Tag: মাধবপুর

  • মাধবপুরে পর্ণোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার।

    মাধবপুরে পর্ণোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    পর্ণোগ্রাফি মামলায় বাহার মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাধবপুর থানার পুলিশ।বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ১০টায় মাধবপুর থানার এস আই পনুয়েলে’র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নারায়নপুর টঙ্গীর মোড় এলাকায় বাহারকে গ্রেপ্তার করে। সে নোয়াপাড়া ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত আলেফ খাঁর ছেলে।
    মামলা সূত্রে জানা গেছে, বাহার মিয়া ফেসবুকে ভুয়া আইডি খোলে একই গ্রামের জনৈক ব্যক্তির মেয়ের আপত্তিকর ছবি পোষ্ট করে। এই ঘটনায় সেলিম মাহমুদ লিটন বাদি হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-৬) আদালতে মামলা আমলে নিয়ে রেকর্ড করতে থানাকে নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে মাধবপুর থানা পুলিশ বাহারের নামে মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করে।
    ভুক্তভোগী তরুণীর বাবা জানান, বাহার দীর্ঘদিন ধরে গোপনে মেয়েদের ছবি তুলে এবং তা দিয়ে ভিডিও বানিয়ে সেই ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছে। তাকে অর্থ দিতে অপরাগতা করলেই ছবি ও ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়।
    মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন বাহারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পর্ণোপ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ ধারা মামলার আসামি বাহারকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
  • মাধবপুরে ট্রাক চাপায় হেলপারের মৃত্যু।

    মাধবপুরে ট্রাক চাপায় হেলপারের মৃত্যু।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে
    ট্রাকের নিচে চাপা পড়ে নবী মিয়া(৩০) নামের এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। উপজেলার জগদীশপুর গ্লোবাল ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
    জানা যায়, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর ৫ টায় ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর গ্লোবাল ফিলিং স্টেশনে থামে একটি ট্রাক। এসময় হেলপার নবী মিয়া ট্রাকটির পেছনে দাঁড়ানো অবস্থায় অপর একটি ট্রাক তার পিছনে এসে থামে। নবী মিয়া তার ট্রাকের চালককে ট্রাকটি একটু সামনে নিতে বলে। চালক ভুল বুঝে পেছনে ব্যাক করলে নবী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
    ট্রাকের চালক সোহাগ মিয়া জানান, নিহত হেলপার কুমিল্লা জেলার কোতোয়ালী থানার খালিয়াজুড়ি গ্রামের ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পেট্রল টিমের এএসআই মো. বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
  • কৃষি জমিতে মাটি কাটার অপরাধে জরিমানাসহ দুই জনের কারাদণ্ড।

    কৃষি জমিতে মাটি কাটার অপরাধে জরিমানাসহ দুই জনের কারাদণ্ড।

    নাহিদ মিয়া মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুরে অবাধে কৃষিজমিতে মাটি উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা এবং দু ব্যাক্তিকে ৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে  ভ্রাম্যমাণ আদালত।
    মঙ্গলবার (১৪ ই নভেম্বর ) বিকালে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান ও  সহকারি কমিশনার (ভূমি)  রাহাত বিন কুতুব গোপন সংবাদের ভিত্তিতে ভ্রামামাণ আদালতের অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর( গঙ্গানগর) গ্রামের লিচু মিয়ার পুত্র  শিবলু মিয়া(৪২), আশুগঞ্জ এর হৃদয় মিয়া(৩৫) এবং কল্টু মিয়া নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রামামাণ আদালতের মাধবপুর থানা পুলিশ সহযোগিতা করেন। পরে দন্ডপাপ্তদের মাধবপুর থানা সোপর্দ করা হয়। সহকারি কমিশনার (ভূমি)  রাহাত বিন কুতুব ঘটনা নিশ্চিত করেছেন।
  • মাধবপুরে সেতু ভেঙ্গে ট্রাক্টর খালে দূর্ভোগ শুরু।

