Tag: ব্যবসায়ী
-
রামপালে মাদকদ্রব্য পাচারের সময় ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মল্লিক জামান, রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশের অভিযানে মরণনেশা ইয়াবা পাচারকালে মো. নুরুল ইসলাম ওরফে বাবু (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে।আটক বাবু উপজেলার উজলকুড় ইউনিয়নের রণসেন এলাকার বাসিন্দা আতিয়ার রহমানের ছেল। শনিবার (২৫ নভেম্বর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে খুলনা-মোংলা মহা-সড়কের ভাগা বাজার সংলগ্ন সোহেল’র বরফ কলের সামনে ইয়াবা পাচারের জন্য অপেক্ষা করছে এক ব্যক্তি। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর মো. কামাল হোসেন’র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এসময় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ১৪(চৌদ্দ) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম এ প্রতিবেদককে জানান, গতকাল রাতে ভাগা বাজারের বরফ কলের সামনে থেকে ইয়াবাসহ বাবু নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আজ রবিবার(২৬ নভেম্বর) আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। -
শ্রীমঙ্গলে চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিয়ানে ৫১০ (পাঁচশত দশ) লিটার চোলাই মদসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা এসআই মোঃ রাকিবুল হাছান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পুলিশের একটি টিম ১৮ নভেম্বর ২০২৩ইং, দিবাগত রাতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫১০ (পাঁচশত দশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ৩ জনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামিরা হলেন, মিলন কালিন্দী ওরফে লিলন (২৬), পিতা-মৃত দেবদাস কালিন্দী। রঘু নায়েক (৫০), পিতা-মৃত গনন নায়েক। রাধেশাম রবিদাস (৪৫), পিতা-মৃত পেটলা রবিদাস। এদের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানে।এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিন আসামীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে জানান তিনি। -
বাঘায় বাদাম ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই।
রাজশাহীর বাঘায় দিন-দুপুরে বাদাম ব্যবসায়ী ইসলাম আলীকে ছুরিকাঘাত করে ২ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৯ টায় উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর মাদ্রাসার দক্ষিণে এই ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামের আফছার আলীর ছেলে বাদাম ব্যবসায়ী ইসলাম আলী সকালে ২ লক্ষ টাকা নিয়ে বাদাম ক্রয়ের জন্য বাড়ি থেকে বের হয়। সকাল ৯ টার দিকে জোতকাদিরপুর মাদ্রাসার দক্ষিণে পৌঁছালে ৩ জন ছিনতাইকারীরা তার পথরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে টাকা দিতে না চাইলে তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।এ বিষয়ে ব্যবসায়ী ইসলাম আলী বলেন, আমি বাদার ক্রয়ের জন্য চকরাজাপুর চরে যাচ্ছিলাম। আমার পথরোধ করে ৩ জন লোক কাছে যা আছে দিয়ে দিতে বলে। আমি দিতে না চাইলে তাদের কাছে থাকা চাকু দিয়ে আঘাত করে কোমরে থাকা ২ লাখ টাকা নিয়ে নেয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. কামরুল নাহার কান্তা বলেন, চাকু আঘাতে অসুস্থ এক ব্যক্তিকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে শঙ্কা মুক্ত তিনি।বাঘা থানার পরিদর্শক(ওসি) খায়রুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অপরাধী সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। -
