Tag: ভোট

  • ডেলিগেটারের ভোটে বি.এন.পি’র কমিটি গঠনের দাবিতে জনসমাবেশ।

    ডেলিগেটারের ভোটে বি.এন.পি’র কমিটি গঠনের দাবিতে জনসমাবেশ।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে এবং তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কমিটি ভোটের মাধ্যমে গঠনের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার(২৪ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপি’র আয়োজনে উপজেলার ফয়লা বাজার বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
    এদিন দুপুর থেকে উপজেলার ১০ টি ইউনিয়ন থেকে রনসেন মোড়ে জড়ো হতে থাকে নেতা-কর্মীরা। পরে হাজার হাজার নেতা-কর্মী মিছিল সহকারে ফয়লা বাজারের সমাবেশে যোগদান করেন।
    উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান (শামীম)।
    প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামীম বলেন, দীর্ঘদিন দেশে সীমাহীন অনিয়ম-দুর্নীতি করেছে আওয়ামী লীগ সরকার। জনগণের ভোটাধিকার হরণ করছে। গত ৫ আগস্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। স্বৈরাচার পালিয়ে গিয়েও দেশ ধ্বংসের চক্রান্তে লিপ্ত আছে। পতিত স্বৈরাচারের দোসররা এখন বিএনপির ঘাড়ে চাপতে চাচ্ছে। তারা বিএনপির কমিটিতে আসার জন্য নানান কৌশলে এগোচ্ছে। এতদিন যারা আওয়ামী দুঃশাসনের যাতাকলে পড়ে হামলা, মামলা ও কারাবরণ করেছেন তাদেরকেই কমিটিতে আনতে হবে। কোন আওয়ামী লীগের দোসরকে কমিটিতে জায়গা দেয়া হবেনা। গনতান্ত্রিক প্রক্রিয়ায় ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে প্রকৃত বিএনপির কর্মী সংগ্রহ করে ভোটের মাধ্যমে কমিটি গঠন করতে হবে।
    এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোল্লা আঃ ছত্তার, মিলন আকুঞ্জি, মঞ্জুর ফারাজি, রুহুল আমিন, আকবর হোসেন, ইসমাঈল মোল্লা খোকন, ফরিদ উদ্দীন, শেখ শারাফাত, তরফদার জিল্লুর রহমান, আল আমিন, রফিকুল ইসলাম, হিরক মনি টুলু, শহিদুল ইসলাম, হুমায়ুন আহমেদ, সৈয়দ কুদরতি ইলাহি, এ্যাডঃ কামাল হোসেন প্রমুখ।
  • আগের মত ভোট হবে না,আপনার ভোট আপনি দিতে পারবেন:প্রধান নির্বাচন কমিশনার।

    আগের মত ভোট হবে না,আপনার ভোট আপনি দিতে পারবেন:প্রধান নির্বাচন কমিশনার।

    নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধন করার বড় একটা উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতনতা করা। যারা বাড়িতে যাবেন ভোটারদের একটি বার্তা দিবেন এবার আগের মত ভোট হবে না। আপনার ভোট আপনি দিতে পারবেন। এ লক্ষে মানুষের মধ্য একটি জাগরণ সৃষ্টি করতে হবে। নারী ভোটার সহ সকল ভোটারা যাতে ভোট কেন্দ্রে আসেন সে লক্ষে নানা প্রচার প্রচারনা করা হবে।
    বৃহস্পতিবার ০৯ জানুয়ারি ২০২৫ ইং, সকাল ১১ টার সময় জেলা শহরের বেঙ্গল কনভেশন হলে “ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়” শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
    এ. এম. এম. নাসির উদ্দিন তিনি বলেন, আমরা একটি সুষ্ট সুন্দর গ্রযোগ্য নির্বাচন দিতে চাই, এতে কোন দ্বিধা দ্বন্দ নেই। আমাদের লক্ষ একটা, কোন দল বা গোষ্টিকে ভোটে জিতানোর জন্য অথবা কোন ব্যক্তি ভোটে জিততে না পারে সে কাজের জন্য আমরা নামিনি। আমরা নেমেছি সুষ্ট ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য। মানুষ যাকে ভোট দেবে সেই জিতবে এটাই আমাদের প্রত্যাশা।
    তিনি আরও বলেন, আগে ফেবার না করলে চাকুরী নিয়ে টান পড়ত। অফিসাররা যখন কাজ করত তখন কাউকে কাউকে ফেবার করা কথা বলা হতো। ফেবার না করলে অসুবিধা হতো। সমস্যা হতো। এখন ফেবার করতে গেলে অসুবিধা হবে। আগের অবস্থার এখন পুরো উল্টো। এখন আর আগের মতো ভোট হবেনা। আমরা সর্তক করে দিচ্ছি এব্যাপারে অনড় থাকব। কোনো ছাড় দেওয়া হবেনা।
    সিলেট অঞ্চলনের আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে, এম, আলী নেওয়াজ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্নসচিব মোঃ মঈন উদ্দীন খান, উপপ্রধান (উপসচিব) ও প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়।
    অনুষ্ঠানটি যৌথ ভাবে সঞ্চালনা করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ এমদাদুল হক ও সিলেট বিশ্বনাথ উপজেলা নির্বাচন অফিসার স্বর্ণালী চক্রবর্ত্তী। কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ অংশ নেন।
    মোঃ জালাল উদ্দিন,
  • জানুয়ারীতে খসড়া ভোটার তালিকা প্রকাশ।