    মাধবপুরে সেতু ভেঙ্গে ট্রাক্টর খালে দূর্ভোগ শুরু।

    নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি। হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের নোয়াগাঁও খালের ওপর নির্মিত একটি সেতু ট্রাক্টর সহ রবিবার (১২ নভেম্বর) দুপুরে ভেঙ্গে পড়েছে। কয়েকটি গ্রামের খাল পারাপারের একমাত্র সেতুটি ভেঙ্গে পড়ায় গ্রামবাসীরা চিন্তার মধ্যে পড়েছেন। হালের ট্রাক্টরর ভর ধারন করতে না পারায় ট্রাক্টরসহ সেতুটি ভেঙ্গে খালের মধ্যে পড়ে গেছে।
    স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর পূর্ব নোয়াগাঁও খালের ওপর ছোট একটি সেতু নির্মাণ করা হয়েছিল। এ সেতু দিয়ে কালিকাপুর, রতনপুর ও নোয়াগাঁও গ্রামের লোকজন যাতায়াত করত।
    কালিকাপুর গ্রামের নাসির মিয়া জানান, সেতুটি অনেক দিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। এখন এটি ভেঙ্গে পড়ায় এলাকাবাসীর দূর্ভোগ শুরু হয়েছে। ওই স্থানে নতুন একটি সেতু নির্মাণ করার জন্য স্থানীয় লোকজন সরকারের নিকট জোর দাবি করছেন।
    মাধবপুর উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম জানান, হঠাৎ রবিবার দুপুরে সেতুটি ভেঙ্গে পড়ার খবর শুনছি। ওই স্থানে নতুন একটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তর প্রস্তাব পাঠানো হবে।
  • মাধবপুরে পাহাড় ঘেঁষে আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য ভাগাড়- জনস্বাস্থ্য হুমকির মুখে।