উল্লাপাড়ায় ইয়াবাসহ শীর্ষ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইয়াবাসহ শীর্ষ নারী মাদক ব্যবসায়ী রোজিনা আক্তার(২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামী-স্ত্রী পরিচয়ের আড়ালে নিরবে চালাচ্ছিলো মাদক ব্যবসা।
বুধবার রাতে পৌর শহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড থেকে রোজিনা (২৫) নামের স্ত্রী রুপী নারীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। ব্যবসার সাথে জড়িত কথিত স্বামী মোন্নাফকে গ্রেপ্তারের জন্য পুলিশ খুঁজছে। গ্রেপ্তার রোজিনা উল্লাপাড়া সদর ইউনিয়নের বাঁখুয়া গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে ও একই ইউনিয়নের খালিয়াপাড়া গ্রামের বরাত আলীর ছেলে রাজমিস্ত্রী আব্দুল মোন্নাফের সাবেক স্ত্রী।
উল্লাপাড়া মডেল থানার সেকেন্ড অফিসার রুহুল আমিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পৌর শহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে চলমান সিএনজিতে অভিযান পরিচালনা করে ৩৫ পিচ ইয়াবাসহ রোজিনা (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘ দিন যাবৎ এই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। ব্যবসার সাথে আরও কয়েকজন জড়িত আছে।অল্প সময়ের তাদেরও আটক করা হবে।
এলাকাবাসী অভিযোগ করে জানান, ব্যবসার সূত্রধরে এক বছর আগে গ্রেপ্তার রোজিনার সঙ্গে মোন্নাফের বিয়ে হয়। স্বামী-স্ত্রী সম্পর্কের আড়ালে চালায় তারা রমরমা মাদক ব্যবসা। অল্পদিনের মধ্যেই মোন্নাফ আঙ্গুল ফুঁলে কলাগাছ হয়ে যায়। তার চলাফেরার গতিতে আসে ব্যাপক পরিবর্তন। তারা আরো বলেন, গ্রেপ্তার রোজিনার রয়েছে একাধিক স্বামী। তেমনি মোন্নাফের আছে ৪-৫ স্ত্রী। অবৈধ ভাবে উপার্জিত অর্থ দিয়ে যখন যা ইচ্ছে তাই করে বেড়ায় তারা। এরা সমাজকে ধ্বংস করে দিতে চায়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মাদকসহ গ্রেপ্তার রোজিনার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এই ব্যবসার সাথে জড়িত অন্যদের পুলিশ খুঁজছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
-
বেকারি ব্যবসায়ীকে হত্যার চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার।
বাগেরহাটের রামপালে পেড়িখালী ইউনিয়নের পেড়িখালী বাজারে বেকারি ব্যবসায়ী বিধান সাহাকে হত্যার চেষ্টাকারী যুবক মোঃ ইসমাইল ইজারাদার(১৯)কে পুলিশ গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত ওই যুবক উপজেলার পেড়িখালী ইউনিয়নের পেড়িখালী গ্রামের জাফর ইজারাদারের ছেলে।জানা যায়,গত ২৩ জুন রাত ১১ টার সময় বিধান সাহা তার বেকারি ফ্যাক্টরিতে বসে ব্যবসার হিসাব নিকাশ করছিলেন। সে মূহুর্তে হঠাৎ করে তার কর্মচারী ইসমাইল ইজারাদার কাঠের চলা দিয়ে বিধান সাহার মাথায় সজোরে আঘাত করে। বিধান সাহা আঘাতপ্রাপ্ত হয়ে অচেতন হয়ে পড়ে। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে ভর্তি করে।৩ জুলাই সোমবার বিধান সাহা বাদী হয়ে রামপাল থানায় তাকে হত্যার উদ্দেশ্য মাথায় আঘাত করা হয়েছিল এমন অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশ রাতে অভিযান পরিচালনা করে ইসমাইলকে গ্রেফতার করেন।এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম’র কাছে জানতে চাইলে তিনি বলেন, পেড়িখালী ইউনিয়নের বেকারি ব্যবসায়ী বিধান সাহাকে হত্যার চেষ্টাকারী যুবক ইসমাইল ইজারাদারকে গ্রেফতার করা হয়েছে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছে। ইসমাইলের নামে বিধান সাহা বাদী হয়ে একটি মামলা রুজু করেছেন।আসামীকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। -
