ারম্যানকে খোঁজ নিতে বলা হয়েছে। সমাজচ্যুত করা আইনত অপরাধ।
  • মাধবপুরে পুলিশের অভিযানে ৬ জুয়াড়ী গ্রেফতার।

    মাধবপুরে পুলিশের অভিযানে ৬ জুয়াড়ী গ্রেফতার।

    নাহিদ মিয়া,মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুরে জুয়া খেলার আসর থেকে ৬ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমন সময় আরো দুই জুয়াড়ী পালিয়ে যায়। গ্রেফতারকৃত জুয়াড়ীদের কাছ থেকে ৮ হাজার ৬শত টাকা  খেলায় ব্যবহৃত তাসের বান্ডিল উদ্ধার করেছে পুলিশ।
    পুলিশ সূত্রে জানা যায়া, মঙ্গলবার (১৭-অক্টোবর) রাত্রে সা‌‌ড়ে ৩ টায় খবর পেয়ে মাধবপুর থানার এসআই তরিকুল ইসলাম, এসআই মানিক কুমার সাহার নেতৃত্বে এএসআই জিয়াউর রহমানে’র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উপজেলার জগদীশপুুর ইউনিয়নের খাটুরা গ্রামের আলমগীরে টিনশেড বসত ঘরে থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৮ হাজার ৬ শত টাকাসহ ৬ জুয়াড়ীকে গ্রেপ্তার করে।
    গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জগদীশপুুর ইউনিয়নের খাটুরা গ্রামের মোঃ আব্দুল আলীর ছেলে আলমগীর মিয়া (৪৫) একই গ্রামের মৃত শানু মিয়ার ছেলে সেন্টু মিয়া (৩৫), নরুল ইসলাম ছেলে এখলাছ মিয়া (৪০) ছেনু মিয়ার ছেলে মিজানুর রহমান (৩৫) সর্ব খাটুরা গ্রামের খড়কী গ্রামের দিলু মিয়ার ছেলে মোতাব্বির হোসেন  (৩০), মৃত্যু রফিক মিয়ার ছেলে হেফজুর রহমান (৩৮)।
    মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন জানান, গ্রেপ্তারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে, মঙ্গলবার দুপুরে জেলা বিচারক আদালতে সোপর্দ করা হয়েছে।দুই পলাতক জুয়াড়ীর বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।
  • মাধবপুরে বজ্রপাতে নিহতদের পরিবারকে ইউএনও’র আর্থিক চেক বিতরণ।

    মাধবপুরে বজ্রপাতে নিহতদের পরিবারকে ইউএনও’র আর্থিক চেক বিতরণ।

    নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে নিহতদের পরিবারের নিকট মানবিক সহয়তার চেক হস্তান্তর করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান।
    সোমবার (১৬ অক্টোবর) সকাল ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় কক্ষে এ মানবিক সহয়তার চেক হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব সহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
    রোগী দেখে বাdড়ি ফেরার পথে শিশুসহ একই পরিবারের ২ জন বজ্রপাতে নিহতদের পরিবারের সদস্য সোহেল মিয়া ও রুবেল খানের হাতে ২০ হাজার টাকার দুটি চেক হস্তান্তর করা হয়।
    উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের ছেনু মিয়ার অসুস্থ ছেলে ধনুু মিয়াকে আত্মীয়তার সূত্রে দেখতে গিয়েছিলেন ছাতিয়াইন গ্রামের রহমত আলীর স্ত্রী শারমিন আক্তার (২২), রুবেল মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (১২) ও সােহেল মিয়ার স্ত্রী শান্তা আক্তার। দুপুরের খাবারের পর বিশ্রাম শেষে ছাতিয়াইনে ফেরা জন্য ছেনু মিয়ার বাড়ি থেকে বের হয়ে কিছুদূর যাওয়ার পর বজ্রপাতের ঘটনা ঘটে।ঘটনাস্থলেই সাদিয়া ও শান্তার মৃত্যু হয়।
    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান জানান, ভবিষ্যতে সরকারি নিয়ম মোতাবেক মানবিক সহয়তা প্রদান অব্যাহত থাকবে।
  • মাধবপুরে জিপিএ- ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।