    জানুয়ারীতে খসড়া ভোটার তালিকা প্রকাশ।

    জানুয়ারীতে খসড়া ভোটার তালিকা প্রকাশ

    অনলাইন ডেস্কঃ আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করার কথালেছন নির্বাচন কমিশন।

    রবিবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মারফত এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, যাদের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভুল আছে, তাদেরকে জরুরিভিত্তিতে আগামী ২ জানুয়ারির আগেই সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

     

  • গোয়ালন্দ উপজেলা পরিষদের ভোটে নামতে ১০ প্রার্থীর মনোনয়ন জমা।

    গোয়ালন্দ উপজেলা পরিষদের ভোটে নামতে ১০ প্রার্থীর মনোনয়ন জমা।

    রাজবাড়ী প্রতিনিধিঃ

    দ্বিতীয় ধাপে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১০ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    রবিবার (২১ এপ্রিল) বিকেল ৫ টায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

    গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শহিদুল ইসলাম, মো. সেলিম মুন্সী ও ফকীর আব্দুল কাদের মনোনয়নপত্র জমা দিয়েছে। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. হুমায়ন কবির পলাশ, সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান চৌধুরী ও মো. আব্দুল বাতেন অনলাইনে মনোনয়ন জমা দেন।

    মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছালেহা আক্তার বুলবুল, মোছাঃ নার্গিস পারভীন ও মোছাঃ আফরোজা রাব্বানী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছে।

    দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে। ভোটগ্রহণ হবে ২১ মে।

    গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আজ রোববার মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। উপজেলা পরিষদের তিনটি পদে মোট ১০ জন প্রার্থী অনলাইনে মনোননয়ন জমা দিয়েছেন। নির্বাচন কমিশিনের তফসিল অনুযায়ী, যাচাই-বাছাই ও আপীল নিষ্পত্তি শেষে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হবে।

  • নৌকায় ভোট দেয়াকে কেন্দ্র করে মারপিট,ভাঙচুর ও হামলা-মামলার অভিযোগ।

    নৌকায় ভোট দেয়াকে কেন্দ্র করে মারপিট,ভাঙচুর ও হামলা-মামলার অভিযোগ।

    বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় সিরাজগঞ্জ-৫ আসনের স্বতন্ত্রপ্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের নির্দেশে তার সমর্থকদের হামলায় আহত হয়েছেন প্রায় অর্ধশত আওয়ামীলীগ নেতাকর্মী। এ থেকে রেহাই পায়নি বীরমুক্তিযোদ্ধা ও সংখ্যালঘুরা। এ অভিযোগ তুলে সোমবার দুপুরে বেলকুচি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। বেলকুচি উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল রহমান, গাজী দেলখোশ আলী প্রামানিক ও মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান।