বগুড়ায় গাঁজাসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বগুড়ার শাজাহানপুরে আড়াই মণ (১’শ কেজি) গাঁজাসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার সদস্যরা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন পিকআপ ভ্যান চালক জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর থানার কাশিয়াবাড়ী গ্রামের মৃত-আব্দুল মোতালেব হোসেনের ছেলে মোঃ আরিফ হোসেন(৩৪), কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার টেকেরঘাট গ্রামের মৃত আবুল খাইয়েরের ছেলে মোঃ শ্রাবণ আহমেদ(২১) ও গাজীপুর জেলার শ্রীপুর থানার বর্মীবাজার এলাকার পালটালবাড়ী গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মোঃ জসিম উদ্দিন (৩৬)।
এ তথ্য নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিদর্শক মোঃ আবির হাসান জানান গোপন সংবাদের ভিত্তিতে ঈদের পরের দিন শুক্রবার (৩০ জুন)গভীর রাতে বগুড়ার শাজাহানপুর ঢাক-বগুড়া মহাসড়কের বেতগাড়ী পুরাতন জামে মসজিদের সামনে কোরবানির গরুর চামড়া বোঝাই পিক-আপে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। এ সময় প্লাস্টিক বস্তায় মোড়ানো (১’শ কেজি) আড়াই মণ গাঁজা,৭০ পিচ কোরবানি গরুর চামড়া ও পিক-আপটি জব্দ করা হয়।
তিনি আরো জানান গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা থেকে গরুর চামড়া বোঝাই নীল রং এর একটি পিক-আপে গাঁজার বড় চালান বগুড়ায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে উপ-পরিচালক রাজিউর রহমানের নির্দেশনায় অধিদপ্তরের কয়েক জন সদস্য নিয়ে বেতগাড়ী জামে মসজিদের সামনে অবস্থান নেই। রাত সোয়া ১ টার সময় গরুর চামড়া বোঝাই নীল রং এর পিক-আপটি আমাদের নাজরে আসা মাত্র বেরিকেট দিয়ে মালামাল উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শনিবার সকালে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আদালতে পাঠানো হয়েছে।
-
রামপালে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বাগেরহাটের রামপালে থানা পুলিশের অভিযানে গাঁজাসহ নূর-আলম জমাদ্দার(৪৯) ও মোঃ নাঈম হাওলাদার (১৯) কে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত নূর আলম উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের বড় সন্ন্যাসী গ্রামের মৃত কাদের জমাদ্দারের পুত্র ও নাঈম হাওলাদার মল্লিকেরবেড় গ্রামের মোঃ নুর ইসলাম হাওলাদারের পুত্র।২৬ জুন সোমবার বার রাত ১১ টার দিকে পুলিশ গোপন সূত্রে খবর পায় সন্ন্যাসী বাজারের অপুর্ব’র সেলুনের সামনে গাঁজা কেনা-বেচা হচ্ছে। এ খবর পেয়ে এসআই সুবীর কুমার রায় সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে নুর আলম ও নাঈমের দেহ তল্লাশী করে। দেহ তল্লাশী করলে তাদের দু’জনের কাছ থেকে ৬৫ (পয়ষট্টি) গ্রাম গাঁজা উদ্ধার করে।এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম’র কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, গাঁজাসহ মল্লিকেরবেড় ইউনিয়ন থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। -
পাঁচবিবিতে ট্রেনে কাটা পরে মাদক ব্যবসায়ীর মৃত্যু।
জয়পুরহাটের পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পরে রাব্বি(২৪) নামের এ মাদক ব্যবসায়ী মারা গেছে। নিহত মাদক ব্যবসায়ী উপজেলার বাগজানা ইউনিয়নের পূর্ব কয়া গ্রামের তফিজ উদ্দিনের ছেলে।২৬ জুন সোমবার উপজেলার ফেনতারা রেলক্রসিং সংলগ্ন এলাকায় রেলপথে দুর্ঘটনা ঘটেছে।
জানা যায় সোমবার সকাল ১১ টার সময় ফেন্সিডিল নিয়ে মোটরসাইকেল যোগে তারাহুরা করে ফেনতারা রেলক্রসিং পার হবার সময় চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে ধাক্কা খেয়ে ট্রেনের চাকার নিচে চলে যায়।এতে ট্রেনে কাটা পরে মাথা থেকে দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়।
লোক মারফতে দুর্ঘটনার সংবাদ পেয়ে পাঁচবিবি ও সান্তাহার জিআরপি থানার পুলিশ সদস্যরা পৃথক পৃথক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের লাশ মর্গে পাঠিয়েছেন।