    মাধবপুরে জিপিএ- ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।

    নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত বিভিন্ন বিদ্যায়তনের ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বার্ষিক মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।
    এ উপলক্ষে সোমবার (১৬ অক্টোবর) উপজেলার মনতলায় অপরূপা বালিকা উচ্চ বিদ্যায়তন হলরুমে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অপরূপা বালিকা উচ্চ বিদ্যায়তনে প্রধান শিক্ষক মজিবুর রহমান বাহারের সভাপতিত্বে এ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বহরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন।বিশেষ অতিথি ছিলেন চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবু্ুবুর রহমান সোহাগ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, হরিশ্চন্দ্র দেব,আলী আমজাদ শাহীন, সৈয়দ শাহনেওয়াজ, সাংবাদিক জালাল উদ্দিন লস্কর প্রমুখ।
    এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্টানে বিগত এসএসসি পরীক্ষায় বহরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৭ জন জিপিএ ফাইভ পাওয়া মেধাবী শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হয়।
  • মাধবপুরে দূর্গাপুজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা।

    মাধবপুরে দূর্গাপুজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা।

    নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা মাধবপুর থানা পুলিশের আয়োজনে  শনিবার (১৪-অক্টোবর) দুপুর ১টায় থানার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।  মাধবপুর থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম খাঁনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
    প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী।
    পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন রায়ের সঞ্চালনায়
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সুকোমল রায়,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি বেনু রঞ্জন রায়,উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান,
    মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ এরশাদ আলী,সাধারণ সম্পাদক শংকর পাল চৌধুরী, পুজা উদযাপন পরিষদের সভাপতি পংকজ কুমার সাহা,পৌর পুজা উদযাপন পরিষদের  সভাপতি অজিত কুমার পাল,সাধারণ সম্পাদক অন্জন বনিক,শ্রীমৎ স্বামী নীরদানন্দ গিরি
    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিলিপ দেব,পরিমল দেব,নারায়ণ চন্দ্র কর্মকারসহ পুজা উদযাপন পরিষদের ১১টি ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ।
    মাধবপুর থানা ওসি রকিবুল ইসলাম খাঁন বলেন, পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষায় পূজা মণ্ডপের বাইরে এলাকায় পুলিশি টহল অব্যাহত থাকবে। পূজা মণ্ডপ এলাকায় মন্দিরগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা করা হবে।
    এ ব্যাপারে মাধবপুর (সার্কেল) সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী বলেন, এ বছর ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে  ১২০টি পূজা মণ্ডপে ২০ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরে পুলিশি টহল থাকবে।সিসি টিভি(আইপি) ক্যামেরা পূজা মন্ডপে স্হাপন করতে হবে ,এ বিষয়ে আমাদের সব সহযোগীতা থাকবে।
  • মাধবপুরে মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজে পুরস্কার বিতরণ।

    মাধবপুরে মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজে পুরস্কার বিতরণ।

    হবিগঞ্জের মাধবপুর মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    রোববার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১ টায় কলেজ কনফারেন্স রুমে বার্ষিক ক্রীড়া  সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।
    অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান,অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন ,ক্রীড়া সংস্থার সেক্রেটারি সুকোমল রায়,উপজেলা আওয়ামী লীগের  যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বেনু রঞ্জন রায়,সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত ,প্রভাষক নজরুল ইসলাম শিক্ষার্থী উর্মি পাল প্রমূখ।
  • মাধবপুরে অর্ধগলিত মরদেহ উদ্ধার।

    মাধবপুরে অর্ধগলিত মরদেহ উদ্ধার।

    মাধবপুর উপজেলার মনতলা-ধর্মঘর সড়কের  দেবপুর নামক স্থানে অমূল্য নাথ (৬১) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে উপজেলার
    ধর্মঘর ইউনিয়নের দেবপুর পাকা সড়কের পূর্ব পাশে মাটি ভরাট চলমান কাজে নির্মানাধীন একটি বিল্ডিং থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অমূল্য নাথ উপজেলার ছাতিয়াইন গ্রামের মৃত হরকুমার দেবনাথের পুত্র।
    মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে পথচারীরা রাস্তার পাশে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।