    এসময় বক্তারা বলেন, স্বাধীনতার প্রাতীক নৌকায় ভোট দেয়া ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল মমিন মন্ডলের পক্ষে নির্বাচন করায় স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের নির্দেশে নির্বাচনের দিন রাজাপুরে নৌকার এজেন্ট বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে বেদম মারপিট করা হয়। এছাড়া বেলকুচি উপজেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকজন বীরমুক্তিযোদ্ধাকে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। এছাড়া নির্বাচন পরবর্তীতে মেঘুল্লা, তামাই, চালা, গাড়ামাসি, চন্দনগাঁতি, জিধুরী, সুর্বণসাড়া, গোপালপুর, দেলুয়া, রাজাপুর ও বানিয়াগাঁতি এলাকায় নৌকার সমর্থক ও আওয়ামীলীগ নেতাকর্মীদের কুপিয়ে ও মারপিট করে অর্ধশত জনকে আহত করেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া নির্বাচনী এলাকার প্রায় শতাধিক ঘরবাড়ি ও দোকান পাট ভাঙচুর ও লুটপাট করেছে স্বতন্ত্র প্রার্থীর সমথর্করা। এ নিয়ে বীরমুক্তিযোদ্ধা সহ দলের নেতাদের নামে ডজন খানেক মামলাও দিয়েছে ঈগল প্রতীকের সমর্থকরা।

    বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে বলেন, বাংলাদেশে আওয়ামিলীগের মনোনিত প্রার্থী আব্দুল মমিন মন্ডলের নির্বাচন করার কারণে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের নির্দেশে নির্বাচনের দিন আমার ও পরিবারের ওপর হামলা চালায় তারই সমর্থক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ সহ তার লোকজনেরা। তারা শুধু আমার ওপরে হামলা চালায় নি। আমাকে প্রাণ ন্যাসের হুমকিও দিয়েছে। আমি এখন প্রাণ ভয়ে পালিয়ে আছি। আব্দুর রহমান বলেন, দেশের স্বাধীনতার জন্য প্রাণ বাজি রেখে যুদ্ধ করেছি। বিনিময়ে আজ নিজ দেশেই পরাধিনের মতো জীবন যাপন করতে হচ্ছে। আমাদের অপরাধ স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের নির্বাচন না করে নৌকার নির্বাচন করলাম কেন। তারা শুধু আমার ওপর হামলা চালিয়ে খ্যান্ত হয়নি মিথ্যা মামলা দিয়েও হয়রানি করেছে।

    এসময় তিনি আরও বলেন, নির্বাচনে  লতিফ বিশ্বাসের হয়ে কাজ না করার কারণে  আমার মতো কয়েকজন মুক্তিযোদ্ধা সন্তানকে বেধরক মারপিট করেছে তার সমর্থকরা। এমতাবস্থা চলতে থাকলে আমরা এদেশে বসবাস করতে পারবো না। আমি এই হামলা ও মিথ্যা মামলায় তিব্র প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকরীদের আইনের আওতায় আনার  দাবী জানাচ্ছি।

    বেলকুচি উপজেলা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা গাজী দেলখোস আলী প্রমানিক বলেন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস তিনি তার জীবনে আওয়ামীলীগ থেকে অনেক কিছু পেয়েছে। সে ইউপি চেয়ারম্যান থেকে মন্ত্রী পর্যন্ত হয়েছেন। আজ তিনি নৌকার বিপক্ষে কাজ করে স্বতন্ত্র প্রার্ধী হয়ে পরাজিত হয়েছেন। তিনি পরাজিত হওয়ার কারনে আমাদের বীরমুক্তিযোদ্ধা সহ আওয়ামীলীগের অনেক নেতা কর্মীর উপর হামলা করে আহত করেছেন। অনেকের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছেন। আমরা এই নির্যাতনকারী লতিফ বিশ্বাসের হাত থেকে রক্ষা পেতে চাই। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে আমরা সবাই শান্তিতে থাকতে পারবো।

    রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান বলেন,  নির্বাচনে পরাজয়ের পর থেকে আব্দুল লতিফ বিশ্বাসের সমর্থকরা বেপরোয়া হয়ে গেছে। তারা নৌকার সমর্থক ও কর্মীদের উপর হামলা মিমলা করে যাচ্ছে। আমরা তার প্রতিকার চাই। তবে পুলিশকে বারবার অভিযোগ দিলেও কোন কাজ করছেনা।

    এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছে তা সম্পুর্ন মিথ্যা। নির্বাচনের পর থেকে নৌকার সমর্থকরা আমার ঈগল সমর্থকদের উপর হামলা মামলা ও বাড়ী ঘর ভাংচুর করে যাচ্ছে। যা বিভিন্ন মিডিয়াতে দেখাচ্ছে।

    বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুজ্জামান বলেন, নির্বাচনের পর থেকে যে কয়টা মামলা হয়েছে তার সকল মামলার আসামীরা আদালত থেকে জামিন নিয়েছেন। এর মধ্যে বেশ কজনকে গ্রেফতারও করা হয়েছে। আর সকল মামলা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।

    সংবাদ সম্মেলনে, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বুলবুল চৌধুরী, আব্দুল খালেক, রেজা নজরুল,  সহ আরো অনেকই উপস্থিত ছিলেন।

  • বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহার ব্যাপক ভোটে বিজয়ী।

    বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহার ব্যাপক ভোটে বিজয়ী।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এ বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে ব্যাপক ভোটে বিজয়ী হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও খুলনা সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেকের পত্নী হাবিবুন নাহার।
    এবার নির্বাচনে জয়লাভ করার ফলে তিনি টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হলেন।
    বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহার রামপাল উপজেলার ১০ টি ইউনিয়ন থেকে ৪৭ হাজার ৯১৫ ভোট এবং মোংলা উপজেলার মোংলা পোর্ট পৌরসভা ও ৬ টি ইউনিয়ন থেকে ৩৬ হাজার ৪৫৭ ভোট  মোট
    ৮৪ হাজার ৩৭২ ভোট পেয়েছেন।
    অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার রামপাল উপজেলার ১০ টি ইউনিয়ন থেকে ২৭ হাজার ৭৭৬ এবং মোংলা উপজেলা থেকে ৩০ হাজার ৬৯২ ভোট পেয়েছেন।
    মারাত্মক কোন সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দুই উপজেলার মোট ৯৬টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফলে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তারা রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮ টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
  • মৌলভীবাজার-২ আসনে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থীর ভোট বর্জন।

    মৌলভীবাজার-২ আসনে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থীর ভোট বর্জন।

    মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের তৃণমূল বিএনপি প্রার্থী ও সাবেক দুইবারের সংসদ সদস্য এম এম শাহীন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোনালী আঁশ প্রতীকের প্রার্থী হিসেবে ছিলেন। এই প্রার্থী বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে এ ঘোষণা দেন তিনি।
    রবিবার ৭ জানুয়ারি ২০২৩ইং, ভোটের দিন বিকেল সাড়ে ৩টায় কুলাউড়া পৌর শহরের মাগুরা এলাকার তার নিজ বাসায় সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের সামনে ভোট বর্জনের ঘোষণা দেন শাহীন।
    জানা যায়, এর আধঘণ্টা আগে রাবিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এম এম শাহীন ও আওয়ামী লীগের নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেলের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
    এতে ওই কেন্দ্রে উত্তেজনা তৈরি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
    সকালে রাবিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সস্ত্রীক ভোট দেন শাহীন। সে সময় তিনি বলেন, আমাদের কাছে গুঞ্জন রয়েছে সরকারি দলের প্রার্থী ভোটে কারচুপি ও প্রভাব বিস্তারের চেষ্টা করবে।
    সেন্টার দখলের চেষ্টা করবে। প্রশাসন আমাকে বার বার আশ্বস্ত করেছে। আমি শেষ পর্যন্ত অপেক্ষা করবো। কিন্তু চারটার মধ্যে কোথাও কোনো বাধা এলে আমি নিজেকে প্রত্যাহার করবো।
    সেই ঘোষণা অনুসারে বিকাল চারটার কিছু সময় আগে নিজেকে ভোট থেকে সরিয়ে নেন তৃণমূল বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন।
    এ দিকে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনের জাতীয় পার্টির প্রার্থী মোঃ আলতাফুর রহমানও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন একই অভিযোগে।
  • মাধবপুরে নৌকায় ভোট চাইলেন যুবলীগ চেয়ারম্যান পরশ।