    মাধবপুরে পাহাড় ঘেঁষে আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য ভাগাড়- জনস্বাস্থ্য হুমকির মুখে।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুর উপজেলার সংরক্ষিত রঘুনন্দন পাহাড়ের পাশে বিভিন্ন শিল্পকারখানা এবং ছোট-বড় প্রতিষ্ঠানের বর্জ্য ও প্লাস্টিকসামগ্রী ফেলার কারণে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে। হুমকির মুখে পড়েছে সেখানকার জীববৈচিত্র্য।
    পাঁচ বছরেরও বেশি সময় ধরে এই বন-সংলগ্ন নির্জন পাহাড়ের পাশে এসব বর্জ্য ফেলা হচ্ছে। সেখানে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। জায়গাটি শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলার মধ্যবর্তী স্থানে হওয়ায় কোনো উপজেলা প্রশাসনই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না।
    স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর আগে মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় মহাসড়কের পাশে এবং রঘুনন্দন পাহাড়ঘেঁষা এলাকায় বেশ কয়েকটি শিল্পকারখানা গড়ে ওঠে। এসব শিল্পকারখানার বর্জ্য ফেলার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় সেগুলো ফেলা হচ্ছে সংরক্ষিত রঘুনন্দন বন এলাকায়। রীতিমতো ভাগাড় হয়ে ওঠা ঢাকা-সিলেট রেললাইনের পার্শ্ববর্তী ওই এলাকায় স্থানীয়দের চলাচল কঠিন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ময়লা ফেলতে নিষেধ করলেও তাদের কথা আমলে নিচ্ছে না ওইসব শিল্পপ্রতিষ্ঠান-সংশ্লিষ্টরা।
    স্থানীয় বাসিন্দা রাজু মিয়া জানান, ময়লার কারণে রঘুনন্দন পাহাড়ে জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। কারখানার ময়লা নির্দিষ্ট একটি জায়গায় ফেলা হলে পরিবেশের কোনো ক্ষতি হতো না। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন নীরব। জায়গাটি দুই উপজেলার মধ্যবর্তী স্থানে হওয়ায় কেউই দায়িত্ব নিতে চাচ্ছে না। এতে করে জনবসতি, সংরক্ষিত বন ও রেললাইনের পাশের গুরুত্বপূর্ণ এই জায়গায় ময়লা ফেলার কারণে সার্বিকভাবে যেসব সমস্যা সৃষ্টি হচ্ছে তা থেকে মুক্তির উপায়ও মিলছে না।
    সুনির্দিষ্টভাবে নাম উল্লেখ না করে স্থানীয় ব্যবসায়ী আবু তাহের জানান, বড় বড় শিল্পকারখানার লোকজন বনের পাশে ময়লা ফেলছে। তাদের কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীনতা অপ্রত্যাশিত। তাদের উচিত, এসব দূষিত বর্জ্য ফেলার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা করা; যাতে জনস্বাস্থ্য ও পরিবেশের কোনো ক্ষতি না হয়।বাঘাসুরা ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমেদ বলেন, জায়গাটি মাধবপুর এবং শায়েস্তাগঞ্জের মাঝামাঝি। বনের পাশের ওই অংশে ময়লা ফেলা হলেও প্রশাসনিক পদক্ষেপ নিতে জটিলতা সৃষ্টি হচ্ছে। এভাবে ময়লা ফেলা অব্যাহত থাকলে স্থানীয় বাসিন্দা, সংরক্ষিত বনাঞ্চল এবং পাহাড়ি এলাকার জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পরবে।
    হবিগঞ্জ সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, সংরক্ষিত বনাঞ্চলের পাশে এভাবে ময়লা ফেলা কোনোভাবেই উচিত হয়নি। এসব ময়লা বনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অনেক ক্ষতিকর। বিষয়টি কীভাবে সুরাহা করা যায়, বন বিভাগ এ বিষয়ে তৎপর রয়েছে।
    শায়েস্তাগঞ্জ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী (পথ) সাইফুল্লাহ জানান, রেলপথ ও বনের মধ্যবর্তী স্থানে ময়লা ফেলে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আহসান জানান, বন ও রেলের জায়গার মধ্যে ময়লা ফেলা পরিবেশবিরোধী কাজ। যারা এ ধরনের কাজ করছে জেলা প্রশাসককে অবগত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
  • মাধবপুরে যুবলীগে’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    মাধবপুরে যুবলীগে’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    বাংলাদেশ আওয়ামী যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুর উপজেলা যুবলীগে’র আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা এবং কেক কেটে যুবলীগে’র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
    শনিবার (১১ নভেম্বর) বিকেলে দিকে উপজেলা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে সামনে থেকে উপজেলা  যুবলীগের বর্ণাঢ্য র‍্যালি বের করে ঢাকা সিলেট মহাসড়ক হয়ে মাধবপুর বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয় এসে শেষ হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব ণ্ড উপজেলা যুবলীগের মোঃ সভাপতি ফারুক পাঠান,ও সঞ্চালনায় করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের  যুগ্ম সম্পাদক জুয়েল খাঁন,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কুতুব, যুবলীগ নেতা শাহ নেওয়াজ শানু,মোঃ সাজু মিয়া,হুমায়ুন কবির, পৌর যুবলীগের আহবায়ক একরামুল আলম, পৌর যুবলীগ নেতা বদরুজ্জামান আলি, রাখেশ দাশ, মোঃ নাহিদ মিয়া,প্রমূখ। পৌর যুবলীগ ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক,সহ শতাধিক যুবলীগের  নেতৃবৃন্দ ছিলেন।
  • মাধবপুরে ইউনিয়ন যুবলীগের সদস্য সংগ্রহ ও কর্মী সভা।

    মাধবপুরে ইউনিয়ন যুবলীগের সদস্য সংগ্রহ ও কর্মী সভা।

    নাহিদ মিয়া মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    বাংলাদেশ আওয়ামী যুবলীগের দেশব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ কার্যক্রমে অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুর উপজেলা যুবলীগের আওতাধীন ৮নং বুল্লা ইউনিয়নের যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
    বুল্লা ইউনিয়ন যুবলীগের আয়োজনে সোমবার (০৬ নভেম্বর) বিকাল সাড়ে ০৪ টায় বুল্লা ইউনিয়ন পরিষদ হলরুমে যুবলীগের প্রাথমিক সদস্য ও নবায়ন কার্যক্রম এবং কর্মী সভায় সভাপতিত্ব করেন এই ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিকুর রহমান, সঞ্চালনায় করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুকুর রহমান।
    কর্মী সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এ কে এমন মইন উদ্দিন চৌধুরী সুমন, বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি বিপ্লব রায়, সাংগঠনিক সম্পাদক এমএ মামুন, মহিবুর রহমান মাহি, মাধবপুর উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কুতুব আশরাফুল আলম হিরন, প্রচার সম্পাদক আলাউদ্দিন,এই ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম (শফিকমেম্বার) যুগ্ন সম্পাদক এরশাদ মিয়া প্রমুখ। পরে ইউনিয়ন যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন বিতরণ করা হয়।
    এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা যুবলীগের নেতা সাজু মিয়া আনিসুল রহমান,পৌর ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ নাহিদ মিয়া সহ যুবলীগের স্থানীয় নেতৃবৃন্দ।
  • মাধবপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন।

    মাধবপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন।

    নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    “এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ছিল, “সমবায়ে গড়ছি দেশ,”স্মার্ট হবে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে
    হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
    এ দিবস উপলক্ষে শনিবার (৪ঠা নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে। উপজেলা সদরের  গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান, সঞ্চালনায় করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো: মিজানুর রশিদ।
    এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আব্দুস সাত্তার বেগ , বিআরডিবি চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হামিদুর রহমান প্রমূখ।
  • মাধবপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

    মাধবপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি। 
    পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি  এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ‘কমিউনিটি পুলিশিং ডে’ ২০২৩ পালিত হয়েছে।
    শনিবার (৪-নভেম্বর) সকালে মাধবপুর থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাধবপুর থানার এসআই শামস্ ই তাব্রীজ এর সঞ্চালনায়,ওসি রকিবুল ইসলাম খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন পাঠান ও গীতা পাঠ করেন শ্যামল চক্রবর্তী।
    প্রধান অতিথির বক্তব্যে মাধবপুর (সার্কেল) সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী বলেছেন, এক সময় মানুষের ধারনা ছিল থানা পুলিশের কাছে আসা সম্ভব নয়, আজ সেই ধারণা পাল্টে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিং এর স্বীকৃতি দিয়ে সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব কমিয়ে দিয়ে বন্ধুত্ব বাড়িয়ে দিয়েছেন।
    পুলিশের সাথে জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। তিনি আরো বলেন, দেশ এগিয়ে চলছে, দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়তে সকলে একযোগে কাজ করতে হবে।
    এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ রহম আলী, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ এরশাদ আলী,আন্দিউড়া ইউনিয়ন আ. লীগের সেক্রেটারি মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শংকর পাল সুমন, ছাত্রলীগের আহবায়ক আতাউস সামাদ বাবু,পৌর আহবায়ক একরামুল আলম লেবু, প্রমূখ।
    অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকর পাল চৌধুরী, সাংবাদিক নাহিদ মিয়া, বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সদস্য, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
  • মাধবপুরের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বদলি।

    মাধবপুরের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বদলি।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    ঘুষ বানিজ্য সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত মাধবপুর মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল হোসেনে’র বদলির আদেশ হয়েছে। তবে আদেশে কি কারণে তাকে বদলি করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। ২৯ শে অক্টোবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর
     ঢাকা এর উপ পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে মাধবপুর থেকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলায় যোগদানের আদেশ দেওয়া হয়েছে। আগামী ৭ নভেম্বরের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের সময়সীমা বেধে দেওয়া হয় প্রজ্ঞাপনে। উল্লেখ্য যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন দীর্ঘদিন যাবত মাধবপুরে একটি সিন্ডিকেট তৈরি করে তাদের মাধ্যমে ঘুষ বানিজ্য চালিয়ে যাচ্ছিলেন। জগদীশপুর জেসি হাইস্কুল এন্ড কলেজ এর আয়া নিয়োগের জন্য আশি হাজার টাকা ঘুষ নিয়ে কমিটির কারণে নিয়োগ দিতে না পেরে ঘুষের সত্তর হাজার টাকা ফেরত দেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।
    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি শিক্ষা প্রতিষ্টানের প্রধান আবুল হোসেনের বদলির খবর শুনে স্বস্তি প্রকাশ করেছেন।’আ’ আদ্যাক্ষর দিয়ে নাম শুরু এমন একজন প্রধান শিক্ষক জানিয়েছেন, মাধবপুরে এমন অসৎ শিক্ষা অফিসার এর আগে কখনোই আসেনি।