    মাধবপুরে নৌকায় ভোট চাইলেন যুবলীগ চেয়ারম্যান পরশ।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    উন্নয়নের ধরা অব্যাহত রাখতে হবিগঞ্জ -৪(মাধবপুর -চুনারুঘাট)  আসনে আওয়ামী লীগ প্রার্থী বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী এমপিকে  আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
    আজ মঙ্গলবার (০২জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের ঢাকা সিলেট মহাসড়কের কিবরিয়া চত্বরে এক নির্বাচনী পথসভায় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবমুখী ও পরিপক্ব একটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। এখানে কোনো ভাঁওতাবাজি নাই, প্রতারণা নাই। এই ইশতেহার বাস্তবায়ন ও আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
    এডভোকেট মাহবুব আলীকে আবারও জয়ী করার আহ্বান জানিয়ে শেখ ফজলে শামস পরশ বলেন, ‘সততার মানদণ্ডে শেখ হাসিনার নৌকার কান্ডারি মাহবুব আলী’র ত্রি-সীমানায় কেউ নেই। এ সময় তিনি ভোটারদের কেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেক নেতাকর্মী কমপক্ষে  বিশজন করে ভোটার নিয়ে কেন্দ্রে যাবেন।’
    এডভোকেট মাহবুব আলী বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে সারাদেশে গণজোয়ার তৈরি হয়েছে। ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি বৃহত্তর সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপুর -চুনারুঘাটেও একই অবস্থা। এসময় যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
  • সাত তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন-হেদায়েত আহমেদ এলান।

    সাত তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন-হেদায়েত আহমেদ এলান।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামী লীগ নেতা কর্মীগণ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বেশ ব্যস্ত সময় পার করছেন। উপজেলা সদর থেকে একেবারে ওয়ার্ড পর্যায়ে সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া সলঙ্গা আসনে দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম এর পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা,উঠান বৈঠক ও জনসভা করছেন।

    দলীয় নেতা কর্মীদের নিয়ে নির্বাচন পরিচালনায় ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আহবায়ক কমিটি গঠন হয়েছে। এছাড়া ভোট কেন্দ্র কমিটি গঠন করা হচ্ছে । উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতা কর্মীগণ দল বেধে ইউনিয়ন,ওয়ার্ড এমনকি গ্রামে গ্রামে গিয়ে দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম এর নৌকা প্রতিকে ভোট চাইছেন।এদের সাথে দলের ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মীগণ থাকছেন। এরা ভোটারদেরকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে উৎসাহ যোগাচ্ছেন।

    বুধবার দুপুর ২ ঘটিকার সময় উপজেলার ধরাইল মাঝিপাড়া মাদ্রাসা মাঠে বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক তুখোড় ছাত্র নেতা,বাংলাদেশ আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সম্মানিত সদস্য,উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত যুগ্ম আহবায়ক হেদায়েত আহমেদ এলান।

    এ সময় তিনি উপস্থিত জনতার কাছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ শফিকুল ইসলাম শফিকে ৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে উল্লাপাড়া উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আহব্বান জানান।

    প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ শফিকুল ইসলাম শফি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাহবুব সরোয়ার বকুল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি,পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র এস এম নজরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

    বাঙ্গলা ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন মোঃসোহেল রানা,চেয়ারম্যান বাঙ্গালা ইউনিয়ন পরিষদ এবং সঞ্চলনায় ছিলেন মোঃজহুরুল ইসলাম তালুকদার,সাধারণ সম্পাদক বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগ।

  • বাঘা-চারঘাট আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুলের কাঁচি প্রতীকে ভোট প্রার্থনা।

    বাঘা-চারঘাট আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুলের কাঁচি প্রতীকে ভোট প্রার্থনা।

    বাঘা(রাজশাহ)প্রতিনিধিঃরাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বাড়ি বাড়ি গিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ও চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রাহেনুল হক রায়হান কাঁচি প্রতীকে ভোট প্রার্থনা করেন। শনিবার (২৩ ডিসেম্বর) তিনি উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভোট প্রার্থনা করেন। সাবেক এই সংসদ সদস্যকে পেয়ে অনেকেই আবেকে আফ্লুত হয়ে পড়ে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে।

    এ সময় তার সাথে ছিলেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাছ আলী, বাঘা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, ছাত্র লীগের সাবেক নেতা সুরুজ্জামান, রবিউল ইসলাম রবি প্রমুখ।
    এছাড়া এ আসনে জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহসিন আলী (আম), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) আবদুস সামাদ (নোঙ্গর), জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু) জুলফিকার মান্নান জামী (মশাল) প্রতীক নিয়ে ভোট করছেন।